RBI makes surprise cut – The News বাংলা https://thenewsbangla.com Bengali News Portal Thu, 07 Feb 2019 07:34:47 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.2 https://thenewsbangla.com/wp-content/uploads/2018/09/cropped-cdacf4af-1517-4a2e-9115-8796fbc7217f-32x32.jpeg RBI makes surprise cut – The News বাংলা https://thenewsbangla.com 32 32 রিজার্ভ ব্যাঙ্ক এর বড় ঘোষণা, লোকসভা ভোটের আগে মধ্যবিত্তের মুখে হাসি https://thenewsbangla.com/reserve-bank-of-india-makes-surprise-cut-in-interest-rate-loans-get-cheaper/ Thu, 07 Feb 2019 07:00:58 +0000 https://www.thenewsbangla.com/?p=6562 সুদের হার কমাল রিজার্ভ ব্যাঙ্ক। রিজার্ভ ব্যাঙ্ক গভর্নর শক্তিকান্ত দাস, বৃহস্পতিবার এই ঘোষণা করলেন। প্রায় ১৭ মাস পর সুদ কমাল দেশের শীর্ষ ব্যাঙ্ক। এই ঘোষণায় লোকসভা ভোটের আগে নরেন্দ্র মোদীর মুখে চওড়া হাসি। এর ফলে গাড়ি, বাড়ি ও অন্যান্য সুদে হার কমবে বলেই জানাচ্ছে অর্থনৈতিক মহল। লোকসভা ভোটের ঠিক আগে রিজার্ভ ব্যাঙ্ক এর এই ঘোষণা মোদীর বিজেপিকে যে বেশ কিছুটা সুবিধা দেবে তা বলাই যায়।

আরও পড়ুনঃ বাংলার জেলা এখন বোমার গোডাউন, জেলাতেই রাখা হচ্ছে সিআইডি বোম্ব স্কোয়াড

ঋণে সুদের হার কমে হল ৬.২৫ শতাংশ। রেপো রেট কমল ০.২৫ শতাংশ। এর ফলে গাড়ি, বাড়ি ও অন্যান্য সুদের হার কমবে। ভোটের আগেই নরেন্দ্র মোদীর চমক বলছে রাজনৈতিক মহল।

আরও পড়ুনঃ গড়িয়াহাটের রেশ কাটতে না কাটতেই শহরের মার্কেটে ফের বিধ্বংসী আগুন

১৭ মাস পর সুদ কমাল রিজার্ভ ব্যাঙ্ক। বাণিজ্যিক ব্যাঙ্ককে যে-হারে রিজার্ভ ব্যাঙ্ক স্বল্প মেয়াদে ঋণ দেয়, সেই রেপো রেট ০.২৫ বেসিস পয়েন্ট কমিয়ে করা হয়েছে ৬.২৫%। এর জেরে গাড়ি, বাড়ি ও শিল্পকে দেওয়া ঋণে ব্যাঙ্কগুলি সুদ কমাবে বলে আশাবাদী সংশ্লিষ্ট মহল। কমবে বাড়ি, গাড়ি ঋণের মাসিক কিস্তির(ইএমআই) অঙ্কও। ফলে ভোটের আগে মধ্যবিত্তের মুখে হাসি ফোটাল মোদী সরকার।

আরও পড়ুনঃ শাসকের মামলায় আদালতে হাজিরা দেবেন বিজেপির কৈলাশ বিজয়বর্গীয়

শীর্ষ ব্যাঙ্ক সুদ কমানোয় খুশি কেন্দ্র। অর্থসচিব বলেছেন, “এর ফলে বাজারে নগদ টাকার জোগান বাড়ার পাশাপাশি গতি ফিরবে আর্থিক বৃদ্ধির”। এই অর্থবর্ষে আর্থিক বৃদ্ধি আরও বাড়বে বলেই এ দিন পূর্বাভাস দিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক। রিজার্ভ ব্যাঙ্ক এর ৬ কর্তার মধ্যে সুদের হার কমাতে ভোট দেন ৪ জন, বিরুদ্ধে ভোট পরে ২টি। ৪-২ ভোটে জিতে যায় সুদ কমানোর সিদ্ধান্ত।

আরও পড়ুনঃ সারদা রোজভ্যালি চিটফান্ড কাণ্ডে মমতার পুলিশ কর্তাদের বারবার তলব গোয়েন্দাদের

কেন্দ্র বেশ কিছু দিন ধরেই চাইছিল সুদ কমাক রিজার্ভ ব্যাঙ্ক। সম্প্রতি অর্থমন্ত্রী অরুণ জেটলি মন্তব্য করেন, “সুদ ঠিক করার সময়ে শীর্ষ ব্যাঙ্ক মূল্যবৃদ্ধি কমার বিষয়টি মাথায় রাখবে বলে তিনি আশা করছেন”। বিশেষজ্ঞদের ধারণা, এই ভাবে রিজার্ভ ব্যাঙ্ককে সুদ কমানোর বার্তাই দিতে চেয়েছিলেন অর্থমন্ত্রী।

আরও পড়ুনঃ নতুন যুদ্ধ, রোজভ্যালি চিটফান্ড কাণ্ডে মমতার দুই অফিসারকে ডেকে পাঠাল ইডি

বর্তমানে দেশে শিল্প বৃদ্ধি থমকে। শিল্পের চাকা গড়ানোর জন্য তাই মূলধন সংগ্রহের খরচ কমা জরুরি। সুদ কমায় সেই পথ সুগম হবে বলে আশা সংশ্লিষ্ট মহলের। তবে শিল্পমহলের মতে, শীর্ষ ব্যাঙ্ক সুদ কমানোর ব্যবস্থা করলেও বাণিজ্যিক ব্যাঙ্কগুলি কতটা সেই পথে হাঁটে, সেটাই দেখার। এর আগেও রিজার্ভ ব্যাঙ্ক সুদ কমালেও অভিযোগ ছিল, ব্যাঙ্কগুলি তাল মিলিয়ে সুদ ছাঁটেনি। এ দিনও বিভিন্ন ব্যাঙ্ক-কর্তা সুদ কমানোর সম্ভাবনার কথা বললেও, কতটা ছাঁটা হবে, তা নিয়ে মন্তব্য করেননি।

আরও পড়ুনঃ সারদা চিটফান্ডে সর্বহারাদের দেখেই কি তাড়াতাড়ি ধর্ণা শেষ করলেন মমতা

অনেক ব্যাঙ্ক কর্তাই জানিয়েছেন, “সুদ কমানো হবে কি না, তা বেশ কিছু বিষয়ের উপর নির্ভর করছে। ঋণে সুদ কমাতে হলে আমানতেও তা কমানো জরুরি। কিন্তু এখন আমানত বৃদ্ধির হার কমতির দিকে। তাই মনে হয়, সব বিবেচনা করে প্রতিটি ব্যাঙ্কের ‘অ্যাসেট লায়াবিলিটি কমিটি’ এই সিদ্ধান্ত নেবে”।

আরও পড়ুনঃ উঠল বিজেপি বিরোধী সত্যাগ্রহ ধর্ণা, ধর্মতলার ধর্ণা প্রধানমন্ত্রী করতে পারবে মমতাকে

বিশেষজ্ঞরা জানান, আগে ঋণে সুদ কমলেও অনেক সময়েই ব্যাঙ্কগুলি আমানতে তা কমাতে দ্বিধা করত। কারণ, প্রথমত মূল্যবৃদ্ধির হারের চেয়ে আমানতে সুদ কমে গেলে ব্যাঙ্কে টাকা রাখতে উৎসাহ হারাতে পারেন গ্রাহক। দ্বিতীয়ত, স্বল্প সঞ্চয়ে তুলনায় বেশি সুদ পাওয়ার বিষয়টিও আমানতে সুদ কমানোর পথে বাধা হয়ে দাঁড়াত।

আরও পড়ুনঃ নারীদের নিয়ে অবাক করা সিদ্ধান্ত নিল শবরীমালা মন্দির কর্তৃপক্ষ

তবে বর্তমানে কমেছে মূল্যবৃদ্ধি। স্বল্প সঞ্চয়ে সুদও কমিয়েছে কেন্দ্র। ফলে আমানতে সুদ কমার পথ অনেকটাই প্রশস্ত বলে মনে করছেন বিশেষজ্ঞদের অনেকেই। রিজার্ভ ব্যাঙ্ক এর এই ঘোষণা, বাজেটের পর ফের ভোটের বাজারে বিজেপিকে অনেকটাই সুবিধা করে দিল, বলেই মনে করছে রাজনৈতিক মহল।

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

আরও পড়ুনঃ দুর্নীতিতে অভিযুক্ত স্বামীকেও কি কংগ্রেসে আনছেন প্রিয়াঙ্কা গান্ধী
আরও পড়ুনঃ সিবিআই জেরা থেকে পালাতে পারবেন না রাজীব কুমার, মমতা বললেন ‘নৈতিক জয়’
আরও পড়ুনঃ মমতার নির্দেশে সিবিআই অফিসারদের আটক করে বাংলার আইপিএসরা বিপদে
আরও পড়ুনঃ সারদা চিটফাণ্ড মামলায় রাজীবকে জেরা করতে কি কি প্রশ্ন সাজাচ্ছে সিবিআই

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

]]>