Rajeev Kumar – The News বাংলা https://thenewsbangla.com Bengali News Portal Tue, 28 May 2019 17:35:54 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.2 https://thenewsbangla.com/wp-content/uploads/2018/09/cropped-cdacf4af-1517-4a2e-9115-8796fbc7217f-32x32.jpeg Rajeev Kumar – The News বাংলা https://thenewsbangla.com 32 32 পুলিশের পিছনে গোয়েন্দা, রাজীব কুমার ঘনিষ্ঠ অর্ণব ঘোষকে তলব করল সিবিআই https://thenewsbangla.com/cbi-summons-arnab-ghosh-close-to-rajeev-kumar-in-saradha-chitfund-case/ Tue, 28 May 2019 17:35:54 +0000 https://www.thenewsbangla.com/?p=13451 রাজীব কুমারকে দ্বিতীয়বার নোটিশ দেবার পাশাপাশি; এবার রাজীব কুমার ঘনিষ্ঠ অর্ণব ঘোষকে তলব করল সিবিআই। সারদা কাণ্ডের সময় বিধাননগরের ডিসিডিডি ছিলেন এই অর্ণব ঘোষ। এখন তিনি মালদার পুলিশ সুপার। সারদা কেলেঙ্কারিতে নথি হেরাফেরিতে; রাজীব কুমার এর সঙ্গে রাজীব ঘনিষ্ঠ অর্ণব ঘোষকেও ডেকে জেরা করতে চায় সিবিআই।

সারদাকাণ্ডের তদন্তে অর্ণব ঘোষকে নোটিস পাঠাল সিবিআই। সারদা তদন্তে গঠিত বিশেষ তদন্তকারী দল; সিটের সদস্য ছিলেন অর্ণব। সিটের প্রধান রাজীব কুমারের আস্থাভাজন ছিলেন তিনি। কুনাল ঘোষকে জেরা করেও এই অর্ণব ঘোষের নাম পেয়েছে সিবিআই।

আরও পড়ুনঃ সমালোচকদের কটাক্ষ করে সাভারকরের প্রশংসায় পঞ্চমুখ লতা মঙ্গেশকর

রাজীব কুমারের পর এবার সিবিআইয়ের নজরে অর্ণব ঘোষ। বুধবারই তাঁকে সিজিও কমপ্লেক্সে হাজিরার নোটিস পাঠাল; কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। আগামিকালই তাঁকে সিজিও কমপ্লেক্সে; সিবিআই দফতরে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। সারদা কেলেঙ্কারির সময় বিধাননগরের গোয়েন্দাপ্রধান ছিলেন অর্ণব ঘোষ।

আরও পড়ুনঃ চাপে পড়ে সৌজন্যের বার্তা নিয়ে মোদীর শপথ গ্রহন অনুষ্ঠানে মমতা

এছাড়াও সারদাকাণ্ডে গঠিত বিশেষ তদন্তকারী দল বা সিট; যার প্রধান ছিলেন রাজীব কুমার; তার সদস্য ছিলেন রাজীব ঘনিষ্ঠ অর্ণব ঘোষ। নির্বাচনের আগে পক্ষপাতিত্বের অভিযোগে; মালদহের পুলিস সুপার পদ থেকে সরানো হয় তাঁকে। পুলিস সূত্রের খবর, সিটের প্রধান রাজীব কুমারের অত্যন্ত আস্থাভাজন ছিলেন তিনি।

আরও পড়ুনঃ বড়সড় ভাঙন তৃণমূলে, মুকুল রায়ের একধাক্কায় বাংলার ৪ পুরসভা বিজেপির দখলে

সিবিআই সূত্রে খবর; সারদা কাণ্ডের সময় বিধাননগরের গোয়েন্দা প্রধান ছিলেন অর্ণব ঘোষ। রাজীব কুমারের পর তিনিই ছিলেন; সারদা তদন্তে সেকেন্ড ইন কম্যান্ড। তখন তদন্তে একাধিক তথ্যপ্রমাণ জোগাড় করেছিলেন এই অর্ণব ঘোষ। কিন্তু সেই সব নথি সিবিআইয়ের হাতে পৌঁছায়নি। সেই সব নথি ও তথ্যপ্রমাণ কথায়? সেই নিয়েই তাঁকে জেরা করবে কেন্দ্রীয় তদন্তকারী দল।

আরও পড়ুনঃ পে কমিশনের বদলে রাজ্য সরকারি কর্মীদের জন্য উৎসব বোনাস

নিচুতলার পুলিস আধিকারিকদের কাছ থেকে তদন্তকারীরা জানতে পেরেছেন; রাজনৈতিক নেতাদের বিরুদ্ধে একাধিক নথি সংগ্রহ করেছিলেন অর্ণব ঘোষ। সে কারণে তাঁর বয়ান রেকর্ড করেছে সিবিআই। এবার তাঁকে জেরার জন্য তলব করল সিবিআই। এর ফলে প্রমাদ গুনছেন একাধিক তৃণমূল নেতা; মত রাজনৈতিক মহলের।

]]>
রাজীব কুমারের বিরুদ্ধে জারি হতে চলেছে অ্যারেস্ট ওয়ারেন্ট https://thenewsbangla.com/cbi-to-issue-arrest-warrant-against-rajeev-kumar-former-cp-of-kolkata/ Tue, 28 May 2019 07:18:33 +0000 https://www.thenewsbangla.com/?p=13424 আর কোন উপায় রইল না রাজীব কুমারের হাতে। পুলিশ কর্তার খোঁজ না পেয়ে; এবার তার বিরুদ্ধে অ্যারেস্ট ওয়ারেন্ট বা গ্রেফতারি পরোয়ানা জারি করতে চলেছে সিবিআই। মঙ্গলবারই মমতার প্রিয় পুলিশ অফিসারের বিরুদ্ধে; জারি হতে পারে দেখামাত্র গ্রেফতারের পরোয়ানা।

গ্রেফতার করা যাবে না; এই রক্ষাকবচ তুলে নিয়েছে সুপ্রিম কোর্ট। ক্লকাতা হাইকোর্ট থেকে; আগাম জামিনও পাননি। সোমবার গ্রেফতারি এড়াতে সিবিআইয়ের কাছে ৭ দিন সময় চেয়েছিলেন; কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার রাজীব কুমার। কিন্তু সিবিআই তাঁকে সেই সময় দিতে নারাজ; খারিজ হয়েছে আবেদন।

আরও পড়ুনঃ EXCLUSIVE: গ্রেফতারি থেকে বাঁচতে মমতার হাত ছেড়ে যোগীর দারস্থ রাজীব কুমার

বাংলার পাশাপাশি উত্তরপ্রদেশেও; রাজীবকে ধরতে জাল ফেলেছে সিবিআই। গ্রেফতারি এড়াতে নিজের ফোন ব্যবহার করছেন না রাজীব; এমনটাই জানা গেছে। সোমবার সকাল ১০ টার মধ্যে সিবিআই দফতরে; তাঁকে হাজিরা দিতে ডেকেছিল সিবিআই। কিন্তু তাতে কর্ণপাত করেননি; সারদা নথি হেরাফেরি কাণ্ডে যুক্ত কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার রাজীব কুমার।

আরও পড়ুনঃ ৭ দিন সময় চাইলেন রাজীব কুমার, পুলিশকে খুঁজতে জাল ফেলেছে সিবিআই

গত ২-৩ দিন ধরেই, সিবিআইয়ের বিভিন্ন দল তাঁকে হন্যে হয়ে খুঁজছে। দেখা মাত্র রাজীব কুমারকে গ্রেফতার করা হবে। মনে করা হচ্ছে; কলকাতা হাইকোর্ট বা বারাসত আদালতে; তিনি মঙ্গলবারই আগাম জামিনের আবেদন করতে পারেন। তার আগেই রাজীব কুমারের বিরুদ্ধে জারি হতে চলেছে অ্যারেস্ট ওয়ারেন্ট।

আরও পড়ুনঃ নেতাজীকে অখন্ড ভারতের প্রথম প্রধানমন্ত্রীর স্বীকৃতি দিতে উদ্যোগী মোদী সরকার

দেখতে পেলেই গ্রেফতার; রাজীব কুমারের বিরুদ্ধে আগেই লুক আউট নোটিশ জারি করেছে সিবিআই। জেলে যাওয়া ছাড়া; আর কোন রাস্তাই নেই কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনারের কাছে। চরম অস্বস্তিতে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার। হাইকোর্ট বা বারাসতে আগাম জামিনের আবেদন করতেই; লুকিয়ে আছেন তিনি। এমনটাই সন্দেহ সিবিআইয়ের।

আরও পড়ুনঃ মুকুলের হাত ধরে এবার বড়সড় ভাঙন তৃণমূলে, কে কে আসছেন বিজেপিতে

শেষ আশাও শেষ হয়ে গিয়েছিল আগেই। আগাম জামিন এর আবেদন; শোনেইনি দেশের শীর্ষ আদালত। কলকাতা হাইকোর্ট বা বারাসত কোর্ট; কোথায় আগাম জামিন পাননি রাজীব। লুক আউট নোটিশ জারির পর; এবার অ্যারেস্ট ওয়ারেন্ট জারি হচ্ছে রাজীব কুমারের বিরুদ্ধে।

]]>
EXCLUSIVE: গ্রেফতারি থেকে বাঁচতে মমতার হাত ছেড়ে যোগীর দারস্থ রাজীব কুমার https://thenewsbangla.com/rajeev-kumar-went-up-to-gets-help-from-yogi-adityanath-to-survive-from-arrest/ Mon, 27 May 2019 14:43:50 +0000 https://www.thenewsbangla.com/?p=13400 বাংলা ছেড়ে সোজা উত্তরপ্রদেশ। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর উপর ভরসা ছেড়ে; গ্রেফতারি এড়াতে সোজা উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের দরবারে। যোগী মন্ত্রীসভার এক দাপুটে মন্ত্রী নাকি; রাজীব কুমারের দূর সম্পর্কের মামা। আর গ্রেফতারি থেকে বাঁচতে সেই মামাকে ধরে যোগীর কাছাকাছি পৌঁছতেই উত্তরপ্রদেশে গেছেন রাজীব; সিবিআই সূত্রে এমনটাই জানা গেছে।

গ্রেফতারি এড়াতে ৭ দিন সময় চাইলেন; কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার রাজীব কুমার। সোমবারই সিআইডির এক পুলিশ অফিসার; রাজীব কুমারের চিঠি নিয়ে সিবিআই দফতরে যান। কিন্তু সিবিআই তাঁকে সেই সময় দিতে নারাজ। বাংলার পাশাপাশি উত্তরপ্রদেশেও; রাজীবকে ধরতে জাল ফেলল সিবিআই। কিন্তু রাজীব কুমার হঠাৎ উত্তরপ্রদেশে কেন?

সিবিআইকে দেওয়া চিঠিতে ব্যক্তিগত কারণের জন্য; সাতদিন সময় চেয়েছেন রাজীব। তিনি জানিয়েছেন; ব্যক্তিগত কাজে তিনি এখন উত্তরপ্রদেশে। গ্রেফতারি এড়াতে নিজের ফোন ব্যবহার করছেন না রাজীব; এমনটাই জানা গেছে। সোমবার সকাল ১০ টার মধ্যে সিবিআই দফতরে; তাঁকে হাজিরা দিতে ডেকেছিল সিবিআই। কিন্তু তাতে কর্ণপাত করেননি; সারদা নথি হেরাফেরি কাণ্ডে যুক্ত কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার রাজীব কুমার।

গতকাল থেকেই, সিবিআইয়ের বিভিন্ন দল তাঁকে হন্যে হয়ে খুঁজছে। দেখা মাত্র রাজীব কুমারকে গ্রেফতার করা হবে। মনে করা হচ্ছে; কলকাতা হাইকোর্ট বা বারাসত আদালতে; তিনি সোমবার বা মঙ্গলবারই আগাম জামিনের আবেদন করতে পারেন।

কিন্তু এর মাঝেই যোগী মন্ত্রীসভার এক বলিষ্ঠ মন্ত্রীকে ধরে; যোগীর হাত ধরে নিজের গ্রেফতারি বাঁচাতে উত্তরপ্রদেশে ধর্না দিয়েছেন রাজীব। যোগী মন্ত্রীসভার ওই বলিষ্ঠ মন্ত্রী; নাকি রাজীবের দূর সম্পর্কের মামা। তবে রাজীব কুমারকে উত্তরপ্রদেশ থেকেই ধরতে; যোগীর রাজ্যেও জাল বিছিয়েছে সিবিআই।

সারদা কেলেঙ্কারিতে প্রমাণ লোপাটে অভিযুক্ত; কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার রাজীব কুমার। মমতার প্রিয় এই অফিসারকে যে কোন মুহূর্তে গ্রেফতার করবে সিবিআই। লুক আউট নোটিশ জারির পর; বাঁচার আর কোন রাস্তা নেই রাজীব কুমারের।

সুপ্রিম কোর্টে জোর ধাক্কা খান মমতার প্রিয় অফিসার; আইপিএস ও কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার। রাজীব কুমারকে গ্রেফতার করা যাবে না; এই রক্ষাকবচ তুলে নেয় দেশের শীর্ষ আদালত। এরপরেই লুক আউট নোটিশ জারি করে সিবিআই। যোগী আদিত্যনাথ রাজীবকে রক্ষাকবচ দিতে পারেন কিনা সেটাই এখন দেখার।

]]>
কেন গ্রেফতার করা হবে না, রাজীব কুমারকে নোটিশ সুপ্রিম কোর্টের https://thenewsbangla.com/suprim-court-issued-notice-to-rajeev-kumar-abaut-his-arrest-by-cbi/ Mon, 08 Apr 2019 10:04:16 +0000 https://www.thenewsbangla.com/?p=10290 চরম সমস্যায় কলকাতার প্রাক্তন নগরপাল রাজীব কুমার। সিবিআই তাঁর গ্রেফতারি চাওয়ার পর সুপ্রিম কোর্ট নোটিশ দিল কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার রাজীব কুমারকে। সিবিআই তাঁকে তদন্তে অসহযোগিতা ও সারদা তদন্তে তথ্য লোপাটের অভিযোগে তাদের হেফাজতে নিতে চেয়েছে। সোমবার প্রধান বিচারপতি রঞ্জন গগৈয়ের নেতৃত্বে একটি বেঞ্চ সোমবার ওই নোটিশ দেয়।

আরও পড়ুনঃ বিজেপির নির্বাচনী ইস্তাহারে কাশ্মীরের ৩৭০ এবং ৩৫ এ নং ধারা বিলোপের প্রতিশ্রুতি

প্রধান বিচারপতি রঞ্জন গগৈয়ের নেতৃত্বে একটি বেঞ্চ সোমবার সিবিআইয়ের এই আবেদনের পরিপ্রেক্ষিতে রাজীব কুমারের জবাব তলব করেছে। ১৫ এপ্রিল মামলার পরবর্তী শুনানি।

আরও পড়ুনঃ তিন তালাকের ব্যাপারে সরকারের হস্তক্ষেপ অনুচিত, বলছেন মুসলিম মহিলারা

নতুন করে চাপে পড়ে গেলেন রাজীব কুমার। রাজীব কুমারকে তাঁদের হেফাজতে নিয়ে জেরা করার জন্য শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিল সিবিআই। তার পরিপ্রেক্ষিতেই এই নোটিশ পাঠানো হল। কেন গ্রেফতার করা হবে না? জানতে চাইল দেশের শীর্ষ আদালত।

আরও পড়ুনঃ ঘোড়া গাধা খচ্চর বিতর্কের পর গরুর গাড়িতে প্রচার, বিরোধী মতে মরার গাড়িতে তৃণমূল

প্রধান বিচারপতি রঞ্জন গগৈয়ের নেতৃত্বে একটি বেঞ্চ সোমবার ওই নির্দেশ দেয়। সিবিআইয়ের ওই আবেদনের ভিত্তিতে কেন তাঁকে গ্রেফতার করে জেরা করা হবে না তা জানতে চেয়ে রাজীব কুমারের কাছে ব্যাখ্যা চেয়েছে সুপ্রিম কোর্ট। মামলার পরবর্তি শুনানি হবে আগামী সোমবার।

আরও পড়ুনঃ সব বুথে কেন্দ্রীয় বাহিনী না থাকলে ভোট বন্ধ করে দেবার হুমকি লকেটের

কলকাতা পুলিসের প্রাক্তন কমিশনারকে হেফাজতে নিয়ে জেরা করতে নতুন করে আবেদন করেছিল সিবিআই। সেই আবেদনের ভিত্তিতে সোমবার রাজীব কুমারকে নোটিস দিল শীর্ষ আদালত। সিবিআইয়ের ওই আবেদনের ভিত্তিতে কেন তাঁকে গ্রেফতার করে জেরা করা হবে না তা জানতে চেয়ে রাজীব কুমারের কাছে ব্যাখ্যা চেয়েছে সুপ্রিম কোর্ট।

আরও পড়ুনঃ নবরাত্রি উপলক্ষ্যে জোরপূর্বক দুই শতাধিক মাংসের দোকান বন্ধের অভিযোগ হিন্দু সেনার বিরুদ্ধে

উল্লেখ্য, ২ ফেব্রুয়ারি সারদাতদন্তে রাজীব কুমারকে জিজ্ঞাসাবাদ করতে চেয়ে তাঁর বাসভবনে পৌঁছোয় সিবিআই আধিকারিকদের একটি দল। তারপরই কলকাতা পুলিশ বনাম সিবিআই দ্বন্দ্বে তোলপাড় হয় রাজ্য রাজনীতি। জল গড়ায় সুপ্রিম কোর্টে।

আরও পড়ুনঃ বারাসাত কেন্দ্রের বিজেপি ভোট প্রার্থী নিজেই কোনদিন ভোট দেননি ভারতে

আদালত অবমাননার অভিযোগে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় সিবিআই। এর পর শীর্ষ আদালতের নির্দেশে শিলংয়ে টানা জেরা চলে রাজীব কুমারের। কিন্তু তাঁকে গ্রেফতার না করার ব্যাপারে আদালতের ‘রক্ষাকবচ’ থাকায় তাঁকে গ্রেফতার করতে পারেনি সিবিআই। কিন্তু জেরায় কী তথ্য উঠে এসেছে, জিজ্ঞাসাবাদের পর মুখবন্ধ খামে সেই রিপোর্ট শীর্ষ আদালতে জমা দেয়।

আরও পড়ুনঃ সাহস থাকলে কেরালা বা তামিলনাড়ু থেকে লড়ুন, মোদীকে চ্যালেঞ্জ শশীর

ওই জেরার কিছুদিন পরেই সিবিআই শীর্ষ আদালতে রাজীবের বিরুদ্ধে গুরুতর অভিযোগ করে। বলা হয় সাক্ষীদের প্রভাবিত করার চেষ্টা করছেন রাজীব কুমার। এরপরই রাজীব কুমারকে নিজেদের হেফাজতে নিয়ে জেরা করার আবেদন করে সিবিআই। সেই মামলায় সোমবার ওই নির্দেশ দিল সুপ্রিম কোর্ট।

আরও পড়ুনঃ কংগ্রেস নির্বাচনী ইস্তাহারকে প্রো জিহাদ ও অ্যান্টি ইন্ডিয়া বলে আক্রমণ কোয়েনা মিত্রের

এর ফলে ভোটের মধ্যেই রাজীব কুমারের গ্রেফতারের সম্ভাবনা তৈরি হল বলেই মনে করছে রাজনৈতিক মহল। সেটা হলে ঠিক ভোটের মধ্যেই তৃণমূল তথা নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বড় ধাক্কা খাবেন বলেই মনে করছে রাজনৈতিক মহল।

আরও পড়ুনঃ লাইভ ডিবেটে অসহিষ্ণুতা, সঞ্চালক ও বিজেপি নেতার দিকে গ্লাস ছূঁড়লেন কংগ্রেস নেতা

ভোটের বাজারে সুবিধা পেতেই বিজেপি এই নাটক করছে, বলেছে তৃণমূল কংগ্রেস। আইন আইনের পথে চলবে, এর সঙ্গে ভোটের বা তৃণমূল বিজেপি কোন সম্পর্ক নেই, বলেছে বিজেপি। সব মিলিয়ে ভোটের মধ্যেই রাজীব কুমারকে নিয়ে সরগরম বাংলা তথা দেশের রাজনৈতিক মহল।

আরও পড়ুনঃ ভারতীয়দের বাঁদরের সঙ্গে তুলনা করলেন রাহুলের গুরু পিত্রোদা

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

]]>
৪ দিন টানা জেরার পর বুধবার আবার তলব, বেশ বিপদে রাজীব কুমার https://thenewsbangla.com/four-days-of-continue-questioning-cbi-summons-rajeev-kumar-again-on-wednesday/ Tue, 12 Feb 2019 17:18:40 +0000 https://www.thenewsbangla.com/?p=6751 সকাল ১০টা থেকে প্রায় রাত ১০টা, প্রায় ১২ ঘণ্টা জেরার পর সিবিআই অফিস থেকে বেরিয়ে গেলেন কলকাতার পুলিশ কমিশনার রাজীব কুমার। শনিবার থেকে মঙ্গলবার, টানা ৪ দিন জেরার পরেও রেহাই মিলল না রাজীবের। টানা ৪ দিন পর, মঙ্গলবার চোখে মুখে উদ্বেগ চোখে পরল কলকাতার নগরপালের। বুধবার আবার জেরার জন্য তলব করা হয়েছে তাঁকে।

আরও পড়ুনঃ সারদা চিটফান্ড মামলায় রাজীব কুমারকে ভয়ঙ্কর বিপদে ফেললেন কুণাল ঘোষ

বিপদ পিছু ছাড়ছে না কলকাতার নগরপাল রাজীবে কুমারের। কুণাল ঘোষের বয়ানের সঙ্গে তাঁর বয়ান অনেকক্ষেত্রে একেবারেই মেলেনি। কাজেই কুণাল ঘোষকে শিলং থেকে ছেড়ে দিলেও মঙ্গলবার রাজীব কুমারের বয়ান রেকর্ড হয়েছে বলে সিবিআই সূত্রে খবর। ফের ডাকা হয়েছে বুধবারেও, ঠিক সকাল ১০ টায়।

৪ দিন টানা জেরার পর বুধবার আবার তলব, বেশ বিপদে রাজীব কুমার/The News বাংলা
৪ দিন টানা জেরার পর বুধবার আবার তলব, বেশ বিপদে রাজীব কুমার/The News বাংলা

প্রসঙ্গত, রবিবার এবং সোমবার কুণাল ঘোষের সঙ্গে মুখোমুখি বসিয়ে প্রশ্ন করা হয় কলকাতার নগরপালকে। মঙ্গলবার আর কুণালকে সিবিআই অফিসে যেতে না বললেও রাজীব কুমারকে ফের ডাকা হয়। সেই মতো সকাল দশটা নাগাদ সিবিআই অফিসে হাজির হন কলকাতার নগরপাল। সিবিআই সূত্রের খবর, রাজীবের বয়ানে প্রচুর অসঙ্গতি পেয়েছেন তাঁরা। বিশেষত, কুণাল ঘোষের বিবৃতির সঙ্গে তাঁর বয়ান বেশ কিছু জায়গায় মিলছে না। সিট-এর তদন্তকারী অফিসারদের সম্পর্কে বেশ কিছু তথ্য জানতেই ফের জিজ্ঞাসাবাদ করা হবে রাজীবকে।

আরও পড়ুনঃ বিধায়ক খুনে রাম নেতাকে বাঁচাতে আসরে বাম নেতা

এই কারণেই বুধবারের জন্য নতুন প্রশ্নমালা তৈরি করেছে সিবিআই। ইতিমধ্যেই প্রশ্ন উঠেছে রাজীবকে চাপে ফেলতে কোনও সাক্ষীকে নিয়ে আসা হল কি না। এদিন হনুমান টুপি পরিয়ে মুখে ঢেকে সিবিআই অফিসে নিয়ে আসা হয় এক ব্যক্তিকে। ওই ব্যক্তি আসলে কে, তা নিয়ে তৈরি হয়েছে রহস্য। জানা গেছে ওই ব্যক্তি প্রাক্তন পুলিশ কর্তা রজত মজুমদার। তাঁকেও রাজীবের মুখোমুখি বসিয়ে দুজনকেই জেরা করা হয়েছে বলেই খবর।

সারদা রোজভ্যালি চিটফান্ড কাণ্ডে মমতার পুলিশ কর্তাদের বারবার তলব গোয়েন্দাদের
সারদা রোজভ্যালি চিটফান্ড কাণ্ডে মমতার পুলিশ কর্তাদের বারবার তলব গোয়েন্দাদের/The News বাংলা

কলকাতার নগরপালকে সিবিআই গোয়েন্দাদের প্রশ্ন করার পর্ব এই নিয়ে চতুর্থ দিনে পড়ল। এরই মধ্যে শিলংয়ের সিবিআই অফিসে ‘মুখোশ’ পরিয়ে এক ব্যক্তিকে নিয়ে এলেন সিবিআই গোয়েন্দারা। হনুমান টুপি পরিয়ে মুখে ঢেকে নিয়ে আসা ওই ব্যক্তি আসলে কে, তা নিয়েই তৈরি হয় রহস্য। একটি গাড়িতে করে সিবিআই গোয়েন্দারা মুখ ঢাকা এক ব্যক্তিকে নিয়ে আসেন। বেশ কয়েকজন গোয়েন্দা কার্যত পাহারা দিয়ে ওই ব্যক্তিকে নিয়ে সিবিআই অফিসে ঢোকেন। তবে এত গোপনীয়তা রক্ষা করে কাকে নিয়ে আসা হলো, তা নিয়ে মুখে কুলুপ এঁটেছেন সিবিআই অফিসাররা।

আরও পড়ুনঃ পরীক্ষা শুরুর আগেই হোয়াটস অ্যাপে ফাঁস মাধ্যমিক প্ৰশ্নপত্র

শুধু সারদা নয়, বুধবার রোজ ভ্যালি সহ অন্যান্য চিটফান্ড দুর্নীতি নিয়েও ফের নতুন প্রশ্নমালা দিয়ে চাপে ফেলা হতে পারে কলকাতার নগরপালকে। সিবিআই সূত্রে জানা যাচ্ছে, রাজীব কুমারের সব জবাবে এখনও সন্তুষ্ট নন গোয়েন্দারা। কুণাল ঘোষ এবং রাজীব কুমারের বয়ানও মিলিয়ে দেখছেন তাঁরা। কারণ, দুজনের বয়ানে বেশ কিছু অমিল রয়েছে। ফলে, কে সত্যি কথা বলছেন, তা ভাল ভাবে যাচাই করে নিতে চান সিবিআই কর্তারা।

সারদা চিটফান্ড মামলায় রাজীব কুমারকে ভয়ঙ্কর বিপদে ফেললেন কুণাল ঘোষ/The News বাংলা
সারদা চিটফান্ড মামলায় রাজীব কুমারকে ভয়ঙ্কর বিপদে ফেললেন কুণাল ঘোষ/The News বাংলা

এদিকে রাজীব কুমারকে বিপদে ফেলে শিলং থেকে কলকাতায় পা দিয়েই ফের বোমা ফাটালেন কুণাল ঘোষ। রাজীব কুমারের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করলেন তিনি। এবার সিবিআই তদন্তের মাঝেই সারদা মামলায় প্রভাব খাটানোর অভিযোগ আনলেন কুণাল।

আরও পড়ুনঃ ফের লজ্জার অন্ধকারে সিবিআই, চরম অপমানের শাস্তি সিবিআই প্রধানকে

কুণাল বলেন, “আমি আজ সকালে সিবিআই-কে লিখিত অভিযোগ করেছি। প্রথম ১০ ফেব্রুয়ারী(রবিবার) এবং তারপর ১১ ফেব্রুয়ারী(সোমবার) আমাদের দুজনকে মুখোমুখি বসিয়ে যৌথ জিজ্ঞাসাবাদ করা হয়েছে। রবিবার জিজ্ঞাসাবাদের সময় কয়েকজন পুলিশ অফিসারের নাম এসে গিয়েছিল। কিন্তু, তাঁরা খুব গুরুত্বপূর্ণ সাক্ষী, তাই সে বিষয়ে মন্তব্য করব না। তবে সেদিন রাতে সিবিআই অফিস থেকে বেরিয়ে রাজীব কুমার সেই অফিসারদের কারও কারও সঙ্গে যোগাযোগ করেছেন”। তদন্তে জেরার মাঝেই সারদা মামলায় রাজীবের বিরুদ্ধে প্রভাব খাটানোর অভিযোগ আনলেন কুণাল।

আরও পড়ুনঃ রাহুলকে সরিয়ে লোকসভা ভোটে মোদী বিরোধী মুখ প্রিয়াঙ্কাই

ফের বুধবার সকাল ১০টা থেকে শুরু হবে জেরা। মঙ্গলবার সিবিআই দফতর থেকে বেরনোর সময় বেশ বিধ্বস্ত লাগছিল কলকাতার নগরপালকে। দিনের পর দিন টানা জেরা করেই কি কলকাতার পুলিশ কমিশনার রাজীব কুমারকে ভাঙতে চাইছেন সিবিআই কর্তারা? এমনটাই মনে করা হচ্ছে।

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

]]>
সারদা চিটফান্ড মামলায় রাজীব কুমারকে ভয়ঙ্কর বিপদে ফেললেন কুণাল ঘোষ https://thenewsbangla.com/saradha-chitfund-case-cp-rajeev-kumar-has-been-in-dire-straits-by-kunal-ghosh/ Tue, 12 Feb 2019 15:47:10 +0000 https://www.thenewsbangla.com/?p=6732 শিলং থেকে কলকাতায় পা দিয়েই ফের বোমা ফাটালেন কুণাল ঘোষ। রাজীব কুমারের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করলেন। অভিযোগ চিঠি দিয়ে জানিয়েছেন সিবিআই কেও। এবার সিবিআই তদন্তের মাঝেই রাজীবের বিরুদ্ধে সারদা মামলায় প্রভাব খাটানোর অভিযোগ আনলেন কুণাল। আর এর জেরে সারদা চিটফান্ড মামলায় রাজীব কুমারকে ভয়ঙ্কর বিপদে ফেললেন কুণাল ঘোষ।

আরও পড়ুনঃ বিধায়ক খুনে রাম নেতাকে বাঁচাতে আসরে বাম নেতা

“শিলং-এ কলকাতার নগরপাল রাজীব কুমারের সঙ্গে মুখোমুখি জিজ্ঞাসাবাদে সহযোগিতা করেছি”, মঙ্গলবার শিলং থেকে ফিরেই কলকাতা বিমানবন্দরে সাংবাদিক সম্মেলন করে জানালেন কুণাল ঘোষ। এদিন রাজীবের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করেছেন তৃণমূলের প্রাক্তন সাংসদ তথা সাংবাদিক কুণাল ঘোষ। সিবিআই তদন্তের মাঝেই রাজীবের বিরুদ্ধে সারদা মামলায় প্রভাব খাটানোর ভয়ঙ্কর অভিযোগ আনলেন কুণাল।

আরও পড়ুনঃ পরীক্ষা শুরুর আগেই হোয়াটস অ্যাপে ফাঁস মাধ্যমিক প্ৰশ্নপত্র

কুণাল বলেন, “আমি আজ সকালে সিবিআই-কে লিখিত অভিযোগ করেছি। প্রথম ১০ ফেব্রুয়ারি(রবিবার) এবং তারপর ১১ ফেব্রুয়ারি(সোমবার) আমাদের দুজনকে মুখোমুখি বসিয়ে যৌথ জিজ্ঞাসাবাদ করা হয়েছে। রবিবার জিজ্ঞাসাবাদের সময় কয়েকজন পুলিশ অফিসারের নাম এসে গিয়েছিল। কিন্তু, তাঁরা খুব গুরুত্বপূর্ণ সাক্ষী, তাই সে বিষয়ে মন্তব্য করব না। তবে সেদিন রাতে সিবিআই অফিস থেকে বেরিয়ে রাজীব কুমার সেই অফিসারদের কারও কারও সঙ্গে যোগাযোগ করেছেন”।

আরও পড়ুনঃ ফের লজ্জার অন্ধকারে সিবিআই, চরম অপমানের শাস্তি সিবিআই প্রধানকে

এই বিষয়টিই কুণাল সিবিআই-কে লিখিতভাবে জানিয়েছেন বলেই দাবি। রাজীব এমন ফোন করে তদন্তে প্রভাব খাটানোর চেষ্টা করছেন, তাঁর এই ধরনের কাজের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে বলে দাবি করেছেন কুণাল ঘোষ।

আরও পড়ুনঃ মমতার ধর্ণায় বসা পুলিশ অফিসারদের কড়া শাস্তি দিতে চলেছে মোদী সরকার

কুণাল ঘোষ আরও জানিয়েছেন, “১০ তারিখে এই নামগুলো (জিজ্ঞাসাবাদের সময় উঠে আসা পুলিশ অফিসারদের নাম) আলোচিত হয়। উনি (রাজীব) ১১ তারিখ বলেও ফেলেন, আমি এঁদের রাতে ফোন করেছি”। এরপরই কুণাল বলেন, “রাজীব কুমার যা বলেছে তা ভিডিও রেকর্ডিং করা রয়েছে। ফলে, এর জন্য কল লিষ্ট দেখার দরকার নেই”।

আরও পড়ুনঃ মমতার বাংলায় ১ লাখ চাকরির প্রতিশ্রুতি দিলেন মুকেশ আম্বানি

টানা চার দিন ধরে জেরা চলেছে। তার পরেও ছুটি মিলছে না কলকাতার পুলিশ কমিশনার রাজীব কুমারের। সুপ্রিম কোর্টের নির্দেশে রাজীব কুমারকে সিবিআই জেরা করছে মেঘালয়ের শিলংয়ে সিবিআই অফিসে। ৯ ফেব্রুয়ারি থেকে চলছে জেরা। এর পরে ১০ ফেব্রুয়ারি সিবিআই তলব পেয়ে শিলং যান তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সাংসদ কুণাল ঘোষ। রাজীবের মুখোমুখি বসানো হয় কুণালকে। ঘণ্টার পরে ঘণ্টা চলেছে জেরা। অবশেষে ছাড়া পেয়েছেন কুণাল। কলকাতায় ফিরেছেন মঙ্গলবার। কিন্তু রাজীব কুমারের ফেরা হচ্ছে না।

আরও পড়ুনঃ রিজার্ভ ব্যাঙ্ক এর বড় ঘোষণা, লোকসভা ভোটের আগে মধ্যবিত্তের মুখে হাসি

মঙ্গলবার সকালে ফের শিলংয়ের সিবিআই দফতরে ডাকা হয় রাজীব কুমারকে। এই নিয়ে টানা চতুর্থ দিন তদন্তকারীদের মুখোমুখি হতে হল কলকাতার পুলিশ কমিশনারকে। বেশ কিছু ক্ষেত্রে কুণাল ও রাজীবের বয়ান একদম না মেলায় দফায় দফায় জেরা করা হচ্ছে রাজীব কুমারকে। মঙ্গলবার সকাল দশটায় ফের জেরার জন্য হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয় রাজীব কুমারকে। একই সঙ্গে কুণাল ঘোষকে কলকাতায় ফেরার অনুমতি দেওয়া হয়।

আরও পড়ুনঃ রাহুলকে সরিয়ে লোকসভা ভোটে মোদী বিরোধী মুখ প্রিয়াঙ্কাই

একই সঙ্গে কুণাল ঘোষ বলেন, “আমায় মাননীয় পুলিশ কমিশনার রাজীব কুমারের মুখোমুখি বসানো হয়েছে। আমার যা অভিযোগ এবং বক্তব্য, তা তাঁকে শুনতে হয়েছে। এখানেই আমার নৈতিক জয় হয়েছে বলে আমি মনে করছি”। কুণাল ব্যঙ্গ করে আরও বলেন, “আমাকে রাজীব কুমার হেনস্থা করেছেন কিন্তু রাজীব কুমারের এই অবস্থা দেখে আমার বেশ খারাপই লাগছে”। সব মিলিয়ে সিবিআই এর শিলং জেরায় পুলিশ কমিশনারকে হঠিয়ে সংবাদের শিরোনামে সাংবাদিক কুণাল ঘোষই।

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

]]>
রাজীব কুমারের কাছে কি আছে যা বিপদে ফেলতে পারে মমতাকে https://thenewsbangla.com/what-does-rajeev-kumar-have-that-can-put-in-trouble-for-mamata-banerjee/ Fri, 08 Feb 2019 08:56:44 +0000 https://www.thenewsbangla.com/?p=6622 রাজীব কুমারের কাছে এমন কিছু আছে যা সামনে এলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, শুভেন্দু অধিকারী ও পার্থ চট্টোপাধ্যায় মুশকিলে পড়বেন। তাই রাজীব কুমারকে আড়াল করতে চাইছেন মুখ্যমন্ত্রী। প্রধানমন্ত্রীর সভা উপলক্ষে উত্তরবঙ্গে গিয়ে শিলিগুড়িতে এমনই মন্তব্য করলেন বিজেপি-র সর্বভারতীয় সাধারণ সম্পাদক কৈলাস বিজয়বর্গীয়।

আরও পড়ুনঃ উড়ালপুল দিয়ে নতুন রাস্তা খুলে সুখবর আনলেন মুখ্যমন্ত্রী মমতা

“রাজীব কুমারের কাছে কি আছে যা বিপদে ফেলতে পারে মমতাকে”? প্রশ্ন তুলেছেন বিজেপি-র সর্বভারতীয় সাধারণ সম্পাদক ও বাংলার পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয়। “রাজীব কুমার কান্ডে মূখ্যমন্ত্রীর ওপর মানুষের আক্রোশ জন্মেছে”, মন্তব্য কৈলাশ বিজয়বর্গীয়র। আর এই ইস্যুই যে শুক্রবার বিকালে উত্তরবঙ্গে নরেন্দ্র মোদীর ভাষণের মুখ্য বিষয় হতে যাচ্ছে সেটাও পরিষ্কার।

রাজীব কুমারের কাছে কি আছে যা বিপদে ফেলতে পারে মমতাকে
রাজীব কুমারের কাছে কি আছে যা বিপদে ফেলতে পারে মমতাকে/The News বাংলা

রাজীব কুমারকে আগলে রাখার পেছনে সারদা চিটফান্ড কান্ডে মমতা বন্দোপাধ্যায়, অভিষেক বন্দোপাধ্যায়, পার্থ চট্টোপাধ্যায়, শুভেন্দু অধিকারী এমনকি সুরজিৎ পুরকায়স্তর বিরুদ্ধেও প্রমাণ আড়াল করার চেষ্টাই কারণ, বলে বিস্ফোরক মন্তব্য কৈলাশ বিজয়বর্গীয়।

আরও পড়ুনঃ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর গলা দিয়েই শুরু হচ্ছে বাংলার নতুন একটি শিল্প

রাজীব কুমার সারদা কান্ডের তদন্ত কমিটি স্পেশাল ইনভেস্টিগেশান টিমের প্রধান হওয়ার কারণে রাজীব কুমারের কাছেই সমস্ত কাগজপত্র, ডকুমেন্ট, পেন ড্রাইভ, ডাইরি সব আছে। তাই তাকে আগলে রাখার পেছনে এই সমস্ত নেতৃত্বদের বিরুদ্ধে প্রমানগুলো যাতে বাইরে বেরিয়ে না আসে, সেটাই মূল কারণ বলে প্রতিক্রিয়ায় জানান কৈলাশ বিজয়বর্গীয়।

আরও পড়ুনঃ ভোটের আগে মুখ্যমন্ত্রী মমতার সিদ্ধান্তে সিলমোহর দিল মোদী সরকার

শুক্রবার বিকালেই জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ির চূনাফাটিতে প্রকাশ্য জনসভায় বক্তৃতা দিতে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার আগেই সভামঞ্চ পরিদর্শনে আসেন বিজেপির প্রথম সারির নেতারা। সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিজেপির কেন্দ্রীয় সাধারন সম্পাদক কৈলাশ বিজয়বর্গীয় মমতা বন্দোপধ্যায়ের ওপর সাধারন মানুষের একটা আক্রোশ জন্মেছে সে কথা পরিস্কারভাবে বুঝিয়ে বলেন।

রাজীব কুমারের কাছে কি আছে যা বিপদে ফেলতে পারে মমতাকে/The News বাংলা
রাজীব কুমারের কাছে কি আছে যা বিপদে ফেলতে পারে মমতাকে/The News বাংলা

তিনি অভিযোগ করে বলেন, রাজ্য সরকারের ওপর মানুষের একটা আক্রোশ জন্মেছে, বিশেষ করে মূখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের ওপর। তাঁর আরও অভিযোগ, মমতা বন্দোপাধ্যায় চিটফান্ডে টাকা রেখে প্রতারিতদের সঙ্গে না থেকে, সে সব কোম্পানির আধিকারিকদের সংরক্ষণ করছেন। তার আরও অভিযোগ, মানুষের টাকা ফেরত দেবার যে প্রতিশ্রুতি তিনি দিয়েছিলেন তা তো দেন নি, উপরন্তু চিটফান্ড কোম্পানিগুলির ডাইরেক্টরদের রাজ্যসভার সদস্য বানিয়ে দিয়েছেন।

আরও পড়ুনঃ রাজীব কুমার ও কুনাল ঘোষ দুজনকেই শিলংয়ে ডাকল সিবিআই

এছাড়া যে সব আধিকারিকরা এর সাথে জড়িত তাদেরও কোন না কোন পদে বসিয়েছেন। শুধু তাই নয়, যে আধিকারিকের বিরুদ্ধে সিবিআই তদন্ত করছে তাদেরও বাঁচাতে উনি ঝাঁপিয়ে পড়েছেন। এর ফলে মূখ্যমন্ত্রীর আসল রূপ বেড়িয়ে পড়ল বলেই তার বক্তব্য।

আরও পড়ুনঃ দেশের প্রধানমন্ত্রী দুকান কাটা, বললেন মমতার মন্ত্রী মলয় ঘটক

মমতা প্রতারিতদের সঙ্গে নেই। যারা প্রতারনার সঙ্গে যুক্ত তাদের সঙ্গেই আছেন তা মানুষ বুঝতে পেরেছে বলে মত কৈলাশ বিজয়বর্গীয়র। সেই কারনেই মানুষের ক্ষোভ জন্মেছে মূখ্যমন্ত্রীর ওপর। আর এটাই আসন্ন লোকসভা নির্বাচনে বিজেপির জয়ী হওয়ার সুগম পথ। তাই রাজ্য থেকে তৃণমূল সাফ হয়ে যাবে আর বিজেপি অধিকাংশ আসনেই জয়ী হবে বলে মত কৈলাশ বিজয়বর্গীয়র। পাশাপাশি দার্জিলিং লোকাসভা আসনেও তৃতীয়বার জয়ের ব্যাপারে ১০০ শতাংশ আশাবাদী তিনি।

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

আরও পড়ুনঃ কেন্দ্রে ক্ষমতায় এলে তিন তালাক বিরোধী আইন বাতিল করে দেবে কংগ্রেস
আরও পড়ুনঃ মমতার ধর্ণায় বসা পুলিশ অফিসারদের কড়া শাস্তি দিতে চলেছে মোদী সরকার
আরও পড়ুনঃ মমতার বাংলায় ১ লাখ চাকরির প্রতিশ্রুতি দিলেন মুকেশ আম্বানি

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

]]>
রাজীব কুমার ও কুনাল ঘোষ দুজনকেই শিলংয়ে ডাকল সিবিআই https://thenewsbangla.com/cbi-calls-rajeev-kumar-and-kunal-ghosh-both-in-shillong-for-interrogation/ Thu, 07 Feb 2019 17:16:34 +0000 https://www.thenewsbangla.com/?p=6603 আগামী শনিবার ৯ তারিখে কলকাতার পুলিশ কমিশনার রাজীব কুমারকে জেরার জন্য শিলংয়ে ডেকে পাঠাল সিবিআই। তবে ওইদিনই রাজীব কুমার কলকাতায় ফিরতে পারবেন কিনা সেই প্রশ্ন রয়েই গেল। বৃহস্পতিবারই রাজীব কুমারকে জেরার জন্য শিলংয়ে আসার চিঠি দিয়েছে সিবিআই, এমনটাই জানা যাচ্ছে। এদিকে রবিবার কুনাল ঘোষকেও শিলংয়ে ডাকল সিবিআই।

আরও পড়ুনঃ দেশের প্রধানমন্ত্রী দুকান কাটা, বললেন মমতার মন্ত্রী মলয় ঘটক

কলকাতার পুলিশ কমিশনার রাজীব কুমারকে মেঘালয়ের শিলংয়ে একটি নিউট্রাল জায়গায় হাজিরা দিয়ে সিবিআই জেরার মুখোমুখি হবার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। তবে এখনই গ্রেফতার করা যাবে না তাঁকে, জানিয়ে দিয়েছে দেশের শীর্ষ আদালত। সওয়াল জবাব শুনে মঙ্গলবার এই রায় জানিয়ে দেন সুপ্রিম কোর্ট এর প্রধান বিচারপতি রঞ্জন গগৈ এর বেঞ্চ।

আরও পড়ুনঃ ভোটের আগে মুখ্যমন্ত্রী মমতার সিদ্ধান্তে সিলমোহর দিল মোদী সরকার

সারদা রোজভ্যালি চিটফান্ড কাণ্ডে মমতার পুলিশ কর্তাদের বারবার তলব গোয়েন্দাদের
সারদা রোজভ্যালি চিটফান্ড কাণ্ডে মমতার পুলিশ কর্তাদের বারবার তলব গোয়েন্দাদের/The News বাংলা

তারপরেই সারদা চিটফাণ্ড মামলায় রাজীবকে জেরা করতে স্পেশ্যাল টিম গড়ে ফেলে সিবিআই। সিবিআই ডিএসপি তথাগত বর্ধন এর নেতৃত্বে ৯ সদস্যের একটি বিশেষ দল গঠন করেছে সিবিআই। তৈরি হয়ে গেছে প্রশ্নপত্র। সারদা মামলায় কলকাতার পুলিশ কমিশনারকে নাস্তানাবুদ করতে কোমর বাঁধছে সিবিআই। মনে করা হচ্ছে রাজীব কুমার ও কুনাল ঘোষ দুজনকে সামনা সামনি বসিয়ে জেরা করতে পারে সিবিআই।

আরও পড়ুনঃ কেন্দ্রে ক্ষমতায় এলে তিন তালাক বিরোধী আইন বাতিল করে দেবে কংগ্রেস

সুপ্রিম কোর্টের রায়ের পর জেরার জন্য সিবিআই নোটিশ দেবার আগেই জেরার মুখোমুখি হতে নিজেই সিবিআইকে চিঠি পাঠিয়ে দেন পুলিশ কমিশনার। দিল্লির লোধা রোডে সিবিআই হেডকোয়ার্টারে সিবিআই প্রধান ঋষি কুমার শুক্লাকে মঙ্গলবার বিকালেই মেল ও ফ্যাক্স করে দেন রাজীব কুমার। তিনি জানিয়েছিলেন, আগামী ৮ই ফেব্রুয়ারী তিনি শিলংয়ে জেরার জন্য প্রস্তুত।

আরও পড়ুনঃ মমতার ধর্ণায় বসা পুলিশ অফিসারদের কড়া শাস্তি দিতে চলেছে মোদী সরকার

রাজীব কুমার ও কুনাল ঘোষ দুজনকেই শিলংয়ে ডাকল সিবিআই/The News বাংলা
রাজীব কুমার ও কুনাল ঘোষ দুজনকেই শিলংয়ে ডাকল সিবিআই/The News বাংলা

তবে সিবিআই এর তরফ থেকে যুগ্ম অধিকর্তা পঙ্কজ শ্রীবাস্তব পরিস্কার জানিয়ে দিয়েছিলেন, “সিবিআই যবে চাইবে, তবেই জেরা করা হবে রাজীব কুমারকে। তিনি যবে চাইবেন, তবে নয়। আদালতের এমনই নির্দেশ আছে”। বলা যায়, জেরা নিয়েও শুরু হয়ে যায় ঠাণ্ডা লড়াই। তারপরই বৃহস্পতিবার রাজীব কুমারকে চিঠি দেয় সিবিআই। আগামী শনিবার ৯ তারিখে তাঁকে জেরার জন্য শিলংয়ে ডেকে পাঠাল সিবিআই।

আরও পড়ুনঃ মমতার বাংলায় ১ লাখ চাকরির প্রতিশ্রুতি দিলেন মুকেশ আম্বানি

রাজীব কুমার ও কুনাল ঘোষ দুজনকেই শিলংয়ে ডাকল সিবিআই/The News বাংলা
রাজীব কুমার ও কুনাল ঘোষ দুজনকেই শিলংয়ে ডাকল সিবিআই/The News বাংলা

এদিকে সারদা মামলায় রাজীবকে জেরায় জেরায় নাস্তানাবুদ করতে আটঘাট বাঁধছে সিবিআই। জানা গেছে, জেরায় রাজীব কুমারকে ভাঙতেই জোর কদমে প্রস্তুতি নিচ্ছেন সিবিআই আধিকারিকরা। প্রশ্নের জবাবে সন্তুষ্ট না হলে সব রিপোর্ট দেওয়া হবে দেশের শীর্ষ আদালতে। জেরায় সন্তুষ্ট না হলে তারপর তাঁকে নিজেদের হেফাজতে নিয়ে জেরার আবেদন করবে সিবিআই।

আরও পড়ুনঃ রিজার্ভ ব্যাঙ্ক এর বড় ঘোষণা, লোকসভা ভোটের আগে মধ্যবিত্তের মুখে হাসি

এদিকে রাজীব কুমারের পাশাপাশি কুনাল ঘোষকেও আবার ডেকে পাঠানোয় প্রশ্ন উঠেছে। রবিবার কি দুজনকে পাশাপাশি বসিয়ে জেরা করা হবে? রয়েছে সম্ভাবনা। তবে এতে মমতা ও তৃনমূল যে আরও চাপে পড়ে গেল সেটা বলাই যায়।

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

আরও পড়ুনঃ বাংলার জেলা এখন বোমার গোডাউন, জেলাতেই রাখা হচ্ছে সিআইডি বোম্ব স্কোয়াড
আরও পড়ুনঃ সারদা রোজভ্যালি চিটফান্ড কাণ্ডে মমতার পুলিশ কর্তাদের বারবার তলব গোয়েন্দাদের
আরও পড়ুনঃ নতুন যুদ্ধ, রোজভ্যালি চিটফান্ড কাণ্ডে মমতার দুই অফিসারকে ডেকে পাঠাল ইডি

আরও পড়ুনঃ সারদা চিটফান্ডে সর্বহারাদের দেখেই কি তাড়াতাড়ি ধর্ণা শেষ করলেন মমতা
আরও পড়ুনঃ উঠল বিজেপি বিরোধী সত্যাগ্রহ ধর্ণা, ধর্মতলার ধর্ণা প্রধানমন্ত্রী করতে পারবে মমতাকে
আরও পড়ুনঃ নারীদের নিয়ে অবাক করা সিদ্ধান্ত নিল শবরীমালা মন্দির কর্তৃপক্ষ

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

]]>
সারদা কাণ্ডে পুলিশ কমিশনারকে সিবিআই জেরা কবে, তা নিয়েও লড়াই তুঙ্গে https://thenewsbangla.com/when-the-cbi-interrogate-the-police-commissioner-in-saradha-case-at-shillong/ Tue, 05 Feb 2019 12:39:41 +0000 https://www.thenewsbangla.com/?p=6461 প্রথম লড়াইয়ে সিবিআই-কে টেক্কা দিলেন কলকাতার পুলিশ কমিশনার রাজীব কুমার। সুপ্রিম কোর্টের রায়ের পর জেরার জন্য সিবিআই নোটিশ দেবার আগেই জেরার মুখোমুখি হতে নিজেই সিবিআইকে চিঠি পাঠিয়ে দিলেন পুলিশ কমিশনার। দিল্লির লোধা রোডে সিবিআই হেডকোয়ার্টারে সিবিআই প্রধান ঋষি কুমার শুক্লাকে মঙ্গলবার বিকালেই মেল ও ফ্যাক্স করে দিলেন রাজীব কুমার। তিনি জানিয়েছেন, আগামী ৮ই ফেব্রুয়ারী তিনি শিলংয়ে জেরার জন্য প্রস্তুত।

আরও পড়ুনঃ সারদা চিটফাণ্ড মামলায় রাজীবকে জেরা করতে কি কি প্রশ্ন সাজাচ্ছে সিবিআই

জানা গিয়েছিল, মঙ্গলবার সন্ধ্যায় বা বুধবার সকালেই রাজীব কুমারকে জেরা করার নোটিশ দেবে সিবিআই। কিন্তু তার আগেই জেরার মুখোমুখি হবার জন্য নিজেই চিঠি পাঠিয়ে দিলেন পুলিশ কমিশনার। তবে সিবিআই এর তরফ থেকে যুগ্ম অধিকর্তা পঙ্কজ শ্রীবাস্তব পরিস্কার জানিয়ে দিয়েছেন, “সিবিআই যবে চাইবে, তবেই জেরা করা হবে রাজীব কুমারকে। তিনি যবে চাইবেন, তবে নয়। আদালতের এমনই নির্দেশ আছে”। বলা যায়, জেরা নিয়েও শুরু ঠাণ্ডা লড়াই।

আরও পড়ুনঃ সিবিআই জেরা থেকে পালাতে পারবেন না রাজীব কুমার, মমতা বললেন ‘নৈতিক জয়’

মঙ্গলবারই কলকাতার পুলিশ কমিশনার রাজীব কুমারকে জেরা করার অনুমতি দিয়েছে দেশের শীর্ষ আদালত। আর তারপরেই সারদা চিটফাণ্ড মামলায় রাজীবকে জেরা করতে স্পেশ্যাল টিম গড়ে ফেলে সিবিআই। সিবিআই ডিএসপি তথাগত বর্ধন এর নেতৃত্বে ৯ সদস্যের একটি বিশেষ দল গঠন করেছে সিবিআই। তৈরি হচ্ছে প্রশ্নপত্র। সারদা মামলায় কলকাতার পুলিশ কমিশনারকে নাস্তানাবুদ করতে কোমর বাঁধছে সিবিআই।

আরও পড়ুনঃ রাজীব কুমারকে সিবিআই দফতরে হাজিরার নির্দেশ দিল সুপ্রিম কোর্ট

কলকাতার পুলিশ কমিশনার রাজীব কুমারকে মেঘালয়ের শিলংয়ে একটি নিউট্রাল জায়গায় হাজিরা দিয়ে সিবিআই জেরার মুখোমুখি হবার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। তবে এখনই গ্রেফতার করা যাবে না তাঁকে, জানিয়ে দিয়েছে দেশের শীর্ষ আদালত। সারদা মামলায় সুদীপ্ত সেনের ল্যাপটপ, মোবাইল পরীক্ষাই করাননি রাজীব কুমার, মঙ্গলবার অভিযোগ করেন সিবিআই আইনজীবি। সওয়াল জবাব শুনে মঙ্গলবার এই রায় জানিয়ে দেন সুপ্রিম কোর্ট এর প্রধান বিচারপতি রঞ্জন গগৈ এর বেঞ্চ।

আরও পড়ুনঃ তথ্যপ্রমাণ নষ্টের প্রমাণ পেলে পুলিশ কমিশনারকে উচিত শিক্ষা দেওয়া হবে হুঁশিয়ারি সুপ্রিম কোর্টের

সারদা চিট ফান্ড তদন্তে অসহযোগিতা ও আদালত অবমাননার অভিযোগে সোমবারই কলকাতার পুলিস কমিশনারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় সিবিআই। সোমবার সকালে আদালত শুরু হতেই রাজীব কুমারের বিরুদ্ধে মামলা দায়ের করেছিলেন সিবিআইয়ের আইনজীবী। সিবিআইয়ের আইনজীবী তুষার মেহতা এই মামলা লড়ছেন। মামলাটি সরাসরি করা হয় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রঞ্জন গগৈ এর বেঞ্চে। মঙ্গলবার সকালেই রায় দেন দেশের শীর্ষ আদালত।

আরও পড়ুনঃ মমতার নির্দেশে সিবিআই অফিসারদের আটক করে বাংলার আইপিএসরা বিপদে

রায়ের পরই কলকাতার পুলিশ কমিশনার রাজীব কুমারকে জেরা করার জন্য প্রস্তুতি নিতে শুরু করেছে সিবিআই। মোট ৯ সদস্যের একটা স্পেশ্যাল দল গঠন করা হয়েছে বলেই সিবিআই সূত্রে জানা গেছে। সিবিআই ডিএসপি তথাগত বর্ধন এর নেতৃত্বে জেরার কাজ করবেন বাকি ৮ সদস্য। সারদা মামলায় রাজীবকে জেরায় জেরায় নাস্তানাবুদ করতে আটঘাট বাঁধছে সিবিআই।

আরও পড়ুনঃ সম্পর্কের খাতিরে চাকরি দুর্নীতি, রাজ্যের দফতরে কর্মীদের মুখরোচক গল্প

জানা গেছে, জেরায় রাজীব কুমারকে ভাঙতেই জোর কদমে প্রস্তুতি নিচ্ছেন সিবিআই আধিকারিকরা। প্রশ্নের জবাবে সন্তুষ্ট না হলে সব রিপোর্ট দেওয়া হবে দেশের শীর্ষ আদালতে। জেরায় সন্তুষ্ট না হলে তারপর তাঁকে নিজেদের হেফাজতে নিয়ে জেরার আবেদন করবে সিবিআই। এখন শিলংয়ে এই জেরা কবে হয় তার জন্যই এখন অপেক্ষা। রাজীব চাইছেন ৮ তারিখ। সিবিআই জানিয়েছে, তারা দিন ঠিক করে নোটিশ দেবে। বলা যায়, সারদা কাণ্ডে পুলিশ কমিশনারকে সিবিআই জেরা কবে, তা নিয়েও এবার লড়াই তুঙ্গে।

]]>
সারদা চিটফাণ্ড মামলায় রাজীব কুমারকে জেরা শুরু করল সিবিআই https://thenewsbangla.com/saradha-chitfund-case-9-member-special-cbi-team-to-interrogate-rajeev-kumar/ Tue, 05 Feb 2019 07:53:09 +0000 https://www.thenewsbangla.com/?p=6448 শুরু হল বহু প্রতিক্ষিত সেই জেরা। প্রথমে আলাপ পরিচয় হবার পর বেশ ভাল পরিবেশেই শুরু হয়েছে জেরার পর্ব। কলকাতার পুলিশ কমিশনার রাজীব কুমারকে জেরা করার অনুমতি দিয়েছে দেশের শীর্ষ আদালত। চলছে সেই জেরা পর্ব।

আরও পড়ুনঃ বেকার যুবকদের মুখে হাসি ফুটিয়ে বাংলায় তৈরি হচ্ছে ১০ লক্ষ চাকরি

রাজীব কুমারকে জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে। জানা গেছে, মোট ২২ পাতার প্রশ্নমালা তৈরি হয়েছে। সূত্রের খবর জিজ্ঞাসবাদ শুরু করেছেন সিবিআইয়ের পূর্বাঞ্চলীয় অধিকর্তা পঙ্কজ শ্রীবাস্তব-সহ ডিএসপি পদমর্যাদার ৩ জন আধিকারিক। রাজীব কুমারের বয়ান রেকর্ডের সময় উপস্থিত থাকবেন ডিএসপি তথাগত বর্ধন। থাকবেন এসপি পি সি কল্যাণ, থাকছেন পূর্বাঞ্চলীয় অধিকর্তা পঙ্কজ শ্রীবাস্তবও।

আরও পড়ুনঃ সার্কিট বেঞ্চ উদ্বোধন করে দিয়ে মমতার ‘বাড়া ভাতে’ ছাই দিলেন মোদী

সকাল সাড়ে ১১ টা নাগাদ সিবিআই দপ্তর থেকে বেরিয়ে যান রাজীব কুমারের আইনজীবী বিশ্বজিত দেব। সূত্রের খবর, তাঁকে জিজ্ঞাসাবাদের সময় পুলিশ কমিশনারের সঙ্গে থাকার অনুমতি দেওয়া হয়নি। সিবিআই আধিকারিকদের কাছে বেশ কয়েকটি অনুরোধ করেন রাজীব কুমারের আইনজীবী। রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য কলকাতায় কমিশনারের থাকা প্রয়োজন। তাই, অনির্দিষ্টকালের জন্য রাজীব কুমারকে আটকে না রাখার অনুরোধ করেছেন তিনি।

আরও পড়ুনঃ নতুন যুদ্ধ, রোজভ্যালি চিটফান্ড কাণ্ডে মমতার দুই অফিসারকে ডেকে পাঠাল ইডি

সারদা চিটফাণ্ড মামলায় রাজীবকে জেরা করতে স্পেশ্যাল টিম গড়েছে সিবিআই। সিবিআই ডিএসপি তথাগত বর্ধন এর নেতৃত্বে ৯ সদস্যের একটি বিশেষ দল গঠন করেছে সিবিআই। তৈরি হয়েছে প্রশ্নপত্র। সারদা মামলায় কলকাতার পুলিশ কমিশনারকে নাস্তানাবুদ করতে কোমর বেঁধেছে সিবিআই।

আরও পড়ুনঃ সিবিআই জেরা থেকে পালাতে পারবেন না রাজীব কুমার, মমতা বললেন ‘নৈতিক জয়’

কলকাতার পুলিশ কমিশনার রাজীব কুমারকে মেঘালয়ের শিলংয়ে একটি নিউট্রাল জায়গায় হাজিরা দিয়ে সিবিআই জেরার মুখোমুখি হবার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। তবে এখনই গ্রেফতার করা যাবে না তাঁকে, জানিয়ে দিয়েছে দেশের শীর্ষ আদালত। সারদা মামলায় সুদীপ্ত সেনের ল্যাপটপ, মোবাইল পরীক্ষাই করাননি রাজীব কুমার, গত মঙ্গলবার অভিযোগ করেন সিবিআই আইনজীবি। সওয়াল জবাব শুনে এই রায় জানিয়ে দেন সুপ্রিম কোর্ট এর প্রধান বিচারপতি রঞ্জন গগৈ এর বেঞ্চ।

আরও পড়ুনঃ রাজীব কুমারকে সিবিআই দফতরে হাজিরার নির্দেশ দিল সুপ্রিম কোর্ট

সারদা চিট ফান্ড তদন্তে অসহযোগিতা ও আদালত অবমাননার অভিযোগে গত সোমবারই কলকাতার পুলিস কমিশনারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় সিবিআই। সোমবার সকালে আদালত শুরু হতেই রাজীব কুমারের বিরুদ্ধে মামলা দায়ের করেছিলেন সিবিআইয়ের আইনজীবী। সিবিআইয়ের আইনজীবী তুষার মেহতা এই মামলা লড়ছেন। মামলাটি সরাসরি করা হয় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রঞ্জন গগৈ এর বেঞ্চে। মঙ্গলবার সকালেই রায় দেন দেশের শীর্ষ আদালত।

আরও পড়ুনঃ তথ্যপ্রমাণ নষ্টের প্রমাণ পেলে পুলিশ কমিশনারকে উচিত শিক্ষা দেওয়া হবে হুঁশিয়ারি সুপ্রিম কোর্টের

রায়ের পরই কলকাতার পুলিশ কমিশনার রাজীব কুমারকে জেরা করার জন্য প্রস্তুতি নিতে শুরু করে সিবিআই। মোট ৯ সদস্যের একটা স্পেশ্যাল দল গঠন করেছে সিবিআই। সিবিআই ডিএসপি তথাগত বর্ধন এর নেতৃত্বে জেরার কাজ করছেন বাকি সদস্যরা। সারদা মামলায় রাজীবকে জেরায় জেরায় নাস্তানাবুদ করবে সিবিআই।

আরও পড়ুনঃ মমতার নির্দেশে সিবিআই অফিসারদের আটক করে বাংলার আইপিএসরা বিপদে

সারদা চিটফাণ্ড মামলায় সিবিআই কি কি প্রশ্নে জেরবার করছে কলকাতার পুলিশ কমিশনার রাজীব কুমারকে? জেনে নিন সেই সব প্রশ্ন। সারদা চিটফাণ্ড মামলায় রাজীবকে জেরা করতে প্রধান কি কি প্রশ্ন সাজিয়েছে সিবিআই?

১. বাজেয়াপ্ত করা সুদীপ্ত সেনের ল্যাপটপ ও মোবাইল গুলো কোথায়?
২. সুদীপ্ত সেনের ল্যাপটপ ও মোবাইল গুলো কেন বাজেয়াপ্ত করার পরেই ফরেনসিকে পাঠান হল না?
৩. সুদীপ্ত সেনের অফিস থেকে বাজেয়াপ্ত করা সব নথি কোথায়?
৪. বিভিন্ন ডাটা, পেন ড্রাইভ, সিডি কোথায়?
৫. কেন বাজেয়াপ্ত করা সব জিনিস সিবিআই আধিকারিকদের কাছে জমা করলেন না?
৬. এতদিন ধরে বারবার ডাকা সত্ত্বেও কেন তিনি হাজিরা দেননি?
৭. কাদের রক্ষা করতে সিবিআই জেরার হাত থেকে পালিয়ে বেড়াচ্ছেন তিনি?
৮. সুদীপ্ত সেনের অফিস থেকে উদ্ধার করা সব টাকা কি তিনি বাজেয়াপ্ত তালিকায় দেখিয়েছেন?

আরও পড়ুনঃ মমতার বাংলায় ১ লাখ চাকরির প্রতিশ্রুতি দিলেন মুকেশ আম্বানি

জানা গেছে, ধীরে ধীরে রাজীব কুমারকে জেরায় নাস্তানাবুদ করবে সিবিআই। পুলিশ কমিশনার রাজীব কুমারকে মেঘালয়ের শিলংয়ে একটি নিউট্রাল জায়গায় হাজিরা দিয়ে জেরার মুখোমুখি হতে বলা হয়। প্রশ্ন কি কি হবে তা নিয়ে দিল্লির লোধি রোডে সিবিআই বলিষ্ঠ আধিকারিকদের সঙ্গে বৈঠক করে বাংলার সিবিআই অফিসাররা।

আরও পড়ুনঃ মমতার ধর্ণায় বসা পুলিশ অফিসারদের কড়া শাস্তি দিতে চলেছে মোদী সরকার

জানা গেছে, জেরায় রাজীব কুমারকে ভাঙতেই জোর কদমে প্রস্তুতি নিয়েছেন সিবিআই আধিকারিকরা। প্রশ্নের জবাবে সন্তুষ্ট না হলে সব রিপোর্ট দেওয়া হবে দেশের শীর্ষ আদালতে। জেরায় সন্তুষ্ট না হলে তারপর তাঁকে নিজেদের হেফাজতে নিয়ে জেরার আবেদন করবে সিবিআই। শনিবার কতক্ষণ প্রশ্নত্তর চলে সেটাই এখন দেখার।

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

]]>