Rahul Gandhi’s NYAY scheme – The News বাংলা https://thenewsbangla.com Bengali News Portal Wed, 03 Apr 2019 04:39:50 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.2 https://thenewsbangla.com/wp-content/uploads/2018/09/cropped-cdacf4af-1517-4a2e-9115-8796fbc7217f-32x32.jpeg Rahul Gandhi’s NYAY scheme – The News বাংলা https://thenewsbangla.com 32 32 কংগ্রেসের ভোট প্রতিশ্রুতি মাওবাদী ও জিহাদিদের সুরক্ষিত করবে, বিস্ফোরক অরুণ জেটলি https://thenewsbangla.com/congress-manifesto-dangerous-and-unimplementable-says-arun-jaitley/ Wed, 03 Apr 2019 04:39:50 +0000 https://www.thenewsbangla.com/?p=9794 মঙ্গলবারই লোকসভা ভোটের ইস্তেহার প্রকাশ করল কংগ্রেস। ২০১৯ সালের লোকসভা নির্বাচনের জন্য ইস্তেহার প্রকাশ করে কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী বলেন, এই ইস্তেহারে মানুষের চাহিদাকে স্থান দেওয়া হয়েছে। আর এর পরেই অরুণ জেটলি সাংবাদিক সম্মেলন করে বলেন, কংগ্রেসের AFSPA রিভিউয়ের প্রতিশ্রুতি প্রতিশ্রুতি মাওবাদী ও জিহাদিদের সুরক্ষিত করবে। কংগ্রেসের বাকি প্রতিশ্রুতিগুলি অবাস্তব ও অসম্ভব বলেই জানিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি।

আরও পড়ুনঃ ভোট প্রচারে হেলিকপ্টার পাচ্ছেন না মমতা, অভিযোগের তীর কেন্দ্রের দিকে

“কংগ্রেসের প্রতিশ্রুতিগুলি মাওবাদী ও জিহাদিদের সুরক্ষিত করবে। AFSPA রিভিউয়ের প্রতিশ্রুতি তারই প্রমাণ। দেশবিরোধী কর্মকে অপরাধ হিসেবে গণ্য না-করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। এমন দলের একটা ভোটও পাওয়া উচিত নয়”। এই ভাষাতেই কংগ্রেসের ইস্তেহারকে আক্রমণ করেছেন জেটলি।

আরও পড়ুনঃ ভারতীর পর এবার মমতাকে নিজের মা বললেন মিমি

কংগ্রেসের ইস্তেহার মারাত্মক। কয়েকটি প্রতিশ্রুতি কোনওদিনও বাস্তবায়িত করা যাবে না। এই ভাষাতেই কংগ্রেসের প্রকাশিত ইস্তেহারকে তুলোধোনা করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি। তাঁর দাবি, এই ইস্তেহার দেশকে বিভাজিত করার এজেন্ডা।

আরও পড়ুনঃ হুমকি দিয়ে ভোট চাইবার ভিডিও প্রকাশ্যে, মিমির হয়ে শাসানি পঞ্চায়েত প্রধানের

বুধবার ইস্তেহার প্রকাশের সময় রাহুলের পাশে ছিলেন দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং এবং ইউপিএ চেয়ারপার্সন সোনিয়া গান্ধী। ছিলেন প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী পি চিদম্বরম। রাহুল বলেন বছর খানেক আগে যখন আমরা ইস্তেহার তৈরির কাজ শুরু করেছিলাম তখনই আমি বলেছিলাম অসম্ভব কোনও কথা ইস্তেহারে রাখা হবে না।

আরও পড়ুনঃ ৩.৬২ কোটির কর ফাঁকি দেওয়ায় গিলানীর দিল্লির বাড়ি সিল করল আয়কর দপ্তর

রাহুল জানান তাঁদের সরকার ক্ষমতায় আসার পর কোনও কৃষক যদি ঋণ মেটাতে না পারেন তাহলে ফৌজদারি মামলা হবে না। মানে তাঁকে জেলে যেতে হবে না। এর আগেই ন্যায় প্রকল্পের কথা ঘোষণা করেছেন কংগ্রেস সভাপতি। কংগ্রেস ক্ষমতায় এলে এই প্রকল্প লাগু হবে। আর সে অনুযায়ী দেশের সবচেয়ে গরিব ২০ শতাংশ মানুষ বছরে ৭২ হাজার টাকা করে পাবে বলে ঘোষণা করেন রাহুল।

আরও পড়ুনঃ আদালত নাক গলাবে না, শুক্রবারেই রিলিজ হচ্ছে নরেন্দ্র মোদীর বায়োপিক

একনজরে দেখে নিন কি কি রয়েছে কংগ্রেস ইস্তেহারেঃ

ন্যায় প্রকল্প:
দারিদ্র দূরীকরণে প্রধান হাতিয়ার হবে ন্যায় প্রকল্প,মত কংগ্রেসের । এই প্রকল্পের আওতায় বার্ষিক ৭২,০০০ টাকা করে পাবে দারিদ্রসীমার নীচে বসবাসকারী পরিবারগুলি । এই টাকা সরাসরি পৌঁছে যাবে উপভোক্তাদের অ্যাকাউন্টে।

কর্মসংস্থান:
২০২০ সালের মধ্যে ২২ লক্ষ সরকারি চাকরি ও গ্রাম পঞ্চায়েতে ১০ লক্ষ কর্মসংস্থানের আশ্বাস দেওয়া হয়েছে ইস্তেহারে। এছাড়াও, MNREGA এর আওতায় ১৫০ দিনের কাজের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।

কৃষি-বাজেট:
‘কিষাণ বাজেট’- কৃষিজীবিদের জন্য পৃথক বাজেট ঘোষণার আশ্বাস রাহুলের । এছাড়াও, কৃষিঋণ শোধ না হলে সেটি ফৌজদারি অপরাধ হিসেবে গণ্য করা হবে না ।

নাগরিকত্ব সংশোধনী বিল:
ক্ষমতায় এলে অবিলম্বে নাগরিকত্ব সংশোধনী বিল প্রত্যাহার করা হবে কারণ এই বিল উত্তর-পূর্বের মানুষদের ইচ্ছার বিরুদ্ধে প্রস্তাব করা হয়েছে । একই সঙ্গে নাগরিকপঞ্জি ও আফস্পা পূনর্মূল্যায়নের আশ্বাসও দেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ জম্মু কাশ্মীরের জন্য আলাদা প্রধানমন্ত্রী, মোদী জবাব চাইলেন রাহুল ও মমতার কাছে

শিক্ষা ও স্বাস্থ্য:
মোট জিডিপির ৬% খরচ করা হবে শিক্ষার খাতে । এছাড়াও জনস্বাস্থ্য সচেতনতা নিয়ে অতিরিক্ত পদক্ষেপ নেওয়া হবে ।জিএসটি ২.০ক্ষমতায় এলে জিএসটির সরলীকিকরণ করার আশ্বাস রাহুলের । পঞ্চায়েত ও পুরসভাগুলিকে জিএসটির লভ্যাংশ দেওয়া হবে ।

জনসংযোগ মাধ্যম:
নির্বাচনের সময় অল ইন্ডিয়া রেডিও ও দূরদর্শনকে বাড়তি সম্প্রচার সময় দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে।

আরও পড়ুনঃ ভোট প্রচারে হেলিকপ্টার পাচ্ছেন না মমতা, অভিযোগের তীর কেন্দ্রের দিকে

আধার:
ক্ষমতায় এলে আধার সংযুক্তিকরণ নিয়ে উৎসাহ দেওয়া হবে কিন্তু আধার সংযুক্তিকরণ না হলে কোনও পরিষেবা থেকে ব্যাহত হবেন না নাগরিকরা।

হিংসামূলক অপরাধ রুখতে ব্যবস্থা:
এনডিএ সরকারের আমলে গণপিটুনি সহ অন্যান্য হিংসামূলক অপরাধ ঘটেছে, এই ধরনের ঘটনা রুখতে সংসদে বিশেষ আইন আনার প্রতিশ্রুতি দিয়েছে কংগ্রেস।

পরিবেশ পুনরুদ্ধার:
বিশ্ব উষ্ণায়ন ও পরিবেশ বিপর্যয় রুখতে নানাবিধ ব্যবস্থা নেওয়ার আশ্বাস কংগ্রেস ইস্তেহারে । বায়ুদূষণ রুখতে জাতীয় স্বচ্ছ বায়ু প্রোগ্রামকে আরও সুদৃঢ় করার আশ্বাস কংগ্রেসের।

তবে এবার মানুষের মন বুঝে সাধ্যমত প্রতিশ্রুতি দেবার চেষ্টা করেছে কংগ্রেস। এই ইস্তেহার সাধারণ মানুষকে কতটা আকর্ষণ করে সেটাই এখন দেখার। আর এটাকেই অবাস্তব ও অসম্ভব বলে কড়া ভাষায় আক্রমণ করলেন অরুণ জেটলি।

আরও পড়ুনঃ মোদী স্পেশাল, ব্রিগেডে আসার জন্য চারটে আস্ত ট্রেন বুক করল বিজেপি

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

]]>
বিজেপিকে সমর্থন করে কংগ্রেসের গরিবি হটাওকে কটাক্ষ মায়াবতীর https://thenewsbangla.com/mayawati-slams-congress-over-rahul-gandhis-nyay-scheme/ Wed, 27 Mar 2019 11:14:34 +0000 https://www.thenewsbangla.com/?p=9355 গরিবি হটাও ডাক দিয়ে রাহুল গান্ধীর ন্যায় স্কীমের ঘোষণাকে কটাক্ষ করলেন বহুজন সমাজবাদী পার্টি সুপ্রিমো মায়াবতী। বুধবার এক সাংবাদিক সম্মেলনে রাহুলের ঘোষণাকে অন্ত্যসারশূন্য ও ভাঁওতাবাজি বলে উল্লেখ করেন তিনি।

আরও পড়ুনঃ ওয়াইনাদে হিন্দুরা সংখ্যালঘু হওয়ায় জয় নিশ্চিত রাহুলের, অদ্ভুত যুক্তি কংগ্রেস নেতার

সোমবার রাহুলের ন্যায় স্কীম ঘোষনার পরেই বিজেপি এই পদক্ষেপকে কটাক্ষ করেছিল। বিজেপির বক্তব্য, এর আগেও চার দশক আগে ইন্দিরা গান্ধী গরিবি হটাও ডাক দিয়েছিলেন, কিন্তু তার কিছুই ফলপ্রসূ হয়নি৷ কংগ্রেসের ঘোষনাকে সম্পূর্ণ ভাঁওতা বলে উল্লেখ করে বিজেপি।

আরও পড়ুনঃ মহাকাশে শত্রুর স্যাটেলাইট ধ্বংসে ভারতের হাতে অ্যান্টি স্যাটেলাইট অস্ত্র, বললেন মোদী

বুধবার মায়াবতী বিজেপির বক্তব্যকেই সমর্থন করে বলেন, ক্ষমতাসীন বিজেপি রাহুলের ‘গরিবি হটাও ২’ কে ভাঁওতা বলেছে, এটা ঠিক। যদিও এর পরেই বিজেপিকে এক হাত নেন তিনি। নির্বাচনের আগে বিজেপির কি প্রতিশ্রুতি ছিল এবং পরে তার কতটুকু পূরণ করেছে বিজেপি, সেই বিষয়ে প্রশ্ন তোলেন তিনি।

আরও পড়ুনঃ পায়ে নয় বুকে গুলি চালান, বিতর্কিত বিজেপির সায়ন্তন

এরপর কংগ্রেস ও বিজেপি উভয়কেই কটাক্ষ করে মায়াবতী বলেন, দুটি দলই একই পাখির দুই ডানা। দুটি দলের সমস্ত পদক্ষেপ দরিদ্র কৃষক ও শ্রমিকের স্বার্থ বিরোধী বলে তিনি মন্তব্য করেন৷

আরও পড়ুনঃ ভোটের আগে স্যাটেলাইট অস্ত্রের ঘোষণা কেন, মোদীর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলের

সোমবারই কংগ্রেস সভাপতি ন্যায় স্কীম ঘোষণার মাধ্যমে গরিবি হটাও ২ এর ডাক দেন৷ স্কীমে দেশের ৫ কোটি গরীব পরিবারকে বছরে ৭২ হাজার টাকা করে দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়।

আরও পড়ুনঃ শত্রু দেশের গোয়েন্দা উপগ্রহের বিরুদ্ধে মহাকাশেও ভারতের সার্জিক্যাল স্ট্রাইক

আসন্ন লোকসভা নির্বাচনে উত্তরপ্রদেশে একাই লড়ছে কংগ্রেস। এদিকে বিজেপি বিরোধী মহাজোট গঠন করেছে অখিলেশ যাদবের এসপি, মায়াবতীর বিএসপি ও অজিত সিংয়ের রাষ্ট্রীয় লোকদল। ৮০টি লোকসভা আসন বিশিষ্ট উত্তরপ্রদেশে এসপি, বিএসপি ও আরএলডির মধ্যে আসনরফা হয়েছে যথাক্রমে ৩৮, ৩৭ এবং ৩ টি আসনে।

আরও পড়ুনঃ নির্বাচন কমিশনের নতুন অ্যাপ সি ভিজিল, জনতার অভিযোগে ১০০ মিনিটের মধ্যে ব্যবস্থা

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

]]>