Purulia BJP – The News বাংলা https://thenewsbangla.com Bengali News Portal Thu, 18 Apr 2019 06:17:06 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.2 https://thenewsbangla.com/wp-content/uploads/2018/09/cropped-cdacf4af-1517-4a2e-9115-8796fbc7217f-32x32.jpeg Purulia BJP – The News বাংলা https://thenewsbangla.com 32 32 পুরুলিয়ায় আবার বিজেপি কর্মীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার https://thenewsbangla.com/purulia-bjp-workers-hanging-deaddody-recovered-in-a-tree/ Thu, 18 Apr 2019 05:38:51 +0000 https://www.thenewsbangla.com/?p=11094 ফের পুরুলিয়ায় বিজেপি কর্মীর ঝুলন্ত দেহ উদ্ধার। গতকাল বুধবার থেকেই নিখোঁজ ছিলো আড়ষা থানা এলাকার সেনাবনা গ্রামের বিজেপি কর্মী শিশুপাল সহিস। বৃহস্পতিবার একটি গাছ থেকে তাঁর ঝুলন্ত মৃতদেহ দেখতে পান গ্রামবাসীরা। ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী।

পুরুলিয়ায় আবার বিজেপি কর্মীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার/The News বাংলা
পুরুলিয়ায় আবার বিজেপি কর্মীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার/The News বাংলা

আরও পড়ুনঃ চোপড়া বাস স্টান্ডে বাইক বাহিনীর হাতে আক্রান্ত ভোটাররা

ত্রিলোচন মাহাতো, দুলাল কুমারের পর শিশুপাল সহিস। একের পর এক বিজেপি কর্মীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার পুরুলিয়ার মাটিতে। আগের দুটি মৃত্যুর তদন্ত এখনও শেষ হয় নি। অপরাধ হয়ে থাকলে ধরা পড়ে নি অপরাধী। তার মধ্যেই আবার একটি রহস্যময় মৃত্যু। বিজেপির তরফ থেকে খুন করে ঝুলিয়ে দেবার অভিযোগ আনা হয়েছে। অভিযোগের তীর তৃণমূলের দিকে। অভিযোগ অস্বীকার তৃণমূলের।

আরও পড়ুনঃ মাওবাদীদের গুলিতে নিহত মহিলা নির্বাচন কমিশন আধিকারিক

গত বছরের ৩০ মে, পুরুলিয়ার বলরামপুরে এক বিজেপি কর্মীর রহস্য মৃত্যুর দুদিন পর ফের আরও এক বিজেপি কর্মীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়। পুরুলিয়ার বলরামপুরে এক বিজেপি কর্মীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়েছিল। ত্রিলোচন মাহাতো নামের বছর আঠারোর ওই যুবকের মৃতদেহের পাশ থেকে একটি পোস্টারও উদ্ধার হয়েছিল। সেখানে লেখা ছিল, বিজেপি করার অপরাধেই তাঁকে খুন করা হয়েছে।

আরও পড়ুনঃ BIG BREAKING: কাশ্মীরের ত্রালে সিআরপিএফ ক্যাম্পে জঙ্গি হামলা

দুদিন পর একটি বিদ্যুতের খুঁটি থেকে ঝুলন্ত অবস্থায় দুলাল কুমার (৩২) নামে আরো এক বিজেপি কর্মীর দেহ উদ্ধার হয়। এবার ঘটনাস্থল বলরামপুর থেকে ২০ কিমি দূরে। পরপর দুটি একই রকমের রহস্য মৃত্যুর ঘটনায় হইচই পরে যায় গোটা রাজ্যে।

আরও পড়ুনঃ ফিরদৌসের পর বিপাকে পড়তে চলেছেন বাংলাদেশের আরেক অভিনেতা

রাজ্যের তরফে এই দু’টি খুনের ঘটনারই সিআইডি তদন্তের নির্দেশ দেওয়া হয়। এই দুই রহস্যমৃত্যুর ঘটনায় শুরু হয় তীব্র রাজনৈতিক চাপান-উতোর। গত ৩০ মে ত্রিলোচণ মাহাতোর মৃত্যুর পরই বিজেপির সর্বভারতীয় অমিত শাহ ট্যুইট করেছিলেন, রাজ্যের মদতপুষ্ট দুষ্কৃতীদের থেকে ভিন্ন আদর্শে বিশ্বাসী হওয়ায় তাঁকে খুন হতে হয়েছে।

আরও পড়ুনঃ বাংলায় দ্বিতীয় দফার ভোটেও সব বুথে থাকছে না কেন্দ্রীয় বাহিনী, ফের ঝামেলার আশঙ্কা

আবার সেই একই কান্ড। এবার আড়ষা থানা এলাকার সেনাবনা গ্রামের বিজেপি কর্মী শিশুপাল সহিস। একইভাবে তাঁর রহস্য জনক ভাবে ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হল। আর এই মৃত্যুকে কেন্দ্র করে ফের শুরু তৃণমূল বিজেপি রাজনৈতিক তরজা।

আরও পড়ুনঃ কেন্দ্রীয় বাহিনীকে ঝাঁটা মেরে এলাকা থেকে তাড়ানোর ফতেয়া তৃণমূল বিধায়ক ও মন্ত্রীর
আরও পড়ুনঃ তৃণমূলের হয়ে প্রচার করে ভারতের কালো তালিকায় বাংলাদেশী অভিনেতা ফিরদৌস

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

]]>
ভোটের আগেই তৃণমূল ছেড়ে বিজেপিতে ফিরল ঘরের ছেলেরা https://thenewsbangla.com/bajrang-dal-leaders-of-purulia-return-bjp-from-trinamool-before-lok-sabha-election/ Mon, 25 Mar 2019 06:15:59 +0000 https://www.thenewsbangla.com/?p=9189 ভোটের আগেই তৃণমূল ছেড়ে বিজেপিতে ফিরল ঘরের ছেলেরা। অভিমান ভুলে ফের ঘাস্ফুল ছেড়ে গেরুয়া শিবিরে পুরনো যোদ্ধারা। আর এর জেরেই ভোট প্রচারের আগে উৎসাহ বেড়েছে পদ্ম শিবিরে।

গৌরব সিং, সুরজ শর্মা, তুষার অবস্থি, অভিমন্যূ কুমার ও তাঁদের হাত ধরে প্রায় ২৫০০ কর্মী সমর্থক বিজেপিতে যোগ দেন। এঁরা প্রত্যেকেই বজরং দল থেকে তৃণমূলে যোগ দিয়েছিলেন। ফের তাঁরা দল পরিবর্তন করে ভোটের মুখে বিজেপিতে যোগ দিলেন। গত বছর পুজোর আগেই তৃণমূল নেতা শান্তনু সেনের হাত ধরে এঁরা তৃণমূলে যোগ দেন। ফের এঁরা ফিরলেন বিজেপিতে।

আরও পড়ুনঃ নিজের স্ত্রী ও সোনা কাণ্ডে মুখ খুললেন অভিষেক

পঞ্চায়েত ভোটে পুরুলিয়া অপ্রত্যাশিত ফল করেছিল বিজেপি। কিন্তু তারপরেই পুরুলিয়ায় হিন্দুত্বের জমি তৈরির দুই কারিগরকেই দলে টেনে নিয়েছিল তৃণমূল। পুরুলিয়ার দাপুটে নেতা গৌরব সিং ও সুরজ শর্মা যোগ দেন শাসক দলে। বলা যায় সেই সুরজের ‘ঘর ওয়াপসি’ হল গেরুয়া শিবিরে।

আরও পড়ুনঃ ধামাচাপার দেওয়ার চেষ্টা বিফলে, অভিষেকের স্ত্রীর বিরুদ্ধে এফআইআর শুল্ক দফতরের

রবিবার বিজেপির রাজ্য দফতরে মুকুল রায়ের হাত থেকে দলিয় পতাকা হাতে তুলে নেন সুরজ শর্মা, তুষার অবস্থি-সহ চার জন। তাঁদের মধ্যে সূরজ শর্মা ও অভিমন্যূ কুমার আগে বজরং দল করতেন। মাস কয়েক আগেই তৃণমূলে নাম লেখান। পুলিশি হয়রানির কারণেই তাঁরা তৃণমূলে গিয়েছেন বলেই বিজেপির তরফে অভিযোগ করা হয়েছিল।

আরও পড়ুনঃ ভোট প্রচারে বাংলায় মোদী, ব্রিগেড থেকেই দেবেন ভোট জেতার মন্ত্র

রাম নবমীতে অস্ত্র নিয়ে মিছিল-সহ একাধিক মামলা হয়েছিল সুরজ ও গৌরব সহ অন্যান্যদের বিরুদ্ধে। ১০০ দিনের বেশি জেলও খেটেছেন তাঁরা। জামিনে মুক্ত পাওয়ার পরই শিবির বদল করেন সুরজ-গৌরব। গৌরব সিং ফেসবুক পোস্টে লিখেওছিলেন, “রামের নামে রাজনীতি করে কামিয়ে নিচ্ছে নেতারা। আর রামভক্তরা পরিবারের মুখে দুবেলা ভাত তুলে দিতে পারছে না”।

আরও পড়ুনঃ ভোটের গানে বিপাকে বাবুল, কমিশনের হাতে টুইট অস্ত্র

পুরুলিয়ায় পঞ্চায়েত ভোটে বিজেপির হয়ে কাজ করেছিলেন গৌরব ও সুরজ। তাদের দুই নেতাকে পুলিসের ভয় দেখিয়ে শিবির বদল করানো হয়েছে বলে তখন দাবি করেছিল ভিএইচপি ও বজরং নেতৃত্ব। তবে তৃণমূলের তরফ থেকে সেই সব উড়িয়ে দেওয়া হয়। এই দল পরিবর্তনকেও তৃণমূলের তরফ থেকে গুরুত্ব দেওয়া হয়নি।

আরও পড়ুনঃ লোকসভা রিপোর্টে গত ৫ বছরে তৃণমূল সাংসদদের পারফরম্যান্স লজ্জাজনক

হিন্দুত্ববাদী মুখ হিসেবে গৌরব ও সূরজের পরিচিতি রয়েছে পুরুলিয়া। তাঁদের অনুগামীও প্রচুর। এদের সবাই তাঁদের সঙ্গে ফের বিজেপিতে ফিরলেন বলেই জানিয়েছেন তাঁরা। সোমবার থেকেই তাঁরা সবাই প্রচারে নামবেন বলেই জানান হয়েছে। ভোটের মুখে তাঁদের এই দলে ফিরে আসাটা বিজেপিকে লোকসভা ভোটে কতটা সাফল্য দিতে পারে সেটাই এখন দেখার।

আরও পড়ুনঃ নির্বাচন কমিশনের নতুন অ্যাপ সি ভিজিল, জনতার অভিযোগে ১০০ মিনিটের মধ্যে ব্যবস্থা

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

]]>