Ranveer Singh – The News বাংলা https://thenewsbangla.com Bengali News Portal Fri, 07 Dec 2018 17:07:32 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.2 https://thenewsbangla.com/wp-content/uploads/2018/09/cropped-cdacf4af-1517-4a2e-9115-8796fbc7217f-32x32.jpeg Ranveer Singh – The News বাংলা https://thenewsbangla.com 32 32 দীপিকা কি গর্ভবতী? রণবীরের সন্তানের মা হবেন দীপিকা? https://thenewsbangla.com/deepika-pregnant-deepika-will-be-the-mother-of-ranveer/ Fri, 07 Dec 2018 16:56:18 +0000 https://www.thenewsbangla.com/?p=3724 The News বাংলা, মুম্বাইঃ এক প্রশ্নেই বিব্রত রণবীর! সব প্রশ্নের চটপট উত্তর দেওয়া ‘এক্সট্রা স্মার্ট’ রণবীর এক প্রশ্নেই ঘায়েল। দীপিকা কি গর্ভবতী? রণবীরের সন্তানের মা হবেন দীপিকা?

আরও পড়ুন: বউয়ের জন্য সিঁদুর পরে হিন্দু প্রথা ভাঙলেন রণবীর সিং

বিয়ের ঘোর এখনও কাটেনি। রণবীর সিং ব্যস্ত হয়ে পড়েছেন কাজ নিয়ে। আর না করে বা উপায় কী। আসছে সপ্তাহে মুক্তি পাবে তাঁর নতুন ছবি ‘সিম্বা’। সে ছবির প্রচারে অংশ নিচ্ছেন রণবীর। আর এর মধ্যেই দীপিকার গর্ভবতী হবার ফেক খবরে বিরক্ত এই নতুন জুটি। ইতিমধ্যেই ফেক ছবিতে ছেয়ে গেছে সোশ্যাল মিডিয়া।

দীপিকা কি গর্ভবতী? রণবীরের সন্তানের মা হবেন দীপিকা?/The News বাংলা
দীপিকা কি গর্ভবতী? রণবীরের সন্তানের মা হবেন দীপিকা?/The News বাংলা

‘সিম্বা’র প্রচার চলছে জোরকদমে। তেমনই একটি আয়োজনে এই অভিনেতা মুখোমুখি হলেন বিয়ে নিয়ে নানা প্রশ্নের। সেখানে উঠে এলো স্ত্রী দীপিকা পাড়ুকোনের গর্ভবতী হওয়ার বিষয়ও। সেখানে নানা প্রশ্ন ও উত্তরের ভিডিও ভাইরালও হয়ে গেছে।

আরও পড়ুন: অবিশ্বাস্য, ‘বাহুবলী’কে মাত করে বলিউডের মেগা হিট ‘বাধাই হো’

অনুষ্ঠানের যে অংশের ভিডিওটি ভাইরাল হয়েছে, তাতে শোনা যাচ্ছে সাংবাদিকদের মধ্যে থেকে একজন মহিলা রণবীরকে প্রশ্ন করছেন, এক সাক্ষাৎকারে রণবীর নাকি বলেছিলেন, তিনি বুঝে গিয়েছিলেন দীপিকা তার সন্তানের মা হবেন। তিনি কী করে জানলেন দীপিকা তার সন্তানের মা হবেন?

দীপিকা কি গর্ভবতী? রণবীরের সন্তানের মা হবেন দীপিকা?/The News বাংলা

এই প্রশ্নে রণবীর বেশ বিব্রত হয়ে পড়েন। তবে নিজেকে সামলে নিয়ে তিনি উত্তর দেন,’দীপিকার সঙ্গে তাঁর সম্পর্ক অনেক দিনের। দীপিকার সঙ্গে দেখা হওয়ার ছয় মাসের মধ্যেই তিনি বুঝে গিয়েছিলেন যে এই মেয়েই তার সন্তানের মা হওয়ার জন্য পারফেক্ট’। তার সঙ্গে এখন মা হওয়ার কোন যোগ নেই বলেই ‘দীপিকার গর্ভবতী’ হওয়ার খবর উড়িয়ে দেন তিনি।

আরও পড়ুন: বলিউডে নতুন যুগের তারকারা কত পারিশ্রমিক পান

দীপিকা কি গর্ভবতী? রণবীরের সন্তানের মা হবেন দীপিকা?/The News বাংলা
দীপিকা কি গর্ভবতী? রণবীরের সন্তানের মা হবেন দীপিকা?/The News বাংলা

তবে এই বলে সামাল দিলেও দীপিকার মা হওয়ার অংশটাই ভাইরাল হয়ে যায়। তাহলে কি দীপিকা প্রেগন্যান্ট? ‘দিপবীর’এর ভক্তরাও সোশ্যাল মিডিয়ায় গসিপে নেমে পরেন। সংবাদপত্রেও ভাইরাল হয়ে যায় খবরটি। যদিও খবরটা ‘ফেক’ বলে উড়িয়ে দেওয়া হয়েছে দীপিকা ও রণবীরের শিবির থেকে।

আরও পড়ুন: ভারতীয় সিনেমার জনক দাদাসাহেব ফালকে না হীরালাল সেন?

দীপিকা কি গর্ভবতী? রণবীরের সন্তানের মা হবেন দীপিকা?/The News বাংলা
দীপিকা কি গর্ভবতী? রণবীরের সন্তানের মা হবেন দীপিকা?/The News বাংলা

এই ট্রেলার লঞ্চ অনুষ্ঠানেই আরেক মহিলা ভক্ত রণবীরকে জোর করেই চুমু খেয়ে বসেন। সেই ছবিও সোশ্যাল মিডিয়া থেকে সংবাদমাধ্যমে ভাইরাল হয়ে গেছে। প্রসঙ্গত, রোহিত শেট্টি পরিচালিত ‘সিম্বা’ ছবিতে রণবীর, সারা, সোনু সুদ রয়েছেন মুখ্য চরিত্রে। আগামী ২৮ ডিসেম্বর মুক্তি পেতে চলেছে ছবিটি।

]]>
বলিউডে নতুন যুগের তারকারা কত পারিশ্রমিক পান https://thenewsbangla.com/bollywood-film-stars-in-new-era-get-how-much-money/ Fri, 23 Nov 2018 19:07:45 +0000 https://www.thenewsbangla.com/?p=2972 The News বাংলা, মুম্বাইঃ বলিউড তারকাদের ‘গলাকাটা’ পারিশ্রমিক সবসময়ই আমাদের অবাক করে। বলিউডের নতুন তারকারা ‘খান’দের মতো কিংবা অক্ষয়কুমার, অজয় দেবগন এবং হৃতিক রোশনের মতো পারিশ্রমিক না পেলেও খুব একটা কমও পান না। খুব তাড়াতাড়ি তাঁরা বলিউডের সবচেয়ে বড় তারকাদের চ্যালেঞ্জ করবেন বলেই বিশ্বাস ফিল্ম সমালোচকদের।

আরও পড়ুন: বউয়ের জন্য সিঁদুর পরে হিন্দু প্রথা ভাঙলেন রণবীর সিং

তবে, বক্স অফিস সংগ্রহের ক্ষেত্রে এরা কিন্তু সেরা তারকাদেরও টেক্কা দিতে সক্ষম হয়েছেন ২০১৮ সালে। আপনি কি জানেন, এই নতুন যুগের তারকারা প্রতি চলচ্চিত্রে কত পারিশ্রমিক পান? নতুন নায়ক- নায়িকারা ফিল্ম পিছু কত দাবি করেন? চলুন জেনে নেওয়া যাক।

Image Source: Google

রনবীর কাপুরঃ
প্রাপ্ত পারিশ্রমিক- ১৫-১৮ কোটি
কাপুর পরিবারের এই ছোট কাপুর বেশ কিছু চলচ্চিত্রে দারুণ কাজ করেছেন, যেমন- রকস্টার, বরফি, আয় দিল হ্যায় মুশকিল ইত্যাদি। প্রতিটি চলচ্চিত্রে তিনি ১৫ থেকে ১৮ কোটি পারিশ্রমিক দাবি করেন।

Image Source: Google

বরুণ ধাওয়ানঃ
প্রাপ্ত পারিশ্রমিক- ১২-১৫ কোটি
তার ঝুলিতে কোন ফ্লপ ছবি নেই, ৯টি চলচ্চিত্রের সবগুলোই হিট। বলিউডের নতুন যুগের সবচেয়ে আশাপ্রদ অভিনেতাদের তিনি একজন। প্রতিটি চলচ্চিত্রে তিনি ১২-১৫ কোটি পারিশ্রমিক দাবি করেন।

আরও পড়ুন: বয়সে এক যুগের ফারাকে বিয়ের পিঁড়িতে মালাইকা অর্জুন

Image Source: Google

দীপিকা পাড়ুকোনঃ
প্রাপ্ত পারিশ্রমিক- ১৩ কোটি
বর্তমানে বলিউড নায়িকাদের মধ্যে তিনি সবচেয়ে বেশি ভালো কাজ করছেন। তাঁর প্রতিটি ছবিই এখন হিট হচ্ছে। পদ্মাবতের সাফল্যের পর তিনি তাঁর পারিশ্রমিক আরও বাড়িয়ে দিয়েছেন। প্রতিটি চলচ্চিত্রে তিনি এখন ১৩ কোটিরও বেশি পারিশ্রমিক দাবি করছেন।

Image Source: Google

রনবীর সিংঃ
প্রাপ্ত পারিশ্রমিক- ৮-১২ কোটি
তিনি এসেছেন, দেখেছেন এবং জয় করেছেন। এই কথাটি তার সাথে পুরোপুরি যায়। তিনি একজন বহুমুখী অভিনেতা। প্রতিটি চলচ্চিত্রে তিনি এখন ৮-১২ কোটি পারিশ্রমিক দাবি করেন।

Image Source: Google

সুশান্ত সিং রাজপুতঃ
প্রাপ্ত পারিশ্রমিক- ৫-৭ কোটি
টিভি শো-এর মাধ্যমে জনপ্রিয় হওয়া এই অভিনেতা দিন দিন আরও ভালো চরিত্রভিনেতা হয়ে উঠছেন। তাঁর অভিনয়ের গভীরতার সকলে প্রশংসা করেন। প্রতিটি চলচ্চিত্রে তিনি এখন ৫-৭ কোটি পারিশ্রমিক দাবি করেন।

আরও পড়ুন: বলিউডের যে নায়িকাদের জীবনসঙ্গী ডিভোর্সি পুরুষ

Image Source: Google

অর্জুন কাপুরঃ
প্রাপ্ত পারিশ্রমিক- ৫-৭ কোটি
‘ইশেকজাদে’ চলচ্চিত্রে দারুণ অভিনয়ের মাধ্যমে তিনি তাঁর ক্যারিয়ার শুরু করেন। তার অভিনয় বেশ শক্তিশালী। প্রতিটি চলচ্চিত্রে তিনি এখন ৫-৭ কোটি পারিশ্রমিক দাবি করেন। যদিও অভিনয় আরও ভালো করে শেখা উচিত বলে মনে করেন সমালোচকরা।

অনুষ্কা শর্মাঃ
প্রাপ্ত পারিশ্রমিক- ৫-৬ কোটি
‘রব নে বানা দি জোড়ি’ চলচ্চিত্রে অভিষেকের পর থেকে তিনি আমাদের তাঁর অভিনয় দক্ষতার প্রমাণ দিয়ে চলেছেন। প্রতিটি চলচ্চিত্রে তিনি এখন ৫-৬ কোটি পারিশ্রমিক দাবি করেন।

Image Source: Google

সোনম কাপুরঃ
প্রাপ্ত পারিশ্রমিক- ৫ কোটি
বলিউডের ফ্যাশন আইডল তিনি। তিনি বেশ কিছু দারুণ চলচ্চিত্রে অভিনয় করেছেন। প্রতিটি চলচ্চিত্রে তিনি এখন ৫ কোটি পারিশ্রমিক দাবি করেন।

আরও পড়ুন: শুভ জন্মদিনে জেনে নিন শাহরুখ খান এর জীবনের অজানা কাহিনি

আলিয়া ভাটঃ
প্রাপ্ত পারিশ্রমিক- ৪-৫ কোটি
আলিয়া ভাট বর্তমানে বলিউডের সবচেয়ে শক্তিশালী এবং আশাপ্রদ তারকা। তাঁর প্রতিটি চলচ্চিত্রে তিনি অসাধারণ অভিনয় প্রতিভা দেখিয়েছেন। প্রতিটি চলচ্চিত্রে তিনি এখন ৪-৫ কোটি পারিশ্রমিক দাবি করেন।

Image Source: Google

শ্রদ্ধা কাপুরঃ
প্রাপ্ত পারিশ্রমিক- ৪ কোটি
এই অভিনেত্রী প্রতিটি চলচ্চিত্রে নতুন কিছু পরীক্ষা-নিরীক্ষা করেন। সুপারস্টার প্রভাসের বিপরীতে ‘সাহো’ চলচ্চিত্রে তাঁকে দেখা যাবে। প্রতিটি চলচ্চিত্রে তিনি এখন ৪ কোটি পারিশ্রমিক দাবি করেন।

Image Source: Google

সোনাক্ষী সিনহাঃ
প্রাপ্ত পারিশ্রমিক- ৪ কোটি
সোনাক্ষী সিনহা এমন একজন অভিনেত্রী যিনি ভিন্ন ভিন্ন চরিত্রে অভিনয় করতে ভালোবাসেন। ‘দাবাং’ চলচ্চিত্রের মাধ্যমে অভিষেক হওয়া এই তারকা প্রতিটি চলচ্চিত্রে ৪ কোটি পারিশ্রমিক দাবি করেন।

আরও পড়ুন: বিশ্বে আলোড়ন ফেলে চুমু খেতে রাজি সোফিয়া

Image Source: Google

সিদ্ধার্থ মালহোত্রাঃ
প্রাপ্ত পারিশ্রমিক- ৩-৫ কোটি
‘স্টুডেন্ট অফ দা ইয়ার’ খ্যাত সিদ্ধার্থ মালহোত্রা বলিউডের হার্টথ্রুব অভিনেতাদের একজন। প্রতিটি চলচ্চিত্রে তিনি এখন ৩-৫ কোটি পারিশ্রমিক দাবি করেন।

Image Source: Google

টাইগার শ্রফঃ
প্রাপ্ত পারিশ্রমিক- ৩-৫ কোটি
বলিউডের ‘র‍্যাম্বো’ তাঁর নাচ এবং অভিনয় দক্ষতা দিয়ে আমাদের মুগ্ধ করতে কখনো ভুল করেন না। প্রতিটি চলচ্চিত্রে তিনি এখন ৩-৫ কোটি পারিশ্রমিক দাবি করেন।

আরও পড়ুন: যৌনতা কেন্দ্রিক বিনোদনের জন্য বিশ্বের সেরা ২০ টি ঠিকানা

Image Source: Google

জ্যাকলিন ফার্নান্ডেজঃ
প্রাপ্ত পারিশ্রমিক- ৩ কোটি
সালমান খানের বিপরীতে ‘কিক’ চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে তিনি বেশ জনপ্রিয় হয়ে উঠেন। প্রতিটি চলচ্চিত্রে তিনি এখন ৩ কোটি পারিশ্রমিক দাবি করেন।

Image Source: Google

আয়ুষ্মান খুরানাঃ
প্রাপ্ত পারিশ্রমিক- ৫-৭ কোটি
তিনি সত্যিই জনগণের চাহিদা বোঝেন এবং সেই অনুযায়ী চলচ্চিত্র করেন। গভীর অভিনয়ের সাথে হাস্যরস তার চলচ্চিত্রের অন্যতম বৈশিষ্ট্য। অসাধারণ ব্যক্তিত্বের অধিকারী এই অভিনেতাকে লম্বা রেসের ঘোড়া মনে করা হচ্ছে। প্রতিটি চলচ্চিত্রে তিনি এখন ৫-৭ কোটি পারিশ্রমিক দাবি করেন। তবের’বাধাই হো’র সাফল্যের পর তাঁর পারিশ্রমিক যে বাড়তে চলেছে তা বলাই যায়।

]]>
বউয়ের জন্য সিঁদুর পরে হিন্দু প্রথা ভাঙলেন রণবীর সিং https://thenewsbangla.com/ranveer-singh-wore-sindoor-breaks-hindu-custom-for-wife-deepika-padukone/ Fri, 23 Nov 2018 12:24:37 +0000 https://www.thenewsbangla.com/?p=2936 The News বাংলা, মুম্বাইঃ দীপিকা পাডুকন ও রণবীর সিং অনন্য এক দম্পতি, তাই না? ঠিক যেন ‘রামলীলা’। তাঁরা সর্বদা প্রত্যেকটি স্টিরিওটাইপ প্রথা ভাঙে এবং অপ্রতিরোধ্যভাবে তাদের ভালবাসা প্রকাশ করতে ভালোবাসে। শুধু তাই নয়, এবার বউয়ের জন্য, বউয়ের নামে সিঁদুর পরে হিন্দু সমাজের আরও একটি প্রথা ভাঙলেন রণবীর সিং।

Image Source: Google

অবশেষে রণবীর ঘরণী হয়ে দেশে ফিরেছেন দীপিকা। সিঁথিতে চওড়া সিঁদুর। কানে ঝুমকো। হাতে সোনার গয়না। আর হাতে ও পায়ে শোভা পাচ্ছে রণবীরের নামে মেহেন্দি। তবে, এবার দীপিকার জন্য সিঁদুর পড়লেন রণবীরও।

Image Source: Google

আরও পড়ুনঃ বয়সে এক যুগের ফারাকে বিয়ের পিঁড়িতে মালাইকা অর্জুন

বিয়ে করে ফেরার সময়, বিমানবন্দরেই নববধূকে দেখতে উপচে পড়ে ভিড়। আর পাপারাৎজির ক্যামেরার ফ্ল্যাশ তো ছিলই। দীপিকা ও রণবীরের চোখে মুখে ধরা পড়ছিল, খুশি আর প্রশান্তি। দুজনেই যে একে অপরের সঙ্গে বেজায় খুশি তা বেশ বোঝা যাচ্ছিল।

আরও পড়ুনঃ Breaking News: বড়সড় ধাক্কা বাংলা ফিল্ম ও সিরিয়াল ইন্ডাস্ট্রিতে

দীপিকা ও রণবীর দুজনেই সমানে পাপারাৎজির ক্যামেরার সামনে পোজ দিল হাসি মুখে, হাত জোড় করে। তবে ভিড়ের মধ্যে, স্ত্রীর গায়ে যাতে কোনও রকম ধাক্কাধাক্কি না হয় সেদিকে রণবীরের সদা নজর ছিল।

Image Source: Google

মুম্বাইয়ের বান্দ্রায় ভবানি পরিবার নববধূকে অভ্যর্থনা জানিয়ে আপন করে নিল। আলোয় মুড়ে ফেলা হয়েছে গোটা বাড়ি। অবশেষে সেই শ্বশুরবাড়িতে পা রাখলেন ‘দীপবীর’। তবে প্রতি মুহূর্তেই দীপিকার হাত শক্ত করে ধরে রাখছেন রণবীর।

দীর্ঘ ৬ বছর প্রেম করার পর গত ১৪ ও ১৫ নভেম্বর কঙ্কনি ও সিন্ধি পাঞ্জাবি রীতিতে বিবাহ-বন্ধনে বাঁধা পড়েছেন রণবীর ও দীপিকা। দুই রীতিতেই ‘দীপবীরের’ বিয়ের ছবি নেট দুনিয়ায় ইতিমধ্যেই ভাইরাল হয়েছে।

Image Source: Google

আরও পড়ুন: বলিউডের যে নায়িকাদের জীবনসঙ্গী ডিভোর্সি পুরুষ

এখন, দীপিকা ও রণবীর বাড়িতে ফিরে এসেছেন এবং বর্তমানে বেঙ্গলুরুতে আছেন। ইনস্ট্যাগ্রামে তাদের ফ্যান ক্লাব কর্তৃক পোস্ট করা ছবিগুলির মধ্যে একটি, দীপিকা পাডুকোনের বাড়ির ব্যালকনি থেকে দুইজনের সর্বশেষ ছবি তাদের ভক্তদের কাছে ছড়িয়ে গেছে। আর এখানেই আছে বড় চমক।

Image Source: Google

ফটোগুলিতে নববিবাহিত দম্পতি তাঁদের ভক্তদের সঙ্গে মজা করছে। কিন্তু, এমন কিছু বিশেষ আছে যা আপনি তাদের সম্পর্কে মিস করেছেন? ভালো করে দেখুন, আপনি একটি হাস্যরত রণবীর-দীপিকার ছবি দেখতে পাবেন। এতদূর, সবকিছু স্বাভাবিক দেখাচ্ছে, তাই না?

Image Source: Google

আরও পড়ুন: স্ত্রীর মঙ্গল কামনায় উপোস করলেন বলিউডের গায়ক অভিনেতা

কিন্তু, যদি আপনি ঘনিষ্ঠভাবে দেখেন রণবীরের কপালে কিছু দেখতে পাচ্ছেন? আপনার চোখ প্রসারিত করুন এবং রণবীর সিং এর কপাল উপর দেখুন। দীপিকার মতো তাঁর কপালেও যে সিঁদুর। তাঁরা বলছেন, স্টিরিওটাইপগুলি ভেঙ্গে ফেলা কঠিন, কিন্তু রণবীর সিং এই চেষ্টার পথেই হাঁটছেন। বউয়ের জন্য সিঁদুর পরেছেন ‘রামলীলার রাম’।

Image Source: Google

পর্দার ‘খিলজি’ বাস্তবে দেখিয়েছেন যে তিনি দীপিকা পাডুকোনকে নিয়ে কতটা চিন্তিত। এবং তার স্বানিধ্য কতটা উপভোগ করেন। এই অভিনেতা মেহেদি অনুষ্ঠানের সময়ও তাঁর হাতে “দীপবীর” লিখেছিলেন।

রণবীর সিং প্রমাণ করলেন যে সমাজের স্টিরিওটাইপগুলি তাঁরা ভেঙে ফেলেছেন। বাকিদেরও স্টিরিওটাইপ এবং ‘পুরুষশাসিত’ নিয়ম বা দিকগুলো ভেঙে ফেলাই উচিত।

]]>
ভয়ংকর বিপদের মধ্যেই বিয়ে করতে গেলেন রণবীর দীপিকা https://thenewsbangla.com/ranveer-deepika-went-to-marry-in-horrific-danger-of-natural-disasters-in-italy/ Sat, 10 Nov 2018 05:10:36 +0000 https://www.thenewsbangla.com/?p=2086 The News বাংলা, মুম্বাই: বলিউডে এখন আলোচনায় দীপিকা-রণবীর ও প্রিয়াঙ্কা- নিকের বিয়ে। বেশ ঢাকঢোল পিটিয়েই বিয়ে হচ্ছে এই চার তারকার। এর মধ্যে দীপিকা পাড়ুকোন এবং রণবীর সিংহের বিয়ে ইতালিতে আগামী ১৪ এবং ১৫ নভেম্বর। এদিকে প্রবল বৃষ্টি ও বন্যা গোটা ইতালি জুড়ে। ভয়ংকর বিপদের মধ্যেই বিয়ে করতে গেলেন রণবীর দীপিকা।

Image Source: Google

চার তারকার বিয়ে নিয়ে এই মুহূর্তে দুই পরিবারেই তুমুল ব্যস্ততা চলছে। দীপিকা পাড়ুকোন এবং রণবীর সিংহের বিয়ে হবার কথা ইতালিতে। কিন্তু বিয়ের জায়গা নিয়ে হঠাৎ তৈরি হয়েছে অনিশ্চয়তা! তাই নিয়েই, শনিবার সকালে ইতালি গেলেন বাজিরাও- মস্তানি।

আরও পড়ুন: ‘দঙ্গল’ ও ‘বাহুবলী ২’ কে টেক্কা দেবে ‘থাগস অফ হিন্দুস্তান’

কেন এই অনিশ্চয়তা? ইতালির লেক কোমোর ভিলা ডেল বালবিয়ানেলো তেই ডেস্টিনেশন ওয়েডিংয়ের পরিকল্পনা করেছিলেন এই জুটি। কিন্তু ইতালির বেশ কিছু এলাকা এই মুহূর্তে ভয়ঙ্কর প্রাকৃতিক দুর্যোগের সম্মুখীন। বন্যায় ভেসে গিয়েছে বহু এলাকা। এই পরিস্থিতিতে সে দেশে রণবীর-দীপিকার বিয়ে হবে কিনা তা নিয়ে আশঙ্কা তৈরি হয়েছে।

Image Source: Google

বিয়ের বাকি মাত্র চার দিন। গায়ে হলুদ বা সাগাই পর্বও মিটেছে ভাল ভাবে। কিন্তু বিয়ে আদৌ কোথায় হবে, তা নিয়ে এই মুহূর্তে দুশ্চিন্তায় রণবীর-দীপিকার পরিবার। ইতালিতে প্রবল বন্যা এবং ঝড়ে বিপর্যস্ত জনজীবন।

আরও পড়ুন: বিশ্বের সেরা একশোয় সত্যজিতের পথের পাঁচালি

ভেনিসের দর্শনীয় স্থানের প্রায় ৭৫ শতাংশ জলের তলায়। আগামী রবিবার পর্যন্ত বৃষ্টি চলবে, বলে জানিয়েছে সে দেশের আবহাওয়া দফতর। তার পর বৃষ্টি কমলেও মেঘে ভরা থাকবে আকাশ।

Image Source: Google

দেশটির আবহাওয়া দফতরের দেওয়া তথ্য অনুসারে, আরও কয়েক সপ্তাহ এমন পরিস্থিতি পরিবর্তনের কোন সম্ভাবনা নেই। এমনকি দীপিকা-রণবীরের বিয়ের নির্ধারিত দিনেও দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকার কথা! আর এই কারণেই অনেকে ‘পদ্মাবত’ জুটির বিয়ের অনুষ্ঠান নিয়ে সংশয় প্রকাশ করছেন।

আরও পড়ুন: শুভ জন্মদিনে জেনে নিন শাহরুখ খান এর জীবনের অজানা কাহিনি

১৫ তারিখের পর আকাশ পরিষ্কার হবে বলে জানিয়েছে ইতালির হাওয়া অফিস। ফলে ইতালির বড় অংশের স্বাভাবিক ছন্দে ফিরতে এখনও বেশ কিছুটা সময় লাগবে বলেই মনে করা হচ্ছে।

Image Source: Google

সাধারণত অক্টোবর-নভেম্বর মাসে ইতালিতে সবচেয়ে বেশি ভ্রমণার্থীর ভিড় হয়। এ বছর প্রাকৃতিক দুর্যোগের কারণে মার খাচ্ছে সেই ব্যবসাও। এই পরিস্থিতিতে আত্মীয়-বন্ধুদের নিয়ে গিয়ে ইতালিতে কতটা সুষ্ঠ ভাবে বিয়ের অনুষ্ঠান করতে পারবেন দীপিকা-রণবীর? বিয়ের প্রাক মুহূর্তে এটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন।

আরও পড়ুন: যৌনতা কেন্দ্রিক বিনোদনের জন্য বিশ্বের সেরা ২০ টি ঠিকানা

ইতালিতে প্রাকৃতিক বিপর্যয়ের পর, এখনও পর্যন্ত দীপিকা-রণবীরের পক্ষ থেকে বিয়ের জায়গা নিয়ে প্রকাশ্যে কোনও মন্তব্য করা হয়নি। ফলে আদৌ কোথায় তাদের বিয়ের অনুষ্ঠান হবে, তা নিয়ে সংশয় উঠছে ভক্তমহলে।

Image Source: Google

তবে, শনিবার সকালেই মুম্বাই এয়ারপোর্ট থেকে বিয়ে করার জন্যই ইতালির উদ্দেশ্যে রওনা হন এই সফল জুটি। বিমানবন্দরে ফ্যানরা তাঁদের বিয়ের অগ্রিম শুভেচ্ছা জানান। সাদা পোশাকে দীপিকা- রণবীর দুজনকেই খুব খুশি ও সুখী লাগছিল।

আরও পড়ুন: মায়ের পুজোয় মদ বিক্রিতে রেকর্ড গড়ল মমতার বাংলা

বৃষ্টি ও বন্যাকে জয় করে এই জুটি বিয়ের ‘রামলীলা’ সফল করতে পারেন কিনা সেটাই দেখার। সবরকমের প্রাকৃতিক বিপর্যয়কে জয় করে বিয়ে করতে আত্মবিশ্বাসী বাজিরাও মস্তানি।

Image Source: Google
]]>