Sangh Parivar – The News বাংলা https://thenewsbangla.com Bengali News Portal Mon, 07 Jan 2019 14:43:32 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.2 https://thenewsbangla.com/wp-content/uploads/2018/09/cropped-cdacf4af-1517-4a2e-9115-8796fbc7217f-32x32.jpeg Sangh Parivar – The News বাংলা https://thenewsbangla.com 32 32 হিন্দুত্ববাদীদের নিশানা করতে মসজিদে পাথর ছুঁড়ে অশান্তি সৃষ্টির চেষ্টা, ধৃত সিপিএম নেতা https://thenewsbangla.com/kerala-communists-vandalised-mosque-to-incite-riots-and-blame-it-on-sangh-parivar/ Mon, 07 Jan 2019 13:42:44 +0000 https://www.thenewsbangla.com/?p=5271 The News বাংলাঃ হিন্দুত্ববাদীদের ফাঁসাতে গিয়ে ধরা পড়লেন সিপিএম নেতা। ঘটনাটি ঘটেছে কেরলে। শবরীমালা মন্দিরের উত্তপ্ত ঘটনার মধ্যেই একটি মসজিদে পাথর ছোঁড়ার অভিযোগ ওঠে। অভিযোগ ওঠে গেরুয়া গোঁড়া হিন্দুত্ববাদীদের দিকেই। সমালোচনার ঝড় ওঠে গোটা দেশ জুড়ে। পরে তদন্তে দেখা যায়, এর পিছনে আছে এক সিপিএম নেতা। কেরল পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

শবরীমালা মন্দিরে ১০ থেকে ৫০ বছরের মহিলাদের প্রবেশাধিকার নিয়ে প্রায় এক সপ্তাহ উত্তপ্ত কেরল। প্রায় প্রতিদিনই দফায় দফায় সংঘর্ষ চলছে প্রবেশাধিকারের দাবিতে মন্দিরে ঢুকতে চাওয়া আন্দোলনকারী ও আয়াপ্পা ভক্তদের মধ্যে। এদিকে সংঘ পরিবার থেকে শুরু করে বিভিন্ন হিন্দুত্ববাদী সংগঠন মন্দিরের চলে আসা প্রথাকেই মান্যতা দিয়ে শবরীমালা কর্তৃপক্ষের পাশে দাঁড়িয়েছে। অন্যদিকে কেরল সরকার সুপ্রিম কোর্টের রায় মেনে মহিলাদের প্রবেশাধিকারের পক্ষে আন্দোলনকারীদের দাঁড়িয়েছে।

আরও পড়ুনঃ

ফের গরু চোর সন্দেহে খুন, এবার ‘গোরক্ষকের’ নাম মুসলিম মিঁয়া

বউ অদল বদল, বিকৃত যৌনাচারে ধর্ষণের অভিযোগ গৃহবধূর

EXCLUSIVE: সংখ্যালঘুদের ধর্মে সুড়সুড়ি দিয়ে প্রকাশ্যে ভারতের টাকার কালোবাজারি

EXCLUSIVE: নতুন বছরে সুখবর, রাজ্য সরকারি কর্মীরা পাচ্ছেন বকেয়া ডিএ

গত ২রা জানুয়ারী মন্দিরের প্রথা অগ্রাহ্য করে কেরল পুলিশের সহায়তায় মন্দিরে প্রবেশ করে পুজো দেন বিন্দু ও কনকদুর্গা নামের দুজন মহিলা পূজারিনী। আর তাতেই আগুনে ঘি পড়ে। সংঘর্ষ শুরু হয় দুই পক্ষের মধ্যে। মন্দিরের প্রথা চালু রাখার দাবিতে আন্দোলনরত আয়াপ্পা ভক্তদের ওপর পুলিশি অত্যাচারেরও অভিযোগ ওঠে। কেরল সরকার এখনও পর্যন্ত ১৬৬৯ জন আয়াপ্পা ভক্তকে গ্রেফতার করেছে। এরই মধ্যে গতকাল মসজিদে পাথর ছোঁড়া ও মসজিদে ভাংচুর করে সাম্প্রদায়িক পরিবেশ সৃষ্টির অভিযোগ ওঠে সিপিএম সমর্থক ও সদস্যদের বিরুদ্ধে।

পুলিশ জানিয়েছে, পেরামব্রায় একটি মসজিদে পাথর ছোঁড়ার ঘটনা ঘটে। ক্ষতি হয় মসজিদের। প্রাথমিক ভাবে সংঘ পরিবারের দিকেই অভিযোগের আঙুল ওঠে। পুলিশ তদন্তে উঠে আসে সম্পূর্ণ আলাদা তথ্য। জানা যায়, এর পিছনে আছে এক ডিওয়াইএফআই নেতা।

পুলিশ রিপোর্টে জানানো হয়েছে, সংঘ পরিবার ও হিন্দুত্ববাদীদের নিশানা করতেই মসজিদে হামলা করে সাম্প্রদায়িক বাতাবরণ তৈরির চেষ্টা করা হয়েছিল। প্রাথমিকভাবে অভিযুক্তরা সংঘ পরিবারের ওপরেই দায় চাপায়। কিন্তু তদন্তে আসল ঘটনা বেরিয়ে আসে। তদন্ত চালিয়ে সিপিএমের ছাত্র সংগঠন ডিওয়াইএফআই এর সুনির্দিষ্ট যোগসূত্র খুঁজে পেয়েছে পুলিশ।

এই ঘটনায় স্থানীয় সিপিএমের ব্রাঞ্চ সেক্রেটারি সহ ২১ জন সিপিএম এবং ডিওয়াইএফআই সদস্যদের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। এই বিষয়ে অভিযুক্তদের বিরুদ্ধে ১৫৩-এ নং ধারায় দুই সম্প্রদায়ের মধ্যে হিংসার বাতাবরণ তৈরি ও দাঙ্গা বাঁধানোর অভিযোগ আনা হয়েছে।

এর আগে ৫ই জানুয়ারী সিপিএম সমর্থকদের বিরুদ্ধে কেরালার বিজেপি সাংসদ মুরলীধরণের বাড়ি সহ এক সংঘ প্রচারকের বাড়িতে হামলা এবং কান্নুরে একটি আরএসএসের কার্যালয়ে আগুন লাগানোর অভিযোগ ওঠে। তারও আগে ২রা জানুয়ারী শবরীমালা কর্ম সমিতির ৫৫ বছর বয়সী এক সদস্যকেও পাথর ছূঁড়ে হত্যা করে সিপিএম সমর্থকরা।

আরও পড়ুনঃ

কংগ্রেস ছেড়ে মমতার ‘মহানায়িকা’ এবার মোদীর বক্স অফিসে

ভোরবেলায় শবরীমালা মন্দিরে ঢুকে ইতিহাস সৃষ্টি ‘মা দুর্গার’

দেশপ্রেম বাড়াতে স্কুলের রোল কলে এবার ‘জয় হিন্দ’ ও ‘জয় ভারত’

শীতের বাংলায় বৃষ্টি আনতে আন্দামান থেকে আসছে ঘূর্ণিঝড় ‘পাবুক’

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

]]>
অনুপ্রবেশকারীদের সরকারী সুবিধা থেকে বঞ্চিত করতে বাংলায় এনআরসি-র দাবি https://thenewsbangla.com/nrc-claims-in-bengal-to-deprive-the-infiltrators-of-government-benefits/ Thu, 29 Nov 2018 12:21:30 +0000 https://www.thenewsbangla.com/?p=3297 The News বাংলা, শিলিগুড়িঃ অসমের মত পশ্চিমবঙ্গেও কি শুরু হবে এনআরসি বা নাগরিকপঞ্জি? গেরুয়া ছাত্র সংগঠন এভিবিপি বা অখিল ভারতী বিদ্যার্থী পরিষদের দাবি এরকমই। শিলিগুড়িতে ফের একবার বাংলায় এনআরসি বা নাগরিকপঞ্জি চালু করার দাবি তুলল কেন্দ্রের শাসক দলের ছাত্র সংগঠন।

আরও পড়ুনঃ সাসপেন্ড ১১, বিষ মদে মানুষ মৃত্যুর সংখ্যা বেড়ে ১১

বিজেপির রথযাত্রার আগে ‘কলকাতা চলো’ যাত্রার ডাক দিল অখিল ভারতী বিদ্যার্থী পরিষদ। বাংলায় গনতন্ত্র রক্ষা করতে একদিকে ভারতীয় জনতা পার্টি ও অন্যদিকে ভারতীয় জনতা পার্টির ছাত্র সংগঠন অখিল ভারতী বিদ্যার্থী পরিষদ কলকাতায় মুখ্যমন্ত্রীর দুর্গের সামনে গিয়ে আছড়ে পড়ার আন্দোলনের রূপরেখা তৈরী করছে। সে কারনে লোকসভা নির্বাচনকে পাখির চোখ করে ছাত্রদের সঙ্গে নিয়ে ময়দানে নামছে বিজেপি। উদ্দেশ্য একটাই, পথও এক। আন্দোলনের ভাষাও এক।

The News বাংলা AVBP NRC
The News বাংলা AVBP NRC

অসমের মত পশ্চিমবঙ্গেও এনআরসি চালুর দাবি জানিয়েছে অখিল ভারতী বিদ্যার্থী পরিষদ। বাংলাদেশ সহ অন্যান্য দেশ থেকে আসা অনুপ্রবেশকারীদের সরকারী সমস্ত সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করতে ও ভোটার লিস্ট থেকে তাদের নাম বাদ দেওয়ার দাবি সহ একাধিক দাবিতে আগামী ৩০নভেম্বর ‘কলকাতা চলো’ নাম দিয়ে এক ছাত্র মিছিলের ডাক দিয়েছে অখিল ভারতী বিদ্যার্থী পরিষদ। অনুমতি না পেলেও তারা তাদের মিছিল চালিয়ে যাবে বলে জানান, অখিল ভারতী বিদ্যার্থী পরিষদের সর্বভারতীয় সাধারন সম্পাদক আশীষ চৌহান।

আরও পড়ুন: পাপ ঢাকতে শিশু বলিদান, জন্মেই অনাথ শিশুরা অসহায়

দাড়িভিট কান্ডে মৃত দুই ছাত্র রাজেশ ও তাপসের মৃত্যুর কারন এখনও অধরা। নিহত পরিবারগুলি এখনও বিচারের জন্য আন্দোলন করে চলেছে। চলতি বছরের ৫ অক্টোবর দাড়িভিটে নিহত দুই ছাত্রের মৃত্যুর কারন জানতে সিবিআই তদন্তের দাবী জানিয়ে শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়াম থেকে মিছিলের ডাক দিয়েছিল এবিভিবি। প্রশাসন সেই মিছিলের অনুমতি দেয় নি।

The News বাংলা AVBP NRC
The News বাংলা AVBP দাঁড়িভিট

অনুমতি না পাওয়া সত্বেও তারা মিছিলের জন্য কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামের সামনে জমায়েত হতে শুরু করে। রাজ্যের বিভিন্ন জেলা থেকেও ছাত্ররা এই মিছিলে অংশগ্রহন করতে বের হয়। কিন্তু জায়গায় জায়গায় তারা বাধা পায়। অভিযোগের তীর তৃণমূল কংগ্রেসের দিকে। শেষ পর্যন্ত প্রশাসনিক বাধায় মিছিল করতে না পেরে স্টেডিয়ামের সামনেই অখিল ভারতী বিদ্যার্থী পরিষদের ছাত্ররা ধর্নায় বসে পড়ে।

আরও পড়ুন: পার্লামেন্টে বাচ্চাকে মায়ের দুধ খাওয়ান যায় শপিং মলে নিষেধাজ্ঞা

এদিন এই ধর্নায় দাড়িভিট কান্ডে নিহত রাজেশ ও তাপসের পরিবারের লোকও ছিলেন। সেদিনের মিছিল সম্পন্ন করতে না পারলেও একই ই্যসুতে ফের এক মিছিলের ডাক দিয়েছে এবিভিপি। এবার শুধু শিলিগুড়িতে নয়। রাজ্যব্যাপী মিছিলের ডাক দেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গে এনআরসি চালু করার দাবী ও দাড়িভিট কান্ডে নিহত ও আহত পরিবারগুলিকে ক্ষতিপুরনের দাবীর পাশাপাশি এই ঘটনার সিবিআই তদন্তের দাবী জানিয়ে তাদের এই মিছিল।

The News বাংলা AVBP NRC
The News বাংলা AVBP NRC

এই মিছিলের অনুমতি না পাওয়া প্রসঙ্গে এবিভিপির সর্ব ভারতীয় সাধারন সম্পাদক আশীষ চৌহান কটাক্ষ করে বলেন ‘পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী এই রাজ্যে মানুষের গণতান্ত্রিক অধিকার কেড়ে নিয়েছে। এবিভিপি মানুষের গনতান্ত্রিক অধিকার ফিরিয়ে আনার কাজ করছে। অনুমতি ছাড়াই গনতান্ত্রিক পদ্ধতিতে এবিভিপি মিছিল করবে বলে জানান আশীষবাবু।

]]>