SaugataRoy – The News বাংলা https://thenewsbangla.com Bengali News Portal Fri, 02 Sep 2022 07:49:45 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.2 https://thenewsbangla.com/wp-content/uploads/2018/09/cropped-cdacf4af-1517-4a2e-9115-8796fbc7217f-32x32.jpeg SaugataRoy – The News বাংলা https://thenewsbangla.com 32 32 “গাছের তলায় তুলে এনে কাপড় খুলে নেব”, কার ‘কাপড়’ খুলতে চাইলেন দিলীপ ঘোষ https://thenewsbangla.com/bjp-mp-dilip-ghosh-speaks-tmc-leader-saugata-roy/ Fri, 02 Sep 2022 07:36:18 +0000 https://thenewsbangla.com/?p=16603 “গাছের তলায় তুলে এনে কাপড় খুলে নেব”, কার ‘কাপড়’ খুলতে চাইলেন দিলীপ ঘোষ? বৃহস্পতিবার সন্ধ্যায় পশ্চিম মেদিনীপুরের দাঁতনের এক সভায়, দিলীপ ঘোষ এমনই বিতর্কিত মন্তব্য করেন। নাম না করে তৃণমূল সাংসদ সৌগত রায়ের উদ্দেশ্যে তিনি বলেন, “ওই মোটা, কালো, ধুমসো একটা এমপি আছে টিএমসির। খালি বলে জুতো মারবে। কিছুই করতে পারবি না। তোর কাপড় খুলে নেবে এখানকার মানুষ। আমি বলছি, কলার ধরে নিয়ে এসে এখানে গাছের নীচে জুতো মারব। কোনও বাপের ব্যাটার হিম্মত নেই আটকে রাখার”। রাজনৈতিক প্রতিপক্ষের আক্রমণের জবাব দিতে গিয়ে, ফের অশালীন মন্তব্য করে বসেন দিলীপ ঘোষ।

দিন কয়েক আগে বিজেপির নেতা-কর্মীদের জুতোপেটা করার নিদান দিয়েছিলেন, পদার্থবিদ্যার অবসরপ্রাপ্ত অধ্যাপক তথা দমদমের তৃণমূল সাংসদ সৌগত রায়। একজন বরিষ্ঠ সাংসদের মুখে এই কুকথা নিয়ে, আশঙ্কা প্রকাশ করেছিলেন অনেকেই। এদিন তারই পাল্টা জবাবে দিলীপ ঘোষ, বর্ষীয়ান সাংসদ সৌগত রায়ের কাপড় খুলে নেবার কথা বলেন।

আরও পড়ুনঃ ডিভিশন বেঞ্চেও ধাক্কা খেল রাজ্য, ২৬৯ জন শিক্ষকের চাকরি বাতিল

দাঁতনের সভা থেকে প্রকাশ্যে হুঁ’শিয়ারি দেন দিলীপ ঘোষ। তাঁর বক্তব্য, “চিরদিন সমান কারও যায় না। সাবধানে কথা বলো। আমরা কি মায়ের দুধ খাইনি? জল খেয়ে বড় হয়েছি নাকি”? তবে বর্ষীয়ান দুই রাজনৈতিক নেতার কুকথার যুদ্ধে বাংলার রাজনীতি কোন দিকে যাচ্ছে, এই বিয়ে বিতর্ক উঠেছে বিভিন্ন মহলে। রাজনীতিতে এত বয়স্ক দুই নেতার মুখে কেন কু-কথা?

]]>
“একজন অসুস্থ মানুষকে এভাবে জোর করে নিয়ে যাওয়া ঠিক নয়”, প্রতিক্রিয়া সৌগত রায়ের https://thenewsbangla.com/saugata-roy-on-anubrata-mondal-arrest-it-is-not-right-to-take-a-sick-person-by-force/ Thu, 11 Aug 2022 10:46:15 +0000 https://thenewsbangla.com/?p=16068 “একজন অসুস্থ মানুষকে এভাবে জোর করে নিয়ে যাওয়া ঠিক নয়”, অনুব্রত মণ্ডল কে সিবিআইএয়র গ্রেফতার নিয়ে এভাবেই প্রতিক্রিয়া দিলেন তৃণমূল সাংসদ সৌগত রায়। দলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়ের পর, তৃণমূলের আরও এক হেভিওয়েট নেতা কেন্দ্রীয় এজেন্সির জালে। গরুপাচার মামলায় সিবিআইয়ের হাতে গ্রেফতার, বীরভূম জেলার তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। “সিবিআই এর সমন এড়াতেই পারে। জিজ্ঞাসাবাদ করুক, ঠিক আছে। কিন্তু একটা অসুস্থ মানুষকে এভাবে জোড় করে নিয়ে যাওয়া ঠিক নয়”, এদিন এরকম প্রতিক্রিয়া দিলেন তৃণমূল নেতা সৌগত রায়।

গতকাল হাজিরা এড়ানোর পর আজ সকালে আদালতের নির্দেশনামা ও মেডিক্যাল রিপোর্ট নিয়ে, বোলপুরের নীচুপট্টিতে বীরভূমের তৃণমূল জেলা সভাপতির বাড়িতে পৌঁছে যান সিবিআই অফিসাররা। অনুব্রতর বাড়ি ঘিরে ফেলে কেন্দ্রীয় বাহিনী। বাড়িতে ঢুকে দরজা বন্ধ করে দেন, সিবিআই আধিকারিকরা। বাড়ির সকলের মোবাইল ফোন নিয়ে নেওয়া হয়। ঘণ্টা খানেক জিজ্ঞাসাবাদের পর, অনুব্রত মণ্ডলকে গ্রেফতার করে, আসানসোল আদালতের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়।

আরও পড়ুনঃ বাবার মুদির দোকানে কাজ করা কেষ্ট, কিভাবে হলেন বীরভূমের ‘বেতাজ বাদশা’

‘চোর চোর, গরু চোর’, অনুব্রতকে গ্রেফতারের কনভয় দেখে চিৎকার স্থানীয়দের। গরুপাচার মামলায় গ্রেফতার অনুব্রত মণ্ডল। এদিন গ্রেফতারের পর তাঁকে নিয়ে যাওয়া হয়, আসানসোলের ECL-এর গেস্ট হাউসে। সেখানে নিয়ে যাওয়ার সময়, রাস্তায় কুলটিতে ‘গরু চোর’ স্লোগান দেন স্থানীয়রা। গত সোমবার SSKM হাসপাতালেও একই ছবি দেখা যায়। সেখানেও ‘গরু চোর’ স্লোগান দেন রোগীর আত্মীয়রা।

]]>