Rahul vs Modi – The News বাংলা https://thenewsbangla.com Bengali News Portal Tue, 02 Apr 2019 13:16:49 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.2 https://thenewsbangla.com/wp-content/uploads/2018/09/cropped-cdacf4af-1517-4a2e-9115-8796fbc7217f-32x32.jpeg Rahul vs Modi – The News বাংলা https://thenewsbangla.com 32 32 বছরে ৩৪ লাখ সরকারি চাকরি, কৃষক বাজেটের প্রতিশ্রুতি কংগ্রেস ম্যানিফেস্টোতে https://thenewsbangla.com/congress-promises-34-lakhs-government-jobs-kisan-budget-in-2019-manifesto/ Tue, 02 Apr 2019 11:13:29 +0000 https://www.thenewsbangla.com/?p=9766 লোকসভা ভোটের ইস্তেহার প্রকাশ করল কংগ্রেস। ২০১৯ সালের লোকসভা নির্বাচনের জন্য ইস্তেহার প্রকাশ করে কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী বলেন, এই ইস্তেহারে মানুষের চাহিদাকে স্থান দেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ ভোট প্রচারে হেলিকপ্টার পাচ্ছেন না মমতা, অভিযোগের তীর কেন্দ্রের দিকে

তিনি জানান তাঁদের সরকার ক্ষমতায় আসার পর কোনও কৃষক যদি ঋণ মেটাতে না পারেন তাহলে ফৌজদারি মামলা হবে না। মানে তাঁকে জেলে যেতে হবে না।

আরও পড়ুনঃ ভারতীর পর এবার মমতাকে নিজের মা বললেন মিমি

ইস্তেহার প্রকাশের সময় রাহুলের পাশে ছিলেন দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং এবং ইউপিএ চেয়ারপার্সন সোনিয়া গান্ধী। ছিলেন প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী পি চিদম্বরম। রাহুল বলেন বছর খানেক আগে যখন আমরা ইস্তেহার তৈরির কাজ শুরু করেছিলাম তখনই আমি বলেছিলাম অসম্ভব কোনও কথা ইস্তেহারে রাখা হবে না।

আরও পড়ুনঃ হুমকি দিয়ে ভোট চাইবার ভিডিও প্রকাশ্যে, মিমির হয়ে শাসানি পঞ্চায়েত প্রধানের

এর আগেই ন্যায় প্রকল্পের কথা ঘোষণা করেছেন কংগ্রেস সভাপতি। কংগ্রেস ক্ষমতায় এলে এই প্রকল্প লাগু হবে। আর সে অনুযায়ী দেশের সবচেয়ে গরিব ২০ শতাংশ মানুষ বছরে ৭২ হাজার টাকা করে পাবে বলে ঘোষণা করেন রাহুল।

আরও পড়ুনঃ ৩.৬২ কোটির কর ফাঁকি দেওয়ায় গিলানীর দিল্লির বাড়ি সিল করল আয়কর দপ্তর

২০১৯ সালের লোকসভা নির্বাচনের জন্য ইস্তেহার প্রকাশ করে কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী বলেন, এই ইস্তেহারে মানুষের চাহিদাকে স্থান দেওয়া হয়েছে। একনজরে দেখে নিন কি কি রয়েছে কংগ্রেস ইস্তেহারে।

ন্যায় প্রকল্প:
দারিদ্র দূরীকরণে প্রধান হাতিয়ার হবে ন্যায় প্রকল্প,মত কংগ্রেসের । এই প্রকল্পের আওতায় বার্ষিক ৭২,০০০ টাকা করে পাবে দারিদ্রসীমার নীচে বসবাসকারী পরিবারগুলি । এই টাকা সরাসরি পৌঁছে যাবে উপভোক্তাদের অ্যাকাউন্টে।

কর্মসংস্থান:
২০২০ সালের মধ্যে ২২ লক্ষ সরকারি চাকরি ও গ্রাম পঞ্চায়েতে ১০ লক্ষ কর্মসংস্থানের আশ্বাস দেওয়া হয়েছে ইস্তেহারে। এছাড়াও, MNREGA এর আওতায় ১৫০ দিনের কাজের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ আদালত নাক গলাবে না, শুক্রবারেই রিলিজ হচ্ছে নরেন্দ্র মোদীর বায়োপিক

কৃষি-বাজেট:
‘কিষাণ বাজেট’- কৃষিজীবিদের জন্য পৃথক বাজেট ঘোষণার আশ্বাস রাহুলের । এছাড়াও, কৃষিঋণ শোধ না হলে সেটি ফৌজদারি অপরাধ হিসেবে গণ্য করা হবে না ।

নাগরিকত্ব সংশোধনী বিল:
ক্ষমতায় এলে অবিলম্বে নাগরিকত্ব সংশোধনী বিল প্রত্যাহার করা হবে কারণ এই বিল উত্তর-পূর্বের মানুষদের ইচ্ছার বিরুদ্ধে প্রস্তাব করা হয়েছে । একই সঙ্গে নাগরিকপঞ্জি ও আফস্পা পূনর্মূল্যায়নের আশ্বাসও দেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ জম্মু কাশ্মীরের জন্য আলাদা প্রধানমন্ত্রী, মোদী জবাব চাইলেন রাহুল ও মমতার কাছে

শিক্ষা ও স্বাস্থ্য:
মোট জিডিপির ৬% খরচ করা হবে শিক্ষার খাতে । এছাড়াও জনস্বাস্থ্য সচেতনতা নিয়ে অতিরিক্ত পদক্ষেপ নেওয়া হবে ।জিএসটি ২.০ক্ষমতায় এলে জিএসটির সরলীকিকরণ করার আশ্বাস রাহুলের । পঞ্চায়েত ও পুরসভাগুলিকে জিএসটির লভ্যাংশ দেওয়া হবে ।

জনসংযোগ মাধ্যম:
নির্বাচনের সময় অল ইন্ডিয়া রেডিও ও দূরদর্শনকে বাড়তি সম্প্রচার সময় দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে।

আরও পড়ুনঃ ভোট প্রচারে হেলিকপ্টার পাচ্ছেন না মমতা, অভিযোগের তীর কেন্দ্রের দিকে

আধার:
ক্ষমতায় এলে আধার সংযুক্তিকরণ নিয়ে উৎসাহ দেওয়া হবে কিন্তু আধার সংযুক্তিকরণ না হলে কোনও পরিষেবা থেকে ব্যাহত হবেন না নাগরিকরা।

হিংসামূলক অপরাধ রুখতে ব্যবস্থা:
এনডিএ সরকারের আমলে গণপিটুনি সহ অন্যান্য হিংসামূলক অপরাধ ঘটেছে, এই ধরনের ঘটনা রুখতে সংসদে বিশেষ আইন আনার প্রতিশ্রুতি দিয়েছে কংগ্রেস।

পরিবেশ পুনরুদ্ধার:
বিশ্ব উষ্ণায়ন ও পরিবেশ বিপর্যয় রুখতে নানাবিধ ব্যবস্থা নেওয়ার আশ্বাস কংগ্রেস ইস্তেহারে । বায়ুদূষণ রুখতে জাতীয় স্বচ্ছ বায়ু প্রোগ্রামকে আরও সুদৃঢ় করার আশ্বাস কংগ্রেসের।

আরও পড়ুনঃ মোদী স্পেশাল, ব্রিগেডে আসার জন্য চারটে আস্ত ট্রেন বুক করল বিজেপি

তবে এবার মানুষের মন বুঝে সাধ্যমত প্রতিশ্রুতি দেবার চেষ্টা করেছে কংগ্রেস। এই ইস্তেহার সাধারণ মানুষকে কতটা আকর্ষণ করে সেটাই এখন দেখার।

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

]]>
কংগ্রেস ক্ষমতায় এলে মোদীর নীতি আয়োগ তুলে দেওয়ার প্রতিশ্রুতি দিলেন রাহুল https://thenewsbangla.com/rahul-gandhi-promises-to-close-niti-aayog-revert-to-planning-commission/ Sat, 30 Mar 2019 04:53:12 +0000 https://www.thenewsbangla.com/?p=9488 কংগ্রেস ক্ষমতায় এলে নীতি আয়োগ তুলে দেওয়ার প্রতিশ্রুতি দিলেন রাহুল। ফের প্লানিং কমিশন চালু করার প্রতিশ্রুতি দিয়েছেন কংগ্রেস সভাপতি। তবে এই নিয়ে বিজেপির তীব্র সমালোচনার মধ্যে পরেছে কংগ্রেস। কংগ্রেস ভুল প্রতিশ্রুতি দিচ্ছে বলেই অভিযোগ বিজেপির। তবে কংগ্রেস সভাপতি পরিস্কার জানিয়ে দিয়েছেন যে, ক্ষমতায় এলে নীতি আয়োগ তুলে ফের প্লানিং কমিশন চালু করা হবে।

আরও পড়ুনঃ লোকসভা নির্বাচনে বাংলায় বিপুল উত্থান পদ্মের, ইঙ্গিত সমীক্ষায়

“ক্ষমতায় ফিরলে তুলে দেওয়া হবে নীতি আয়োগ”, এমনটাই জানালেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। শুক্রবারই দলের উদ্দেশ্যে রাহুল জানান, কংগ্রেসকে ভোট দিয়ে নির্বাচিত করা হলে নীতি আয়োগ তুলে দিয়ে তার বদলে পুনরায় প্ল্যানিং কমিশন চালু করা হবে। ৫ বছরের পরিকল্পনা কমিশনই ভারতের উন্নতির আধার বলে জানিয়েছেন রাহুল।

আরও পড়ুনঃ মোদীর ব্রিগেড সভার অনুমতি নির্বাচন কমিশনে পাঠিয়ে দিল সেনা

ট্যুইটারে এই বিষয়ে তিনি লেখেন, “নীতি আয়োগ শুধুমাত্র প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিজ্ঞাপন ও মার্কেটিং করা ছাড়া সামান্য কিছু বিনিয়োগ সংক্রান্ত তথ্য প্রদান করেছে”। এর বাইরে নীতি আয়োগের কোনো উপকারিতা সাধারণ জনগন লাভ করতে পারেনি বলে তিনি জানান। তার চেয়ে বিগত পরিকল্পনা কমিশনগুলিই দেশের উন্নতির জন্য সবচেয়ে বেশি কাজে লেগেছে বলেই উল্লেখ করেন তিনি।

আরও পড়ুনঃ ৬ বারের জয়ী সিপিএম সাংসদের বাড়িতে অর্জুন, শুরু জল্পনা

তিনি আরও উল্লেখ করেন, “কংগ্রেস ক্ষমতায় এলে নীতি আয়োগ তুলে দিয়ে পুনরায় প্ল্যানিং কমিশন হবে। যা ১০০ জনের কম সদস্য বিশিষ্ট হবে”। প্ল্যানিং কমিশন চালনা করবেন বিশিষ্ট অর্থনীতিবিদরা, বলে তিনি মন্তব্য করেন। এর ফলে ফের দেশের উন্নতি সঠিক রাস্তায় আসবে বলেই জানান তিনি।

আরও পড়ুনঃ মোদীর মিশন শক্তির ঘোষণায় নির্বাচনী আচরনবিধি লঙ্ঘন হয়নি, জানিয়ে দিল কমিশন

উল্লেখ্য, ১৯৫০ সালেই তৎকালীন কংগ্রেস সরকার গঠন করেছিল প্ল্যানিং কমিশন। ২০১৫ সালে বিজেপি সরকার প্ল্যানিং কমিশন তুলে দিয়ে চালু করে নীতি আয়োগ। রাহুল গান্ধী সেই পুরোনো প্ল্যানিং কমিশনকেই ফিরিয়ে আনার প্রতিশ্রুতি দিলেন। রাহুল জানান, নীতি আয়োগ শুধুই মোদীর প্রচার ছাড়া আর কিছুই নয়।

আরও পড়ুনঃ ভোটের মধ্যেই নারদ মামলায় তৃণমূল নেতাদের চার্জশিট দেবে সিবিআই, খুশি পদ্ম শিবিরে

তাই ক্ষমতায় এলে সেই পুরনো প্ল্যানিং কমিশন বা পঞ্চবার্ষিকী পরিকল্পনাতেই ফিরতে চায় কংগ্রেস, বলে ঘোষণা করেন রাহুল। তবে অর্থনীতিবিদরাও এই ইস্যুতে দ্বিধাবিভক্ত। কেউ সমর্থন করেছেন রাহুলকে। কেউ নীতি আয়োগ ছেড়ে ফের পিছনে তাকাতে রাজি নন। সবমিলিয়ে ভোটের বাজারে অর্থনীতি মহলে একটা ঝড় তুলে দিতে পেরেছেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী।

আরও পড়ুনঃ খোদার কসম মোদীকে জেলে ঢোকাবো, এনসি নেতা জাভেদ রানার মন্তব্যে উত্তাল দেশ

তবে এই ইস্যু ভোটের বাজারে সাধারণ ভোটারদের মধ্যে কতটা প্রভাব ফেলতে পারবে তা নিয়ে সন্দিহান রাজনৈতিক মহল। এই ইস্যু দেশের অর্থনৈতিক মহলেই আটকে থাকবে বলেই মনে করছে রাজনৈতিক মহল। একই মত দেশের অর্থনীতিবিদদেরও। ভোটারদের সিংহভাগ এই ইস্যু বুঝবেন না! তাহলে কাদের জন্য রাহুল এটাকে নির্বাচনী ইস্যু বানালেন? উঠেছে প্রশ্ন।

আরও পড়ুনঃ পাক জঙ্গিদের সাহায্যকারি দেশের বিশ্বাসঘাতকদের খুঁজতে ৮ সদ্যসের গোয়েন্দা দল

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

]]>
রাহুল প্রিয়াঙ্কার বিরুদ্ধে অস্ত্র ও জমি কেলেঙ্কারির অভিযোগ বিজেপির https://thenewsbangla.com/rahul-and-priyanka-gandhi-accused-of-land-controversy-by-bjp/ Wed, 13 Mar 2019 12:41:53 +0000 https://www.thenewsbangla.com/?p=8340 দিল্লিতে সাংবাদিক সম্মেলনে গান্ধী পরিবারের বিরুদ্ধে বড়সড় অভিযোগ আনলেন কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রী স্মৃতি ইরানী। জমি কেলেঙ্কারির অভিযোগে রাহুল, প্রিয়াঙ্কা ও রবার্ট বঢরার বিরুদ্ধে আজ তোপ দাগেন তিনি।

আরও পড়ুনঃ লাস্যময়ী নুসরত ও সুন্দরী মিমিই এবার মমতার চমক

গান্ধী পরিবারকে একহাত নিয়ে তিনি বলেন, স্বাধীনতার পথ থেকে কংগ্রেস দেশবাসীকে একের পর এক দুর্নীতি উপহার দিয়েছে। দুর্নীতিকে কংগ্রেস তাদের পারিবারিক ব্যবসা বানিয়ে ফেলেছে বলে তিনি মন্তব্য করেন। এরপরেই রাহুল, প্রিয়াঙ্কা ও রবার্ট বঢরার বিরুদ্ধে জমি কেলেঙ্কারির অভিযোগ আনেন স্মৃতি ইরানী।

সাংবাদিক বৈঠকে স্মৃতি অস্ত্র ব্যবসায়ী সঞ্জয় ভান্ডারীর সাথে রাহুল ও রবার্ট বঢরার সরাসরি যুক্ত থাকার কথা উল্লেখ করেন তিনি। উল্লেখ্য, প্রতিরক্ষা চুক্তি সংক্রান্ত বিষয়ে সঞ্জয় ভান্ডারী গোয়েন্দাদের নজরে রয়েছেন, যার বিরুদ্ধে ইউপিএ আমলেও অস্ত্র ব্যবসায় দুর্নীতির অভিযোগ রয়েছে।

আরও পড়ুনঃ সমস্ত তর্জন গর্জন সার, তৃণমূলের বাতিল সাংসদকে দলে নিয়ে মুখ রক্ষা মুকুলের

স্মৃতি ইরানী আরও বলেন, অস্ত্র ব্যবসায়ী সঞ্জয় ভান্ডারীর সাথে গান্ধী পরিবারের সম্পর্ক শুধুমাত্র রাজনৈতিক কারনে নয়, বরং এর সাথে গান্ধী পরিবারের সকল সদস্যদের অর্থনৈতিক এবং তাদের ব্যক্তিগত স্বার্থও জড়িত।

সম্প্রতি রাফাল নিয়ে বিতর্কে জড়িয়েছে কেন্দ্র সরকার। রাহুল গান্ধী এখনও তার সকল জনসভায় রাফাল নিয়ে নরেন্দ্র মোদীর বিরুদ্ধে বাকযুদ্ধ জারি রেখেছেন। রাফাল ইস্যুতে রাহুলকে এক হাত নিয়ে বলেন, সঞ্জয় ভান্ডারীর সংস্থা রাফাল সংক্রান্ত চুক্তিতে সুবিধা করতে পারেনি। তাই রাহুল চেষ্টা করছেন, রাফাল চুক্তিকে যেনতেন প্রকারেন ভেস্তে দেওয়া।

আরও পড়ুনঃ প্রচুর চমক, রাজ্যের ৪২টি আসনে তৃণমূল কংগ্রেসের ৪২জন প্রার্থী কে কে

সঞ্জয় ভান্ডারীর সাথে সিসি থাম্পি ও পহওয়ার সাথেও রাহুলের জমি সংক্রান্ত বেআইনী লেনদেনের অভিযোগ তোলেন তিনি। অভিযোগে জানানো হয়েছে, রাহুল গান্ধী পহওয়ার কাছ থেকে একটি জমি কিনেছেন। পহওয়া, রবার্ট বঢরার কাছেও মহেশনগরে একটি জমি বিক্রি করেন। প্রিয়াঙ্কা গান্ধীও এই জমি ক্রয়ের সাথে সরাসরি যুক্ত এবং অভিযোগ যে, প্রিয়াঙ্কা একই জমি পহওয়ার কাছে বেশি দামে বিক্রি করেন।

আরও পড়ুনঃ মিছিল মিটিং করতে মমতার পুলিশ প্রশাসন আর আটকাতে পারবে না বিজেপিকে

স্মৃতি অভিযোগ করেন, ইতিমধ্যেই প্রমানিত হয়েছে এই ইস্যুতে পহওয়া ও সিসি থাম্পির কাছ থেকে বিপুল পরিমানে অর্থ নিয়েছেন। সিসি থাম্পিও সঞ্জয় ভান্ডারীর সাথে বঢরার চুক্তি সংক্রান্ত তদন্তে অনেকদিন ধরেই গোয়েন্দাদের নজরদারিতে রয়েছেন।

যদিও স্মৃতি ইরানীর সব অভিযোগ মিথ্যা বলে উড়িয়ে দিয়েছে কংগ্রেস। ভোটের মুখে দল ও গান্ধী পরিবারকে বদনাম করতেই এটা বিজেপির চক্রান্ত বলে জানান হয়েছে কংগ্রেসের তরফ থেকে।

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

]]>
মোদীর বিরুদ্ধে ইন্দিরা তাস খেলতে রাহুলের কংগ্রেসে প্রিয়াঙ্কা https://thenewsbangla.com/priyanka-in-rahul-congress-to-play-indira-gandhi-roll-against-modi/ Wed, 23 Jan 2019 09:22:05 +0000 https://www.thenewsbangla.com/?p=5907 সামনের চুল কিছুটা পাকা, ঠিক যেন ইন্দিরা গান্ধী। আর সেই ইন্দিরার নাতনি প্রিয়াঙ্কাকেই এবার ‘ইন্দিরা গান্ধী’ প্রজেক্ট করছে কংগ্রেস। আর ২০১৯ এর লোকসভায় নরেন্দ্র মোদীর বিরুদ্ধে শেষ ভরসা এবার সেই প্রিয়াঙ্কা গান্ধীকেই রাজনীতিতে নামাল রাহুলের কংগ্রেস।

সব জল্পনার অবসান। সক্রিয় রাজনীতিতে প্রবেশ করলেন প্রিয়ঙ্কা গান্ধী বঢরা। কংগ্রেসের সাধারণ সম্পাদকের পদ দেওয়া হল তাঁকে। মূলত কংগ্রেস সভাপতি ও ভাই রাহুলের অনুরোধ মেনেই এই সিদ্ধান্ত নিলেন প্রিয়াঙ্কা।

আরও পড়তে পারেনঃ জন্মদিনে নেতাজি সুভাষের মৃত্যুদিন নিয়ে ছেলেখেলা রাহুলের কংগ্রেসের

লোকসভা ভোটের আগে এটাই শেষ ভরসা ও বড় চমক কংগ্রেস শিবিরে। এতদিন পরোক্ষে থাকলেও এবার সরাসরি সক্রিয় রাজনীতিতে যোগ দিলেন প্রিয়াঙ্কা গান্ধী। উত্তরপ্রদেশ পূর্বের সাধারণ সম্পাদক হিসেবে বুধবার নিযুক্ত করা হল সোনিয়া কন্যাকে।

মোদীর বিরুদ্ধে ইন্দিরা তাস খেলতে রাহুলের কংগ্রেসে প্রিয়াঙ্কা/The News বাংলা
মোদীর বিরুদ্ধে ইন্দিরা তাস খেলতে রাহুলের কংগ্রেসে প্রিয়াঙ্কা/The News বাংলা

উনিশের ভোটের লড়াইয়ের আগে প্রিয়াঙ্কার সক্রিয় রাজনীতিতে যোগদান যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল। উল্লেখ্য, প্রিয়াঙ্কার রাজনীতিতে যোগদান নিয়ে বহুদিন ধরেই জল্পনা চলছিল। এবার সেটা সত্যি হল।

লোকসভা ভোটের আগে প্রিয়াঙ্কার রাজনীতিতে যোগদান নিয়ে চর্চা চলছিলই। সোনিয়া গান্ধীর লোকসভা কেন্দ্র রায়বরেলি থেকে এবার প্রিয়াঙ্কা ভোটে লড়তে পারেন বলেও জল্পনা ছড়ায়। এদিন প্রিয়াঙ্কার সক্রিয় রাজনীতিতে যোগদানের পরই স্বাভাবিক ভাবেই প্রশ্ন উঠতে শুরু করেছে, তবে কি এবার রায়বরেলি থেকেই ভোটে লড়বেন প্রিয়াঙ্কা গান্ধী?

আরও পড়তে পারেনঃ মার্চেই শুরুতেই ভারতে লোকসভা ভোটের ঘোষণা

উল্লেখ্য, বুধবারই দুদিনের সফরে রায়বরেলি যাচ্ছেন ইউপিএ চেয়ারপার্সন। শারীরিক সমস্যার জন্য গত ৫ বছরে রায়বরেলিতে তেমন ভাবে যেতে পারেননি সোনিয়া। প্রায় দেড় বছর আগে শেষবার রায়বরেলি গিয়েছিলেন সোনিয়া গান্ধী। এবার কি সেখান থেকেই মেয়ের জন্য বার্তা দেবেন মা? উঠেছে প্রশ্ন।

মোদীর বিরুদ্ধে ইন্দিরা তাস খেলতে রাহুলের কংগ্রেসে প্রিয়াঙ্কা/The News বাংলা
মোদীর বিরুদ্ধে ইন্দিরা তাস খেলতে রাহুলের কংগ্রেসে প্রিয়াঙ্কা/The News বাংলা

কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর বোন প্রিয়াঙ্কাকে সক্রিয় রাজনীতিতে দেখতে চাওয়ার দাবি বহুদিন ধরেই ছিল কংগ্রেস কর্মী-সমর্থকদের মধ্যে। লোকসভা ভোটের আগে সেই দাবি পূরণ করে মাস্টারস্ট্রোক দিল কংগ্রেস। উত্তরপ্রদেশকে দু-ভাগে ভাগ করে তার একটা দায়িত্ব দেওয়া হয়েছে প্রিয়াঙ্কার কাঁধে। পূর্ব উত্তরপ্রদেশের কংগ্রেস সাধারণ সম্পাদকের পদ দেওয়া হয়েছে প্রিয়াঙ্কা গান্ধীকে। অন্য ভাগের দায়িত্ব পেয়েছেন রাহুলের প্রিয় জ্যোতিরাদিত্য সিন্ধিয়া।

আরও পড়তে পারেনঃ

বাংলায় ক্ষোভ বাড়িয়ে কেন্দ্রীয় সরকারি কর্মীদের বেতন বাড়াচ্ছে মোদী সরকার

ভোটের আগে মানুষের মুখে হাসি ফোটাবে মোদী সরকারের অন্তর্বর্তী বাজেট

এতদিন পর্যন্ত মা সনিয়া ও ভাই রাহুলের নির্বাচনী কেন্দ্র উত্তরপ্রদেশের অমেঠি ও রায়বরেলির মধ্যেই নিজের রাজনৈতিক ভূমিকা সীমাবদ্ধ রেখেছিলেন প্রিয়াঙ্কা। তবে লোকসভা ভোটের আগে কংগ্রেস নেতৃত্ব বুঝেছে যে, উত্তরপ্রদেশের মতো ৮০টি আসনের রাজ্যের দায়িত্ব একজনের কাঁধে দেওয়া সমীচিন হবে না। তাই প্রিয়াঙ্কাকেও নিয়ে আসা হল সক্রিয় রাজনীতিতে।

আরও পড়তে পারেনঃ পৃথিবী জুড়ে কমছে শিশু, চরম সমস্যায় বিশ্ব সমাজ

প্রিয়াঙ্কার রাজনীতিতে আসার ফলে উত্তরপ্রদেশে সপা-বসপা জোটের পরে কিছুটা ঝিমিয়ে থাকা কংগ্রেস কর্মীরা নতুন করে মনোবল পাবেন বলেই মনে করা হচ্ছে। অখিলেশ-মায়াবতীর জোটে অংশ না হতে পেরে মুষড়ে পড়েছিলেন কংগ্রেসের সাধারণ কর্মীরা। এই পরিস্থিতিতে প্রিয়াঙ্কার দায়িত্ব নেওয়া কংগ্রেস কর্মীদের মনোবল বাড়াবে বলেই মনে করা হচ্ছে।

আরও পড়তে পারেনঃ রাজ্যের হাতে টাকা নেই বাজারে ধার, তারপরেও বিধায়কদের ভাতা বাড়ছে

এমনিতে, ঠাকুমা ইন্দিরা গান্ধীর সঙ্গে অনেকেই প্রিয়াঙ্কার মিল খুঁজে পান। সেই প্রিয়াঙ্কাই এবার উত্তরপ্রদেশ সহ দেশে দলের ভাগ্য ঠিক কতটা ঘুরিয়ে দিতে পারেন বা আদৌ পারেন কি না সেটাই এখন দেখার।

প্রিয়াঙ্কাকে দিযে ইন্দিরা তাস খেলে কংগ্রেসের কতটা লাভ হবে তা বলবে লোকসভা ভোটের রেজাল্ট। তবে এই সিদ্ধান্ত কংগ্রেস শিবিরে যে অনেকটাই খুশির খবর ও কর্মী সমর্থকদের চাঙ্গা করার খবর, তা আর বলার অপেক্ষা রাখে না। ভাইকে প্রধানমন্ত্রী করতে বোন কতটা ভূমিকা রাখেন সেটাই এখন দেখার।

আরও পড়তে পারেনঃ

ব্রিগেড থেকে ফিরেই ভোলবদল, মমতা নয় রাহুলকেই প্রধানমন্ত্রী চাইলেন নেতারা

রাজ্যের হাতে টাকা নেই বাজারে ধার, তারপরেও বিধায়কদের ভাতা বাড়ছে

পাহাড়ে মোর্চা বিজেপির সঙ্গেই, গোপন আস্তানা থেকে বার্তা বিমল গুরুংয়ের

শ্রীজাত হেনস্থা ঘটনায় বাংলার বুদ্ধিজীবিদের মুখোশ খুললেন তসলিমা

বাংলায় দুর্গা পুজো বন্ধ করার চক্রান্ত করছে মোদীর বিজেপি, মারাত্মক অভিযোগ মমতার

মমতার বাছাইয়ে কারা হবেন বাংলার ৪২টি লোকসভা আসনের তৃণমূল প্রার্থী

মোদীর প্রকল্পে আর টাকা দেবেন না মমতা, কেন্দ্র রাজ্য সম্পর্ক তলানিতে

একদিনে বহিষ্কৃত দুই তৃণমূল সাংসদ, দিদিকে ছেড়ে মোদীর দলে আর কে কে

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

]]>