Red Alert Issued – The News বাংলা https://thenewsbangla.com Bengali News Portal Thu, 27 Jun 2019 13:28:18 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.2 https://thenewsbangla.com/wp-content/uploads/2018/09/cropped-cdacf4af-1517-4a2e-9115-8796fbc7217f-32x32.jpeg Red Alert Issued – The News বাংলা https://thenewsbangla.com 32 32 প্রবল বৃষ্টিতে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে উত্তরবঙ্গে, লাল সতর্কতা জারি https://thenewsbangla.com/flood-situation-in-north-bengal-for-heavy-rain-red-alert-issued-by-state/ Thu, 27 Jun 2019 11:14:36 +0000 https://www.thenewsbangla.com/?p=14550 প্রবল বৃষ্টিতে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে উত্তরবঙ্গে। বৃষ্টিপাতের পরিমাপ; ছাড়িয়ে গিয়েছে ১০০ বছরের রেকর্ড। প্রবল বৃষ্টির পূর্বাভাসের সঙ্গে সঙ্গে; রেড আলার্ট জারি করেছে আবহাওয়া দফতর।

বৃষ্টি ও বজ্রাঘাতে বাড়ছে মৃত্যুর সংখ্যা। ইতিমধ্যে; আটজনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। আবহাওয়া দফতরের খবর অনুযায়ী; আলিপুরদুয়ারে গত ২৪ ঘণ্টায় বৃষ্টির পরিমাণ ৪০৫.৪ মিলিমিটার। যা গত ১০০ বছরের রেকর্ডকে ভেঙ্গে দিয়েছে।

আরও পড়ুনঃ মি টু আন্দোলনে আবারও প্রেসিডেন্ট ট্রাম্পের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ

১৯৯৩ সালে; ভয়াবহ বন্যার সময়েও বৃষ্টির পরিমাণ ছিল ৩৭৬ মিলিমিটার। ভুটানে প্রবল বৃষ্টির কারণে; এলাকার প্রত্যেকটি নদীতে জলসীমা চূড়ান্ত সংকটসীমা পেরিয়ে গিয়েছে আগেই। তিস্তা ও বুড়ি তোর্সা ভয়ঙ্কর রূপ নিয়েছে।

বুধবার; বিকেলের দিকে মালদায় আচমকা ঝড়-বৃষ্টি ও বজ্রপাতে ছ’জনের মৃত্যু হয়। মৃতদের মধ্যে এক নাবালিকা-সহ চারজন মহিলা। আহত অন্তত ১০জন। চার জন মারা গিয়েছেন গাজোল ব্লকে।

আরও পড়ুনঃ ভারতের রঙ কমলা, পরিবর্তনের পিছনেও মোদীর হাত দেখছে বিরোধীরা

একাধিক নদীর বাঁধ ভাঙায় মাদারিহাট ও হলংবস্তি ভেসেছে। অনেক বাসিন্দাকে নিরাপদ স্থানে সরানো হয়েছে। জলদাপাড়া জাতীয় উদ্যানের প্রায় ৫০ মিটার বাঁধ ভেঙে বল্লালগুড়ির দিকে বইছে তোর্সা। আশংকা করা হচ্ছে; ভেসে যেতে পারে এশিয়ান হাইওয়ে-সহ মাদারিহাটের বিস্তীর্ণ জনপদ।

বৃহস্পতিবার উত্তরবঙ্গে পাঁচ জেলার জন্য ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ারে ৭ থেকে ২০ সেমি পর্যন্ত বৃষ্টি হতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া দফতর।

]]>
শক্তিক্ষয় হয়ে রাতেই আছড়ে পড়ল ফণী, গোটা বাংলা জুড়ে রেড আলার্ট জারি https://thenewsbangla.com/fani-cyclone-loose-strength-red-alert-issued-across-the-west-bengal/ Fri, 03 May 2019 18:37:13 +0000 https://www.thenewsbangla.com/?p=12296 শক্তিক্ষয় হয়ে রাতেই রাজ্যে আছড়ে পড়ল ফণী। গোটা বাংলা জুড়ে রেড আলার্ট জারি করল প্রশাসন। রাজ্যের উপকুল অঞ্চলে চলছে চরম দুর্যোগ। দিঘা; মন্দারমণি; শঙ্করপুরে চলছে প্রবল ঝড় বৃষ্টি। তবে কিছুটা হলেও শক্তিক্ষয় হয়েছে ফণীর।

শেষ মুহূর্তে গতি বাড়িয়ে নির্ধারিত সময়ের অনেক আগেই; শুক্রবার ওড়িশার উপকূলে আছড়ে পড়ে ঘূর্ণিঝড় ফণী। শুক্রবার সকাল ১০টা নাগাদ ঘণ্টায় ১৭০ থেকে ১৮০ কিমি গতিতে; ওড়িশার গোপালপুর ও পুরীতে আছড়ে পড়ে ফণী। তছনছ হয়ে যায় ভুবনেশ্বর শহর। আর তার প্রভাব পড়তে শুরু করে; কলকাতা সহ দক্ষিণবঙ্গের ১৫ জেলায়।

আরও পড়ুনঃ কলকাতায় নিউ সেক্রেটারিয়েট বিল্ডিংয়ের ছাদে ফুটবলটি এখন ফণীর খবর দিচ্ছে

আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাষ অনুযায়ী; সন্ধ্যার পর থেকেই রাজ্যের উপকুল অঞ্চলে শুরু হয়েছে তুমুল ঝড় বৃষ্টি। রাতের পর কলকাতা সহ; গোটা বাংলাতেই শুরু হবে তুমুল ঝড় বৃষ্টি। মাঝরাতে কলকাতা সহ দক্ষিণবঙ্গে আছড়ে পড়বে ফণী।

বাংলায় দিঘা; মন্দারমণি; শঙ্করপুর উপকূলে শুরু হয়েছে তুমুল ঝড় বৃষ্টি। শুক্রবার সন্ধ্যায় দিঘা; মন্দারমণিতে আছড়ে পড়ে ফণী। আর তাতেই শুরু হয়েছে তুমুল ঝড় বৃষ্টি। রাত ১২ টার পর এই ঝড় বৃষ্টি মারাত্মক আকার নেবে বলেই জানান হয়েছে আলিপুর আবহাওয়া দফতরের তরফ থেকে।

আরও পড়ুনঃ ফনী মোকাবিলায় কেন্দ্রীয় সরকারের অগ্রিম বরাদ্দ ১০০০ কোটি টাকা

দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সন্ধ্যার পর থেকেই ফণীর প্রভাবে শুরু হয়ে গিয়েছে বৃষ্টি। আবহাওয়ার পূর্বাভাস বলছে; গভীর রাতে বৃষ্টি ও ঝড়ের তীব্রতা অনেক বাড়বে। বৃষ্টি শুধু শহর কলকাতাতেই নয়; আছড়ে পড়েছে হাওড়া; উত্তর ২৪ পরগনা সহ একাধিক জায়গায়। রাতেই দক্ষিণবঙ্গে প্রভাব দেখাতে শুরু করবে ফণী

আরও পড়ুনঃ ফনীর ঝোড়ো হাওয়ায় উড়ে গেল পুরীর জগন্নাথ মন্দিরের ধ্বজা

রাজ্যে ফণীর প্রভাব দেখা যায় শুক্রবার সকাল থেকেই। উপকূলবর্তী পূর্ব মেদিনীপুর সহ দক্ষিণবঙ্গের আকাশ; থম মেরেছিল সকাল থেকেই। এই মুহূর্তে রাজ্যের প্রায় সব জেলাতে বৃষ্টি হচ্ছে। শুক্রবার রাত ৯টার পর থেকেই বৃষ্টি শুরু হয়েছে কলকাতা; হাওড়া এবং পূর্ব মেদিনীপুরে। তমলুক; মেচেদা সহ আরও বিভিন্ন জায়গায় শুরু হয়েছে তুমুল ঝড় বৃষ্টি।

বাংলার উপকূল এলাকায় ঝোড়ো হাওয়া বইছিল সকাল থেকেই। সন্ধ্যায় সঙ্গে যোগ হয়েছে প্রবল ঝড় বৃষ্টি। তাজপুর; শঙ্করপুর; দিঘা; মন্দারমণি সহ পূর্ব মেদিনীপুরের বিভিন্ন উপকূলবর্তী এলাকার নিচু জায়গা থেকে; গ্রামবাসীদের নিয়ে যাওয়া হয়েছে ত্রাণশিবিরে।

আরও পড়ুনঃ পুরীতে ঢুকে পড়ল ফণী, চলছে ঘূর্ণিঝড়ের তাণ্ডব, সন্ধ্যায় ঢুকবে বাংলায়

এই মুহূর্তে বাংলার গোটা উপকূলীয় অঞ্চল তছনছ করছে ফণী। সকালেই ফাঁকা করে দেওয়া হয়েছে দিঘা; মন্দারমণি; শঙ্করপুরের সমস্ত হোটেল। শুক্রবার সারাদিন রাস্তায় টহল দিয়েছেন পুলিশ ও প্রশাসনের কর্মীরা। রাজ্যের জন্য প্রস্তুত রয়েছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর পাঁচটি দল।

আরও পড়ুনঃ মানুষকে বিপদে ফেলতে আসছে ফণী, ফণীর পর আসবে ঘূর্ণিঝড় বায়ু ও হিক্কা

সন্ধ্যার পরেই বাংলা উপকূলে আছড়ে পড়েছে ঘূর্ণিঝড় ফণী। শুক্রবার রাত ৯ টা নাগাদ ঘণ্টায় ১৩০ থেকে ১৪০ কিমি গতিতে বাংলা উপকূলে আছড়ে পড়ে ফণী। রাত ১ টার পর থেকেই কলকাতা সহ বাংলার সব জেলায় শুরু হবে ফণীর তাণ্ডব।

নদিয়া; বীরভূম হয়ে শনিবার দুপুরেই অনেকটা শক্তিক্ষয় করে ফণী প্রবেশ করবে বাংলাদেশে। শনিবারও দক্ষিনবঙ্গের সব জেলাতেই বৃষ্টি হবে। নদীয়া; বীরভূম ও বর্ধমানে তীব্র বৃষ্টির আশঙ্কার কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

]]>