PSL 2019 – The News বাংলা https://thenewsbangla.com Bengali News Portal Mon, 18 Feb 2019 07:57:54 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.2 https://thenewsbangla.com/wp-content/uploads/2018/09/cropped-cdacf4af-1517-4a2e-9115-8796fbc7217f-32x32.jpeg PSL 2019 – The News বাংলা https://thenewsbangla.com 32 32 পাকিস্তান নিয়ে বড় সিদ্ধান্ত রিলায়েন্সের মুকেশ আম্বানির https://thenewsbangla.com/mukesh-ambanis-img-reliance-pulls-out-of-psl-for-pulwama-terror-attack/ Mon, 18 Feb 2019 07:49:40 +0000 https://www.thenewsbangla.com/?p=6973 দেশ জুড়ে বিক্ষোভের জেরে পাকিস্তান নিয়ে বড় সিদ্ধান্ত নিলেন রিলায়েন্সের মুকেশ আম্বানি। পাকিস্তান সুপার লিগের প্রচার বন্ধ করল মুকেশ আম্বানির আইএমজি-রিলায়েন্স। পাকিস্তানের সঙ্গে ভবিষ্যতে কোন ব্যবসায়িক সম্পর্কে যাবেন না বলেই সিদ্ধান্ত নিয়েছেন মুকেশ আম্বানি।

আরও পড়ুনঃ ভারতীয় সেনার বদলা, খতম পুলওয়ামা কাণ্ডে জড়িত দুই পাক জঙ্গি

১৪ই ফেব্রুয়ারী কাশ্মীরের পুলওয়ামায় পাকিস্তান জঙ্গি গোষ্ঠী জইশ-ই-মহম্মদ আত্মঘাতী আক্রমণে ছিন্নভিন্ন হয়ে গেছেন ভারতের ৫০ জন সেনা জওয়ান। ক্রোধে ফুটছে গোটা দেশ। পাকিস্তান এর দিকে তোপ দেগেছেন প্রধানমন্ত্রী থেকে স্বরাষ্ট্রমন্ত্রী। পাকিস্তানকে মোস্ট ফেভারড নেশনের স্বীকৃতি বাতিল করেছে নরেন্দ্র মোদী সরকার। আর সেই ভয়ঙ্কর হামলার কয়েক ঘণ্টা পরেই দুবাইয়ে উদ্বোধন হয়েছিল পাকিস্তান সুপার লিগ। আর এই সুপার লিগে চুটিয়ে ব্যবসা করছে মুকেশ আম্বানির আইএমজি-রিলায়েন্স সহ কয়েকটি ভারতীয় কোম্পানি।

আরও পড়ুনঃ কাশ্মীরে ভারতীয় সেনার উপর আবার জঙ্গি হামলা, চলছে গুলির লড়াই

পাকিস্তানকে পথে বসিয়ে বড় সিদ্ধান্ত নিলেন রিলায়েন্সের মুকেশ আম্বানি/The News বাংলা
পাকিস্তানকে পথে বসিয়ে বড় সিদ্ধান্ত নিলেন রিলায়েন্সের মুকেশ আম্বানি/The News বাংলা

বৃহস্পতিবার ১৪ই ফেব্রুয়ারী, ওইদিন কাশ্মীরের পুলওয়ামায় জঙ্গি হানার কিছুক্ষণের মধ্যেই সংযুক্ত আরব আমিরশাহির দুবাইয়ে উদ্বোধন হয়েছিল পাকিস্তান সুপার লিগের। আর পাকিস্তানের এই টি-টোয়েন্টি টুর্নামেন্টের টিভি ও অন্যান্য সম্প্রচারের বরাত নিয়েছে মুকেশ আম্বানির আইএমজি-রিলায়েন্স৷ পাক জঙ্গিহানার পর পাকিস্তানের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে দেশজুড়ে চাপানউতোর শুরু হলেও, পাকিস্তানকে সর্বত্র বয়কটের সিদ্ধান্ত নেওয়া হলেও পাকিস্তানের হয়ে মুকেশ আম্বানির রিলায়েন্স গোষ্ঠীর ব্যবসায়ে কোন ছেদ পরে না। শেষ পর্যন্ত দেশ জোড়া বিক্ষোভের জেরে ঘটনার ৪ দিন পরে পাকিস্তান সুপার লিগের প্রচার বন্ধ করল মুকেশ আম্বানির আইএমজি-রিলায়েন্স।

আরও পড়ুনঃ সেনা কনভয়ে আত্মঘাতী হানা, পাক জঙ্গিদের টার্গেটে এবার পাকিস্তানই

পাকিস্তানকে পথে বসিয়ে বড় সিদ্ধান্ত নিলেন রিলায়েন্সের মুকেশ আম্বানি/The News বাংলা
পাকিস্তানকে পথে বসিয়ে বড় সিদ্ধান্ত নিলেন রিলায়েন্সের মুকেশ আম্বানি/The News বাংলা

শুধু আইএমজি-রিলায়েন্স নয়, ভারতীয় টিভি কোম্পানি টিসিএল এবার এই পাকিস্তান সুপার লিগে পেশওয়ার জালমি টিমের প্রধান স্পনসর। এখানেই শেষ নয়, আরও দুটি ভারতীয় কোম্পানি টেকফ্রন্ট ও ব্লিৎজ অ্যাডভ্যাটাইসিং এই পাকিস্তান সুপার লিগে মিডিয়া রাইটস কিনেছে। বলা যায়, দেশে পাকিস্তানের সঙ্গে ক্রিকেট বন্ধ কিন্তু পাকিস্তানের হয়ে ক্রিকেট ব্যবসায়ে টাকা ঢালছে ভারতীয় কোম্পানিগুলি। মুকেশ আম্বানির আইএমজি-রিলায়েন্স পাকিস্তান সুপার লিগ থেকে নিজেদের সরিয়ে নিলেও বাকি ভারতীয় কোম্পানিগুলি এখনও পাকিস্তান ক্রিকেট বোর্ডের সঙ্গে ব্যবসা নিয়ে কোন সিদ্ধান্ত জানায়নি।

আরও পড়ুনঃ কাশ্মীরে বিচ্ছিন্নতাবাদী নেতাদের নিরাপত্তা তুলে নিল মোদী সরকার

কাশ্মীরের পুলওয়ামায় ভয়ঙ্কর জঙ্গি হানার পর গোটা দেশ আবেগে ভাসছে, সবদিক দিয়ে পাকিস্তানকে বয়কট করার উদ্যোগ নিয়েছে ভারত সরকার। তখন কিন্তু পাকিস্তানের হয়ে টাকা লাগিয়ে নিজেদের ব্যবসায় মুনাফা লাভের আশা ছাড়ছে মুকেশ অম্বানির রিলায়েন্স গোষ্ঠী। পাক জঙ্গি হানার পরও এই শিল্পগোষ্ঠী পাকিস্তান সুপার লিগে তার ভূমিকা যথাযথ ভাবেই পালন করছে। দেশ জুড়ে এমন অভিযোগ ছড়িয়ে পরার পরেই নিজেদের সরিয়ে নিল মুকেশ আম্বানির আইএমজি-রিলায়েন্স।

আরও পড়ুনঃ পাকিস্তানের মাটিতে ঢুকে জঙ্গি ঘাঁটিতে হামলার অনুমতি চাইল দেশের সেনা

পাকিস্তানকে পথে বসিয়ে বড় সিদ্ধান্ত নিলেন রিলায়েন্সের মুকেশ আম্বানি/The News বাংলা
পাকিস্তানকে পথে বসিয়ে বড় সিদ্ধান্ত নিলেন রিলায়েন্সের মুকেশ আম্বানি/The News বাংলা

ভারত পাক দুদেশের মধ্যে ক্রিকেট সম্পর্ক এখনও এতটাই খারাপ যে দ্বিপাক্ষিক সিরিজ বন্ধ রয়েছে সেই ২০১৩ সালের পর থেকে। আর পুলওয়ামায় ভয়ঙ্কর জঙ্গি হানার পর সামনের কয়েক বছরেও সেই দ্বিপাক্ষিক সিরিজ যে হচ্ছে না, তা একেবারেই পরিষ্কার। আইপিএল থেকেও বাতিল করা হয়েছে পাক ক্রিকেটারদের। শুধু ক্রিকেট কেন, ক্রিকেট ছাড়াও অন্য কোন খেলাতেই দুদেশের মধ্যে কোথাও কোন দ্বিপাক্ষিক সিরিজ সামনের কয়েক বছরে আর হবে না, এটা পরিস্কার।

আরও পড়ুনঃ ভয়ঙ্কর সন্ত্রাসবাদী হামলা হবে জানিয়েছিলেন কাশ্মীর পুলিশের আধিকারিক

দুবাইয়ে শুরু হলেও পাকিস্তান সুপার লিগের শেষ ৮টি ম্যাচ পাকিস্তানেই হবে। ফাইনাল হবে করাচিতে। গোটা দেশ পাকিস্তানের সঙ্গে কোন সম্পর্ক না রাখার অঙ্গিকার করেছে। পাকিস্তানকে আন্তর্জাতিক দুনিয়া থেকে একঘরে করার চেষ্টা করছে মোদী সরকার। আর তখনই লজ্জাজনক ভাবে আইএমজি-রিলায়েন্স, টিসিএল, টেকফ্রন্ট ও ব্লিৎজ অ্যাডভ্যাটাইসিং সহ ভারতীয় কোম্পানিগুলি টাকা ঢালছে পাক ক্রিকেট ব্যবসায়। শেষ পর্যন্ত পাকিস্তান সুপার লিগ থেকে নিজেদের সরিয়ে নিল মুকেশ আম্বানির আইএমজি-রিলায়েন্স।

জম্মু কাশ্মীরে ভয়াবহ জঙ্গি হামলা, মৃত অসংখ্য জওয়ান/The News বাংলা
জম্মু কাশ্মীরে ভয়াবহ জঙ্গি হামলা, মৃত অসংখ্য জওয়ান/The News বাংলা

সব ত্যাগ স্বীকার করবে শুধু সেনারা? সব ত্যাগ স্বীকার করে চরম বলিদান দেবে শুধু সেনার পরিবার? ত্যাগ স্বীকার করবে শুধু আমজনতা? আর মুকেশ আম্বানির মত ব্যবসায়ীরা বহাল তবিয়তে পাকিস্তানের সঙ্গে ব্যবসা চালিয়ে যাবে? ভারতীয় ক্রিকেট বোর্ড যদি ভারত সরকারের কথা মেনে পাকিস্তানকে সবদিক থেকে বয়কট করতে পারে, তাহলে মুকেশ আম্বানির মত ব্যবসায়ীরা কেন পাকিস্তানকে বয়কট করবে না? ব্যবসায় মুনাফা দেশের স্বার্থের চেয়েও বড়? মিঃ আম্বানি, প্রশ্ন কিন্তু উঠছে? প্রশ্ন তুলেছিলেন ভারতের আম জনতা।

আরও পড়ুনঃ পাক জঙ্গিদের খুঁজে বের করে মারতে সেনাকে পূর্ণ স্বাধীনতা দিল মোদী সরকার
আরও পড়ুনঃ দেশ জুড়ে বদলার দাবি, কাউকে ছাড়া হবে না জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

এর ফলে বড় ধাক্কা খেল পাকিস্তান ক্রিকেট বোর্ড। পাক ক্রিকেট বোর্ডকে নিজেদের সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে আইএমজি-রিলায়েন্স। নিজেদের পাক ক্রিকেট বোর্ড এর চুক্তি থেকে সরিয়ে দেশবাসীর আবেগের মর্যাদা দিলেন মুকেশ আম্বানি। সিদ্ধান্তে খুশি আমজনতা।

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

]]>