Rajiv Kumar – The News বাংলা https://thenewsbangla.com Bengali News Portal Mon, 27 May 2019 12:20:38 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.2 https://thenewsbangla.com/wp-content/uploads/2018/09/cropped-cdacf4af-1517-4a2e-9115-8796fbc7217f-32x32.jpeg Rajiv Kumar – The News বাংলা https://thenewsbangla.com 32 32 ৭ দিন সময় চাইলেন রাজীব কুমার, পুলিশকে খুঁজতে জাল ফেলেছে সিবিআই https://thenewsbangla.com/rajiv-kumar-disappear-cbi-is-scerching-for-former-kolkata-cp/ Mon, 27 May 2019 12:20:38 +0000 https://www.thenewsbangla.com/?p=13387 গ্রেফতারি এড়াতে ৭ দিন সময় চাইলেন; কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার রাজীব কুমার। কিন্তু সিবিআই তাঁকে সেই সময় দিতে নারাজ। বাংলার পাশাপাশি উত্তরপ্রদেশেও; রাজীবকে ধরতে জাল ফেলল সিবিআই। সোমবারই সিআইডির এক পুলিশ অফিসার; রাজীব কুমারের চিঠি নিয়ে সিবিআই দফতরে যান।

তাতে ব্যক্তিগত কারণের জন্য; সাতদিন সময় চান রাজীব। জানিয়েছেন, তিনি এখন উত্তরপ্রদেশে। কিন্তু সিবিআই তাঁকে সেই সময় দিতে নারাজ। গ্রেফতারি এড়াতে নিজের ফোন ব্যবহার করছেন না রাজীব; এমনটাই জানা গেছে। সোমবার সকাল ১০ টার মধ্যে সিবিআই দফতরে; তাঁকে হাজিরা দিতে ডেকেছিল সিবিআই। কিন্তু তাতে কর্ণপাত করেননি; সারদা নথি হেরাফেরি কাণ্ডে যুক্ত কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার রাজীব কুমার।

গতকাল থেকেই, সিবিআইয়ের বিভিন্ন দল তাঁকে হন্যে হয়ে খুঁজছে। দেখা মাত্র রাজীব কুমারকে গ্রেফতার করা হবে। মনে করা হচ্ছে; কলকাতা হাইকোর্ট বা বারাসত আদালতে; তিনি সোমবার বা মঙ্গলবারই আগাম জামিনের আবেদন করতে পারেন।

দেখতে পেলেই গ্রেফতার; রাজীব কুমারের বিরুদ্ধে লুক আউট নোটিশ জারি করেছে সিবিআই। জেলে যাওয়া ছাড়া; আর কোন রাস্তাই নেই কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনারের কাছে। চরম অস্বস্তিতে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার। হাইকোর্ট বা বারাসতে আগাম জামিনের আবেদন করতেই; লুকিয়ে আছেন তিনি। এমনটাই সন্দেহ সিবিআইয়ের।

শেষ আশাও শেষ হয়ে গিয়েছিল আগেই। আগাম জামিন এর আবেদন; শোনেইনি দেশের শীর্ষ আদালত। কলকাতা হাইকোর্ট বা বারাসত কোর্ট; কোথায় আগাম জামিন পাননি রাজীব। এরপরেই তাঁর বিরুদ্ধে লুক আউট নোটিশ জারি করে সিবিআই।

সারদা কেলেঙ্কারিতে প্রমাণ লোপাটে অভিযুক্ত; কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার রাজীব কুমার। মমতার প্রিয় এই অফিসারকে যে কোন মুহূর্তে গ্রেফতার করবে সিবিআই। লুক আউট নোটিশ জারির পর; বাঁচার আর কোন রাস্তা রইল না রাজীবের।

সুপ্রিম কোর্টে আগেই জোর ধাক্কা খান মমতার প্রিয় অফিসার; আইপিএস ও কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার রাজীব কুমার। রাজীব কুমারকে গ্রেফতার করা যাবে না; এই রক্ষাকবচ তুলে নেয় দেশের শীর্ষ আদালত।

এরপর, মমতার প্রিয় অফিসার রাজীব কুমারের আগাম জামিনের আবেদন শোনেইনি; সুপ্রিম কোর্টের বিচারপতি অরুণ মিশ্রর ডিভিশন বেঞ্চ। তাঁকে গ্রেফতার করা যাবে না, সুপ্রিম কোর্টের এই রক্ষাকবচ তুলে নেওয়ার পর; আর আগাম জামিনের আবেদন শোনার কোন প্রশ্নই নেই বলে; জানিয়ে দেন বিচারপতি অরুণ মিশ্র।

নিজেদের হেফাজতে নিয়ে; রাজীব কুমারকে জেরা করবে সিবিআই। রাজীব কুমারকে নিয়ে সিবিআই মমতা; বা রাজ্য কেন্দ্র সংঘর্ষ অনেক দিন ধরেই চলছে। সিবিআই লাউডন স্ট্রিটে তাঁর বাসভবনে হানা দেওয়ার পর; সিবিআই কর্তাদের বাড়ির ভিতর ঢুকতে বাধা দেয় কলকাতা পুলিশ।

সিবিআই হানার প্রতিবাদে; মেট্রো চ্যানেলে ধর্নায় বসেন মুখ্যমন্ত্রী মমতা। ধর্নামঞ্চে যোগ দেন রাজীবও। এখন যে কোন মুহূর্তে গ্রেফতারের মুখে; মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রিয় পুলিশ অফিসার।

]]>
সিবিআই এর ডাকে গরহাজির, কোথায় লুকিয়ে রাজীব কুমার, খুঁজছে সিবিআই https://thenewsbangla.com/rajiv-kumar-not-present-at-cbi-office-cbi-seeks-rajiv-kumar-everywhere/ Mon, 27 May 2019 08:25:43 +0000 https://www.thenewsbangla.com/?p=13372 সকাল ১০ টার মধ্যে সিবিআই দফতরে; তাঁকে হাজিরা দিতে ডেকেছিল সিবিআই। কিন্তু তাতে কর্ণপাত করেননি; সারদা নথি হেরাফেরি কাণ্ডে যুক্ত কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার রাজীব কুমার। সিবিআইয়ের বিভিন্ন দল তাঁকে হন্যে হয়ে খুঁজছে। দেখা মাত্র রাজীব কুমারকে গ্রেফতার করা হবে। মনে করা হচ্ছে; কলকাতা হাইকোর্ট বা বারাসত আদালতে; তিনি সোমবারই আগাম জামিনের আবেদন করতে পারেন।

দেখতে পেলেই গ্রেফতার; রাজীব কুমারের বিরুদ্ধে লুক আউট নোটিশ জারি করেছে সিবিআই। জেলে যাওয়া ছাড়া; আর কোন রাস্তাই নেই কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনারের কাছে। চরম অস্বস্তিতে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার। হাইকোর্ট বা বারাসতে আগাম জামিনের আবেদন করতেই; লুকিয়ে আছেন তিনি। এমনটাই সন্দেহ সিবিআইয়ের।

শেষ আশাও শেষ হয়ে গিয়েছিল আগেই। আগাম জামিন এর আবেদন; শোনেইনি দেশের শীর্ষ আদালত। কলকাতা হাইকোর্ট বা বারাসত কোর্ট; কোথায় আগাম জামিন পাননি রাজীব। এরপরেই তাঁর বিরুদ্ধে লুক আউট নোটিশ জারি করে সিবিআই।

সারদা কেলেঙ্কারিতে প্রমাণ লোপাটে অভিযুক্ত; কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার রাজীব কুমার। মমতার প্রিয় এই অফিসারকে যে কোন মুহূর্তে গ্রেফতার করবে সিবিআই। লুক আউট নোটিশ জারির পর; বাঁচার আর কোন রাস্তা রইল না রাজীবের।

সুপ্রিম কোর্টে আগেই জোর ধাক্কা খান মমতার প্রিয় অফিসার; আইপিএস ও কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার রাজীব কুমার। রাজীব কুমারকে গ্রেফতার করা যাবে না; এই রক্ষাকবচ তুলে নেয় দেশের শীর্ষ আদালত।

এরপর, মমতার প্রিয় অফিসার রাজীব কুমারের আগাম জামিনের আবেদন শোনেইনি; সুপ্রিম কোর্টের বিচারপতি অরুণ মিশ্রর ডিভিশন বেঞ্চ। তাঁকে গ্রেফতার করা যাবে না, সুপ্রিম কোর্টের এই রক্ষাকবচ তুলে নেওয়ার পর; আর আগাম জামিনের আবেদন শোনার কোন প্রশ্নই নেই বলে; জানিয়ে দেন বিচারপতি অরুণ মিশ্র।

নিজেদের হেফাজতে নিয়ে; রাজীব কুমারকে জেরা করবে সিবিআই। রাজীব কুমারকে নিয়ে সিবিআই মমতা; বা রাজ্য কেন্দ্র সংঘর্ষ অনেক দিন ধরেই চলছে। সিবিআই লাউডন স্ট্রিটে তাঁর বাসভবনে হানা দেওয়ার পর; সিবিআই কর্তাদের বাড়ির ভিতর ঢুকতে বাধা দেয় কলকাতা পুলিশ।

সিবিআই হানার প্রতিবাদে; মেট্রো চ্যানেলে ধর্নায় বসেন মুখ্যমন্ত্রী মমতা। ধর্নামঞ্চে যোগ দেন রাজীবও। এখন যে কোন মুহূর্তে গ্রেফতারের মুখে; মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রিয় পুলিশ অফিসার।

]]>
ধরতে পারলেই গ্রেফতার, রাজীব কুমারের বিরুদ্ধে লুক আউট নোটিশ জারি https://thenewsbangla.com/cbi-issued-look-out-notice-against-rajiv-kumar-in-sarda-chitfund-case/ Sun, 26 May 2019 06:04:04 +0000 https://www.thenewsbangla.com/?p=13321 দেখতে পেলেই গ্রেফতার; রাজীব কুমারের বিরুদ্ধে লুক আউট নোটিশ জারি করল সিবিআই। ধরতে পারলেই গ্রেফতার করা হবে রাজীব কুমারকে। জেলে যাওয়া ছাড়া; আর কোন রাস্তা রইল না কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনারের কাছে। চরম অস্বস্তিতে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার।

শেষ আশাও শেষ হয়ে গিয়েছিল আগেই। আগাম জামিন এর আবেদন; শোনেইনি দেশের শীর্ষ আদালত। কলকাতা হাইকোর্ট বা বারাসত কোর্ট; কোথায় আগাম জামিন পাননি রাজীব। এরপরেই তাঁর বিরুদ্ধে লুক আউট নোটিশ জারি করে সিবিআই। দেখামাত্র গ্রেফতার করা হবে তাঁকে।

যে কোন মুহূর্তে গ্রেফতার হবেন; সারদা কেলেঙ্কারিতে প্রমাণ লোপাটে অভিযুক্ত; কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার রাজীব কুমার। মমতার প্রিয় এই অফিসারকে যে কোন মুহূর্তে গ্রেফতার করবে সিবিআই। লুক আউট নোটিশ জারির পর; বাঁচার আর কোন রাস্তা রইল না রাজীবের।

সুপ্রিম কোর্টে আগেই জোর ধাক্কা খান মমতার প্রিয় অফিসার; আইপিএস ও কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার রাজীব কুমার। রাজীব কুমারকে গ্রেফতার করা যাবে না; এই রক্ষাকবচ তুলে নেয় দেশের শীর্ষ আদালত। এর ফলে প্রবল চাপে পড়ে যান; মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রিয় পুলিশ অফিসার।

এরপর, মমতার প্রিয় অফিসার রাজীব কুমারের আগাম জামিনের আবেদন শোনেইনি; সুপ্রিম কোর্টের বিচারপতি অরুণ মিশ্রর ডিভিশন বেঞ্চ। তাঁকে গ্রেফতার করা যাবে না, সুপ্রিম কোর্টের এই রক্ষাকবচ তুলে নেওয়ার পর; আর আগাম জামিনের আবেদন শোনার কোন প্রশ্নই নেই বলে; জানিয়ে দেন বিচারপতি অরুণ মিশ্র।

এবার নিজেদের হেফাজতে নিয়ে; রাজীব কুমারকে জেরা করবে সিবিআই। রাজীব কুমারকে নিয়ে সিবিআই মমতা; বা রাজ্য কেন্দ্র সংঘর্ষ অনেক দিন ধরেই চলছে। নির্বাচন কমিশনও; সেই আগুনে ঘৃতাহুতি দেয় বলাই যায়। এডিজি সিআইডির পদ থেকে সরিয়ে; রাজীব কুমারকে বাংলা ছাড়া করেছে নির্বাচন কমিশন। বাংলা থেকে সরিয়ে রাজীব কুমারকে পাঠান হয়েছে দিল্লিতে; কেন্দ্রীয় স্বরাষ্ট্র দফতরে।

সিবিআই লাউডন স্ট্রিটে তাঁর বাসভবনে হানা দেওয়ার পর; সিবিআই কর্তাদের বাড়ির ভিতর ঢুকতে বাধা দেয় কলকাতা পুলিশ। সিবিআই হানার প্রতিবাদে; ধর্মতলার মেট্রো চ্যানেলে ধর্নায় বসে যান স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা। ধর্নামঞ্চে যোগ দেন স্বয়ং রাজীবও। এখন যে কোন মুহূর্তে গ্রেফতারের মুখে; মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রিয় পুলিশ অফিসার।

]]>
রাজীব কুমারের সময়সীমা শেষ, যে কোন মুহূর্তে গ্রেফতার করবে সিবিআই https://thenewsbangla.com/rajiv-kumar-deadline-ends-cbi-will-arrest-mamata-banerjees-best-officer/ Fri, 24 May 2019 08:37:46 +0000 https://www.thenewsbangla.com/?p=13234 শেষ আশাও শেষ। আগাম জামিন এর আবেদন; শুনলই না দেশের শীর্ষ আদালত। যে কোন মুহূর্তে গ্রেফতার হবেন; সারদা কেলেঙ্কারিতে অভিযুক্ত; কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার রাজীব কুমার। মমতার প্রিয় এই অফিসারকে যে কোন মুহূর্তে গ্রেফতার করবে সিবিআই।

মমতার প্রিয় অফিসার রাজীব কুমারের আগাম জামিনের আবেদন শুনলই না; সুপ্রিম কোর্টের বিচারপতি অরুণ মিশ্রর ডিভিশন বেঞ্চ। তাঁকে গ্রেফতার করা যাবে না, সুপ্রিম কোর্টের এই রক্ষাকবচ তুলে নেওয়ার পর; আর আগাম জামিনের আবেদন শোনার কোন প্রশ্নই নেই বলে; জানিয়ে দিয়েছেন বিচারপতি অরুণ মিশ্র। এই নির্দেশের পর মনে করা হচ্ছে; যে কোন মুহূর্তে সিবিআই গ্রেফতার করবে রাজীব কুমারকে।

সুপ্রিম কোর্টে আগেই জোর ধাক্কা খান মমতার প্রিয় অফিসার; আইপিএস ও কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার রাজীব কুমার। রাজীব কুমারকে গ্রেফতার করা যাবে না; এই রক্ষাকবচ তুলে নেয় দেশের শীর্ষ আদালত। এর ফলে প্রবল চাপে পড়ে যান; মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রিয় পুলিশ অফিসার।

তবে সাত দিন সময়সীমা; দেওয়া হয়েছিল রাজীব কুমারকে। এর মধ্যে তিনি আগাম জামিনের আবেদন করতে পারতেন। সেই আবেদনই শুক্রবার খারিজ করল দেশের শীর্ষ আদালত। এরপর থেকেই রাজীব কুমারকে নজরবন্দী করে রেখেছে সিবিআই। নিজেদের হেফাজতে নিয়ে এবার রাজীব কুমারকে; জেরা করতে পারবে সিবিআই।

রাজীব কুমারকে নিয়ে সিবিআই মমতা; বা রাজ্য কেন্দ্র সংঘর্ষ অনেক দিন ধরেই চলছে। নির্বাচন কমিশনও; সেই আগুনে ঘৃতাহুতি দেয় বলাই যায়। এডিজি সিআইডির পদ থেকে সরিয়ে; রাজীব কুমারকে বাংলা ছাড়া করেছে নির্বাচন কমিশন। বাংলা থেকে সরিয়ে রাজীব কুমারকে পাঠান হয়েছে দিল্লিতে; কেন্দ্রীয় স্বরাষ্ট্র দফতরে।

সারদা কাণ্ডে তাঁকে নিয়ে উত্তাল হয়; রাজ্য তথা দেশের রাজনৈতিক মহল। সিবিআই লাউডন স্ট্রিটে তাঁর বাসভবনে হানা দেওয়ার পর; সিবিআই কর্তাদের বাড়ির ভিতর ঢুকতে বাধা দেন তাঁর নিরাপত্তারক্ষীরা। তারপর সিবিআই কর্তাদের ধাক্কা মারতে মারতে; থানায় নিয়ে যান কলকাতা পুলিশের কর্তারা।

সিবিআই হানার প্রতিবাদে; ধর্মতলার ধর্নায় বসেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা। ধর্নামঞ্চে যোগ দেন স্বয়ং রাজীব কুমারও। শুক্রবার তাঁর আগাম জামিনের আবেদন খারিজ করল দেশের শীর্ষ আদালত। যে কোন মুহূর্তে গ্রেফতারের মুখে; মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রিয় পুলিশ অফিসার।

]]>
বাংলা থেকে সরিয়ে রাজীব কুমারকে পাঠান হল দিল্লির স্বরাষ্ট্র দফতরে https://thenewsbangla.com/election-commission-removes-rajiv-kumar-from-bengal-to-delhi-home-affairs/ Wed, 15 May 2019 17:22:05 +0000 https://www.thenewsbangla.com/?p=12969 কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার রাজীব কুমারকে নিয়ে; কেন্দ্র রাজ্য সংঘর্ষ অব্যহত। এবার নির্বাচন কমিশন বাংলা থেকে সরিয়ে রাজীব কুমারকে পাঠিয়ে দিল দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্র দফতরে। আর এই ঘটনায় ফের মমতা ও কেন্দ্রের মধ্যে শুরু সংঘাত।

আরও পড়ুনঃ নরেন্দ্র মোদীর জয়ের ভবিষ্যৎবানী করে বরখাস্ত কলেজ অধ্যাপক

রাজীব কুমারকে নিয়ে সিবিআই মমতা; বা রাজ্য কেন্দ্র সংঘর্ষ অনেক দিন ধরেই চলছে। নির্বাচন কমিশন সেই আগুনে ঘৃতাহুতি দিল বলাই যায়। এডিজি সিআইডির পদ থেকে সরিয়ে; রাজীব কুমারকে বাংলা ছাড়া করল নির্বাচন কমিশন। বাংলা থেকে সরিয়ে রাজীব কুমারকে পাঠান হল দিল্লিতে; কেন্দ্রীয় স্বরাষ্ট্র দফতরে। বৃহস্পতিবার সকাল ১০ টায় তাঁকে হাজিরা দিতে হবে; দিল্লিতে স্বরাষ্ট্র দফতরে।

আরও পড়ুনঃ ভোট প্রচারে হিংসা, বাংলায় ভোট প্রচার ১ দিন কমিয়ে দিল নির্বাচন কমিশন

সারদা কাণ্ডে তাঁকে নিয়ে উত্তাল হয়; রাজ্য তথা দেশের রাজনৈতিক মহল। সিবিআই লাউডন স্ট্রিটে তাঁর বাসভবনে হানা দেওয়ার পর; সিবিআই কর্তাদের বাড়ির ভিতর ঢুকতে বাধা দেন তাঁর নিরাপত্তারক্ষীরা। তারপর তাঁদের কার্যত ধাক্কা মারতে মারতে; থানায় নিয়ে যান কলকাতা পুলিশের কর্তারা।

সন্ত্রাস রুখতে ব্যর্থ, সরিয়ে দেওয়া হল মমতার স্বরাষ্ট্র সচিবকে

পুলিশ কমিশনারের বাড়িতে সিবিআই হানার প্রতিবাদে; ধর্মতলার মেট্রো চ্যানেলে ধর্নায় বসে যান স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ধর্নামঞ্চে পৌঁছে যান স্বয়ং রাজীব কুমারও। কিন্তু কে এই রাজীব কুমার? ১৯৮৯ এর ব্যাচের উত্তরপ্রদেশ ক্যাডারের এই আইপিএস অফিসার; কেরিয়ারের শুরুর দিন থেকেই নির্ভীক পুলিশ অফিসার হিসেবে পরিচিত। তাঁর বাবা ছিলেন উত্তরপ্রদেশের চান্দোসীর এক কলেজের অধ্যাপক।

আরও পড়ুনঃ মমতাকে সাদ্দাম হুসেনের সাথে তুলনা করলেন বিবেক ওবেরয়

আইপিএস জীবনের প্রায় শুরুর দিন থেকেই; তিনি রয়েছেন পশ্চিমবঙ্গতে। এর আগে ছিলেন নদিয়ার পুলিশ সুপার। ২০১৬ সালে সুরজিৎ কর পুরকায়স্থের জায়গায়; তিনি আসেন কলকাতা পুলিশ কমিশনার হিসেবে। ২০১৩ সালে চিটফান্ড কেলেঙ্কারী মামলায়; রাজ্য সরকার যে বিশেষ তদন্তকারী দল তৈরি করেছিল; তার দায়িত্বে ছিলেন রাজীব কুমার। এবার তাঁকে পাকাপাকি ভাবে বাংলা ছাড়া করল নির্বাচন কমিশন।

]]>
সারদা দুর্নীতিতে রাজীব কুমারকে গ্রেফতার করতে সুপ্রিম কোর্টে সিবিআই https://thenewsbangla.com/cbi-on-supreme-court-to-arrest-rajiv-kumar-in-saradha-scam-at-bengal/ Sat, 06 Apr 2019 11:38:20 +0000 https://www.thenewsbangla.com/?p=10203 ভোটের মুখে ফের অস্বস্তিতে কলকাতা পুলিশের প্রাক্তন পুলিশ কমিশনার রাজীব কুমার। বর্তমানে সিআইডি প্রধানের পদে থাকা রাজীব কুমারকে গ্রেপ্তারের জন্য নতুন করে শনিবার সুপ্রিম কোর্টে আবেদন জানাল সিবিআই। সারদা দুর্নীতির তদন্তে থাকা এই আইপিএস আধিকারিককে নিজেদের হেফাজতে নিতে মরিয়া কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা।

আরও পড়ুনঃ রাজ্যকে না জানিয়ে পুলিশ কর্তাদের সরিয়ে দেওয়ায় মমতার তোপের মুখে নির্বাচন কমিশন

শনিবার শীর্ষ আদালতে সিবিআইয়ের অভিযোগ, শিলংয়ে জেরার সময় কোনওরকম সহযোগিতা করেননি রাজীব কুমার। এমনকি তদন্তেও কোনওরকম সাহায্য করেছেন না তিনি। উলটে সাক্ষীদের প্রভাবিত করছেন তিনি, এমনটাই অভিযোগ। তাই দ্রুত রাজীব কুমারকে নিজেদের হেফাজতে নিয়ে জেরা করতে চায় সিবিআই। সেই মর্মে এদিন দেশের শীর্ষ আদালতে আবেদন জানিয়েছে সিবিআই। ভোটের মুখে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার এহেন পদক্ষেপে ফের অস্বস্তি বাড়ল রাজ্য সরকারের।

আরও পড়ুনঃ কলকাতার পুলিশ কমিশনার বদল, মমতা ঘনিষ্ঠ অফিসারদের ভোট থেকে দূরে রাখা হল

এর আগে সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল তত্কালীন কলকাতার নগরপাল রাজীব কুমারকে কোনও পরিস্থিতিতেই গ্রেফতার করা যাবে না। সেই নির্দেশ প্রত্যাহারের আর্জি নিয়েই আদালতের দ্বারস্থ হয়েছে সিবিআই।

আরও পড়ুনঃ বিরোধীদের সব অভিযোগ উড়িয়ে মমতার পুলিশ দিয়েই ভোট হবে রাজ্যে

সুপ্রিম কোর্টের নির্দেশেই প্রায় এক সপ্তাহ ধরে রাজীব কুমারকে শিলংয়ে ডেকে জেরা করে সিবিআই। প্রতিদিন দীর্ঘক্ষণ ধরে জেরার পরও তাঁদের অভিযোগ, অসহযোগিতা করেছেন রাজীব। শুধু তাই নয়, রাজীব কুমার প্রমাণ লোপাট করছেন বলেও অভিযোগ জানায় সিবিআই। যদিও সিবিআইয়ের ওই আবেদনের ভিত্তিতে এখনও কিছু জানায়নি সুপ্রিম কোর্ট। সোমবার এই মামলার শুনানি হবে।

আরও পড়ুনঃ ভোটের মুখে বাংলার সরকারি কর্মীদের জন্য দারুণ সুখবর

শনিবার সুপ্রিম কোর্টে সিবিআইয়ের তরফে আবেদন দাখিল করা হল। রাজীব কুমারের বিরুদ্ধে প্রমাণ লোপাট, তদন্তে সহযোগিতা না করা সহ একাধিক অভিযোগ সিবিআইয়ের। আর তাই প্রাক্তন এই পুলিশ কমিশনারকে নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে চায় বলে আবেদনে জানিয়েছে সিবিআই।

আরও পড়ুনঃ ঘাসফুলে ভোট দিলে শান্তি পাবে মায়ের আত্মা, সুচিত্রার নাম করে ভোট প্রার্থনা মুনমুনের

কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার রাজীব কুমারের সঙ্গে শিলংয়ে পাঁচদিন কথা বলার পর মুখবন্ধ খামে সুপ্রিম কোর্টে স্টেটাস রিপোর্ট জমা দিয়েছিল সিবিআই। ২৭ মার্চ সেই শুনানিতে স্টেটাস রিপোর্ট পড়ে প্রধান বিচারপতি রঞ্জন গগৈয়ের মন্তব্য ছিল, রিপোর্টে যে অভিযোগ করা হয়েছে তা ‘গুরুতর’।

আরও পড়ুনঃ মমতার দাবি না মেনে জঙ্গলমহল থেকে ৩০ কোম্পানি বাহিনী তুলছে নির্বাচন কমিশন

গত ২৭ ফেব্রুয়ারি এই মামলার শুনানি চলাকালীন সিবিআইকে হলফনামা জমা দিতে নির্দেশ দিয়েছিল শীর্ষ আদালত। সেই মতই সেদিন হলফনামা পেশ করে সিবিআই। হলফনামায় সিবিআই দাবি করেছিল, চিটফান্ড কাণ্ডের তদন্তে সিট ও মোবাইল নেটওয়ার্ক সংস্থার দেওয়া তথ্যের মধ্যে রয়েছে ফারাক। বেশ কিছু কল রেকর্ড পাওয়া যায়নি। বিশেষ করে ৪টি মোবাইল নম্বরের কল রেকর্ড আংশিক মুছে দেওয়া হয়।

আরও পড়ুনঃ মোদী সরকারের উদ্যোগে ইউনেস্কোর কালচারাল হেরিটেজ সম্মান মনোনয়নে বাংলার দুর্গাপূজা

সিবিআইয়ের দাবি, ওই রেকর্ড বারবার চাওয়ার পরেও তাদের হাতে দেয়নি সিট। সিবিআইয়ের অভিযোগ, এই চারটি কল রেকর্ডের কোনওটির ১১ মাস, কোনওটির ১০ মাসের কল রেকর্ড নেই। এই সমস্ত বক্তব্য শোনার পর প্রধান বিচারপতি তখন জানতে চান শিলংয়ে রাজীব কুমারকে জেরা করে যা পাওয়া গিয়েছে সেই তথ্য কোথায়?

আরও পড়ুনঃ শনি রবি সপ্তাহ শেষের দুই দিন দফায় দফায় কালবৈশাখীর পূর্বাভাস দক্ষিনবঙ্গে

প্রশ্নের জবাবেই তখন সিবিআইয়ের আইনজীবী একটি হলুদ খামে সেই জেরার স্টেটাস রিপোর্ট তুলে দেন আদালতের কাছে। সেই রিপোর্ট পড়ার পরেই প্রধান বিচারপতি বলেন, “এই রিপোর্টে এমন কিছু তথ্য রয়েছে যা অত্যন্ত গুরুতর”। সেদিনের পর শনিবার ফের অস্বস্তি বাড়ল রাজীব কুমারের।

আরও পড়ুনঃ চিত্র পরিচালক, লেখক ও বিজ্ঞানীদের পর এবার ৬০০ নাট্যকর্মী ঘৃণার রাজনীতির বিরুদ্ধে

যেনতেন প্রকারেণ পুলিশকর্তাকে নিজেদের হেফাজতে নিতে চায় সিবিআই। তাই এদিন সর্বোচ্চ আদালতে রাজীব কুমারকে গ্রেপ্তার করার জন্য আবেদন জানায় কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। তদন্তে অসহযোগিতা-সহ বেশ কিছু অভিযোগ সুপ্রিম কোর্টকে জানিয়েছে সিবিআই। উল্লেখ্য, এর আগে সারদা মামলায় রাজীব কুমারের কাছে নথি তলব করে সিবিআই। তদন্ত সংক্রান্ত সমস্ত নথি চেয়ে পাঠান কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অধিকর্তা ঋষিকুমার শুক্লা।

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

]]>
রাজীব কুমারকে সিবিআই এর কাছে হাজিরার নির্দেশ দিল সুপ্রিম কোর্ট https://thenewsbangla.com/supreme-court-directs-rajiv-kumar-to-appear-in-cbi-office-for-interrogation/ Tue, 05 Feb 2019 05:44:23 +0000 https://www.thenewsbangla.com/?p=6427 রাজীব কুমারকে মেঘালয়ের শিলংয়ে একটি নিউট্রাল জায়গায় হাজিরা দিয়ে সিবিআই জেরার মুখে বসতে নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। তবে এখনই গ্রেফতার করা যাবে না তাঁকে, জানিয়ে দিল দেশের শীর্ষ আদালত। সারদা মামলায় সুদীপ্ত সেনের ল্যাপটপ, মোবাইল পরীক্ষাই করাননি রাজীব কুমার, অভিযোগ করেন সিবিআই আইনজীবী। সওয়াল জবাব শুনে মঙ্গলবার এই রায় জানিয়ে দিলেন সুপ্রিম কোর্ট এর প্রধান বিচারপতি রঞ্জন গগৈ এর বেঞ্চ।

আরও পড়ুনঃ তথ্যপ্রমাণ নষ্টের প্রমাণ পেলে পুলিশ কমিশনারকে উচিত শিক্ষা দেওয়া হবে হুঁশিয়ারি সুপ্রিম কোর্টের

রাজীব কুমারকে মেঘালয়ের শিলংয়ে একটি নিউট্রাল জায়গায় সিবিআই জেরার মুখোমুখি হতে হাজিরার নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। কলকাতা বা দিল্লি নয়, একটা নিউট্রাল জায়গায়, মেঘালয়ের শিলংয়ে একটি নিউট্রাল জায়গায় হাজিরার নির্দেশও দিয়েছে সুপ্রিম কোর্ট। সেখানেই রাজীব কুমারকে জেরা করবে সিবিআই আধিকারিকরা।

সিবিআই জেরা থেকে পালাতে পারবেন না রাজীব কুমার, মমতা বললেন ‘নৈতিক জয়’

সারদা চিটফান্ড মামলায় তথ্য প্রমাণ নষ্টের কোন প্রমাণ পেলে কলকাতার পুলিশ কমিশনারকে উচিত শিক্ষা দেওয়া হবে বলে কড়া হুঁশিয়ারি সোমবারই দিয়েছিলেন সুপ্রিম কোর্ট প্রধান বিচারপতি রঞ্জন গগৈ। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রঞ্জন গগৈ পরিস্কার জানিয়ে দিয়েছিলেন, ‘তথ্য লোপাট তো দূরের কথা, রাজীব কুমার স্বপ্নেও তা ভাবলে তাঁকে এমন শিক্ষা দেওয়া হবে যে তাঁকে সারাজীবন পস্তাতে হবে।

আরও পড়ুনঃ মমতার নির্দেশে সিবিআই অফিসারদের আটক করে বাংলার আইপিএসরা বিপদে

সারদা চিট ফান্ড তদন্তে অসহযোগিতা ও আদালত অবমাননার অভিযোগে সোমবারই কলকাতার পুলিস কমিশনারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় সিবিআই। সোমবার সকালে আদালত শুরু হতেই রাজীব কুমারের বিরুদ্ধে মামলা দায়ের করেছিলেন সিবিআইয়ের আইনজীবী। সিবিআইয়ের আইনজীবী তুষার মেহতা এই মামলা লড়ছেন। মামলাটি সরাসরি করা হয় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রঞ্জন গগৈ এর বেঞ্চে।

আরও পড়ুনঃ সারদা কেলেঙ্কারির পাল্টা এবার সিবিআইকেই প্রতারণা মামলার নোটিশ মমতার পুলিশের

সারদা মামলায় সুদীপ্ত সেনের ল্যাপটপ, মোবাইল পরীক্ষাই করাননি রাজীব কুমার, অভিযোগ করেন সিবিআই আইনজীবী। সুদিপ্ত সেনের সব মোবাইল পরীক্ষাই করাননি রাজীব গান্ধীর নেতৃত্বে সিট। মোবাইল কল রেকর্ড নষ্টও করা হয়েছে বলে অভিযোগ করেন সিবিআইয়ের আইনজীবী তুষার মেহতা। বাজেয়াপ্ত ল্যাপটপ, মোবাইল কিছুতেই জমা করছে না সিবিআই এর কাছে, অভিযোগ সিবিআইয়ের আইনজীবীর।

আরও পড়ুনঃ সম্পর্কের খাতিরে চাকরি দুর্নীতি, রাজ্যের দফতরে কর্মীদের মুখরোচক গল্প

তবে সব অভিযোগ খণ্ডন করেন রাজ্যের আইনজীবী অভিষেক মনু সিংভি। বলেন কলকাতা পুলিশ সবসময় সিবিআই কে সাহায্য করতে প্রস্তুত। এরপরেই সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রঞ্জন গগৈ এর বেঞ্চ জানিয়ে দেন, রাজীব কুমারকে সিবিআই এর কাছে হাজিরা দিতে হবে জিজ্ঞাসাবাদের জন্য। তবে এখনই কলকাতার পুলিশ কমিশনারকে গ্রেফতার করতে পারবে না সিবিআই।

অন্যদিকে রাজ্যের মুখ্যসচিব, ডিজি ও কলকাতার পুলিশ কমিশনারকে সুপ্রিম কোর্ট ১৮ই ফেব্রুয়ারীর মধ্যে হলফনামা দিতে নির্দেশ দিয়েছে। না হলে তাদের ২০ ফেব্রুয়ারী সুপ্রিম কোর্টে হাজিরা দিতে হবে বলে নির্দেশ দিয়েছে আদালত।

]]>