Putin – The News বাংলা https://thenewsbangla.com Bengali News Portal Fri, 25 Feb 2022 11:05:39 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.2 https://thenewsbangla.com/wp-content/uploads/2018/09/cropped-cdacf4af-1517-4a2e-9115-8796fbc7217f-32x32.jpeg Putin – The News বাংলা https://thenewsbangla.com 32 32 বিপদে মনে পরল মোদীর ভারতকে, জন্ম থেকেই বন্ধু পাকিস্তান https://thenewsbangla.com/india-ukraine-relation-in-russia-ukraine-crisis-ukraine-always-against-india-now-seeks-narendra-modi-help/ Fri, 25 Feb 2022 11:01:11 +0000 https://www.thenewsbangla.com/?p=14832 ‘বিপদে না পড়লে মানুষ আসল বন্ধু চিনতে পারে না’; পুরোনো প্রবাদ আজও সত্যি হল। ইউক্রেনের ক্ষেত্রেও ঠিক তাই ঘটল; বিপদে মনে পরল মোদীর ভারতকে, আর জন্ম থেকেই বন্ধু পাকিস্তান। অর্ধেক দেশ রাশিয়া দখল করে নেবার পরে হল চৈতন্য; মনে পড়ল ‘শান্তি দূত’ ভারতকে। আর তার আগে পর্যন্ত? ভারত-ইউক্রেন ইতিহাস খুব সুখের নয়।

১৯৯১ সালে সোভিয়েত ইউনিয়ন ভেঙে তৈরি হয় ১৫টি স্বাধীন রাষ্ট্র; জন্ম নেয় স্বাধীন রাষ্ট্র ইউক্রেন। তারপরেই শুরু হয় বিশ্বের বৃহত্তম গণতন্ত্রের বিরোধীতা; রাশিয়ার বন্ধু ভারতের বরাবর বিরোধীতাই করে এসেছে পূর্ব ইউরোপের এই ছোট্ট দেশটি। অনেকটা অকারণেই।

সালটা ১৯৯৮; কেন্দ্রে অটল বিহারী বাজপেয়ী সরকার। পোখরানে ১১মে তিনটি ও ১৩মে দুটি; মোট পাঁচটি পরীক্ষামূলক পারমাণবিক বিস্ফোরণ ঘটায় ভারত। জাতিসংঘ-র নিরাপত্তা পরিষদের স্থায়ী পাঁচ সদস্যের বাইরে; বিদেশী সাহায্য ছাড়া কোন দেশ পারমাণবিক পরীক্ষা করল। ক্ষেপে উঠল বিশ্ব; ভারতের বিরুদ্ধে নেমে এল অর্থনৈতিক বিধিনিষেধ।

সেদিন বিশ্বের একটি ছোট্ট দেশ সবচেয়ে বেশি হইচই করেছিল; ঘটনাচক্রে সেই দেশটার নাম ছিল ইউক্রেন। UN Resolution 1172 এ ভারতের বিরুদ্ধে নিন্দাপ্রস্তাবে সই করেছিল তারা; চিন ও পাকিস্তানের সঙ্গে হাত মিলিয়ে বাকি ২৫টা দেশের সঙ্গে। ভারতকে সমস্ত ধরনের প্রতিরক্ষামূলক সাহায্য বন্ধ করে দিয়েছিল। বন্ধ করে দিয়েছিল সমস্ত রকমের অস্ত্র বিক্রি; সব রকমের প্রযুক্তিমূলক সাহায্যও। ভারতের সঙ্গে সবরকমের সম্পর্ক ছিন্ন করেছিল।

এখানেই শেষ নয়। এরপর বিশ্বের দরবারে প্রায় প্রতিটা ক্ষেত্রে; ভারতের বিরোধীতা করেছে দেশটি। কাশ্মীর ইস্যুতে পাকিস্তানের পক্ষে দাঁড়িয়ে; জাতি সংঘকে হস্তক্ষেপ করাতে উদ্যোগ নিয়েছে এই ইউক্রেন। যেখানে ভারত এই দ্বিপাক্ষিক ইস্যুতে কাউকেই ঢুকতে দিতে কোনদিনই রাজি নয়। কাশ্মীর ও ভারতে সন্ত্রাসবাদের মূল স্পনসরার পাকিস্তানকে; অস্ত্র-গোলা বারুদ দিয়ে সাহায্য করেছে এই ইউক্রেন। ভারত সহ গোটা বিশ্বের বিরোধীতা করে পাকিস্তানকে বিক্রি করেছে; T 80 মডেলের অত্যাধুনিক যুদ্ধের ট্যাঙ্ক।

অথচ ইউক্রেনের চেরনোবিল পরমাণু কেন্দ্রের চুল্লিতে বিস্ফোরণের ফলে; মারাত্মক তেজস্ক্রিয় উপাদান চারিদিকে ছড়িয়ে পড়ে। অসংখ্য মানুষ মারা যান; পঙ্গু হয়ে যান। প্রতিবেশী বেলারুশ ও রুশ প্রজাতন্ত্র থেকে শুরু করে জার্মানি সহ পশ্চিম ইউরোপের বিস্তীর্ণ এলাকায়; তেজস্ক্রিয়তার কুপ্রভাব ধরা পড়ে। পাশে দাঁড়িয়ে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিল সেই ভারতই।

এখন সেই ইউক্রেন মহাভারত থেকে উক্তি নিয়ে ভারতের দরবারে ভিক্ষা চাইছে; রাশিয়ার আক্রমণের মুখে দিশেহারা হয়ে সাহায্য চাইল ভারতের। কি বলল তারা? “এই মুহূর্তে ভারতের সমর্থনের জন্য অনুরোধ করছি আমরা। গণতান্ত্রিক রাষ্ট্রের ওপর সর্বগ্রাসী আক্রমণ হলে; ভারতের উচিত তার সর্বজনীন দায়িত্ব নেওয়া। মোদীজি পৃথিবীর অন্যতম শক্তিশালী এবং শ্রদ্ধেয় নেতা। মোদীজিকে নিয়ে আমরা আশাবাদী; তাঁর দৃঢ় কণ্ঠ শুনলে হয়ত পুতিন একবার ভেবে দেখতে পারেন। আমরা ভারত সরকারের থেকে আরও অনেক আনুকূল্যের মনোভাব দেখতে চাইছি”।

কি অদ্ভুত পরিবর্তন….!!
আসলে আমাদের দেশের রাজনৈতিক দলগুলোর মতো; পৃথিবীর আদর্শহীন দেশগুলিরও কোন স্থায়ী শত্রু বা স্থায়ী বন্ধু থাকে না। শুধু স্বার্থটাই স্থায়ী থাকে।
এই পরিস্থিতিতে অনেকেই তাই ইউক্রেনকে এখন বন্ধু পাকিস্তানের সাহায্য নিতে বলেছে; কারণ ইমরানের দেশ জানে কি করে আত্মসমর্পণ করতে হয়…..

এডিটোরিয়াল লিখলেন; মানব গুহ

]]>
দুই দেশের যুদ্ধ শুরু, তৃতীয় বিশ্বযুদ্ধের আশঙ্কায় কাঁপছে পৃথিবীর মানুষ https://thenewsbangla.com/the-war-between-two-countries-started-people-of-the-world-trembling-in-fear-of-third-world-war-russia-ukraine-crisis/ Thu, 24 Feb 2022 06:45:18 +0000 https://www.thenewsbangla.com/?p=14824 দুই দেশের যুদ্ধ শুরু; তৃতীয় বিশ্বযুদ্ধের আশঙ্কায় কাঁপছে পৃথিবীর মানুষ। আশঙ্কা সত্যি করেই শুরু হয়ে গেল যুদ্ধ; ইউক্রেনের কিয়েভ সহ একাধিক শহরে আক্রমণ করল রাশিয়া। এড়ানো গেল না দুই দেশের রক্তক্ষয়ী যুদ্ধ। রাষ্ট্রপুঞ্জের হুঁশিয়ারি অগ্রাহ্য করে; ইউক্রেনের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করল রাশিয়া। ক্রিমিয়া দিয়ে ইউক্রেনে ঢুকল রুশ সেনা। পাওয়া যাচ্ছে মিসাইলের আওয়াজ; এমনকি মাঝপথ থেকে ফিরতে বাধ্য হল এয়ার ইন্ডিয়ার বিমান।

আক্রমণ শুরু হবার পরেই; পাওয়া গিয়েছে মিসাইলের আওয়াজ। মার্কিন বিএনও নিউজ একটি ভিডিও ফুটেজ দেখিয়েছে; যাতে পূর্ব ইউক্রেনে রাশিয়ার আক্রমণে অন্ধকার দিগন্তে আলোর বিশাল ঝলক দেখা গিয়েছে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার কিছুক্ষণ পরেই; ইউক্রেনের কিইভ এবং খারকিভ অঞ্চলে বড় ধরনের বিস্ফোরণের খবর পাওয়া গেছে।

রাশিয়ার আক্রমণ শুরু হতেই; কৃষ্ণসাগরের আকাশে কালো ধোঁয়া দেখা যাচ্ছে। মুহুর্মুহু বিস্ফোরণে কেঁপে উঠছে কিয়েভ-সহ ইউক্রেনের একাধিক বড় শহর। হামলা চলছে ইউক্রেনের সেনাঘাঁটিতেও। হামলার কথা স্বীকার করে নিয়েছেন; ইউক্রেনের বিদেশমন্ত্রী দিমাত্রেয় কুলেবা। এর আগে দেশে একটি টেলিভিশন ভাষণে, ভ্লাদিমির পুতিন বলেছিলেন যে; তিনি ইউক্রেনের ডনবাস অঞ্চলে একটি বিশেষ সামরিক অভিযান চালানোর জন্য রাশিয়ান সেনাদের অনুমোদন দিয়েছেন। পুতিন এও বলেছেন যে, ইউক্রেন থেকে আসা হুমকির প্রতিক্রিয়ায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে। তিনি যোগ করেছেন যে; “রাশিয়ার লক্ষ্য তার প্রতিবেশী দেশ দখল করা নয়; নিজের দেশে শান্তি বজায় রাখা”।

Russia Ukraine Conflict

কোনওভাবেই যাতে ইউক্রেনে হামলা না করে রাশিয়া; সেজন্য রাষ্ট্রসংঘের তরফে বারবার সতর্ক করা হয়েছিল পুতিনকে। কিন্তু, সেইসবের তোয়াক্কাই করেননি রুশ প্রেসিডেন্ট পুতিন। তিনি বলেছেন, “আমি ইউক্রেনে মিলিটারি অপারেশন চালানোর সিদ্ধান্ত নিয়েছি”। ইউক্রেন সেনাকে অস্ত্র নামিয়ে পিছিয়ে যাওয়ার কথাও বলেছেন তিনি। এদিন সেই যুদ্ধই শুরু হয়ে গেল। সূত্রের খবর, দেশের দুই শহরের সেনাঘাঁটিতে; মিসাইল হামলা হয়েছে। হামলার খবর মিলেছে; বেলগার্দ ওবাস্ত শহর থেকেও। আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে খবর; রাশিয়া-ইউক্রেন সীমান্ত পেরিয়ে খারকিভ শহরের দিকে এগোচ্ছে রুশ বাহিনী।

রাশিয়ার এই হামলা নিয়ে মুখ খুলেছেন; ইউক্রেনের বিদেশমন্ত্রী দিমাত্রেয় কুলেবা। বলেছেন, “দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিস্ফোরণের খবর মিলেছে; রাশিয়ার আগ্রাসনের মুখে ইউক্রেন; এই হামলার বিরুদ্ধে যোগ্য জবাব দেবে ইউক্রেন”।

]]>