Safari Park – The News বাংলা https://thenewsbangla.com Bengali News Portal Fri, 04 Jan 2019 15:11:50 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.2 https://thenewsbangla.com/wp-content/uploads/2018/09/cropped-cdacf4af-1517-4a2e-9115-8796fbc7217f-32x32.jpeg Safari Park – The News বাংলা https://thenewsbangla.com 32 32 খাঁচা বন্দী বাঘের যাওয়া আসা ‘ইচ্ছে মত’, প্রশ্নের মুখে কর্তৃপক্ষ https://thenewsbangla.com/cheetah-sachin-one-of-the-attractions-of-siliguri-safari-park-returned-self-to-his-cage/ Fri, 04 Jan 2019 15:04:11 +0000 https://www.thenewsbangla.com/?p=5251 The News বাংলা, শিলিগুড়িঃ এমনিতে সে খাঁচা বন্দী। কিন্তু তার যাওয়া আসা নিজের ইচ্ছে মত। যখন খুশি খাঁচা থেকে বেড়িয়ে যায়, যখন ইচ্ছে আসে। এমনটাই ঘটল শিলিগুড়ির বেঙ্গল সাফারির চিতা শচীনের ক্ষেত্রে। ৮৫ ঘণ্টা পরে নিজে নিজেই নিজের খাঁচায় ফিরে এল চিতাটি। যাবার সময়ও কেউ জানতে পারে নি। কখন ফিরে এল সেটাও টের পেল না কেউই। প্রশ্নের মুখে বন দফতর।

বেয়াদপ হলেও অবশেষে বাধ্য সন্তানের মত নিজের খাঁচায় ফিরে এল শিলিগুড়ি সাফারি পার্কের অন্যতম আকর্ষন চিতা বাঘ শচীন। দীর্ঘ ৮৫ ঘন্টা সাফারি পার্কের ঘন বনাঞ্চলের আনাচে কানাচে ঘুরে শেষমেশ শুক্রবার বিকাল সাড়ে চারটের পর নিজের খাঁচায় ফিরলো শচীন।

খাঁচা বন্দী বাঘের যাওয়া আসা 'ইচ্ছে মত', প্রশ্নের মুখে কর্তৃপক্ষ/The News বাংলা
খাঁচা বন্দী বাঘের যাওয়া আসা ‘ইচ্ছে মত’, প্রশ্নের মুখে কর্তৃপক্ষ/The News বাংলা

গত পয়লা জানুয়ারি ভোরে বেঙ্গল সাফারির এনক্লোজার থেকে গাছ টপকে গভীর জঙ্গলে গা ঢাকা দেয় পার্কের লেপার্ড সাফারির অন্যতম আকর্ষন শচীন। এরপর থেকে সাফারি পার্ক কর্তৃপক্ষ সহ গোটা বনদপ্তরকে নাকানি-চোবানি খাইয়ে পার্কেরই গভীর জঙ্গলেই লুকিয়ে ছিল সে। একপ্রকার অভুক্ত, অসুস্থ, ক্লান্ত হয়েই শুক্রবার ঠিক বাধ্য ছেলের মতই নিজের ঘরে ফিরে এলো সে।

আরও পড়ুনঃ বউ অদল বদল, বিকৃত যৌনাচারে ধর্ষণের অভিযোগ গৃহবধূর

এদিন শচীনের ফিরে আসার পর বেঙ্গল সাফারির ভারপ্রাপ্ত ডিরেক্টর রাজেন্দ্র জাকার জানান, এদিন সাড়ে চারটা নাগাদ নিজের এনক্লোজারে নিজেই ফিরে আসে শচীন। তিনি আরও জানান, চিতা বাঘটির শরীরে বেশ কিছু আঘাত রয়েছে। মাথার ওপর, চোখের নিচে সামান্য আঘাত রয়েছে।

শচীন ফিরে আসার পর তাকে তার প্রয়োজনীয় আহার দেওয়া হয়েছে। সামান্য ক্লান্ত, কিছুটা শান্ত হয়ে রয়েছে আপাতত। রাজেন্দ্র জাকার আরও জানান, ওই দিন লেপার্ড এনক্লোজারের একটি গাছ বেয়ে বৈদ্যুতিক ফেন্সিং টপকে পালায় সে। এরপর থেকে ৪টি কুনকি হাতি, ছটি স্কয়্যাড ও দশটি খাঁচা পেতে পার্কের গোটা তৃণভোজি অঞ্চলে চিরুনি তল্লাশি চালিয়েছে পার্ক কর্তৃপক্ষ।

খাঁচা বন্দী বাঘের যাওয়া আসা 'ইচ্ছে মত', প্রশ্নের মুখে কর্তৃপক্ষ/The News বাংলা
খাঁচা বন্দী বাঘের যাওয়া আসা ‘ইচ্ছে মত’, প্রশ্নের মুখে কর্তৃপক্ষ/The News বাংলা

পাশাপাশি তার ফিরে আসার আশায় তার এনক্লোজারের গেটও খোলা রাখা ছিল এই কদিন। তাকে খুঁজে পেতে কোনরকম ত্রুটি রাখে নি সংশ্লিষ্ট দপ্তর ও পার্ক কর্তৃপক্ষ। অবশেষে একপ্রকার ক্লান্ত ও অভুক্ত অবস্থাতেই নিজের শেল্টারে ফিরে আসে শচীন। কিন্তু কিভাবে পুনরায় সে নিজের শেল্টারে প্রবেশ করল তা কেউই প্রত্যক্ষ করে নি।

সম্ভবত খোলা গেট দিয়েই প্রবেশ করেছে সে। এছাড়া, যেভাবে পালিয়েছিল ঠিক সেভাবেই ফিরে আসতে পারে বলে অনুমান রাজেন্দ্র জাকারের। তিনি জানান, তাকে আগামীকাল থেকে চিকিৎসা দেওয়া হবে। বাইরে সামান্য কাটা, ছেঁড়া রয়েছে সেগুলি সেরে যাবার পথেই রয়েছে।

আরও পড়ুনঃ

ফের গরু চোর সন্দেহে খুন, এবার ‘গোরক্ষকের’ নাম মুসলিম মিঁয়া

কংগ্রেস ছেড়ে মমতার ‘মহানায়িকা’ এবার মোদীর বক্স অফিসে

ভোরবেলায় শবরীমালা মন্দিরে ঢুকে ইতিহাস সৃষ্টি ‘মা দুর্গার’

দেশপ্রেম বাড়াতে স্কুলের রোল কলে এবার ‘জয় হিন্দ’ ও ‘জয় ভারত’

শীতের বাংলায় বৃষ্টি আনতে আন্দামান থেকে আসছে ঘূর্ণিঝড় ‘পাবুক’

এদিন তিনি আরও জানান, এই মুহূর্তে লেপার্ড সাফারির ফেন্সিং-এর কোন পরিবর্তন করার দরকার নেই। সবটাই সঠিক এবং সিজেডের অনুমোদিত। বিদ্যুৎ সহ সমস্তটাই নিত্যদিনই পরীক্ষা নিরীক্ষা করা হয়। সুতরাং একটা বিক্ষিপ্ত ঘটনার জন্য এই মুহূর্তে কোন পরিবর্তন করা হচ্ছে না বলে জানান তিনি। তবে যাবার সময়ও কেউ জানতে পারে নি। কখন ফিরে এল সেটাও টের পেল না কেউই। এই বিষয়ে কিছু বলতে চান নি তিনি।

তবে এই মুহুর্তে শচীন চিতাকে খোলা খাঁচায় ছাড়া হবে কিনা তা নিয়ে দু-চার দিন পর সিদ্ধান্ত নেওয়া হবে। তবে, শনিবার থেকে সমস্ত রাইড সহ পায়ে হেঁটে বেঙ্গল সাফারিতে ঘোরা সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হচ্ছে। ক্রিকেট মাঠে শুধু শচীনকে দেখার জন্যই মাঠে আসতেন মানুষ। আর চিতা শচীনের পালিয়ে যাবার ঘটনাও এতটাই ভাইরাল হয়েছে যে, শুধু তাকে দেখতেই ভিড় বাড়ছে সাফারি পার্কে।

আরও পড়ুনঃ

EXCLUSIVE: সংখ্যালঘুদের ধর্মে সুড়সুড়ি দিয়ে প্রকাশ্যে ভারতের টাকার কালোবাজারি\

লোকসভার সঙ্গেই জম্মু কাশ্মীরে ভোট করতে প্রস্তুত মোদী সরকার

EXCLUSIVE: নতুন বছরে সুখবর, রাজ্য সরকারি কর্মীরা পাচ্ছেন বকেয়া ডিএ

‘রাম’কে ছেড়ে আসা লক্ষণকে ‘হাতে’ নিয়ে বাংলায় তুলকালাম

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

]]>
ছোট মেয়েকে হারিয়ে মনমরা মা শীলা ও মুখ্যমন্ত্রী মমতা  https://thenewsbangla.com/after-loosing-her-little-girl-mother-shila-and-chief-minister-mamata-feeling-sad/ Wed, 31 Oct 2018 15:32:48 +0000 https://www.thenewsbangla.com/?p=1781
শিলিগুড়িঃ ছোট মেয়ে আর নেই! তাই সারাদিনই মনমরা মা! বাকি বোনেদের মধ্যেও চঞ্চলতা নেই আগের মত। বুধবারেও সকাল থেকেই মন খারাপ মা শীলা’‌র। ২৪ঘন্টা হয়ে গেল! এদিক ওদিক কোথাও দেখতে পাচ্ছে না ছোট মেয়ে ইকা’কে। ছোট মেয়েকে হারিয়ে মনমরা শীলা। মন খারাপ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়েরও। বাঘের মেয়ের নামকরণ যে তিনিই করেছিলেন।
সকালের দিকে নিজের ক্রলেই তিন-চার বার গর্জন দিয়ে ডাকাডাকি করলেও, পরে অন্যান্য দিনের চাইতে অনেকটাই নিস্তেজ, নিশ্চুপ শীলা। মন ভালো নেই মায়ের। মন ভালো নেই ইকার দুই বোনেরও। আজ তারাও সেভাবে ছুটোছুটি করছে না। সাবলিল খেলাধুলায় খানিকটা অনিহা রয়েছে কিকা ও রিকার। ছোট্ট বোন ইকা যে আজ দলে নেই। দলটা ছোট হয়ে গিয়েছে। তাই সকাল থেকে তারাও ডাকাডাকি করে ইকাকে দেখতে না পেয়ে তারাও বিষন্ন।
The News বাংলা
মঙ্গলবার সকালে শিলিগুড়ির বেঙ্গল সাফারিতে মৃত্যু হয় সাড়ে ৫মাস বয়সের রয়্যাল বেঙ্গল টাইগার কন্যা শাবক ইকার। যদিও সুস্থ রয়েছে পার্কের অন্য দুই শাবক কিকা ও রিকা। জানা যায়, গত দিন সাতেক আগে তিন শাবক মা শীলার পাশেই খেলাধুলা করতে গিয়ে হঠাৎই পায়ে চোট পায় কনিষ্ঠতম শাবক ইকা।
ঘটনার পর থেকেই পার্কের চিকিৎসক ও পাহাড়ের চিকিৎসকের তত্ত্ববধানে চিকিৎসাও চলছিল। গত দু’দিন আগে ইকার অবস্থার অবনতি হয়। এরপর মঙ্গলবার ভোরে মারা যায় সে। এদিন দুপুরেই ময়নাতদন্ত করেছেন ডাক্তাররা। নমুনা সংগ্রহ করে ভিসেরা পরীক্ষার জন্য পাঠানো হয় কলকাতায়।
The News বাংলা
সাফারি পার্কের দায়িত্বপ্রাপ্ত আধিকারিক অরুন মুখার্জি জানান, দিন সাতেক আগে খেলতে খেলতে পেছনের একটি পা’য়ে চোট পায় শাবকটি। তারপর থেকেই চিকিৎসা চলছিল তার। চারদিন আগে তার শারিরিক অবস্থার সামান্য উন্নতি হলেও পরের দিন থেকে ফের অবস্থার অবনতি হতে থাকে।
এরপর মঙ্গলবার সকালে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যায় ইকা। পরে বন্যপ্রানী আইন অনুযায়ী যেহুতু সিডিউল ১এর অন্তর্গত পরে এই বাঘের প্রজাতিরা, তাই নিয়ম অনুযায়ী দাহ করা হয় শাবকটিকে। দাহ হয়ে যাওয়ায় সেই জায়গা ভালো ভাবে পর্যবেক্ষন করা হয়, যাতে কোন দেহাংশ পরে না থাকে প্রানীটির। এরপর সেই সমস্ত অস্তিভষ্মগুলি একত্রিত করে মাটিতে মিশিয়ে দেওয়া হয়।
The News বাংলা
অরুন বাবু আরও জানান, শাবকটিকে বাঁচাতে সমস্তরকম চিকিৎসা করা হয়েছিল। কিন্তু যেহুতু কনিষ্টতম শাবক হওয়ায় রোগ প্রতিরোধ ক্ষমতা একটু কম থাকার কারনেই চিকিৎসায় সাড়া দেয় নি সে। তিনি আরও জানান, মানুষের মতই সমস্ত প্রানীরই সন্তান হারাবার একটা যন্ত্রনা থাকেই। তাই শাবকটির মা শীলাও দু’দিন ধরে মনমরা।
মঙ্গলবার সকালের মত বুধবারও সকালের দিকে খানিক্ষন চিৎকার করলেও, পরের দিকে সারাদিনই মনমরা হয়ে নিস্তেজ হয়ে নিজের ক্রলেই ছিল সে। বাকি দুই শাবকও সকালের দিকে একটু চঞ্চলতা দেখালেও পরে মা’এর পাশেই শুয়ে থাকে দীর্ঘক্ষন। আজ তাদের সেভাবে খেলা করতে দেখা যায় নি।
The News বাংলা
অরুনবাবু আরও জানান, ‘ঘটনা জানার পরই উত্তরবঙ্গে সফররত মুখ্যমন্ত্রী বিষয়টি নিয়ে খোঁজ খবর করেন। তিনি বন্যপ্রানী ভালোবাসেন এবং যেহুতু তিনি শাবক তিনটির নামকরন করেছিলেন, তাই শাবকের মৃত্যুতে তিনিও ভীষণই মর্মাহত। সংশ্লিষ্ট দপ্তরের মন্ত্রী সহ বাকি মন্ত্রীরাও খোঁজ খবর নেন’।
The News বাংলা
মানুষের সন্তান হারানো মা’এর মতই মন খারাপ বাঘ মা শীলার। রোজই তিন শাবকের সঙ্গে খেলতে দেখা গেলেও, মঙ্গলবার সকাল থেকে ইকাকে দেখতে না পেয়ে খানিকটা আনমনাই ছিল শিলা। ইকা মারা যাবার পর থেকেই ক্রলে সিসিটিভি ক্যামেরা বসিয়ে নজর রাখা হচ্ছে শীলাকে। যাতে, ইকাকে না পেয়ে রাগে শিলা কিছু করে না বসে, সেইসব পর্যবেক্ষন করার জন্য।
এদিকে মুখ্যমন্ত্রী বন্দ্যোপাধ্যায়ের মত শীতকালিন পর্যটন মরসুমে সাফারি পার্কের এই মিষ্টি শাবকের মৃত্যুতে স্বাভাবিকভাবেই পার্ক কর্মীদের পাশাপাশি পর্যটকদেরও মন খারাপ।
]]>