Prophet Muhammad – The News বাংলা https://thenewsbangla.com Bengali News Portal Tue, 14 Jun 2022 05:23:45 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.2 https://thenewsbangla.com/wp-content/uploads/2018/09/cropped-cdacf4af-1517-4a2e-9115-8796fbc7217f-32x32.jpeg Prophet Muhammad – The News বাংলা https://thenewsbangla.com 32 32 বাংলায় ‘হাত জড়ো’, রাস্তায় নামা বিক্ষো’ভকারীদের দেশে ফেরত পাঠাচ্ছে কুয়েত https://thenewsbangla.com/prophet-muhammad-controversy-kuwait-govt-sent-protesters-back-to-their-country/ Tue, 14 Jun 2022 05:18:58 +0000 https://www.thenewsbangla.com/?p=15426 বাংলায় ‘হাত জড়ো’ করে অনুরোধ করছে রাজ্য সরকার; অন্যদিকে রাস্তায় নামা বিক্ষো’ভকারীদের দেশে ফেরত পাঠাচ্ছে কুয়েত। হ্যাঁ, শুনতে অবাক লাগলেও এটাই সত্যি! হজ’রত মহ’ম্মদ ইস্যুতে, রাস্তায় নেমে বিক্ষো’ভকারী মুস’লিম-দের; দেশ থেকে তা’ড়াচ্ছে কুয়েত সরকার। তাদের নিজের নিজের দেশে ফেরত পাঠানো হচ্ছে; এদের বেশিরভাগই ভারত, পাকিস্থান ও বাংলাদেশের মানুষ। শুধু তা-ই নয়, তাঁরা কেউই আর কোনদিন; কুয়েতে আসতে পারবেন না বা এ দেশে বসবাস করতে পারবেন না।

কুয়েত প্রবাসী অনাবাসী মুস’লিম-দের, যারা নূপুর শর্মা ইস্যুতে রাস্তায় নেমে বিক্ষো’ভ দেখিয়েছিল; তাদের নিজের নিজের দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু করেছে কুয়েত সরকার। দেশে কোনরকম বিশৃ’ঙ্খলা বর’দাস্ত করা হবে না; পরিস্কার জানিয়ে দেওয়া হয়েছে কুয়েত সরকারের তরফ থেকে। ঠিক কত জন প্রবাসী বিক্ষো’ভকারীকে, নিজেদের দেশে ফেরত পাঠানো হবে; সেটা এখনও স্পষ্ট নয়। তাঁরা কোন কোন দেশের বাসিন্দা; তা-ও স্পষ্ট করে জানানো হয়নি।

আরও পড়ুনঃ ছাগলের কান দিয়ে মানুষের প্লাস্টিক সার্জারি, বিশ্বে হইচই ফেললেন বাংলার ৭ গবেষক

বাংলায় নবান্ন থেকে হাত জড়ো করে, রাস্তায় নেমে বিক্ষো’ভকারীদের; থামতে অনুরোধ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। কিন্তু মুস’লিম দেশ হিসাবে পরিচিত কুয়েত; হাঁটল ঠিক উল্টো রাস্তায়। কুয়েতে মুস’লিম-দের তরফ থেকে যে বিক্ষো’ভের আয়োজন করা হয়েছিল; তার আয়োজক ও তাতে যোগ দেওয়া লোকদের খোঁজ চলছে। যে সব বিক্ষো’ভকারী তাতে অংশ নিয়েছিলেন, দেশের গোয়েন্দারা এখন; তাদের খুঁজে বের করছে, বলেও জানানো হয়েছে। ওই সব বিক্ষো’ভকারীকে প্রথমে গ্রেফতার করে; তারপরে তাদের দেশে ফেরত পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে কুয়েত সরকার।

২০১৯ সালের একটি রিপোর্টে দেখা গিয়েছিল; কুয়েতে বসবাসকারী ভারতীয়ের সংখ্যা ১০ লক্ষ ছাড়িয়েছে। সেই সংখ্যাটা প্রতি বছর; পাঁচ থেকে ছ-লক্ষ করে বাড়ে। কিছুদিন আগেই বিজেপি নেত্রী নূপুর শর্মার পয়’গম্বরকে নিয়ে, বিত’র্কিত মন্তব্যের প্রতিবাদ জানাতে; ভারতীয় দূতকে ডেকে পাঠিয়েছিল কুয়েতের বিদেশমন্ত্রক। শুধু কুয়েতই নয়, উপসাগরীয় এলাকার বেশ কয়েকটি মুস’লিম প্রধান দেশ; সেখানকার ভারতীয় দূতাবাসের প্রতিনিধিদের তলব করে বিষয়টি নিয়ে প্রতিবাদ জানিয়েছিল। বিজেপি নূপুরকে সাস’পেন্ড করার খবরে, তারা সন্তুষ্ট বলে; পরে জানায় কুয়েত সরকার। এবার খুঁজে খুঁজে বিক্ষো’ভকারীদের; দেশে ফেরত পাঠাচ্ছে কুয়েত।

]]>
‘ভারতকে বয়কট’, কোন দেশের হিম্মত নেই, গবেটদের গল্পের গরু গাছে উঠেছে https://thenewsbangla.com/boycott-india-no-country-has-the-courage-prophet-muhammad-controversy/ Wed, 08 Jun 2022 13:51:01 +0000 https://www.thenewsbangla.com/?p=15311 ‘ভারতকে বয়কট’, কোন দেশের হিম্মত নেই; গবেটদের গল্পের গরু গাছে উঠেছে। ভারতীয় পণ্য নাকি বয়কটের ডাক দিয়েছে; আরব দেশগুলো আর মুসলিম দেশগুলো। তাই নাকি ভয় পেয়েছে ভারত; সোশ্যাল মিডিয়া ছেয়ে গেছে এই সব পোস্টে। আসলে পোস্টগুলো করছে; বাংলাদেশী মুসলিমরা। সবচেয়ে অবাক লাগছে, দেশের কিছু অন্ধ ভক্তও; এই সুরে তাল মিলিয়েছে। আরব দেশগুলো থেকে নাকি, কোটি কোটি ভারতীয়দের ছাঁটাই করা হবে; হাসব না কাঁদব বুঝে উঠতে পারিনা, এইসব সবজান্তা’দের দেখে।

কয়েকটা তথ্য পরিষ্কার করে দেওয়া যাক;
১. যারা ভারতীয় পণ্য বয়কটের কথা বলছে; তাদের নিজেদের দেশের সামর্থ্য সম্পর্কে কোন ধারনাই নাই। আর দু একটা দেশের, দু একটি ডিপার্টমেন্টাল স্টোরের মাথামোটা ধার্মিক কি করল; তাতে ভারতের কিস্যু যায় আসে না।
২. ফেসবুকে আরবের দেশগুলোতে ভারতীয় পণ্য বয়কটের যে গালগপ্পো শোনা যাচ্ছে; তার ৯০ ভাগই গুজব। হ্যাঁ, অল্প কিছু সুপার মার্কেট, ভারতীয় পণ্য তাদের দোকানগুলো থেকে সরিয়ে নিয়েছে। গুগল করলেই দেখতে পারবেন; সেটাই হাতেগোনা কয়েকটা কোম্পানি; সেই দেশেই তাদের কোন ভূমিকা নেই।

আরও পড়ুন; নতুন ভারতে আপোষ নয়, ভারতীয় পণ্য নিষিদ্ধ করার ‘পাল্টা’ দিলেন ভারতীয়রা

৩. দুদিন ভারত থেকে গম না পেলে; ইউরোপ, বাংলাদেশ আর আরব দেশগুলো কান্নাকাটি শুরু করে। ইতিমধ্যেই কাতার ভারতের পায়ে পরে গেছে; খাদ্যদ্রব্য পাওয়া নিয়ে। ভারতের পণ্য বয়কট করতে হবে না, ভারত দুদিন গম আটা ময়দা না পাঠালে; আরব সহ বিশ্বের বহু দেশ ভাতে মারা যাবে। তাই এসব নিয়ে যেসব হ্যাজ দেখতে পাচ্ছেন; তার কমেন্ট সেকশনে ‘গর্দভ’ লিখে আসুন।
৪. কোন আরব দেশ থেকে, ভারতের শ্রমিক ফিরিয়ে দেওয়ার কোন হুমকি; ভারতকে কেউ দেয় নাই। দেবেও না, দিতে পারবেও না। কারণ ডাক্তার, নার্স থেকে শুরু করে; সিভিল ইন্জিনিয়ার, সফটওয়ার হার্ডওয়্যার ইঞ্জিনিয়ার, কম্পিউটার স্পেশালিস্ট, সবকিছুতেই মাথায় আছে ভারতীয়রা। যাদের ছাড়া দেশ অচল।

৫. রাজমিস্ত্রি থেকে অ্যাকাউন্টেন্ট; ব্যাঙ্ক কর্মী থেকে কোম্পানি অ্যাসিস্টেন্ট, সব ভারতীয়। কতজনকে সরাবে, দেশ বসে যাবে; ভারতীয়রা ছেড়ে এলে। ভারত একবার বলে দিক, ইরাক ইরান কাতার কুয়েত সৌদিতে স্কিলড লেবার পাঠাবে না; তারপরে দেখুন আরব দেশগুলোর কি অবস্থা হয়।
৬. সবক্ষেত্রেই এসব হাই-স্কিলড প্রফেশনাল-দের রিপ্লেস করার মতন ম্যান পাওয়ার; এই দুনিয়াতেই নাই। চিনে আছে, কিন্তু চিনে উইঘুর মুসলিমদের কি অবস্থা; তা দুনিয়া জানে। আর চিন একবার কোন দেশে ঢুকলে; তার অবস্থা ওই শ্রীলঙ্কার মতই হবে।
৭. শ্রমিক আছে, বাংলাদেশ আর পাকিস্তানে। কিন্তু ভারত তো আর বাংলাদেশ পাকিস্তানের মতন; শুধুই ‘ধার্মিক’ অদক্ষ কাজ না জানা শ্রমিক পাঠায় না। ভারত কাজ জানা স্কিলড শ্রমিক পাঠায়।

আরও পড়ুন; হজরত মহম্মদ নিয়ে বিতর্কিত মন্তব্য, ভারতে হা’মলার হু’মকি দিল আল কায়দা

৮. প্রতি বছর ভারত থেকে যে পরিমানে ছাত্র-ছাত্রী ডাক্তারী ইন্জিনিয়ারিং পাশ করে বের হয়; বিশ্বের সব মুসলিম দেশগুলো থেকেও কয়েক দশকে এত ডাক্তার ইঞ্জিনিয়ার বেরোয় না।
৯. এদের অনেকেই আরব দেশগুলোতে চাকরি করতেও যায়; এদের ছাঁটাই করে আরবরা কি নিজের পায়েই কুড়ুল মারবে বলে কারোর মনে হয়।
১০. আরব দেশগুলো শুধু তেলের টাকাই আছে; সেই টাকায় তারা কোনদিন ছড়ি ঘোরাতে পারেনি, পারবেও না। দর্জি থেকে দারোয়ান, কর্মী থেকে করণিক, ডাক্তার ইঞ্জিনিয়ার স্পেশালিস্ট সব ভারতীয়।

ফলে বেফালতু হ্যাজে নজর দেবেন না। আরব দেশগুলো তেল বেচেও; আর বেশিদিন রাজত্ব করতে পারবে না। ইউরোপ আমেরিকায় ইতিমধ্যেই, তেলের উপর ভরসা ছেড়ে; রিনিউবল এনার্জি প্রযুক্তির দিকে ঝোঁকা শুরু হয়ে গেছে। ২০-২৫ বছর পরে, বহু আরব দেশের; তেল-গ্যাস মাটির নিচেই পঁচবে। তাই ভারতকে বয়কট; গবেটদের গুজব ছাড়া আর কিছুই নয়।

]]>
হজরত মহম্মদ নিয়ে বিতর্কিত মন্তব্য, ভারতে হা’মলার হু’মকি দিল আল কায়দা https://thenewsbangla.com/hazrat-muhammad-controversial-remarks-al-qaeda-threatens-to-attack-india/ Wed, 08 Jun 2022 05:49:02 +0000 https://www.thenewsbangla.com/?p=15300 হজরত মহম্মদ নিয়ে বিতর্কিত মন্তব্য; ভারতে হা’মলার হু’মকি দিল আল কায়দা। বিজেপি নেত্রী নূপুর শর্মার, হজরত মহম্মদ-কে নিয়ে বিতর্কিত মন্তব্যের জের; দিল্লি সহ চার রাজ্যে ভয়াবহ আ’ত্মঘা’তী বি’স্ফোরণের হুমকি দিল আল কায়দা। একটি হু’মকি চিঠি দিয়ে, এই হামলার কথা সরাসরি জানিয়েছে; আল কায়দা জ’ঙ্গি সংগঠনটি। রাজধানী দিল্লির পাশাপাশি এই আ’ত্মঘা’তী হা’মলা হতে পারে; গুজরাট, উত্তরপ্রদেশ এবং মুম্বইয়ে। চিঠিতে এই ‘মিশন’কে; ‘প্রফেটের সম্মান রক্ষার্থে লড়াই’ বলেও অ্যাখ্যা দিয়েছে আল কায়দা। আর এই চিঠি পাওয়ার পরেই; নড়েচড়ে বসেছে ভারতীয় গোয়েন্দা সংস্থা-গুলি।

গত ৬ই জুন তারিখ এই জ’ঙ্গি সংগঠনের তরফে, প্রকাশ করা বিবৃতিতে; এই আ’ক্রমণকে ‘নবীর মর্যাদা রক্ষার লড়াই’ বলে উল্লেখ করা হয়েছে। হু’মকি বার্তায় ‘আল কায়দা ফর সাব কন্টিনেন্ট’ লিখেছে; “দিল্লি, গুজরাট, উত্তরপ্রদেশ ও মুম্বইতে যে ‘হিন্দু স’ন্ত্রাসবা’দী’রা রয়েছে তারা এখন মৃত্যুর প্রতীক্ষা করুক। বাড়িতে বা সেনাঘাঁটিতে লুকিয়ে তারা পার পাবে না। আল কায়দার যোদ্ধারা নিজেদের এবং শিশুদের শরীরে; বি’স্ফোরক বেঁধে হা’মলা চালাবে”। আল কায়দার এই হুমকি নিয়ে অবশ্য; কেন্দ্রীয় সরকার এখনও কোনও প্রতিক্রিয়া দেয়নি। এই বিবৃতিকে আদৌ কোনও গুরুত্ব দেওয়া হচ্ছে কি না; তা এখনও স্পষ্ট নয়।

আরও পড়ুনঃ স্বাস্থ্যমন্ত্রীর বাড়ি থেকে ১৩৩টি সোনার মোহর, নগদ ২ কোটি ৮৫ লক্ষ টাকা উদ্ধার

মুসলিমদের পয়গম্বরকে জড়িয়ে, বিজেপি মুখপাত্র নূপুর শর্মার মন্তব্যে বিতর্ক তৈরির পর; আন্তর্জাতিক ময়দানে খানিকটা হলেও অস্বস্তিতে পড়েছে ভারত। আপত্তি জানিয়ে সোচ্চার হয়েছে; কাতার বাহরিন সহ বিভিন্ন আরব দেশ। আরবের বেশ কয়েকটি দেশ; নূপুর শর্মার পয়গম্বর সম্পর্কে বিতর্কিত বক্তব্যের জোর প্রতিবাদ করেছে। দেশগুলির মধ্যে রয়েছে কাতার, সংযুক্ত আরব আমিরশাহি, ইরান, কুয়েত, সৌদি আরব, জর্ডান, বাহরাইন, ওমান, ইন্দোনেশিয়া, পাকিস্তান, আফগানিস্তান এবং মালদ্বীপ। তবে বিজেপির পক্ষ থেকে ইতিমধ্যেই, নুপুর শর্মা ও নবীন জিন্দাল; এই ইস্যুতে মন্তব্য করা উভয় নেতাকেই সাসপেন্ড করেছে।

আরও পড়ুনঃ উত্তরপ্রদেশে যোগীর বিজেপির ভয়ে, ভোটের লড়াই থেকেই পালাল কংগ্রেস

ইতিমধ্যেই ৫৭টি মুসলিম দেশের সংগঠন, ‘অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশন’; এই ইস্যুতে প্রতিবাদ জানিয়েছে। বেশ কয়েকটি আরব দেশে; ভারতীয় পণ্য বয়কট শুরু হয়ে গিয়েছে। ভারতের বিরোধিতা শুরু করেছে; ছোট-ছোট মুসলিম দেশগুলোও।

]]>