Russia Ukraine Conflict – The News বাংলা https://thenewsbangla.com Bengali News Portal Sat, 05 Mar 2022 05:24:45 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.2 https://thenewsbangla.com/wp-content/uploads/2018/09/cropped-cdacf4af-1517-4a2e-9115-8796fbc7217f-32x32.jpeg Russia Ukraine Conflict – The News বাংলা https://thenewsbangla.com 32 32 মানুষের সেবার প্রতিশ্রুতি দিয়ে উধাও গ্রাম পঞ্চায়েত প্রধানের খোঁজ পাওয়া গেল ইউক্রেনে https://thenewsbangla.com/missing-gram-panchayat-prodhan-was-found-in-ukraine-studying-medical/ Sat, 05 Mar 2022 05:13:23 +0000 https://www.thenewsbangla.com/?p=14903 মানুষের সেবার প্রতিশ্রুতি দিয়ে উধাও; গ্রাম-পঞ্চায়েত প্রধানের খোঁজ পাওয়া গেল ইউক্রেনে! গল্প হলেও সত্যি! অনেকদিন থেকেই খোঁজ পাওয়া যাচ্ছিল না; গ্রাম-পঞ্চায়েত প্রধানের। শেষে একটি ভাইরাল ভিডিও-তে দেখা গেল; সেই পঞ্চায়েত প্রধানকে। তাও আবার ইউক্রেনে! সাহায্য চাইছেন কেন্দ্র সরকারের।

মেয়েটির নাম বৈশালী যাদব; উত্তরপ্রদেশের হারদই জেলার বাসিন্দা। ২০২১ সালের পঞ্চায়েত নির্বাচনে; সমাজবাদী পার্টির টিকিটে প্রতিদ্বন্দ্বিতা করেন এই বৈশালী। উত্তরপ্রদেশের হারদই জেলার তেরা পুরসালি গ্রাম থেকে জিতেও যান তিনি। এখানেই শেষ নয়; বাবা সমাজবাদী পার্টির বড় নেতা মেয়েকে গ্রাম-পঞ্চায়েত প্রধানও বানিয়ে দেন। তারপরেই আর খোঁজ পাওয়া যাচ্ছিল না; গ্রাম-পঞ্চায়েত প্রধান বৈশালী যাদবের। কোথায় গেলেন তিনি? গ্রামের উন্নয়নের সব কাজ আটকে গেলেও; সন্ধান পাওয়া যাচ্ছিল না তাঁর।

রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরু হবার পরে; খোঁজ মিলল গ্রাম পঞ্চায়েত প্রধান বৈশালীর। তিনি এখন ইউক্রেনে ডাক্তারি পড়ছেন। যুদ্ধ শুরু হওয়ায় তিনিও; অন্যান্য-দের সঙ্গে আটকে পরেন ইউক্রেনে। একটি ভাইরাল ভিডিও-তে দেখা যায়; তিনি সাহায্য প্রার্থনা করছেন ভারত সরকারের কাছে। ভিডিও ভাইরাল হতেই গ্রামের মানুষরা দেখতে পান; তাঁদের গ্রাম-পঞ্চায়েত প্রধানকে।

ভারত সরকারের সতর্কবার্তায় কানই দেয়নি, ইউক্রেনে পড়তে যাওয়া পড়ুয়াদের অভিভাবকরা

একজন গ্রাম-পঞ্চায়েত প্রধান কিভাবেই বা প্রশাসনকে না জানিয়ে, বিদেশে রয়েছেন; অভিযোগ তুলেই শুরু হয় তদন্ত। জানা যায়, বৈশালী যাদব গত তিনবছর ধরেই; ইউক্রেনে মেডিক্যালে পড়াশোনা করছেন। ইউরোপ থেকে ডাক্তারি পড়তেই; তাঁর ইউক্রেনে যাওয়া। মেডিক্যালের চতুর্থ বছরে, তিনি নিজের গ্রামের পঞ্চায়েত প্রধান পদে প্রার্থী হিসাবে নির্বাচনে দাঁড়ান। ভাগ্যের খেলায় প্রথমবার প্রার্থী হিসাবে দাঁড়িয়েই; পঞ্চায়েত প্রধানের পদ জিতে নেন তিনি। তারপর আবার ইউক্রেনেই চলে যান। তবে গ্রামে তার প্রধান পদে নির্বাচনের পিছনে; অন্য সমীকরণ দেখতে পান গ্রামের অনেক বাসিন্দারা। বৈশালীর বাবা পঞ্চায়েত ব্লকের প্রাক্তন সভাপতি; বাবার এই পদকেই কোনওভাবে কাজে লাগিয়ে তাঁর উত্থান কি না; এই নিয়েও রয়েছে বিতর্ক।

ইউক্রেনে আটকে পড়া হারদই জেলার তেরা পুরসালি গ্রামের প্রধান বৈশালী যাদবের ভিডিও, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পরেই; কীভাবে তিনি অনুমতি ছাড়াই বিদেশে গেলেন তা নিয়ে ফের তদন্ত শুরু করেছে জেলা প্রশাসন। অন্যদিকে, তাঁকে গ্রামেই পাওয়া গেছে বলে; ফেক নিউজ ছড়িয়ে পরেছে।

]]>
ভারত সরকারের সতর্কবার্তায় কানই দেয়নি, ইউক্রেনে পড়তে যাওয়া পড়ুয়াদের অভিভাবকরা https://thenewsbangla.com/parents-of-students-studying-in-ukraine-did-not-heed-the-warning-of-the-indian-government/ Fri, 04 Mar 2022 05:14:01 +0000 https://www.thenewsbangla.com/?p=14893 ভারত সরকারের সতর্কবার্তায় খিল্লি করেছিল; ইউক্রেনে পড়তে যাওয়া পড়ুয়ারা। ভারত সরকারের সতর্কবার্তায় কানই দেয়নি; ইউক্রেনে পড়তে যাওয়া পড়ুয়াদের অভিভাবকরা। রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরু হয়েছে ২৪ ফেব্রুয়ারি; আর ভারত সরকার প্রথমবার তাদের লিখিত নোট দিয়ে সাবধান করেছিল গত ১৫ই ফেব্রুয়ারি। ৯ দিন হাতে সময় ছিল ইউক্রেন ছাড়ার; বা মূল শহর ছেড়ে সীমান্তের দিকে সরে যাবার। ১৮ই ফেব্রুয়ারি ভারত সরকার বিশেষ বিমান তৈরি রেখেছিল; ইউক্রেনে থাকা পড়ুয়াদের দেশে ফিরিয়ে আনার জন্য। কিন্তু টাকা খরচা করে কেউই দেশে ফিরতে চায়নি। যুদ্ধ শুরু হবার পরেও; ভারতীয়দের রোমানিয়া সীমান্তের দিকে চলে যাবার নির্দেশ দিয়েছিল ভারত সরকার। কানেই তোলেনি বেশিরভাগ ছাত্র-ছাত্রীর বাবা-মা। ভারত সরকারের কথা সেই সময় শুনলে; তাহলে এই পরিস্থিতি আসত না।

যখন যুদ্ধ শুরুর আগে গোয়েন্দা রিপোর্টের ভিত্তিতে; ভারতীয় বিদেশমন্ত্রকের ভারতীয় ছাত্রছাত্রীদের দেশে ফিরে আসার জন্য বারে বারে অ্যাডভাইসারি জারি করা হচ্ছিল; ফিরে আসার অনুরোধ করা হচ্ছিল; শুধু ভারত নয় পৃথিবীর শক্তিশালী সব দেশগুলো সতর্ক করে দিচ্ছিল; তখনও ইউক্রেনে ভারতীয় ছাত্রছাত্রীরা এই নিয়ে ভারত সরকারের খিল্লি করেছিল। সেই ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। এখন যারা ভারত সরকারকে দোষ দিতে ব্যস্ত; তখন তারা খিল্লি করছিল তাদের জন্য সরকারের অ্যাডভাইসারি; মিডিয়া তথা দেশের মানুষের উদ্বেগ নিয়ে। আজ এরাই চরম বিপদের মধ্যে থেকে; দেশে ফেরার জন্য সাহায্যের প্রত্যাশী।

ভারত সরকার এদের উদ্ধার করে, সরকারি খরচে ফ্রি তে দেশে ফিরিয়ে আনার পর; এদেরই কেউ কেউ বলছে; কেন আমাকে দিল্লি বা মুম্বাই বিমানবন্দর থেকে বাড়ি ফেরার ব্যবস্থা করে দেওয়া হল না। কেন আমাকে ফাইভ স্টার হোটেলে রাখা হল না; কেন বিমানের পরিষেবা আরও ভাল ছিল না!

আমেরিকা, জার্মানি, চিন, ব্রিটেন এই মুহূর্তে তাদের দেশের নাগরিকদের; ইউক্রেন থেকে ফেরানো যাবে না বলে পরিষ্কার ঘোষণা করে দিয়েছে। সেই জায়গায় একমাত্র দেশ ভারত; তাদের নাগরিকদের ফেরাচ্ছে। ৯০ শতাংশ নাগরিককে ভারত সরকার ইতিমধ্যেই দেশে ফিরিয়েছে। এবং কেন্দ্র সরকারের সতর্কবাণী উপেক্ষা করে যারা এখনও রয়ে গেছেন; তাদেরও আগামী ১-২ দিনে ফেরানোর পরিকল্পনা করেছে ভারত। তবে সত্য কথা তাঁদের জানা দরকার; যারা শুধুই সমালোচনা করছেন ভারতের।

]]>
ইউক্রেনে গুলিবিদ্ধ এক ভারতীয় ছাত্র, হাসপাতালে মরণপণ লড়াই https://thenewsbangla.com/an-indian-student-shot-in-ukraine-kyiv-admitted-in-hospital-russia-ukraine-crisis/ Fri, 04 Mar 2022 03:39:39 +0000 https://www.thenewsbangla.com/?p=14889 যুদ্ধ বিধ্বস্ত ইউক্রেন থেকে; আসছে আরও ভয়ঙ্কর খবর। এবার ইউক্রেনে গুলিবিদ্ধ এক ভারতীয় ছাত্র; হাসপাতালে চলছে মরণপণ লড়াই। এক ছাত্রের মৃত্যুর পরে; এবার রাশিয়া ইউক্রেন যুদ্ধে গুলিবিদ্ধ এক ভারতীয় ছাত্র; ভর্তি হাসপাতালে। সংবাদসংস্থার খবর, ইউক্রেনের রাজধানী কিয়েভে; ওই ছাত্র গুলিবিদ্ধ হন। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। কয়েকদিন আগে কর্ণাটকের হাভেরির বাসিন্দা; এক মেডিক্যাল পড়ুয়া খারকিভের সরকারি ভবনে বোমা-বর্ষণে নিহত হয়েছিলেন।

এর আগে নবীণ শেখরাপ্পা নামে কর্ণাটকের এক ডাক্তারি পড়ুয়ার রাশিয়ার হামলায় মৃত্যু হয়; তারপরে ফের এক ভারতীয় ছাত্র আহত হলেন। জানা গেছে কিভ শহর ছেড়ে বেরিয়ে আসার সময়; তিনি গুলিবিদ্ধ হন৷ কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণ প্রতিমন্ত্রী ভি কে সিং; সংবাদসংস্থাকে এই খবর জানিয়েছেন। ভি কে সিং জানিয়েছেন, গুলিবিদ্ধ ওই ছাত্রকে উদ্ধার করে; কিভেরই (Kyiv) একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

ভি কে সিং জানিয়েছেন; ‘গোলাগুলি দেখে না কে ভারতীয়, কে ইউক্রেনিয়ান, কে রাশিয়ান বা কে অন্য দেশের নাগরিক। আমাদের আরও এক ছাত্র গুলিবিদ্ধ হয়েছেন; তাঁর চিকিৎসা চলছে। আমাদের এখন লক্ষ্য ন্যূনতম ক্ষয়ক্ষতির মধ্যে দিয়ে যে কোনও মূল্যে ভারতীয়দের নিরাপদে বের করে আনা’। ভারতীয় দূতাবাস আগেই সাফ জানিয়ে দিয়েছিল যে; সকলের কিভ ছেড়ে চলে যাওয়া উচিত। তারপরেও কথা কানে তোলেননি অনেক ভারতীয়।

ভারতীয় ছাত্ররা বর্তমানে যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন থেকে পালিয়ে; ভারতে নিরাপদে ফিরে যাওয়ার জন্য পোল্যান্ডের সীমান্তে পৌঁছানোর চেষ্টা করছেন। চার কেন্দ্রীয় মন্ত্রী, হরদীপ সিং পুরী, জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, কিরেণ রিজিজু এবং জেনারেল ভি কে সিং; ইউক্রেন সংলগ্ন দেশগুলিতে উদ্ধারকাজে তদারকি করছেন।

ইউক্রেনে আটকে থাকা ভারতীয়দের; রোমানেয়িা, পোল্যান্ডের মতো প্রতিবেশী দেশগুলি দিয়ে দেশে ফিরিয়ে আনা হচ্ছে। পোল্যান্ড, রোমানিয়া সীমান্তে; ভারতীয়দের হেনস্থার মুখোমুখি হতে হচ্ছে বলেও অভিযোগ উঠেছে। ইতিমধ্যেই কিভ, খারকিভের মতো ইউক্রেনের সবথেকে বড় দুই শহর ছেড়ে; যে কোনও মূল্যে বেরিয়ে আসতে পরামর্শ দেওয়া হয়েছে।

কিন্তু ইউক্রেনের সর্বত্রই এখন যেরকম যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছে; তাতে প্রতিবেশী দেশগুলির সীমান্তে পৌঁছনোই এখন ভারতীয়দের কাছে কঠিন হয়ে উঠছে। আরও এক ভারতীয় ছাত্রের গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় তা ফের প্রমাণিত হল; এটা দ্বিতীয় ঘটনা যখন আক্রান্ত হল কোনও ভারতীয়।

]]>
আশঙ্কায় গোটা পৃথিবী, ইউক্রেনের জাফোরজিয়ায় পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে আগুন https://thenewsbangla.com/the-whole-world-in-danger-fire-at-zaporizhia-nuclear-power-plant-ukraine/ Fri, 04 Mar 2022 02:53:01 +0000 https://www.thenewsbangla.com/?p=14886 আশঙ্কায় গোটা পৃথিবী; ইউক্রেনের জাফোরজিয়ায় পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে আগুন। ইউক্রেনের জাফোরজিয়ায় পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে আগুন লেগেছে।। ইউক্রেনের বিদেশমন্ত্রী দিমিত্রো কুলেবার দাবি; জাফোরজিয়ায় ইউরোপের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎ-কেন্দ্রের চারপাশে গুলি চালাতে শুরু করে রুশ সেনা; এরপরই আগুন ছড়িয়ে পড়ে সেখানে। জাফোরজিয়ার এই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে বিস্ফোরণ হলে; তা চেরনোবিলের তুলনায় দশগুণ বেশি ভয়ানক হবে বলেও আশঙ্কা প্রকাশ করেছে ইউক্রেন।

১৯৮৬ সালে ইউক্রেনের চেরনোবিল বিদ্যুৎ কেন্দ্রের বিস্ফোরণকে; মানব ইতিহাসের সবচেয়ে ভয়াবহ পারমাণবিক দুর্যোগ-ক্ষতি ও মৃত্যু হিসেবে মনে করা হয়। যুদ্ধ শুরুর ২-৩ দিনের মধ্যেই, ইউক্রেনের কর্মকর্তারা বলেছেন; রুশ সেনাবাহিনী চেরনোবিল পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের নিয়ন্ত্রণ নিয়েছে। ইউক্রেনের প্রেসিডেন্ট এই বলে সতর্ক করেছেন যে; রুশ বাহিনী তাদের অভিযান অব্যাহত রাখলে চেরনোবিলের মত আরেকটি বিপর্যয় আবারো ঘটতে পারে। প্রেসিডেন্টের উপদেষ্টা মিখাইলো পোডোলিয়াক মন্তব্য করেছেন; রাশিয়ার ‘সম্পূর্ণ অর্থহীন হামলা’ এই মুহুর্তে ‘ইউরোপের সবচেয়ে গুরুত্বপূর্ণ ঝুঁকি তৈরি করেছে’।

ইউক্রেনের প্রেসিডেন্ট সতর্ক করেছেন যে; রুশ বাহিনী তাদের অভিযান অব্যাহত রাখলে চেরনোবিলের মত আরেকটি বিপর্যয় আবারো ঘটতে পারে। টুইটারে প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি লিখেছেন; “আমাদের রক্ষকরা তাদের জীবন উৎসর্গ করছে; যেন ১৯৮৬ সালের মত ট্র্যাজেডির পুনরাবৃত্তি না হয়”। “এটি পুরো ইউরোপের বিপক্ষে যুদ্ধের ঘোষণা”; ঘোষণা জেলেনস্কির। আলোচনায় সমাধান সূত্র আদৌ বেরোবে কি, না যুদ্ধ আরও ভয়ঙ্কর আকার ধারণ করবে; রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে যুদ্ধ পরিস্থিতির দিকে তাকিয়ে গোটা বিশ্ব।

এদিকে দ্বিতীয় দফার আলোচনাতেও; দুই দেশের যুদ্ধে কোন রফাসূত্র মিলল না। তবে যুদ্ধের মধ্যেই আলোচনার দরজা খোলা রাখছে; ইউক্রেন ও রাশিয়া। বৃহস্পতিবার দ্বিতীয় দফার আলোচনার পর, রাশিয়া-ইউক্রেন উভয়পক্ষই জানিয়েছে যে; খুব শীঘ্রই তৃতীয়বার আলোচনার টেবিলে বসা হবে। পোল্যান্ডের সীমান্তের কাছে বেলারুশে দুই দেশের আলোচনায় সাধারণ মানুষের উদ্ধারের জন্য; মানবিক করিডোর গড়ে তোলার ব্যাপারে সম্মত হয়েছে উভয়পক্ষ। সাধারণ মানুষকে উদ্ধার এবং যুদ্ধ-বিধ্বস্ত অঞ্চলগুলিতে খাদ্য ও ওষুধ পৌঁছে দিতে; এই করিডোর গড়ে তোলার ব্যাপারে রাশিয়া ও ইউক্রেন সম্মত হয়েছে।

যুদ্ধের আজ নবম দিন। দিনে দিনে ইউক্রেনের উপর আক্রমণের তেজ; আরও বাড়াচ্ছে রাশিয়া। ইউক্রেনের একের পর এক শহর; ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। পাল্টা লড়াই চালিয়ে যাচ্ছে ইউক্রেন সেনা।

]]>
ভারতের জাতীয় পতাকা ধরে ইউক্রেন থেকে পালাচ্ছে পাকিস্তানের নাগরিকরা https://thenewsbangla.com/pakistan-citizens-students-fleeing-ukraine-holding-indian-national-flag/ Thu, 03 Mar 2022 10:52:40 +0000 https://www.thenewsbangla.com/?p=14883 নিজের দেশের পতাকা নিয়ে; রাস্তা দিয়ে যাবার সাহস নেই। ভারতের জাতীয় পতাকা ধরেই; ইউক্রেন থেকে পালাচ্ছে পাকিস্তানের নাগরিকরা। বাসে ভারতের জাতীয় পতাকা লাগিয়ে; ও বাসের মধ্যে ভারতের ত্রিরঙ্গা পতাকা ধরে বসে যুদ্ধ বিধ্বস্ত ইউক্রেন ছাড়ছে পাকিস্তানের ছাত্র-ছাত্রীরা। বাবা-মায়েরা উঠতে বসতে ভারতের সমালোচনা করে। তাঁদের ছেলেমেয়েরাই ভারতের পতাকা হাতে নিয়ে; জীবন বাঁচিয়ে বাড়ি ফিরছে ইউক্রেন থেকে। আরও একবার প্রমাণ হল ভারতের জাতীয় পতাকার জোর; ভারতের গণতন্ত্রের জোর।

গল্প হলেও সত্যি! ইউক্রেনে পাকিস্তানি পড়ুয়াদের প্রাণরক্ষা করল; ভারতীয় জাতীয় পতাকাই। ইউক্রেনে যুদ্ধের মধ্যে আটকে থেকে; পাকিস্তানি পড়ুয়াদের প্রাণরক্ষা করল ভারতীয় পতাকা! শুনতে অবাক লাগলেও এটাই বাস্তব। গত এক সপ্তাহ ধরে ইউক্রেন ও রাশিয়ার মধ্যে; ভয়াবহ যুদ্ধ চলছে। ইউক্রেনের রাজধানী কিয়েভ ও দ্বিতীয় বড় শহর খারকভ; রাশিয়ান সেনার হাতে অবরুদ্ধ। প্রাণ হাতে করে পালাচ্ছে হাজার হাজার মানুষ; দেশে ফিরতে মরিয়া ভারতীয়রা। একইভাবে যুদ্ধবিধ্বস্ত দেশটিতে আটকে বহু পাকিস্তানি পড়ুয়াও; আর ইউক্রেন থেকে ভারতের তেরঙ্গার দৌলতেই তাঁরা বেরিয়ে আসতে পেরেছেন বলে খবর।

ভারতের জাতীয় পতাকা সঙ্গে থাকার জন্যই; দ্রুত সীমান্ত পার করার অনুমতি পায় পাকিস্তান ও তুরস্কের পড়ুয়ারা। ইউক্রেন ছেড়ে বেরিয়ে বাইরের ভিন দেশে বেরিয়ে যাওয়ার লক্ষ্যে প্রস্তুতি শুরু করেন; একদল ভারতীয় পড়ুয়া। ইউক্রেনে তাঁদের ফ্ল্যাটের সামনে দাঁড়িয়ে থাকা; রাশিয়ার সেনা জওয়ানদের সঙ্গে কথা বলেছিলেন ভারতীয় পড়ুয়ারা। সেই সময় রাশিয়ার সেনা জওয়ানরা জানান,; ভারতীয়দের তাঁরা আক্রমণ করবেন না; কারণ রাষ্ট্রসংঘে যেহেতু রাশিয়ার পক্ষে গিয়ে কূটনৈতিক পদক্ষেপ করেছে ভারত; তাই ভারতীয়দের ওপর রাশিয়ার আক্রোশ নেই।

তড়িঘড়ি পরিস্থিতি বুঝে ফেলেন; ভারতীয় পড়ুয়ারা। তাঁদেরই মধ্যে একজন বাজারে গিয়ে ভারতের জাতীয় পতাকা খোঁজার চেষ্টা করেন; সেখান থেকে পর্দা কিনে এনে, ধীরে ধীরে যুদ্ধ বিধ্বস্ত ইউক্রেনের বুকে ভারতীয় ছাত্ররা তৈরি করে ফেলেন জাতীয় পতাকা। আর সেই জাতীয় পতাকাকে সামনে রেখেই; রুশ সৈন্যে ঠাসা ইউক্রেনের রাস্তা ধরে এগিয়ে চলেন তাঁরা। সেই পতাকা যে শুধু ভারতীয়দের প্রাণ রক্ষা করেছে; তা নয়। তা বাঁচিয়েছে বহু পাকিস্তানিকেও! তাদের সঙ্গেই বহু পাকিস্তানি ও তুরস্কের পড়ুয়ারাও; ইউক্রেন ছাড়েন। আর সকলকে নিরাপদে ইউক্রেন ছাড়তে সাহায্য করেছে ভারতের তেরঙ্গা।

]]>
যুদ্ধের মধ্যেই পুতিনকে ফোন মোদীর, ভারতীয়দের নিরাপদে ফেরাতে সেফ প্যাসেজ দিল রাশিয়া https://thenewsbangla.com/modi-called-putin-during-the-war-russia-gave-a-safe-passage-to-return-the-indian-students-safely/ Thu, 03 Mar 2022 10:20:34 +0000 https://www.thenewsbangla.com/?p=14880 রাশিয়া-ইউক্রেন প্রবল যুদ্ধের মধ্যেই পুতিনকে ফোন মোদীর; ভারতীয়দের নিরাপদে ফেরাতে সেফ প্যাসেজ দিল রাশিয়া। আলোচনায় সমাধান সূত্র আদৌ বেরোবে কি, না যুদ্ধ আরও ভয়ঙ্কর আকার ধারণ করবে; রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে যুদ্ধ পরিস্থিতির দিকে তাকিয়ে গোটা বিশ্ব। বিদেশমন্ত্রকের তরফে বিবৃতি জারি করে বলা হয়েছে; “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের পরিস্থিতির পর্যালোচনা করেছেন, বিশেষত খারকিভ, যেখানে বহু ভারতীয় পড়ুয়া আটকে রয়েছেন; তা নিয়ে আলোচনা হয়েছে”।

খারকিভের উপরে রুশ সেনা আরও হামলা বাড়াতেই; দ্রুত ভারতীয় পড়ুয়াদের ওই শহর ছেড়ে বেরিয়ে আসার নির্দেশ দেওয়া হয়। পরিস্থিতি জটিল হয়ে উঠতেই, বুধবার রাতে ফের একবার রাশিয়ার প্রেসিডেন্ট ভেলাদিমির পুতিনের সঙ্গে কথা বলেন; প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এরপরই খারকিভে আটকে পড়া ভারতীয় ছাত্রীদের জন্য; ‘সেফ প্যাসেজ’-র ব্যবস্থা করে দেয় রাশিয়ার সেনা, এমনটাই সরকারি সূত্রে জানা গিয়েছে।

পরিস্থিতি জটিল আন্দাজ করেই গতকাল ভারতীয় দূতাবাসের তরফে; খারকিভে আটকে থাকা সমস্ত ভারতীয়দের দ্রুত শহর ছাড়ার নির্দেশ দেওয়া হয়। সন্ধে ৬টার মধ্যেই সকলকে বেরিয়ে আসতে বলা হয়। যাতায়াতের জন্য ট্রেন-বাস না পেলে; ভারতীয়রা যেন পায়ে হেঁটেই চলে আসেন তাঁরা, সেই নির্দেশও দেওয়া হয়।

গত বৃহস্পতিবার রাশিয়া ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করার পর থেকেই; সেই দেশের পরিস্থিতি যথেষ্ট জটিল অবস্থায় চলে গিয়েছে। বিশেষ করে ইউক্রেনে আটকে থাকা একাধিক ভারতীয় পড়ুয়াদের; দেশে ফিরিয়ে আনা নিয়ে উদ্বেগ সৃষ্টি হয়েছিল। কারণ ইউক্রেনের বিমানবন্দরগুলি যুদ্ধ পরিস্থিতির মধ্যে; বন্ধ করে রাখা হয়। এই অবস্থায় ভারত সরকার অপরেশন গঙ্গা চালু করে এবং বিকল্প রাস্তা দিয়ে ভারতীয়দের ফিরিয়ে আনার বন্দোবস্ত করা হয়। বুধবার বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর জানিয়েছেন যে; গত ২৪ ঘণ্টায় ইউক্রেন থেকে ভারতে ফিরিয়ে আনা হয়েছে ১৩৭৭ জন নাগরিককে।

ইউক্রেনের ভারতীয় দূতাবাসের পক্ষ থেকে জরুরি ভিত্তিতে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে; খারকিভের ভারতীয় নাগরিকদের উদ্দেশ্যে। ভারতীয় নাগরিকদের দ্রুত এই শহর ছেড়ে; চলে যাওয়ার কথা বলা হয়েছে। দূতাবাসের পক্ষ থেকে বলা হয়; ‘‌ভারতীয়রা নিজেদের সুরক্ষার খাতিরে পেসোচিন, বাবায়ে এবং বেজলিউডভকাতে চলে যান যত দ্রুত সম্ভব। যে কোন পরিস্থিতিতে তাঁদের অবশ্যই আজকের মধ্যে এই এলাকাগুলিতে পৌঁছাতে হবে’‌।

]]>
রাশিয়া ইউক্রেন যুদ্ধে মিসাইলের আঘাতে ভারতীয় ছাত্রের মৃত্যু https://thenewsbangla.com/indian-student-killed-in-russia-ukraine-war-missile-strike/ Tue, 01 Mar 2022 11:54:01 +0000 https://www.thenewsbangla.com/?p=14875 রাশিয়া ইউক্রেন যুদ্ধে মিসাইলের আঘাতে; এক ভারতীয় ছাত্রের মৃত্যু। ইউক্রেনে এই প্রথম এক ভারতীয় ছাত্রের মৃত্যু হল। খারকিভে রুশ সেনার মিসাইল হামলায় তাঁর মৃত্যু হয়েছে; বলে মনে করা হচ্ছে। টুইট করে এই খবর জানিয়েছেন; বিদেশ মন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচী। বাড়ি থেকে বেরিয়ে ট্রেন ধরতে যাবার সময়; মিসাইলের আঘাতে তার মৃত্যু হয়েছে বলেই জানা যাচ্ছে।

রাশিয়া-ইউক্রেন যুদ্ধে এই প্রথম এক ভারতীয় ছাত্রের মৃত্যু হল; মৃত ছাত্রের নাম নবীন এস.জি বা নবীন শেখারাপ্পা জ্ঞানগাউদর (Naveen Shekharappa Gyanagoudar)। তিনি কর্ণাটকের বাসিন্দা; রুশ সেনার হামলায় তাঁর মৃত্যু হয়েছে। ইতিমধ্যে রাশিয়া এবং ইউক্রেনের রাষ্ট্রদূতদের; তলব করেছে ভারতীয় বিদেশ মন্ত্রক।

ইতিমধ্যে নিহত ছাত্রের পরিবারের সঙ্গে কথা বলেছে বিদেশমন্ত্রকের প্রতিনিধিরা। পরিবারের প্রতি শোকজ্ঞপন করেছেন; বিদেশ মন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচী (Arindam Bagchi)। মঙ্গলবার সকাল থেকেই ইউক্রেন জুড়ে হামলার (Russia-Ukraine War) মাত্রা কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে রুশ সেনা। একের পর এক মিসাইল হানায়; গুঁড়িয়ে দেওয়া হচ্ছে বড় বড় বাড়ি। যার মধ্যে বহু সরকারি সংস্থার অফিস রয়েছে।

ভারতীয় বিদেশমন্ত্রক সূত্রে খবর; নবীন শেখরাপ্পার পাসপোর্ট নম্বর-S5613143। তাঁর বাড়ি কর্ণাটকের হাভেরি। তাঁর ইউক্রেনে বাড়ির ঠিকানা ছিল Arkitectora bekatova। তিনি খারকিভ জাতীয় মেডিকাল বিশ্ববিদ্যালয়ে এমবিবিএস পড়ছিলেন। ২২ বছর বয়েসী নবীনের সঙ্গে ছিলেন তাঁর এক বন্ধু; তিনিও স্টুডেন্ট কন্ট্রাক্টটর ছিলেন বলে জানা গিয়েছে। তাঁরা কিছু জিনিস কিনতে দোকানে গিয়েছিলেন; তখনই রাশিয়ান সেনা মিসাইল হামলা চালায়; ঘটনাস্থলেই মৃত্যু হয় নবীন ও তাঁর বন্ধুর।

ইউক্রেনে কয়েক হাজার ভারতীয় ছাত্র আটকে আছে। ভারতীয় বিদেশ মন্ত্রকের বক্তব্য; সব মিলিয়ে প্রায় ১৬ হাজার ভারতীয় সেখানে আটকে। তাদের উদ্ধার করতে রোমানিয়ায় বিমান পাঠিয়েছে ভারত। কারণ, ইউক্রেন আকাশসীমা বন্ধ করে দিয়েছে। এই পরিস্থিতিতে রোমানিয়ার সীমান্ত পর্যন্ত পৌঁছাতেই; সমস্যায় পড়ছেন ভারতীয়রা। সরকার এর আগে জানিয়েছিল; সকলে যেন রাজধানী কিয়েভে চলে আসেন। কিন্তু মঙ্গলবার ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে; মঙ্গলবারের মধ্যে সকলে যেন কিয়েভ ছাড়েন। ট্রেনে বা অন্য কোনো ভাবে তারা যেন রোমানিয়ার সীমান্তে পৌঁছে যান। মঙ্গলবার বুখারেস্ট ও বুদাপেস্ট থেকে দুইটি বিমানে করে; আটকে থাকা ছাত্রছাত্রীদের ভারতে নিয়ে আসা হয়েছে।

]]>
রাশিয়া ইউক্রেন যুদ্ধ, বেসমেন্টে মেট্রো স্টেশনে আটক পড়ুয়াদের উদ্ধারে বিশেষ প্লান ভারতের https://thenewsbangla.com/russia-ukraine-war-india-special-plan-to-rescue-students-detained-in-basement-metro-station-in-ukraine/ Sat, 26 Feb 2022 05:10:40 +0000 https://www.thenewsbangla.com/?p=14853 রাশিয়া-ইউক্রেন যুদ্ধর মধ্যেই; ইউক্রেনের বেসমেন্টে, মেট্রো-স্টেশনে আটক পড়ুয়াদের উদ্ধারে বিশেষ পরিকল্পনা নিল ভারত। রুশ আক্রমণের পরই; ইউক্রেনে বেসমেন্টে, মেট্রো স্টেশনে আশ্রয় নেয় ভারতীয় পড়ুয়ারা। কিভাবে তাদের উদ্ধার করবে ভারত? এটাই ছিল বড় প্রশ্ন। আটকে পরা পড়ুয়াদের উদ্ধার করতে; বিশেষ প্লান নিল ভারত। রুশ হামলার মুখে ইউক্রেনে আটকে পড়া ভারতীয়দের উদ্ধারে; তৎপরতার সঙ্গে চলছে কাজ। আটকে পড়া ভারতীয়দের রোমানিয়া বা হাঙ্গেরি সীমান্তের দিকে; যাওয়ার পরামর্শ দিয়েছে কেন্দ্রীয় সরকার।

প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশে; ইউক্রেনে সামরিক অভিযান শুরু করেছে রাশিয়ার সেনাবাহিনী। চলছে মুহুর্মুহু আক্রমণ; গুলি-গোলা-ক্ষেপণাস্ত্র বর্ষণ। এরমধ্যেই রাশিয়ার সীমান্ত সংলগ্ন সুমী শহর; রুশ সৈনিকদের দখলে চলে এসেছে। এরপর সেখানে আটকে পড়া প্রায় ৪০০ ভারতীয় ছাত্র; বেসমেন্টে আশ্রয় নিয়েছে। তাঁদের উদ্ধারের জন্য; ভারত সরকারের কাছে কাতর আর্জি জানিয়েছে পরিবার। তাঁদের বেশিরভাগই সুমি স্টেট মেডিক্যাল কলেজের পড়ুয়া; বেসমেন্টে বসে আতঙ্কের প্রহর গুণছেন তাঁরা। ওই পড়ুয়ারা বলেছেন, বাইরে গোলাগুলির আওয়াজ শোনা যাচ্ছে; ফলে তাঁরা নিরাপত্তা নিয়ে উদ্বেগে রয়েছেন।

অন্যদিকে, ইউক্রেনের বিভিন্ন মেট্রো স্টেশনেও আটকে আছেন; কিছু ভারতীয় ও ভারতীয় পড়ুয়া। ইউক্রেনে আটকে পরা সব ভারতিয়কেই; রোমানিয়া, হাঙ্গেরি ও পোল্যান্ড সীমান্ত দিয়ে উদ্ধারের চেষ্টা চলছে। রোমানিয়া, হাঙ্গেরি সীমান্তের চেকপোস্টে; ভারতীয় কূটনীতিকরা রয়েছেন। আটকে পরা ভারতীয়দেরই; রোমানিয়া-হাঙ্গেরি সীমান্তের দিকে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। গাড়িতে ভারতীয় পতাকা লাগিয়ে; সীমান্তের দিকে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

শুক্রবারই ৪০ জন ভারতীয় ছাত্র পায়ে হেঁটেই; পোল্যান্ড সীমান্তে পৌঁছে গিয়েছিল। যুদ্ধের মধ্যেই জীবন হাতে নিয়ে; ৮ কিলোমিটার রাস্তা হেঁটে পোল্যান্ড সীমান্তে উপস্থিত হয়েছিল। এই দলটিকেও দ্রুত দেশে ফেরানোর ব্যবস্থা করা হচ্ছে; জানিয়েছেন পোল্যান্ডে ভারতীয় রাষ্ট্রদূত নাগমা মল্লিক। তিনি জানিয়েছেন; ইউক্রেন থেকে ভারতীয়দের উদ্ধারে তিনটি দল তৈরি হয়েছে; পোল্যান্ড সরকার সমস্তরকম সহযোগিতা করছে। ভারতীয়দের যুদ্ধ-বিধ্বস্ত ইউক্রেন থেকে; বার করে আনার জন্য কাজ করছে পোল্যান্ড।

কেন্দ্রীয় সরকার জানিয়েছে, যেসব ভারতীয়রা সড়কপথে রোমানিয়া-হাঙ্গেরি সীমান্তে পোঁছেছেন; ভারতীয় কর্মকর্তারা তাঁদের ফিরিয়ে আনার ব্যবস্থা করবেন। রাশিয়া ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করার পর থেকেই; ইউক্রেন বেসামরিক বিমান চলাচল বন্ধ করে দিয়েছে। সেই কারণেই রোমানিয়া দিয়ে; দেশে ফেরানো হচ্ছে আটকে পড়া ভারতীয়দের।

]]>
রাষ্ট্রপুঞ্জে রাশিয়ার বিরুদ্ধে ভোটাভুটি, কোন দেশের পাশে দাঁড়াল ভারত চিন https://thenewsbangla.com/united-nations-security-council-vote-against-russia-india-china-abstain-from-voting/ Sat, 26 Feb 2022 03:35:01 +0000 https://www.thenewsbangla.com/?p=14848 রাষ্ট্রপুঞ্জে রাশিয়ার বিরুদ্ধে ভোটাভুটি; কোন দেশের পাশে দাঁড়াল ভারত চিন। ইউক্রেনের উপর রুশ আক্রমণের বিরোধিতা করে; রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদে যৌথ ভাবে প্রস্তাব আনে আমেরিকা এবং আলবেনিয়া। তাতে রুশ আগ্রাসনের তীব্র নিন্দা করা হয়। দুই দেশের সীমান্ত নিয়ে; ভারত চিনের নিজেদের মধ্যে ঝামেলা চলছে দীর্ঘ দিন ধরে। কিন্তু রাশিয়া-ইউক্রেন যুদ্ধ নিয়ে; চিনের সঙ্গে একসারিতে গিয়ে দাঁড়াল ভারত। রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদে; রাশিয়ার বিরুদ্ধে ভোটদান থেকে বিরত রইল দুই দেশই। ভোটদান থেকে নিজেদের সরিয়ে রাখল; সংযুক্ত আরব আমিরশাহিও।

শুক্রবার রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদে ওই প্রস্তাব উঠলে; তার সমর্থনে পোল্যান্ড, ইতালি, জার্মানি, এস্টোনিয়া, লাক্সেমবার্গ, নিউজিল্যান্ডের মতো ১১টি দেশ ভোটদান করে। প্রস্তাবের বিরোধিতা করে; ভেটো প্রয়োগ করে রাশিয়া। আর এই ভোটদান প্রক্রিয়া থেকে সম্পূর্ণভাবে নিজেদের বিরত রাখে; ভারত, চিন এবং সংযুক্ত আরব আমিরশাহি।

এদিকে রাশিয়ার ভেটো প্রসঙ্গে আমেরিকার বক্তব্য; ‘রাশিয়া হয়ত এই প্রস্তাব আটকে দিতে পারে; কিন্তু আমাদের কণ্ঠস্বর দমিয়ে রাখতে পারবে না। আমাদের সত্য নীতির উপর বা ইউক্রেনের মানুষের উপর; রাশিয়া ভেটো প্রয়োগ করতে পারবে না’।

রাষ্ট্রপুঞ্জে ভারতের স্থায়ী প্রতিনিধি টিএস তিরুমূর্তি বলেন; ‘‘ইউক্রেনে ঘটে চলা সাম্প্রতিক ঘটনাক্রমে ভারত খুবই উদ্বিগ্ন। অবিলম্বে হিংসা এবং শত্রুতার পথ থেকে; দুই দেশকেই সরে আসতে আবেদন করছি। মানুষের জীবনের বিনিময়ে কোনও সমাধানে এসে পৌঁছনো সম্ভব নয়; কূটনৈতিক আলোচনার পথ বন্ধ হয়ে যাওয়া অত্যন্ত হতাশাজনক বিষয়। আমাদের কূটনীতির রাস্তায় ফিরতেই হবে; সেই কারণেই এই ভোটদান থেকে ভারত বিরত থাকার সিদ্ধান্ত নিয়েছে’’।

]]>
রাশিয়া ইউক্রেনকে পরামর্শ তালিবানের, ‘অস্ত্র ছেড়ে শান্তির বৈঠকে বসুন’ https://thenewsbangla.com/russia-ukraine-advises-by-taliban-leave-arms-and-sit-in-for-peace-talks/ Fri, 25 Feb 2022 16:09:27 +0000 https://www.thenewsbangla.com/?p=14845 রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সামরিক অভিযানের কথা ঘোষণার সঙ্গে সঙ্গে; শুরু হয়ে গেছে যুদ্ধ। ইউক্রেনের একাধিক শহরে; ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করছে রুশরা। রাশিয়ান ট্যাঙ্ক ঢুকে পরেছে ইউক্রেনে। রাজধানী কিয়েভ, খারকিভ-সহ একাধিক শহরে শোনা যাচ্ছে; একের পর এক বিস্ফোরণের শব্দ। এদিকে পাল্টা জবাবের দাবি করেছে ইউক্রেন। এরই মাঝে রাশিয়া ইউক্রেনকে পরামর্শ তালিবানের; ‘অস্ত্র ছেড়ে শান্তির বৈঠকে বসুন’। রাশিয়াকে অস্ত্র ফেলে আলোচনায় আসার উপদেশ দিল তালিবানরা।

মাত্র কয়েকমাস আগেই ঠিক একইরকমভাবে; প্রতিবেশি দেশ আফগানিস্তানের উত্তপ্ত চেহারা দেখেছিল গোটা বিশ্ব। আমেরিকা আফগানিস্তান থেকে তাঁদের সৈন্য ফিরিয়ে নেওয়ার পর থেকেই; সেখানকার তৎকালীন সরকারের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে তালিবানরা। দখল করতে শুরু করে; আফগানিস্তানের বিভিন্ন প্রদেশ। পরিস্থিতি ক্রমেই অগ্নিগর্ভ হয়ে ওঠে সেখানে; দেশ ছেড়ে পালাতে উদ্যোগী হয় অসংখ্য মানুষ। তালিবানি অত্যাচারের ভয়ে যে কোনও উপায়ে; আফগানিস্তান ছাড়তে রাজি ছিল সেখানকার মানুষ। প্রকাশ্যে গুলি-বর্ষণ থেকে শুরু করে বোমা বিস্ফোরণ; এরম একাধিক নির্মম দৃশ্যের সম্মুখীন হতে হয়েছিল আফগানিস্তানবাসীকে। সৌজন্যে অত্যাচারী তালিবান।

সেই তালিবান এখন রাশিয়া-ইউক্রেনকে শান্তির কথা শোনাচ্ছে; যাদের সঙ্গে দূর-দুরান্তে শান্তির কোন সম্পর্ক নেই। রাশিয়াকে শান্তির পথে হাঁটার পরামর্শ দিয়েছে; আফগানিস্তানের তালিবান সরকার। একটি বিবৃতি জারি করে; এ কথা জানিয়েছে তারা। অন্যান্য দেশের মত ইউক্রেনেও আটকে রয়েছে; অনেক আফগানিস্তানের পড়ুয়া। তাঁদের নিয়ে রীতিমত চিন্তিত; আফগানিস্তান সরকার। সেই কারণেই রাশিয়াকে হিংসার পথ ছেড়ে; এবার শান্তির পথ বেছে নেওয়ার পরামর্শ দিয়েছে খোদ আফগানিস্তানের তালিবান সরকার।

আফগানিস্তানের তালিবান সরকারের তরফে যে বিবৃতি দেওয়া হয়েছে, তাতে স্পষ্ট বলে হয়েছে যে; ‘ইউক্রেনের পরিস্থিতির উপর কড়া নজর রাখছে আফগানিস্তান; মানুষের মৃত্যু নিয়ে চিন্তিত আফগানিস্তান সরকার। এক্ষেত্রে দুপক্ষকেই যুদ্ধ থেকে বিরত থাকার পরামর্শ দিচ্ছে তালিবান সরকার। কারোরই হিংসার পথ বেছে নেওয়া উচিত নয়। আফগানিস্তান সরকার চাইছে দু দেশই অস্ত্র ফেলে শান্তির পথ বেছে নিক; আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের চেষ্টা করুক।

তবে তালিবানের এই বিবৃতিতে; বিশ্ব জুড়ে হাসির ফোয়ারা ছুটেছে। নেটিজেন-দের মতে হিংস্র-অত্যাচারী তালিবান-রাও; বিশ্ব শান্তির কথা বলছে। তালিবানরা ভুলে গেছে, কয়েকমাস আগেই আফগানিস্তানে কি পরিস্থিতির সৃষ্টি করেছিল তারা। এখন লোক হাসাতে নেমেছে সেই তালিবানরাই।

]]>