Raj Babbar – The News বাংলা https://thenewsbangla.com Bengali News Portal Sat, 27 Apr 2019 13:41:25 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.2 https://thenewsbangla.com/wp-content/uploads/2018/09/cropped-cdacf4af-1517-4a2e-9115-8796fbc7217f-32x32.jpeg Raj Babbar – The News বাংলা https://thenewsbangla.com 32 32 অন্যান্য নেতাদের কুর্তা ও মিষ্টি না পাঠানোয় মমতার ওপর ক্ষুব্ধ কংগ্রেস নেতা https://thenewsbangla.com/mamata-banerjee-knows-the-size-of-narendra-modis-kurta-said-cong-leader-raj-babbar/ Sat, 27 Apr 2019 13:32:09 +0000 https://www.thenewsbangla.com/?p=11778 অন্যান্য নেতাদের কুর্তা ও মিষ্টি না পাঠানোয় মমতার ওপর ক্ষুব্ধ কংগ্রেস নেতা। মোদীর কুর্তার সাইজ কি করে জানলেন তুলে দিলেন বিতর্কিত প্রশ্ন। আর এই নিয়েই শোরগোল রাজ্য ও দেশের রাজনৈতিক মহল। মমতার কুর্তা ও মিষ্টি না পেয়েই কি ক্ষুব্ধ কংগ্রেস নেতারা? উঠে গেছে প্রশ্ন। আর সব নিয়ে জমজমাট মমতা-মোদী কুর্তা বিতর্ক।

আরও পড়ুনঃ নুড়ি পাথর ভরা মাটির মিষ্টি খাইয়ে মোদীর দাঁত ভাঙবেন, মন্তব্য মুখ্যমন্ত্রী মমতার

কুর্তা ও রসগোল্লা নিয়ে এখনো জমজমাট বাংলার রাজনীতি। কুর্তা, রসগোল্লা পাঠানো নিয়ে বাংলা ও দিল্লির দড়ি টানাটানি অব্যাহত। তারই মধ্যে কলকাতায় এসে এই ইস্যুতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করলেন কংগ্রেস নেতা রাজ বব্বর। মোদী ছাড়া অন্যান্য নেতাদের কেনো মমতাজি কুর্তা ও রসগোল্লা পাঠাননি, এই প্রশ্ন ছূঁড়ে দেন তিনি।

আরও পড়ুনঃ একের পর এক মিথ্যা বলে গোটা বাংলাকে আশঙ্কায় রাখার শাস্তি কি পাবেন অর্ণব অনিশা

তিনি বলেন, বাংলার বিখ্যাত দুটো জিনিসের মধ্যে একটি হচ্ছে রসগোল্লা, অন্যটি কুর্তা। কিন্তু একমাত্র মোদী ছাড়া অন্য কাউকে সেগুলো পাঠিয়েছেন বলে তার জানা নেই, এমনটাই জানান রাজ বব্বর। মোদীজীর কুর্তার মাপও মমতাজী জানেন বলে কটাক্ষ করেন তিনি।

সম্প্রতি টেলিভিশনে অক্ষয় কুমারের সাথে এক ব্যক্তিগত আলাপচারিতায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছিলেন, মমতা দিদি প্রতি বছর তাঁকে কুর্তা ও রসগোল্লা পাঠান। তার পরিপ্রেক্ষিতেই শুরু হয় জোর বিতর্ক।

আরও পড়ুনঃ শীঘ্রই আসছি ইনশাল্লাহ, বাংলায় পোস্টার ভয়ঙ্কর ইসলামিক স্টেটের

বুধবার বলিউড অভিনেতা অক্ষয় কুমারের সাথে ব্যক্তিগত সাক্ষাৎকার অনুষ্ঠিত হয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। সেখানেই প্রধানমন্ত্রীর সাথে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে সম্পর্কের প্রসঙ্গ উঠে আসে। সেখানেই প্রধানমন্ত্রী মন্তব্য করেন, বছরে অন্তত একবারের জন্য হলেও বাংলার মুখ্যমন্ত্রী তাঁর জন্য কুর্তা ও মিষ্টি পাঠান এবং প্রতি বছরেই মুখ্যমন্ত্রী সেটি করে থাকেন।

আরও পড়ুনঃ বিজেপি রাজ্যে ক্ষমতায় এলে টুপি পরতে দেবে না, বিতর্কিত মন্তব্য ফিরহাদের

বুধবারই প্রধানমন্ত্রীর এই মন্তব্যের প্রাথমিক প্রতিক্রিয়ায় মুখ্যমন্ত্রী কুর্তা ও মিষ্টি পাঠানোর কথা স্বীকার করে নিয়েছিলেন। মিষ্টি পাঠানোর বিষয়টিকে সৌজন্য বলে উল্লেখ করেন তিনি। এরপরেই আসরে নামে সিপিএম। মিষ্টি পাঠানোর বিষয়টিকে দিদি মোদীর গোপন বোঝাপড়ার ফলাফল বলে কটাক্ষ নামে তারা।

আরও পড়ুনঃ উত্তপ্ত ইলামবাজার, বিজেপি অফিস ভাংচুরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

বুধবারের আলাপচারিতার প্রধানমন্ত্রী বলেছিলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাও প্রতি বছর বিশেষ অনুষ্ঠানে নরেন্দ্র মোদীকে বাংলাদেশের স্পেশাল মিষ্টি পাঠান। তার পরেই বাংলার মুখ্যমন্ত্রীর প্রসঙ্গ টানেন তিনি। তারপরেই মিষ্টি নিয়ে বাংলা ও দিল্লির রাজনীতি জমজমাট আকার নিয়েছে।

]]>
মোদী হঠাতে পাকিস্তানি প্রার্থীকেও সমর্থন, নেতার মন্তব্যে বিতর্ক https://thenewsbangla.com/vote-for-congress-even-if-candidate-is-from-pakistan-congress-alliance-mahan-dals-shocking-comment/ Mon, 25 Feb 2019 15:53:48 +0000 https://www.thenewsbangla.com/?p=7161 মোদী হঠাতে প্রকাশ্য জনসভায় আজব নিদান দিলেন কংগ্রেসের শরিক দলের এক নেতা, যা নিয়েই এবার বিতর্ক তুঙ্গে গোটা দেশ জুড়ে। উত্তরপ্রদেশের মোরাদাবাদে ভোট প্রচারে কংগ্রেসের শরিক মহান দলের নেতা কেশব দেব মৌর্য সম্প্রতি এক জনসভায় বলেন, “প্রার্থী কে সেটা দেখার দরকার নেই, শুধু হাত চিহ্ন দেখেই ভোট দেবেন। প্রার্থী পাকিস্তানি হলেও অসুবিধে নেই”। সাম্প্রতিক পরিস্থিতিতে, এইধরনের দায়িত্বজ্ঞানহীন মন্তব্যে হতবাক রাজনৈতিক জগতের অনেক ব্যক্তিত্ব।

মোদী হঠাতে পাকিস্তানি প্রার্থীকেও সমর্থন, নেতার মন্তব্যে বিতর্ক/The News বাংলা
মোদী হঠাতে পাকিস্তানি প্রার্থীকেও সমর্থন, নেতার মন্তব্যে বিতর্ক/The News বাংলা

আরও পড়ুনঃ ভারতের চাপে নাভিশ্বাস পাকিস্তানের ফের একটা সুযোগ ভিক্ষা

আসন্ন লোকসভা ভোটে লড়তে ৮০ লোকসভা বিশিষ্ট উত্তরপ্রদেশে আসনরফা হয়েছে আখিলেশের সমাজবাদী পার্টি ও মায়াবতীর বহুজন সমাজবাদী পার্টির মধ্যে। কংগ্রেসকে আমেঠি ও রায়বেরিলি দুটো আসন ছাড়লেও কংগ্রেসকে তারা জোটে নেয়নি। এদিকে প্রিয়াঙ্কা গান্ধী পূর্ব উত্তরপ্রদেশের দায়িত্ব হাতে নেওয়ার পর কংগ্রেস একাই অনেকটা উজ্জীবিত বলে নিজেদের মনে করছে।

আরও পড়ুনঃ পাক সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে মোদীকেই যোগ্য বলছেন দেশের মানুষ

একা লড়তে গিয়েও উত্তরপ্রদেশে ছোট কিছু স্বতন্ত্র দলের সাথে জোট করেছে কংগ্রেস। এমনই একটি দল ‘মহান দল’, যার দলেরই সুপ্রিমো কেশব দেব মৌর্যের এহেন মন্তব্যে রীতিমতো অস্বস্তিতে কংগ্রেস। তিনি যখন এই মন্তব্য করেন, তখন মঞ্চেই উপস্থিত ছিলেন উত্তরপ্রদেশের কংগ্রেস সভাপতি রাজ বব্বর, রসিদ আলভী, নসিমুদ্দিন সিদ্দিকী সহ দলের অন্যান্য নেতারা।

আরও পড়ুনঃ সিবিআই ইডি তদন্ত থেকে বাঁচাতেই কি স্বামীকে রাজনীতিতে আনছেন প্রিয়াঙ্কা

এর আগেও কংগ্রেসের প্রথম শ্রেনীর নেতা মনিশঙ্কর আইয়ার পাকিস্তানে গিয়ে কেন্দ্র সরকারকে সরানোর জন্য পাকিস্তানের সাহায্যপ্রার্থী হয়েছিলেন, যা নিয়ে বিস্তর সমালোচনাও হয়। আর এবার প্রায় একই লাইনে হাঁটলেন সেই কংগ্রেসেরই শরীক দলের নেতা, যা নিয়ে স্বভাবতই আসরে নেমেছে বিজেপি সহ দক্ষিনপন্থী দলগুলি।

আরও পড়ুনঃ বিশ্ব জুড়ে প্রভাব ফেলে শান্তি পুরস্কার পেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

মহান দলের এক মহান নেতার ফতেয়ায় এবার শোরগোল পরে গেছে গোটা দেশে। ভোটের মুখে কংগ্রেসকে চরম অস্বস্তিতে ফেলে দিলেন মহান দলের এই মহান নেতা। আর কংগ্রেস শরিক দলের এই নেতার মন্তব্যকেই হাতিয়ার করে কংগ্রেসকে আক্রমণ করেছেন বিজেপি নেতারা।

আরও পড়ুনঃ ভারতের নদী থেকে একফোঁটাও জল দেওয়া হবে না পাকিস্তানকে

কিন্তু একজন নেতা শুধুমাত্র মোদীকে প্রধানমন্ত্রী পদ থেকে সরাতে দেশের এই পরিস্থিতিতে পাকিস্তানি প্রার্থীকেও ভোট দিতে নিদান দিচ্ছেন, এটাই ক্ষুব্ধ করেছে আম আদমিকেও। দেশের সাম্প্রতিক পরিস্থিতিতে এই বক্তব্য যে কতটা মুর্খামির পরিচয় দিতে পারে তা বোঝার ক্ষমতাও নেই ওই নেতার, বলছেন সাধারণ মানুষ।

আরও পড়ুনঃ চিরশত্রুকে শিক্ষা দিতে ভারত পাক যুদ্ধ চান বাবা রামদেব

জানা গেছে, কংগ্রেসের তরফ থেকেও এই মন্তব্য নিয়ে আলোচনা হয়েছে। এই মন্তব্য কংগ্রেস দলের নয় বলেই পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে। এই ধরণের বক্তব্য উত্তরপ্রদেশে কংগ্রেসের ভোট যে কমিয়ে দেবে, তা আর বলার অপেক্ষা রাখে না বলেই জানাচ্ছে রাজনৈতিক মহল। আর এই মন্তব্য নিয়েই রাজ্য ছাড়িয়ে দেশ জুড়ে সমালোচনার ঝড় তুলেছে বিজেপি।

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

]]>
মায়ের পর এবার মোদীর বাবাকে নিশানা করে কুমন্তব্য কংগ্রেসের https://thenewsbangla.com/after-mother-congress-aims-to-target-modis-father/ Sun, 25 Nov 2018 12:52:31 +0000 https://www.thenewsbangla.com/?p=3098 The News বাংলা, নিউ দিল্লিঃ চলছে ৫ রাজ্যের বিধানসভা নির্বাচনের প্রস্তুতি। আর রাজ্যগুলোর ভোটের দিনক্ষণ যত এগিয়ে আসছে, রাজনৈতিক ব্যক্তিদের মধ্যে পরস্পরকে আক্রমন, প্রতি আক্রমণ ততই বেড়ে চলেছে। আর ‘কুমন্তব্য’র কাদা ছোঁড়াছুড়িতে কংগ্রেস নেতারা যেন উঠে পড়ে লেগেছেন। টার্গেট সেই নরেন্দ্র মোদী। মায়ের পর এবার মোদীর বাবাকে নিশানা করে কুমন্তব্য কংগ্রেস সাংসদের।

আরও পড়ুনঃ রামমন্দির নয়, হিন্দু ক্ষোভ থামাতে অযোধ্যায় রামমূর্তির ঘোষণা যোগীর

Image Source: Google

ব্যক্তিগত আক্রমণ করতে গিয়ে শালীনতার সীমা অতিক্রম করাটা যেন কিছুতেই কংগ্রেস নেতাদের পিছু ছাড়ছে না। প্রায়শই তারা কুমন্তব্য করে বিতর্কে জড়াচ্ছেন। গত বৃহস্পতিবার, রাজস্থানে একটি নির্বাচনী জনসভায় কংগ্রেস নেতা রাজবব্বরের একটি বক্তৃতাকে ঘিরে সৃষ্টি হয়েছে তুমুল বিতর্ক। মোদী জমানায় ডলারের তুলনায় টাকার দাম পড়া নিয়ে মন্তব্য করতে গিয়ে ডলারের দামের সঙ্গে প্রধানমন্ত্রীর মায়ের বয়সের তুলনা টেনে বিপাকে পড়েন এই নেতা।

আরও পড়ুন: ‘পহেলে মন্দির, ফির সরকার’ আশঙ্কায় ‘বাবরি মসজিদের’ অযোধ্যা

Image Source: Google

নরেন্দ্র মোদীর ৯৮ বছর বয়সী মা হীরাবেনকে উল্লেখ করে তিনি বলেন, মোদীর জামানায় যেভাবে টাকার দাম তলানিতে ঠেকেছে তাতে খুব শীঘ্রই তা মোদীর মায়ের বয়সকে ছুঁয়ে ফেলবে। গতকাল শনিবারই নরেন্দ্র মোদী এই কটাক্ষের জবাব দিয়েছেন। প্রধানমন্ত্রী তার জবাবে বলেন, কংগ্রেস তাঁর সঙ্গে লড়াই করতে না পেরে, তাঁর মাকে নিয়ে মন্তব্য করতে শুরু করেছে।

Image Source: Google

আর এবার প্রধানমন্ত্রীর বাবাকে তুলে মন্তব্য করে বিতর্কের জড়ালেন আরেক কংগ্রেস নেতা তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী বিলাসরাও মুত্তেম্বর। বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য, রবিবার সকালে টুইটারে একটি ভিডিও পোস্ট করেন। সেখানেই মহারাষ্ট্রের এই কংগ্রেস সাংসদকে বিতর্কিত মন্তব্য করতে শোনা যায়।

আরও পড়ুন: “নীচু জাতের মোদীর হিন্দু ধর্ম নিয়ে বলার অধিকার নেই” বিতর্কে কংগ্রেস নেতা

ভিডিওতে দেখা যায়, কংগ্রেসের এই নেতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পিতৃ পরিচয় নিয়ে প্রশ্ন তুলেছেন। তিনি বলেন যে, প্রধানমন্ত্রীর বাবার নাম কেউ জানে না। কিন্তু রাহুল গান্ধীর বাবা, ঠাকুমার নাম সারা বিশ্ব জানে।

The News বাংলা

তিনি আরও বলেন, রাহুল গান্ধী রাজনীতিতে আসার আগে থেকেই সকলে তাদের পূর্বপুরুষদের সম্পর্কে ওয়াকিবহাল। মতিলাল নেহেরু, জওহরলাল নেহেরু থেকে শুধু করে ইন্দিরা, রাজীব সকলের নামই উল্লেখ করে তিনি গান্ধী-নেহেরু পরিবারের সুপরিচিতির কথা জানান দেন। কিন্তু নরেন্দ্র মোদীর বাবাকে কেউ চেনে না। তাঁর এই ধরনের কোনো সুপরিচিতি নেই।

আরও পড়ুন: গরু তুমি কার ? বিজেপির ‘গোমাতা’য় হাত কংগ্রেসের

উল্লেখ্য, কিছু দিন আগেই ছত্তীসগড়ে ভোট প্রচারে গিয়ে প্রধানমন্ত্রী গান্ধী পরিবারের বাইরে থেকে অন্য কাউকে কংগ্রেসের দলীয় সভাপতি করার জন্য চ্যালেন্জ ছূঁড়ে দেন। তার পরেই কংগ্রেস নেতার এই ধরনের বক্তব্যকে কংগ্রেসের আত্মঘাতী গোল বলেই অনেকে মনে করছেন। সমালোচকরা বলছেন, এতে কংগ্রেসের দিকে ওঠা পরিবারতন্ত্রের বিষয়টিকেই মান্যতা দেওয়া হল।

]]>