Saradha Chitfund – The News বাংলা https://thenewsbangla.com Bengali News Portal Tue, 28 May 2019 17:35:54 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.2 https://thenewsbangla.com/wp-content/uploads/2018/09/cropped-cdacf4af-1517-4a2e-9115-8796fbc7217f-32x32.jpeg Saradha Chitfund – The News বাংলা https://thenewsbangla.com 32 32 পুলিশের পিছনে গোয়েন্দা, রাজীব কুমার ঘনিষ্ঠ অর্ণব ঘোষকে তলব করল সিবিআই https://thenewsbangla.com/cbi-summons-arnab-ghosh-close-to-rajeev-kumar-in-saradha-chitfund-case/ Tue, 28 May 2019 17:35:54 +0000 https://www.thenewsbangla.com/?p=13451 রাজীব কুমারকে দ্বিতীয়বার নোটিশ দেবার পাশাপাশি; এবার রাজীব কুমার ঘনিষ্ঠ অর্ণব ঘোষকে তলব করল সিবিআই। সারদা কাণ্ডের সময় বিধাননগরের ডিসিডিডি ছিলেন এই অর্ণব ঘোষ। এখন তিনি মালদার পুলিশ সুপার। সারদা কেলেঙ্কারিতে নথি হেরাফেরিতে; রাজীব কুমার এর সঙ্গে রাজীব ঘনিষ্ঠ অর্ণব ঘোষকেও ডেকে জেরা করতে চায় সিবিআই।

সারদাকাণ্ডের তদন্তে অর্ণব ঘোষকে নোটিস পাঠাল সিবিআই। সারদা তদন্তে গঠিত বিশেষ তদন্তকারী দল; সিটের সদস্য ছিলেন অর্ণব। সিটের প্রধান রাজীব কুমারের আস্থাভাজন ছিলেন তিনি। কুনাল ঘোষকে জেরা করেও এই অর্ণব ঘোষের নাম পেয়েছে সিবিআই।

আরও পড়ুনঃ সমালোচকদের কটাক্ষ করে সাভারকরের প্রশংসায় পঞ্চমুখ লতা মঙ্গেশকর

রাজীব কুমারের পর এবার সিবিআইয়ের নজরে অর্ণব ঘোষ। বুধবারই তাঁকে সিজিও কমপ্লেক্সে হাজিরার নোটিস পাঠাল; কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। আগামিকালই তাঁকে সিজিও কমপ্লেক্সে; সিবিআই দফতরে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। সারদা কেলেঙ্কারির সময় বিধাননগরের গোয়েন্দাপ্রধান ছিলেন অর্ণব ঘোষ।

আরও পড়ুনঃ চাপে পড়ে সৌজন্যের বার্তা নিয়ে মোদীর শপথ গ্রহন অনুষ্ঠানে মমতা

এছাড়াও সারদাকাণ্ডে গঠিত বিশেষ তদন্তকারী দল বা সিট; যার প্রধান ছিলেন রাজীব কুমার; তার সদস্য ছিলেন রাজীব ঘনিষ্ঠ অর্ণব ঘোষ। নির্বাচনের আগে পক্ষপাতিত্বের অভিযোগে; মালদহের পুলিস সুপার পদ থেকে সরানো হয় তাঁকে। পুলিস সূত্রের খবর, সিটের প্রধান রাজীব কুমারের অত্যন্ত আস্থাভাজন ছিলেন তিনি।

আরও পড়ুনঃ বড়সড় ভাঙন তৃণমূলে, মুকুল রায়ের একধাক্কায় বাংলার ৪ পুরসভা বিজেপির দখলে

সিবিআই সূত্রে খবর; সারদা কাণ্ডের সময় বিধাননগরের গোয়েন্দা প্রধান ছিলেন অর্ণব ঘোষ। রাজীব কুমারের পর তিনিই ছিলেন; সারদা তদন্তে সেকেন্ড ইন কম্যান্ড। তখন তদন্তে একাধিক তথ্যপ্রমাণ জোগাড় করেছিলেন এই অর্ণব ঘোষ। কিন্তু সেই সব নথি সিবিআইয়ের হাতে পৌঁছায়নি। সেই সব নথি ও তথ্যপ্রমাণ কথায়? সেই নিয়েই তাঁকে জেরা করবে কেন্দ্রীয় তদন্তকারী দল।

আরও পড়ুনঃ পে কমিশনের বদলে রাজ্য সরকারি কর্মীদের জন্য উৎসব বোনাস

নিচুতলার পুলিস আধিকারিকদের কাছ থেকে তদন্তকারীরা জানতে পেরেছেন; রাজনৈতিক নেতাদের বিরুদ্ধে একাধিক নথি সংগ্রহ করেছিলেন অর্ণব ঘোষ। সে কারণে তাঁর বয়ান রেকর্ড করেছে সিবিআই। এবার তাঁকে জেরার জন্য তলব করল সিবিআই। এর ফলে প্রমাদ গুনছেন একাধিক তৃণমূল নেতা; মত রাজনৈতিক মহলের।

]]>
সারদা চিটফান্ড মামলায় রাজীব কুমারকে ভয়ঙ্কর বিপদে ফেললেন কুণাল ঘোষ https://thenewsbangla.com/saradha-chitfund-case-cp-rajeev-kumar-has-been-in-dire-straits-by-kunal-ghosh/ Tue, 12 Feb 2019 15:47:10 +0000 https://www.thenewsbangla.com/?p=6732 শিলং থেকে কলকাতায় পা দিয়েই ফের বোমা ফাটালেন কুণাল ঘোষ। রাজীব কুমারের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করলেন। অভিযোগ চিঠি দিয়ে জানিয়েছেন সিবিআই কেও। এবার সিবিআই তদন্তের মাঝেই রাজীবের বিরুদ্ধে সারদা মামলায় প্রভাব খাটানোর অভিযোগ আনলেন কুণাল। আর এর জেরে সারদা চিটফান্ড মামলায় রাজীব কুমারকে ভয়ঙ্কর বিপদে ফেললেন কুণাল ঘোষ।

আরও পড়ুনঃ বিধায়ক খুনে রাম নেতাকে বাঁচাতে আসরে বাম নেতা

“শিলং-এ কলকাতার নগরপাল রাজীব কুমারের সঙ্গে মুখোমুখি জিজ্ঞাসাবাদে সহযোগিতা করেছি”, মঙ্গলবার শিলং থেকে ফিরেই কলকাতা বিমানবন্দরে সাংবাদিক সম্মেলন করে জানালেন কুণাল ঘোষ। এদিন রাজীবের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করেছেন তৃণমূলের প্রাক্তন সাংসদ তথা সাংবাদিক কুণাল ঘোষ। সিবিআই তদন্তের মাঝেই রাজীবের বিরুদ্ধে সারদা মামলায় প্রভাব খাটানোর ভয়ঙ্কর অভিযোগ আনলেন কুণাল।

আরও পড়ুনঃ পরীক্ষা শুরুর আগেই হোয়াটস অ্যাপে ফাঁস মাধ্যমিক প্ৰশ্নপত্র

কুণাল বলেন, “আমি আজ সকালে সিবিআই-কে লিখিত অভিযোগ করেছি। প্রথম ১০ ফেব্রুয়ারি(রবিবার) এবং তারপর ১১ ফেব্রুয়ারি(সোমবার) আমাদের দুজনকে মুখোমুখি বসিয়ে যৌথ জিজ্ঞাসাবাদ করা হয়েছে। রবিবার জিজ্ঞাসাবাদের সময় কয়েকজন পুলিশ অফিসারের নাম এসে গিয়েছিল। কিন্তু, তাঁরা খুব গুরুত্বপূর্ণ সাক্ষী, তাই সে বিষয়ে মন্তব্য করব না। তবে সেদিন রাতে সিবিআই অফিস থেকে বেরিয়ে রাজীব কুমার সেই অফিসারদের কারও কারও সঙ্গে যোগাযোগ করেছেন”।

আরও পড়ুনঃ ফের লজ্জার অন্ধকারে সিবিআই, চরম অপমানের শাস্তি সিবিআই প্রধানকে

এই বিষয়টিই কুণাল সিবিআই-কে লিখিতভাবে জানিয়েছেন বলেই দাবি। রাজীব এমন ফোন করে তদন্তে প্রভাব খাটানোর চেষ্টা করছেন, তাঁর এই ধরনের কাজের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে বলে দাবি করেছেন কুণাল ঘোষ।

আরও পড়ুনঃ মমতার ধর্ণায় বসা পুলিশ অফিসারদের কড়া শাস্তি দিতে চলেছে মোদী সরকার

কুণাল ঘোষ আরও জানিয়েছেন, “১০ তারিখে এই নামগুলো (জিজ্ঞাসাবাদের সময় উঠে আসা পুলিশ অফিসারদের নাম) আলোচিত হয়। উনি (রাজীব) ১১ তারিখ বলেও ফেলেন, আমি এঁদের রাতে ফোন করেছি”। এরপরই কুণাল বলেন, “রাজীব কুমার যা বলেছে তা ভিডিও রেকর্ডিং করা রয়েছে। ফলে, এর জন্য কল লিষ্ট দেখার দরকার নেই”।

আরও পড়ুনঃ মমতার বাংলায় ১ লাখ চাকরির প্রতিশ্রুতি দিলেন মুকেশ আম্বানি

টানা চার দিন ধরে জেরা চলেছে। তার পরেও ছুটি মিলছে না কলকাতার পুলিশ কমিশনার রাজীব কুমারের। সুপ্রিম কোর্টের নির্দেশে রাজীব কুমারকে সিবিআই জেরা করছে মেঘালয়ের শিলংয়ে সিবিআই অফিসে। ৯ ফেব্রুয়ারি থেকে চলছে জেরা। এর পরে ১০ ফেব্রুয়ারি সিবিআই তলব পেয়ে শিলং যান তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সাংসদ কুণাল ঘোষ। রাজীবের মুখোমুখি বসানো হয় কুণালকে। ঘণ্টার পরে ঘণ্টা চলেছে জেরা। অবশেষে ছাড়া পেয়েছেন কুণাল। কলকাতায় ফিরেছেন মঙ্গলবার। কিন্তু রাজীব কুমারের ফেরা হচ্ছে না।

আরও পড়ুনঃ রিজার্ভ ব্যাঙ্ক এর বড় ঘোষণা, লোকসভা ভোটের আগে মধ্যবিত্তের মুখে হাসি

মঙ্গলবার সকালে ফের শিলংয়ের সিবিআই দফতরে ডাকা হয় রাজীব কুমারকে। এই নিয়ে টানা চতুর্থ দিন তদন্তকারীদের মুখোমুখি হতে হল কলকাতার পুলিশ কমিশনারকে। বেশ কিছু ক্ষেত্রে কুণাল ও রাজীবের বয়ান একদম না মেলায় দফায় দফায় জেরা করা হচ্ছে রাজীব কুমারকে। মঙ্গলবার সকাল দশটায় ফের জেরার জন্য হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয় রাজীব কুমারকে। একই সঙ্গে কুণাল ঘোষকে কলকাতায় ফেরার অনুমতি দেওয়া হয়।

আরও পড়ুনঃ রাহুলকে সরিয়ে লোকসভা ভোটে মোদী বিরোধী মুখ প্রিয়াঙ্কাই

একই সঙ্গে কুণাল ঘোষ বলেন, “আমায় মাননীয় পুলিশ কমিশনার রাজীব কুমারের মুখোমুখি বসানো হয়েছে। আমার যা অভিযোগ এবং বক্তব্য, তা তাঁকে শুনতে হয়েছে। এখানেই আমার নৈতিক জয় হয়েছে বলে আমি মনে করছি”। কুণাল ব্যঙ্গ করে আরও বলেন, “আমাকে রাজীব কুমার হেনস্থা করেছেন কিন্তু রাজীব কুমারের এই অবস্থা দেখে আমার বেশ খারাপই লাগছে”। সব মিলিয়ে সিবিআই এর শিলং জেরায় পুলিশ কমিশনারকে হঠিয়ে সংবাদের শিরোনামে সাংবাদিক কুণাল ঘোষই।

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

]]>
রথী মহারথীদের নাম লেখা ১২ পাতার গোপন চিঠি সিবিআইকে দিলেন কুণাল ঘোষ https://thenewsbangla.com/kunal-ghosh-hands-over-12-page-letter-to-cbi-written-by-sudipta-sen/ Sun, 10 Feb 2019 14:24:45 +0000 https://www.thenewsbangla.com/?p=6676 বড় সূত্র দিয়ে সিবিআইকে ১২ পাতার গোপন চিঠি তুলে দিলেন সাংসদ সাংবাদিক কুণাল ঘোষ। রবিবার শিলং এ সিবিআই অফিসারদের হাতে ওই চিঠি তুলে দিলেন কুণাল। সিবিআই সূত্রে এই খবর জানা গেছে। কিন্তু কি কি তথ্য আছে ওই চিঠিতে? কোন কোন নেতার নাম রয়েছে তাতে?

আরও পড়ুনঃ পাকিস্তান চিনের চিন্তা বাড়িয়ে ভারতীয় সেনার হাতে এল ভয়ঙ্কর চিনুক হেলিকপ্টার

জানা গেছে, ১২ পাতার ওই চিঠি সুদীপ্ত সেনের লেখা। এবং তাতে রথী মহারথীদের নাম লেখা আছে বলেই জানা যাচ্ছে। কোন কোন নেতা কিসের জন্য টাকা নিয়েছেন সব লেখা আছে সুদীপ্ত সেনের ওই চিঠিতে। এই চিঠি সারদা তদন্তে সিবিআইকে অনেকটাই সাহায্য করবে বলে মনে করা হচ্ছে। এই চিঠিতে ফের কোন কোন নেতা সমস্যায় পরতে চলেছেন সেটাই ভাবনায় ফেলেছে রাজনৈতিক নেতাদের।

আরও পড়ুনঃ মোদীর অরুণাচল সফর নিয়ে চিনকে উপযুক্ত জবাব দিল ভারত

শিলং এ জেরার জন্য ডাক পাবার পরেই কুনাল ঘোষ জানিয়েছিলেন, সিবিআই-কে সদর্থক ভাবে সাহায্য করতে চান তিনি। কুনাল ঘোষ বলেছিলেন, “আমাকে সিবিআই জেরা করার জন্যে ডেকেছে, আমি যাব। সিবিআই-কে তদন্তে সাহায্য করার প্রতিশ্রুতি দিয়েই জামিন পেয়েছিলাম”।

আরও পড়ুনঃ সার্কিট বেঞ্চ উদ্বোধন করে দিয়ে মমতার ‘বাড়া ভাতে’ ছাই দিলেন মোদী

রবিবার শিলং এ এই জেরার সময়ই সুদীপ্ত সেনের লেখা ওই ১২ পাতার গোপন চিঠি সিবিআইকে দেন কুনাল ঘোষ। রবিবারই কুনাল ঘোষকে শিলং-এ জেরা করে সিবিআই। সিবিআই-এর নতুন চাল মমতা বন্দ্যোপাধ্যায় ব্রিগেডকে চাপে রাখবে, বলেই মনে করা হচ্ছে। এরপর এই ১২ পাতার চিঠি ফের চাপে রাখবে সব তৃণমূল নেতাকেই, মনে করছে রাজনৈতিক মহল।

আরও পড়ুনঃ কেন্দ্রে ক্ষমতায় এলে তিন তালাক বিরোধী আইন বাতিল করে দেবে কংগ্রেস

সারদা কাণ্ডে কোটি কোটি টাকা তছরুপের অভিযোগে তৃণমূলের বহিস্কৃত সাংসদ কুনাল ঘোষ গ্রেফতার হয়েছিলেন। এ যাবৎ কুণাল ঘোষ বিভিন্ন সময়ে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) এবং সিবিআইয়ের গোয়েন্দাদের বেশ কিছু তথ্য দিয়ে সাহায্য করেছেন, যার অন্যতম ৯১ পাতার একটি চিঠি। সেই চিঠির কপি আগেই রয়েছে সিবিআই-এর কাছে। ওই চিঠিতে সারদা তদন্তে রাজীব কুমারের ভূমিকা প্রসঙ্গে বেশ কিছু তথ্য রয়েছে বলেই জানা গিয়েছিল। এরপর রবিবার ফের ১২ পাতার চিঠি সিবিআইকে দিলেন কুণাল।

আরও পড়ুনঃ মমতার বাংলায় ১ লাখ চাকরির প্রতিশ্রুতি দিলেন মুকেশ আম্বানি

সারদা নিয়ে সিবিআই এবং কলকাতা পুলিশের অনেক জেরার মুখে পড়েছেন কুণাল ঘোষ। দীর্ঘ সময় জেলেও থেকেছেন। এক সময়ে রাজ্য পুলিশ, প্রশাসন ও মুখ্যমন্ত্রীর ঘনিষ্ঠ কুণাল, কয়েকদিন আগেই এক সাংবাদিকের স্টিং অপেরেশনে কলকাতার পুলিশ কমিশনার সম্পর্কে অনেক কথাই বলেছেন। ওই ভিডিওতে রাজীব কুমার সম্পর্কে অনেক মন্তব্যই করেছেন কুণাল।

আরও পড়ুনঃ মমতার ধর্ণায় বসা পুলিশ অফিসারদের কড়া শাস্তি দিতে চলেছে মোদী সরকার

কী ভাবে রাজীব কুমার অত্যন্ত দক্ষতার সঙ্গে ফোন ট্যাপ থেকে যাবতীয় কিছু করতে পারেন, সেই নিয়েও বলেছেন কুণাল। একই সঙ্গে কুণাল বলেছেন, “রাজীব কুমার যখন যে ক্ষমতায় থাকে তার হয়ে কাজ করতে পারেন। আগামী দিনে কেউ ক্ষমতায় এলে রাজীব সেই পক্ষে চলে যাবেন”।

আরও পড়ুনঃ রাজীব কুমার ও কুনাল ঘোষ দুজনকেই শিলংয়ে ডাকল সিবিআই

কুণালের সঙ্গে ওই সংবাদমাধ্যমের কথপোকথনে আরও নানা বিষয় উঠে আসে। আইপিএস অর্ণব ঘোষের নাম এসেছে অনেকবার। সারদা মামলার অনেক তথ্য তিনি সিবিআইকে দিয়েছেন বলেও দাবি করেছেন। জানিয়েছেন, প্রধানমন্ত্রীর দফতর এবং স্বরাষ্ট্রমন্ত্রীর দফতরেও তিনি চিঠি পাঠিয়েছেন। সারদা তদন্তে কাজে লাগতে পারে এমন অনেক নথি রাজীব কুমার নষ্ট করেছেন বলেও ওই ভিডিওয় দাবি করেছেন কুণাল ঘোষ।

আরও পড়ুনঃ রিজার্ভ ব্যাঙ্ক এর বড় ঘোষণা, লোকসভা ভোটের আগে মধ্যবিত্তের মুখে হাসি

এই সব তথ্য রবিবার সিবিআই জেরার সময়ও বলেছেন বলেই সিবিআই সূত্রে খবর। কুণালের এই জেরায় যে অনেক নেতাই চিন্তায় থাকবেন সেটাই মনে করছে রাজনৈতিক মহল। এরপর কুণালের দেওয়া এই চিঠিতে আর কি কি আছে, সেটাই এখন প্রশ্ন।

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

]]>
সারদা চিটফান্ডে সর্বহারাদের দেখেই কি তাড়াতাড়ি ধর্ণা শেষ করলেন মমতা https://thenewsbangla.com/saradha-chitfund-sufferers-infront-dharna-mancha-that-prompted-mamata-to-ends-dharna/ Tue, 05 Feb 2019 18:46:56 +0000 https://www.thenewsbangla.com/?p=6480 কলকাতার পুলিশ কমিশনার রাজীব কুমারের বাসভবনে সিবিআই হানার বিরুদ্ধে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ধর্নার প্রতিবাদে মঙ্গলবার ধর্না মঞ্চের সামনেই রাস্তায় বসে পড়ে অবস্থান-বিক্ষোভ করল অল বেঙ্গল চিটফান্ড সাফারার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। কার্যত মমতার ধর্না নিয়ে ব্যস্ত কলকাতা পুলিশের চোখে ধুলো দিয়েই বৌবাজার থেকে মিছিল করে কয়েকশো চিট ফান্ড এজেন্ট ও আমানতকারি মুখ্যমন্ত্রীর মঞ্চের দিকে এগোতে থাকেন। পরে পুলিশের বাধা পেয়ে ধর্ণা মঞ্চের কাছেই বসে পরেন তাঁরা।

আরও পড়ুনঃ ধর্মতলার ধর্ণা মঞ্চ থেকে মোদীর বিরুদ্ধে লোকসভা ভোটের ‘সারদা ইস্যু’

ধর্ণা হলো, প্রত্যাহারও হলো। কিন্তু মমতা বনাম মোদীর ‘সংবিধান যুদ্ধে’ চিট ফাণ্ড ক্ষতিগ্রস্থদের প্রায় কোনো উল্লেখই হলো না। অথচ যাঁরা চিট ফান্ড কেলেঙ্কারির আসল ক্ষতিগ্রস্থ, সেই চিট ফান্ড এজেন্ট ও আমানতকারিরা আরেকটু হলেই মুখ্যমন্ত্রী মমতার সামনে আরেক ধরনের ‘কেলেঙ্কারি’ প্রায় করে ফেলেছিলেন।

আরও পড়ুনঃ সারদা চিটফাণ্ড মামলায় রাজীবকে জেরা করতে কি কি প্রশ্ন সাজাচ্ছে সিবিআই

সারদা চিটফান্ডে সর্বহারাদের সামনে দেখেই কি তাড়াতাড়ি ধর্ণা শেষ করলেন মমতা
সারদা চিটফান্ডে সর্বহারাদের সামনে দেখেই কি তাড়াতাড়ি ধর্ণা শেষ করলেন মমতা/The News বাংলা

কলকাতার পুলিশ কমিশনার রাজীব কুমারের বাসভবনে সিবিআই হানার বিরুদ্ধে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ধর্ণার প্রতিবাদে মঙ্গলবার ধর্ণা মঞ্চের সামনেই রাস্তায় বসে পড়ে অবস্থান-বিক্ষোভ করল অল বেঙ্গল চিটফান্ড সাফারার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন।

আরও পড়ুনঃ উঠল বিজেপি বিরোধী সত্যাগ্রহ ধর্ণা, ধর্মতলার ধর্ণা প্রধানমন্ত্রী করতে পারবে মমতাকে

জানা যায় মমতার ধর্না নিয়ে ব্যস্ত কলকাতা পুলিশের চোখে ধুলো দিয়েই বৌবাজার থেকে মিছিল করে কয়েকশো চিট ফান্ড এজেন্ট ও আমানতকারি মুখ্যমন্ত্রীর মঞ্চের দিকে এগোতে থাকেন। অনেক পরে ব্যাপারটা বুঝতে পেরে চমকে যায় পুলিশ। শেষ পর্যন্ত নিউমার্কেট থানা থেকে একটু দূরেই পুলিশ ওই মিছিলের পথ আটকে দেয়। পরে ধর্না মঞ্চে কর্তব্যরত বিশাল বাহিনী গিয়ে পরিস্থিতি আয়ত্তে আনে।

সারদা চিটফান্ডে সর্বহারাদের সামনে দেখেই কি তাড়াতাড়ি ধর্ণা শেষ করলেন মমতা/The News বাংলা
সারদা চিটফান্ডে সর্বহারাদের সামনে দেখেই কি তাড়াতাড়ি ধর্ণা শেষ করলেন মমতা/The News বাংলা

আরও পড়ুনঃ সিবিআই জেরা থেকে পালাতে পারবেন না রাজীব কুমার, মমতা বললেন ‘নৈতিক জয়’

সারদা কান্ডের তদন্তে কলকাতা পুলিশ কমিশনারের বাড়িতে সিবিআই হানার প্রতিবাদে রবিবার ধর্মতলার মেট্রো চ্যানেলে ধর্ণায় বসেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন ধর্ণার তৃতীয় দিনে বিক্ষোভ-মিছিল করার প্রস্তুতি নেন চিট ফান্ড আন্দোলনকারিরা। অত্যন্ত গোপনে তাঁরা বৌবাজার মোড়ে জমায়েত হন। জানা যায়, এই মিছিল নিয়ে কলকাতা পুলিশের কাছে আগাম কোনও খবরই ছিল না। পুলিশকর্তারা ব্যস্ত ছিলেন মুখ্যমন্ত্রীর ধর্ণা মঞ্চের নিরাপত্তা নিয়ে।

আরও পড়ুনঃ সারদা কাণ্ডে পুলিশ কমিশনারকে সিবিআই জেরা কবে, তা নিয়েও লড়াই তুঙ্গে

অল বেঙ্গল চিটফান্ড সাফারার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি রূপম চৌধুরী বলেন, “পুলিশ সাধারণত অনুমতি দেয় না, এদিনও আমাদের মিছিলের কোনও অনুমতি ছিল না। আমরা বৌবাজারে ট্রাফিক সিগন্যালের কাছে ইতস্তত ছড়িয়ে ছিটিয়ে ছিলাম। পুলিশকে ধোঁকা দিতেই এই পন্থা নিয়েছি। সিগন্যাল সবুজ হতেই মিছিল করে ধর্মতলার দিকে এগোতে থাকি। ওয়েলিংটন মোড় অবধি পুলিশের কোনও বাধা পাই নি। পুলিশ আমাদের নিউমার্কেট থানার কাছে আটকে দেয়। আমরা রাস্তায় বসে বিক্ষোভ দেখাতে থাকি। প্রায় ঘণ্টাখানেক চলে আমাদের কর্মসূচী”।

আরও পড়ুনঃ রাজীব কুমারকে সিবিআই দফতরে হাজিরার নির্দেশ দিল সুপ্রিম কোর্ট

সারদা চিটফান্ডে সর্বহারাদের সামনে দেখেই কি তাড়াতাড়ি ধর্ণা শেষ করলেন মমতা/The News বাংলা
সারদা চিটফান্ডে সর্বহারাদের সামনে দেখেই কি তাড়াতাড়ি ধর্ণা শেষ করলেন মমতা/The News বাংলা

চিট ফান্ডের এজেন্ট ও আমানতকারিরা রাস্তায় বসে পড়ায় এস এন ব্যানার্জী রোডে যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়। ঘটনাস্থলে জনা ১৫ পুলিশকর্মী অবস্থান সামলানোর পক্ষে যথেষ্ট ছিলেন না। এই অবস্থানের খবর পৌঁছয় মুখ্যমন্ত্রীর ধর্ণা মঞ্চে কর্তব্যরত পুলিশকর্তাদের কাছে।

আরও পড়ুনঃ মমতার নির্দেশে সিবিআই অফিসারদের আটক করে বাংলার আইপিএসরা বিপদে

সঙ্গে সঙ্গে মঞ্চের দায়িত্বপ্রাপ্ত বিশাল পুলিশ বাহিনী ছোটে অবস্থান তুলতে। এদিকে যখন ধর্ণা মঞ্চে অন্ধ্র প্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু, ওদিকে তখন এসএনব্যানার্জী রোডে চিটফান্ডের অভিযুক্তদের গ্রেপ্তার ও টাকা ফেরতের দাবীতে বিক্ষোভ চলছে সেই মুখ্যমন্ত্রীর বিরুদ্ধেই। আর কিছুটা এগুতে পারলেই মমতার ধর্ণা মঞ্চের কাছাকাছি পৌঁছে যেতেন অল বেঙ্গল চিটফান্ড সাফারার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন এর চিট ফাণ্ড প্রতারিতরা।

]]>
সারদা চিটফাণ্ড মামলায় রাজীব কুমারকে জেরা শুরু করল সিবিআই https://thenewsbangla.com/saradha-chitfund-case-9-member-special-cbi-team-to-interrogate-rajeev-kumar/ Tue, 05 Feb 2019 07:53:09 +0000 https://www.thenewsbangla.com/?p=6448 শুরু হল বহু প্রতিক্ষিত সেই জেরা। প্রথমে আলাপ পরিচয় হবার পর বেশ ভাল পরিবেশেই শুরু হয়েছে জেরার পর্ব। কলকাতার পুলিশ কমিশনার রাজীব কুমারকে জেরা করার অনুমতি দিয়েছে দেশের শীর্ষ আদালত। চলছে সেই জেরা পর্ব।

আরও পড়ুনঃ বেকার যুবকদের মুখে হাসি ফুটিয়ে বাংলায় তৈরি হচ্ছে ১০ লক্ষ চাকরি

রাজীব কুমারকে জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে। জানা গেছে, মোট ২২ পাতার প্রশ্নমালা তৈরি হয়েছে। সূত্রের খবর জিজ্ঞাসবাদ শুরু করেছেন সিবিআইয়ের পূর্বাঞ্চলীয় অধিকর্তা পঙ্কজ শ্রীবাস্তব-সহ ডিএসপি পদমর্যাদার ৩ জন আধিকারিক। রাজীব কুমারের বয়ান রেকর্ডের সময় উপস্থিত থাকবেন ডিএসপি তথাগত বর্ধন। থাকবেন এসপি পি সি কল্যাণ, থাকছেন পূর্বাঞ্চলীয় অধিকর্তা পঙ্কজ শ্রীবাস্তবও।

আরও পড়ুনঃ সার্কিট বেঞ্চ উদ্বোধন করে দিয়ে মমতার ‘বাড়া ভাতে’ ছাই দিলেন মোদী

সকাল সাড়ে ১১ টা নাগাদ সিবিআই দপ্তর থেকে বেরিয়ে যান রাজীব কুমারের আইনজীবী বিশ্বজিত দেব। সূত্রের খবর, তাঁকে জিজ্ঞাসাবাদের সময় পুলিশ কমিশনারের সঙ্গে থাকার অনুমতি দেওয়া হয়নি। সিবিআই আধিকারিকদের কাছে বেশ কয়েকটি অনুরোধ করেন রাজীব কুমারের আইনজীবী। রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য কলকাতায় কমিশনারের থাকা প্রয়োজন। তাই, অনির্দিষ্টকালের জন্য রাজীব কুমারকে আটকে না রাখার অনুরোধ করেছেন তিনি।

আরও পড়ুনঃ নতুন যুদ্ধ, রোজভ্যালি চিটফান্ড কাণ্ডে মমতার দুই অফিসারকে ডেকে পাঠাল ইডি

সারদা চিটফাণ্ড মামলায় রাজীবকে জেরা করতে স্পেশ্যাল টিম গড়েছে সিবিআই। সিবিআই ডিএসপি তথাগত বর্ধন এর নেতৃত্বে ৯ সদস্যের একটি বিশেষ দল গঠন করেছে সিবিআই। তৈরি হয়েছে প্রশ্নপত্র। সারদা মামলায় কলকাতার পুলিশ কমিশনারকে নাস্তানাবুদ করতে কোমর বেঁধেছে সিবিআই।

আরও পড়ুনঃ সিবিআই জেরা থেকে পালাতে পারবেন না রাজীব কুমার, মমতা বললেন ‘নৈতিক জয়’

কলকাতার পুলিশ কমিশনার রাজীব কুমারকে মেঘালয়ের শিলংয়ে একটি নিউট্রাল জায়গায় হাজিরা দিয়ে সিবিআই জেরার মুখোমুখি হবার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। তবে এখনই গ্রেফতার করা যাবে না তাঁকে, জানিয়ে দিয়েছে দেশের শীর্ষ আদালত। সারদা মামলায় সুদীপ্ত সেনের ল্যাপটপ, মোবাইল পরীক্ষাই করাননি রাজীব কুমার, গত মঙ্গলবার অভিযোগ করেন সিবিআই আইনজীবি। সওয়াল জবাব শুনে এই রায় জানিয়ে দেন সুপ্রিম কোর্ট এর প্রধান বিচারপতি রঞ্জন গগৈ এর বেঞ্চ।

আরও পড়ুনঃ রাজীব কুমারকে সিবিআই দফতরে হাজিরার নির্দেশ দিল সুপ্রিম কোর্ট

সারদা চিট ফান্ড তদন্তে অসহযোগিতা ও আদালত অবমাননার অভিযোগে গত সোমবারই কলকাতার পুলিস কমিশনারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় সিবিআই। সোমবার সকালে আদালত শুরু হতেই রাজীব কুমারের বিরুদ্ধে মামলা দায়ের করেছিলেন সিবিআইয়ের আইনজীবী। সিবিআইয়ের আইনজীবী তুষার মেহতা এই মামলা লড়ছেন। মামলাটি সরাসরি করা হয় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রঞ্জন গগৈ এর বেঞ্চে। মঙ্গলবার সকালেই রায় দেন দেশের শীর্ষ আদালত।

আরও পড়ুনঃ তথ্যপ্রমাণ নষ্টের প্রমাণ পেলে পুলিশ কমিশনারকে উচিত শিক্ষা দেওয়া হবে হুঁশিয়ারি সুপ্রিম কোর্টের

রায়ের পরই কলকাতার পুলিশ কমিশনার রাজীব কুমারকে জেরা করার জন্য প্রস্তুতি নিতে শুরু করে সিবিআই। মোট ৯ সদস্যের একটা স্পেশ্যাল দল গঠন করেছে সিবিআই। সিবিআই ডিএসপি তথাগত বর্ধন এর নেতৃত্বে জেরার কাজ করছেন বাকি সদস্যরা। সারদা মামলায় রাজীবকে জেরায় জেরায় নাস্তানাবুদ করবে সিবিআই।

আরও পড়ুনঃ মমতার নির্দেশে সিবিআই অফিসারদের আটক করে বাংলার আইপিএসরা বিপদে

সারদা চিটফাণ্ড মামলায় সিবিআই কি কি প্রশ্নে জেরবার করছে কলকাতার পুলিশ কমিশনার রাজীব কুমারকে? জেনে নিন সেই সব প্রশ্ন। সারদা চিটফাণ্ড মামলায় রাজীবকে জেরা করতে প্রধান কি কি প্রশ্ন সাজিয়েছে সিবিআই?

১. বাজেয়াপ্ত করা সুদীপ্ত সেনের ল্যাপটপ ও মোবাইল গুলো কোথায়?
২. সুদীপ্ত সেনের ল্যাপটপ ও মোবাইল গুলো কেন বাজেয়াপ্ত করার পরেই ফরেনসিকে পাঠান হল না?
৩. সুদীপ্ত সেনের অফিস থেকে বাজেয়াপ্ত করা সব নথি কোথায়?
৪. বিভিন্ন ডাটা, পেন ড্রাইভ, সিডি কোথায়?
৫. কেন বাজেয়াপ্ত করা সব জিনিস সিবিআই আধিকারিকদের কাছে জমা করলেন না?
৬. এতদিন ধরে বারবার ডাকা সত্ত্বেও কেন তিনি হাজিরা দেননি?
৭. কাদের রক্ষা করতে সিবিআই জেরার হাত থেকে পালিয়ে বেড়াচ্ছেন তিনি?
৮. সুদীপ্ত সেনের অফিস থেকে উদ্ধার করা সব টাকা কি তিনি বাজেয়াপ্ত তালিকায় দেখিয়েছেন?

আরও পড়ুনঃ মমতার বাংলায় ১ লাখ চাকরির প্রতিশ্রুতি দিলেন মুকেশ আম্বানি

জানা গেছে, ধীরে ধীরে রাজীব কুমারকে জেরায় নাস্তানাবুদ করবে সিবিআই। পুলিশ কমিশনার রাজীব কুমারকে মেঘালয়ের শিলংয়ে একটি নিউট্রাল জায়গায় হাজিরা দিয়ে জেরার মুখোমুখি হতে বলা হয়। প্রশ্ন কি কি হবে তা নিয়ে দিল্লির লোধি রোডে সিবিআই বলিষ্ঠ আধিকারিকদের সঙ্গে বৈঠক করে বাংলার সিবিআই অফিসাররা।

আরও পড়ুনঃ মমতার ধর্ণায় বসা পুলিশ অফিসারদের কড়া শাস্তি দিতে চলেছে মোদী সরকার

জানা গেছে, জেরায় রাজীব কুমারকে ভাঙতেই জোর কদমে প্রস্তুতি নিয়েছেন সিবিআই আধিকারিকরা। প্রশ্নের জবাবে সন্তুষ্ট না হলে সব রিপোর্ট দেওয়া হবে দেশের শীর্ষ আদালতে। জেরায় সন্তুষ্ট না হলে তারপর তাঁকে নিজেদের হেফাজতে নিয়ে জেরার আবেদন করবে সিবিআই। শনিবার কতক্ষণ প্রশ্নত্তর চলে সেটাই এখন দেখার।

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

]]>