Sadhvi Pragya – The News বাংলা https://thenewsbangla.com Bengali News Portal Sun, 19 May 2019 11:06:04 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.2 https://thenewsbangla.com/wp-content/uploads/2018/09/cropped-cdacf4af-1517-4a2e-9115-8796fbc7217f-32x32.jpeg Sadhvi Pragya – The News বাংলা https://thenewsbangla.com 32 32 ভোট শেষ হবার ৭ দিন পরে সাধ্বী প্রজ্ঞাকে ভোট না দেবার অনুরোধ ফারহানের https://thenewsbangla.com/farhan-akhtar-appealed-to-bhopal-voters-not-to-vote-for-sadhvi-pragya/ Sun, 19 May 2019 11:02:44 +0000 https://www.thenewsbangla.com/?p=13080 ভোট হবার এক সপ্তাহ পরে; সাধ্বী প্রজ্ঞাকে ভোট না দেবার অনুরোধ ফারহানের। আর এই পরেই স্যোশাল মিডিয়ায় বিদ্রুপ; ছড়িয়ে পড়ে বলিউড অভিনেতা ফারহান আখতারের উদ্দ্যেশ্যে।

আরও পড়ুনঃ নির্বাচন কমিশনের তোপে পড়ার আশঙ্কা, মমতার কাছে যাচ্ছেন না আমলারা

মহাত্মা গান্ধীর হত্যাকারী নাথুরাম গড়সেকে; দেশভক্ত বলে বিতর্ক তৈরি করেছিলেন মধ্যপ্রদেশের ভূপালের বিজেপি প্রার্থী সাধ্বী প্রজ্ঞা। মন্তব্যের পর বিভিন্ন মহল থেকে সমালোচনা শুরু হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও এই মন্তব্যের জন্য; সাধ্বী প্রজ্ঞাকে তীব্র ভৎসর্না করেন। এবার সাধ্বী প্রজ্ঞাকে কটাক্ষ করে; উল্টে বিদ্রুপের সম্মুখীন হলেন বলিউড অভিনেতা ফারহান আখতার।

আরও পড়ুনঃ রাজারহাটে বিজেপির ক্যাম্প অফিসে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ

শনিবার ফারহান আখতার ট্যুইট করে; ভোপালের ভোটারদের সাধ্বী প্রজ্ঞাকে ভোট দিতে বারণ করেন। কিন্তু ভোপালের ভোট এক সপ্তাহ আগেই; গত ১২ই মে ষষ্ঠ দফায় হয়ে যাওয়ায়; ট্যুইটারে নেটিজেনদের বিদ্রুপের সম্মুখীন হন ফারহান।

কেদারনাথের গুহায় যোগীর বেশে রাত্রিযাপন করবেন ধ্যানমগ্ন মোদী

ফারহান ট্যুইটে হ্যাসট্যাগ দিয়ে লিখেছিলেন,
#SayNoToPragya
#SayNoToGodse
#RememberTheMahatma #ChooseLoveNotHate

আরও পড়ুনঃ বিজেপি একাই পাবে ৩০০ আসন, প্রথমবার সাংবাদিক সম্মেলনে নরেন্দ্র মোদী

এরপরেই বিদ্রুপ করে অনেকে বলেন, কেউ কেউ বলেন, ২০২৪ সালের নির্বাচনের অনেক দেরি; ফারহান ৫ বছর আগেই ট্যুইট করে ফেলেছেন। কেউ বলেন, ফারহানের ইন্টারনেট খুব স্লো; তাই ভোট হয়ে যাওয়ার ১ সপ্তাহ পরে ট্যুইটার সেটা পাবলিশ করছে।

আরও পড়ুনঃ বারাণসীতে মোদীর ঐতিহাসিক হার দেখছেন মায়াবতী

সবমিলিয়ে ভোট কবে এটা যে জানেন না; সেটাই প্রমাণ করলেন বলিউড অভিনেতা ফারহান আখতার। যার জেরে সোশ্যাল মিডিয়ায় হাসির খোরাক হলেন তিনি।

]]>
নাথুরাম গডসেকে দেশভক্ত বলায় সাধ্বী প্রজ্ঞাকে তীব্র ভৎসর্না মোদীর https://thenewsbangla.com/narendra-modi-angry-with-sadhvi-pragya-say-nathuram-godse-as-patriotic/ Fri, 17 May 2019 14:33:39 +0000 https://www.thenewsbangla.com/?p=13041 ভোপাল লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সাধ্বী প্রজ্ঞার একের পর এক বিতর্কিত মন্তব্যে বারবার অস্বস্তিতে পড়তে হয়েছে কেন্দ্রের শাসক দল তথা বিজেপিকে। সম্প্রতি নাথুরাম গডসেকে দেশভক্ত হিসেবে উল্লেখ করে বিপাকে পড়েছিলেন সাধ্বী প্রজ্ঞা; এই ইস্যুতে এবার সাধ্বী প্রজ্ঞাকে তীব্র ভৎসর্না করলেন প্রধানমন্ত্রী।

শুক্রবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সাধ্বী প্রজ্ঞা প্রসঙ্গে বলেন; শিক্ষিত সুশীল সমাজের কাছে কিছুতেই এই ধরণের মন্তব্য মেনে নেওয়া সম্ভব নয়। নাথুরাম গডসেকে নিয়ে মন্তব্যের পর সাধ্বী ক্ষমা চেয়ে নিয়েছেন; কিন্তু তাতেও মিটছে না বিতর্ক।

আরও পড়ুনঃ প্রধানমন্ত্রী হিসেবে মোদীর থেকে বেশি যোগ্য অমিতাভ, মন্তব্য প্রিয়াঙ্কার

এদিন মহাত্মা গান্ধীর হত্যাকারী নাথুরাম গডসেকে ‘‌দেশভক্ত’‌ বলায় বিতর্কের মুখে পড়ে অবশেষে পিছু হঠলেন ভোপালের বিজেপি প্রার্থী সাধ্বী প্রজ্ঞা। এই মন্তব্যের জন্য ক্ষমা চাইলেন তিনি। অস্বস্তি কমাতে বিজেপির তরফে বলা হল এই মন্তব্য সাধ্বীর ব্যক্তিগত; এর সঙ্গে দলের কোনও সম্পর্ক নেই।

প্রধানমন্ত্রী বলেন; গান্ধী এবং গডসে সম্পর্কে ভোপালের বিজেপি প্রার্থী যা মন্তব্য করেছেন; তা সম্পূর্ণভাবে ভুল;তাঁর পক্ষে সাধ্বীকে কিছুতেই ক্ষমা করা সম্ভব নয়। ভবিষ্যতে এই ধরনের মন্তব্য করার আগে ১০০ বার ভাবা উচিৎ বলে জানান প্রধানমন্ত্রী।

আরও পড়ুনঃ বিজেপি একাই পাবে ৩০০ আসন, প্রথমবার সাংবাদিক সম্মেলনে নরেন্দ্র মোদী

সাধ্বীর মন্তব্যের সূত্র ধরেই কেন্দ্রীয় মন্ত্রী অনন্ত কুমার হেগডে মন্তব্য করেছিলেন; নাথুরাম গডসে একজনকে হত্যা করেছে; কিন্তু কংগ্রেস ১৭ হাজার জনকে হত্যা করেছে। বিজেপি সাংসদ নলীন কুমার কাটেল নিজের টুইটার থেকে লেখেন; গডসে একজনকে মেরেছিল; মুম্বই হামলার সময় কাসভ ৭২ জনকে মেরেছিল আর রাজীব গান্ধী মেরেছিল ১৭ হাজার মানুষকে

সমালোচনার মুখে অমিত শাহ ট্যুইট করে দুই জনকেই সতর্ক করেন; তিনি বলেন; দুজনের মন্তব্যকেই অত্যন্ত আপত্তিজনক বলে গ্রহন করা হয়েছে; এধরণের মন্তব্যের জন্য দলের কোপের মুখেও তাদের পড়তে হবে বলে জানিয়েছেন তিনি।

]]>
সাধ্বী প্রজ্ঞাকে গেরুয়া বসন পরা সন্ত্রাসী বললেন স্বরা ভাস্কর https://thenewsbangla.com/swara-bhaskar-tweeted-on-bjp-candidate-sadhvi-pragya-singh-thakur/ Wed, 08 May 2019 09:59:04 +0000 https://www.thenewsbangla.com/?p=12592 মধ্যপ্রদেশের ভোপাল কেন্দ্র থেকে বিজেপির সাধ্বী প্রজ্ঞাকে প্রার্থী করাকে তীব্র কটাক্ষ করলেন বলিউড অভিনেত্রী স্বরা ভাস্কর; একজন সন্ত্রাসবাদীকে কিভাবে টিকিট দিয়েছে বিজেপি; প্রশ্ন তুলে এটাকে অত্যন্ত লজ্জাজনক বলে মন্তব্য করেন তিনি।

স্বরা আরও বলেন; একজন গেরুয়া পোষাক পরিধান করলেই সাধু হয়ে যায় না; সাধ্বী প্রজ্ঞা তাই একজন সন্ত্রাসী। অনেকে বলে থাকেন; সন্ত্রাসের ধর্ম নেই; সেই প্রসঙ্গেও আজ মুখ খুলেছেন তিনি। তিনি বলেন; সন্ত্রাসের ধর্ম নেই; কিন্তু সন্ত্রাসবাদীর অবশ্যই ধর্ম রয়েছে। ইসলাম; হিন্দু; খ্রিস্টান; ইহুদী ইত্যাদি সকল ধর্মের সন্ত্রাসবাদী রয়েছে বলে জানান তিনি।

২০০৮ সালে মহারাষ্ট্রের মালেগাঁও বিষ্ফোরনের পরেই উঠে আসে সাধ্বী প্রজ্ঞার নাম; সম্প্রতি বিষ্ফোরন মামলায় জামিন পেয়েছেন তিনি; আর জামিন পেয়েই বিজেপিতে যোগ দিয়ে ভোপালে কংগ্রেস প্রার্থী দিগ্বিজয় সিংহের বিরুদ্ধে সাধ্বী প্রজ্ঞা ভোটে দাঁড়িয়েছেন।

আরও পড়ুনঃ প্রধানমন্ত্রীকে থাপ্পড় মন্তব্যের জের, মমতাকে সংযত হবার বার্তা সুষমার

সাধ্বী প্রজ্ঞা হিন্দুত্বের প্রচার মুখ হিসেবে বিশেষ পরিচিত। ছাত্রীবস্থায় সংঘ পরিবারের ছাত্র সংগঠন এবিভিপি বা অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের সাথে যুক্ত ছিলেন তিনি। বিশ্ব হিন্দু পরিষদের মহিলা শাখা এবং দুর্গাবাহিনীর সাথেও যুক্ত তিনি।

১৯৮৯ সাল থেকে ভোপাল লোকসভা কেন্দ্রে একবারের জন্যেও জয়লাভ করেনি কংগ্রেস; ওই সময় থেকেই ভোপাল বিজেপির দুর্ভেদ্য গড় হিসেবে পরিচিত; বিজেপি সাংসদ অশোক সঞ্জার ২০১৪ লোকসভা নির্বাচন এই কেন্দ্রে ৩ লক্ষ ৭০ হাজার ভোটের ব্যবধানে জয়লাভ করেন।

আরও পড়ুনঃ মঞ্চ ভেঙে আহত নুসরত জাহান, অভিনেত্রীর সঙ্গে সেলফি তোলার ভিড়ে ভাঙল মঞ্চ

চলতি ২০১৯ লোকসভা নির্বাচনে কংগ্রেস এই আসনে দিগ্বিজয় সিংহকে প্রার্থী করেছে; ২০১৮ মধ্যপ্রদেশের বিধানসভা নির্বাচনে ভোপাল লোকসভা কেন্দ্রের অন্তর্গত ৮ টি বিধানসভার মাত্র ৩ টি তে জয়লাভ করেছে কংগ্রেস।

]]>