PujaDonations – The News বাংলা https://thenewsbangla.com Bengali News Portal Mon, 22 Aug 2022 13:31:43 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.2 https://thenewsbangla.com/wp-content/uploads/2018/09/cropped-cdacf4af-1517-4a2e-9115-8796fbc7217f-32x32.jpeg PujaDonations – The News বাংলা https://thenewsbangla.com 32 32 পুজো অনুদান বাড়িয়ে, মিছিল করে, তৃণমূলের দুর্নীতি কি চাপা দিতে পারবেন মমতা বন্দ্যোপাধ্যায় https://thenewsbangla.com/mamata-banerjee-suppress-tmc-corruption-by-increasing-puja-donations-rally/ Mon, 22 Aug 2022 13:30:26 +0000 https://thenewsbangla.com/?p=16319 পুজোর অনুদান বাড়িয়ে ও মিছিল করে, তৃণমূলের দুর্নীতি কি চাপা দিতে পারবেন মমতা? এটাই এখন বড় প্রশ্ন। ৫০ হাজার থেকে বেড়ে ৬০ হাজার হল এবারের দুর্গা পুজোর অনুদান। রাজ্য জুড়ে হবে ইউনেস্কোর জন্য র‍্যালি। কলকাতার দুর্গাপুজোকে বিশেষ স্বীকৃতি দিয়েছে ইউনেস্কো, সেই স্বীকৃতি উদ্বোধন করতে ও ইউনেস্কোকে সংবর্ধনা জানাতে, কলকাতার রাজপথে বিশাল শোভাযাত্রার আয়োজন করার কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু বিরোধীরা প্রশ্ন তুলেছে, এতে করে কি তৃণমূলের দুর্নীতি ঢাকা যাবে?

মহামিছিলের কারনে, ওই দিন যাতে অফিসকর্মীরা দুপুর একটার মধ্যে ছুটি পেতে পারেন, সোমবার ভার্চুয়াল সভা থেকে সেই বার্তা দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি স্কুলগুলিকেও যাতে ওইদিন ১২টার মধ্যে ছুটি দিয়ে দেওয়া হয়, সেই ব্যবস্থা করার পরামর্শও দেন মুখ্যমন্ত্রী মমতা। এদিকে রাজ্য জুড়ে পার্থ চট্টোপাধ্যায় ও অনুব্রত মণ্ডলের জন্য, তৃণমূলকে শুনতে হচ্ছে চোর চোর শব্দ। চাকরি, গরু, কয়লা, বালি, পাথর সহ বিভিন্ন চুরি ও দুর্নীতিতে জড়িত নেতারা এখন সিবিআই ও ইডির নজরে। দুই হেভিওয়েট নেতা পার্থ ও অনুব্রত, ইতিমধ্যেই জেলে। চরম অস্বস্তিতে তৃণমূল ও রাজ্য সরকার।

সেই সময় পুজো উদ্যোক্তা-দের ও বিভিন্ন ক্লাবকে রাস্তায় মিছিলে নামিয়ে বাংলার মানুষের দৃষ্টি ঘোরাবার কি চেষ্টা করছেন মমতা? পুজোর অজুহাতে কি দুর্নীতির দৃষ্টি ঘোরাবার চেষ্টা? বিরোধীদের অভিযোগ সেরকমই। তবে সব অভিযোগ উড়িয়ে দিয়েছে তৃণমূল ও রাজ্য সরকার। পুজোয় রাজনীতি নয়, জানিয়েছেন তৃণমূল নেতারা।

]]>