Ram Nath Kovind – The News বাংলা https://thenewsbangla.com Bengali News Portal Wed, 15 Jun 2022 05:25:18 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.2 https://thenewsbangla.com/wp-content/uploads/2018/09/cropped-cdacf4af-1517-4a2e-9115-8796fbc7217f-32x32.jpeg Ram Nath Kovind – The News বাংলা https://thenewsbangla.com 32 32 নারাজ পাওয়ার, রাষ্ট্রপতি নির্বাচনে বিজেপির বিরুদ্ধে মমতার বাজি গোপালকৃষ্ণ https://thenewsbangla.com/sharad-pawar-not-agree-mamata-banerjee-wants-gopalkrishna-gandhi-as-presidential-candidate/ Wed, 15 Jun 2022 05:24:44 +0000 https://www.thenewsbangla.com/?p=15454 নারাজ পাওয়ার, রাষ্ট্রপতি নির্বাচনে বিজেপির বিরুদ্ধে মমতার বাজি গোপালকৃষ্ণ। রাষ্ট্রপতি নির্বাচনে বিরোধী জোটের; প্রার্থী হচ্ছেন না শরদ পাওয়ার। রাষ্ট্রপতি পদে প্রার্থী হওয়ার দৌড় থেকে; নিজেকে সরিয়ে নিয়েছেন এনসিপি সুপ্রিমো। সোমবার মহারাষ্ট্রের মন্ত্রীদের বৈঠকে পাওয়ার জানিয়েছেন; তিনি বিরোধী জোটের রাষ্ট্রপতি পদপ্রার্থী হচ্ছেন না। রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে, বুধবার দিল্লিতে বৈঠকে বসছে বিরোধী দলগুলি। তার আগেই পওয়ারের এই ঘোষণা; বিরোধী শিবিরের জন্য কিছুটা হলেও ধাক্কা। তারপরেই বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে; চেষ্টা চলছে বাংলার প্রাক্তন রাজ্যপাল গোপালকৃষ্ণ গান্ধীকে রাজি করানোর।

এই প্রস্তাবে না বলেননি গোপালকৃষ্ণ গান্ধী। এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী, বিরোধীদের প্রস্তাব ভাবনা-চিন্তা করে দেখতে; সময় চেয়েছেন গোপালকৃষ্ণ। বুধবারই নিজের সিদ্ধান্ত জানিয়ে দেবেন; বলে জানিয়েছেন তিনি। রাজি হলে, সর্বসম্মতিতে বিরোধীদের রাষ্ট্রপতি পদপ্রার্থী হবেন গোপালকৃষ্ণ; কারণ এর আগেই উপরাষ্ট্রপতি পদে; সর্বসম্মতি পেয়েছিলেন তিনি।

আরও পড়ুনঃ “চলুন বাংলায় বুলডোজার সরকার গড়ি, ডান্ডা মেরে আবর্জনা সরাবে”

শরদ পওয়ার এই মুহূর্তে বিরোধী শিবিরের; সবচেয়ে বর্ষীয়ান নেতা। প্রায় সব প্রথমসারির বিরোধী নেতার সঙ্গেই; সুসম্পর্ক রয়েছে এনসিপি সুপ্রিমোর। তিনি প্রার্থী হলে সব বিরোধী দলকে; একছাতার তলায় আনার কাজটা অনেকটাই সহজ হত। কংগ্রেসের তরফেও পওয়ারকে; প্রার্থী হওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও; পওয়ার প্রার্থী হলে আপত্তি করতেন না। পওয়ারের নামে আপত্তি ছিল না; তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কেসিআরেরও। তাতেই পওয়ারের রাষ্ট্রপতি পদপ্রার্থী হওয়ার সম্ভাবনা; জোরাল হচ্ছিল। কিন্তু এনসিপি প্রধান নিজেই নিজেকে সরিয়ে নিলেন।

পাওয়ার না করে দেবার পর, মমতার উদ্যোগেই; গোপালকৃষ্ণ গান্ধীর নাম উঠে আসে। ২০০৪ থেকে ২০০৯ সাল পর্যন্ত; বাংলার রাজ্যপাল ছিলেন ৭৭ বছরের গোপালকৃষ্ণ। দীর্ঘদিন আমলাও ছিলেন তিনি। দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কার মতো দেশে; ভারতের হাইকমিশনারও নিযুক্ত ছিলেন। এখন তিনি রাজি হন কিনা; সেটাই এখন দেখার।

আগামী ১৮ জুলাই রাষ্ট্রপতি নির্বাচন; ভোটগণনা ২১ জুলাই। বর্তমান রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের মেয়াদ; শেষ হচ্ছে ২৪ জুলাই। তার আগেই গোটা প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। এখনও পর্যন্ত শাসক দল বিজেপিও; প্রার্থী হিসেবে কারও নাম চূড়ান্ত করতে পারেনি। কোন দুই ব্যক্তির মধ্যে দেশের রাষ্ট্রপতি পদের জন্য লড়াই হয়; সেটা দেখার অপেক্ষাতেই গোটা দেশ।

]]>
রাষ্ট্রপতির কাছে পদত্যাগ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী https://thenewsbangla.com/prime-minister-narendra-modi-resigns-to-the-president-ram-nath-kovind/ Fri, 24 May 2019 15:15:58 +0000 https://www.thenewsbangla.com/?p=13263 রাষ্ট্রপতির কাছে পদত্যাগ করলেন; প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুক্রবার রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের সঙ্গে; দেখা করলেন মোদী। তারপরেই সরকার ভাঙার লিখিত পদত্যাগপত্র; রাষ্ট্রপতির হাতে তুলে দিলেন তিনি। পদত্যাগ করলেন মোদী সরকারের সব মন্ত্রীই। নতুন সরকার গঠন না হওয়া পর্যন্ত; কাজ চালিয়ে যেতে নরেন্দ্র মোদীকে অনুরোধ করেন রাষ্ট্রপতি।

একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে; লোকসভা ভোট জিতে এসেছেন নরেন্দ্র মোদী ও বিজেপি। নিয়ম অনুযায়ী ফল প্রকাশের পরেই প্রধানমন্ত্রী ও তাঁর সরকারের মন্ত্রীরা পদত্যাগ করেন। সেই নিয়ম মেনেই শুক্রবার; রাষ্ট্রপতির কাছে গিয়ে পদত্যাগ করেন প্রধানমন্ত্রী ও অন্যান্য মন্ত্রীরা। রাষ্ট্রপতির অনুরোধে; নতুন সরকার গঠন করা অব্দি; এই পুরনো সরকারই কাজ চালিয়ে যাবে।

আরও পড়ুনঃ ডিএ, পে কমিশন না পাওয়ায় ভোটে জবাব দিলেন বাংলার সরকারি কর্মীরা

দ্বিতীয়বার প্রধানমন্ত্রী হিসেবে; আগামী ৩০ মে শপথ নিতে চলেছেন নরেন্দ্র মোদী। বিকেল চারটে থেকে পাঁচটার মধ্যে হবে শপথগ্রহন অনুষ্ঠান। তার আগে শুক্রবার রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের সঙ্গে দেখা করে; সরকার গঠনের দাবি জানালেন তিনি।

তবে তিরিশ তারিখে মোদীর সঙ্গে তাঁর মন্ত্রিসভাও শপথ নেবে কি না; তা এখনও স্পষ্ট নয়। সম্ভবত ওই দিন রাষ্ট্রপতি ভবনে; একাই শপথ নেবেন প্রধানমন্ত্রী। বিকেল চারটে থেকে পাঁচটার মধ্যে শপথ নেওয়ার কথা প্রধানমন্ত্রীর। তার আগে শুক্রবার; বিদায়ী মন্ত্রিসভার শেষ বৈঠক হল দিল্লিতে।

আরও পড়ুনঃ তৃণমূলের হারের প্রথম বলি, দল থেকে বহিষ্কার মুকুল রায়ের ছেলে শুভ্রাংশু রায়

৩০ তারিখ শপথ নেওয়ার আগে; অবশ্য বেশ কিছু কর্মসূচি রয়েছে প্রধানমন্ত্রীর। ২৮ তারিখ মানুষকে ধন্যবাদ দিতে; বারাণসীতে যাবেন তিনি। সেখানে পুজো দেওয়ার পাশাপাশি রোডশোও করবেন তিনি। এছাড়াও মা হীরাবেনের আশীর্বাদ নিতে; গুজরাটেও যাবেন নরেন্দ্র মোদী। তবে কবে তিনি গুজরাতে যাবেন; তা এখনও নিশ্চিতভাবে জানা যায়নি।

প্রথমবার প্রধানমন্ত্রীর শপথগ্রহণে চাঁদের হাট বসেছিল। বিশ্বের বিভিন্ন দেশ থেকে রাষ্ট্রনেতাদের; আমন্ত্রণও জানানো হয়েছিল। তবে দ্বিতীয়বারের শপথ গ্রহণে; সম্ভবত খুব বেশি সংখ্যক রাষ্ট্রনেতাদের ডাকা হচ্ছে না।

তবে বিজেপি-র পক্ষ থেকে; অতিথিদের তালিকা তৈরি করা হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভোটের ফল প্রকাশের আগেই জানিয়েছিলেন; ভোটে জেতার পরে দ্রুত কাজ শুরু করতে চায় তাঁর নতুন সরকার।

]]>
কেন্দ্রীয় সরকারের তিন তালাক অর্ডিন্যান্সে সই রাষ্ট্রপতির https://thenewsbangla.com/president-ram-nath-kovind-approves-triple-talaq-ordinance-by-modi-govt/ Thu, 21 Feb 2019 15:10:03 +0000 https://www.thenewsbangla.com/?p=7097 রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ এদিন অনুমোদন দিলেন কেন্দ্রীয় সরকারের আনা তিন তালাক অর্ডিন্যান্সে। যার ফলে এবার থেকে তিন তালাক বিলে মুসলমান পুরুষরা শাস্তিযোগ্য অপরাধ করেছেন বলেই বিবেচিত হবেন। এদিন রাষ্ট্রপতির অনুমোদনের ফলে এক বছরের মধ্যে তৃতীয়বার তিন তালাক বিলটি নিয়ে আলোচনা শুরু হয়েছে।

তাৎক্ষণিক তিন তালাক বন্ধে ফের অর্ডিন্যান্স নিয়ে এসেছিল নরেন্দ্র মোদী সরকার। গত মঙ্গলবারই কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। এই অর্ডিন্যান্সে তাৎক্ষণিক তিন তালাক শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য করা হয়েছে। বৃহস্পতিবার নতুন করে আনা এই তিন তালাক অর্ডিন্যান্সে সই করলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ।

আরও পড়ুনঃ প্রভিডেন্ট ফান্ডে সুদ বাড়িয়ে চাকুরিজীবীদের মুখে হাসি ফোটালেন মোদী

তিন তালাক অর্ডিন্যান্সকে আইনের রূপ দিতে সংসদে বিল এনেছিল নরেন্দ্র মোদী সরকার। গত ২৭ ডিসেম্বর এই বিল পাশও হয়ে যায় লোকসভায়। কিন্তু রাজ্যসভায় বিজেপির একক সংখ্যাগরিষ্ঠতা নেই। তাই রাজ্যসভায় বারবার আটকে যাচ্ছে এই বিল। এদিকে বিরোধী দলগুলি এই বিলের বিরোধীতায় সরব। বর্তমানে বিলটি রাজ্যসভার অনুমোদনের অপেক্ষায় আছে।

এদিকে, আগামী ৩ জুন বর্তমান লোকসভার মেয়াদ ফুরোচ্ছে। ফলে বিলটির মেয়াদও শেষ হয়ে যাবে। যে কারণে তিনতালাক ইস্যুতে পুনরায় অর্ডিন্যান্স জারি করতে চলেছে মোদী সরকার।

আরও পড়ুনঃ পাকিস্তান চিনকে ভয় পাইয়ে ভারতীয় বায়ুসেনায় যুক্ত হল তেজস

দ্য মুসলিম উইমেন বিল (প্রোটেকশন অব রাইটস অন ম্যারেজ), রাজ্যসভায় পাশ হওয়া এখনও বাকী রয়েছে। লোকসভায় তা পাশ করিয়ে নিয়েছে কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার। শেষ বাজেট অধিবেশনে তা পাশ করানোর জন্য উঠলেও রাজ্যসভায় বিরোধীদের চাপে তা শেষ পর্যন্ত সরকার পাশ করাতে পারেনি।

আরও পড়ুনঃ চিরশত্রুকে শিক্ষা দিতে ভারত পাক যুদ্ধ চান বাবা রামদেব

সংসদে আলোচনা না হওয়ায় আগামী ৩ জুন বিলের মেয়াদ ফুরোবে। তার আগে নতুন লোকসভা গঠিত হবে না। ফলে বিলটি অকার্যকর হওয়ার আশঙ্কা ছিল। এর আগে গত মঙ্গলবার কেন্দ্রীয় মন্ত্রিসভা অর্ডিন্যান্সে সম্মতি দিয়েছিল।
বিরোধীরা এই বিলের বারবার বিরোধিতা করে এসেছে। মুসলমান পুরুষদের সাজা দিতেই এই বিল তৈরি হয়েছে বলে অভিযোগ করেছে বিরোধীরা। এদিকে সরকারের দাবি, মুসলমান মহিলাদের সুরক্ষায় এই বিল আনা হয়েছে।

আরও পড়ুনঃ আমার ভাইয়ের রক্তে রাঙানো ২১ শে ফেব্রুয়ারী আমি কি ভুলিতে পারি

তবে অর্ডিন্যান্স জারি হলেও সেটাকে সংসদে অনুমোদন করাতেই হবে। তিন তালাক অর্ডিন্যান্স জারি করে বিলটি বাঁচিয়ে রাখল এটাই বলা যায়। তবে ফের বিরোধীদের তোপের মুখে পড়েছে কেন্দ্র সরকার। বিরোধীদের অভিযোগ, “লোকসভা ভোটে মুসলিম মহিলাদের ভোট টানতেই রাজ্যসভায় পাশ না হওয়ার পরেও অর্ডিন্যান্স জারি করেছে মোদী সরকার। আর রাষ্ট্রপতিও সই করে দিলেন অর্ডিন্যান্সে। সংসদকে এড়িয়ে এটা সম্পূর্ণ অগণতান্ত্রিক ঘটনা”।

“তিন তালাক বিল পাশ করতে দিচ্ছে না বিরোধীরা, এই জন্যই সরকারের আনা অর্ডিন্যান্সে সই রাষ্ট্রপতির”, দাবি বিজেপির তরফ থেকে। বিজেপির কাছে তিন তালাক-ই ২০১৯ লোকসভা ভোটের অন্যতম বড় ইস্যু, এটা আর বলার অপেক্ষা রাখে না। বিরোধীরাও এটা নিয়ে বিজেপিকে ইস্যু করতে না দিতে সমান সচেষ্ট। তাই এই নিয়ে ভোটের বাজার যে সরগরম হবে সেটা বলাই যায়।

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

]]>