Robert Vadra – The News বাংলা https://thenewsbangla.com Bengali News Portal Sun, 12 May 2019 14:15:24 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.2 https://thenewsbangla.com/wp-content/uploads/2018/09/cropped-cdacf4af-1517-4a2e-9115-8796fbc7217f-32x32.jpeg Robert Vadra – The News বাংলা https://thenewsbangla.com 32 32 ভোট সেলফিতে ভারতের বদলে প্যারাগুয়ের পতাকা, বিতর্কে রবার্ট বঢরা https://thenewsbangla.com/robert-vadra-post-paraguay-flag-instead-of-indian-flag-with-election-selfie/ Sun, 12 May 2019 14:09:53 +0000 https://www.thenewsbangla.com/?p=12821 চলছে সপ্তদশ লোকসভা নির্বাচন; আজ রবিবার ছিল ষষ্ঠ দফার লোকসভা নির্বাচন। এদিনেই নির্বাচনী বার্তা দিতে গিয়ে চরম অস্বস্তিতে পড়লেন; গান্ধী পরিবারের জামাই রবার্ট বঢরা। স্যোশাল মিডিয়ায় ভোট দানের ব্যাপারে সচেতনতা তৈরি করতে; সেলফিতে অংশ নিয়েছিলেন রবার্ট বঢরা।

আজ লোকসভা নির্বাচনের ষষ্ঠ দফার দিনে; তিনিও ভোট প্রদান করেন। ভোট দিয়েই সকলকে ভোট দেওয়ার জন্য উৎসাহ দিতে; ভোটের কালি লাগানো আঙুলের ছবি এবং সাথে একটি পতাকার ছবি; পোস্ট করেন প্রিয়াঙ্কা গান্ধীর স্বামী রবার্ট বঢরা।

আরও পড়ুনঃ নিজের লোকসভা ভোটের দিন বেলা অব্দি ঘুমিয়ে মানুষের সেবা করার উদ্যোগ

ট্যুইটারে ভোটের কালি লাগানো আঙুলের ছবি এবং সাথে একটি পতাকার ছবি; পোস্ট করে সবাইকে একটি নিরাপদ; সুন্দর ও ধর্মনিরপেক্ষ ভারত গড়ার ডাক দেন তিনি। কিন্তু পতাকার ছবি পোস্ট করতে গিয়েই ঘটে বিপত্তি।

ভুলবশত অথবা জাতীয় পতাকা নিয়ে তার বিশেষ ধ্যানধারণা না থাকায়; ভারতের পরিবর্তে প্যারাগুয়ের ছবি পোস্ট করেন তিনি। যাকে ঘিরে যাবতীয় বিতর্ক দানা বাধে। গেরুয়া, সবুজ ও সাদা এই ত্রিবর্ণ রঞ্জিত পতাকায় মাঝে নীল রঙের অশোক চক্র ভারতের পতাকার পূর্ণতা প্রদান করে।

আরও পড়ুনঃ ইঞ্চিতে ইঞ্চিতে বদলা নেওয়ার হুঁশিয়ারি দিলেন মমতা

কিন্তু রবার্ট বঢরার পোস্ট করা পতাকাটি লাল; সাদা ও নীল রঙে রঞ্জিত প্যারাগুয়ের পতাকা। এই ছবি পোস্ট করতেই; ট্যুইটারে নেটিজেনদের টিপ্পনী শুরু হয়ে যায়। সম্প্রতি রাহুল গান্ধীর নাগরিকত্ব নিয়ে দেশজুড়ে প্রশ্ন উঠেছিল। প্রিয়াঙ্কার স্বামী কি ভারতের পতাকাও চেনেন না; এবার উঠে এল নতুন প্রশ্ন।

আরও পড়ুনঃ আসানসোল থেকে দলবল নিয়ে ভোট করাতে পুরুলিয়ায় জিতেন্দ্র তেওয়ারি

অধিকাংশ সময় দেশের বাইরে কাটান বলেও অভিযোগ উঠেছিল; রাহুলের গান্ধীর বিরুদ্ধে। রবিবার রবার্ট বঢরার পতাকার ছবি পোস্টের পর; তাকেও কটাক্ষ করে বলা হচ্ছে; তিনি কি আদৌ মনেপ্রাণে ভারতীয়? নাহলে, দেশের পতাকা চিনতে এতবড় ভুল কিভাবে করলেন তিনি; প্রশ্ন তুলছেন অনেকেই।

]]>
অনেকে লুট করে দেশ ছাড়লেও আমি দেশেই আছি সাফাই রবার্ট বঢরার https://thenewsbangla.com/robert-vadra-husband-of-congress-leader-priyanka-gandhi-said-will-not-leave-country/ Thu, 07 Mar 2019 06:23:23 +0000 https://www.thenewsbangla.com/?p=7738 জমি কেলেঙ্কারির সঙ্গে শুরু করে আর্থিক দুর্নীতিতে অভিযুক্ত প্রিয়াঙ্কা গান্ধী তথা পূর্ব উত্তরপ্রদেশের কংগ্রেসের সভানেত্রীর স্বামী রবার্ট বঢরা। আর্থিক তছরুপের অভিযোগে তার বিরুদ্ধে তদন্ত চালাচ্ছে ইডি বা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।

আরও পড়ুনঃ মতুয়াদের বড়মার মৃত্যু রহস্যজনক, চাঞ্চল্যকর অভিযোগ

ইতিমধ্যেই আর্থিক দুর্নীতিতে নাম জড়িয়েছে বিজয় মাল্য, নীরব মোদী, মেহুল চোকসির নাম। উল্লেখ্য, এরা সকলেই দেশের নজর এড়িয়ে বিদেশে নিজেদের রক্ষা করতে বিদেশে পালিয়েছেন।

আরও পড়ুনঃ কংগ্রেস নেতা দিগ্বিজয় সিং এর রাস্তায় হাঁটলেন বিজেপি নেতা

আর এখানেই বিজয় মাল্য, নীরব মোদীদের সাথে নিজের তুলনা টানলেন রবার্ট বঢরা। অন্যরা দেশের সম্পদ লুটপাট করে বিদেশে পাড়ি দিয়েছেন, কিন্তু বঢরা দেশ ছাড়েননি বলে সাফাই দিলেন তিনি নিজেই। তার বক্তব্য, তিনি এখনও দেশেই আছেন এবং ভবিষ্যতেও দেশ থেকে পলায়ন করবেন না।

আরও পড়ুনঃ দেশদ্রোহী আখ্যা পেয়েও নিজের বক্তব্যে অনড় কংগ্রেস নেতা

প্রিয়াঙ্কা গান্ধী কংগ্রেসের সাধারণ সম্পাদক হিসেবে পূর্ব উত্তরপ্রদেশের দায়িত্ব নেবার পরেই রবার্ট বঢরা ইস্যুতে সুর চড়িয়েছে বিজেপি। সক্রিয় রাজনীতিতে আসার পরে তাই প্রিয়াঙ্কা গান্ধীকে বেশ কয়েকবার কটাক্ষও শুনতে হয়েছে।

আরও পড়ুনঃ পাকিস্তানে বিমানহানার প্রমাণ সরকারের হাতে, বাকি সব গুজব

৬ই মার্চ বুধবার এএনআইকে দেওয়া এক সাক্ষাতকারে রবার্ট বঢরা বলেন যে, তিনি এখনও এই দেশেই আছেন, কিন্তু দেশের টাকা লুট করে যারা বিদেশে পালিয়েছেন, তাদের কি হবে? ভারত থেকে পালানো বা সক্রিয় রাজনীতিতে অংশগ্রহনের কোনো সম্ভাবনাও তার নেই, সেই ব্যাপারে তিনি আশ্বস্ত করেন।

আরও পড়ুনঃ ভোটের বাজার মাত করতে আসরে নামছে পিসি

রবার্ট বঢরার নাম আবারও উঠে এলো, যখন ৯০০০ কোটি টাকার আর্থিক দুর্নীতিতে জড়িত বিজয় মাল্যকে লন্ডন থেকে প্রত্যার্পনের চেষ্টা চালাচ্ছে সরকার। নীরব মোদী ও মেহুল চোসকিও পিএনবি জালিয়াতি কেসে ১৩০০০ কোটি টাকার আর্থিক দুর্নীতিতে অভিযুক্ত।

আরও পড়ুনঃ বুলডোজার দিয়ে উর্দু গেট উড়িয়ে দিল যোগী সরকার

রবার্ট বঢরার বিরুদ্ধে লন্ডনের ব্র‍্যানস্টনে ১.৯ মিলিয়ন পাউন্ড মূল্যের সম্পত্তি ক্র‍য় নিয়ে আর্থিক হিসেব অনিয়মের অভিযোগ রয়েছে, যা নিয়ে মামলা চলছে। দিল্লি হাইকোর্ট ১৯শে অবধি তার অভ্যন্তরীণ জামিন মঞ্জুর করেছে।

কিছুদিন আগে রবার্ট বঢরার করা একটি ট্যুইট ঘিরে তার সক্রিয় রাজনীতিতে যোগদানের সম্ভাবনা দৃঢ় হয়। যদিও সেই সম্ভাবনা একেবারেই নেই বলে তিনি গতকাল জানিয়ে দিয়েছেন।

আরও পড়ুনঃ পরের সার্জিক্যাল স্ট্রাইকে বিমানে বেঁধে নিয়ে যাওয়া হবে বিরোধীদের

রবার্ট বঢরার এই মন্তব্যের পরেই বিজেপির তরফ থেকে প্রশ্ন তোলা হয়েছে, তাহলে কি নিজের দুর্নীতি স্বীকার করে নিলেন তিনি? কারণ বিজয় মাল্য, নীরব মোদী, মেহুল চোকসি প্রত্যেকেই দুর্নীতি করে পালিয়েছে। বউ ভগ্নীপতি কংগ্রেসের মাথা বলেই কি রাজনীতিকে আঁকরে ভারত ছেড়ে পালালেন না রবার্ট বঢরা? তবে কংগ্রেসের তরফ থেকে এটাকে বিজেপির ষড়যন্ত্র বলেই অনেকদিন আগেই জানিয়েছে কংগ্রেস।

]]>
সিবিআই ইডি তদন্ত থেকে বাঁচাতেই কি স্বামীকে রাজনীতিতে আনছেন প্রিয়াঙ্কা https://thenewsbangla.com/priyanka-gandhi-has-brought-her-husband-robert-to-politics-to-save-from-cbi-ed/ Mon, 25 Feb 2019 05:31:54 +0000 https://www.thenewsbangla.com/?p=7147 প্রিয়াঙ্কার স্বামী রবার্ট আসছেন রাজনীতিতে। কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধীর স্বামী রবার্ট ভদ্র রাজনীতিতে আসছেন। রবিবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া রবার্ট ভদ্রর এক পোস্ট তাঁর রাজনীতিতে নামার ইঙ্গিত দিচ্ছে। সেখানে তিনি মানুষের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেছেন।

সম্প্রতি প্রিয়াঙ্কা গান্ধী কংগ্রেস সাধারণ সম্পাদক হিসেবে উত্তরপ্রদেশের পূর্বাংশে ৪০ টি বিধানসভা এলাকার দায়িত্ব গ্রহণ করেছেন। তার পরেই এমন ইঙ্গিত দিয়েছিলেন রবার্ট ভদ্র। এবার ফেসবুকে পোস্ট দিয়ে সেটাই যেন স্বীকার করে নিলেন। রবার্ট ভদ্রের বিরুদ্ধে অর্থ পাচারের মামলার তদন্ত চলছে। ইডির জেরার মুখে পরেছেন তিনি।

আরও পড়ুনঃ পাক সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে মোদীকেই যোগ্য বলছেন দেশের মানুষ

রবার্ট ভদ্র ফেসবুকে লিখেছেন, ‘রাজনীতিতে থেকে আমি মানুষের জন্য কাজ করতে চাইনি। কিন্তু যদি রাজনীতিতে যোগ দিয়ে তাদের জন্য বড় কিছু করা যায়, তাহলে কেন যোগ দেব না? তবে আমি রাজনীতিতে যোগ দেব কি না, তা জনগণই সিদ্ধান্ত নেবে’। আর এই লেখার পরই রাজনৈতিক মহলের ধারণা, এবার প্রিয়াঙ্কার মতই সরাসরি রাজনীতিতে যোগ দিচ্ছেন প্রিয়াঙ্কার স্বামীও।

এর আগে প্রিয়াঙ্কার স্বামী রবার্ট ফেসবুকে লিখেছিলেন, ‘দেশের বিভিন্ন অঞ্চলে বিশেষ করে উত্তরপ্রদেশে অনেক বছর ধরে আমি প্রচারের কাজ করছি। কাজ করার সময় আমার মনে হয়েছে মানুষের জন্য আমি আরও বেশি কিছু করতে পারি, কিছু পরিবর্তন আনতে পারি। ওই সময় মানুষের কাছ থেকে আমি অনেক ভালোবাসা, শ্রদ্ধা পেয়েছি’।

আরও পড়ুনঃ বিশ্ব জুড়ে প্রভাব ফেলে শান্তি পুরস্কার পেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

নিজের ওপর আরোপিত অভিযোগ প্রসঙ্গে রবার্ট লিখেছেন, ‘এক যুগেরও বেশি সময় ধরে বিভিন্ন সরকার আমার পেছনে লেগে আছে। তারা আমার নাম ব্যবহার করে দেশের প্রধান ইস্যু ভিন্ন দিকে ঘোরানোর চেষ্টা করছে’। তিনি আরও লিখেছেন, ‘দেশের মানুষ ধীরে ধীরে বুঝতে পারছে আমার ওপর আরোপিত অভিযোগের কোনো সত্যতা নেই। অনেক মানুষের ভালোবাসা ও শ্রদ্ধা আমি পেয়েছি। অনেকেই আমাকে সুন্দর ভবিষ্যতের জন্য শুভকামনা জানিয়েছেন’।

আরও পড়ুনঃ ভারতের নদী থেকে একফোঁটাও জল দেওয়া হবে না পাকিস্তানকে

রাজনৈতিক মহল মনে করছে, কংগ্রেসের হয়ে লোকসভা ভোটে দাঁড়াতেও পারেন প্রিয়াঙ্কার স্বামীও। সেক্ষেত্রে তাঁর বিরুদ্ধে যে অর্থ পাচারের মামলার তদন্ত চলছে সেটাও রাজনৈতিক ভাবে মোকাবিলা করা যাবে। পুরোটাই সরাসরি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলেই দেখান যাবে মানুষকে। চাপা দেওয়া যাবে অর্থ পাচারের মামলার তদন্ত। অনেক বেশি করে রাজনৈতিক উদ্দেশ্যটা দেখান যাবে।

আরও পড়ুনঃ চিরশত্রুকে শিক্ষা দিতে ভারত পাক যুদ্ধ চান বাবা রামদেব

তবে আইন আইনের পথে চলবে বলেই জানিয়েছেন ইডি আধিকারিকরা। তবে বিজেপিকে সরিয়ে কংগ্রেস কেন্দ্রে ক্ষমতায় এলে যে এসবের কোন কিছুরই প্রয়োজন হবে না, তা বলাই যায়। তবে মামলার তদন্ত থেকে বাঁচাতেই স্বামীকে রাজনীতিতে আনছেন প্রিয়াঙ্কা, বিজেপির এই অভিযোগ উড়িয়ে দিয়েছে কংগ্রেস।

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

]]>
দুর্নীতিতে অভিযুক্ত স্বামীকেও কি কংগ্রেসে আনছেন প্রিয়াঙ্কা গান্ধী https://thenewsbangla.com/priyanka-gandhi-drops-robert-vadra-to-ed-office-big-signal-to-politics/ Wed, 06 Feb 2019 11:50:16 +0000 https://www.thenewsbangla.com/?p=6508 বুধবার থেকেই প্রিয়াঙ্কা গান্ধীর ভোটের প্রচার শুরু করার কথা। আর এদিনই প্রথমবার কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার জেরার সামনাসমনি হতে রবার্ট বঢরা সঙ্গে করে নিয়ে এলেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধীকেও। দুর্নীতিতে অভিযুক্ত স্বামীকেও কি কংগ্রেসে আনছেন প্রিয়াঙ্কা গান্ধী? উঠেছে প্রশ্ন। আর এই নিয়েই দেশ জুড়ে কংগ্রেসের বিরুদ্ধে সমালোচনার ঝড় তুলেছে বিজেপি। অন্যদিকে বিজেপির রাজনৈতিক প্রতিহিংসার কথা বলেছে কংগ্রেস।

আরও পড়ুনঃ সারদা রোজভ্যালি চিটফান্ড কাণ্ডে মমতার পুলিশ কর্তাদের বারবার তলব গোয়েন্দাদের

প্রিয়াঙ্কার স্বামী রবার্ট বঢরাকে নিয়ে সকাল থেকেই শুরু হয়ে যায় বিতর্ক। নয়াদিল্লিতে কংগ্রেসের সদর দফতর ২৪, আকবর রোডের বাইরে টাঙিয়ে দেওয়া হয় বেশ কিছু পোস্টার। সেগুলিতে রাহুল-প্রিয়ঙ্কার ছবির সঙ্গেই ছিল রবার্ট বঢরার ছবিও। ফলে সঙ্গে সঙ্গেই প্রশ্ন উঠতে শুরু করে, তাহলে কি এবার কংগ্রেসে পদ পেতে চলেছেন প্রিয়ঙ্কার স্বামীও! বুধবার দুপুরের পর তড়িঘড়ি সেই পোস্টারগুলি সরিয়ে দেওয়া হয়।

দুর্নীতিতে অভিযুক্ত স্বামীর হাত ধরে ইডি অফিসে কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী/The News বাংলা
দুর্নীতিতে অভিযুক্ত স্বামীর হাত ধরে ইডি অফিসে কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী/The News বাংলা

বঢরার সংস্থা স্কাইলাইট হসপিটালিটির বিরুদ্ধে বিকানিরে বেআইনি ভাবে জমি হাত বদল করার একটি মামলায় জিজ্ঞাসাবাদের জন্য গত একবছর ধরেই তাঁকে একাধিকবার সমন পাঠিয়েছিল ইডি। বঢরা তাঁর প্রতিনিধিকে পাঠিয়েছিলেন ইডি দফতরে।

আরও পড়ুনঃ নতুন যুদ্ধ, রোজভ্যালি চিটফান্ড কাণ্ডে মমতার দুই অফিসারকে ডেকে পাঠাল ইডি

তারপরে গত বছরেই ইডি অফিসারেরা দিল্লিতে বঢরার সুখদেব বিহারের অফিসে হানা দেন। অভিযোগ করা হয়, ইডি-র অফিসারদের কাছে তল্লাশির নির্দেশও ছিল না। বেআইনি ভাবে তাঁরা তালা ভেঙে ঢোকেন। সব কেবিনের তালা ভেঙে দেওয়া হয়। আইনজীবীদের ভিতরে ঢুকতে দেওয়া হয়নি। ভিতরে কর্মীদেরও আটকে রাখা হয়।

আরও পড়ুনঃ সারদা চিটফান্ডে সর্বহারাদের দেখেই কি তাড়াতাড়ি ধর্ণা শেষ করলেন মমতা

ফের বুধবার ইডি দফতরে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠান হয়েছিল রবার্ট বঢরাকে। কিন্তু এই প্রথমবার কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী স্বামীকে ইডি দফতর অব্দি ছাড়তে আসেন। যা নিয়ে রাজধানীর রাজনীতিতে চলছে জোর জল্পনা। তাহলে কি প্রিয়াঙ্কা কংগ্রেসের সাধারণ সম্পাদক হয়েই স্বামীকে ও তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগকে রাজনৈতিক ছত্রছায়ায় আনার চেষ্টা করছেন।

দুর্নীতিতে অভিযুক্ত স্বামীর হাত ধরে ইডি অফিসে কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী/The News বাংলা
দুর্নীতিতে অভিযুক্ত স্বামীর হাত ধরে ইডি অফিসে কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী/The News বাংলা

কংগ্রেসের তরফ থেকে বলা হয়েছে, “লোকসভা ভোটে নিশ্চিত হার দেখে বঢরার রবার্ট বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনে নজর ঘোরানোর চেষ্টা করছে বিজেপি। ইডি, সিবিআই ও আয়কর দফতরকে ক্রীতদাস হিসেবে কাজে লাগাচ্ছেন মোদী”।

আরও পড়ুনঃ সারদা চিটফাণ্ড মামলায় রাজীবকে জেরা করতে কি কি প্রশ্ন সাজাচ্ছে সিবিআই

সরকারি ভাবে এই বিষয়ে কিছু না-জানালেও, ইডি সূত্রের দাবি, রবার্ট বঢরা সহ এই দূর্নীতিতে জড়িত তিন জনের মধ্যে গাঁধী পরিবারের জামাই বঢরার সংস্থার সঙ্গে যুক্ত দুই ব্যক্তিও রয়েছেন। ইডি-র সন্দেহ, এই তিনজনই একটি প্রতিরক্ষা চুক্তিতে কমিশন বা ঘুষ নিয়ে সেই অর্থে দেশে বিদেশে সম্পত্তি কিনেছেন।

আরও পড়ুনঃ উঠল বিজেপি বিরোধী সত্যাগ্রহ ধর্ণা, ধর্মতলার ধর্ণা প্রধানমন্ত্রী করতে পারবে মমতাকে

প্রশ্ন উঠেছে, রাহুল গাঁধী যখন নরেন্দ্র মোদীর বিরুদ্ধে রাফায়েল চুক্তি নিয়ে দুর্নীতির অভিযোগ তুলছেন, তখন তাঁর আত্মীয়ের বিরুদ্ধেই প্রতিরক্ষা চুক্তিতে ঘুষ নেওয়ার অভিযোগ সাজাতে চাইছে কেন্দ্র? কোন প্রতিরক্ষা চুক্তি, সন্দেহভাজনদের পরিচয় কী, কোথায় জমি কেনা হয়েছে, তার কিছুই অবশ্য ইডি জানায়নি।

আরও পড়ুনঃ সিবিআই জেরা থেকে পালাতে পারবেন না রাজীব কুমার, মমতা বললেন ‘নৈতিক জয়’

অন্যদিকে সরিয়ে নেওয়া হলেও রাহুল-প্রিয়াঙ্কার সঙ্গে রবার্ট বঢরার ছবি পোস্টারে দিয়ে কি কংগ্রেস পুরো বিষয়টাতেই এবার রাজনীতির রঙ লাগানর চেষ্টা করছে? সেই কারণেই কি ইডি অফিসে অভিযুক্ত স্বামীকে ছাড়তে গেলেন প্রিয়াঙ্কা? নাকি এবার প্রিয়াঙ্কার পাশাপাশি কংগ্রেসে আসতে চলেছেন রবার্ট বঢরারও। এই প্রশ্নই এখন রাজধানীর রাজনীতিতে।

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

আরও পড়ুনঃ সারদা কাণ্ডে পুলিশ কমিশনারকে সিবিআই জেরা কবে, তা নিয়েও লড়াই তুঙ্গে
আরও পড়ুনঃ মমতার নির্দেশে সিবিআই অফিসারদের আটক করে বাংলার আইপিএসরা বিপদে
আরও পড়ুনঃ রাজীব কুমারকে সিবিআই দফতরে হাজিরার নির্দেশ দিল সুপ্রিম কোর্ট
আরও পড়ুনঃ অদ্ভুত জেল যেখান থেকে আর বাড়ি ফিরতে চায় না কয়েদিরা

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

]]>