Rajeev Kumar IPS – The News বাংলা https://thenewsbangla.com Bengali News Portal Mon, 08 Apr 2019 10:09:24 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.2 https://thenewsbangla.com/wp-content/uploads/2018/09/cropped-cdacf4af-1517-4a2e-9115-8796fbc7217f-32x32.jpeg Rajeev Kumar IPS – The News বাংলা https://thenewsbangla.com 32 32 কেন গ্রেফতার করা হবে না, রাজীব কুমারকে নোটিশ সুপ্রিম কোর্টের https://thenewsbangla.com/suprim-court-issued-notice-to-rajeev-kumar-abaut-his-arrest-by-cbi/ Mon, 08 Apr 2019 10:04:16 +0000 https://www.thenewsbangla.com/?p=10290 চরম সমস্যায় কলকাতার প্রাক্তন নগরপাল রাজীব কুমার। সিবিআই তাঁর গ্রেফতারি চাওয়ার পর সুপ্রিম কোর্ট নোটিশ দিল কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার রাজীব কুমারকে। সিবিআই তাঁকে তদন্তে অসহযোগিতা ও সারদা তদন্তে তথ্য লোপাটের অভিযোগে তাদের হেফাজতে নিতে চেয়েছে। সোমবার প্রধান বিচারপতি রঞ্জন গগৈয়ের নেতৃত্বে একটি বেঞ্চ সোমবার ওই নোটিশ দেয়।

আরও পড়ুনঃ বিজেপির নির্বাচনী ইস্তাহারে কাশ্মীরের ৩৭০ এবং ৩৫ এ নং ধারা বিলোপের প্রতিশ্রুতি

প্রধান বিচারপতি রঞ্জন গগৈয়ের নেতৃত্বে একটি বেঞ্চ সোমবার সিবিআইয়ের এই আবেদনের পরিপ্রেক্ষিতে রাজীব কুমারের জবাব তলব করেছে। ১৫ এপ্রিল মামলার পরবর্তী শুনানি।

আরও পড়ুনঃ তিন তালাকের ব্যাপারে সরকারের হস্তক্ষেপ অনুচিত, বলছেন মুসলিম মহিলারা

নতুন করে চাপে পড়ে গেলেন রাজীব কুমার। রাজীব কুমারকে তাঁদের হেফাজতে নিয়ে জেরা করার জন্য শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিল সিবিআই। তার পরিপ্রেক্ষিতেই এই নোটিশ পাঠানো হল। কেন গ্রেফতার করা হবে না? জানতে চাইল দেশের শীর্ষ আদালত।

আরও পড়ুনঃ ঘোড়া গাধা খচ্চর বিতর্কের পর গরুর গাড়িতে প্রচার, বিরোধী মতে মরার গাড়িতে তৃণমূল

প্রধান বিচারপতি রঞ্জন গগৈয়ের নেতৃত্বে একটি বেঞ্চ সোমবার ওই নির্দেশ দেয়। সিবিআইয়ের ওই আবেদনের ভিত্তিতে কেন তাঁকে গ্রেফতার করে জেরা করা হবে না তা জানতে চেয়ে রাজীব কুমারের কাছে ব্যাখ্যা চেয়েছে সুপ্রিম কোর্ট। মামলার পরবর্তি শুনানি হবে আগামী সোমবার।

আরও পড়ুনঃ সব বুথে কেন্দ্রীয় বাহিনী না থাকলে ভোট বন্ধ করে দেবার হুমকি লকেটের

কলকাতা পুলিসের প্রাক্তন কমিশনারকে হেফাজতে নিয়ে জেরা করতে নতুন করে আবেদন করেছিল সিবিআই। সেই আবেদনের ভিত্তিতে সোমবার রাজীব কুমারকে নোটিস দিল শীর্ষ আদালত। সিবিআইয়ের ওই আবেদনের ভিত্তিতে কেন তাঁকে গ্রেফতার করে জেরা করা হবে না তা জানতে চেয়ে রাজীব কুমারের কাছে ব্যাখ্যা চেয়েছে সুপ্রিম কোর্ট।

আরও পড়ুনঃ নবরাত্রি উপলক্ষ্যে জোরপূর্বক দুই শতাধিক মাংসের দোকান বন্ধের অভিযোগ হিন্দু সেনার বিরুদ্ধে

উল্লেখ্য, ২ ফেব্রুয়ারি সারদাতদন্তে রাজীব কুমারকে জিজ্ঞাসাবাদ করতে চেয়ে তাঁর বাসভবনে পৌঁছোয় সিবিআই আধিকারিকদের একটি দল। তারপরই কলকাতা পুলিশ বনাম সিবিআই দ্বন্দ্বে তোলপাড় হয় রাজ্য রাজনীতি। জল গড়ায় সুপ্রিম কোর্টে।

আরও পড়ুনঃ বারাসাত কেন্দ্রের বিজেপি ভোট প্রার্থী নিজেই কোনদিন ভোট দেননি ভারতে

আদালত অবমাননার অভিযোগে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় সিবিআই। এর পর শীর্ষ আদালতের নির্দেশে শিলংয়ে টানা জেরা চলে রাজীব কুমারের। কিন্তু তাঁকে গ্রেফতার না করার ব্যাপারে আদালতের ‘রক্ষাকবচ’ থাকায় তাঁকে গ্রেফতার করতে পারেনি সিবিআই। কিন্তু জেরায় কী তথ্য উঠে এসেছে, জিজ্ঞাসাবাদের পর মুখবন্ধ খামে সেই রিপোর্ট শীর্ষ আদালতে জমা দেয়।

আরও পড়ুনঃ সাহস থাকলে কেরালা বা তামিলনাড়ু থেকে লড়ুন, মোদীকে চ্যালেঞ্জ শশীর

ওই জেরার কিছুদিন পরেই সিবিআই শীর্ষ আদালতে রাজীবের বিরুদ্ধে গুরুতর অভিযোগ করে। বলা হয় সাক্ষীদের প্রভাবিত করার চেষ্টা করছেন রাজীব কুমার। এরপরই রাজীব কুমারকে নিজেদের হেফাজতে নিয়ে জেরা করার আবেদন করে সিবিআই। সেই মামলায় সোমবার ওই নির্দেশ দিল সুপ্রিম কোর্ট।

আরও পড়ুনঃ কংগ্রেস নির্বাচনী ইস্তাহারকে প্রো জিহাদ ও অ্যান্টি ইন্ডিয়া বলে আক্রমণ কোয়েনা মিত্রের

এর ফলে ভোটের মধ্যেই রাজীব কুমারের গ্রেফতারের সম্ভাবনা তৈরি হল বলেই মনে করছে রাজনৈতিক মহল। সেটা হলে ঠিক ভোটের মধ্যেই তৃণমূল তথা নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বড় ধাক্কা খাবেন বলেই মনে করছে রাজনৈতিক মহল।

আরও পড়ুনঃ লাইভ ডিবেটে অসহিষ্ণুতা, সঞ্চালক ও বিজেপি নেতার দিকে গ্লাস ছূঁড়লেন কংগ্রেস নেতা

ভোটের বাজারে সুবিধা পেতেই বিজেপি এই নাটক করছে, বলেছে তৃণমূল কংগ্রেস। আইন আইনের পথে চলবে, এর সঙ্গে ভোটের বা তৃণমূল বিজেপি কোন সম্পর্ক নেই, বলেছে বিজেপি। সব মিলিয়ে ভোটের মধ্যেই রাজীব কুমারকে নিয়ে সরগরম বাংলা তথা দেশের রাজনৈতিক মহল।

আরও পড়ুনঃ ভারতীয়দের বাঁদরের সঙ্গে তুলনা করলেন রাহুলের গুরু পিত্রোদা

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

]]>
নতুন যুদ্ধ, রোজভ্যালি চিটফান্ড কাণ্ডে মমতার দুই অফিসারকে ডেকে পাঠাল ইডি https://thenewsbangla.com/ed-sent-letter-to-home-secretary-summoned-two-ips-officers-in-rosevally-chitfund-case/ Wed, 06 Feb 2019 06:35:41 +0000 https://www.thenewsbangla.com/?p=6486 এক লড়াই শেষ হতে না হতেই আবার নতুন যুদ্ধ শুরু। সারদার পর এবার রোজভ্যালি কাণ্ডে মমতা প্রশাসনের দুই পুলিশ কর্তাকে জেরার জন্য ডেকে পাঠাল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ইডি বা এনফোর্সমেনট ডিরেক্টরেট। রাজ্যের স্বরাষ্ট্রসচিবকে পাঠিয়ে দেওয়া হয়েছে চিঠি। দেখা না করলে পাঠান হবে দ্বিতীয় নোটিশ, জানা যাচ্ছে ইডি সূত্রে।

আরও পড়ুনঃ সারদা চিটফান্ডে সর্বহারাদের দেখেই কি তাড়াতাড়ি ধর্ণা শেষ করলেন মমতা

সারদা চিটফান্ড কাণ্ডে রাজীব কুমারের পর এবার রোজভ্যালি চিটফান্ড কাণ্ডে কলকাতার পুলিশের দুই ডেপুটি পুলিশ কমিশনারকে জেরা করা হবে। রাজ্যের স্বরাষ্ট্রসচিবকে একটি চিঠি পাঠিয়েছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ইডি বা এনফোর্সমেনট ডিরেক্টরেট। এই দুজন হলেন আইপিএস ও ডিসি এসটিএফ মুরলীধর শর্মা ও আইপিএস ও ডিসি এসইডি কল্যাণ মুখোপাধ্যায়।

আরও পড়ুনঃ ধর্মতলার ধর্ণা মঞ্চ থেকে মোদীর বিরুদ্ধে লোকসভা ভোটের ‘সারদা ইস্যু’

নতুন যুদ্ধ, রোজভ্যালি চিটফান্ড কাণ্ডে মমতার দুই অফিসারকে ডেকে পাঠাল ইডি/The News বাংলা
নতুন যুদ্ধ, রোজভ্যালি চিটফান্ড কাণ্ডে মমতার দুই অফিসারকে ডেকে পাঠাল ইডি/The News বাংলা

রোজভ্যালি চিটফান্ড কাণ্ডে কলকাতায় রোজভ্যালির একটি হোটেল সংক্রান্ত বিষয়ে খোঁজখবর করতেই তাঁদের ডেকে পাঠান হয়েছে বলে জানা গেছে। রোজভ্যালির ওই হোটেলে তদন্তের দায়িত্বে ছিলেন এই দুই অফিসার, এমনটাই জানা যাচ্ছে। ইতিমধ্যেই ইডি বা এনফোর্সমেনট ডিরেক্টরেট এর চিঠি পৌঁছে গিয়েছে রাজ্যের স্বরাষ্ট্রসচিবের কাছে। সল্টলেক সিজিও কমপ্লেক্সে ইডির অফিসে হাজিরা দিতে বলা হয়েছে ওই দুই আইপিএস ও ডিসি র‍্যাঙ্কের অফিসারকে।

আরও পড়ুনঃ সারদা চিটফাণ্ড মামলায় রাজীবকে জেরা করতে কি কি প্রশ্ন সাজাচ্ছে সিবিআই

তবে রাজ্যের তরফে চিঠি পাঠিয়ে জেরার কথা অস্বীকার করা হয়েছে। বলা হয়েছে, “মোটেও জেরা করার জন্য চিঠি নয়। কিছু প্রশ্ন ছিল, উত্তর পাঠিয়ে দেওয়া হয়েছে”। যদিও ইডি বা এনফোর্সমেনট ডিরেক্টরেট এর তরফ থেকে জানান হয়েছে, “ওই দুই আইপিএস ও ডিসি র‍্যাঙ্কের অফিসারকে সল্টলেক সিজিও কমপ্লেক্সে ইডির অফিসে ডেকে পাঠান হয়েছে। না এলে দ্বিতীয় নোটিশ পাঠান হবে”।

আরও পড়ুনঃ উঠল বিজেপি বিরোধী সত্যাগ্রহ ধর্ণা, ধর্মতলার ধর্ণা প্রধানমন্ত্রী করতে পারবে মমতাকে

নতুন যুদ্ধ, রোজভ্যালি চিটফান্ড কাণ্ডে মমতার দুই অফিসারকে ডেকে পাঠাল ইডি/The News বাংলা
নতুন যুদ্ধ, রোজভ্যালি চিটফান্ড কাণ্ডে মমতার দুই অফিসারকে ডেকে পাঠাল ইডি/The News বাংলা

রোজভ্যালি চিটফান্ড কাণ্ডে কিছু ‘মিসিং লিংক’ পেতেই এবার সরাসরি তদন্তকারী দুই আইপিএস অফিসারকেই জেরা করার সিদ্ধান্ত নিয়েছে ইডি, এমনটাই জানা গেছে। কোন জালিয়াতি কাণ্ডে এইভাবে দুই আইপিএস ও ডিসি র‍্যাঙ্কের অফিসারকে ডেকে পাঠিয়ে জিজ্ঞাসাবাদ করার ঘটনাও অভূতপূর্ব বলে মনে করছে প্রশাসনিক মহল। তবে পুলিশের তরফ বলা হয়েছে, “এটা রুটিন ইনফরমেশন চেয়ে পাঠান হয়েছে। এরকম প্রায়ই তথ্য চাওয়া হয়, নতুন কিছুই নয়”।

আরও পড়ুনঃ সিবিআই জেরা থেকে পালাতে পারবেন না রাজীব কুমার, মমতা বললেন ‘নৈতিক জয়’

যদিও তদন্তের কাজে সাহাজ্যের জন্য এবং রোজভ্যালি চিটফান্ড কাণ্ডে একটি হোটেল সংক্রান্ত বিষয়ে খোঁজখবর করতে ও কিছু তথ্য নেবার জন্যই এই পুলিশ অফিসারদের ডেকে পাঠান হয়েছে। কিন্তু কোনও জালিয়াতি কাণ্ডের তদন্তে যদি তদন্তকারী অফিসারদেরই এইভাবে ডেকে জেরা করতে হয়, তাহলে সেই তদন্তের ভবিষ্যৎ কি হতে পারে তা সহজেই অনুমান করা যায়। এই সারদা জালিয়াতি কাণ্ডে আদৌ কি দোষীদের শাস্তি হবে? আশঙ্কার প্রশ্ন কিন্তু অনেক আগেই উঠেছে।

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

আরও পড়ুনঃ সারদা কাণ্ডে পুলিশ কমিশনারকে সিবিআই জেরা কবে, তা নিয়েও লড়াই তুঙ্গে
আরও পড়ুনঃ রাজীব কুমারকে সিবিআই দফতরে হাজিরার নির্দেশ দিল সুপ্রিম কোর্ট
আরও পড়ুনঃ মমতার নির্দেশে সিবিআই অফিসারদের আটক করে বাংলার আইপিএসরা বিপদে

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

]]>