Rupankar Bagchi – The News বাংলা https://thenewsbangla.com Bengali News Portal Fri, 10 Jun 2022 03:57:26 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.2 https://thenewsbangla.com/wp-content/uploads/2018/09/cropped-cdacf4af-1517-4a2e-9115-8796fbc7217f-32x32.jpeg Rupankar Bagchi – The News বাংলা https://thenewsbangla.com 32 32 পিছু ছাড়ছে না কেকে-বিতর্ক, বাদ রূপঙ্কর এলেন অরিজিৎ সিং https://thenewsbangla.com/kk-controversy-is-not-leaving-behind-arijit-singh-replace-rupankar-bagchi-in-bengali-film-song/ Fri, 10 Jun 2022 03:56:51 +0000 https://www.thenewsbangla.com/?p=15335 পিছু ছাড়ছে না কেকে-বিতর্ক; ফের বাদ রূপঙ্কর এলেন অরিজিৎ সিং। কেকে-বিতর্ক থেকে; যেন আর রেহাই নেই গায়ক রূপঙ্কর বাগচির। শুরু হওয়া বিতর্কের আগুন; কমার নামই নিচ্ছে না। কেকে-র মৃত্যুর পর ‘বয়কট রূপঙ্কর বাগচি’র ট্রেন্ডটা; এখনও ভালোরকমই বর্তমান রয়েছে তাই নয়; বেশ গুরুগম্ভীর আকার ধারণ করে ফেলেছে। এবার রুপঙ্কর বাদ গেলেন সিনেমা থেকেও! তাঁর বদলে ওই একই গান গাওয়ানো হবে; অরিজিৎ সিং-কে দিয়ে।

‘প্রথম বারে প্রথম দেখা’ ছবিতে; গান গাওয়ার কথা ছিল রূপঙ্করের। গানের রেকর্ডিংয়ের কাজও শেষ। শোনা যাচ্ছে, তার পরে সম্পাদনার টেবিল থেকেই; নাকি বাদ গিয়েছেন গায়ক রুপঙ্করের গান। অন্য কাউকে দিয়ে গানটি আবার রেকর্ড করা হবে। প্রাথমিকভাবে ঠিক হয়েছে, অরিজিৎ সিংকে দিয়েই; রুপঙ্করের গাওয়া গানটি পরিবর্তিত হবে। কেকে-বিতর্কের আঁচ কি; এবার পড়ল বাংলা ছবির গানেও?

বাংলা ছবি ‘প্রথম বারে প্রথম দেখা’-ফিল্মে একটি গান; ইতিমধ্যেই গেয়ে ফেলেছেন রূপঙ্কর। তবে সূত্রের খবর বলছে; সেটা ব্যবহার করা হবে না এই ফিল্মে। বরং ওই একই গান গাওয়ানোর কথা ভাবা হচ্ছে; বাংলার আরেক গায়ক অরিজিতকে দিয়ে। এটাও কি কেকে বিতর্কের জের?

আরও পড়ুন; রাজ্য পুলিশের কনস্টেবল সায়গল হোসেন গ্রেফতার, অনুব্রতর রক্ষী হতেই অগাধ সম্পত্তি

‘প্রথম বারে প্রথম দেখা’ ছবির পরিচালক আকাশ মালাকার জানিয়েছেন; “ফিল্মের একটা গান রূপঙ্করদাকে দিয়ে গাওয়ানো হয়েছিল। তবে গল্পটা কিশোর-কিশোরীদের নিয়ে; তাই সম্পাদনার টেবিলে বসেই মনে হল গানটা ভাল মানাচ্ছে না। রূপঙ্করদার গলা বয়ষ্ক মনে হচ্ছে; সেই কারণেই অরিজিৎ সিংকে দিয়ে, আবার গান গাওয়ানো হচ্ছে”।

অবশ্য টলিউদের কানাঘুষো বলছে, পরিচালক যা-ই বলুন; আসল কারণটা অন্য। কেকে-বিতর্কের জেরেই; গায়ক রূপঙ্করকে এড়িয়ে যেতে চাইছেন অনেকেই। না হলে, ইতিমধ্যেই একটি রেকর্ড হয়ে যাওয়া গান; কেন গায়ক পরিবর্তন করা হচ্ছে?

পরিচালকের মুখে কেকে-র নাম না উঠলেও, টলিপাড়া বলছে; জনতার ক্ষোভে থাকা রূপঙ্কর-কে দিয়ে গান গাওয়াতে ভয় পাচ্ছেন পরিচালক। পাছে তাঁর ছবিকেও বয়কট করে মানুষ। কলকাতা-মুম্বইয়ের শিল্পীদের নিয়ে, তিরিশ বছর ধরে অনুষ্ঠান করা তোচন ঘোষও; এই পরিস্থিতিতে রূপঙ্করকে নিয়ে উদ্যোগে ভয় পাচ্ছেন। তিনি বলেছেন, “আগামী ছমাস রূপঙ্করকে নিয়ে অনুষ্ঠানের কথা ভাবতে পারব কি না, জানি না”।

]]>
ইগনোর করুন, রূপঙ্কর জেনে গেছে কেকে কে https://thenewsbangla.com/kk-rupankar-bagchi-controversy-rupankar-got-it-now-who-is-kk/ Wed, 01 Jun 2022 07:02:32 +0000 https://www.thenewsbangla.com/?p=15274 ইগনোর করুন, রূপঙ্কর জেনে গেছে কেকে-কে। রাত থেকেই ঝড় চলছে সোশ্যাল মিডিয়ায়। বেশিরভাগের বক্তব্য, “শকুনের অভিশাপে এই প্রথম গরু মরতে দেখলাম”। সবাই বলছেন, রূপঙ্করের অভিশাপেই কেকে’র মৃত্যু হয়েছে। কেউ আবার হিন্দি-বাংলা জাতীয়তাবাদের প্রসঙ্গ উত্থাপন করে; বিষয়টাকে রাজনৈতিক রূপ দেওয়ার চেষ্টা করছেন। সোশ্যাল মিডিয়া জুড়ে রূপঙ্করের গুষ্ঠি উদ্ধার করছেন সবাই। স্বাভাবিক, ভুলভাল সবজান্তার মত মন্তব্য করলে; প্রতিদানে শুনতে হবেই।

কেকে-র গান গাওয়া নিয়ে ও তাঁর সঙ্গে নিজেদের তুলনা করে; বাংলার বিখ্যাত গায়ক রূপঙ্কর কিছু মন্তব্য করেছিলেন। ফেসবুক লাইভে এসে বলেছিলেন; “কেকে’র থেকে আমরা সবাই ভালো গান গাই। কে, কে, কে, কে? হু ইজ কে ম্যান”? আর এই নিয়েই শুরু বিতর্ক।

একজন গায়ক আরেকজন সঙ্গীত শিল্পীকে; কোনওভাবেই ছোট করতে পারেন না। যেটা রূপঙ্কর করেছেন। সবাই স্বতন্ত্র। প্রত্যেকের নিজস্ব ঘরানা আছে; নিজস্ব স্টাইল আছে। আর রূপঙ্কর, কেকে-র মত নাম করতে পারেননি; তাই এত ক্ষোভ, এটাও সবাই বোঝে। KK-দের সঙ্গে তুলনা করা যায় না। আগেও এক KK-এর সঙ্গে তুলনা হত না; আজও হয় না।

আরও পড়ুনঃ মৃত্যুতেও রূপঙ্করকে কামানোর সুযোগ দিয়ে গেলেন কেকে

কিশোরকুমার আর কৃষ্ণকুমার কুন্নথ, প্রথাগত গানের তালিম না নিয়েও কিংবদন্তি; এদের ধারে-কাছে যাওয়াটা একেবারেই অসম্ভব। ‘হাম রহে ইয়া না রহে কাল; কাল ইয়াদ আয়েঙ্গে ইয়ে পল’, জেনারেশনের পর জেনারেশন বুঁদ থেকেছে কেকে-র গানে। মৃত্যুর আগে অব্দি থাকবে। দম্ভের জন্য জানেন না রূপঙ্কর; “বাংলা শুনুন”, ভিক্ষা করলেই কি সব পাওয়া যায়?

তবে জবাব পেয়েই গেছেন রূপঙ্কর। গোটা দেশ জুড়ে শোক বার্তা; কিংবদন্তি কেকের জন্য। ভক্তদের হাহাকার, ফ্যানদের চিৎকার, কান্না। ক্ষমা চাওয়ার সুযোগ পর্যন্ত পেলেন না রূপঙ্কর। সারাজীবন যেটা তাড়া করবে তাঁকে; আমরা আজ কেকে-কে শেষ বিদায় জানাই পৃথিবী থেকে।

সুরের দেশ থেকে ওনার গলা, আমাদের সবার ওনার কাছে যাওয়া পর্যন্ত মনেই বাজতে থাকবে; যেটা বোঝার ক্ষমতাও রূপঙ্করের নেই। যার বোঝার ক্ষমতা নেই; তাঁকে অনর্থক গালি দিয়ে কি লাভ? ইগনোর করুন, এইসব ফালতু মন্তব্যকে। আজ সারাদিন কেকে শুনি।

“হাম রহে ইয়া না রহে কাল
কাল ইয়াদ আয়েঙ্গে ইয়ে পল”

“ক্যায়সে কেহে দিয়া অলভিদা”

]]>
মৃত্যুতেও রূপঙ্করকে কামানোর সুযোগ দিয়ে গেলেন কেকে https://thenewsbangla.com/kk-rupankar-bagchi-controversy-rupankar-earned-money-from-kk-video/ Wed, 01 Jun 2022 06:42:48 +0000 https://www.thenewsbangla.com/?p=15271 মৃত্যুতেও রূপঙ্করকে কামানোর সুযোগ দিয়ে গেলেন কেকে; কেকে-কে নিয়ে ‘কামিয়ে’ নিলেন রূপঙ্কর। হ্যাঁ, কেকে-কে নিয়ে ভিডিও করে; কয়েকশ ডলার কামিয়ে নিলেন গায়ক রুপঙ্কর বাগচি। কেকে-র গান গাওয়া নিয়ে ও তাঁর সঙ্গে নিজেদের তুলনা করে; সম্প্রতি বাংলার বিখ্যাত গায়ক রূপঙ্কর বাগচী বেশ কিছু মন্তব্য করেছিলেন। ফেসবুক লাইভে এসে বলেছিলেন; “কেকে’র থেকে আমরা সবাই ভালো গান গাই; কে, কে, কে, কে, কে, কে? হু ইজ কে ম্যান”?

আর এই নিয়েই শুরু বিতর্ক। একজন গায়ক আরেকজন সঙ্গীত শিল্পীকে; কোনওভাবেই ছোট করতে পারেন না। যেটা রূপঙ্কর করেছেন। সবাই স্বতন্ত্র; প্রত্যেকের নিজস্ব ঘরানা আছে, নিজস্ব স্টাইল আছে। সেটাকেই মূর্খের মত; বুঝতে চাননা রূপঙ্কর।

গোটা বাঙালি জাতটা আজও; রবীন্দ্রনাথ ঠাকুর ভাঙিয়ে খায়। তাঁকে নিয়ে গবেষণা, তাঁর গান, সাহিত্য, ছবি আঁকা নিয়ে রিসার্চ। রবীন্দ্রনাথকে নিয়ে কত মানুষ পিএইচডি করে ডক্টরেট পেল; তার ইয়াত্তা নেই। ঠিক তেমন, ‘ভারতের’ কেকে-কে নিয়ে বেশ কয়েকশ ডলার কামিয়ে নিলেন; ‘বাংলার’ গায়ক রূপঙ্কর।

আরও পড়ুন; ইতিহাসে প্রথমবার ভারতের কোন ভাষায় লেখা উপন্যাস পেল বুকার পুরস্কার

বিশ্বাস হচ্ছে না তো? রূপঙ্কর বাগচীর ফেসবুক পেজে যান। যে পোস্টটা কেকে-কে অপমান করতে গিয়ে, পোস্ট করেছেন রূপঙ্কর; সেই পোস্ট-টা ভালো করে দেখুন।

পোস্টে এখন পর্যন্ত Like ৪৯K, Comments ৪০K, ৮.৪K Share; আর সবচেয়ে বড় কথা ৬৪৫K ভিউয়ারস। আর রূপঙ্কর বাগচীর ফেসবুক পেজটা; মনিটাইজ করা আছে। মানে ওনার পোস্ট করা ভিডিওতে বিজ্ঞাপন চলে। বিজ্ঞাপন থেকে আয় হয়। খুলে দেখুন, কেকে-কে ছোট করতে চাওয়ার ভিডিও পোস্টে; কোলগেট সহ আরও অনেককিছুর বিজ্ঞাপন চলছে। এর মানে জানেন?

গোদা বাংলায় মানেটা হল, কেকে-কে নিয়ে এই ভিডিও থেকে রূপঙ্কর বাগচী ফেসবুক থেকে এখনও পর্যন্ত রোজগার করেছেন; কম করেও ২৫০ ডলার, মানে ১৯৫০০ টাকার মত।

কি বুঝলেন? রূপঙ্কর বাগচীর একটা মাচার আয়; তাকে দিয়ে গেলেন কেকে। এখানেই রূপঙ্করের সঙ্গে তফাৎ কেকের; এখানেই গায়কের সঙ্গে তফাৎ পারফর্মারের; এখানেই কিংবদন্তির সঙ্গে তফাৎ সাধারন গায়কের।

“হাম রহে ইয়া না রহে কাল
কাল ইয়াদ আয়েঙ্গে ইয়ে পল”, তাই আমৃত্যু কিংবদন্তি পারফর্মার কেকে-কে স্মরণ করবেন; বাংলার গায়ক রূপঙ্কর বাগচি।

]]>