Saigal Hussain – The News বাংলা https://thenewsbangla.com Bengali News Portal Fri, 10 Jun 2022 08:12:20 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.2 https://thenewsbangla.com/wp-content/uploads/2018/09/cropped-cdacf4af-1517-4a2e-9115-8796fbc7217f-32x32.jpeg Saigal Hussain – The News বাংলা https://thenewsbangla.com 32 32 বাংলার সামান্য পুলিশ কনস্টেবলের ফ্লাটে কেজি কেজি সোনা, চক্ষু চড়কগাছ গোয়েন্দাদের https://thenewsbangla.com/gold-recovered-from-the-flat-of-police-constable-saigal-hussain-anubrata-mandal-security-guard/ Fri, 10 Jun 2022 08:09:58 +0000 https://www.thenewsbangla.com/?p=15357 বাংলার সামান্য পুলিশ কনস্টেবলের ফ্লাটে; কেজি কেজি সোনা। চক্ষু চড়কগাছ সিবিআই গোয়েন্দাদের। ইতিমধ্যেই গরু-পাচার মামলায় গ্রেফতার হয়েছে; অনুব্রত মণ্ডলের বিশ্বস্ত দেহরক্ষী সায়গল হোসেন। এবার সেই সায়গল হোসেনের নিউটাউনের ফ্ল্যাট থেকে উদ্ধার হল; বিপুল পরিমাণ সোনা। গরু পাচারকাণ্ডে বৃহস্পতিবার সন্ধ্যায়, অনুব্রত মণ্ডলের দেহরক্ষী সায়গল হোসেনকে; গ্রেফতার করেছে সিবিআই। তারপরই সিবিআইয়ের তরফে জানানো হয়, সায়গলের নিউটাউনের ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছে বিপুল পরিমাণ সোনা; যা দেখে চক্ষু চড়কগাছ সিবিআই আধিকারিকদেরও।

সিবিআই সূত্রে জানা গিয়েছে, নিউটাউনে সায়গল হোসেনের স্ত্রীর নামে; একটি নয় দু-দুটি ফ্ল্যাট রয়েছে। সেখানে তল্লাশি চালিয়ে কিলো-কিলো সোনা উদ্ধার হয়েছে; যার বাজারমূল্য প্রায় ৩৬ কোটি টাকা। এছাড়াও সায়গল ও তার পরিবারের সদস্যদের নামে; আরও একাধিক সম্পত্তির হদিশ পেয়েছে সিবিআই। সেই সব সম্পত্তি ও সোনার আয়ের উৎসের হদিশ দিতে না পারাতেই; গ্রেফতার করা হয়েছে সায়গলকে।

বৃহস্পতিবার পঞ্চমবারের জন্য সায়গলকে; তলব করেছিল সিবিআই। প্রায় ৬ ঘণ্টা জেরার পর; তাকে গ্রেফতার করে গোয়েন্দারা। রাজ্য পুলিশের সামান্য কনস্টেবলের চাকরি করা সায়গল; কোথা থেকে এত টাকা পেল; তার কোনও গ্রহণযোগ্য জবাব দিতে পারেনি বলেই গোয়েন্দাসূত্রে খবর। গত সপ্তাহে টানা ২ দিন সায়গলের ডোমকলের বাড়িতে; তল্লাশি চালিয়েছে সিবিআই। সেখান থেকেও উদ্ধার হয়েছে গুরুত্বপূর্ণ সব নথি। যাতে জানা গিয়েছে, সায়গলের আত্মীয়দের নামেও রয়েছে; একাধিক সম্পত্তি।

এই প্রসঙ্গে আরও পড়ুনঃ রাজ্য পুলিশের কনস্টেবল সায়গল হোসেন গ্রেফতার, অনুব্রতর রক্ষী হতেই অগাধ সম্পত্তি

গোপন সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার সিবিআইয়ের সদর দফতর নিজাম প্যালেসে; সায়গল হোসেনকে যখন জেরা করছিলেন সিবিআই-এর তদন্তকারী আধিকারিকরা; তখনই নিউটাউনে তার একাধিক ফ্ল্যাটেও চিরুনি তল্লাশি চালান হয়। তদন্তকারী আধিকারিকরা সন্দেহ করেন; বেনামে ওই ফ্ল্যাটগুলো কিনেছিল সায়গল হোসেনই। তল্লাশিতে ফ্ল্যাটগুলি থেকে বিপুল পরিমাণ সোনা; উদ্ধার হয় বলে জানা যাচ্ছে। সায়গলই প্রভাবশালিদের হাতে, গরু পাচারের বিরাট অঙ্কের টাকা; পৌঁছে দিত বলেই অভিযোগ।

অনুব্রত মণ্ডলের অত্যন্ত ঘনিষ্ঠ দেহরক্ষী সায়গল হোসেন। তার ফোন থেকেই দলের যাবতীয় কাজ; পরিচালনা করেন অনুব্রত। সায়গলের গ্রেফতারি ও তার পরে সোনা উদ্ধারের ঘটনায়; অনুব্রতর ওপর চাপ আরও বাড়ল। শুক্রবারই ধৃত সায়গল হোসেনকে; আসানসোলের সিবিআই আদালতে পেশ করবে সিবিআই।

]]>