Sam Pitroda – The News বাংলা https://thenewsbangla.com Bengali News Portal Sun, 07 Apr 2019 18:11:01 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.2 https://thenewsbangla.com/wp-content/uploads/2018/09/cropped-cdacf4af-1517-4a2e-9115-8796fbc7217f-32x32.jpeg Sam Pitroda – The News বাংলা https://thenewsbangla.com 32 32 ভারতীয়দের বাঁদরের সঙ্গে তুলনা করলেন রাহুলের গুরু পিত্রোদা https://thenewsbangla.com/sam-pitroda-has-insulted-every-indian-citizen-by-calling-them-monkeys/ Sun, 07 Apr 2019 18:11:01 +0000 https://www.thenewsbangla.com/?p=10258 কংগ্রেস নেতা স্যাম পিত্রোদা এক ভিডিও সাক্ষাৎকারে ভারতীয়দের “বাঁদরের” সঙ্গে তুলনা করেছেন বলে অভিযোগ করে বিজেপি শনিবার শোরগোল তুলেছে।

আরও পড়ুনঃ সব বুথে কেন্দ্রীয় বাহিনী না থাকলে ভোট বন্ধ করে দেবার হুমকি লকেটের

এক ভিডিও সাক্ষাৎকারে স্যাম পিত্রোদা বলেছেন, “এখনও সবাই মোবাইল ফোন আর ইন্টারনেট সঠিক ভাবে ব্যবহার করতে পারে না। যদি কোনো বাঁদরের হাতে একটি মোবাইল ফোন দেওয়া হয় তাহলে সে সেটাকে একটা খেলনা হিসেবেই ভাবে। তেমনই সাধারণ মানুষের মধ্যেও একই প্রতিক্রিয়া কাজ করছে। এখনও ৫-১০ বছর লাগবে ইন্টারনেটকে সঠিক ভাবে কাজে লাগানোর ক্ষেত্রে”।

আরও পড়ুনঃ কংগ্রেস নির্বাচনী ইস্তাহারকে প্রো জিহাদ ও অ্যান্টি ইন্ডিয়া বলে আক্রমণ কোয়েনা মিত্রের

বিজেপির আইটি মুখপাত্র অমিত মালব্য ট্যুইট করে স্যাপ পিত্রোদার সমালোচনা করে বলেছেন, ” যদি স্যাম পিত্রোদার কথা ভালো করে দেখা হয় তাহলে দেখা যাচ্ছে রাহুল গান্ধীর গুরু ভারতীয়দের “বাঁদর” বলেছেন! তাহলে কি বাঁদররা ওদের (কংগ্রেসকে) ভোট দেবে”?

আরও পড়ুনঃ লাইভ ডিবেটে অসহিষ্ণুতা, সঞ্চালক ও বিজেপি নেতার দিকে গ্লাস ছূঁড়লেন কংগ্রেস নেতা

রেলমন্ত্রী পী্যুষ গোয়েল বলেছেন, “আজ যা গুরু বলছেন কাল তা শিষ্য বলবেন। আমরা কি এরকমই পরম্পরা চাই”?

আরও পড়ুনঃ বিরিয়ানি নিয়ে হাতাহাতি কংগ্রেস সমর্থকদের মধ্যে, ৩৪ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের

মুম্বাই প্রেস ক্লাবে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় পিত্রোদা বলেন, ” আজ যারা প্রবাসী ভারতীয়, তারা বাস্তবের থেকে ভারতের ঐতিহ্য নিয়ে অনেক বেশি সংবেদনশীল, আর সেটাই বিজেপির লক্ষ্য। আমি শিকাগোতে থাকার সময় সেখানে ৩৫০ জন প্রবাসী ভারতীয় ছিল, আজ সেই সংখ্যাটা ৩ লাখের ওপর, যারা কয়েক লক্ষ টাকা মাইনে পায়। তারাই ভারতের ঐতিহ্য নিয়ে বেশি সংবেদনশীল”।

আরও পড়ুনঃ হিন্দুধর্ম নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে থানায় অভিযোগ দায়ের উর্মিলার বিরুদ্ধে

পিত্রোদা বলেন “আমার সময় যেখানে শিকাগোতে একটাও মন্দির ছিল না, এখন সেখানে ৩৫০ টিরও বেশি মন্দির। প্রবাসী ভারতীয়রা ওখানে প্রার্থনা করে, পূজা দেয়। ওরা বিজেপি আর মোদীর সঙ্গে অনেক বেশি নিজেদের যুক্ত করতে পারে”।

আরও পড়ুনঃ ফাঁকা জনসভার ছবি তুলতে গিয়ে কংগ্রেস সমর্থকদের হাতে প্রহৃত চিত্র সাংবাদিক

গত মাসেই পিত্রোদা এই বলে বিতর্কে জড়িয়েছিলেন এই বলে যে ২৬/১১ বা পুলওয়ামা কান্ডের জন্য সমগ্র পাকিস্তানকে দায়ী করা উচিত নয়। সেই সময় সারা দেশ জুড়ে, বিশেষত বজেপির পক্ষ থেকে তাঁর সমালোচনার ঝড় উঠেছিল। তার জন্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁর তথা কংগ্রেসের তীব্র সমালোচনা করেছিলেন। সেই পরিপ্রেক্ষিতে তিনি জানান যে ওই মন্তব্য একেবারেই তাঁর নিজস্ব মন্তব্য ছিল, এর সঙ্গে কংগ্রেসের কোনো পার্টিগত সম্পর্ক নেই।

আরও পড়ুনঃ তিন লাখ কোটি টাকায় বিবাহবিচ্ছেদ

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

]]>
রাহুল মমতা ঘনিষ্ঠ স্যাম পিত্রোদাকে সেনাবাহিনী নিয়ে পাল্টা দিলেন প্রধানমন্ত্রী মোদী https://thenewsbangla.com/pm-modi-slams-sam-pitroda-says-congress-celebrating-pakistan-national-day/ Fri, 22 Mar 2019 08:44:14 +0000 https://www.thenewsbangla.com/?p=9000 পাকিস্তানের বালাকোটে ভারতীয় বিমান বাহিনীর হামলা নিয়ে এবার প্রশ্ন তুললেন স্যাম পিত্রোদা। রাহুল গান্ধী ও মমতা বন্দ্যোপাধ্যায় এর ঘনিষ্ঠ স্যাম পিত্রোদা শুক্রবার বিমান বাহিনীর সফলতা নিয়ে প্রশ্ন তুলে দেন। এবং জানান, জঙ্গি হামলার জন্য পাকিস্তানকে দোষী করা ঠিক নয়। এরপরেই টুইট করে তাঁকে পাল্টা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

রাহুল মমতা ঘনিষ্ঠ স্যাম পিত্রোদা এবার পাকিস্তানের বালাকোটে বিমান হামলা নিয়ে প্রশ্ন তুললেন। গান্ধী পরিবার তথা রাহুল গান্ধীর ঘনিষ্ঠ পিত্রোদা ইন্দিরা গান্ধীর সময় থেকে শুরু করে রাজীব গান্ধী, মনমোহন সিংয়ের সরকারে বিভিন্ন সময়ে নানা সরকারি কাজ, প্রকল্প ও কমিটির মাথায় থেকেছেন। তিনি ওভারসিজ কংগ্রেস কমিটির প্রধানও বটে। আর এই প্রশ্ন তোলার পরেই ক্ষেপে যান প্রধানমন্ত্রী মোদী।

পুলওয়ামার হামলা নিয়ে পিত্রোদা বলেছেন, “হামলা সম্পর্কে জানি না। সবসময়ই এমন হামলা হয়। মুম্বইয়ে হামলার পরে আমরা প্রতিক্রিয়া দেখাতে পারতাম। বিমান পাঠাতে পারতাম। তবে সেটা ঠিক হতো না। এভাবে বিষয়টিকে দেখা ঠিক নয়”। তিনি আরও বলেন, “আটজন জঙ্গি এসে হামলা করল। তার জন্য আপনি গোটা পাকিস্তানের ওপরে খড়্গহস্ত হতে পারেন না। কিছু লোক একটা ঘটনা ঘটাল বলে সেদেশের সকলকে দোষ দিতে পারেন না”।

স্যাম পিত্রোদা প্রশ্ন তোলেন, “আমি জানতে চাই, আমরা কি হামলা করেছি? তিনশো জন লোক মরেছে? আমি নিউ ইয়র্ক টাইমস ও অন্য খবরের কাগজ পড়েছি। কোথায় এর কোন উল্লেখ নেই। শুধু মোদী সরকার এই দাবি করছে”। তিনি আরও বলেন,”বিমান হামলায় সত্যি ৩০০ জন মারা গিয়েছে কিনা সেটা আমরা সবাই জানতে চাই”।

স্যাম পিত্রোদা প্রশ্ন করেন, “প্রত্যেক ভারতীয়কে এই নিয়ে জানাতে হবে। তারপরে আসবে সারা বিশ্বের সংবাদমাধ্যম, যারা বলছে, কেউ মারা যায়নি। ভারতীয় হিসাবে এটা আমার কাছে ভালো অভিজ্ঞতা নয়”।

স্যাম পিত্রোদার এই প্রসঙ্গ সামনে আসতেই প্রচণ্ড ক্ষুব্ধ হন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নিজের টুইটারে একহাত নিলেন কংগ্রেস ও স্যাম পিত্রোদাকে। তিনি লেখেন, “কংগ্রেস সভাপতির বিশ্বাসী কংগ্রেসের হয়ে পাকিস্তানের হয়ে গুণ গাইছেন। সেটা করা হচ্ছে ভারতের সেনাকে ছোটো করে দেখিয়ে”।

নিজের টুইটারে মোদী আরও বলেছেন, “বিরোধীরা সেনাকে বারবার অপমান করছে। আমি দেশের নাগরিকদের কাছে আবেদন করছি, বিরোধী নেতাদের এই নিয়ে প্রশ্ন করুন। জানিয়ে দিন, ১৩০ কোটি ভারতবাসী তাদের ক্ষমা করবে না। দেশ সেনার পাশেই রয়েছে”।

ভোটের আগে রাহুল ও মমতা ঘনিষ্ঠ স্যাম পিত্রোদা এইভাবে বিজেপির হাতে ফের একটা অস্ত্র তুলে দেবেন সেটা ভাবতে পারেননি রাজনৈতিক বিশেষজ্ঞরা। আর সেটাকেই হাতিয়ার করে ভোটের মুখে লড়াইয়ে নেমে পরলেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজেই। এই ইস্যুতেই কংগ্রেসের তুমুল সমালোচনা করেছে বিজেপি। তবে কংগ্রেসের তরফে এটা ব্যক্তিগত মত বলে উড়িয়ে দেওয়া হয়েছে।

]]>