Robot Sophia – The News বাংলা https://thenewsbangla.com Bengali News Portal Tue, 23 Oct 2018 08:00:32 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.2 https://thenewsbangla.com/wp-content/uploads/2018/09/cropped-cdacf4af-1517-4a2e-9115-8796fbc7217f-32x32.jpeg Robot Sophia – The News বাংলা https://thenewsbangla.com 32 32 বিশ্বে আলোড়ন ফেলে চুমু খেতে রাজি সোফিয়া https://thenewsbangla.com/sophia-agreed-to-kiss-all-the-eyes-of-the-world-towards-her/ Tue, 23 Oct 2018 07:50:40 +0000 https://www.thenewsbangla.com/?p=1346 বিশেষ রিপোর্ট : শেষ পর্যন্ত প্রেমে পড়েছে সোফিয়া। চুম্বন করতেও রাজি। কি করে সম্ভব হল এই অসম্ভব কাজ। বিশ্ব জুড়ে আলোড়ন সোফিয়ার চুমু খাবার খবর শুনে।

কে এই অসাধারণ সুন্দরী, কে এই সোফিয়া ? যার চুমুর খবরে তোলপাড় গোটা পৃথিবী ? বিশ্বখ্যাত হলিউড অভিনেত্রী, সুন্দরী অড্রে হেপবার্নের চেহারার সঙ্গে সাদৃশ্য রেখে বানানো পৃথিবীর প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন নারী রোবট সোফিয়া। বিশ্বের হাজার হাজার পুরুষ তার প্রেমে মাতোয়ারা হলেও সে কাউকে ভালোবাসা দিতে বা কারো কাছ থেকে তা নিতে সম্মত নয়।

এমনকি কিছুদিন আগে দুনিয়ার হাজার হাজার নারীর হৃদয় জয় করা হলিউডের বিখ্যাত অভিনেতা উইল স্মিথ একান্ত এক আড্ডায় সোফিয়াকে চুমু দিতে এগিয়ে গেলেও সে তা প্রত্যাখ্যান করে। আজব এক রোবট এই সোফিয়া ! জগতে কারো ব্যাপারেই তার প্রেমবোধ জাগে না।

কিন্তু কে এই সোফিয়া ? জেনে নিন সোফিয়া রোবট সম্পর্কে সকল তথ্য।

প্রযুক্তি বিশ্বে এই মুহূর্তে অন্যতম আলোচিত বিষয় হচ্ছে যন্ত্রমানবী সোফিয়া। এটি মানুষের মত দেখতে একটি রোবট, যেটি তৈরি করেছে হংকংয়ের কোম্পানি হ্যানসন রোবটিক্স। সৌদি আরব এই যন্ত্রমানবীকে নাগরিকত্ব প্রদান করেছে। ফলে, সোফিয়া হচ্ছে ইতিহাসের প্রথম রোবট যা কোনো দেশের নাগরিকত্ব পেল। যদিও, অনেকের কাছেই এই রোবট নাগরিকত্বের ব্যাপারটি স্রেফ ‘পিআর স্টান্ট’ কিংবা কিছুটা প্রচারমুখী বলে মনে হয়েছে।

কারণ রোবটের কাছে নাগরিকত্ব ব্যাপারটি আসলে কোনো মানে বহন করে না- অন্তত সাধারণ বিচারবুদ্ধি তাই বলে, যেখানে মানুষেরই নাগরিকত্ব পাওয়া নিয়ে হিমশিম খেতে হয়।

যাইহোক, চলুন জেনে নিই যন্ত্রমানবী সোফিয়া সম্পর্কে কিছু তথ্য।

রিয়াদে অনুষ্ঠিত ফিউচার ইনভেস্টমেন্ট ইনিশিয়েটিভ কনফারেন্সে সোফিয়া নামের নারীরূপী রোবটকে ‘ফুল সিটিজেনশিপ’ প্রদান করেছে সোদি আরব।

আসলে, সোফিয়া একটি ‘সোশ্যাল রোবট’। এটি স্পিচ রেকগনিশন প্রযুক্তি দ্বারা মানুষের ভাষা বুঝতে পারে। কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে সোফিয়া আপনার কথা শুনে ও বিশ্লেষণ করে সে অনুযায়ী উত্তর দিতে সক্ষম। সোফিয়া রোবটটি তৈরির প্রাথমিক উদ্দেশ্য ছিল বয়স্ক বৃদ্ধ মানুষদের দৈনন্দিন কাজে সাহায্য করা। এছাড়া, কাস্টমার সার্ভিস এবং বিভিন্ন ইভেন্ট ও পার্কে দর্শনার্থীদের বিভিন্ন তথ্য ও ছোটখাটো কাজে সহায়তা করতে পারে সোফিয়া।

সোফিয়ার ‘মাথার মধ্যে’ মোটর ও মেকানিক্যাল কাঠামো ব্যবহার করে একে মানুষের মত মুখভঙ্গি করার বৈশিষ্ট্য প্রদান করা হয়েছে। এটি যখন কথা বলে, সে অনুযায়ী তার ঠোঁট এবং মুখমণ্ডল নড়াচড়া করে। সোফিয়ার চোখের মধ্যে ক্যামেরা দেয়া আছে, যা একে ভিজ্যুয়াল ফিডব্যাক দেয়। সোফিয়া হাসতে পারে। সেলফি তোলার জন্য পোজও দিতে পারে।

সোফিয়া’তে ব্যবহৃত এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, একে মানুষের সঙ্গে ঐকমত্য পোষণ করতে উৎসাহিত করে। কিন্তু অনেক সময় সেটা বিব্রতকর কিছু উত্তর নিয়ে আসে। অনেকেই এই ভেবে ভীত থাকেন যে কৃত্রিম বুদ্ধিমত্তা সমৃদ্ধ রোবট মানবজাতির জন্য ধ্বংসের কারণ হতে পারে।

এইজন্য, সোফিয়ার নির্মাতা হ্যানসন একবার এক অনুষ্ঠানে সোফিয়াকে জিজ্ঞেস করেছিলেন, “সোফিয়া তুমি কি মানবজাতিকে ধ্বংস করতে চাও?… দয়া করে ‘না’ বলো” উত্তরে সোফিয়া বলেছিল “ঠিক আছে, আমি মানবজাতিকে ধ্বংস করে দেব”। আসলে সোফিয়া এত দ্রুত উত্তর দিচ্ছিল যে সে হ্যানসনের “দয়া করে ‘না’ বলো” কথাটি শোনার আগেই উত্তর রেডি করে ফেলেছিল।

তবে, সৌদি আরবের ঐ অনুষ্ঠানে রোবট সোফিয়া বলেছে এটি মানুষের বন্ধু হতে চায়, মানুষের উপকারে আসতে চায়। তখন সে ইলন মাস্ক’কে নিয়ে ট্রলও করে। এক সাংবাদিক যখন সোফিয়ার দ্বারা ‘বিপদজনক ভবিষ্যতের’ আশঙ্কা প্রকাশ করেন, তখন সোফিয়া বলে “আপনি কি বেশি পরিমাণে হলিউড মুভি দেখছেন আর ইলন মাস্কের কথাবার্তা পড়ছেন?… চিন্তা করবেন না, আপনারা আমার সাথে ভাল ব্যবহার করলে আমিও আপনাদের সাথে ভাল ব্যবহার করব”।

এই কথা বলে কি সোফিয়া আসলেই কিছুটা হুমকি দিল? নাকি মজা নিল? প্রশ্ন উঠেছিল তখন। সোফিয়ার প্রিয় ফুটবলার রোনাল্ডো। ভারতের সেরা অভিনেতা তার মতে নাকি শাহরুখ খান। তবে তাদেরও চুমু খেতে চায় নি সে।

তবে এখন সোফিয়া প্রেমে পড়ছে বলেই খবর। সে চুমুও খেতে চায়। এখন দেখার কে সেই ভাগ্যবান, যে সুন্দরী সোফিয়ার চুমু পাবার যোগ্যতা অর্জন করতে চলেছে। আর সেই চুমু নিয়েই উত্তাল গোটা বিশ্ব।

]]>