Rahul Sinha – The News বাংলা https://thenewsbangla.com Bengali News Portal Sat, 30 Apr 2022 04:25:05 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.2 https://thenewsbangla.com/wp-content/uploads/2018/09/cropped-cdacf4af-1517-4a2e-9115-8796fbc7217f-32x32.jpeg Rahul Sinha – The News বাংলা https://thenewsbangla.com 32 32 পদ্ম শিবিরে তুমুল ডামাডোল, সামাল দিতে বাংলায় আসছেন অমিত শাহ https://thenewsbangla.com/amit-shah-is-coming-to-bengal-to-handle-the-absard-situation-of-bengal-bjp/ Sat, 30 Apr 2022 04:23:59 +0000 https://www.thenewsbangla.com/?p=14996 পদ্ম শিবিরে তুমুল ডামাডোল; সামাল দিতে বাংলায় আসছেন অমিত শাহ। ‘আব কি বার, ২০০ পার’, না ২০০ পার তো হয়নি; উল্টে ১০০ পেরোয়নি বিজেপি। একুশের নির্বাচনে ২০০ পারের লক্ষ্যে; জোর ধাক্কা খেতে হয়েছে। এরপরে কলকাতা পুরসভা নির্বাচনেও চূড়ান্ত ভরাডুবি। রাজ্যের ১০৮টি পুরসভার নির্বাচনে; শোচনীয় পরাজয় হয়েছে। দুবার উপনির্বাচনে হারের ধারা অব্যাহত রয়েছে; শান্তিপুর, দিনহাটা এমনকী আসানসোলও হাতছাড়া হয়েছে। এরপর গোদের উপর বিষফোঁড়ার মত শুরু হয়েছে, নেতায় নেতায় ঝামেলা। চূড়ান্ত ডামাডোল বঙ্গ বিজেপিতে। আর এবার সেটা সামাল দিতেই; বাংলায় আসতে হচ্ছে; স্বয়ং অমিত শাহকে।

একুশের নির্বাচনে পরাজয়ের পর; এই প্রথম বাংলায় আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। জানা গেছে, সরকারি একটি অনুষ্ঠানে যোগ দেবেন এবং শিলিগুড়িতে একটি জনসভা করবেন তিনি। কলকাতায় রাজ্য নেতৃত্ব ও জেলা নেতৃত্বের সঙ্গে; দফায় দফায় সাংগঠনিক বৈঠকও করবেন তিনি। এখন রাজ্য বিজেপিতে যে ডামাডোল অবস্থা চলছে; তা থামাতে তিনি কি ব্যবস্থা নেন সেটাই দেখার বিষয়।

ঠিক কী পরিস্থিতি বিজেপির?‌ একের পর এক ভোটে হারার পড়ে; আদি বনাম নব্য বিজেপির লড়াইয়ে সংগঠন তলানিতে গিয়ে ঠেকেছে। বিভিন্ন শিবিরে ভাগ বঙ্গ বিজেপি। যত নেতা তত শিবির। শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষ, সুকান্ত মজুমদার, রাহুল সিনহা, শমীক ভট্টাচার্য, সবার যেন আলাদা আলাদা শিবির। তথাগত রায় ও দিলীপ ঘোষ এর বাক্য বিনিময়। লকেট চ্যাটার্জিকে সহ্য করতে পারেন না সুকান্ত মজুমদার। আরও কত ব্যক্তিগত সমস্যা। বিধায়ক–সাংসদরা দল ছাড়তে শুরু করেছেন। এই আবহে বাংলায় আসছেন সভাপতি অমিত শাহ। তাহলে কী ড্যামেজ কন্ট্রোল করতেই বাংলায় বিজেপির চাণক্য? উঠছে প্রশ্ন।

এরমধ্যেই রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী; জেলা বিজেপির হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে লেফট হলেন। সাংগঠনিক গ্রুপ থেকে লেফট হয়েছেন; বিধায়ক অশোক দিন্দা। শুভেন্দু অধিকারীর জেলার হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে লেফট হওয়া নিয়ে; আলোড়ন পড়ে গিয়েছে। এমনকী নন্দীগ্রামের বিজেপি বিধায়কের সঙ্গে; বিজেপি নেতা সাহেব দাসও লেফট হয়েছেন।

অমিত শাহ কি কি ব্যবস্থা নেন; সেটাই এখন দেখার। যদিও বঙ্গ বিজেপি নেতারা ডামাডোলের কথা উড়িয়ে দিয়ে বলেছেন; “অমিত শাহজি আসছেন। পরবর্তী পদক্ষেপ নিয়ে, কলকাতায় রাজ্য নেতৃত্ব ও জেলা নেতৃত্বের সঙ্গে; সাংগঠনিক বৈঠক করবেন”।

]]>
তৃণমূলের প্রচারে ফিরদৌস, মমতার সঙ্গে জামাত জঙ্গি যোগের অভিযোগ রাহুলের https://thenewsbangla.com/ferdous-on-tmc-rally-rahul-sinha-accused-mamata-with-jamaat-militant-deal/ Tue, 16 Apr 2019 12:42:09 +0000 https://www.thenewsbangla.com/?p=10927 রাজ্যের মুখ্যমন্ত্রী ও তৃণমূল নেত্রীর বিরুদ্ধে মারাত্মক অভিযোগ তুললেন বিজেপি নেতা রাহুল সিনহার। তৃণমূলের প্রচারে বাংলাদেশী অভিনেতা ফিরদৌসকে কেন্দ্র করে জোর বিতর্ক চলছে। ভারতের স্বরাষ্ট্র দফতর এই নিয়ে অভিনেতার ভিসা নিয়ে খোঁজখবর করছে। অন্যদিকে সমালোচনার মুখে পড়ে শীঘ্রই ফিরদৌসকে ভারত ছাড়ার নির্দেশ দিয়েছে কলকাতার বাংলাদেশ ডেপুটি হাই কমিশন। আর এরপরেই সাংবাদিক সম্মেলন করে মমতার সঙ্গে জামাত জঙ্গি যোগের অভিযোগ করলেন রাহুল সিনহা।

আরও পড়ুনঃ তৃণমূলের প্রচার করায় ফেরদৌসকে ভারত ছাড়ার নির্দেশ বাংলাদেশ ডেপুটি হাইকমিশনের

চলচ্চিত্র অভিনেতা হিসেবে দুই বাংলায় জোড়া খ্যাতি রয়েছে ফিরদৌসের। সিনেমার কাজে প্রায়ই আসেন কলকাতায়, কিন্তু একজন বিদেশী হয়ে ভারতের নির্বাচনী প্রক্রিয়ায় অংশগ্রহণ তিনি কিভাবে করতে পারেন, তা নিয়ে গত দুই দিন ধরেই চলছিল বিস্তর বিতর্ক। সমালোচনার মুখে পড়ে শীঘ্রই ফিরদৌসকে ভারত ছাড়ার নির্দেশ দিল কলকাতার বাংলাদেশ ডেপুটি হাই কমিশন। আর এর পরেই “মমতার সঙ্গে জামাত যোগ রয়েছে, তাই তৃণমূলের প্রচারে ফিরদৌস”, বলে ভয়ঙ্কর অভিযোগ করেন বিজেপি কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রাহুল সিনহা।

আরও পড়ুনঃ তৃণমূলের ভোট প্রচারে বাংলাদেশী নায়ক, কড়া ব্যবস্থা নেবে কেন্দ্রীয় সরকার

রায়গঞ্জে কানহাইয়ালাল আগরওয়ালের হয়ে তৃণমূলের ভোট প্রচারে অংশ নিয়েছিলেন বাংলাদেশের বিখ্যাত চলচ্চিত্র অভিনেতা ফিরদৌস। ফিরদৌসের সাথে একই সাথে রোড শোতে ছিলেন টালিগঞ্জের অঙ্কুশ ও পায়েল। তৃণমূলের তরফে এটাকে চমক বলা হলেও বিদেশী নাগরিক কিভাবে ভারতের ভোট প্রচারে অংশ নিচ্ছেন, সেই বিষয়ে প্রশ্ন তুলে সরব হয়েছিলেন বিরোধীরা।

আরও পড়ুনঃ চৌকিদারকে চোর বলে ভোটের মুখে সুপ্রিম কোর্টের নোটিশ পেলেন রাহুল

রাজ্যের রাজনৈতিক দলগুলোর মধ্যে বিশেষ করে শাসক দল তৃণমূল কংগ্রেসে টলিউড অভিনেতা অভিনেত্রীদের সাহচর্য আজ নতুন নয়। রাজ্যে পরিবর্তনের পর থেকেই তৃণমূল কংগ্রেস সরকারের সাথে টলিউডের বহু সংখ্যক নায়ক নায়িকা সরকারের কাজে প্রার্থী হয়ে প্রত্যক্ষভাবে কাজ করতে দেখা গেছে। আবার প্রত্যক্ষভাবে যুক্ত না থাকলেও সরকারের বিভিন্ন অনুষ্ঠানে তাদের আমন্ত্রিত অতিথি হিসেবে থাকতে দেখা গেছে।

আরও পড়ুনঃ সরকারী কর্মীদের বদলির হুমকি দিয়ে ভোটের মধ্যেই বিতর্কে তৃণমূল নেতা

ফিরদৌস যদিও জানিয়েছেন, টলিউডের কাজের ব্যাপারেই তিনি ভারতে আমন্ত্রিত হয়ে এসেছেন। কিন্তু দেখা গেল, শুধু অনুষ্ঠানে আমন্ত্রণ নয়, একেবারে ভোট প্রচারের ময়দানে এলেন বাংলাদেশের এই জনপ্রিয় অভিনেতা। তারপরেই শুরু হয় বিতর্ক।

আরও পড়ুনঃ মোদীর হেলিকপ্টারে কালো বাক্স রহস্য, নির্বাচন কমিশনে কংগ্রেস

অভিনেতা অভিনেত্রীদের ভোটের প্রচারে ব্যবহার করলে তা ভোটবাক্সে অনেকটাই ইতিবাচক ফল দেয়, তা বহুবার প্রমানিত হয়েছে। অন্তত তৃণমূল কংগ্রেসের ক্ষেত্রে বিষয়টি প্রতিষ্ঠিত সত্য, কারণ টলিউডের একাধিক প্রথম শ্রেনীর নায়ক নায়িকাকে তৃণমূল বিধানসভা অথবা লোকসভা নির্বাচনে টিকিট দিয়ে আসন দখল করেছে। শতাব্দী রায়, দেবশ্রী রায়, তাপস পাল থেকে চিরঞ্জিত চক্রবর্তী সকলেই রয়েছেন তালিকায়। কিন্তু বিদেশি অভিনেতা এনে ভোট প্রচারের ইতিহাস ভারতে নেই।

আরও পড়ুনঃ কোটি কোটি কালো টাকা উদ্ধারের পর ভোট বাতিলের সিদ্ধান্ত নিল নির্বাচন কমিশন

ইতিমধ্যেই এই ইস্যুকে হাতিয়ার করেছে বিজেপি সহ অন্যান্য বিরোধীরা। তারা বলছেন, দেশের মধ্যে কি আর কোনও ফিল্মস্টার পাওয়া গেলো না ? সম্প্রতি বেশ কিছু সমীক্ষায় দেখা গিয়েছে, রায়গঞ্জে বিজেপির জমি তৈরি হচ্ছে। এদিকে কংগ্রেসের তরফে লড়াই করবেন হেভিওয়েট প্রার্থী দীপা দাশমুন্সি। লড়াই এখানে মূলত বিজেপি ও কংগ্রেসের মধ্যে। রায়গঞ্জে উল্লেখযোগ্য সংখ্যায় রয়েছে সংখ্যালঘু ভোট। সেই ভোটেই থাবা বসাতে বাংলাদেশী স্টারকে দিয়ে ভোটের প্রচার করছে তৃণমূল; এমনই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।

আরও পড়ুনঃ কেজরীর অনুরোধে কংগ্রেসের তরফে আসন ছাড়ার প্রস্তাব আপকে

আর এরপেরেই তৃণমূলের প্রচারে ফিরদৌসকে নিয়ে মমতাকে একহাত নেন রাহুল সিনহা। মমতা ও তৃণমূলের সঙ্গে জামাত জঙ্গি যোগ রয়েছে বলে বিস্ফোরক অভিযোগ করেন রাহুল। হারার ভয়ে ভুলভাল বকছে রাহুল, এই বলে এই বক্তব্যকে উড়িয়ে দিয়েছে তৃণমূল।

আরও পড়ুনঃ মোদীকে ভোট দিতে চাকুরী ছেড়ে ভারতে এলেন এই প্রবাসী ভারতীয়
আরও পড়ুনঃ কাশ্মীরে মেহবুবার গাড়ি লক্ষ্য করে পাথরবাজদের হামলা

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

]]>
অসুস্থ শরীরে ভোট লড়বেন কিভাবে, সারদার প্রসঙ্গ টেনে সুদীপকে খোঁচা রাহুলের https://thenewsbangla.com/bjps-rahul-sinha-mocks-tmcs-sudip-bandhyopadhyay/ Sat, 23 Mar 2019 12:42:12 +0000 https://www.thenewsbangla.com/?p=9090 ২০১৯ লোকসভা নির্বাচনে উত্তর কলকাতা লোকসভা আসনে এই কেন্দ্রেরই গতবারের সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়কে প্রার্থী করেছে তৃণমূল কংগ্রেস। উত্তর কলকাতা থেকে বিজেপির প্রার্থী হিসেবে ঘোষিত হয়েছেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি রাহুল সিনহা। আর এবার সুদীপ বন্দ্যোপাধ্যায়কে একহাত নিলেন রাহুল সিনহা।

আরও পড়ুনঃ নির্বাচন কমিশনের নতুন অ্যাপ সি ভিজিল, জনতার অভিযোগে ১০০ মিনিটের মধ্যে ব্যবস্থা

বিজেপির তরফে রাজ্যের বিজেপি প্রার্থী তালিকা ঘোষিত হতেই ময়দানে নেমে প্রতিপক্ষ সুদীপ বন্দ্যোপাধ্যায়কে এক হাত নিলেন রাহুল সিনহা। সারদা ইস্যু টেনে রীতিমতো খোঁচা দিলেন সুদীপ বন্দ্যোপাধ্যায়কে। জেলে থাকা নিয়ে খোঁচা দিলেন সুদীপকে।

আরও পড়ুনঃ রাজনৈতিক ব্যক্তিত্বে ভরা তৃণমূলের তারকা তালিকা নির্বাচন কমিশনে

কটাক্ষের সুরে রাহুল বলেন, “সারদায় চিটফান্ড কেলেঙ্কারিতে অভিযুক্ত সুদীপ কয়েক মাস ভুবনেশ্বরে জেল খেটেছেন। কিন্তু জেল খেটে তার শরীরের অবস্থার অবনতি হয়েছে। এই শরীরে তিনি ভোটের কাজ করবেন কিভাবে?”।

এর সঙ্গেই রাহুল সিনহা আরও বলেন, “সাধারণ মানুষ সারদায় টাকা রেখে সর্বস্বান্ত হয়েছেন। সাধারণ মানুষের টাকায় ভাগ বসিয়েছেন রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের নেতারা”। রাহুল বলেন, সারদা দুর্নীতিতে যুক্ত তৃণমূলের নেতাদের এবার আর ভোট দেবে না মানুষ।

আরও পড়ুনঃ গোষ্ঠীদ্বন্দ্ব সামলে নিশীথের হয়েই প্রচার শুরু বিজেপির বিক্ষুব্ধদের

লুটের টাকায় সুদীপ বন্দ্যোপাধ্যায়েরও ভাগ রয়েছে বলে জানান রাহুল সিনহা। যারা মানুষকে প্রতারিত করেছেন, সাধারণ মানুষ কোন বিশ্বাসে তাদের পুনরায় ভোট দিয়ে নির্বাচিত করবেন, তা নিয়ে প্রশ্ন তোলেন রাহুল সিনহা। এরপরেই সারদা মামলায় সুদীপের জেল খাটা নিয়ে কটাক্ষ করেন রাহুল। সবমিলিয়ে জমজমাট ২০১৯ লোকসভা নির্বাচনে উত্তর কলকাতা লোকসভা আসনের লড়াই।

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

]]>