Punjab – The News বাংলা https://thenewsbangla.com Bengali News Portal Wed, 11 May 2022 05:57:45 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.2 https://thenewsbangla.com/wp-content/uploads/2018/09/cropped-cdacf4af-1517-4a2e-9115-8796fbc7217f-32x32.jpeg Punjab – The News বাংলা https://thenewsbangla.com 32 32 রাশিয়ার রকেট লঞ্চার থেকে রকেট প্রপেলড গ্রেনেড পাঞ্জাব পুলিশের গোয়েন্দা দফতরে https://thenewsbangla.com/russian-rocket-launcher-rocket-propelled-grenade-hits-punjab-police-intelligence-office/ Wed, 11 May 2022 05:57:15 +0000 https://www.thenewsbangla.com/?p=15037 রাশিয়ার রকেট লঞ্চার থেকে রকেট প্রপেলড গ্রেনেড; আছড়ে পড়ল পাঞ্জাব পুলিশের গোয়েন্দা দফতরে। ক্রমশই রহস্য ঘনাচ্ছে, মোহালিতে পাঞ্জাব পুলিশের গোয়েন্দা দফতরে; বিস্ফোরণের ঘটনায়। ইতিমধ্যেই পাঞ্জাব পুলিশের গোয়েন্দা বিভাগ; এই বি’স্ফোরণ ঘটার ১ কিলোমিটারের মধ্যেই একটি রকেট লঞ্চার উদ্ধার করেছে। জানা গিয়েছে, সেটি রাশিয়ায় তৈরি রকেট লঞ্চার। এই হামলার সাহায্যকারী অভিযোগে; আটক করা হয়েছে এক সন্দেহভাজনকে। তাকে জিজ্ঞাসাবাদ করে, কেন এই হা’মলা; জানার চেষ্টা করছে পাঞ্জাব পুলিশ।

সোমবার রাতে মোহালিতে পাঞ্জাব পুলিশের গোয়েন্দা বিভাগের বিল্ডিংয়ে; একটি রকেট প্রপেলড গ্রেনেড আছড়ে পড়ে। জোরদার বি’স্ফোরণ ঘটে বাড়িটিতে। বি’স্ফোরণের জেরে বাড়িটির জানলার কাঁচ; ভেঙে খানখান হয়ে যায়। তবে কাছেপিঠে কেউ না থাকায়, ওই ঘটনায় কেউ হতা’হত না হলেও; গোয়েন্দা দফতরে জ’ঙ্গি হা’মলার আশঙ্কায় আতঙ্ক ছড়িয়ে পরে। এরপরেই হা’মলা-কারীদের সন্ধানে; তল্লাশি অভিযান শুরু করেছে পাঞ্জাব পুলিশ।

সুধা নারায়ণ মূর্তির মেয়ে অক্ষতা মূর্তি, রানি এলিজাবেথের চেয়েও বেশি ধনী

এই ঘটনার পিছনে, কোন স’ন্ত্রাস’বাদীদের হাত রয়েছে কি না; তা খতিয়ে দেখা হচ্ছে। তাৎপর্যপূর্ণ ভাবে, এই বি’স্ফোরণের আগে পাঞ্জাব পুলিশের কাছে; দুটি হু’মকি চিঠি আসে। পাক জ’ঙ্গি সংগঠন জ’ইশ-ই-মহম্মদের এক কমান্ডারের নাম সই করা ওই চিঠিতে; রেল স্টেশন, থানা-সহ বিভিন্ন এলাকায় হা’মলার হু’মকি দেওয়া হয় ওই চিঠিতে। এরপরেই সাবধান হয়ে যায় পাঞ্জাব পুলিশ; তারপরেও ঘটে এই ঘটনা।

ভারতের বিএসএফের উদ্যোগে মাকে শেষ দেখা দেখতে পেল বাংলাদেশি কন্যারা

এখনও পর্যন্ত, এই রকেট প্রপেলড গ্রেনেড হা’মলার ঘটনায়; তিনজনকে আটক করা হয়েছে। এর আগে দুজনকে আটক করেছিল পুলিশ, এবার আটক তৃতীয় ব্যক্তি; অভিযুক্তের নাম নিশান সিং। মোহালি পুলিশ জানিয়েছে; সন্দেহভাজনদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। যে লঞ্চার থেকে হা’মলা চালানো হয়েছিল; সেটিও উদ্ধার হয়েছে।

এদিকে বি’স্ফোরণের পরেই; হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী জয়রাম ঠাকুরকে হু’মকি দিল খালি’স্তানিরা। একটি অডিও বার্তা দিয়ে জানান হয়েছে; হিমাচল পুলিশের সদর দফতরে এই আ’ক্রমণ হতে পারত। এই ঘটনায় পাঞ্জাবের শাসকদল আম আদমি পার্টির বিরুদ্ধে, তোপ দেগেছেন; অকালি দলের নেতা সুখবীর সিং বাদল। তাঁর অভিযোগ, “মুখ্যমন্ত্রী ভগবন্ত মানের শাসনে; রাজ্যে আইনশৃঙ্খলা ব্যবস্থা ভেঙে পড়েছে”। বিরোধীদের অভিযোগ উড়িয়ে দিয়েছে; পাঞ্জাবের আপ সরকার।

]]>
পাঞ্জাব বিভক্ত, স্বর্ণমন্দির আক্রমন ও শিখ হত্যার জন্য কংগ্রেসকে তুলোধুনো করলেন হরসিমরত কউর https://thenewsbangla.com/harsimrat-kaur-accuses-rahul-gandhis-congress-of-dividing-punjab/ Thu, 14 Mar 2019 06:45:30 +0000 https://www.thenewsbangla.com/?p=8378 আসন্ন লোকসভা নির্বাচনকে মাথায় রেখে বুধবার এক সভা থেকে পাঞ্জাবের এনডিএর শরিক শিরোমনি অকালি দলের নেত্রী এবং কেন্দ্রের মন্ত্রী হরসিমরত কউর বিভিন্ন ইস্যুতে কংগ্রেসের বিরুদ্ধে তোপ দাগেন।

এএনআইয়ের একটি রিপোর্টে বলা হয়েছে পাঞ্জাবকে বিভক্ত করার জন্য তিনি জওহরলাল নেহেরুর ভ্রান্ত নীতিকে দায়ী করেন। এমনকী তিনি বলেন, শিখদের দিকভ্রষ্ট করতেই ইন্দিরা গান্ধীর নির্দেশে স্বর্ণমন্দিরে হামলা চালানো হয় এবং নিরপরাধ শিখদের হত্যা করা হয়।

আরও পড়ুনঃ রাহুল প্রিয়াঙ্কার বিরুদ্ধে অস্ত্র ও জমি কেলেঙ্কারির অভিযোগ বিজেপির

পাঞ্জাবের ওয়াঘা সীমান্তের কর্তারপুর করিডোর উদবোধনের একদিন আগেই তিনি এই মন্তব্য করেন। তিনি বলেন, স্বর্ণমন্দিরে পরিকল্পিত উপায়ে ইন্দিরা গান্ধীর নির্দেশে হামলা চালানো হয়েছিল এবং ইন্দিরা গান্ধীর মৃত্যুর পর রাজনৈতিক স্বার্থে ইন্দিরা পুত্র রাজীবও পরবর্তীতে শিখদের ওপর হত্যালীলা চালান। রাহুল গান্ধীকে এক হাত নিয়ে বলেন, রাহুলও এখনম পাকিস্তানের সুরেই কথা বলছে।

তিনি বলেন, নেহেরুর সিদ্ধান্তেই পাঞ্জাব বিভক্ত হয়েছিল, নতুবা পাঞ্জাবের সীমানা আরও কয়েক কিলোমিটার বিস্তৃত হতে পারত। শিখদের দমিয়ে রাখতেই পাঞ্জাব বিভক্ত ও স্বর্ণমন্দিরে হামলা চালানো হয়েছিল।

আরও পড়ুনঃ সমস্ত তর্জন গর্জন সার, তৃণমূলের বাতিল সাংসদকে দলে নিয়ে মুখ রক্ষা মুকুলের

হরসিমরত কউর বাদল পাঞ্জাবের জনসাধারণের উদ্দেশ্যে আবেদন রাখেন নরেন্দ্র মোদী নেতৃত্বাধীন বিজেপি সরকারের সাথে থাকার জন্য৷ তিনি বলেন, মোদী জমানায় পাঞ্জাবের মানুষ শিখ হত্যার সুবিচার পেয়েছে, কর্তারপুর সাহিব করিডোরও তৈরি হচ্ছে মোদী জমানায়। মোদীর পাশে না থাকলে পাঞ্জাব পুনরায় কংগ্রেসের অন্ধকার দিনেই ফিরে যাবে বলে তিনি মন্তব্য করেন।

আরও পড়ুনঃ বাংলায় কেন্দ্রীয় বাহিনীকে কাজে না লাগিয়ে আর ফেলে রাখা যাবে না

গত সপ্তাহেই সরকার জানিয়েছিল, কর্তারপুর করিডোর ভারত ও পাকিস্তানে ওয়াঘা সীমান্তের দুপাশের শিখদের আবেগের সাথে জড়িত। অবশেষে তা খুলতে চলেছে।

আরও পড়ুনঃ প্রচুর চমক, রাজ্যের ৪২টি আসনে তৃণমূল কংগ্রেসের ৪২জন প্রার্থী কে কে

নভজ্যোত সিং সিধুকেও মন্ত্রী হরসিমরত কউর কটাক্ষ করেন পাক প্রধানমন্ত্রী ইমরান খানের প্রশংসা করার জন্য। সিধুকেও তিনি পাকিস্তানি চর বলে উল্লেখ করেন৷ কর্তারপুর করিডোরের পেছনে সিধুর কোনও অবদান নেই বলে কউরের মন্তব্য। তিনি বলেন, এর সমস্ত কৃতিত্বই কেন্দ্র সরকারের।

আরও পড়ুনঃ ভোটের আগেই মমতা রাহুলকে টুইট করলেন মোদী
আরও পড়ুনঃ বাংলার ৪২টি কেন্দ্রকেই স্পর্শকাতর ঘোষনার দাবি বিজেপির

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

]]>