Sabarimala – The News বাংলা https://thenewsbangla.com Bengali News Portal Wed, 13 Mar 2019 13:49:45 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.2 https://thenewsbangla.com/wp-content/uploads/2018/09/cropped-cdacf4af-1517-4a2e-9115-8796fbc7217f-32x32.jpeg Sabarimala – The News বাংলা https://thenewsbangla.com 32 32 আরও এক শবরীমালা, পুরুষদের ধর্মীয় দ্বীপে নারীদের প্রবেশ নিষেধ https://thenewsbangla.com/religious-iland-in-japan-is-more-anti-women-then-sabarimala-in-india/ Wed, 13 Mar 2019 13:09:43 +0000 https://www.thenewsbangla.com/?p=8327 আরও এক শবরীমালা, পুরুষদের ধর্মীয় দ্বীপে নারীদের প্রবেশ নিষেধ। শুধু ভারতে নয়, শবরীমালা মন্দিরের মত নারী বর্জিত দ্বীপও আছে এই পৃথিবীতে। যেখানে পুরোপুরি নিষিদ্ধ নারীদের প্রবেশ।

কেরালা রাজ্যের শবরীমালা মন্দিরে প্রথাগতভাবে ১০ থেকে ৫০ বছরের ঋতুমতি নারীদের প্রবেশ নিষিদ্ধ ছিল। কিন্তু অনেক বছরের আন্দলনের পরে চলতি বছর ২৮ সেপ্টেম্বরে ২০১৮ তে এর বিপক্ষে রায় দেয় ভারতের শীর্ষ আদালত। এরপর তীব্র আন্দোলন শুরু হয়।

আরও পড়ুনঃ ভারতের ৫টি খুঁজে না পাওয়া কোটি কোটি টাকার খাজানা

মহিলারা মন্দিরে প্রবেশ করতে চাইলে পুরুষ ও নারী ভক্তদের চরম বাধার সম্মুখিন হয় কিন্তু শেষ পর্যন্ত ২রা জানুয়ারি ২০১৯, নারীরা শবরীমালা মন্দিরে পুলিশি পাহাড়ায় মন্দিরটিতে প্রবেশ করেন। কিন্তু এখনও জাপানে এমন এক দ্বীপ আছে যেখানে ধর্মীয় কারণে নারীদের প্রবেশ নিষেধ। আসুন জেনে নি সেই দ্বীপ সম্পর্কে।

আরও পড়ুনঃ কেন মা কালীর পায়ের নিচে বাবা মহাদেব

ওকিনোশিমা দ্বীপটি জাপানে অবস্থিত। এটি দ্বীপটি দেশটির প্রাচীন ধর্মীয় ও পবিত্র স্থান। এই দ্বীপে নারীদের যাওয়া কঠোর ভাবে নিষিদ্ধ। জানা যায় ধর্মীয় কারণেই এই নিষেধাজ্ঞা। এই দ্বীপটিকে জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সাংস্কৃতিক সংস্থা ইউনেসকো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের স্বীকৃতি দিয়েছে।

আরও পড়ুনঃ টিভি চ্যানেল দেখা নিয়ে ভুল বোঝাচ্ছে কেবল অপারেটররা

সপ্তদশ শতকে সমুদ্রে নাবিকদের সুরক্ষায় প্রার্থনার জন্য এ দ্বীপে নির্মাণ করা হয় ওকিতসু উপাসনালয়। তবে ওই দ্বীপে পা রাখার আগে পুরুষদের জামাকাপড় খুলে রাখতে হয়। এবং বিশেষ পদ্ধতিতে চান করে নিজেদের শুদ্ধ ও পরিচ্ছন্ন করে নিতে হয়।

আরও পড়ুনঃ প্রেমিকাকে নিজের করে পেতে কি কি করতে হয় পুরুষকে

দ্বীপ ছেড়ে যাওয়ার সময় সেখান থেকে তাদের কোনও স্মারক নিয়ে যাওয়ারও অনুমতি দেওয়া হয় না। এমন কী ওই দ্বীপে যাওয়ার পর কী ঘটেছে, সেটাও তারা অন্য কাউকে বলতে পারেন না।

আরও পড়ুনঃ জেনে নিন সিদ্ধপুরুষ ‘জয় বাবা লোকনাথ’ এর অজানা কাহিনী

তবে `জাপান টাইমস` পত্রিকা বলছে, উপাসনালয়টি নির্মাণের অনেক আগে থেকেই সমুদ্রগামী জাহাজের নিরাপত্তার জন্য ও কোরিয়া এবং চীনের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক বৃদ্ধির জন্য সেখানে প্রার্থনা করার চল ছিল। বিদেশ থেকে আনা হাজার হাজার শিল্পসামগ্রী ওই দ্বীপ থেকে পাওয়া গেছে।

আরও পড়ুনঃ জন্মতিথিতে ঠাকুর রামকৃষ্ণের জীবনের ৮টি অলৌকিক ঘটনা

কোরিয়া উপদ্বীপ থেকে আনা বহু সোনার আংটিও তার মধ্যে ছিল। প্রতি বছর মাত্র একটি দিন ২৭ মে, ওই দ্বীপে দর্শনার্থীরা আসতে পারেন। তবে দর্শনার্থীদের সব প্রাচীন রীতিনীতি অক্ষরে অক্ষরে মেনে চলতে হয়।

আরও পড়ুনঃ অবশ্যই জেনে রাখুন বাচ্চার কাশি ও হাঁপানি নিয়ে ডাক্তারের পরামর্শ

দর্শনার্থীর মোট সংখ্যাও কিছুতেই ২০০ ছাড়াতে পারবে না। তবে সবচেয়ে বিতর্কিত যে বিষয়টি, তা হল তাদের সবাইকে পুরুষই হতে হবে! মহিলাদের প্রবেশ একদম নিষেধ। পুরুষদের এই ধর্মীয় দ্বীপে নারীদের প্রবেশ নিষেধ। অতএব দেখা যাচ্ছে প্রযুক্তি ক্ষেত্রে যতই এগিয়ে থাকুক না কেন জাপানের মানসিকতা আজও ভারতের অনেক পিছনে।

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

]]>
নারীদের নিয়ে অবাক করা সিদ্ধান্ত নিল শবরীমালা মন্দির কর্তৃপক্ষ https://thenewsbangla.com/sabarimala-temple-board-supports-entry-of-women-into-mandir-in-supreme-court/ Wed, 06 Feb 2019 13:30:27 +0000 https://www.thenewsbangla.com/?p=6516 অবাক কান্ড। সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে নিজেদের অবস্থান সম্পূর্ণ পাল্টে ফেলল শবরীমালা মন্দির কর্তৃপক্ষ। এতদিনের এত বিক্ষোভ আন্দোলনের পর শীর্ষ আদালতে শবরীমালা বোর্ড জানিয়ে দিল যে মন্দিরের গর্ভগৃহে সব বয়সের মহিলাদের ঢুকতে দিতে তাদের কোনও আপত্তি নেই। তারা মেনে নিচ্ছে দেশের শীর্ষ আদালতের সিদ্ধান্ত। আর রাজনৈতিক মহলের পাশাপাশি এতেই অবাক গোটা দেশ।

আরও পড়ুনঃ মন্দিরে ঢোকার অপরাধে শ্বশুরবাড়ি থেকে তাড়ানো হল দুর্গাকে

শেষ পর্যন্ত সুপ্রিম কোর্টের রায় মান্য করা হবে বলেই জানিয়ে দিল শবরীমালা মন্দির কর্তৃপক্ষ। ১৮০ ডিগ্রী ঘুরে শীর্ষ আদালতের রায় ভবিষ্যতে মেনে চলবে বলেই বুধবার আদালতে জানিয়েছে তারা। যদিও মন্দিরে নারীদের ঢোকার রায় পুর্নবিবেচনার জন্য সুপ্রিম কোর্টের পাঁচ সদস্যের ডিভিশন বেঞ্চে ৬০-টিরও বেশি আবেদন জমা পড়েছে। বুধবার সেই নিয়েই সুপ্রিম কোর্টে শুনানি চলছিল।

আরও পড়ুনঃ ভোরবেলায় শবরীমালা মন্দিরে ঢুকে ইতিহাস সৃষ্টি ‘মা দুর্গার’

নারীদের নিয়ে অবাক করা সিদ্ধান্ত নিল শবরীমালা মন্দির কর্তৃপক্ষ/The News বাংলা
নারীদের নিয়ে অবাক করা সিদ্ধান্ত নিল শবরীমালা মন্দির কর্তৃপক্ষ/The News বাংলা

দীর্ঘ শুনানির পর শবরীমালা মন্দিরে মহিলাদের প্রবেশ অবাধ করে দেয় সুপ্রিম কোর্ট। দেশের শীর্ষ আদালত ঘোষণা করে মন্দির হল জনগনের সম্পত্তি। সেখানে যদি একজন পুরুষের প্রবেশাধিকার থাকে তাহলে একইভাবে মহিলাদেরও প্রবেশাধিকার থাকবে। কেরলের শবরীমালার ভগবান আয়াপ্পা মন্দিরে মহিলাদের প্রবেশাধিকার নিয়ে এমনই রায় ঘোষণা করে সুপ্রিম কোর্ট। এর আগে কেরলের শবরীমালা মন্দিরে ১০ থেকে ৫০ বছর পর্যন্ত মহিলারা প্রবেশ করতে পারতেন না।

আরও পড়ুনঃ মন্দিরে ঢুকে বিপ্লবের শাস্তি, পিটিয়ে বৌমাকে হাসপাতালে পাঠাল শাশুড়ি

তামিলনাড়ুর শবরীমালা মন্দিরে সুপ্রিম কোর্টের নির্দেশে প্রবেশাধিকার পান ঋতুমতী বয়সের মহিলারাও। কিন্তু তাতে প্রবল আপত্তি জানায় মন্দির কর্তৃপক্ষ এবং গোঁড়া ভক্তরা। ১০ থেকে ৫০ বছর বয়সের মহিলারা সেখানে ঢুকলে মন্দিরের পবিত্রতা নষ্ট হবে বলে জানিয়ে দেয় অনেকেই। আদালতের রায়ের পরও মহিলাদের মন্দিরে প্রবেশে বাধাও দেওয়া হয় মন্দির কর্তৃপক্ষের তরফে।

আরও পড়ুনঃ প্রিয়াঙ্কা গান্ধী মা দুর্গার সাক্ষাৎ অবতার, পোস্টার কংগ্রেসের

নারীদের নিয়ে অবাক করা সিদ্ধান্ত নিল শবরীমালা মন্দির কর্তৃপক্ষ/The News বাংলা
নারীদের নিয়ে অবাক করা সিদ্ধান্ত নিল শবরীমালা মন্দির কর্তৃপক্ষ/The News বাংলা

এমনকি বিন্দু ও কনকদুর্গা নামে দুই মহিলা মন্দিরের গর্ভগৃহ পর্যন্ত পৌঁছে গেলে বেশ কিছুক্ষণ মন্দির বন্ধ রেখে তার ‘শুদ্ধিকরণ’ করেন প্রধান পুরোহিত। সুপ্রিম কোর্টের রায় পুনর্বিবেচনার জন্য একের পর এক আবেদন জমা পরে আদালতে। এর জন্য মুখ্য বিচারপতি রঞ্জন গগৈ এর নেতৃত্বে গড়া হয়েছে ডিভিশন বেঞ্চ।

আরও পড়ুনঃ নারী ঢোকায় ‘অপিবত্র’ শবরীমালা, ‘শুদ্ধ’ করার জন্য বন্ধ মন্দির

সুপ্রিম কোর্টের রায় পুনর্বিবেচনার আবেদনের শুনানির দায়িত্বে এই ডিভিশন বেঞ্চে আছেন মুখ্য বিচারপতি রঞ্জন গগৈ, বিচারপতি আর এফ নারিম্যান, বিচারপতি এএম খানউইলকর, বিচারপতি ইন্দু মালহোত্রা এবং বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়কে নিয়ে গঠিত বেঞ্চ।

আরও পড়ুনঃ দুর্নীতিতে অভিযুক্ত স্বামীকেও কি কংগ্রেসে আনছেন প্রিয়াঙ্কা গান্ধী

সুপ্রিম কোর্টের রায় পুনর্বিবেচনার আর্জি নিয়ে আদালতের জমা পড়েছে ৬০টি আবেদন। প্রতিদিনই জমা পরছে নতুন নতুন আবেদন। সেই সংক্রান্ত মামলার শুনানিতেই বুধবার নিজেদের নতুন অবস্থান জানিয়ে দেয় মন্দির কর্তৃপক্ষ। আর এই সিদ্ধান্তের পরই দেশ জুড়ে উঠেছে আলোড়ন। হঠাৎ করে কেন নিজেদের সিদ্ধান্ত পরিবর্তন করল শবরীমালা মন্দির কর্তৃপক্ষ, সেটাই এখন লাখ টাকার প্রশ্ন।

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

আরও পড়ুনঃ সারদা রোজভ্যালি চিটফান্ড কাণ্ডে মমতার পুলিশ কর্তাদের বারবার তলব গোয়েন্দাদের
আরও পড়ুনঃ নতুন যুদ্ধ, রোজভ্যালি চিটফান্ড কাণ্ডে মমতার দুই অফিসারকে ডেকে পাঠাল ইডি
আরও পড়ুনঃ সারদা চিটফান্ডে সর্বহারাদের দেখেই কি তাড়াতাড়ি ধর্ণা শেষ করলেন মমতা
আরও পড়ুনঃ সারদা চিটফাণ্ড মামলায় রাজীবকে জেরা করতে কি কি প্রশ্ন সাজাচ্ছে সিবিআই
আরও পড়ুনঃ উঠল বিজেপি বিরোধী সত্যাগ্রহ ধর্ণা, ধর্মতলার ধর্ণা প্রধানমন্ত্রী করতে পারবে মমতাকে
আরও পড়ুনঃ মমতার নির্দেশে সিবিআই অফিসারদের আটক করে বাংলার আইপিএসরা বিপদে

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

]]>