Qualifications – The News বাংলা https://thenewsbangla.com Bengali News Portal Sun, 05 May 2019 08:20:55 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.2 https://thenewsbangla.com/wp-content/uploads/2018/09/cropped-cdacf4af-1517-4a2e-9115-8796fbc7217f-32x32.jpeg Qualifications – The News বাংলা https://thenewsbangla.com 32 32 লোকসভা ভোটে দাঁড়ানোর যোগ্যতা নেই ভারতীর, বললেন মমতা বন্দ্যোপাধ্যায় https://thenewsbangla.com/mamata-banerjee-said-bharati-ghosh-do-not-have-qualifications-for-a-mp/ Sun, 05 May 2019 08:17:31 +0000 https://www.thenewsbangla.com/?p=12402 লোকসভা পঞ্চম পর্বের ভোটের ঠিক আগে আবারও শুরু হল মমতা বন্দ্যোপাধ্যায় আর ভারতী ঘোষের তরজা। শনিবার ভারতী ঘোষের মন্তব্য ‘মুখ্যমন্ত্রী খুব অশিক্ষিত’ পাল্টা জবাবে মমতা বলেন লোকসভা ভোটে দাঁড়ানোর যোগ্যতা নেই ভারতীর।

ভারতী মুখ্যমন্ত্রীকে জানিয়ে দিতে বলেন যে; ওই মুখ্যমন্ত্রী খুব অশিক্ষিত; আগে মুখ্যমন্ত্রী ভারতীর মতো শিক্ষার জায়গায় পৌঁছোন; তারপর রাস্তায় দাঁড়িয়ে চমকাবেন। ভারতী পড়াশোনা করে যে শিক্ষাটা প্রাপ্ত করেছেন; সেটা আগে মুখ্যমন্ত্রীকে শিখে আসতে বলেন তিনি।

এদিন প্রার্থী হওয়া নিয়ে ভারতী ঘোষকে কটাক্ষ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রশ্ন তোলেন প্রাক্তন আইপিএসের যোগ্যতা নিয়ে। তৃণমূল নেত্রী বলেন, “গ্রামসভার ভোটে দাঁড়ানোর যোগ্যতা নেই ঘাটালের বিজেপি প্রার্থী ভারতী ঘোষের। তিনি আবার দেবের বিরুদ্ধে লোকসভা ভোটে প্রার্থী হয়েছেন”।

তৃণমূলের তরফে ভারতীর বক্তব্যের তীব্র প্রতিক্রিয়া সহকারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গতকালই বলেন; ভারতীকে চাইলেই রাজ্য সরকার গ্রেফতার করতে পারতো; কিন্তু এখন কোর্টের নিষেধাজ্ঞা আছে বলে ব্যবস্থা নেওয়া যাচ্ছে না; মুখ্যমন্ত্রী এদিন হুঁশিয়ারি দিয়ে বলেন; তার কাছে ভারতীয় অনেক এসএমএস রয়েছে; যেগুলো প্রকাশ্যে নিয়ে এলে ভারতীকেই সমস্যার মুখে পড়তে হবে।

মুখ্যমন্ত্রীর এসএমএস প্রসঙ্গে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে এদিন তীব্র বিষোদগার করেন ভারতী ঘোষ; মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে তিনি বলেন, “মহাচোর তো এসএমএস বিনিময় করেছিলি কেনো ? দেখা না কী আছে এসএমএস-এ!” এরপরেই তিনি বলে দেন; তাকে ভয় দেখাতে বারণ করার জন্য। চমকানো ধমকানোতে তিনি ভয় পান না বলে জানান ভারতী। মুখ্যমন্ত্রীকে নির্লজ্জ বলেও কটাক্ষ করেন তিনি।

আরও পড়ুনঃ জয় শ্রী রাম শুনে গাড়ি থেকে নেমে তাড়া করলেন মমতা

এদিন ঘাটালের তৃণমূল প্রার্থী দেবের হয়ে প্রচার ব়্যালিতে অংশ নেন তৃণমূল সুপ্রিমো; সেখানেই তিনি বলেন; ‍”আমার মুখটা খোলাবেন না; পুলিশে চাকরি করার সময় আপনি যে এসএমএসগুলো আমাকে পাঠিয়েছিলেন; সেগুলো যদি পাবলিক করে দিই; তাহলে আমাকে আর মানুষকে কিছু বলতে হবে না”।

ইতিমধ্যেই কমিশনে যাওয়ার কথা বলেছেন তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়; পদক্ষেপ করেছে কমিশনও। ভারতী ঘোষের মন্তব্যের ভিডিও ফুটেজ তলব করা হয়েছে; ভোটের মুখে জমে গেছে প্রাক্তন ‘মা-মেয়ের’ লড়াই।

]]>
তৃণমূলের জেলা সভাপতি হবার যোগ্যতা নেই নরেন্দ্র মোদীর, দাবি মমতার https://thenewsbangla.com/narendra-modi-and-amit-shah-have-no-qualifications-to-be-a-tmc-leader-says-mamata-banerjee/ Thu, 02 May 2019 05:09:31 +0000 https://www.thenewsbangla.com/?p=12156 তৃণমূলের জেলা সভাপতি হবার যোগ্যতা নেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর; ঘাসফুলের ব্লক সভাপতির যোগ্যতা নেই অমিত শাহের, দাবি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। হারার ভয়ে ভুল বকছেন মমতা; দাবি বিজেপির।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কোনও যোগ্যতা নেই জেলা সভাপতি হওয়ার; সঙ্গে বিজেপি সভাপতি অমিত শাহেরও যোগ্যতা নেই তৃণমূলের একজন ব্লক সভাপতি হওয়ার; বুধবার আন্দুলে একটি নির্বাচনী জনসভায় এমনই মন্তব্য করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুনঃ মোদী সরকারের বড় সাফল্য, মাসুদ আজাহার আন্তর্জাতিক জঙ্গি ঘোষণা

গতকালই মহারাষ্ট্রের গড়চিরৌলিতে মাওবাদী হানায় ১৫ জন পুলিশ কর্মীর মৃত্যু হয়; পুলিশের গাড়িতে আইইডি বিষ্ফোরণ করা হয়। তাতে মৃত্যু হয় গাড়ির চালকেরও। এই ঘটনাকে কেন্দ্র করেই নরেন্দ্র মোদীর দিকে আঙুল তোলেন মুখ্যমন্ত্রী। কেন্দ্র সরকারের দূরদৃষ্টির অভাব রয়েছে বলে তিনি জানান। তারপরেই মোদী ও অমিত শাহের যোগ্যতা নিয়ে প্রশ্ন তোলেন তিনি।

আরও পড়ুনঃ দক্ষিন পূর্ব রেলের সঙ্গে কথা বলে পুরী থেকে পর্যটকদের ফেরাতে বিশেষ ট্রেন পাঠাচ্ছে বাংলা

তিনি বলেন তৃণমূলের জেলা সভাপতিদের যে দক্ষতা ও যোগ্যতা রয়েছে; সেই যোগ্যতা নেই প্রধানমন্ত্রীর। তিনি আরও বলেন, অমিত শাহের থেকে তৃণমূলের একজন ব্লক সভাপতির দক্ষতা অনেক বেশি। বিজেপি সরকার ক্ষমতায় থেকেও মাওবাদী হামলা রুখতে সম্পূর্ণ ব্যর্থ বলে তিনি দাবি করেন।

মাওবাদী হামলা রোখার ব্যাপারে এদিন নিজের সরকারের কৃতিত্ব নেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, এক সময় বাংলায় মাওবাদীদের উৎপাত একটি জ্বলন্ত সমস্যা ছিল, কিন্তু তৃণমূল কংগ্রেস সরকার ক্ষমতায় আসার পরেই সেই সমস্যার সমাধান করেছে।

আরও পড়ুনঃ মন্দারমনি ও দিঘাতে নিষিদ্ধ হল পর্যটকদের সমুদ্র সৈকতে যাওয়া

মাওবাদী সমস্যার সমাধান করে রাজ্যে শান্তি ফিরিয়ে এনেছেন বলে দাবি করেন মুখ্যমন্ত্রী। এদিকে নরেন্দ্র মোদীকে কটাক্ষ করে তিনি বলেন, একটা রাজ্যে এমন নজির নেই, যেখানে মোদী মাওবাদী সমস্যার সমাধান করে শান্তি ফিরিয়ে এনেছেন। হারার ভয়ে পাগল হয়ে বাজে বকছেন মমতা; জানিয়েছেন বঙ্গ বিজেপি সভাপতি দিলীপ ঘোষ।

]]>