Rafale Deal – The News বাংলা https://thenewsbangla.com Bengali News Portal Fri, 05 Apr 2019 10:40:31 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.2 https://thenewsbangla.com/wp-content/uploads/2018/09/cropped-cdacf4af-1517-4a2e-9115-8796fbc7217f-32x32.jpeg Rafale Deal – The News বাংলা https://thenewsbangla.com 32 32 ক্ষমতায় এলেই চৌকিদার মোদীকে জেলে ভরার ঘোষণা রাহুলের https://thenewsbangla.com/chowkidar-modi-will-go-to-jail-over-rafale-deal-says-rahul-gandhi-in-nagpur/ Fri, 05 Apr 2019 09:37:02 +0000 https://www.thenewsbangla.com/?p=10064 ক্ষমতায় এলেই জেলে ভরবেন চৌকিদার মোদীকে, নাগপুরের একটি জনসভা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে এমনই হুঁশিয়ারি দিলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। ক্ষমতায় এলে রাফায়েল দুর্নীতির তদন্ত করে চৌকিদার নরেন্দ্র মোদীকে জেলে ভরা হবে বলে আশ্বাস দিলেন তিনি।

আরও পড়ুনঃ অগাস্টা ওয়েস্টল্যান্ড হেলিকপ্টার দুর্নীতিতে ইডির চার্জশিটে সনিয়া ঘনিষ্ঠ আহমেদ প্যাটেল

রাহুল বরাবরই রাফায়েল নিয়ে সোচ্চার হয়েছেন মোদী সরকারের বিরুদ্ধে। ভোটের আগে সমস্ত নির্বাচনী জনসভাতেই রাহুল গান্ধী জোর গলায় বলছেন, চৌকিদার চোর হ্যায়। তারই সঙ্গে গলা মিলিয়ে প্রধানমন্ত্রীকে চোর বলছেন রাহুল সমর্থকরা।

আরও পড়ুনঃ চিত্র পরিচালক ও লেখকদের পর ঘৃণার রাজনীতি নিয়ে সরব দেশের সেরা বিজ্ঞানীরা

রাহুলের অভিযোগ, পূর্বতন ইউপিএ সরকারের আমলে রাফায়েলের বরাত দেওয়া হয়েছিল। কিন্তু মোদী সরকার ক্ষমতায় এসেই রাফায়েলের বরাতে পরিবর্তন করে। বরাত দেওয়া হয় নরেন্দ্র মোদী ঘনিষ্ঠ অনিল আম্বানীকে।

আরও পড়ুনঃ ঘৃণার রাজনীতির বিরুদ্ধে ভোট দেওয়ার আবেদন জানালেন দেশের ২০০ জন লেখক

অনিল অম্বানীকেই কেন আগের সরকারের চুক্তি অগ্রাহ্য করে বরাত দেওয়া হয়েছে? নিশ্চয়ই অনিল অম্বানীকে অনেক সুবিধা পাইয়ে দিয়েছে নরেন্দ্র মোদী সরকার, নাহলে বারবার সরকার রাহুলের অভিযোগ এড়িয়ে যাচ্ছে, এমনই অভিযোগ প্রতিটি জনসভায় করে এসেছেন রাহুল গান্ধী। নরেন্দ্র মোদী রাহুলের মুখোমুখি হতে ভয় পাচ্ছেন বলেও তিনি জানান। আর এবার সরাসরি নরেন্দ্র মোদীকে জেলে ভরবেন বলে জানালেন তিনি।

বিজেপির তরফ থেকে বলা হয়েছে, রাহুল স্বপ্ন দেখুন, প্রধানমন্ত্রী থাকবেন সেই নরেন্দ্র মোদীই। বিজেপির তরফ থেকে আরও বলা হয়েছে যে, মোদী চাইলে হেলিকপ্টার দুর্নীতি কাণ্ডে জেলে থাকতেন সনিয়া ও রাহুল।

আরও পড়ুনঃ অভিষেকের স্ত্রী রুজিরাকে শুল্ক দফতরের সামনে হাজিরার নির্দেশ হাইকোর্টের

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

]]>
রাফায়েল যুদ্ধবিমান সংক্রান্ত সব নথি চুরি হয়ে গিয়েছে https://thenewsbangla.com/narendra-modi-govt-admits-to-theft-in-rafale-deal-before-sc/ Wed, 06 Mar 2019 08:50:20 +0000 https://www.thenewsbangla.com/?p=7651 চুরি গিয়েছে সব নথি। যে সে নথি নয়। রাফায়েল যুদ্ধবিমান সংক্রান্ত সব নথি চুরি হয়ে গিয়েছে। সুপ্রিম কোর্টে চাঞ্চল্যকর স্বীকারোক্তি কেন্দ্রীয় সরকারের। দেশের শীর্ষ আদালতে এমনটাই জানিয়েছেন কেন্দ্র সরকারের এটর্নি জেনারেল কেকে বেনুগোপাল। রাফায়েল কাণ্ডে চাঞ্চল্যকর মোড়। ফের বিরোধীদের তোপের মুখে পরতে চলেছে নরেন্দ্র মোদী সরকার। প্রতিরক্ষা দফতর থেকে কি ভাবে নথি চুরি গেল সেই নিয়েই উঠছে প্রশ্ন।

আরও পড়ুনঃ ভারতের বিরুদ্ধে পাকিস্তানের এফ ১৬ এর অপব্যবহার, মার্কিন রিপোর্ট

বুধবার শীর্ষ আদালতে প্রধান বিচারপতি রঞ্জন গগৈই এর বেঞ্চে এই মামলা ওঠে। তখনই কেন্দ্র সরকারের এটর্নি জেনারেল কেকে বেনুগোপাল জানান, প্রতিরক্ষা দফতর থেকে চুরি গেছে রাফায়েল যুদ্ধবিমান সংক্রান্ত সব নথি। তদন্ত চলছে তা উদ্ধারের জন্য। এরপরেই হইচই পরে যায় দেশ জুড়ে।

আরও পড়ুনঃ ভোটের আগে ভারতবাসীকে নতুন উপহার মোদীর

যদিও এই চুরির কথা আগেই অনুমান করা গিয়েছিল। ২০১৫-র ২৪ নভেম্বর প্রধানমন্ত্রীর দপ্তরকে লেখা প্রতিরক্ষা মন্ত্রকের একটি গোপন চিঠি ফাঁস হয়ে যায়। যেখানে বলা হয়েছে, প্রতিরক্ষা মন্ত্রক এবং নেগোসিয়েশন টিমকে অন্ধকারে রেখে রাফায়েল যুদ্ধবিমানের দামের বিষয়ে ফ্রান্সের সঙ্গে সমান্তরাল দরাদরি চালিয়েছেন প্রধানমন্ত্রী।

আরও পড়ুনঃ ভারতের চাপে মাথা নত করল পাকিস্তান

শুধু তাই নয়, ওই চিঠিতে প্রতিরক্ষা সচিব জি মোহন কুমার জানিয়েছিলেন, এই ধরনের পদক্ষেপ থেকে প্রধানমন্ত্রীর দপ্তরের সরে আসা উচিত। কারণ, এতে সংশ্লিষ্ট দপ্তরকে অগ্রাহ্য করা হয়। সংবাদপত্রে প্রকাশিত এই প্রতিবেদনকে হাতিয়ার করেই ফের রাফায়েল ইস্যু নিয়ে কেন্দ্রকে তোপও দাগেন রাহুল গান্ধী।

আরও পড়ুনঃ মোদীকে হত্যা কর, কংগ্রেস নেতার প্রকাশ্য নির্দেশ

ফাঁস হওয়া গোপন নথিটিকে হাতিয়ার করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ‘চোর’ বলে আক্রমণ করেন তিনি। অভিযোগ করলেন, প্রতিরক্ষা মন্ত্রককে অন্ধকারে রেখে রাফায়েলে যুদ্ধবিমান কেনার জন্য সমান্তরাল দরাদরি চালিয়েছেন প্রধানমন্ত্রী। বায়ুসেনার ৩০ হাজার কোটি টাকা চুরি করেছেন মোদী। সেই টাকা তিনি তুলে দিয়েছেন ‘বন্ধু’ অনিল আম্বানির হাতে।

পাশাপাশি, আবারও কংগ্রেস সভাপতি দাবি জানান, রাফায়েল ইস্যুতে সংসদীয় কমিটির তদন্ত হওয়া প্রয়োজন। তাঁর প্রশ্ন, ‘কেন প্রতিরক্ষা মন্ত্রককে অন্ধকারে রেখে ফ্রান্সের সঙ্গে সরাসরি দর কষাকষি করেছেন প্রধানমন্ত্রী?’। তিনি অভিযোগ করেন, ‘বায়ুসেনার ৩০ হাজার কোটি টাকা লুঠ করেছেন প্রধানমন্ত্রী। সেই টাকা তিনি তুলে দিয়েছেন অনিল আম্বানির হাতে’। তাঁর দাবি ছিল, ‘রাফালের বিষয়ে মিথ্যা কথা বলেছেন বর্তমান প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীতারমণও। এখন বিষয়টি দিনের আলোর মতো পরিষ্কার’।

সেটাই এবার বুধবার শীর্ষ আদালতে প্রধান বিচারপতি রঞ্জন গগৈই এর বেঞ্চে স্বীকার করে নিল নরেন্দ্র মোদী সরকার। এই ঘোষণায় দেশ জুড়ে ঝড় উঠেছে। প্রতিরক্ষা দফতর থেকে কি ভাবে নথি চুরি গেল সেই নিয়েই উঠছে প্রশ্ন। সবচেয়ে বেশি নিরাপত্তা যেখানে থাকে সেখান থেকে এই ধরণের একটি গুরুত্ত্বপূর্ণ ফাইল কি ভাবে লোপাট হল সেই নিয়েই প্রশ্ন তুলেছেন বিরোধীরা।

]]>
সংসদে ক্যাগ রিপোর্ট, কংগ্রেসের চেয়ে সস্তায় রাফায়েল কিনেছে মোদী সরকার https://thenewsbangla.com/modi-govts-rafale-deal-cheaper-than-congress-govts-deal-cag-report/ Wed, 13 Feb 2019 08:02:54 +0000 https://www.thenewsbangla.com/?p=6765 সংসদে অবিশ্বাস্য রিপোর্ট। লোকসভা সূত্রে জানা যাচ্ছে, রাফায়েলের বর্তমান দাম কংগ্রেসের ইউপিএ সরকারের ঠিক করা দামের থেকে ২.৮% সস্তা। আর অস্ত্রশস্ত্র ধরলে কংগ্রেস আমল থেকে প্রায় ১৭ শতাংশ সস্তায় রাফায়েল কিনেছে মোদী সরকার। এমন রিপোর্টই দিয়েছে দেশের কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল(ক্যাগ)। এই রিপোর্ট লোকসভা ভোটের আগে বিজেপির হাতে বড় অস্ত্র তুলে দিল বলেই মনে করছে রাজনৈতিক মহল।

আরও পড়ুনঃ ৪ দিন টানা জেরার পর বুধবার আবার তলব, বেশ বিপদে রাজীব কুমার

লোকসভায় পেশ করা কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল বা ক্যাগ রিপোর্ট থেকে ‘The News বাংলা’ জানতে পেরেছে, যে রাফায়েলের বর্তমান দাম কংগ্রেসের ইউপিএ সরকারের ঠিক করা দামের থেকে ২.৮% সস্তা। আর অস্ত্রশস্ত্র ধরলে কংগ্রেস আমল থেকে প্রায় ১৭ শতাংশ সস্তায় রাফায়েল কিনেছে মোদী সরকার, উঠে এল ক্যাগ রিপোর্টে। এই তথ্য উল্লেখ করেই আজকের রিপোর্ট জমা পড়ে রাজ্যসভায়।

আরও পড়ুনঃ সারদা চিটফান্ড মামলায় রাজীব কুমারকে ভয়ঙ্কর বিপদে ফেললেন কুণাল ঘোষ

লোকসভা ভোটের আগে ৫৯,০০০ কোটি টাকার রাফায়েল চুক্তি ঘিরে সরগরম জাতীয় রাজনীতি। এর মধ্যেই সোমবার এই চুক্তি সংক্রান্ত অডিট রিপোর্ট সংসদে পেশ করে দেশের কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল বা ক্যাগ। প্রথমে সরকারের কাছে পেশ করার পরেই সেটি সংসদে পেশ করা হয়। আজ বুধবারই শেষ হচ্ছে সংসদের চলতি বাজেট অধিবেশন। এটাই বর্তমান মোদী সরকারের শেষ সংসদ আধিবেশন।

আরও পড়ুনঃ বিধায়ক খুনে রাম নেতাকে বাঁচাতে আসরে বাম নেতা

এদিকে প্রথমে রাফায়েল ছাড়াই পেশ হয় এই ক্যাগ রিপোর্ট। ফলে ফের নতুন করে মোদী সরকারকে আক্রমণের হাতিয়ার পেয়ে যান বিরোধীরা। লোকসভা নির্বাচনের আগে শেষ সংসদ অধিবেশন শেষ হচ্ছে বুধবার। তার আগে ক্যাগ রিপোর্টের তথ্যে রাফায়েল প্রসঙ্গে মোদীর বিজেপি যে অনেকটাই স্বস্তি পেল তা বলাই যায়।

আরও পড়ুনঃ পরীক্ষা শুরুর আগেই হোয়াটস অ্যাপে ফাঁস মাধ্যমিক প্ৰশ্নপত্র

বুধবার ফের একবার রাফায়েল তদন্তে জয়েন্ট পার্লামেন্টরি কমিটি বা জেপিসির দাবি তুলে সংসদে হট্টোগোল করেন কংগ্রেস সহ বিরোধী সাংসদরা। শেষ পর্যন্ত আরও একবার সেই দাবি খারিজ হয়ে যাওয়ায় সংসদ ত্যাগ করেন তাঁরা। কংগ্রেস চেয়ারপার্সন সোনিয়া গান্ধীর সম্মতিতেই ভবন থেকে ওয়াকআউট করেন সাংসদরা। তবে তুমুল গণ্ডগোল চললেও কাজ চালিয়ে যান স্পিকার। জানা যাচ্ছে, বিমানের দাম ছাড়াই রাফালের রিপোর্ট তৈরি করে ফেলে কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল(ক্যাগ)। মূলত এই প্রসঙ্গ নিয়েই আরও উত্তপ্ত হয় লোকসভা।

আরও পড়ুনঃ ফের লজ্জার অন্ধকারে সিবিআই, চরম অপমানের শাস্তি সিবিআই প্রধানকে

অন্যদিকে এই রিপোর্টকে ‘চৌকিদারের রিপোর্ট’ বলে কটাক্ষ করেছেন রাহুল। তেমনই পাল্টা অস্ত্র হাতে ময়দানে নামেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি। কংগ্রেসের উপর পরিবারতন্ত্রের তোপ দাগেন তিনি। জেটলি অভিযোগ করেন, “নিজেদের সাম্রাজ্য রক্ষা করতেই একের পর এক মিথ্যা বলে চলেছে কংগ্রেস”।

আরও পড়ুনঃ রাহুলকে সরিয়ে লোকসভা ভোটে মোদী বিরোধী মুখ প্রিয়াঙ্কাই

উল্লেখ্য, রাহুল এদিন সকালেই অভিযোগ করেন, রাফায়েল চুক্তি হওয়ার ১০ দিন আগে থেকেই এর বিষয়ে জানতেন অনিল আম্বানি। সেই সংক্রান্ত একটি ই-মেলও ফাঁস করেন রাহুল। কংগ্রেস সভাপতিকে পাল্টা দিতে বোফর্সকে হাতিয়ার করেন জেটলি।

আরও পড়ুনঃ রথী মহারথীদের নাম লেখা ১২ পাতার গোপন চিঠি সিবিআইকে দিলেন কুণাল ঘোষ

সংসদে পেশের পরে ক্যাগের এই রিপোর্ট পাবলিক অ্যাকাউন্টস কমিটি (পিএসি)-র কাছে পাঠানো হবে। এই কমিটির চেয়ারম্যান থাকেন বিরোধী দলনেতা বা বিরোধী দলের সাংসদ। বর্তমানে এই কমিটির মাথায় আছেন কংগ্রেস সাংসদ মল্লিকার্জুন খাড়গে। প্রয়োজন মনে করলে রিপোর্ট মূল্যায়নের জন্য আরও তথ্য চেয়ে পাঠাতে পারে পিএসি।

আরও পড়ুনঃ পাকিস্তান চিনের চিন্তা বাড়িয়ে ভারতীয় সেনার হাতে এল ভয়ঙ্কর চিনুক হেলিকপ্টার

২০১৬ সালের ২৩ সেপ্টেম্বর ২৬টি রাফায়েল যুদ্ধ বিমান কেনা নিয়ে চুক্তিপত্রে স্বাক্ষর করেছিল ভারত ও ফ্রান্স। ৫৯,০০০ কোটি টাকার এই চুক্তি ঘিরে দুর্নীতির অভিযোগ তুলে ইতিমধ্যেই সরব হয়েছে বিরোধীরা। যদিও কেন্দ্র সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়েছে।

আর রাফায়েলের বর্তমান দাম কংগ্রেসের ইউপিএ সরকারের ঠিক করা দামের থেকে ২.৮% সস্তা। আর অস্ত্রশস্ত্র ধরলে কংগ্রেস আমল থেকে প্রায় ১৭ শতাংশ সস্তায় রাফায়েল কিনেছে মোদী সরকার। এমনই রিপোর্ট তৈরি করেছে দেশের কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল(ক্যাগ)। এমনই রিপোর্ট পাবার পর বিজেপির আক্রমণ যে আরও ধারালো হবে সেটা বলাই যায়।

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

]]>
রাহুলের ‘রাফায়েল’ অ্যাটাকের জবাবে মোদীর হাতে ‘ক্রিশ্চিয়ান মিচেল’ https://thenewsbangla.com/modis-hand-on-michael-to-counter-rahul-with-rafael-attack/ Tue, 04 Dec 2018 15:36:06 +0000 https://www.thenewsbangla.com/?p=3508 The News বাংলা, নিউ দিল্লী: শেষ পর্যন্ত রাহুলের ‘রাফায়েল’ এর পাল্টা জবাব ‘হাতে’ পেলেন মোদী। মঙ্গলবার রাতেই দুবাই থেকে ধরে আনা হচ্ছে অগাস্টা ওয়েস্ট ল্যান্ড ভিভিআইপি চপার দুর্নীতি মামলায় অন্যতম অভিযুক্ত ক্রিশ্চিয়ান মিচেলকে। কংগ্রেস আমলে ৩৭২৭ কোটি টাকার এই হেলিকপ্টার দুর্নীতি হয়। ক্রিশ্চিয়ান মিচেলকে ভারতে আনতে পারাটা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাফল্য বলেই প্রচার শুরু করেছে কেন্দ্রীয় সরকার ও বিজেপি।

আরও পড়ুনঃ ‘ভগবান’ সরাসরি টাকা নিয়ে হাজির ভক্তের সমস্যা মেটাতে

গত সেপ্টেম্বরেই অগাস্টা ওয়েস্ট ল্যান্ড ভিভিআইপি চপার দুর্নীতি মামলায় অন্যতম অভিযুক্ত ক্রিশ্চিয়ান মিচেলকে ভারতের হাতে প্রত্যর্পণ করার নির্দেশ দেয় দুবাই আদালত। ২০১৭ তেই সংযুক্ত আরব আমিরশাহিতে গ্রেফতার হয় ক্রিশ্চিয়ান মিচেল। মঙ্গলবার রাতেই ভারতে আনা হচ্ছে তাকে। আবার জোরদার করে শুরু হবে এই মামলা। রাফায়েল নিয়ে বেশ কিছুটা এগোতে পারলেও আবার ব্যাকফুটে রাহুলের কংগ্রেস।

রাহুলের রাফায়েল অ্যাটাকের জবাবে মোদীর হাতে ক্রিশ্চিয়ান মিচেল/The News বাংলা
রাহুলের রাফায়েল অ্যাটাকের জবাবে মোদীর হাতে ক্রিশ্চিয়ান মিচেল/The News বাংলা

অগাস্টা ওয়েস্ট ল্যান্ড ভিভিআইপি চপার দুর্নীতি মামলায় এই ক্রিশ্চিয়ান মিচেল টেবিলের তলায় ডিল করতে সাহায্য করেছিল। তার জন্য সে ৩৫০ কোটি টাকা ঘুষ পায়। মনমোহন সিং সরকারের আমলে ৩৭২৭ কোটি টাকার অগাস্টা চপার দুর্নীতি হয়। ইতালির এই হেলিকপ্টার কেনার জন্য অন্যায় ভাবে টেবিলের তলা দিয়ে ডিল করা হয় বলে তদন্তে প্রমাণও হয়।

আরও পড়ুনঃ ‘গরু তাণ্ডবে’ যোগীর পুলিশের খাতায় বিজেপি-বজরং-ভিএইচপি নেতার নাম

১২ টি বিলাসবহুল হেলিকপ্টার কেনার জন্য ২০০৭ সালে কেন্দ্র সরকার চুক্তি করে। রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও অন্যান্য ভিভিআইপি-দের জন্য এই হেলিকপ্টার কেনা ঠিক হয়েছিল। কিন্তু, ৩৭২৭ কোটি টাকার দুর্নীতির অভিযোগ ওঠায় ডিল বন্ধ করে দিতে বাধ্য হয় সরকার। তদন্তে জানা যায়, ব্রিটেনের অগাস্টা ওয়েস্টল্যান্ড হেলিকপ্টারের বরাত পেতে ৫৮ মিলিয়ন ইউরো ঘুষ দিয়েছিল।

রাহুলের রাফায়েল অ্যাটাকের জবাবে মোদীর হাতে ক্রিশ্চিয়ান মিচেল/The News বাংলা
রাহুলের রাফায়েল অ্যাটাকের জবাবে মোদীর হাতে ক্রিশ্চিয়ান মিচেল/The News বাংলা

এই দুর্নীতিতে যুক্ত থাকার জন্য প্রাক্তন বায়ুসেনা প্রধান এসপি ত্যাগী, ভাইপো সঞ্জীব ওরফে জুলি ত্যাগী এবং আইনজীবী গৌতম খৈতানকে গ্রেফতার করে সিবিআই৷ ৩৭২৭ কোটি টাকার এই দুর্নীতিতে যুক্ত থাকার অভিযোগের ২০০৭ সালে অবসর নেওয়া এই প্রাক্তন বায়ু সেনাপ্রধানকে গ্রেফতার করে সিবিআই৷ এই প্রথমবার সিবিআইয়ের দ্বারা কোনও বায়ুসেনা প্রধান গ্রেফতার হন।

আরও পড়ুনঃ জনগণকে ‘গাধা’ বানিয়ে ‘শিক্ষাগুরু নেহেরু’র যোগ্য ছাত্র সব রাজনীতিবিদ

ত্যাগীর বিরুদ্ধে অভিযোগ, অগাস্টা ওয়েস্টল্যান্ডের সঙ্গে চুক্তি চূড়ান্ত করার তাগিদে দেশের নিরাপত্তা ব্যবস্থাকে তিনি অবহেলা করেছিলেন। প্রাক্তন আইএএফ উপপ্রধান জেএস গুজরালকেও জেরা করে সিবিআই। ত্যাগী ও গুজরাল- দুজনকেই ২০১৩ সালে চপার কাণ্ডে জেরা করে সিবিআই।

আরও পড়ুনঃ একদিকে মোদীর সমালোচনা অন্যদিকে অনুসরণ, মমতার ‘নিজশ্রী’

ইতালির আদালতেও চপার দুর্নীতি প্রমাণিত হওয়ার পর জোর কদমে লাগে সিবিআই। কপ্টার প্রস্তুতকারী সংস্থা ফিনমেকানিকা ও তাদের সহযোগী অগাস্টা ওয়েস্টল্যান্ড কীভাবে দালালদের মাধ্যমে ভারতীয় প্রশাসকদের ঘুষ দিয়ে চপার ডিল হাত করেছিল তা ইতালির আদালত জানিয়ে দিয়েছে আগেই।

রাহুলের রাফায়েল অ্যাটাকের জবাবে মোদীর হাতে ক্রিশ্চিয়ান মিচেল/The News বাংলা
রাহুলের রাফায়েল অ্যাটাকের জবাবে মোদীর হাতে ক্রিশ্চিয়ান মিচেল/The News বাংলা

৩৭২৭ কোটি টাকার অগাস্টা ওয়েস্টল্যান্ড চপার দুর্নীতি মামলায় ক্রিশ্চিয়ান মিচেল ছাড়াও ৩ বিদেশি নাগরিকের বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করে দিল্লিতে সিবিআই-এর বিশেষ আদালত। ওই ৩ জনের নাম জি আর হেশ্কে, সি ভি গেরোশিয়া এবং সি এম জেমস্।

আরও পড়ুনঃ ‘তিন মাস বিয়ে বন্ধ’ তুঘলকি নির্দেশে বিতর্কে যোগী সরকার

সেপ্টেম্বরেই এস পি ত্যাগী, তাঁর আত্মীয় সঞ্জীব ত্যাগী আইনজীবী গৌতম খৈতান সি ভি গেরোশিয়া জি আর হেশ্কে, মিডলম্যান ক্রিশ্চিয়ান মিচেল, অগাস্টা ওয়েস্টল্যান্ডের প্রাক্তন সিইও ব্রুনো স্প্যানোলিনি এবং ফিনমেকানিকার প্রাক্তন চেয়ারম্যান গুয়েসপি ওরসির বিরুদ্ধেও একই অভিযোগে চার্জশিট দেয় সিবিআই-ও। দুবাইয়ের একটি সংস্থার ডিরেক্টর শিবানী সাক্সেনাকেও গ্রেপ্তার করে ED বা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।

রাহুলের রাফায়েল অ্যাটাকের জবাবে মোদীর হাতে ক্রিশ্চিয়ান মিচেল/The News বাংলা
রাহুলের রাফায়েল অ্যাটাকের জবাবে মোদীর হাতে ক্রিশ্চিয়ান মিচেল/The News বাংলা

ক্রিশ্চিয়ান মিচেলকে গ্রেফতারের পর বিজেপির তরফ থেকে যে আবার অগাস্টা ওয়েস্ট ল্যান্ড ভিভিআইপি চপার দুর্নীতি নিয়ে কংগ্রেসের দিকে তোপ দাগা হবে সেটা পরিষ্কার। রাহুলের রাফায়েল বনাম মোদীর হেলিকপ্টার। ভারতের দুই দুর্নীতি নিয়ে দুই নেতার লড়াই আগামী লোকসভা পর্যন্ত চলবে। তবে, মিচেলকে হাতে পেয়ে আপাতত রাহুলকে চুপ করিয়ে দিলেন মোদী।

]]>