Reserve Bank of India – The News বাংলা https://thenewsbangla.com Bengali News Portal Thu, 04 Apr 2019 09:21:37 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.2 https://thenewsbangla.com/wp-content/uploads/2018/09/cropped-cdacf4af-1517-4a2e-9115-8796fbc7217f-32x32.jpeg Reserve Bank of India – The News বাংলা https://thenewsbangla.com 32 32 সুদের হার কমাল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া https://thenewsbangla.com/reserve-bank-of-india-has-decided-to-cut-the-interest-rates-down/ Thu, 04 Apr 2019 08:22:54 +0000 https://www.thenewsbangla.com/?p=9943 ঠিক ৭ দিন পরেই দেশে প্রথম পর্বের ভোট। আর ভোটের মুখে বৃহস্পতিবার, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া কমিয়ে দিল সুদের হার। নতুন অর্থনৈতিক বছরের শুরুতেই ব্যাঙ্ক ঋণে সুদের হার ৬.৫ শতাংশ থেকে কমে হল ৬ শতাংশ। এর ফলে কমবে বাড়ি, গাড়ির ঋণের হার।

আরও পড়ুনঃ দেশ জুড়ে স্টেট ব্যাঙ্কে ২০০০ প্রবেশনারি অফিসার পদে নিয়োগ

রেপো রেট কমাল দেশের শীর্ষ ব্যাঙ্ক বা রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। ০.২৫ শতাংশ বা ২৫ বেসিস পয়েন্ট কমল সুদের হার। এখন সেটি ৬ শতাংশ। শীর্ষ ব্যাঙ্কের আর্থিক কমিটি এই সিদ্ধান্ত নিয়েছে। রিজার্ভ ব্যাঙ্ক যে এরকমটা করতে চলেছে তা খুব বেশি অর্থনীতিবিদ ধারনা করতে পারেননি। রেপো রেট হল আরবিআইয়ের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়। এই হারে অন্য ব্যাঙ্ককে টাকা ধার দেয় আরবিআই।

আরও পড়ুনঃ ভোটের মুখে তৃণমূল সভাপতির বাড়ি থেকে উদ্ধার অস্ত্র ও কোটি কোটি টাকা

আরবিআই এর মানিটরি পলিসি কমিটি (এমপিসি)-র ৬ জন সদস্য বৃহস্পতিবার এক বৈঠক করেন। এমপিসির ডেপুটি গভর্নর ভিরাল আচার্য এবং চেতন ঘাটে এই হার কমানোর বিপক্ষে ভোট দিলেও, ৪ জন সদস্য এই সুদের হার কমানোর পক্ষে ভোট করে। ৪-২ ভোটের কারণেই, কমান হল ঋণ হার। অতীতে, ব্যাঙ্ক ঋণে সুদের হার ৬ শতাংশ ছিল ২০১৮ সালের এপ্রিলে।

আরও পড়ুনঃ মমতার দাবি না মেনে জঙ্গলমহল থেকে ৩০ কোম্পানি বাহিনী তুলছে নির্বাচন কমিশন

লোকসভা নির্বাচনের আগে শেষবার ব্যাঙ্কের নীতি নির্ধারণ করে কেন্দ্রীয় ব্যাঙ্ক কী করবে তা নিয়ে সমীক্ষার আয়োজন করেছিল একটি সংবাদ সংস্থা। ৭০ জন অর্থনীতিবিদকে নিয়ে আয়োজিত ওই সমীক্ষায় ৮৫ শতাংশেরও বেশি বিশেষজ্ঞ যা বলেছিলেন তা হল না। জানা গিয়েছে, কমিটির ৬ জনের মধ্যে ৪ সদস্যই সুদ কমানোর পক্ষে মত দিয়েছেন। জানুয়ারি মাস থেকে ধরলে এ নিয়ে দুবার কমল সুদের হার। রিজার্ভ ব্যাঙ্ক মনে করে ২০১৯–২০২০ সালে জিডিপি হতে চলেছে ৭.২ শতাংশ। সেই লক্ষ্য রেখেই বেড়েছে জিডিপি।

আরও পড়ুনঃ বাংলায় উন্নতিতে বাধা ‘স্পীডব্রেকার’ মমতা, কটাক্ষ মোদীর

আর তাই, বৃহস্পতিবার ভারতীয় রিজার্ভ ব্যাংকের তরফে জানানো হল কমানো হয়েছে রেপো রেট। ০.২৫ শতাংশ অর্থাত্‍ ২৫ বেসিস পয়েন্ট কমল সুদের হার। ৬.২৫ শতাংশ থেকে কমে তা এসে দাঁড়াল ৬ শতাংশে। দেশের শীর্ষ ব্যাংকের Monitory committee-র তরফে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ দিল্লিতে গান্ধী ও বাংলায় বন্দ্যোপাধ্যায় পরিবারতন্ত্রকে ব্রিগেডে খোঁচা মোদীর

জানুয়ারি মাস থেকে এখনও পর্যন্ত মোট দুবার কমল আরবিআই-এর সুদের হার। রিজার্ভ ব্যাংকের অনুমান ২০১৯–২০২০ সালে জিডিপি হতে চলেছে ৭.২ শতাংশ। ২০১৮ সালের অক্টোবর – ডিসেম্বর ত্রৈমাসিকে ভারতের জিডিপি ছিল ৬.৬ শতাংশ। রিজার্ভ ব্যাংক রেপো রেট কমানোয় উপকার হবে সাধারণ মানুষেরও। আগামীদিনে কমতে পারে ঋণের সুদের হারও।

আরও পড়ুনঃ দুই বছর পর পাহাড়ে ফের প্রকাশ্যে বিমল গুরুং রোশন গিরি

রেপো রেট কমার কারণে, এবার কমবে গাড়ির এবং বাড়ির ঋণ। সুদের হার কমানোর পাশাপাশি, আরবিআই জিডিপি বৃদ্ধি ৭.৪ শতাংশ থেকে কমিয়ে ৭.২ শতাংশও কমিয়ে দেয়। তবে এরপরেই মুখ খুলেছে বিরোধীরা। ভোটের আগে কেন্দ্রের নির্দেশে এই সিদ্ধান্ত, অভিযোগ কংগ্রেস সহ বিরোধীদের।

আরও পড়ুনঃ এক্সপায়ারি বাবুকে চ্যালেঞ্জ স্পিডব্রেকারের, বাংলায় মোদী মমতা তরজা তুঙ্গে

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

]]>
রিজার্ভ ব্যাঙ্ক এর বড় ঘোষণা, লোকসভা ভোটের আগে মধ্যবিত্তের মুখে হাসি https://thenewsbangla.com/reserve-bank-of-india-makes-surprise-cut-in-interest-rate-loans-get-cheaper/ Thu, 07 Feb 2019 07:00:58 +0000 https://www.thenewsbangla.com/?p=6562 সুদের হার কমাল রিজার্ভ ব্যাঙ্ক। রিজার্ভ ব্যাঙ্ক গভর্নর শক্তিকান্ত দাস, বৃহস্পতিবার এই ঘোষণা করলেন। প্রায় ১৭ মাস পর সুদ কমাল দেশের শীর্ষ ব্যাঙ্ক। এই ঘোষণায় লোকসভা ভোটের আগে নরেন্দ্র মোদীর মুখে চওড়া হাসি। এর ফলে গাড়ি, বাড়ি ও অন্যান্য সুদে হার কমবে বলেই জানাচ্ছে অর্থনৈতিক মহল। লোকসভা ভোটের ঠিক আগে রিজার্ভ ব্যাঙ্ক এর এই ঘোষণা মোদীর বিজেপিকে যে বেশ কিছুটা সুবিধা দেবে তা বলাই যায়।

আরও পড়ুনঃ বাংলার জেলা এখন বোমার গোডাউন, জেলাতেই রাখা হচ্ছে সিআইডি বোম্ব স্কোয়াড

ঋণে সুদের হার কমে হল ৬.২৫ শতাংশ। রেপো রেট কমল ০.২৫ শতাংশ। এর ফলে গাড়ি, বাড়ি ও অন্যান্য সুদের হার কমবে। ভোটের আগেই নরেন্দ্র মোদীর চমক বলছে রাজনৈতিক মহল।

আরও পড়ুনঃ গড়িয়াহাটের রেশ কাটতে না কাটতেই শহরের মার্কেটে ফের বিধ্বংসী আগুন

১৭ মাস পর সুদ কমাল রিজার্ভ ব্যাঙ্ক। বাণিজ্যিক ব্যাঙ্ককে যে-হারে রিজার্ভ ব্যাঙ্ক স্বল্প মেয়াদে ঋণ দেয়, সেই রেপো রেট ০.২৫ বেসিস পয়েন্ট কমিয়ে করা হয়েছে ৬.২৫%। এর জেরে গাড়ি, বাড়ি ও শিল্পকে দেওয়া ঋণে ব্যাঙ্কগুলি সুদ কমাবে বলে আশাবাদী সংশ্লিষ্ট মহল। কমবে বাড়ি, গাড়ি ঋণের মাসিক কিস্তির(ইএমআই) অঙ্কও। ফলে ভোটের আগে মধ্যবিত্তের মুখে হাসি ফোটাল মোদী সরকার।

আরও পড়ুনঃ শাসকের মামলায় আদালতে হাজিরা দেবেন বিজেপির কৈলাশ বিজয়বর্গীয়

শীর্ষ ব্যাঙ্ক সুদ কমানোয় খুশি কেন্দ্র। অর্থসচিব বলেছেন, “এর ফলে বাজারে নগদ টাকার জোগান বাড়ার পাশাপাশি গতি ফিরবে আর্থিক বৃদ্ধির”। এই অর্থবর্ষে আর্থিক বৃদ্ধি আরও বাড়বে বলেই এ দিন পূর্বাভাস দিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক। রিজার্ভ ব্যাঙ্ক এর ৬ কর্তার মধ্যে সুদের হার কমাতে ভোট দেন ৪ জন, বিরুদ্ধে ভোট পরে ২টি। ৪-২ ভোটে জিতে যায় সুদ কমানোর সিদ্ধান্ত।

আরও পড়ুনঃ সারদা রোজভ্যালি চিটফান্ড কাণ্ডে মমতার পুলিশ কর্তাদের বারবার তলব গোয়েন্দাদের

কেন্দ্র বেশ কিছু দিন ধরেই চাইছিল সুদ কমাক রিজার্ভ ব্যাঙ্ক। সম্প্রতি অর্থমন্ত্রী অরুণ জেটলি মন্তব্য করেন, “সুদ ঠিক করার সময়ে শীর্ষ ব্যাঙ্ক মূল্যবৃদ্ধি কমার বিষয়টি মাথায় রাখবে বলে তিনি আশা করছেন”। বিশেষজ্ঞদের ধারণা, এই ভাবে রিজার্ভ ব্যাঙ্ককে সুদ কমানোর বার্তাই দিতে চেয়েছিলেন অর্থমন্ত্রী।

আরও পড়ুনঃ নতুন যুদ্ধ, রোজভ্যালি চিটফান্ড কাণ্ডে মমতার দুই অফিসারকে ডেকে পাঠাল ইডি

বর্তমানে দেশে শিল্প বৃদ্ধি থমকে। শিল্পের চাকা গড়ানোর জন্য তাই মূলধন সংগ্রহের খরচ কমা জরুরি। সুদ কমায় সেই পথ সুগম হবে বলে আশা সংশ্লিষ্ট মহলের। তবে শিল্পমহলের মতে, শীর্ষ ব্যাঙ্ক সুদ কমানোর ব্যবস্থা করলেও বাণিজ্যিক ব্যাঙ্কগুলি কতটা সেই পথে হাঁটে, সেটাই দেখার। এর আগেও রিজার্ভ ব্যাঙ্ক সুদ কমালেও অভিযোগ ছিল, ব্যাঙ্কগুলি তাল মিলিয়ে সুদ ছাঁটেনি। এ দিনও বিভিন্ন ব্যাঙ্ক-কর্তা সুদ কমানোর সম্ভাবনার কথা বললেও, কতটা ছাঁটা হবে, তা নিয়ে মন্তব্য করেননি।

আরও পড়ুনঃ সারদা চিটফান্ডে সর্বহারাদের দেখেই কি তাড়াতাড়ি ধর্ণা শেষ করলেন মমতা

অনেক ব্যাঙ্ক কর্তাই জানিয়েছেন, “সুদ কমানো হবে কি না, তা বেশ কিছু বিষয়ের উপর নির্ভর করছে। ঋণে সুদ কমাতে হলে আমানতেও তা কমানো জরুরি। কিন্তু এখন আমানত বৃদ্ধির হার কমতির দিকে। তাই মনে হয়, সব বিবেচনা করে প্রতিটি ব্যাঙ্কের ‘অ্যাসেট লায়াবিলিটি কমিটি’ এই সিদ্ধান্ত নেবে”।

আরও পড়ুনঃ উঠল বিজেপি বিরোধী সত্যাগ্রহ ধর্ণা, ধর্মতলার ধর্ণা প্রধানমন্ত্রী করতে পারবে মমতাকে

বিশেষজ্ঞরা জানান, আগে ঋণে সুদ কমলেও অনেক সময়েই ব্যাঙ্কগুলি আমানতে তা কমাতে দ্বিধা করত। কারণ, প্রথমত মূল্যবৃদ্ধির হারের চেয়ে আমানতে সুদ কমে গেলে ব্যাঙ্কে টাকা রাখতে উৎসাহ হারাতে পারেন গ্রাহক। দ্বিতীয়ত, স্বল্প সঞ্চয়ে তুলনায় বেশি সুদ পাওয়ার বিষয়টিও আমানতে সুদ কমানোর পথে বাধা হয়ে দাঁড়াত।

আরও পড়ুনঃ নারীদের নিয়ে অবাক করা সিদ্ধান্ত নিল শবরীমালা মন্দির কর্তৃপক্ষ

তবে বর্তমানে কমেছে মূল্যবৃদ্ধি। স্বল্প সঞ্চয়ে সুদও কমিয়েছে কেন্দ্র। ফলে আমানতে সুদ কমার পথ অনেকটাই প্রশস্ত বলে মনে করছেন বিশেষজ্ঞদের অনেকেই। রিজার্ভ ব্যাঙ্ক এর এই ঘোষণা, বাজেটের পর ফের ভোটের বাজারে বিজেপিকে অনেকটাই সুবিধা করে দিল, বলেই মনে করছে রাজনৈতিক মহল।

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

আরও পড়ুনঃ দুর্নীতিতে অভিযুক্ত স্বামীকেও কি কংগ্রেসে আনছেন প্রিয়াঙ্কা গান্ধী
আরও পড়ুনঃ সিবিআই জেরা থেকে পালাতে পারবেন না রাজীব কুমার, মমতা বললেন ‘নৈতিক জয়’
আরও পড়ুনঃ মমতার নির্দেশে সিবিআই অফিসারদের আটক করে বাংলার আইপিএসরা বিপদে
আরও পড়ুনঃ সারদা চিটফাণ্ড মামলায় রাজীবকে জেরা করতে কি কি প্রশ্ন সাজাচ্ছে সিবিআই

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

]]>
দেশের রিজার্ভ ব্যাংকে ২৭০ জন কর্মী নিয়োগ https://thenewsbangla.com/recruitment-of-270-employees-to-the-rbi-or-reserve-bank-of-india/ Tue, 13 Nov 2018 06:00:48 +0000 https://www.thenewsbangla.com/?p=2284 The News বাংলা, কলকাতা: সারা দেশে ২৭০ জন সিকিউরিটি গার্ড নেবে রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া। অনলাইনে আবেদন করা যাবে আগামী ৩০ নভেম্বর ২০১৮ তারিখ পর্যন্ত।

Image Source: Google

বিভিন্ন অফিসে শূন্যপদের বিন্যাস:

ক্রমিক সংখ্যা ১৩: কলকাতা, শূন্যপদ ১৯ (অসংরক্ষিত ১০, তপশিলি জাতি ৪, তপশিলি উপজাতি ১, ওবিসি ৪)। ক্রমিক সংখ্যা ১: আহমেদাবাদ, শূন্যপদ ১১ (অসংরক্ষিত ৬, তপশিলি জাতি ১, তপশিলি উপজাতি ১, ওবিসি ৩)। ক্রমিক সংখ্যা ২: বেঙ্গালুরু, শূন্যপদ ৭ (অসংরক্ষিত ৪, তপশিলি জাতি ১, ওবিসি ২)। ক্রমিক সংখ্যা ৩: ভুবনেশ্বর, শূন্যপদ ৯ (অসংরক্ষিত ৭, তপশিলি জাতি ২)। ক্রমিক সংখ্যা ৪: ভোপাল, শূন্যপদ ৭ (অসংরক্ষিত ৪, তপশিলি উপজাতি ২, ওবিসি ১)। ক্রমিক সংখ্যা ৫: চণ্ডিগড়, শূন্যপদ ৭ (অসংরক্ষিত ৫, ওবিসি ২)।

আরও পড়ুনঃ মাধ্যমিক পাসে এয়ারপোর্টস অথরিটি অব ইন্ডিয়ায় প্রচুর নিয়োগ

ক্রমিক সংখ্যা ৬: চেন্নাই, শূন্যপদ ১৯ (অসংরক্ষিত ১৭, ওবিসি ২)। ক্রমিক সংখ্যা ৭: নতুন দিল্লি, শূন্যপদ ৫ (অসংরক্ষিত ৩, তপশিলি জাতি ২)। ক্রমিক সংখ্যা ৮: গুয়াহাটি, শূন্যপদ ১৫ (অসংরক্ষিত ৯, তপশিলি উপজাতি ৬)। ক্রমিক সংখ্যা ৯: হায়দরাবাদ, শূন্যপদ ১০ (অসংরক্ষিত ৫, তপশিলি জাতি ১, তপশিলি উপজাতি ২, ওবিসি ২)। ক্রমিক সংখ্যা ১০: জম্মু, শূন্যপদ ৭ (অসংরক্ষিত ৪, তপশিলি উপজাতি ১, ওবিসি ২)। ক্রমিক সংখ্যা ১১: জয়পুর, শূন্যপদ ১৬ (অসংরক্ষিত ৮, তপশিলি জাতি ২, তপশিলি উপজাতি ২, ওবিসি ৪)। ক্রমিক সংখ্যা ১২: কানপুর, শূন্যপদ ১২ (অসংরক্ষিত ৬, তপশিলি জাতি ৩, ওবিসি ৩)।

আরও পড়ুনঃ মঙ্গলবার থেকেই ডব্লুবিসিএস ২০১৯ এর আবেদন শুরু

ক্রমিক সংখ্যা ১৪: লক্ষ্ণৌ, শূন্যপদ ৯ (অসংরক্ষিত ৫, তপশিলি জাতি ১, ওবিসি ৩)। ক্রমিক সংখ্যা ১৫: মুম্বই, শূন্যপদ ৮০ (অসংরক্ষিত ৩৮, তপশিলি জাতি ৬, তপশিলি উপজাতি ২১, ওবিসি ১৫)। ক্রমিক সংখ্যা ১৬: নাগপুর, শূন্যপদ ৪ (অসংরক্ষিত ২, তপশিলি জাতি ১, ওবিসি ১)। ক্রমিক সংখ্যা ১৭: পাটনা, শূন্যপদ ১৩ (অসংরক্ষিত ৭, তপশিলি জাতি ৩, তপশিলি উপজাতি ১, ওবিসি ২)। ক্রমিক সংখ্যা ১৮: তিরুবনন্তপুরম, শূন্যপদ ২০ (অসংরক্ষিত ১১, তপশিলি জাতি ৩, ওবিসি ৬)।

Image Source: Google

বয়সসীমা: ১ নভেম্বর ২০১৮ তারিখের হিসেবে বয়সের ঊর্ধ্বসীমা ২৫ বছর। ওবিসিদের ক্ষেত্রে ২৮ বছর ও তপশিলি জাতি/ উপজাতি প্রার্থীদের ক্ষেত্রে ৩০ বছর।

যোগ্যতা: কোনো স্বীকৃত স্টেট এডুকেশন বোর্ড থেকে দশম শ্রেণি পাশ (এসএসসি/ ম্যাট্রিকুলেশন)। স্নাতক ও উচ্চতর যোগ্যতার প্রার্থীরা আবেদন করতে পারবেন না। শিক্ষাগত যোগ্যতা সম্পূর্ণ হতে হবে ১ নভেম্বর ২০১৮ তারিখের মধ্যে। যে রাজ্যের জন্য আবেদন করবেন সেই রাজ্যের বাসিন্দা হতে হবে।

পারিশ্রমিক: শুরুতে বেসিক পে ১০৯৪০ টাকা। মূল বেতনক্রম ১০৯৪০-২৩৭০০ টাকা।

Image source: Google

প্রার্থী বাছাই পদ্ধতি: লেখা পরীক্ষা, ফিজিক্যাল টেস্ট ও নথিপত্র যাচাইয়ের মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে। লেখা পরীক্ষায় থাকবে টেস্ট অব রিজনিং (৪০টি প্রশ্ন, ৪০ নম্বর), জেনারেল ইংলিশ (৩০টি প্রশ্ন, ৩০ নম্বর), নিউমেরিক্যাল এবিলিটি (৩০টি প্রশ্ন, ৩০ নম্বর)। মোট ১০০টি প্রশ্ন, ১০০ নম্বর, সময় ৮০ মিনিট। নেগেটিভ মার্কিং থাকবে।

আরও পড়ুনঃ উচ্চ মাধ্যমিক পাশে বিই কোর্স করিয়ে ৯০ জন অফিসার নেবে আর্মি

আবেদনের ফি: কেবল ইন্টিমেশন চার্জ হিসাবে ৫০ টাকা দিতে হবে। ডেবিট কার্ড (রুপে/ ভিসা/ মাস্টার কার্ড/ ম্যাস্ট্রো), ক্রেডিট কার্ড, ইন্টারনেট ব্যাঙ্কিং, আইএমপিএস, ক্যাশ কার্ড/ মোবাইল ওয়ালেটের মাধ্যমে ফি দেওয়া যাবে। ট্র্যানজ্যাকশন সম্পূর্ণ হলে একটি ই-রিসিট পাওয়া যাবে, ই-রিসিটের প্রিন্ট-আউট নিয়ে রাখতে হবে।

আবেদনের পদ্ধতি: www.rbi.org.in ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদন করতে হবে। সরাসরি https://ibpsonline.ibps.in/rbirsgoct1/ লিঙ্কে গিয়ে রেজিস্ট্রেশন করা যাবে।

বৈধ ইমেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে। অনলাইন আবেদন করা যাবে ৩০ নভেম্বর ২০১৮ তারিখ পর্যন্ত। অনলাইন আবেদন করার আগে ছবি ও সই স্ক্যান করে রাখতে হবে। অনলাইন আবেদন করার সময় নির্দিষ্ট স্থানে আপলোড করতে হবে। অন্যান্য প্রাসঙ্গিক বিষয় সম্পর্কে বিস্তারিত জানা যাবে উপরোক্ত ওয়েবসাইট থেকে।

]]>