Sadhvi Pragya Thakur – The News বাংলা https://thenewsbangla.com Bengali News Portal Wed, 08 May 2019 09:59:04 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.2 https://thenewsbangla.com/wp-content/uploads/2018/09/cropped-cdacf4af-1517-4a2e-9115-8796fbc7217f-32x32.jpeg Sadhvi Pragya Thakur – The News বাংলা https://thenewsbangla.com 32 32 সাধ্বী প্রজ্ঞাকে গেরুয়া বসন পরা সন্ত্রাসী বললেন স্বরা ভাস্কর https://thenewsbangla.com/swara-bhaskar-tweeted-on-bjp-candidate-sadhvi-pragya-singh-thakur/ Wed, 08 May 2019 09:59:04 +0000 https://www.thenewsbangla.com/?p=12592 মধ্যপ্রদেশের ভোপাল কেন্দ্র থেকে বিজেপির সাধ্বী প্রজ্ঞাকে প্রার্থী করাকে তীব্র কটাক্ষ করলেন বলিউড অভিনেত্রী স্বরা ভাস্কর; একজন সন্ত্রাসবাদীকে কিভাবে টিকিট দিয়েছে বিজেপি; প্রশ্ন তুলে এটাকে অত্যন্ত লজ্জাজনক বলে মন্তব্য করেন তিনি।

স্বরা আরও বলেন; একজন গেরুয়া পোষাক পরিধান করলেই সাধু হয়ে যায় না; সাধ্বী প্রজ্ঞা তাই একজন সন্ত্রাসী। অনেকে বলে থাকেন; সন্ত্রাসের ধর্ম নেই; সেই প্রসঙ্গেও আজ মুখ খুলেছেন তিনি। তিনি বলেন; সন্ত্রাসের ধর্ম নেই; কিন্তু সন্ত্রাসবাদীর অবশ্যই ধর্ম রয়েছে। ইসলাম; হিন্দু; খ্রিস্টান; ইহুদী ইত্যাদি সকল ধর্মের সন্ত্রাসবাদী রয়েছে বলে জানান তিনি।

২০০৮ সালে মহারাষ্ট্রের মালেগাঁও বিষ্ফোরনের পরেই উঠে আসে সাধ্বী প্রজ্ঞার নাম; সম্প্রতি বিষ্ফোরন মামলায় জামিন পেয়েছেন তিনি; আর জামিন পেয়েই বিজেপিতে যোগ দিয়ে ভোপালে কংগ্রেস প্রার্থী দিগ্বিজয় সিংহের বিরুদ্ধে সাধ্বী প্রজ্ঞা ভোটে দাঁড়িয়েছেন।

আরও পড়ুনঃ প্রধানমন্ত্রীকে থাপ্পড় মন্তব্যের জের, মমতাকে সংযত হবার বার্তা সুষমার

সাধ্বী প্রজ্ঞা হিন্দুত্বের প্রচার মুখ হিসেবে বিশেষ পরিচিত। ছাত্রীবস্থায় সংঘ পরিবারের ছাত্র সংগঠন এবিভিপি বা অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের সাথে যুক্ত ছিলেন তিনি। বিশ্ব হিন্দু পরিষদের মহিলা শাখা এবং দুর্গাবাহিনীর সাথেও যুক্ত তিনি।

১৯৮৯ সাল থেকে ভোপাল লোকসভা কেন্দ্রে একবারের জন্যেও জয়লাভ করেনি কংগ্রেস; ওই সময় থেকেই ভোপাল বিজেপির দুর্ভেদ্য গড় হিসেবে পরিচিত; বিজেপি সাংসদ অশোক সঞ্জার ২০১৪ লোকসভা নির্বাচন এই কেন্দ্রে ৩ লক্ষ ৭০ হাজার ভোটের ব্যবধানে জয়লাভ করেন।

আরও পড়ুনঃ মঞ্চ ভেঙে আহত নুসরত জাহান, অভিনেত্রীর সঙ্গে সেলফি তোলার ভিড়ে ভাঙল মঞ্চ

চলতি ২০১৯ লোকসভা নির্বাচনে কংগ্রেস এই আসনে দিগ্বিজয় সিংহকে প্রার্থী করেছে; ২০১৮ মধ্যপ্রদেশের বিধানসভা নির্বাচনে ভোপাল লোকসভা কেন্দ্রের অন্তর্গত ৮ টি বিধানসভার মাত্র ৩ টি তে জয়লাভ করেছে কংগ্রেস।

]]>
সাধ্বী প্রজ্ঞাকে বিজেপি প্রার্থী করার প্রতিবাদ জানালেন ৭১ জন অবসরপ্রাপ্ত আমলা https://thenewsbangla.com/71-ex-civil-servants-demand-withdrawal-of-pragya-thakurs-candidature/ Thu, 25 Apr 2019 17:54:32 +0000 https://www.thenewsbangla.com/?p=11642 দেশের ৭১ জন অবসরপ্রাপ্ত আমলা নির্বাচন কমিশনে চিঠি দিয়ে ভোপাল লোকসভা কেন্দ্র থেকে সাধ্বী প্রজ্ঞা সিং ঠাকুরকে বিজেপির পক্ষ থেকে প্রার্থী করার প্রতিবাদ জানালেন। তাঁকে সরিয়ে দেবার দাবী তুললেন তাঁরা।

চিঠির মাধ্যমে তাঁরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বিঁধে বলেছেন প্রধানমন্ত্রীর দিক থেকে এটা চরম দ্বিচারিতা যে একদিকে তিনি সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছেন, অন্যদিকে সন্ত্রাসবাদী কাজে অভিযুক্ত একজনের প্রার্থীপদ সমর্থন করছেন। অবিলম্বে নির্বাচন কমিশনকে এগিয়ে এসে সাধ্বী প্রজ্ঞাকে বাতিল করার দাবী তুলেছেন তাঁরা।

এক খোলা চিঠিতে এই আমলারা লিখেছেন “সাধ্বী প্রজ্ঞাকে প্রার্থী করার সিদ্ধান্ত রাজনৈতিক দেউলিয়াপনার আর একটি উদাহরণ। এবং এই সিদ্ধান্তকে প্রধানমন্ত্রীর মত একজন ব্যক্তির পক্ষ থেকে ভারতীয় সংস্কৃতির ঐতিহ্যের প্রতি সমর্থন বলে উল্লেখ করা এক বিপজ্জনক প্রবণতা”।

চিঠিতে তাঁরা লিখেছেন, “হেমন্ত কারকারের মত একজন সাহসী আইপিএস অফিসার সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়তে গিয়ে শহীদ হয়েছেন। সেখানে মালেগাঁও বোমা বিস্ফোরোণে যুক্ত থাকার অভিযোগে অন্যতম অভিযুক্ত ও বর্তমানে শারীরিক কারণে জামিনে মুক্ত সাধ্বী প্রজ্ঞা যখন বলেন যে তাঁর বিরুদ্ধে অভিযোগের তদন্ত করার কারণে তাঁর অভিশাপে কারকারের মৃত্যু হয়েছে, এবং একথা বলার জন্য তিনি রাজনৈতিক দলের মঞ্চ ব্যবহার করেন, তখন সেকথা শুধু কট্টর হিন্দুত্ববাদকেই সমর্থন করে না, কারকারের জীবনদানকেও চরম অসম্মান করে”।

চিঠিতে তাঁরা লিখেছেন, “আমাদের প্রাক্তন সহকর্মী হেমন্ত কারকারে একজন অত্যন্ত দক্ষ আধিকারিক ছিলেন। তাঁর অধীনে এবং তাঁর সঙ্গে যে সব অফিসার ও অন্যান্য পুলিশ কর্মী কাজ করেছেন, তাঁরা প্রত্যেকেই তাঁর দক্ষতা সম্পর্কে ওয়াকিবহাল। সেখানে একজন উগ্র হিন্দুত্বাবাদীর তাঁর সম্পর্কে এই ধরণের মন্তব্যে আমরা অত্যন্ত ব্যথিত এবং দুঃখিত”।

সাধারণ মানুষকে সাধ্বীর বক্তব্যকে তীব্র ধিক্কার জানানোর আহ্বান জানিয়ে এবং বিজেপি নেতৃত্বকে সাধ্বীর প্রার্থীপদে মনোনয়ন দেওয়ার সিদ্ধান্তকে প্রত্যাহার করার দাবি জানিয়ে ও প্রধানমন্ত্রীকে তাঁর রাজধর্ম পালনের শপথের কথা মনে করিয়ে দিয়েছেন এই অবসরপ্রাপ্ত আমলারা।

তাঁরা চিঠিতে আরও জানিয়েছেন, “এই ধরণের বক্তব্য পেশের মাধ্যমে দেশে বিভাজন এবং বিদ্বেষের বীজ বপনের চেষ্টা চলছে এবং সেই ঘৃণার বীজ সমাজে ছড়িয়ে দেওয়া হচ্ছে। সাধ্বী প্রজ্ঞা আমাদের দেশের সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতীক নন, বরং তাঁর পরিপন্থী। আমাদের দেশের ঐতিহ্য সাম্প্রদায়িক সহাবস্থান, ধর্মীয় সম্প্রীতি এবং সহিষ্ণুতা।

কোনও রকম সন্ত্রাসবাদ আমাদের ঐতিহ্যের পরিপন্থী। আমাদের সংস্কৃতি শুধুমাত্র সংখ্যাগুরুর মতাদর্শে বিশ্বাস করে না, বরং বিভিন্ন মতামতকে সম্মান করে। ভারতের সংবিধানের মূল প্রতিপাদ্যই হল পরস্পরের প্রতি সম্মান, সৌভ্রাত্র এবং বিবিধের মাঝে সংহতি। আমাদের কাজ ভারতের সংবিধানকে রক্ষা করা, সংবিধানের মূল মন্ত্রকে রক্ষা করা”। নির্বাচন কমিশন থেকে কি সিদ্ধান্ত জানান হয় সেটাই এখন দেখার।

]]>
গোমূত্র সেবনে সেরেছে ব্রেস্ট ক্যান্সার, বিতর্কিত দাবি সাধ্বী প্রজ্ঞার https://thenewsbangla.com/bhopal-bjp-candidate-sadhvi-pragya-says-cow-urine-cured-my-breast-cancer/ Tue, 23 Apr 2019 05:15:12 +0000 https://www.thenewsbangla.com/?p=11479 গোমূত্র সেবনে সেরেছে ব্রেস্ট ক্যান্সার, এমনই দাবি করলেন মধ্যপ্রদেশের ভোপালের বিতর্কিত বিজেপি প্রার্থী সাধ্বী প্রজ্ঞা। সোমবার প্রার্থী পদে মনোনয়ন জমা দেওয়ার সময় সাংবাদিকদের উদ্দেশ্যে একথা জানান তিনি।

যখন সাধ্বীকে ভারতের চলমান রাজনীতি এবং গরুর প্রসঙ্গে জিজ্ঞেস করা হয়, তিনি বলেন, দেশের বিভিন্ন স্থানে যেভাবে গোহত্যা এবং গরুর প্রতি অমানবিক আচরণ করা হচ্ছে, তা খুব বেদনাদায়ক। গোধন অমৃত জিনিস বলে মন্তব্য করেন তিনি।

গরু থেকে জাত বিভিন্ন উপকরণ কিভাবে রোগমুক্তিতে সাহায্য করে, তারও বিস্তারিত বিবরণ তিনি দেন এদিন। সবচেয়ে বড় উপকারিতা হিসেবে তিনি উল্লেখ করেন, গোমূত্র সেবনেই তিনি ব্রেস্ট ক্যান্সার থেকে আরোগ্য লাভ করেছেন। তিনি বলেন, একমাত্র গোমূত্র এবং গোমূত্র দ্বারা তৈরি আয়ুর্বেদিক ঔষধ তাকে রোগ থেকে মুক্তি পেতে সাহায্য করেছে।

এই প্রসঙ্গে তিনি হিন্দুদের পূজাপার্বণে ব্যবহৃত চরণামৃতর গুনাগুনও ব্যাখ্যা করেন, যা গরু থেকে জাত ৫ টি দ্রব্য দিয়ে তৈরি হয়। এর মধ্যে গোদুগ্ধ, গোমূত্র এবং গোচনা সরাসরি ব্যবহৃত হয়। এর সাথে দই এবং ঘি যুক্ত করা হয় বলে জানান তিনি। গোমূত্রের যে বিজ্ঞানসম্মত ব্যবহার রয়েছে, তার জ্বলন্ত উদাহরণ তিনি নিজে বলেই এদিন দাবি করেন তিনি।

গত সপ্তাহেই আনুষ্ঠানিক ভাবে বিজেপিতে যোগ দেন সাধ্বী প্রজ্ঞা ঠাকুর। তারপরেই একের পর এক বিতর্কিত মন্তব্য করেছেন তিনি। বিজেপিতে যোগ দিয়েই এবারের চলতি লোকসভা নির্বাচনে তিনি প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে জানিয়েছিলেন তিনি। ভোপালে দিগ্বিজয় সিংহের বিরুদ্ধে এবার তাই সাধ্বীকে প্রার্থী করেছে বিজেপি। সোমবারই তিনি তার প্রার্থী পদের মনোনয়ন জমা দেন।

সাধ্বী প্রজ্ঞা হিন্দুত্বের প্রচার মুখ হিসেবে বিশেষ পরিচিত। ছাত্রীবস্থায় সংঘ পরিবারের ছাত্র সংগঠন এবিভিপি বা অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের সাথে যুক্ত ছিলেন তিনি। বিশ্ব হিন্দু পরিষদের মহিলা শাখা এবং দুর্গাবাহিনীর সাথেও যুক্ত তিনি।

]]>
মালেগাঁও বিস্ফোরণে অভিযুক্ত বিজেপি নেত্রী সাধ্বী প্রজ্ঞা ভোটযুদ্ধকে ধর্মযুদ্ধ বললেন https://thenewsbangla.com/voteyudh-vs-dharamyudh-pragya-thakur-against-digvijaya-singh-in-bhopal/ Fri, 19 Apr 2019 08:31:43 +0000 https://www.thenewsbangla.com/?p=11204 ভোপালে এক সভায় এসে চলতি লোকসভা ভোটকে ধর্মযুদ্ধ বলে উল্লেখ করলেন মালেগাঁও বিস্ফোরণে অভিযুক্ত বিজেপি নেত্রী সাধ্বী প্রজ্ঞা। ভোট প্রচারের মঞ্চে আবারও হিন্দুধর্ম নিয়ে ধর্মীয় সুড়সুড়ি দিলেন বিজেপি নেত্রী। সাধ্বী প্রজ্ঞা হিন্দুত্বের প্রচার মুখ হিসেবে বিশেষ পরিচিত। ছাত্রীবস্থায় সংঘ পরিবারের ছাত্র সংগঠন এবিভিপি বা অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের সাথে যুক্ত ছিলেন তিনি। বিশ্ব হিন্দু পরিষদের মহিলা শাখা এবং দুর্গাবাহিনীর সাথেও যুক্ত তিনি।

আরও পড়ুনঃ ভোটের দায়িত্বে থাকা অর্ণব রায়ের উধাও হওয়া ফিরিয়ে এনেছে রাজকুমার রায়ের স্মৃতি

বুধবার আনুষ্ঠানিক ভাবে বিজেপিতে যোগ দেন সাধ্বী প্রজ্ঞা ঠাকুর। বিজেপিতে যোগ দিয়েই এবারের চলতি লোকসভা নির্বাচনে তিনি প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে ঘোষণা করেন তিনি। তিনি জানান, আনুষ্ঠানিক ভাবে তিনি বিজেপিতে যোগদান করে এবার তিনি ভোটে লড়ে নিশ্চিত জয়লাভ করবেন। ভোপালে দিগ্বিজয় সিংহের বিরুদ্ধে সাধ্বীকেই শক্তিশালী প্রতিদ্বন্দ্বী হিসেবে মনে করছে বিজেপি।

আরও পড়ুনঃ নদিয়ায় ইভিএমের দায়িত্বে থাকা নোডাল অফিসার নিখোঁজ, ভোটকর্মীদের মধ্যে চাঞ্চল্য

তিনি হিন্দু ও কাশ্মীরের সন্ত্রাসের ধারণার প্রচার করার প্রতিবাদে তার প্রতিপক্ষ দিগ্বিজয় সিংহের বিরুদ্ধে অভিযুক্ত করেন। ভোপাল লোকসভা কেন্দ্রে মোট ১৮ লক্ষ ভোটার, যার মধ্যে ২৫ শতাংশ সংখ্যালঘু। বিজেপি বহুদিন ধরেই কংগ্রেসের দিগ্বিজয় সিংহকে হিন্দু বিরোধী আখ্যা দিয়ে আসছে। সাধ্বী প্রজ্ঞা আগেই জানিয়েছিলেন, দিগ্বিজয় সিংহের মতো কংগ্রেসের কোনো হিন্দু বিরোধী নেতার বিরুদ্ধেই তিনি লড়াই করতে ইচ্ছুক।

আরও পড়ুনঃ ভোটের পরেও অশান্ত চোপড়ায় গুলির লড়াই, গুলিবিদ্ধ সপ্তম শ্রেণীর ছাত্র

বৃহস্পতিবার একটি দলীয় সম্মেলনে কারাগারের অত্যাচারের কাহিনী বর্ণনা করতে গিয়ে কেঁদে ফেলেন তিনি। সেখানে তিনি এমনও দাবি করেন যে জোর করে তাঁকে মালেগাঁও বিস্ফোরণে যুক্ত বলানোর জন্য কম চেষ্টা করেনি জেল কর্তৃপক্ষ। জেলের অত্যাচারের স্মৃতি রোমন্থন করে কেঁদে ফেললেন সাধ্বী প্রজ্ঞা। মালেগাঁও বিস্ফোরণের সাথে যুক্ত সন্দেহে তাঁকে গ্রেফতার করা হয়েছিল। সম্প্রতি তিনি জামিনে মুক্তি পাবার পরেই মধ্যপ্রদেশের ভোপাল লোকসভা কেন্দ্রে তাঁকে বিজেপি প্রার্থী ঘোষণা করা হয়।

আরও পড়ুনঃ মমতার সভা আলো করে বসে দাগী সমাজবিরোধী, নির্বাচন কমিশনে গেল বিরোধীরা

১৯৮৯ সাল থেকে ভোপাল লোকসভা কেন্দ্রে একবারের জন্যেও জয়লাভ করেনি কংগ্রেস এবং ওই সময় থেকেই ভোপাল বিজেপির দুর্ভেদ্য গড় হিসেবে পরিচিত। বিজেপি সাংসদ অশোক সঞ্জার ২০১৪ লোকসভা নির্বাচনে এই কেন্দ্রে ৩ লক্ষ ৭০ হাজার ভোটের ব্যবধানে জয়লাভ করেন।

আরও পড়ুনঃ ভুল করে বিএসপি কে ভোট না দিয়ে নিজের হাতের আঙুল কেটে প্রায়শ্চিত্ব

চলতি ২০১৯ লোকসভা নির্বাচনে কংগ্রেস এই আসনে দিগ্বিজয় সিংহকে প্রার্থী করেছে। ২০১৮ মধ্যপ্রদেশের বিধানসভা নির্বাচনে ভোপাল লোকসভা কেন্দ্রের অন্তর্গত ৮ টি বিধানসভার মাত্র ৩ টি তে জয়লাভ করেছে কংগ্রেস।

আরও পড়ুনঃ দুদফায় ভোট থেকে শিক্ষা নিয়ে বাংলায় তৃতীয় দফায় সব বুথেই কেন্দ্রীয় বাহিনী

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

]]>
বিজেপিতে যোগ দিলেন সাধ্বী প্রজ্ঞা, দিগ্বিজয়ের বিরুদ্ধে লড়ার সম্ভাবনা https://thenewsbangla.com/sadhvi-pragya-joins-bjp-may-contest-against-congress-leader-digvijaya-singh/ Wed, 17 Apr 2019 09:49:14 +0000 https://www.thenewsbangla.com/?p=11026 মালেগাঁও বিষ্ফোরন কান্ডে জামিন পাবার পর আজ বুধবার আনুষ্ঠানিক ভাবে বিজেপিতে যোগ দিলেন সাধ্বী প্রজ্ঞা ঠাকুর। বিজেপিতে যোগ দিয়েই এবারের চলতি লোকসভা নির্বাচনে তিনি প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে ঘোষণা করেন তিনি। দিগ্বিজয়ের বিরুদ্ধে লড়ার সম্ভাবনা সাধ্বী প্রজ্ঞার।

আরও পড়ুনঃ বউকে সোনা পাচার করতে বিদেশে পাঠাই নি, অভিষেককে পাল্টা দিলেন সৌমিত্র

রাজনীতিতে যুক্ত হয়েই সাধ্বী প্রজ্ঞা বুধবার জানান, আনুষ্ঠানিক ভাবে তিনি বিজেপিতে যোগদান করলেন। এরপর তিনি ভোটে লড়বেন এবং নিশ্চিত জয়লাভ করবেন। পরিষ্কার করে না বললেও আকারে ইঙ্গিতে তিনি বুঝিয়ে দিয়েছেন, মধ্যপ্রদেশের ভোপাল কেন্দ্রে কংগ্রেসের দিগ্বিজয় সিংহের বিরুদ্ধেই তাকে প্রার্থী করা হতে পারে।

আরও পড়ুনঃ বিজেপি প্রার্থী বালি ও বৌ নিয়ে পড়েছিলেন, বাঁকুড়ায় ‘অশালিন’ অভিষেক

২০০৮ সালে মহারাষ্ট্রের মালেগাঁও বিষ্ফোরনের পরেই উঠে আসে সাধ্বী প্রজ্ঞার নাম। সম্প্রতি বিষ্ফোরন মামলায় জামিন পেয়েছেন তিনি। ভোপালে দিগ্বিজয় সিংহের বিরুদ্ধে সাধ্বীকেই শক্তিশালী প্রতিদ্বন্দ্বী হিসেবে মনে করছে বিজেপি।

আরও পড়ুনঃ প্রধানমন্ত্রীর রাজ্যে এবার গোমাতা কে ধর্ষণ

ভোপাল লোকসভা কেন্দ্রে মোট ১৮ লক্ষ ভোটার, যার মধ্যে ২৫ শতাংশ সংখ্যালঘু। বিজেপি বহুদিন ধরেই কংগ্রেসের দিগ্বিজয় সিংহকে হিন্দু বিরোধী আখ্যা দিয়ে আসছে। সাধ্বী প্রজ্ঞা আগেই জানিয়েছিলেন, দিগ্বিজয় সিংহের মতো কংগ্রেসের কোনো হিন্দু বিরোধী নেতার বিরুদ্ধেই তিনি লড়াই করতে ইচ্ছুক।

আরও পড়ুনঃ রাহুলকে রাজনীতিতে অপরিপক্ক বলে কটাক্ষ প্রাক্তন কংগ্রেস মন্ত্রীর

সাধ্বী প্রজ্ঞা হিন্দুত্বের প্রচার মুখ হিসেবে বিশেষ পরিচিত। ছাত্রীবস্থায় সংঘ পরিবারের ছাত্র সংগঠন এবিভিপি বা অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের সাথে যুক্ত ছিলেন তিনি। বিশ্ব হিন্দু পরিষদের মহিলা শাখা এবং দুর্গাবাহিনীর সাথেও যুক্ত তিনি।

আরও পড়ুনঃ মুসলিম বলেই আব্বার বিরুদ্ধে পদক্ষেপ নিয়েছে কমিশন, দাবি আজম পুত্রের

১৯৮৯ সাল থেকে ভোপাল লোকসভা কেন্দ্রে একবারের জন্যেও জয়লাভ করেনি কংগ্রেস এবং ওই সময় থেকেই ভোপাল বিজেপির দুর্ভেদ্য গড় হিসেবে পরিচিত। বিজেপি সাংসদ অশোক সঞ্জার ২০১৪ লোকসভা নির্বাচনে এই কেন্দ্রে ৩ লক্ষ ৭০ হাজার ভোটের ব্যবধানে জয়লাভ করেন।

আরও পড়ুনঃ প্রিয়াঙ্কা বঢরাকে চোরের স্ত্রী হিসেবেই জানবে দেশবাসী, বিস্ফোরক উমা ভারতী

চলতি ২০১৯ লোকসভা নির্বাচনে কংগ্রেস এই আসনে দিগ্বিজয় সিংহকে প্রার্থী করেছে। ২০১৮ মধ্যপ্রদেশের বিধানসভা নির্বাচনে ভোপাল লোকসভা কেন্দ্রের অন্তর্গত ৮ টি বিধানসভার মাত্র ৩ টি তে জয়লাভ করেছে কংগ্রেস। এখন দিগ্বিজয় সিংকে কতটা লড়াইয়ে ফেলতে পারেন সাধ্বী প্রজ্ঞা, সেটাই এখন দেখার।

আরও পড়ুনঃ দেশকে চমকে দিয়ে লোকসভা নির্বাচনে রূপান্তরকামী রাধা
আরও পড়ুনঃ কোটি কোটি কালো টাকা উদ্ধারের পর ভোট বাতিলের সিদ্ধান্ত নিল নির্বাচন কমিশন

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

]]>