Pulwama Attack – The News বাংলা https://thenewsbangla.com Bengali News Portal Tue, 18 Jun 2019 12:12:39 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.2 https://thenewsbangla.com/wp-content/uploads/2018/09/cropped-cdacf4af-1517-4a2e-9115-8796fbc7217f-32x32.jpeg Pulwama Attack – The News বাংলা https://thenewsbangla.com 32 32 পুলওয়ামা কান্ডে জঙ্গিদের ব্যবহৃত গাড়ির মালিককে খতম করল ভারতীয় সেনা https://thenewsbangla.com/indian-soldier-shot-dead-the-militant-car-owner-used-in-pulwama-attack/ Tue, 18 Jun 2019 11:21:19 +0000 https://www.thenewsbangla.com/?p=14045 ১৪ ফেব্রুয়ারি পুলওয়ামা কান্ডে; যে পাক সন্ত্রাসবাদীর গাড়ি ব্যবহার করা হয়েছিল; সেই সাজাদ আহমেদ ভাটকে খতম করল ভারতীয় সেনা। পুলওয়ামা কাণ্ডে জড়িত দুই জইশ-ই-মহম্মদের সদস্য; বিজবেহারায় গুলিযুদ্ধে নিকেশ হয়েছে। বড় সাফল্য ভারতীয় সেনার।

উত্তর কাশ্মীরের অনন্তনাগে; মারহামা ও বিজবেহারা এলাকায় দুই জঙ্গি নিহত হয়। তাদের মধ্যে একজন হল সাজাদ আহমেদ ভাট; যার গাড়ি এই বছরের ১৪ ফেব্রুয়ারি লেথপরায় জঙ্গি আক্রমণে ব্যবহার করা হয়েছিল; শহিদ হয়েছিল ৪৯ জন ভারতীয় জওয়ান।

পুলিশ জানায়, সাজাদ ভাট তার সহযোগীদের সঙ্গে এই গুলির লড়াইয়ে নিহত হয়। সাজাদ ভাট পুলওয়ামা হামলার কিছুদিন আগেই জইশ-ই-মহম্মদের সদস্য হিসেবে যোগ দেয়। মহম্মদ ইকবাল ভাটের ছেলে সাজাদ ভাট ছিল; মারহামা সংঘের লোক। একজন সৈনিকসহ অন্যান্য দুই ব্যক্তি আহত হন এই গুলিযুদ্ধে।

আরও পড়ুন: রাহুল নয়, লোকসভায় কংগ্রেস দলনেতা বাংলার অধীর চৌধুরী

কাশ্মীরে ফের সন্ত্রাসবাদী হামলা; নিকেশ তিন জঙ্গি। সন্ত্রাসবাদের আশঙ্কা এখনও ঘনাচ্ছে দেশের মাথায়। ইতিমধ্যে পুলওয়ামায় সন্ত্রাসবাদ হামলার সম্ভাবনা নিয়ে; সতর্ক করেছিল পাকিস্তান। সেই হামলার কবলে পরেই; আহত হলেন ৯ জন সেনা। অন্যদিকে অনন্তনাগে জওয়ানদের গাড়ি লক্ষ্য করে বিস্ফোরণ চালায় সন্ত্রাসবাদীরা; মৃত্যু হয় এক আর্মি মেজরের।

গত ফেব্রুয়ারিতে ঠিক যেভাবে হামলা চালানো হয়; সেভাবেই আরও একবার; জঙ্গি হামলা চালানোর চেষ্টা হয়েছিল। আব্দুল আহাদ মীর নামের এক সাধারণ নাগরিকও; বিস্ফোরণে জখম হয়েছেন। মৃত্যু হয়েছে তিন সন্ত্রাসবাদীরও; তারা জইশ-ই-মহম্মদের সদস্য।

ঊত্তপ্ত জম্বু-কাশ্মীরের অনন্তনাগ। গুলির লড়াইয়ে জওয়ানদের হাতে আটক হয়েছে তিন সন্ত্রাসবাদী। পুলিশ সহ আরও জওয়ানদের মোতায়েন করা হয়েছে ঘটনাস্থলে। গত ফেব্রুয়ারি মাস থেকেই শুরু হয়েছে ভারত-পাক সন্ত্রাসবাদীদের লড়াই।

সূত্রের খবর, অনন্তনাগের বিদরু আকিনগাম এলাকায়; জঙ্গিদের উপস্থিতির খবর পেয়ে যৌথ বাহিনী তল্লাশি শুরু করে। তখনই জওয়ানদের লক্ষ্য করে গুলি ছোড়ে জঙ্গিরা। সংঘর্ষে সেনার এক মেজর গুরুতর আহত হন; পরে সেনা হাসপাতালে তাঁর মৃত্যু হয়। আহত হয়েছেন আরও একজন মেজর। ঘটনার জেরে এলাকায় ইন্টারনেট বন্ধ রাখা হয়েছে।

পাকিস্তানের সতর্কবার্তার পর; এই ঘটনায় উদ্বিগ্ন প্রশাসন। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জম্মু-কাশ্মীর সফরে যাওয়ার আগে; নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতে ব্যস্ত প্রশাসন। তার মাঝে এই ঘটনায় চিন্তিত কেন্দ্রিয় সরকার।

]]>
জঙ্গি ঘাঁটিতে ফের হামলার পরিকল্পনা করছে ভারত, ভয়ে কাঁপছে পাকিস্তান https://thenewsbangla.com/india-will-attack-again-in-pakistan-claims-pakisthan-foreign-minister/ Thu, 11 Apr 2019 17:29:17 +0000 https://www.thenewsbangla.com/?p=10316 পাকিস্তানে ১৬ থেকে ২০ এপ্রিলের মধ্যে ফের একবার হামলা চালানোর পরিকল্পনা করছে ভারত। বিশ্বস্ত গোয়েন্দা সূত্রেকে সামনে রেখে এমন দাবি করেছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী মেহমুদ কোরেশি। আর এর ফলেই ভারতের বিমান হামলার ভয়ে কাঁপছে পাকিস্তান, এটা প্রমাণ হয়ে গেছে।

LIVE: সারাদিন কি হচ্ছে বাংলার ভোটে, দেখে নিন প্রথম দফার ভোটের সব ঘটনা

গত ফেব্রুয়ারিতে কাশ্মীরের পুলওয়ামাতে একটি আত্মঘাতী বোমা হামলাকে কেন্দ্র করে দুই পারমাণবিক শক্তিধর দেশের মধ্যে যুদ্ধ পরিস্থিতির সৃষ্টি হয়। কাশ্মীরে আত্মঘাতী বোমা হামলায় সিআরপিএফ বাহিনীর ৪৯ জন জওয়ান শহীদ হন। পরে এই হামলার দায় স্বীকার করে পাকিস্তানের জঙ্গি গোষ্ঠী জইশ ই মহম্মদ। যদিও কাশ্মীরের এই আত্মঘাতী হামলার দায় অস্বীকার করে পাকিস্তান। পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান এরই মধ্যে ভারতকে এ হামলার তদন্তে সহযোগিতার প্রস্তাব দেন অন্যান্যবারের মতই।

আরও পড়ুনঃ কোচবিহারে ৩৫০ বুথে রিগিং, ১৬৬ বুথে পুনরায় নির্বাচনের দাবি তুললেন বিজেপি প্রার্থী

সোমবার পাকিস্তানের দক্ষিণাঞ্চলের শহর মুলতানে সাংবাদিকদের পররাষ্ট্রমন্ত্রী কোরেশি বলেন, ইসলামাবাদে দায়িত্বরত জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য দেশগুলোর রাষ্ট্রদূতদের দুদিন আগে ভারতের ‘এই পরিকল্পনা’ সম্পর্কে অবহিত করা হয়েছে। সেখান থেকেই খবর এসেছে পাকিস্তানের কাছে।

আরও পড়ুনঃ শুধু কোচবিহারে ছাপ্পা ও সন্ত্রাস আটকাতে না পেরে লজ্জায় বিবেক দুবে ও নির্বাচন কমিশন

তিনি আরও বলেন, “আমাদের কাছে বিশ্বস্ত গোয়েন্দা তথ্য রয়েছে যে ভারত নতুন একটি পরিকল্পনা গ্রহণ করেছে এবং পরিকল্পনাটি প্রক্রিয়াধীন। আমাদের প্রাপ্ত তথ্য অনুযায়ী, পাকিস্তানে আবারও হামলা চালানোর পরিকল্পনা নিয়েছে ভারত এবং তা ১৬ থেকে ২০ এপ্রিলের মধ্যে বাস্তবায়ন হতে পারে”।

আরও পড়ুনঃ রাজ্যের উপর ভরসা করে ডুবল ভারতের নির্বাচন কমিশন, কেন্দ্রীয় বাহিনী না থাকায় সন্ত্রাস

বক্তব্যের নির্ভরযোগ্যতা বিষয়ে তিনি বলেন, “আমি দায়িত্বশীলতার সঙ্গে এবং দায়িত্বশীল জায়গা থেকে এই বক্তব্য দিচ্ছি। আমি জানি, আমার বলা প্রতিটি শব্দ আন্তর্জাতিক সংবাদমাধ্যমের শিরোনাম হবে”। কোরেশির মতে, “পাকিস্তানের ওপর কূটনৈতিক চাপ বৃদ্ধির লক্ষ্যে এ হামলার পরিকল্পনা নেওয়া হয়েছে”।

আরও পড়ুনঃ বিজেপির নির্বাচনী ইস্তাহারে কাশ্মীরের ৩৭০ এবং ৩৫ এ নং ধারা বিলোপের প্রতিশ্রুতি

ইসলামাবাদের বিরুদ্ধে অনেক দিন ধরেই জঙ্গিদের মদত দেওয়ার অভিযোগ তুলে আসছে নয়াদিল্লি। কাশ্মীরে আত্মঘাতী হামলার পর পাকিস্তানের কাছে বিশ্বাসযোগ্য ও সুস্পষ্ট পদক্ষেপ নেওয়ার আহ্বান জানায় ভারত। জঙ্গি হামলার জের ধরে গত ২৬ ফেব্রুয়ারি পাকিস্তানের আকাশসীমায় প্রবেশ করে জঙ্গি ঘাঁটিতে বোমা বর্ষণ করে ভারতীয় বিমানবাহিনী। তারপর থেকেই ফের হামলার আশঙ্কায় কাঁপছে পাকিস্তান।

আরও পড়ুনঃ ব্রিটিশ পুলিশ এর হাতে গ্রেফতার উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জ

কাশ্মীরের পুলওয়ামায় হামলার পর থেকেই পাকিস্তান ও ভারতীয় সৈন্যরা লাইন অব কন্ট্রোলে গুলিবর্ষণ চালিয়ে যাচ্ছে। পাকিস্তান ভারতের গ্রাম গুলোকে লক্ষ্য করে গুলি ও মর্টার হামলা করছে এই প্রমাণ ইতিমধ্যেই আন্তর্জাতিক মহলকে দেখিয়েছে ভারত। ভারত সব ধরণের সন্ত্রাসবাদের উপযুক্ত জবাব দেবে বলেই জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

আরও পড়ুনঃ মিগ ২১-র হামলায় পাক যুদ্ধবিমান এফ ১৬ ভেঙে পড়ার ব়্যাডার ইমেজ প্রকাশ বায়ুসেনার

১৯৪৭ সালে দেশভাগের পর কাশ্মীর স্বাধীন রাজ্য হিসেবে থাকলেও পরে ভারতের সঙ্গে যুক্ত হয়। একসময় কাশ্মীরের কিছু অংশ দখলে নেয় পাকিস্তান। উভয় দেশই কাশ্মীরকে পুরোপুরি নিজেদের নিয়ন্ত্রণে নিতে চায়। পাকিস্তান কাশ্মীরে সবসময় সন্ত্রাসবাদ চালিয়ে এসেছে। ভারতের কাশ্মীরকে ঘিরে এ পর্যন্ত দুই দেশের মধ্যে দুটি যুদ্ধ সংঘটিত হয়েছে। দুবারই শোচনীয় হার হয়েছে পাকিস্তানের।

আরও পড়ুনঃ ভারতীয়দের বাঁদরের সঙ্গে তুলনা করলেন রাহুলের গুরু পিত্রোদা

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

]]>
দেশদ্রোহী আখ্যা পেয়েও নিজের বক্তব্যে অনড় কংগ্রেস নেতা https://thenewsbangla.com/digvijaya-singh-again-tweet-pulwama-terror-attack-an-accident-after-all-controversy/ Wed, 06 Mar 2019 07:25:37 +0000 https://www.thenewsbangla.com/?p=7622 পুলওয়ামায় সন্ত্রাসবাদী হানাকে দুর্ঘটনা বলে উল্লেখ করে মঙ্গলবার দিনভর সমালোচিত হয়েও কংগ্রেস নেতা দিগ্বিজয় সিং বুধবার আবারও নিজের ট্যুইটারে নিজের বক্তব্যেই স্থির রইলেন। মঙ্গলবার সারাদিন বিতর্কিত নেতা বুধবার আবারও ট্যুইটারে জঙ্গিহানাকে দুর্ঘটনা বলেই জানান তিনি।

আরও পড়ুনঃ কাশ্মীর থেকে কি ভাবে তাড়ানো হল পণ্ডিতদের

গত কয়েকদিন ধরেই পুলওয়ামায় জঙ্গিহানা নিয়ে রাজনৈতিক নেতাদের বিতর্কিত মন্তব্য চলছেই। এর মধ্যেই গত মঙ্গলবার পুলওয়ামায় সিআরপিএফ কনভয়ে পাক জঙ্গিদের সন্ত্রাসবাদী হানাকে দুর্ঘটনা বলে উল্লেখ করলেন কংগ্রেস নেতা দিগ্বিজয় সিং। আর এই নিয়ে এর আগেও পুলওয়ামা নিয়ে বিতর্কিত মন্তব্য করে খবরে আসেন এই প্রবীন কংগ্রেস নেতা।

আরও পড়ুনঃ ভোটের আগে ভারতবাসীকে নতুন উপহার মোদীর

মঙ্গলবার সকালে দিগ্বিজয় সিং ট্যুইটারে পুলওয়ামা নিয়ে একটি মন্তব্য করেন। তিনি ট্যুইট করে লেখেন, পুলওয়ামায় সিআরপিএফ জওয়ানরা দুর্ঘটনায় মারা গিয়েছিলেন। জঙ্গি হামলায় তারা শহিদ হননি। আর এরপরেই তার মন্তব্য নিয়ে সমালোচনা শুরু হয় দেশ জুড়ে।

আরও পড়ুনঃ ভারতের চাপে মাথা নত করল পাকিস্তান

দেশের সাধারণ জনগণ থেকে শুরু করে দিনভর সাংবাদিকদের একের পর এক প্রশ্নবানে জর্জরিত হন তিনি। প্রশ্ন তোলা হয় তাঁর দেশভক্তি নিয়েও। দেশ যখন সঙ্কটের মধ্যে তখন একজন মন্ত্রী কি করে এই ধরনের কথা বলতে পারেন সেই নিয়ে শুরু হয় বিভিন্ন মহলে চর্চা। সোশ্যাল মিডিয়াতেও ওঠে সমালোচনার ঝড়। এমনকি প্রকাশ্যে তাকে প্রশ্ন করা হয় তিনি পাকিস্থানকে সমর্থন করছেন কিনা।

আরও পড়ুনঃ মোদীকে হত্যা কর, কংগ্রেস নেতার প্রকাশ্য নির্দেশ

গত মঙ্গলবার ট্যুইটে তিনি আরও জানান, সার্জিক্যাল স্ট্রাইক নিয়ে দেশের জনসাধারণ থেকে শুরু করে আন্তর্জাতিক কিছু সংবাদমাধ্যম সন্দেহ প্রকাশ করেছে। সরকারের উচিত সেই সমস্ত প্রশ্নের জবাব দেওয়া। আরও একবার কেন্দ্রের মোদী সরকারের সমালোচনা করে তিনি বলেন, সার্জিক্যাল স্ট্রাইক নিয়ে বিজেপি রাজনীতি করছে। কিন্তু মোদী সরকারের সমালোচনা করতে গিয়ে তিনি নিজেই সমালোচনার মুখে পরেন।

আরও পড়ুনঃ ভারতীয় সাবমেরিনের ভয়ে কাঁপছে পাকিস্তান

উল্লেখ্য, দিগ্বিজয় সিং আগেই সার্জিক্যাল স্ট্রাইকে নিহত সন্ত্রাসবাদীদের সংখ্যা নিয়ে প্রশ্ন করেছিলেন। আর এবার পুলওয়ামার ঘটনাকে নেহাতই দুর্ঘটনা বলে মন্তব্য করে ঘটনার গুরুত্বকেই লঘু করে দিলেন, যা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে বিভিন্ন মহলে।

আরও পড়ুনঃ ভারতের সার্জিক্যাল স্ট্রাইকে খতম জইশ জঙ্গি ও ডেরা স্বীকার মাসুদ ভাইয়ের

স্বাভাবিকভাবেই কংগ্রেস নেতার এই মন্তব্যকে হাতিয়ার করে গতকাল থেকেই আসরে নেমেছে বিজেপি। কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাভড়েকর কংগ্রেস নেতাকে কটাক্ষ করে বলেন, কংগ্রেস যেভাবে সেনাকে মিথ্যেবাদী প্রমান করার জন্য উঠেপড়ে লেগেছে, এরকম কোন গনতান্ত্রিক রাষ্ট্রেই হয় না। নাম না করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও তীব্র নিন্দা করেন এই কংগ্রেস নেতার।

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

]]>
ভারতকে হুঁশিয়ারি দিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান https://thenewsbangla.com/imran-khan-warned-india-pak-will-retaliate-if-india-attacks-on-pakistan/ Tue, 19 Feb 2019 16:07:57 +0000 https://www.thenewsbangla.com/?p=7025 “ভারত যদি আক্রমণ করে তাহলে তার উত্তরে পাল্টা জবাবও দেবে পাকিস্তান”, বলে এক ভিডিও বার্তায় ভারতকে হুঁশিয়ারি দিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। গত ১৪ ফেব্রুয়ারি কাশ্মীরের পুলাওয়ামায় পাক জঙ্গি গোষ্ঠী জইশ-ই-মহম্মদের হামলায় আধাসামরিক বাহিনী সিআরপিএফ-র ৪৯ জন জওয়ান শহিদ হন। ওই হামলার পর থেকেই বদলার দাবিতে সরব গোটা ভারত। উত্তেজনা বজায় আছে কাশ্মীরেও। আর এইসময়েই ভারতকে হুঁশিয়ারি দিয়ে ইমরান খান এমন মন্তব্য করলেন।

আরও পড়ুনঃ পাকিস্তান নিয়ে বড় সিদ্ধান্ত রিলায়েন্সের মুকেশ আম্বানির

পাকিস্তানের মদতপুষ্ট জইশ-ই-মহাম্মদের হামলার পরই পাকিস্তানকে একঘরে করেছে ভারত। পাকিস্তানকে দেওয়া মোস্ট ফেভারড নেশনস এর তকমা বাতিল করা হয়েছে। এই নিয়ে একে অপরের হাইকমিশনারকে এরইমধ্যে তলব হয়ে গেছে। এমনকি নিজেদের হাইকমিশনারকে ‘প্রত্যাহারও’ করে নিয়েছে নয়াদিল্লি-ইসলামাবাদ।

আরও পড়ুনঃ ভারতীয় সেনার বদলা, খতম পুলওয়ামা কাণ্ডে জড়িত দুই পাক জঙ্গি

এমন পরিস্থিতিতে মঙ্গলবার জাতির উদ্দেশে ভাষণে ইমরান খান বলেন, “ভারত প্রমাণ ছাড়াই অভিযোগ তুলছে। পাকিস্তান কেন হামলা করতে যাবে? পাকিস্তান স্থিতিশীলতা চায়। যখন ধীরে ধীরে সেই স্থিতাবস্থা আসছে, তখন ভারত এই অভিযোগ তুলে সেটা নষ্ট করতে চাইছে। আমরা যেখানে শান্তি চাই, সেখানে এই হামলা করে পাকিস্তানের কী লাভ হবে? প্রমাণ থাকলে আমাকে দিন, কথা দিচ্ছি, পরের দিনই ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুনঃ সেনা কনভয়ে আত্মঘাতী হানা, পাক জঙ্গিদের টার্গেটে এবার পাকিস্তানই

পুলওয়ামায় আত্মঘাতী হানা ও তারপরে একের পর এক ঘটনায় এই প্রথম মুখ খুললেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। কাশ্মীর নিয়ে ভারতকে খোঁচা দিয়ে তাঁর পাল্টা চ্যালেঞ্জ, এই হামলায় পাক যোগের প্রমাণ দিতে পারলে উপযুক্ত ব্যবস্থা নেবেন তিনি। শুধু তাই নয়, একই সঙ্গে হুঙ্কারের সুরে পাক প্রধানমন্ত্রী জানিয়েছেন, “পাকিস্তানের উপরে হামলা হলে তার উপযুক্ত জবাবও পাবে ভারত”।

আরও পড়ুনঃ কাশ্মীরে বিচ্ছিন্নতাবাদী নেতাদের নিরাপত্তা তুলে নিল মোদী সরকার

ইমরান এ দিন বলেন, “কাশ্মীর হামলায় পাকিস্তান কোনওভাবে জড়িত, বা পাক মাটি ব্যবহার করে এই হামলার ষড়যন্ত্র হয়েছে, তার প্রমাণ দিক ভারত। আমি গ্যারান্টি দিচ্ছি, উপযুক্ত প্রমাণ দিতে পারলে ব্যবস্থা নেবই”। এর পরেই কাশ্মীর নিয়ে ভারতকে খোঁচা দিতে শুরু করেন ইমরান। তিনি বলেন, “ভারতের এবারে নতুন চিন্তাভাবনা করার সময় এসেছে। কাশ্মীরী যুবকদের মধ্যে থেকে কেন মৃত্যুভয় চলে যাচ্ছে, তা ভেবে দেখুক ভারত। শুধুমাত্র সেনাবাহিনী দিয়ে অত্যাচার চালালে যে সমস্যার সমাধান হবে না, সেটা ভারতের বোঝার সময় এসেছে”।

আরও পড়ুনঃ পাকিস্তানের মাটিতে ঢুকে জঙ্গি ঘাঁটিতে হামলার অনুমতি চাইল দেশের সেনা

পুলওয়ামা হামলার পরেই পাকিস্তানের বিরুদ্ধে বদলা নেওয়ার অভিযোগ উঠেছে গোটা ভারতে। সেই প্রসঙ্গে ইমরান খান মোদী সরকারকে খোঁচা দিয়ে বলেন, “এটা ভারতে নির্বাচনের বছর। পাকিস্তানের উপরে হামলা চালালে তার সুফল ভোটে পাওয়া যাবে। কিন্তু একটা কথা বলে রাখি, ভারত যদি পাকিস্তানের উপরে হামলা চালায়, তা হলে পাকিস্তান তার জবাব দেওয়ার কথা ভাববে না, সরাসরি জবাব দেবে। আর তখন পরিস্থিতি সবার হাতের বাইরে চলে যেতে পারে। যুদ্ধ শুরু করা আমাদের হাতে, কিন্তু শেষ করাটা আমাদের হাতে থাকে না”।

আরও পড়ুনঃ ভয়ঙ্কর সন্ত্রাসবাদী হামলা হবে জানিয়েছিলেন কাশ্মীর পুলিশের আধিকারিক

ইমরানের বক্তব্য উড়িয়ে দিয়ে ভারতের তরফে বলা হয়েছে, “আন্তর্জাতিক দুনিয়ায় চাপে পরেই এমন ঘোষণা করেছে পাকিস্তান। এখন আলোচনার কথা বলছে”। ভারতের তরফে বলা হয়েছে, কাশ্মীরে জঙ্গি সাফ করার পাশাপাশি পাকিস্তানের বিরুদ্ধে সবরকম লড়াই চলবে।

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

আরও পড়ুনঃ পাক জঙ্গিদের খুঁজে বের করে মারতে সেনাকে পূর্ণ স্বাধীনতা দিল মোদী সরকার
আরও পড়ুনঃ দেশ জুড়ে বদলার দাবি, কাউকে ছাড়া হবে না জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

]]>