Rajya Sabha – The News বাংলা https://thenewsbangla.com Bengali News Portal Wed, 26 Jun 2019 09:37:08 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.2 https://thenewsbangla.com/wp-content/uploads/2018/09/cropped-cdacf4af-1517-4a2e-9115-8796fbc7217f-32x32.jpeg Rajya Sabha – The News বাংলা https://thenewsbangla.com 32 32 ফেসবুক আটকে দিল বিজেপি বিরোধী পোস্ট, রাজ্যসভায় তুমুল বিতর্কে ডেরেক ও ব্রায়ান https://thenewsbangla.com/facebook-stops-anti-bjp-posts-derek-o-brien-controversy-in-rajya-sabha/ Wed, 26 Jun 2019 08:05:41 +0000 https://www.thenewsbangla.com/?p=14446 লোকসভা নির্বাচনের সময় তৃণমূল ফেসবুককে; “ভারতীয় জনতা পার্টির প্রকৃত প্রচারক” হিসাবে অভিযুক্ত করেছে। তাদের মতে, ফেসবুককে কাজে লাগিয়ে; বিজেপি ভোট প্রচার সহ; আরও বিভিন্ন অনৈতিক কাজ করছে। এবার সেই ফেসবুক নিয়েই; রাজ্যসভায় তুমুল বিতর্কে তৃণমূল সাংসদ ডেরেক ও ব্রায়ান।

দলীয় এমপি ডেরেক ও ব্রায়ান; মঙ্গলবার রাজ্যসভায় বলেন, “বিজেপি-বিরোধী বিষয়বস্তু ফেসবুক আটকে দিয়েছে এবং এটি দিল্লির বিজেপি তথ্য প্রযুক্তি (আইটি) অফিস থেকে নিয়ন্ত্রিত”। ফেসবুক কর্তৃপক্ষ তাঁদের অভিযোগের প্রতি; কোনো সাড়া দেয়নি, বলেই জানিয়ে দেন তিনি।

আরও পড়ুনঃ কাটমানি কেলেঙ্কারি, মমতাও সৎ নন ইঙ্গিত কাটমানি নিয়ে ফ্যাসাদে তৃণমূল নেত্রীর

গতবছর সিবিআই, ইউ কে-এর গ্লোবাল সায়েন্স রিসার্চ ও ক্যামব্রিজ বিশ্লেষণ দফতর; ভারতীয় ফেসবুক ব্যবহারকারীরা তথ্য অবৈধভাবে অপব্যবহার করে কিনা; তা জানার জন্য প্রাথমিক তদন্ত শুরু করে। সরকারের রেফারেন্সের ভিত্তিতে; অবৈধ ফেসবুক পেজ থেকে অভিযোগের তদন্ত শুরু হয়।

আরও পড়ুনঃ জাতীয় গোঁফের দাবী উঠল সংসদে, অভিনন্দনকে নতুন স্বীকৃতি বিরোধীদের

মঙ্গলবার, রাষ্ট্রপতির জবাবি ভাষণে; বিতর্কে অংশগ্রহন করেন তিনি। ডেরেক বলেন; “৮০ শতাংশ বিজেপির রাজনৈতিক বিজ্ঞাপন; গুগলে খুঁজে পাওয়া যায়। মিডিয়ার তদন্ত করা উচিত। সর্বমী ফাউন্ডেশন; যা পরবর্তীতে অ্যাসোসিয়েশন অব বিলিয়ন মাইন্ডস নামে পরিচিত ছিল; বিজেপি বিজ্ঞাপনগুলির জন্য; এই সংস্থাই প্রতিনিধি হিসেবে কাজ করে। ফেসবুক বিজেপির একটি অপ্রকাশক সহকর্মী। এর অনেক সুবিধা পেয়েছে ফেসবুক”।

আরও পড়ুনঃ কাটমানি ফেরত দিয়ে, দুর্নীতি স্বীকার তৃণমূল নেতার

ডেরেক ও ব্রায়ানের বক্তব্যকে কেন্দ্র করে; উত্তেজনা ছড়িয়ে পরেছে। শুরু হয়েছে প্রশাসনিক তদন্ত। সোশ্যাল মিডিয়া ব্যবহার হবে; আরও বেশি নিয়মবদ্ধ; জানিয়ে দিল মোদী সরকার। কি হতে চলেছে পরিস্থিতি? তা খতিয়ে দেখতে নজর রাখছে প্রশাসন। তবে ডেরেক ও ব্রায়ানের বক্তব্যকেই; হাতিয়ার করছে মোদী বিরোধীরা। কিন্তু সত্যি কি ফেসবুক বিজেপির হয়ে কাজ করছে? এই অভিযোগ একেবারেই উড়িয়ে দিচ্ছেন বিশেষজ্ঞরা।

]]>
সংসদে ক্যাগ রিপোর্ট, কংগ্রেসের চেয়ে সস্তায় রাফায়েল কিনেছে মোদী সরকার https://thenewsbangla.com/modi-govts-rafale-deal-cheaper-than-congress-govts-deal-cag-report/ Wed, 13 Feb 2019 08:02:54 +0000 https://www.thenewsbangla.com/?p=6765 সংসদে অবিশ্বাস্য রিপোর্ট। লোকসভা সূত্রে জানা যাচ্ছে, রাফায়েলের বর্তমান দাম কংগ্রেসের ইউপিএ সরকারের ঠিক করা দামের থেকে ২.৮% সস্তা। আর অস্ত্রশস্ত্র ধরলে কংগ্রেস আমল থেকে প্রায় ১৭ শতাংশ সস্তায় রাফায়েল কিনেছে মোদী সরকার। এমন রিপোর্টই দিয়েছে দেশের কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল(ক্যাগ)। এই রিপোর্ট লোকসভা ভোটের আগে বিজেপির হাতে বড় অস্ত্র তুলে দিল বলেই মনে করছে রাজনৈতিক মহল।

আরও পড়ুনঃ ৪ দিন টানা জেরার পর বুধবার আবার তলব, বেশ বিপদে রাজীব কুমার

লোকসভায় পেশ করা কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল বা ক্যাগ রিপোর্ট থেকে ‘The News বাংলা’ জানতে পেরেছে, যে রাফায়েলের বর্তমান দাম কংগ্রেসের ইউপিএ সরকারের ঠিক করা দামের থেকে ২.৮% সস্তা। আর অস্ত্রশস্ত্র ধরলে কংগ্রেস আমল থেকে প্রায় ১৭ শতাংশ সস্তায় রাফায়েল কিনেছে মোদী সরকার, উঠে এল ক্যাগ রিপোর্টে। এই তথ্য উল্লেখ করেই আজকের রিপোর্ট জমা পড়ে রাজ্যসভায়।

আরও পড়ুনঃ সারদা চিটফান্ড মামলায় রাজীব কুমারকে ভয়ঙ্কর বিপদে ফেললেন কুণাল ঘোষ

লোকসভা ভোটের আগে ৫৯,০০০ কোটি টাকার রাফায়েল চুক্তি ঘিরে সরগরম জাতীয় রাজনীতি। এর মধ্যেই সোমবার এই চুক্তি সংক্রান্ত অডিট রিপোর্ট সংসদে পেশ করে দেশের কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল বা ক্যাগ। প্রথমে সরকারের কাছে পেশ করার পরেই সেটি সংসদে পেশ করা হয়। আজ বুধবারই শেষ হচ্ছে সংসদের চলতি বাজেট অধিবেশন। এটাই বর্তমান মোদী সরকারের শেষ সংসদ আধিবেশন।

আরও পড়ুনঃ বিধায়ক খুনে রাম নেতাকে বাঁচাতে আসরে বাম নেতা

এদিকে প্রথমে রাফায়েল ছাড়াই পেশ হয় এই ক্যাগ রিপোর্ট। ফলে ফের নতুন করে মোদী সরকারকে আক্রমণের হাতিয়ার পেয়ে যান বিরোধীরা। লোকসভা নির্বাচনের আগে শেষ সংসদ অধিবেশন শেষ হচ্ছে বুধবার। তার আগে ক্যাগ রিপোর্টের তথ্যে রাফায়েল প্রসঙ্গে মোদীর বিজেপি যে অনেকটাই স্বস্তি পেল তা বলাই যায়।

আরও পড়ুনঃ পরীক্ষা শুরুর আগেই হোয়াটস অ্যাপে ফাঁস মাধ্যমিক প্ৰশ্নপত্র

বুধবার ফের একবার রাফায়েল তদন্তে জয়েন্ট পার্লামেন্টরি কমিটি বা জেপিসির দাবি তুলে সংসদে হট্টোগোল করেন কংগ্রেস সহ বিরোধী সাংসদরা। শেষ পর্যন্ত আরও একবার সেই দাবি খারিজ হয়ে যাওয়ায় সংসদ ত্যাগ করেন তাঁরা। কংগ্রেস চেয়ারপার্সন সোনিয়া গান্ধীর সম্মতিতেই ভবন থেকে ওয়াকআউট করেন সাংসদরা। তবে তুমুল গণ্ডগোল চললেও কাজ চালিয়ে যান স্পিকার। জানা যাচ্ছে, বিমানের দাম ছাড়াই রাফালের রিপোর্ট তৈরি করে ফেলে কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল(ক্যাগ)। মূলত এই প্রসঙ্গ নিয়েই আরও উত্তপ্ত হয় লোকসভা।

আরও পড়ুনঃ ফের লজ্জার অন্ধকারে সিবিআই, চরম অপমানের শাস্তি সিবিআই প্রধানকে

অন্যদিকে এই রিপোর্টকে ‘চৌকিদারের রিপোর্ট’ বলে কটাক্ষ করেছেন রাহুল। তেমনই পাল্টা অস্ত্র হাতে ময়দানে নামেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি। কংগ্রেসের উপর পরিবারতন্ত্রের তোপ দাগেন তিনি। জেটলি অভিযোগ করেন, “নিজেদের সাম্রাজ্য রক্ষা করতেই একের পর এক মিথ্যা বলে চলেছে কংগ্রেস”।

আরও পড়ুনঃ রাহুলকে সরিয়ে লোকসভা ভোটে মোদী বিরোধী মুখ প্রিয়াঙ্কাই

উল্লেখ্য, রাহুল এদিন সকালেই অভিযোগ করেন, রাফায়েল চুক্তি হওয়ার ১০ দিন আগে থেকেই এর বিষয়ে জানতেন অনিল আম্বানি। সেই সংক্রান্ত একটি ই-মেলও ফাঁস করেন রাহুল। কংগ্রেস সভাপতিকে পাল্টা দিতে বোফর্সকে হাতিয়ার করেন জেটলি।

আরও পড়ুনঃ রথী মহারথীদের নাম লেখা ১২ পাতার গোপন চিঠি সিবিআইকে দিলেন কুণাল ঘোষ

সংসদে পেশের পরে ক্যাগের এই রিপোর্ট পাবলিক অ্যাকাউন্টস কমিটি (পিএসি)-র কাছে পাঠানো হবে। এই কমিটির চেয়ারম্যান থাকেন বিরোধী দলনেতা বা বিরোধী দলের সাংসদ। বর্তমানে এই কমিটির মাথায় আছেন কংগ্রেস সাংসদ মল্লিকার্জুন খাড়গে। প্রয়োজন মনে করলে রিপোর্ট মূল্যায়নের জন্য আরও তথ্য চেয়ে পাঠাতে পারে পিএসি।

আরও পড়ুনঃ পাকিস্তান চিনের চিন্তা বাড়িয়ে ভারতীয় সেনার হাতে এল ভয়ঙ্কর চিনুক হেলিকপ্টার

২০১৬ সালের ২৩ সেপ্টেম্বর ২৬টি রাফায়েল যুদ্ধ বিমান কেনা নিয়ে চুক্তিপত্রে স্বাক্ষর করেছিল ভারত ও ফ্রান্স। ৫৯,০০০ কোটি টাকার এই চুক্তি ঘিরে দুর্নীতির অভিযোগ তুলে ইতিমধ্যেই সরব হয়েছে বিরোধীরা। যদিও কেন্দ্র সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়েছে।

আর রাফায়েলের বর্তমান দাম কংগ্রেসের ইউপিএ সরকারের ঠিক করা দামের থেকে ২.৮% সস্তা। আর অস্ত্রশস্ত্র ধরলে কংগ্রেস আমল থেকে প্রায় ১৭ শতাংশ সস্তায় রাফায়েল কিনেছে মোদী সরকার। এমনই রিপোর্ট তৈরি করেছে দেশের কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল(ক্যাগ)। এমনই রিপোর্ট পাবার পর বিজেপির আক্রমণ যে আরও ধারালো হবে সেটা বলাই যায়।

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

]]>
ভোটের হাতিয়ার, লোকসভার পর রাজ্যসভাতেও পাস হিন্দু সংরক্ষণ বিল https://thenewsbangla.com/victory-for-modi-rajya-sabha-passes-general-category-quota-bill/ Wed, 09 Jan 2019 19:00:45 +0000 https://www.thenewsbangla.com/?p=5397 The News বাংলা: লোকসভার পর রাজ্যসভাতেও পাস হয়ে গেল আর্থিকভাবে দুর্বল উচ্চশ্রেণির জন্য সংশোধিত সংরক্ষণ বিল। উচ্চবর্ণের হিন্দুদের মধ্যে যাদের বার্ষিক আয় ৮ লাখ টাকার কম ও ৫ একরের কম কৃষিজমি রয়েছে তারা সরকারি চাকরি ও উচ্চশিক্ষায় সংরক্ষণের সুবিধা পাবে। ১০ শতাংশ সংরক্ষণ থাকবে তাদের জন্য।

ভোটের বছরে সংরক্ষণের মতো স্পর্শকাতর ইস‍্যুর বিরোধিতা কোনও দলই করেনি। তাই রাজ্যসভায় বিরোধীরা সংখ্যাগরিষ্ঠ হওয়া সত্ত্বেও সেখানে বিপুল ভোটে পাস হয়ে গেল উচ্চবর্ণ সংরক্ষণ বিল। মঙ্গলবার লোকসভায় পাস হয়েছিল বিলটি, বুধবার পাস হল রাজ্যসভায়৷ এরপর বিলটি পাঠানো হবে রাষ্ট্রপতির কাছে৷

লোকসভায় আগেই পাস হয়ে যায় সংরক্ষণ সংশোধনী বিল। মঙ্গলবার ৩২৩-৩ ভোটে, লোকসভায় এই বিল পাস করে নেয় নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকার। বুধবার এই প্রস্তাব পেশ হয় রাজ্যসভায়। এদিন রাজ্যসভায় ১৬৫টি ভোট পড়েছে বিলের সমর্থনে। সাতটি ভোট পড়েছে বিপক্ষে।

আরও পড়ুনঃ

একদিনে বহিষ্কৃত দুই তৃণমূল সাংসদ, দিদিকে ছেড়ে মোদীর দলে আর কে কে

লোকসভা ভোটের আগেই মমতার ঘর ভাঙছেন মুকুল, সৌমিত্রকে দিয়ে শুরু

বাংলায় রাস্তায় বিজেপির রথ চলবে কিনা ঠিক হবে আগামী মঙ্গলবার

Exclusive: লোকসভা ভোটের আগে মমতার পুলিশে ব্যপক রদবদল, ১২০ অফিসার বদলি

বউ অদল বদল, বিকৃত যৌনাচারে ধর্ষণের অভিযোগ গৃহবধূর

উচ্চবর্ণের সংরক্ষণ জন্য এই সংশোধনীর প্রয়োজন ছিল। এই বিল পাস হওয়ায় শিক্ষা ও চাকরিতে আর্থিকভাবে পিছিয়ে পড়া উচ্চবর্ণের মানুষেরাও সংরক্ষণের আওতায় আসবেন।

উচ্চবর্ণের আর্থিক ভাবে পিছিয়ে পড়াদের সংরক্ষণ নিয়ে তোলপাড় হয় রাজ‍্যসভাও। মোদী সরকার বলছে, ‘এটা স্লগ ওভারে ছক্কা’। পালটা কংগ্রেস বলছে, ‘সংরক্ষণকে সমর্থন’। কিন্তু ভোটের মুখে এই বিল আনা নিয়েই সন্দেহ প্রকাশ করেছে তারা।

সংরক্ষণকে সমর্থন করলেও বিরোধীরা প্রায় একসুরে কটাক্ষ করে বলেছে, ‘ঠিক ভোটের মুখেই গরিবদের কথা মনে পড়ল মোদী সরকারের। এটা গিমিক ছাড়া আর কি’। তবে বিরোধীদের কটাক্ষ ও বাধার মুখেও উচ্চবর্ণ সংরক্ষণ বিল পাস হয়ে যাওয়াতে খুশি বিজেপি শিবির। লোকসভায় আগেই পাস হয়ে গিয়েছিল উচ্চবর্ণ সংরক্ষণ বিল৷ রাজ্যসভাতেও সেই বিল পাস হয়ে যাওয়ায় দারুণ খুশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

আরও পড়ুনঃ

কুম্ভমেলায় বিশ্বরেকর্ড গড়ল যোগীর রাজ্য, তৈরি হল আস্ত একটা শহর

সোনিয়া রাহুলকে ১০০ কোটি টাকা আয়কর ফাঁকি দেওয়ার নোটিশ

গুরুবারে শুরু অযোধ্যায় রাম মন্দির বাবরি মসজিদ শেষ লড়াই

উচ্চবর্ণের গরীব হিন্দুদের জন্য সংরক্ষণ মোদীর, দেশ জুড়ে বিতর্ক

নরেন্দ্র মোদী জানিয়েছেন, এই বিলের প্রতি এত বিস্তৃত সমর্থন দেখে তিনি দারুণ খুশি৷ এই বিষয়ে সংসদে বেশ কার্যকরী ও উৎপাদনশীল বিতর্ক হয়৷ যেখানে হাউসের মেম্বাররা নিজেদের মত দারুণভাবে প্রকাশ করেছেন৷

এদিকে এর আগে লোকসভায় সংরক্ষণ ও নাগরিকত্ব সংশোধনী বিল পাস হতেই, ভোটপ্রচারে নেমে পড়লেন নরেন্দ্র মোদী। বুধবার শোলাপুরে প্রধানমন্ত্রীর সরকারি মঞ্চই হয়ে উঠল নির্বাচনী প্রচারসভায়। দুই বিল পাস নিয়ে কৃতিত্ব জাহির করতে ছাড়লেন না নরেন্দ্র মোদী।

লোকসভার আগে সরকারের ঘোষণা যথেষ্ট গুরুত্বপূর্ণ। আর্থিকভাবে পিছিয়ে পড়া উচ্চবর্ণের চাকরিপ্রার্থীদের জন্য এই সংরক্ষণ থাকবে। এই বিল ভোটবাক্সে মোদীর বিজেপিকে কতটা সাহায্য করে সেটাই এখন দেখার।

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

]]>
তিন তালাক বিল পেশ রাজ্যসভায়, সরকারের বিরুদ্ধে একজোট বিরোধীরা https://thenewsbangla.com/triple-talaq-bill-in-rajya-sabha-opposition-opposes-the-government/ Mon, 31 Dec 2018 08:31:19 +0000 https://www.thenewsbangla.com/?p=5009 The News বাংলা, নিউ দিল্লি: সোমবার তিন তালাক বিল নতুন ভাবে পেশ হল রাজ্যসভায়। নতুন ভাবে আনা তিন তালাক বিল নিয়ে গত বৃহস্পতিবারই লোকসভায় আলোচনা হয়। কংগ্রেস, বাম, টিডিপি, তৃণমূল ও শিবসেনা সহ বিরোধীদের বিরোধিতা সত্ত্বেও সংখ্যাগরিষ্ঠের জোরে লোকসভায় পাস হয়ে যায় এই বিল। সোমবার রাজ্যসভায় ফের সরকারের বিরুদ্ধে এককাট্টা বিরোধীরা।

আরও পড়ুনঃ নতুন বছরে পেট্রোল ডিজেলের দাম রেকর্ড কমতে চলেছে

আলোচনার জন্য সোমবার দুপুরে ফের একবার রাজ্যসভায় উঠছে নতুন তিন তালাক বিল। ২০১৭ সালের অগাস্ট মাসে সুপ্রিম কোর্ট জানিয়ে দেয় তিন তালাক প্রথার অবসান করে দেওয়ার সময় এসেছে। তারপর আইন তৈরি করে কেন্দ্রীয় সরকার। তবে সেবারও রাজ্যসভায় বিরোধীদের বিরোধিতায় আটকে যায় তিন তালাক বিল।

আরও পড়ুনঃ কাশ্মীরে অনুপ্রবেশকারী হিংস্র পাকিস্তান ব্যাট সেনাকে খতম ভারতীয় সেনার

তিন তালাক বিল পেশ রাজ্যসভায়, সরকারের বিরুদ্ধে একজোট বিরোধীরা/The News বাংলা
তিন তালাক বিল পেশ রাজ্যসভায়, সরকারের বিরুদ্ধে একজোট বিরোধীরা/The News বাংলা

আরও পড়ুনঃ চিন সীমান্তে ভগবান হয়ে পর্যটকদের উদ্ধার ভারতীয় সেনার

এর আগে জানুয়ারি মাসে একটি বিল তৈরি হয়েছিল, সেটি লোকসভায় পাস হলেও রাজ্যসভায় পাস করান যায়নি। এরপর তাতে সংশোধন করা হল। নতুন আইনে বলা আছে তিন তালাক দেওয়া স্বামীর তিন বছরের জেল পর্যন্ত হতে পারে।

আরও পড়ুন: বছর শেষে আবার ইন্দ্রপতন, প্রয়াত চিত্র পরিচালক মৃনাল সেন

গত বৃহস্পতিবার লোকসভার মত, এদিনও রাজ্যসভায় সব সাংসদদের উপস্থিত থাকার জন্য নির্দেশ জারি করেছে বিজেপি নেতৃত্ব। বিল উত্থাপনের সময় যাতে প্রত্যেক সাংসদ রাজ্যসভায় উপস্থিত থাকেন ও পরে ভোটাভুটিতে অংশ নেন, সে ব্যাপারে এদিন হুইপে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে বিজেপির তরফ থেকে। শুধু তাই নয়, এই নির্দেশ কেউ অমান্য করলে তাঁর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারিও দেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ অবিশ্বাস্য জয়, ২৯৯ আসনের মধ্যে ২৮৮ আসনে জিতে ফের ক্ষমতায় শেখ হাসিনা

তিন তালাক বিল পেশ রাজ্যসভায়, সরকারের বিরুদ্ধে একজোট বিরোধীরা/The News বাংলা
তিন তালাক বিল পেশ রাজ্যসভায়, সরকারের বিরুদ্ধে একজোট বিরোধীরা/The News বাংলা

আরও পড়ুনঃ শহীদ জওয়ানকে সম্মান নয়, সেনাকে পাথর ছুঁড়ে দেশদ্রোহীরাই ভারতে ‘নায়ক’

অন্যদিকে লোকসভার মত আলোচনার পর ভোটাভুটির কথা মাথায় রেখে রাজ্যসভা সাংসদদের ওপর হুইপ জারি করেছে কংগ্রেসও। কংগ্রেসের তরফ থেকেও প্রত্যেক সাংসদকে অবশ্যই আজ রাজ্যসভায় হাজির থাকতে নির্দেশ দেওয়া হয়েছে।

আরও পড়ুন: নেতাজী সুভাষচন্দ্র বসুর ‘আজাদ লড়াই’কে সম্মান নরেন্দ্র মোদীর

সোমবার শুরুতেই সংসদে কংগ্রেস নেতা গুলাম নবি আজাদের ঘরে এক জরুরী বৈঠকে বসেন বিরোধী নেতারা। সেখানেই ঠিক হয়, কোনরকমেই সরকারকে এই তিন তালাকের নতুন বিল রাজ্যসভায় পাস করাতে দেওয়া হবে না। বিভিন্ন বিষয় নিয়ে এই তিন তালাকের নতুন বিলের বিরোধিতা করছে বিরোধীরা। তবে লোকসভা ভোটের আগে তিন তালাককে যাতে ইস্যু করতে না পারে বিজেপি, সেই জন্যই বিল আটকাতে তৎপর বিরোধীরা, বলছে রাজনৈতিক বিশেষজ্ঞরা।

আরও পড়ুনঃ লোকঠকানির লোন মাপ, রাহুলকে লজ্জায় ফেলে আত্মঘাতী কৃষক

বিল বিতর্কে বিজেপি বিরোধিতায় কংগ্রেস এর পক্ষেই শিবসেনা, তেলেগু দেশম পার্টি, তৃণমূল কংগ্রেস সহ অনেক বিরোধী দল। এমনকি তিল তালাক বিলের বিরোধিতায় বামেরাও। তিন তালাকে তিন বছরের কারাদণ্ডের সংস্থান রেখে সেপ্টেম্বরে অর্ডিন্যান্স জারি করে সরকার। সেই অর্ডিন্যান্সে আইনি বৈধতা দিতেই সংসদে বিলও পেশ করা হয়।

আরও পড়ুন: লোকসভার আগেই রামমন্দির রায় দিতে সুপ্রিম কোর্টকে আর্জি মোদীর মন্ত্রীর

অন্যদিকে নরেন্দ্র মোদী, অমিত শাহ, অরুণ জেটলিরাও বৈঠকে বসেন। এর আগেও লোকসভায় পাস হলেও, রাজ্যসভায় আটকে যায় তিন তালাক বিল। বিরোধীদের একাধিক সংশোধনী খারিজ করে সরকার। যদিও, অর্ডিন্যান্সে বিরোধীদের দাবি মেনে, তিন তালাকে জামিনের সংস্থান রাখা হয়।

লোকসভায় মোদীর তিল তালাক বিল বিতর্কে বিরোধিতায় কংগ্রেস বাম তৃণমূল/The News বাংলা
লোকসভায় মোদীর তিল তালাক বিল বিতর্কে বিরোধিতায় কংগ্রেস বাম তৃণমূল/The News বাংলা

একাধিক ধারা বদলে যাওয়ায় ফের নতুন করে তিন তালাক বিল লোকসভায় পেশ করেছে সরকার। পাসও হয়ে গেছে। এবারও রাজ্যসভায় বিল আটকে গেলে সরকারকে আবার অর্ডিন্যান্স জারি করতে হবে। আর তিন তালাক বিল যৌথ সিলেক্ট কমিটিতে পাঠাতে বদ্ধ পরিকর বিরোধীরা।

আরও পড়ুনঃ EXCLUSIVE: কলকাতা থেকে পুলিশ ও ব্যবসায়ীদের টাকা যাচ্ছে জঙ্গিদের হাতে

এদিকে লোকসভা ভোটের আগেই তিন তালাক বিল সংসদে পাশ করতে বদ্ধপরিকর বিজেপি। তিন তালাক বিল পাস করে সেটাই ভোটের অন্যতম প্রচারের হাতিয়ার করতে চায় গেরুয়া শিবির। কিন্তু কংগ্রেস ও বিরোধীরা, বিজেপির এই বড় হাতিয়ারকেই আটকাতে চাইছে। কংগ্রেস চায় তিন তালাক বিল যৌথ সিলেক্ট কমিটিতে পাঠাতে। আর সেই নিয়েই চলছে বিতর্ক। সোমবারও দুপুর থেকেই রাজ্যসভায় শুরু হবে বিল নিয়ে আলোচনা।

আরও পড়ুনঃ অগাস্টা ওয়েস্টল্যান্ড হেলিকপ্টার দুর্নীতিতে নাম জড়াল সোনিয়ার সঙ্গে রাহুলেরও

তিন তালাক বিল পেশ রাজ্যসভায়, সরকারের বিরুদ্ধে একজোট বিরোধীরা/The News বাংলা
তিন তালাক বিল পেশ রাজ্যসভায়, সরকারের বিরুদ্ধে একজোট বিরোধীরা/The News বাংলা

আরও পড়ুনঃ EXCLUSIVE: দিল্লীর নির্ভয়া ধর্ষণ কাণ্ডের পরেও নিরাপত্তাহীন কলকাতার বাস

দেখে নিন, নতুন তিন তালাক বিলে কি কি থাকছে:

১. এই নতুন আইনের সবচেয়ে বড় দিক হল এটায় তিন বছর পর্যন্ত জেলের সুপারিশ করা আছে। তাছাড়া স্বামীকে জরিমানা দেওয়ার কথাও বলা আছে নতুন আইনে। বলা হয়েছে নিকা হালালা-র বিরুদ্ধেও।

২. গত বৃহস্পতিবার দুপুর ২টো নাগাদ বিলটি লোকসভায় পেশ করেন কেন্দ্রীয় আইনমন্ত্রী রবিশঙ্কর প্রসাদ। সংশোধিত বিলের উপর চার ঘণ্টা ধরে চর্চা হয়ে, সরকারের সংখ্যাগরিষ্ঠের জোরে পাসও হয়ে যায়। তবে রাজ্যসভায় সংখ্যাগরিষ্ঠ নয় সরকার। তাই তিন তালাক বিল রাজ্যসভায় ফের পেশ হলেও আটকে যাবে।

আরও পড়ুন: ২২ বছর পর ফের ভূস্বর্গে রাষ্ট্রপতি শাসন

৩. তিন তালাককে ফৌজদারি অপরাধ হিসেবে চিহ্নিত করার বিরোধিতা করেছে বিরোধী দলগুলি। কংগ্রেস, বাম, টিডিপি, তৃণমূল ও শিবসেনা সহ বিরোধীদের অনেকেই।

৪. বিরোধীদের সমালোচনার মাঝে পড়ে তিল তালাক বিলে কয়েকটি পরিবর্তন করেছে কেন্দ্র। তবে তিন বছরের জেলের বিষয়টি একই ভাবে বলবৎ থাকছে।

৫. এখন থেকে তিন তালাক পাওয়া স্ত্রী বা তাঁর নিকট আত্মীয়রা ছাড়া অন্য কেউ স্বামীর বিরুদ্ধে এই মর্মে অভিযোগ করতে পারবেন না। আইনে বলা হয়েছে অভিযুক্ত স্বামী জামিন পাবেন কিনা সেই সিদ্ধান্ত নেবেন ম্যাজিস্টেট।

]]>