Puri – The News বাংলা https://thenewsbangla.com Bengali News Portal Fri, 03 May 2019 04:28:42 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.2 https://thenewsbangla.com/wp-content/uploads/2018/09/cropped-cdacf4af-1517-4a2e-9115-8796fbc7217f-32x32.jpeg Puri – The News বাংলা https://thenewsbangla.com 32 32 পুরীতে ঢুকে পড়ল ফণী, চলছে ঘূর্ণিঝড়ের তাণ্ডব, সন্ধ্যায় ঢুকবে বাংলায় https://thenewsbangla.com/fani-entered-in-puri-cyclone-storm-started-will-enter-at-bengal-in-evening/ Fri, 03 May 2019 04:22:08 +0000 https://www.thenewsbangla.com/?p=12233 ঘূর্ণিঝড় ফণী আছড়ে পড়ল পুরীতে। পুরো ওড়িশায় চলছে ঘূর্ণিঝড়ের তাণ্ডব। সন্ধ্যায় ঢুকে পড়বে বাংলায়। আবহাওয়া দফতর সূত্রে; এমনটাই জানা যাচ্ছে। ঝড়ের গতিবেগ বেড়েছে অনেকটাই। খুব তাড়াতাড়ি আসছে ফণী

ওড়িশায় ঠিক সকাল ১০ টায়; আছড়ে পড়ল মুল ঘূর্ণিঝড় ফণী। ঝড়ের গতিবেগ ঘণ্টায় ১৯০ কিমি। ঝড়ের ব্যাসার্ধ ৫০ কিমি। সকাল ৯ টা থেকেই ওড়িশায় ঢুকতে শুরু করে ফণী। এই মুহূর্তে চলছে চরম তাণ্ডব।

শুক্রবার সন্ধ্যার পরেই; পশ্চিমবঙ্গে আছড়ে পড়তে চলেছে ভয়াল ঘূর্ণিঝড় ফণী। ঘণ্টায় ৯০-১০০ কিমি বেগে বাংলায় আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড়। ঝড়ের সর্বোচ্চ গতিবেগ হতে পারে ঘণ্টায় ১১৫ কিমি।

শুক্রবার দুপুরের পর ওড়িশায় আছড়ে পড়ার কথা ছিল। কিন্তু সাড়ে ৯ টাতেই ফণীর সামনের অংশ আছড়ে পড়ল ওড়িশা উপকূলে। ১০ টাতেই মুল ঝড় আছড়ে পড়ল ওড়িশায়। গোপালপুর-চাঁদবালির মাঝে ফণী আছড়ে পড়ার পর; ঘূর্ণিঝড় স্থলভাগের উপর দিয়ে পশ্চিমবঙ্গের দিকে এগোবে।

আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর; ফণী এখন পশ্চিম-মধ্য বঙ্গোপসাগারে অবস্থান করছে। কলকাতা থেকে ফণীর অবস্থান ৫০০ কিলোমিটার দূরে। দিঘা থেকে প্রায় ৩০০ কিলোমিটার। এ রাজ্যে তাণ্ডব চালানোর পর সোমবারে; বাংলাদেশে ঢুকবে ফণী। অর্থাৎ প্রায় ২৪ ঘণ্টা বাংলায় অবস্থান করবে ফণী।

আলিপুর আবহাওয়া দফতরের ডেপুটি ডিরেক্টর সঞ্জীব বন্দ্যোপাধ্যায় বলেছেন; শুক্রবার সন্ধ্যা থেকে রাতের মধ্যেই বাংলায় আছড়ে পড়বে ঘূর্ণিঝড় ফণী। ৪ মে ফণীর প্রভাব থাকবে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে। উপকূলের দিকে গতিবেগ থাকবে ৯০ থেকে ১১৫ কিলোমিটারের মধ্যে। ৪ মে বিকেলের দিকে বাংলাদেশের দিকে ঢুকবে ফণী

আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে; এ রাজ্যে ঘূর্ণিঝড়ের তাণ্ডবে ভেঙে পড়তে পাড়ে গাছ; কাঁচা বাড়ি; বিদ্যুতের খুঁটি। কলকাতায় ঝড়ের দাপটে গাছ ভেঙে পড়তে পারে। তাছাড়া কলকাতায় বৃষ্টির জেরে জল জমতে পারে। দিঘা; মন্দারমণি; বকখালি; শঙ্করপুর; ফ্রেজারগঞ্জ এলাকায় চরম সতর্কতা জারি করা হয়েছে।

এদিন আলিপুর আবহাওয়া দফতরের তরফে সঞ্জীব বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন; সাধারণ মানুষের উদ্দেশে আমাদের বার্তা; কোনওরকম গুজবে কান দেবেন না। আবহাওয়ার আপডেট আমাদের কাছে জানুন।

এদিকে, শুক্রবার সকাল থেকেই রাজ্যের আকাশে মেঘে ছেয়ে আছে। আজ সন্ধের পর থেকে শনিবার সন্ধে পর্যন্ত দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। শুক্রবারই কলকাতা, দুই মেদিনীপুর; হাওড়া; হুগলি; দুই বর্ধমান; দুই ২৪ পরগনা; পুরুলিয়া; বাঁকুড়া; নদিয়া; মুর্শিদাবাদ; বীরভূম; ঝাড়গ্রামে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস।

কোথাও কোথাও ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে। শনিবারও ওই জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস। ৪ মে উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কোথাও কোথাও ভারী বৃষ্টি হতে পারে।

]]>
ফনীর ঝোড়ো হাওয়ায় উড়ে গেল পুরীর জগন্নাথ মন্দিরের ধ্বজা https://thenewsbangla.com/cyclone-fani-storm-atop-lord-jagannath-temple-flag-in-puri-caution-alert/ Thu, 02 May 2019 14:12:49 +0000 https://www.thenewsbangla.com/?p=12208 সাবধানতা নেওয়া হয়েছিল; কিন্তু তাতেও বিপদ আটকাল গেল না; আর এর জেরেই চরম আতঙ্কে ওড়িশার মানুষ। আতঙ্কে জগন্নাথদেবের ভক্তরা; এখনও ৪০০ কিলোমিটার দূরে এই ঘূর্ণি ঝড়; কিন্তু ঝোড়ো হাওয়ায় ইতিমধ্যেই উড়ে গিয়েছে পুরীর জগন্নাথ মন্দিরের ধ্বজা; ২১ ফুট উচ্চতার ধ্বজা থাকে মন্দিরের শীর্ষে।

ঝড়ের কারণে ধ্বজা উড়ে যাওয়া আটকাতে সেই উচ্চতা কমিয়ে সাড়ে সাত ফুট করা হয়েছিল; ঝড়ের কারণে ধ্বজা উড়ে গেলে পুজো বন্ধ রাখতে হবে; সেই কারণেই মন্দির কর্তৃপক্ষের এই সিদ্ধান্ত নিয়েছিল; কিন্তু ঝোড়ো হাওয়ায় সেই নিচু ধ্বজাও উড়ে গিয়েছে।

ক্রমশ শক্তি বাড়িয়ে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘ফণী‘; শুক্রবার ওড়িশা উপকূলে আছড়ে পড়তে চলেছে ‘ফণী‘; ঘণ্টায় ১৭৫-১৮০ কিমি বেগে ওড়িশা উপকূলে আছড়ে পড়তে পারে এই ঝড়; ঝড়ের সর্বোচ্চ গতিবেগ থাকতে পারে ঘণ্টায় ২০০ কিমি।

আরও পড়ুনঃ স্কুলে ছুটি কত দিনের, নবান্নের ঘোষণায় গোটা বাংলার শিক্ষা জগতে আলোড়ন

আবহাওয়া দফতর সূত্রে এমনটাই জানানো হয়েছে; ‘ফণী’-র তাণ্ডবে তছনছ হতে পারে ওড়িশা। ইতিমধ্যেই ঝড়ের মোকাবিলা করতে জোর তৎপরতা শুরু হয়েছে বাংলার এই পড়শি রাজ্যে; সব পর্যটককে পুরী থেকে সরানোর নির্দেশ দেওয়া হয়েছে।

প্রশাসনের নির্দেশে গতকালই কমানো হয়েছিল পুরীর জগন্নাথ মন্দিরের চূড়ায় থাকা পতাকার উচ্চতা; কিন্তু ঝোড়ো হাওয়ায় বৃহস্পতিবার সকালেই ‘নীলচক্র‘ থেকে উড়ে গেল সেই ধ্বজা; শ্রীক্ষেত্রের এমন ঘটনায় ভয়ে কাঁপছেন ওড়িশার মানুষ;

তবে কি সত্যি বড় কোনও বিপর্যয় আছড়ে পড়বে রাজ্যে; শঙ্কিত তাঁরা; ধ্বজা বা পতাকা; যে নামেই ডাকা হোক না কেন ওড়িশার মানুষের কাছে এই ‘পতিতপাবন‘-এর গুরুত্ব কিন্তু অনেক; যা কিছু শুভ; তার প্রতীক এই ধ্বজা; জগন্নাথ দেবের মন্দিরের মতোই অলৌকিক শক্তিতে বলিয়ান এই পতাকা।

আরও পড়ুনঃ বাংলায় কেন্দ্রীয় বাহিনীর জওয়ানের উন্মাদের মত গুলি বৃষ্টি, মৃত এক, জখম দুই

বহু ঝড়ঝাপট দেখেছে এ রাজ্য; তবে এই ধ্বজা অভ্রভেদী হয়েই উড়েছে আপন মহিমায়; বৃহস্পতিবার সকালে সেই ধ্বজাই ঝোড়ো হাওয়ায় উড়ে যায়; কি বিপদ আসছে রাজ্যের জন্য; আতঙ্কে কাঁপছে ওড়িশার মানুষ; ধ্বজা উড়ে যাবার পর থেকেই সেই জগন্নাথদেবেরই শরণাপন্ন হয়েছেন ভক্তরা।

]]>
দক্ষিন পূর্ব রেলের সঙ্গে কথা বলে পুরী থেকে পর্যটকদের ফেরাতে বিশেষ ট্রেন পাঠাচ্ছে বাংলা https://thenewsbangla.com/bengal-government-sends-special-train-to-bring-back-tourists-from-puri/ Wed, 01 May 2019 12:35:35 +0000 https://www.thenewsbangla.com/?p=12109 পুরী থেকে পর্যটকদের ফেরাতে বিশেষ ট্রেন পাঠাচ্ছে বাংলা। ঘূর্ণিঝড় ফনির জন্য ইতিমধ্যেই ওড়িশা প্রশাসন পুরীতে পর্যটকদের সব হোটেল বুকিং ক্যান্সেল করার নির্দেশ জারি করেছে। সব পর্যটকদের বাড়ি ফিরে যাবার নির্দেশ দেওয়া হয়েছে। আর কে না জানে, পুরীতে বেশি থাকে বাঙালি পর্যটক। তাদের ফেরাতেই দক্ষিন পূর্ব রেলের সঙ্গে কথা বলে বিশেষ ট্রেনের ব্যবস্থা করছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার।

আগামীকালের পর থেকেই ওড়িশা উপকূলে আছড়ে পড়ার সম্ভাবনা ঘূর্ণিঝড় ফনি। ২০০ কিমি গতিবেগ থাকার কারনেই বিপদের আশঙ্কা করছে ওড়িশা প্রশাসন। তাই আগামী তিন চার দিন সমুদ্র সৈকত বন্ধ রাখার পাশাপাশি হোটেল বুকিং ক্যান্সেল করে পর্যটকদের বাড়ি ফেরার নির্দেশ দেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ মন্দারমনি ও দিঘাতে নিষিদ্ধ হল পর্যটকদের সমুদ্র সৈকতে যাওয়া

তাই রাতারাতি বাঙালি পর্যটকদের বাড়ি ফেরানোর জন্য একটি বিশেষ ট্রেন পাঠাতে উদ্যোগী হল রাজ্য প্রশাসন। ইতিমধ্যেই দক্ষিন পূর্ব রেলের সঙ্গে কথা বলে পুরী থেকে পর্যটকদের ফেরাতে বিশেষ ট্রেন পাঠানোর ব্যবস্থা করে ফেলেছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার।

ভারতীয় কোস্ট গার্ড থেকেও সতর্ক বার্তা দেওয়া হয়েছে। মৎস্যজীবীরা যাতে সমুদ্রে প্রবেশ না করে সেই আহ্বান জানিয়েছেন কোস্ট গার্ড। ইতিমধ্যে ফনি মাঝ সমুদ্রে নিজের ক্ষমতা বাড়িয়ে বিশাল শক্তিশালী হয়ে উঠেছে। বুধবার সকালের মধ্যেই সব মৎস্যজীবীদের ফিরে আসার নির্দেশ দেওয়া হয়েছিল।

পশ্চিমবঙ্গ ও ওড়িশা উপকূলে যাঁরা মাছ ধরতে যান, তাঁদের উদ্দেশে সতর্কবার্তায় দেওয়া হয়েছে। মৎস্যজীবীরা যেন গভীর সমুদ্রে, বিশেষ করে উত্তর পশ্চিম দিকে না যান মাছ ধরতে। আর যাঁরা গিয়েছেন, তাঁদের আজ ১ মে সকালের মধ্যে ফেরত আসতে বলা হয়েছিল।

আরও পড়ুনঃ ভোট প্রচারে উত্তপ্ত জগদ্দল, গুলি আগুন বোমাবাজি, তুমুল সংঘর্ষ

বাংলাতেও ঘূর্ণিঝড় ফনির জন্য পর্যটকদের সি-বিচে যাওয়ার নিষেধ করল প্রশাসন। আগামী তিনদিন সি-বিচের উপরে কড়া নিষেধাজ্ঞা জারি করেছে রাজ্য প্রশাসন। ফণী নিয়ে আবাহাওয়া দপ্তরের সাবধান বার্তা আনুসারে এই ঘোষণা করেছে পুলিশ প্রশাসন।

দিঘা, মন্দারমণি সহ বাংলার সব সি বিচেই আগামী তিনদিন পর্যটকরা যেতে পারবেন না। নির্দেশ জারি করেছে রাজ্য প্রশাসন। পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন থেকে সব সমুদ্রে বিচে এই নির্দেশ পৌঁছে দেওয়া হয়েছে। আগামী তিনদিন কাউকেই বিচে যেতে দেওয়া হবে না।

পশ্চিমবঙ্গের খুব কাছাকাছি চলে এসেছে ঘূর্ণিঝড় ফনি। আবহাওয়া দফতর থেকে জানানো হয়েছে, এর প্রভাবে বৃহস্পতিবার থেকেই শুরু করে শনিবার পর্যন্ত ভারী ঝড় বৃষ্টি হবে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে। শুধু ঝড় বৃষ্টি নয়, বজ্র বিদ্যুৎ সহ ঘূর্ণিঝড়ের পূর্বাভাসও দেওয়া হয়েছে আলিপুর আবহাওয়া দফতরের তরফে। মৎস্যজীবীদের উদ্দেশে সতর্কতার পাশাপাশি, সব বন্দরে সতর্কতা জারী হয়েছে।

আরও পড়ুনঃ গা বাঁচাতেই বিজেপিতে গিয়েছে, মুকুলকে গদ্দার বলে তীব্র কটাক্ষ মমতার

২ মে অর্থাৎ বৃহস্পতিবার গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বেশ কিছু জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ ঘন্টায় ৪০ থেকে ৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। পরের দিন অর্থাৎ শুক্রবার একই পরিস্থিতি থাকবে ও হাওড়ার বেগ বাড়তে পারে বলে জানা গেছে। হাওয়ার বেগ হতে পারে ঘন্টায় ৫০ থেকে ৬০ কিমি।

ঘূর্ণিঝড় ফনির প্রভাব রাজ্যেও পড়বে বলেই জানান হয়েছে। ঝড় বৃষ্টির সতর্কবার্তা জারি করা হয়েছে। বলা হয়েছে, বৃহস্পতিবার থেকেই বজ্র বিদ্যুতের সঙ্গে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনার কোনও কোনও জায়গায় ভারী বৃষ্টি হতে পারে।

আরও পড়ুনঃ ভয়ঙ্কর মাওবাদী হামলা, কোবরা বাহিনীর ১৫ কম্যান্ডো সহ ১৬ জনের মৃত্যু

মঙ্গলবার সকালে চেন্নাইয়ের দক্ষিণ পূর্বের ৪৪০ কিলোমিটার দূরে অবস্থিত ছিল ফনি এবং আস্তে আস্তে এটি উত্তর-পশ্চিমে স্থানান্তরিত হচ্ছে। বুধবার সকাল থেকে উত্তর পূর্ব দিকে দ্রুত গতিতে ওড়িশা উপকূলের এগিয়ে আসছে ফনি। দক্ষিণবঙ্গে বিশেষ করে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে আগামী তিন দিন ঝড় বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।

উত্তরবঙ্গের জেলাগুলির মধ্যে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারের কোনও কোনও জায়গায় ঝড় বৃষ্টি হতে পারে। বুধবার থেকে শুরু করে শুক্রবার পর্যন্ত ঘূর্ণিঝড় ফনি তীব্রতর ঝড়ের আকার ধারন করবে।

]]>