Roshan Giri – The News বাংলা https://thenewsbangla.com Bengali News Portal Thu, 04 Apr 2019 08:19:29 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.2 https://thenewsbangla.com/wp-content/uploads/2018/09/cropped-cdacf4af-1517-4a2e-9115-8796fbc7217f-32x32.jpeg Roshan Giri – The News বাংলা https://thenewsbangla.com 32 32 দুই বছর পর পাহাড়ে ফের প্রকাশ্যে বিমল গুরুং রোশন গিরি https://thenewsbangla.com/bimal-gurung-and-roshan-giri-might-be-spotted-in-the-hills-from-today/ Thu, 04 Apr 2019 07:15:31 +0000 https://www.thenewsbangla.com/?p=9931 বিমল গুরুং এবং রোশন গিরিকে বৃহস্পতিবারই দেখা যাবে দার্জিলিংয়ে। এমনটাই বিশেষ সুত্রে জানা যাচ্ছে। ২০১৭ সালে দার্জিলিং অশান্ত হয়ে যাওয়ার পর, গুরুং এবং গিরি গা ঢাকা দিয়েছিলেন। রাজ্য পুলিশের কাছে তাকে দেখলেই গ্রেফতার করার নির্দেশ ছিল এতদিন। তারই কারণে প্রকাশ্যে আসতে পারছিলেন না গোর্খা জনমুক্তি মোর্চার দুই নেতা। বৃহস্পতিবার তাঁরা বাগডোগরা বিমান বন্দরে নেমে জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে যাবেন ভোটে পাহাড়ে থাকার আর্জি নিয়ে।

আরও পড়ুনঃ মমতার সঙ্গে পারবে না, রাজ্যস্তরের অন্যান্য নেতাদের সঙ্গে মোদীকে লড়ার চ্যালেঞ্জ

গত ফেব্রুয়ারি মাসে বিমল গুরুং, রোশন গিরিরা লোকসভায় ভোট প্রচার করতে চেয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন। সেই আবেদন সুপ্রিম কোর্ট ফেরত পাঠিয়ে দেয় কলকাতা হাইকোর্টের কাছে। কলকাতা হাইকোর্টের শাখা জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে এই মামলার শুনানি হবে। বৃহস্পতিবারই সেই মামলার প্রথম শুনানির জন্য দিল্লি থেকে জলপাইগুড়ি ফিরছেন বিমল এবং রোশন। এদিন দুপুরেই বাগডোগরা বিমানবন্দর থেকে জলপাইগুড়ি আদালতে যাবেন দুই নেতা।

আরও পড়ুনঃ EXCLUSIVE: বিরোধীদের অভিযোগ উড়িয়ে দিয়ে রাজ্যে ৩০ শতাংশেরও কম স্পর্শকাতর বুথ

ভোট প্রচার করার জন্যে তাঁদের যেন তিন সপ্তাহের নিরাপত্তা দেওয়া হয়, এমনটাই আবেদন করেছিলেন বিমল গুরুং ও রোশন গিরি। সেই আবেদন ফিরিয়ে দিয়ে হাইকোর্টকে এই কেসের তদারকি করার নির্দেশ দেয় দেশের শীর্ষ আদালত। ৪ দিনের মধ্যে মামলা নিষ্পত্তি করার নির্দেশ পেয়েছে হাইকোর্ট। মামলা চলাকালিন গুরুংদের গ্রেফতার করা যাবে না এমনটা নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। আগামী ৪দিন তাঁদের গ্রেফতার করা যাবে না, সুপ্রিম কোর্টের এই নির্দেশ পাবার পরেই তাঁরা প্রকাশ্যে আসছেন।

আরও পড়ুনঃ কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে রাজ্য পুলিশও থাকছে বুথে, বিরোধী শিবিরে জোর ধাক্কা

এদিকে বৃহস্পতিবারই জলপাইগুড়ি থেকে দার্জিলিং যেতে পারেন বিমল গুরুং রোশন গিরি। কারণ আগামী ৪দিন তাঁদের গ্রেফতার করা যাবে না, সুপ্রিম কোর্টের এই নির্দেশ পাবার পরেই তাঁরা এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা গেছে। লোকসভা ভোটের মধ্যেই হারিয়ে যাওয়া ক্ষমতা ফেরত পেতে আবার মরিয়া গোর্খা জনমুক্তি নেতারা।

আরও পড়ুনঃ বিবেক দুবেকে তৃণমূলের এজেন্ট বলে কটাক্ষ মুকুল রায়ের

এই কারণে এদিন সকাল থেকে বাগডোগরা বিমানবন্দরে মোতায়েন রয়েছে বিশাল পুলিশ বাহিনী। পাহাড়েও সতর্ক করা হয়েছে পুলিশকে। গোটা ঘটনার দিকে নজর রেখেছে নির্বাচন কমিশনও। এছাড়াও দার্জিলিং এর বিভিন্ন এলাকা থেকে মোর্চা নেতা-কর্মীরাও বাগডোগরা বিমানবন্দরে ভিড় করেছেন।

আরও পড়ুনঃ মমতার দাবি না মেনে জঙ্গলমহল থেকে ৩০ কোম্পানি বাহিনী তুলছে নির্বাচন কমিশন

মামলায় রায় তাঁদের পক্ষে গেলে, আসন্ন লোকসভা ভোটে পাহাড়ে তৃণমূলের বিরুদ্ধে ভোট প্রচার করবেন তারা। সমর্থন করবেন বিজেপি প্রার্থীকে। আর এটা আটকাতেই তৎপর রাজ্য। এখন জলপাইগুড়ি সার্কিট বেঞ্চ কি রায় দেয় সেটাই এখন দেখার। তার উপরই নির্ভর করছে বিমল ও রোশনের পাহাড়ে ভোট প্রচারের ভবিষ্যৎ।

আরও পড়ুনঃ এক্সপায়ারি বাবুকে চ্যালেঞ্জ স্পিডব্রেকারের, বাংলায় মোদী মমতা তরজা তুঙ্গে

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

]]>
পাহাড়ের ভোটে কি নামতে পারবেন বিমল রোশন জানাল আদালত https://thenewsbangla.com/bimal-gurung-and-roshan-giris-request-returned-to-high-court/ Wed, 03 Apr 2019 08:06:10 +0000 https://www.thenewsbangla.com/?p=9818 বিমল গুরুং এর ঘরে ফেরার আবেদন ফের কলকাতা হাইকোর্টেই ফেরাল সুপ্রিম কোর্ট। পাহাড়ে লোকসভা ভোটের প্রচার চালানোর জন্য শীর্ষ কোর্টে আবেদন করেছিলেন বিমল গুরুং ও রোশন গিরিরা। এই আবেদনেরই শুনানি বুধবার ছিল সুপ্রিম কোর্টে। দেশের শীর্ষ আদালত ফের এই মামলা ফেরত পাঠাল হাই কোর্টে।

আরও পড়ুনঃ EXCLUSIVE: বিরোধীদের অভিযোগ উড়িয়ে দিয়ে রাজ্যে ৩০ শতাংশেরও কম স্পর্শকাতর বুথ

ভোটের সময় পাহাড়ে ফিরতে হাইকোর্টের কাছেই ফের আবেদন করার পরামর্শ দিল শীর্ষ আদালত। জানাল, সুপ্রিম কোর্টে এই মামলার শুনানি হতে অনেক সময় লেগে যাবে। তাতে ভোটের সময় পেরিয়ে যেতে পারে। তাই, হাইকোর্টেই এই মামলার দ্রুত শুনানির নির্দেশ দিল সুপ্রিম কোর্ট।

আরও পড়ুনঃ বারবার স্বামী বদল করেন স্মৃতি ইরানী, কুরুচিপূর্ণ আক্রমণ কংগ্রেস জোটসঙ্গীর

গত ফেব্রুয়ারি মাসে সুপ্রিম কোর্টের কাছে আবেদন জানিয়ে ছিল বিমল গুরুং ও রোশন গিরি। ২০১৭ সালে দার্জিলিং অশান্ত হয়ে যাওয়ার পরই গা ঢাকা দিয়েছিলেন গুরুং। তার বিরুদ্ধে রয়েছে অসংখ্য মামলা। এমনকি, রাজ্য পুলিশের কাছে তাকে দেখলেই গ্রেফতার করার নির্দেশও আছে। তার হাত থেকে বাঁচতেই দেশের শীর্ষ আদালতে আপিল করে গুরুং শিবির।

আরও পড়ুনঃ বছরে ৩৪ লাখ সরকারি চাকরি, কৃষক বাজেটের প্রতিশ্রুতি কংগ্রেস ম্যানিফেস্টোতে

ফেব্রুয়ারি মাসে তাদের মিথ্যে মামলায় ফাঁসানো হয়েছে বলেই জানিয়ে ছিলেন গুরুং। ভোট প্রচার করার জন্যে তাকে যেন তিন সপ্তাহের নিরাপত্তা দেওয়া হয়, এমনটাই আবেদন করেছিলেন গুরুং। তবে, সেই আবেদন ফিরিয়ে দিল সুপ্রিম কোর্ট।

হাইকোর্টকে এই কেসের তদারকি করতে নির্দেশ দিয়েছে দিল্লির শীর্ষ আদালত। ৪ দিনের মধ্যে মামলা নিষ্পত্তি করার নির্দেশ পেয়েছে হাইকোর্ট। জানা গেছে, মামলা চলাকালিন গুরুংদের গ্রেফতার করা যাবে ন, বলেই নির্দেশ দিয়েছে দেশের শীর্ষ আদালত।

আরও পড়ুনঃ জম্মু কাশ্মীরের জন্য আলাদা প্রধানমন্ত্রী, মোদী জবাব চাইলেন রাহুল ও মমতার কাছে

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

]]>
পাহাড়ে পুলিশ হত্যা ও অশান্তির ঘটনায় বিমল রোশনকে বাঁধল সিআইডি https://thenewsbangla.com/cid-chargesheet-against-bimal-roshan-in-connection-with-police-murder-darjeeling-unrest/ Tue, 18 Dec 2018 06:13:50 +0000 https://www.thenewsbangla.com/?p=4406 The News বাংলা,শিলিগুড়িঃ পাহাড়ে পুলিশ মৃত্যু ও অশান্তির ঘটনায় বিমল গুরুংয়ের বিরুদ্ধে চার্জশিট দিল সিআইডি। চার্জশিটে নাম আছে ৭২ জনের। বিমল গুরুং, রোশন গিরি সহ ৪৫ জন জন ফেরার।

আরও পড়ুনঃ মঙ্গলবার হাইকোর্টের দুই বিচারপতির ঘরে বাংলায় ‘গেরুয়া রথ’ এর ভবিষ্যৎ

পৃথক রাজ্যের দাবীতে পাহাড়ে অশান্তির ঘটনায়, দার্জিলিং-এর ভানুভবনে ভাঙচুর, পুলিশ কর্মীর মৃত্যু সহ একাধিক অশান্তির ঘটনায় প্রায় দেড় বছর পর এই প্রথম অভিযুক্তদের বিরুদ্ধে চার্জশিট জমা দিল সিআইডি। দার্জিলিং-এর চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের বা সিজেএম আদালতে বিমল গুরুং, রোশন গিরি, আশা গুরুং, অভিষেক গুরুং, প্রকাশ গুরুং সহ ৭২ জন মোর্চার শীর্ষনেতৃত্বের নামে চার্জশিট দাখিল করে সিআইডি।

পাহাড়ে পুলিশ হত্যা ও অশান্তির ঘটনায় বিমল রোশন এর বিরুদ্ধে চার্জশিট দিল সিআইডি/The News বাংলা
পাহাড়ে পুলিশ হত্যা ও অশান্তির ঘটনায় বিমল রোশন এর বিরুদ্ধে চার্জশিট দিল সিআইডি/The News বাংলা

আরও পড়ুনঃ প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী হত্যা ও তারপরের গণহত্যার না জানা সত্যি

তাদের মধ্যে ৪৫ জন পলাতক বলে জানানো হয়েছে সিআইডির চার্জশিটে। এই চার্জশিটের ভিত্তিতে ইতিমধ্যেই এই সকল অভিযুক্তদের সম্পত্তি বাজেয়াপ্ত করার প্রক্রিয়া শুরু করে দিয়েছে সিআইডি।

আরও পড়ুনঃ ‘ইন্দিরা গান্ধী ভারতে এমারজেন্সি লাগু করেছিলেন, বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়’

প্রসঙ্গত, গতবছর ১৫জুন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় দার্জিলিং-এর ভানুভবনে সরকারী আধিকারিকদের সাথে একটি বৈঠক করেন। সেই বৈঠকে সিদ্ধান্ত হয় পাহাড়ে বাংলা ভাষা শিক্ষা বিদ্যালয়গুলিতে বাধ্যতামুলক করা হবে। সেই সময় বিমল গুরুং সহ মোর্চা নেতারা মুখ্যমন্ত্রীর এই সিদ্ধান্তের বিরোধিতা করে প্রতিবাদে ভানুভবন ঘেরাও করে বিক্ষোভ দেখায়।

আরও পড়ুনঃ নেতাদের গুন্ডা পোষা না গুন্ডাদের নেতা হওয়া, প্রকাশ্যে বন্দুকবাজির কারন কি

পাহাড়ে পুলিশ হত্যা ও অশান্তির ঘটনায় বিমল রোশন এর বিরুদ্ধে চার্জশিট দিল সিআইডি/The News বাংলা
পাহাড়ে পুলিশ হত্যা ও অশান্তির ঘটনায় বিমল রোশন এর বিরুদ্ধে চার্জশিট দিল সিআইডি/The News বাংলা

পরে আন্দোলনের রেশ বাড়তেই ভানুভবন ভাঙচুর করে বলে অভিযোগ ওঠে মোর্চার বিরুদ্ধে। ভানুভবন ঘেরাও করে পুলিশের ওপর হামলা হয় বলে অভিযোগ ওঠে মোর্চার বিরুদ্ধে। এরপরই সেই ঘটনাকে কেন্দ্র করে অশান্তির সৃষ্টি হয়। এরপরই পাহাড় অগ্নিগর্ভ হয়ে ওঠে। বিমল গুরুংকে ধরতে গিয়ে তার দেহরক্ষীর গুলিতে মারা যান পুলিশ অফিসার অমিতাভ মল্লিক। ওই পুলিশ অফিসার হত্যাকাণ্ডেও সরাসরি জড়িয়ে থাকার জন্য হত্যা মামলার ধারা দেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ শিক্ষিতদের বিধায়ক করল তেলাঙ্গানা, কবে শিখবে বাংলা

পাহাড়ে পুলিশ হত্যা ও অশান্তির ঘটনায় বিমল রোশন এর বিরুদ্ধে চার্জশিট দিল সিআইডি/The News বাংলা
পাহাড়ে পুলিশ হত্যা ও অশান্তির ঘটনায় বিমল রোশন এর বিরুদ্ধে চার্জশিট দিল সিআইডি/The News বাংলা

টানা ১০৫ দিন পাহাড় বন্ধ থাকে। সে সময় জায়গায় জায়গায় সরকারী সম্পত্তি নষ্ট করা হয়। সমস্ত অভিযোগের তীর যায় গুরুং পন্থী মোর্চার বিরুদ্ধে। এই ঘটনায় প্রচুর মোর্চা সমর্থকের বিরুদ্ধে থানায় এফআইআর হয়। মুলত যাদের বিরুদ্ধে এফআইআর হয়েছে তাদের অধিকাংশের বিরুদ্ধে সিআইডি চার্জশিট জমা দেয়৷

আরও পড়ুনঃ শুধু দিনে নয় দার্জিলিংয়ের ঐতিহ্যের টয় ট্রেন এবার সন্ধ্যাবেলাতেও

সিআইডি সূত্রে খবর, চার্জশিটে খুনের চেষ্টা, সরকারি সম্পত্তি নষ্ট, পুলিশের উপর হামলা-সহ একাধিক ধারা যুক্ত করা রয়েছে। এই মামলার তদন্তে ৫০ জনের স্বাক্ষ্য নিয়েছেন গোয়েন্দারা। সেই সব স্বাক্ষ্য, এফআইআর ও অভিযোগ দেখেই চার্জশিট দেওয়া হয়েছে বলে জানান হয়েছে। গোয়েন্দারা এখন শুধু বিমল গুরুংকে ধরার অপেক্ষায়।

পড়ুন হাড়হিম করা অদ্ভুত সত্য গল্প:

পড়ুন প্রথম পর্বঃ পৃথিবী এগোলেও তান্ত্রিকের কালো জাদু টোনায় ডুবে আফ্রিকা

]]>