Priyanka Gandhi – The News বাংলা https://thenewsbangla.com Bengali News Portal Fri, 17 May 2019 13:12:28 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.2 https://thenewsbangla.com/wp-content/uploads/2018/09/cropped-cdacf4af-1517-4a2e-9115-8796fbc7217f-32x32.jpeg Priyanka Gandhi – The News বাংলা https://thenewsbangla.com 32 32 প্রধানমন্ত্রী হিসেবে মোদীর থেকে বেশি যোগ্য অমিতাভ, মন্তব্য প্রিয়াঙ্কার https://thenewsbangla.com/amitabh-bachchan-more-qualified-than-modi-as-pm-says-priyanka-gandhi/ Fri, 17 May 2019 12:40:37 +0000 https://www.thenewsbangla.com/?p=13030 শুক্রবার নির্বাচনী প্রচারের শেষ লগ্নে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে তোপ দাগলেন প্রিয়াঙ্কা গান্ধী বঢরা; কটাক্ষের সুরে কংগ্রেস সভানেত্রী প্রিয়াঙ্কা বঢরা বলেন; নরেন্দ্র মোদীর চেয়ে অমিতাভ বচ্চন প্রধানমন্ত্রী হিসেবে বেশি যোগ্য।

আরও পড়ুনঃ বিজেপি একাই পাবে ৩০০ আসন, প্রথমবার সাংবাদিক সম্মেলনে নরেন্দ্র মোদী

একটি নির্বাচনী জনসভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রসঙ্গে বলতে গিয়ে প্রিয়াঙ্কা বলেন; জনগন পৃথিবীর সবচেয়ে বড় অভিনেতাকে প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত করেছে। কিন্তু এর চেয়ে অমিতাভ বচ্চন প্রধানমন্ত্রী হলে সেটা আরও ভালো হত বলে তিনি মন্তব্য করেন।

আরও পড়ুনঃ রাহুলকে সরিয়ে ইউপিএ মহাজোট সরকার গঠনে আসরে নামলেন সনিয়া

শুক্রবার সপ্তদশ লোকসভা নির্বাচনের শেষ দফার প্রচারে উত্তরপ্রদেশের মির্জাপুরে জনসভা করেন প্রিয়াঙ্কা গান্ধী বঢরা; সেখানেই প্রধানমন্ত্রীর সাথে অভিনেতা অমিতাভ বচ্চনের তুলনা টানেন তিনি। আগামী ১৯শে মে এই কেন্দ্রে শেষ দফায় নির্বাচন অনুষ্ঠিত হবে।

আরও পড়ুনঃ মমতা বন্দ্যোপাধ্যায় অসুস্থ মানসিকতার, বললেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী

প্রিয়াঙ্কা বঢরার বাবা তথা প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর সাথে অমিতাভ বচ্চনের সুসম্পর্ক বজায় ছিল। রাজীব গান্ধীর রাজনীতিতে প্রবেশের পরেই সাময়িক কালের জন্য অমিতাভ বচ্চনও রাজনীতির দুনিয়ায় পা রাখেন; ১৯৮৪-১৯৮৫ সালে এলাহাবাদ থেকে লোকসভা ভোটে প্রতিদ্বন্দ্বিতা করেন; যদিও অমিতাভ রাজনৈতিক ভাবে সাফল্য লাভ করতে পারেননি।

]]>
প্রিয়াঙ্কার মতো মহিলাদের থেকে ভদ্র পরিবারের শিশুদের দূরে রাখতে বললেন স্মৃতি https://thenewsbangla.com/smriti-irani-says-cultured-families-keep-childs-away-from-priyanka-gandhi/ Fri, 03 May 2019 04:07:39 +0000 https://www.thenewsbangla.com/?p=12231 দুই দিন আগের প্রকাশিত একটি ভিডিও দেখে ক্ষোভ প্রকাশ করলেন কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রী; যেখানে কিছু নাবালককে প্রধানমন্ত্রীর প্রতি উদ্দেশ্য করে বিতর্কিত মন্তব্য করতে দেখা যাচ্ছে এবং তাদের উৎসাহ দিচ্ছেন স্বয়ং কংগ্রেস সভানেত্রী প্রিয়াঙ্কা বঢরা।

ভাইরাল ওই ভিডিওটিতে বালকদের মুখে “চৌকিদার চোর হ্যায়” সহ আরও আপত্তিজনক মন্তব্য করতে শোনা যায়; বৃহস্পতিবার এই ভিডিও দেখে স্মৃতি ইরানী বলেন; ভদ্র পরিবারের বাবা মায়ের উচিৎ তাদের সন্তানকে প্রিয়াঙ্কার মতো মহিলাদের থেকে দূরে রাখা; স্মৃতি ইরানী গান্ধী নেহেরু পরিবারের শিক্ষা ও ভদ্রতা নিয়েও প্রশ্ন তোলেন।

আরও পড়ুনঃ মানুষকে বিপদে ফেলতে আসছে ফণী, ফণীর পর আসবে ঘূর্ণিঝড় বায়ু ও হিক্কা

স্মৃতি এদিন প্রিয়াঙ্কার উদ্দেশ্যে প্রশ্ন তুলে বলেন; রাজনৈতিক স্বার্থে শিশুদের ব্যবহার করা নিষিদ্ধ; সেটা কি প্রিয়াঙ্কার জানা নেই? কোন ধরনের শিক্ষা তিনি শিশুদের দিচ্ছেন; প্রশ্ন তোলেন স্মৃতি; তারপরেই তিনি বলেন; ভদ্র পরিবারের সন্তানকের এই ধরনের লোকেদের থেকে দূরে রাখা উচিৎ।

এই ভিডিওর পরিপ্রেক্ষিতে ন্যাশনাল কমিশন ফর চাইল্ড রাইট নির্বাচন কমিশনকে এই ভিডিওটির বিষয়ে অভিযোগ খতিয়ে দেখতে বলেছে; যেখানে রাজনৈতিক স্বার্থে প্রধানমন্ত্রী সম্পর্কে আপত্তিজনক মন্তব্য করা শিশুদের প্ররোচিত করতে দেখা যাচ্ছে প্রিয়াঙ্কা বঢরাকে।

আরও পড়ুনঃ ধেয়ে আসছে ফণী, ওড়িশার পুরী গোপালপুরে তুমুল ঝড় বৃষ্টি শুরু

উল্লেখ্য; ২০১৭ সালের ২০শে জানুয়ারি নির্বাচন কমিশনে প্রতি একটি আবেদনে বলা হয়েছিল; শিশুদের যাতে রাজনৈতিক স্বার্থে ব্যবহার না করা হয়; সেই বিষয়টি নজরে রাখার জন্য; এরই সাথে রাজনৈতিক দলগুলিকেও উদ্দেশ্য করে বলা হয়; শিশুদের দিয়ে রাজনৈতিক দলের প্রচার; পোস্টার বিলি; শ্লোগান দেওয়ানো যাবে না।

]]>
রাহুলের গুনের প্রশস্তি গেয়ে ওয়ানাডে ভোট প্রার্থনা করলেন প্রিয়াঙ্কা বঢরা https://thenewsbangla.com/priyanka-gandhi-vadra-praise-rahul-at-wornarde-asked-for-the-vote/ Sun, 21 Apr 2019 06:51:16 +0000 https://www.thenewsbangla.com/?p=11343 রাহুলের গুনের প্রশস্তি গেয়ে ওয়ানাডে ভোট প্রার্থনা করলেন প্রিয়াঙ্কা বঢরা। শনিবার রাহুল গান্ধীর দ্বিতীয় নির্বাচনী কেন্দ্র কেরালার ওয়ানাডে দাদার জন্য প্রচারে সামিল হন প্রিয়াঙ্কা বঢরা। এদিন প্রথম থেকেই পারিবারিক ইতিহাস তুলে ধরে এবং রাহুলের বহুমুখী প্রতিভার খতিয়ান তুলে ধরে জনসাধারণের সমর্থন আদায়ের চেষ্টা করেন তিনি।

আরও পড়ুনঃ শ্রীলঙ্কার ৩টি গির্জা ও ৩টি হোটেলে বিস্ফোরণে মৃত অসংখ্য মানুষ

প্রিয়াঙ্কা বলেন, খুব ছোটবেলায় তার ঠাকুমা আততায়ীর হাতে নিহত হন, সাত বছর বাদে রাহুল প্রিয়াঙ্কা পিতৃহারা হন। তখন দুজনেই খুব ছোট হওয়ায় খুব দুঃখের মধ্যে তাদের জীবন কেটেছে। রাজনীতিতে পা দেওয়ার পরে তার ভাই রাহুলকে অনেক কটাক্ষ ও অপমান সহ্য করে কষ্টের মধ্যে কাটাতে হয়েছে বলে তিনি মন্তব্য করেন।

আরও পড়ুনঃ রাহুল গান্ধী প্রধানমন্ত্রী হলে উপদেষ্টা এবং অভিভাবক হিসেবে কাজ করবেন দেবগৌড়া

কোনও ব্যক্তিবিশেষের প্রতি প্রিয়াঙ্কা বা রাহুলের হিংসা, ঘৃণা বা ক্ষোভ নেই বলে জানান তিনি। সংসদ ভবনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আন্তরিকতার সাথে রাহুক জড়িয়ে ধরেছিলেন, কিন্তু মোদী তার যথাযথ মূল্যায়ন না করে উল্টে তাদের পরিবার এবং মা বাবার সম্পর্কে নেতিবাচক প্রচার চালিয়েছে বলে মন্তব্য করেন তিনি।

আরও পড়ুনঃ জইশ ই মহম্মদের মতোই বিজেপিকেও নিষিদ্ধ করা হোক, দাবি ফিরহাদ হাকিমের

এদিন ভাই রাহুলের বহুমুখী প্রতিভার পরিচয় তুলে ধরেন প্রিয়াঙ্কা। পর্বতারোহন থেকে শুরু করে প্লেন চালনা, গাড়ীর ড্রাইভিং এর ক্ষেত্রেও রাহুল সিদ্ধহস্ত বলে জানান প্রিয়াঙ্কা। হিন্দু ধর্মীয় বিভিন্ন কাব্য শাস্ত্রেও রাহুলের অগাথ জ্ঞান রয়েছে বলে জানান তিনি। হিন্দুত্বের রক্ষকদের রাহুলের সমান জ্ঞান আছে কিনা, সেই বিষয়ে প্রশ্ন তোলেন তিনি। গুনী ভাইয়ের হাতে ভারতের এবং ভারতবাসীর ভবিষ্যৎ নিরাপদ বলে জনসভায় উপস্থিত জনসাধারণকে আশ্বস্ত করেন তিনি।

আরও পড়ুনঃ বাংলা থেকে লোকসভা ভোটে প্রার্থী হচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

উল্লেখ্য, আমেঠীর পাশাপাশি কেরালার ওয়ানাড থেকে প্রার্থী হয়েছেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। লোকসভা নির্বাচনের কথা মাথায় রেখে কংগ্রেস জোট করেছে ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লিগ (IUML), স্যোসাল ডেমোক্রেটিক পার্টি অফ ইন্ডিয়ার (SDPI) সঙ্গে। কংগ্রেসের লড়াই এখানে মূলত লেফট ডেমোক্রেটিক ফ্রন্টের বিরুদ্ধে৷

আরও পড়ুনঃ মমতার সভা ছেড়ে চলে গেল মানুষ, মাঝপথে ভাষণ বন্ধ করে বসে পড়লেন মমতা
আরও পড়ুনঃ মমতাকে বুঝতে আমারও ভুল হয়েছিল, মানুষের তো হবেই, বললেন মোদী

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

]]>
প্রিয়াঙ্কা বঢরাকে চোরের স্ত্রী হিসেবেই জানবে দেশবাসী, বিস্ফোরক উমা ভারতী https://thenewsbangla.com/uma-bharti-says-countrymen-will-judge-priyanka-bhadra-as-thiefs-wife/ Wed, 17 Apr 2019 06:23:16 +0000 https://www.thenewsbangla.com/?p=10987 প্রিয়াঙ্কা বঢরাকে চোরের স্ত্রী হিসেবেই জানবে দেশ, মঙ্গলবার এমনটাই জানালেন বিজেপির বর্ষীয়ান নেত্রী উমা ভারতী। আর এরপরেই এই মন্তব্য নিয়ে দেশ জুড়ে শুরু হয়েছে বিতর্ক। তরজা চলছে কংগ্রেস ও বিজেপির মধ্যে। অশালীন মন্তব্যের জন্য নির্বাচন কমিশনের দারস্থ হচ্ছে কংগ্রেস।

আরও পড়ুনঃ কেন্দ্রীয় বাহিনীকে ঝাঁটা মেরে এলাকা থেকে তাড়ানোর ফতেয়া তৃণমূল বিধায়ক ও মন্ত্রীর

মঙ্গলবার ছত্তীসগড়ের দুর্গ জেলায় একটি নির্বাচনী প্রচারসভা থেকে ফেরার সময় সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হন তিনি। চলতি লোকসভা নির্বাচনে প্রিয়াঙ্কা গান্ধী বঢরার ভাবমূর্তি কতটা প্রভাব ফেলবে, এই বিষয়ে তাকে প্রশ্ন করা হয়। এই প্রশ্নের উত্তরেই এই বিস্ফোরক মন্তব্য করেন উমা ভারতী।

আরও পড়ুনঃ রাতের অন্ধকারে ভারতী ঘোষের বাড়িতে মমতার পুলিশ

প্রশ্নের উত্তরে উমা ভারতী জানান, কোনও প্রভাব ফেলবে না। যার স্বামী চুরির দায়ে অভিযুক্ত, তাকে কিভাবে দেশবাসী বিবেচনা করবে, উল্টে প্রশ্ন রাখেন তিনি। এরপরেই তিনি বলেন, একজন চোরের স্ত্রীকে মানুষ যে চোখে দেখে, প্রিয়াঙ্কাকেও ঠিক সেভাবেই দেখে জনগন। প্রিয়াঙ্কা বঢরাকে চোরের স্ত্রী হিসেবেই জানবে দেশবাসী, পরিষ্কার বললেন উমা ভারতী।

আরও পড়ুনঃ তৃণমূলের প্রচার করায় ফেরদৌসকে ভারত ছাড়ার নির্দেশ বাংলাদেশ ডেপুটি হাইকমিশনের

উমা এদিন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ও সপা নেতা আজম খানের সম্পর্কে বলেন, নির্বাচন কমিশনের প্রতি তিনি আস্থাশীল। কিন্তু দুজনের বক্তব্যের ভিত্তিতে নির্বাচন কমিশন যে পদক্ষেপ নিয়েছে, তার সাথে তিনি একমত নন। অনেকেই উল্টো পাল্টা মন্তব্য করছেন বলেই অভিযোগ জানান উমা।

আরও পড়ুনঃ বাংলায় ভোটে দুই দুর্গা, দুই পুরুষের লড়াইয়ে প্রচারে দাপট দেখাচ্ছেন দুই নারী

এই প্রসঙ্গে তিনি বলেন, যোগী আদিত্যনাথ মায়াবতীর মন্তব্যের পরিপ্রেক্ষিতে উত্তর দিয়েছেন মাত্র। কিন্তু আজম খান নারীবিদ্বেষী কুরুচিপূর্ণ আক্রমণ করে মহিলাদের অসম্মান করেছেন। ভারতীয় দন্ডবিধি মেনে আজম খানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিৎ বলে তিনি মন্তব্য করেন। দুটো বিষয়কে একই দৃষ্টিভঙ্গিতে দেখতে রাজি নন তিনি, জানান উমা। কিন্তু উমার বক্তব্য নিয়েই শুরু হয়েছে জোর বিতর্ক।

আরও পড়ুনঃ দেশকে চমকে দিয়ে লোকসভা নির্বাচনে রূপান্তরকামী রাধা
আরও পড়ুনঃ কোটি কোটি কালো টাকা উদ্ধারের পর ভোট বাতিলের সিদ্ধান্ত নিল নির্বাচন কমিশন

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

]]>
প্রিয়াঙ্কার অযোধ্যা ভ্রমন রাজনৈতিক গিমিক, ভোটে লাভ হবে না বললেন আনসারী https://thenewsbangla.com/priyanka-visits-ayodhya-only-for-election-its-a-political-gimic-says-iqbal-ansari/ Sat, 30 Mar 2019 18:07:42 +0000 https://www.thenewsbangla.com/?p=9549 প্রিয়াঙ্কার অযোধ্যা ভ্রমন রাজনৈতিক গিমিক, ভোটে লাভ হবে না বললেন ইকবাল আনসারী। কংগ্রেসকে এই সফর নিয়ে তুলধোনা করেন তিনি। তবে এই সমালোচনা উড়িয়ে দিয়েছে কংগ্রেস।

আরও পড়ুনঃ লোকসভা নির্বাচনে বাংলায় বিপুল উত্থান পদ্মের, ইঙ্গিত সমীক্ষায়

এবার অযোধ্যা ভ্রমন নিয়ে প্রিয়াঙ্কা গান্ধীকে কটাক্ষ করলেন বাবরী মসজিদ মামলার পিটিশনার ইকবাল আনসারী। কংগ্রেস ৬০ বছর ক্ষমতায় থেকেও অযোধ্যা মামলার সমাধান করেননি বলে তিনি জানান। উল্টে মন্দির মসজিদ সমস্যা তৈরি করে সাম্প্রদায়িক বিভেদ তৈরির জন্য কংগ্রেসকে দায়ী করেন। আর এরপরেই প্রিয়াঙ্কাকে একহাত নেন তিনি।

আরও পড়ুনঃ কেন্দ্রীয় বাহিনী নিয়ে মমতা ও রাজনাথের স্বরাষ্ট্র দফতরের চরম সংঘাত

সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি জানান, কংগ্রেস তাদের আমলে সমস্যা সমাধানের কোনও চেষ্টাই করেনি। উল্টে কংগ্রেস সরকারের পদক্ষেপের অভাবে অযোধ্যা উন্নয়ন থেকে বঞ্চিত হয়েছিল। প্রিয়াঙ্কার অযোধ্যায় ভ্রমন নিয়ে তিনি বলেন, “এতে কংগ্রেসের কোনো লাভ হবে না”। এমনকি অযোধ্যার মুসলিমরাও কংগ্রেসকে ভোট দেবে না বলে তিনি জানান।

আরও পড়ুনঃ মোদীকে পুনরায় নির্বাচিত না করলে দেশ সংকটে পড়বে, মন্তব্য হেমা মালিনীর

তিনি বলেন, “কংগ্রেস এখানে শিল্প, পরিকাঠামো, কর্মসংস্থানের ব্যবস্থা না করে একটা হিন্দু মুসলিম সমস্যা উপহার দিয়েছে অযোধ্যাবাসীকে, যার ক্ষত বহন করে চলেছে দুই সম্প্রদায়”। কংগ্রেস ইচ্ছাকৃতভাবেই রাম মন্দির ও বাবরি মসজিদ সংক্রান্ত সমস্যার কোনও সমাধান এতদিন করেনি বলে তিনি জানান।

আরও পড়ুনঃ মোদীর ব্রিগেড সভার অনুমতি নির্বাচন কমিশনে পাঠিয়ে দিল সেনা

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের প্রশংসা করে আনসারী বলেন, বিজেপি সরকারের সময় অযোধ্যায় অনেক পরিবর্তন হয়েছে, এখন আগের চেয়ে অনেক ভালো আছেন অযোধ্যাবাসী। মুখ্যমন্ত্রী প্রায়ই অযোধ্যায় এসে তাদের খোঁজ খবর নেন বলে মুখ্যমন্ত্রীর প্রশংসা করেন তিনি।

আরও পড়ুনঃ ২৩ মে নয়, ভোটের ফল পিছতে পারে আরও ৬ দিন জানাল নির্বাচন কমিশন

বিজেপির সাথে পূর্বতন ক্ষমতাসীন সমাজবাদী পার্টিরও প্রশংসা করেন তিনি। এই দুই দল তাদের উন্নয়নের লক্ষ্যে কাজ করেছে বলে তিনি জানান, সাথে কংগ্রেসকে তুলোধুনো করেন তাদের উন্নয়ন বিরোধী অবস্থানের জন্য।

আরও পড়ুনঃ মদ বিক্রিতে ১০ হাজার কোটি টাকার সর্বকালিন রেকর্ড গড়ল মা মাটি মানুষের সরকার

এর সাথেই আসন্ন নির্বাচনের পরিপ্রেক্ষিতে তিনি বলেন, এখন মানুষ এখন সচেতন। তারা কংগ্রেসের লোক দেখানো বক্তব্যে বিশ্বাস করে না। হিন্দুরা তো বটেই, অযোধ্যার মুসলিমদের ভোটও কংগ্রেসের ঝুলিতে যাবে না বলে তিনি জানান।

আরও পড়ুনঃ দাঙ্গায় মদত দেওয়ার অভিযোগে হার্দিকের নির্বাচনে লড়তে নিষেধাজ্ঞা গুজরাট হাইকোর্টের

তবে ইকবাল আনসারীর এই মন্তব্য উড়িয়ে দিয়েছে কংগ্রেস। ইকবাল আনসারী বিজেপির শেখান কথাই বলছে বলে জানান হয়েছে কংগ্রেসের তরফ থেকে। তবে সব মিলিয়ে প্রিয়াঙ্কার অযোধ্যা সফর নিয়ে চলছে বাক বিতণ্ডার খেলা।

আরও পড়ুনঃ পাক জঙ্গিদের সাহায্যকারি দেশের বিশ্বাসঘাতকদের খুঁজতে ৮ সদ্যসের গোয়েন্দা দল

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

]]>
ভোট চাইতে গঙ্গায় নৌকা যাত্রার চমক প্রিয়াঙ্কার https://thenewsbangla.com/priyanka-gandhis-election-campaign-begins-with-a-boat-ride/ Tue, 19 Mar 2019 06:16:04 +0000 https://www.thenewsbangla.com/?p=8765 ভোটের প্রচারে প্রিয়াঙ্কা গান্ধীর নতুন চমক। দলের প্রচারে নৌকা যাত্রা শুরু করেছেন প্রিয়াঙ্কা গান্ধী। আসন্ন লোকসভা নির্বাচনে প্রচার অভিযানে নতুন চমক আনতে ১৪০ কিলোমিটার নৌকা যাত্রা শুরু করলেন ভারতের জাতীয় কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী।

গতকাল সোমবারই ভারতের প্রয়াগরাজ শহরের মানাইয়া ঘাট থেকে তিন দিনের নৌযাত্রা শুরু করেন প্রিয়াঙ্কা। ভোট টানতে এই প্রয়াসে চোখ টেনেছেন প্রিয়াঙ্কা।

আরও পড়ুনঃ ক্ষমতায় ফের মোদী, ভোটের আগেই জানাচ্ছে সাট্টাবাজার

এই নৌযাত্রার জন্য গত রবিবার রাতেই প্রয়াগরাজের ইন্দিরা স্মৃতিবিজড়িত স্বরাজ ভবনে ওঠেন প্রিয়াঙ্কা গান্ধী। সেখানেই রাত কাটান তিনি। সোমবার সকালে প্রিয়াঙ্কা টুইট করেন, ‘স্বরাজ ভবনে বসে ঠাকুরমার (ইন্দিরা গান্ধী) কক্ষটি দেখেছি।’ এ কক্ষেই তাঁর জন্ম হয়।

আরও পড়ুনঃ চোখ মেরে শাড়ির আঁচল ফেলে প্রচার মুনমুনের, সোশ্যাল মিডিয়ায় ঝড়

এর পরেই স্মৃতি রোমন্থন করে প্রিয়াঙ্কা লেখেন, ‘কত রাত জোয়ান অব আর্কের গল্প শুনে ঠাকুরমা আমাকে ঘুম পাড়িয়েছেন। এখনও যেন সেই সুর আমার অন্তরে বাজছে।’ প্রিয়াঙ্কা আরও লেখেন, ‘ঠাকুরমা আমাকে বলতেন, ভয় পেয় না। একদিন সবকিছু ঠিক হয়ে যাবে।’

বলা যায় ভোট যুদ্ধে নেমে সেই ইন্দিরা গান্ধীর শরণাপন্ন হলেন নাতনি প্রিয়াঙ্কা। এমনিতেই তাঁকে ইন্দিরার উত্তরসূরি বলেই দেখতে চান কংগ্রেস নেতারা। অনেকেই ভাই রাহুলের চেয়ে বোন প্রিয়ঙ্কাতেই বেশি আস্থা রাখেন। এবার ভোট যুদ্ধে নেমে ঠাকুরমা ইন্দিরাকেই স্মরণ করলেন নাতনি প্রিয়াঙ্কা।

আরও পড়ুনঃ মোদীর সঙ্গে সবাই চৌকিদার, অদ্ভুত প্রচার বিজেপির

সোমবার শুরু করা নৌযাত্রায় একাধিক জায়গায় গিয়ে থামবেন প্রিয়াঙ্কা। গঙ্গার ধারে বাস করেন এমন মানুষদের সঙ্গে কথা বলে লোকসভা নির্বাচনে সমর্থন চাইবেন তিনি, এমনটাই ঠিক হয়েছে। প্রিয়াঙ্কা নিজেই এই পরিকল্পনা করেছেন বলে জানা গেছে।

আরও পড়ুনঃ ভাটপাড়ায় অনাস্থা, তৃণমূল বনাম বিজেপির জমজমাট লড়াই

গতকাল নৌপথে প্রিয়াঙ্কার যাত্রা শুরুর পর তাঁর জলযান যত এগোতে থাকে, ততই নদীর ধারে মানুষের ভিড় বাড়তে দেখা যায়। ভিড়ের মধ্যেই নৌকা থামিয়ে গঙ্গার আশপাশের বাসিন্দাদের সঙ্গে কথা বলেন প্রিয়াঙ্কা। জানতে চান, তাঁরা কেমন আছেন?
গতকাল নৌযাত্রার আগে দিনের শুরুতেই প্রয়াগরাজে হনুমান মন্দিরে পূজা করতে যান প্রিয়াঙ্কা গান্ধী।

আরও পড়ুনঃ ২০২৫ সালের পর ভারতের অংশ হবে পাকিস্তান, ঘোষণা আরএসএস নেতার

পূজা শেষে প্রিয়াঙ্কা বলেন, ‘মা গঙ্গা উদার।’ এই নৌযাত্রার আগে এক খোলা চিঠিতে কংগ্রেসের সাধারণ সম্পাদক লেখেন, ‘গঙ্গা নদী সত্য ও সাম্যের প্রতীক। এই নদী ভারতের সংস্কৃতির পরিচায়কও বটে। এই গঙ্গা নদী মানুষে মানুষে বিভাজনের বার্তা দেয় না। গঙ্গা উত্তর প্রদেশের মানুষের বেঁচে থাকার রসদ। সেই গঙ্গা হয়েই আমি সবার কাছে পৌঁছে যাব।’

যাত্রা শুরুর পর একে একে দমদমা ঘাট, সিরসা ঘাট, লক্ষ্মগ্রহ ঘাট এবং বিকেলে ভদোহী ঘাটে থামেন তিনি। প্রিয়াঙ্কার এই নদীপথের প্রচার অভিযান শেষ হবে বারাণসী ঘাটে গিয়ে। মূলত লোকসভা ভোটে প্রচারে নতুন চমক আনতেই প্রিয়াঙ্কার এই নৌযাত্রা।

আরও পড়ুনঃ বাম কংগ্রেস বিজেপির আপত্তি নেই, কেন্দ্রীয় বাহিনী নিয়ে কেন মাথাব্যথা শুধু তৃণমূলের

আর তাছাড়া এর মাধ্যমে নরেন্দ্র মোদীর গঙ্গা পরিষ্কার করার প্রতিশ্রুতি যে পূরণ হয়নি সেটাও বুঝিয়ে দিতে চান প্রিয়াঙ্কা। তবে উত্তর প্রদেশে গঙ্গায় নৌকা ভাসিয়ে প্রিয়াঙ্কার এই প্রচারে চিন্তায় পড়েছে গেরুয়া শিবিরও। লোকসভা ভোটে যোগীর রাজ্যে মোদীকে কতটা ধাক্কা প্রিয়াঙ্কা দিতে পারেন তার উপর নির্ভর করবে দেশে কংগ্রেসের ফলাফল।

আরও পড়ুনঃ মমতা কি পাকিস্তানের কণ্ঠ, বিতর্কিত প্রশ্ন নিৰ্মলার

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

]]>
রাহুল প্রিয়াঙ্কার বিরুদ্ধে অস্ত্র ও জমি কেলেঙ্কারির অভিযোগ বিজেপির https://thenewsbangla.com/rahul-and-priyanka-gandhi-accused-of-land-controversy-by-bjp/ Wed, 13 Mar 2019 12:41:53 +0000 https://www.thenewsbangla.com/?p=8340 দিল্লিতে সাংবাদিক সম্মেলনে গান্ধী পরিবারের বিরুদ্ধে বড়সড় অভিযোগ আনলেন কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রী স্মৃতি ইরানী। জমি কেলেঙ্কারির অভিযোগে রাহুল, প্রিয়াঙ্কা ও রবার্ট বঢরার বিরুদ্ধে আজ তোপ দাগেন তিনি।

আরও পড়ুনঃ লাস্যময়ী নুসরত ও সুন্দরী মিমিই এবার মমতার চমক

গান্ধী পরিবারকে একহাত নিয়ে তিনি বলেন, স্বাধীনতার পথ থেকে কংগ্রেস দেশবাসীকে একের পর এক দুর্নীতি উপহার দিয়েছে। দুর্নীতিকে কংগ্রেস তাদের পারিবারিক ব্যবসা বানিয়ে ফেলেছে বলে তিনি মন্তব্য করেন। এরপরেই রাহুল, প্রিয়াঙ্কা ও রবার্ট বঢরার বিরুদ্ধে জমি কেলেঙ্কারির অভিযোগ আনেন স্মৃতি ইরানী।

সাংবাদিক বৈঠকে স্মৃতি অস্ত্র ব্যবসায়ী সঞ্জয় ভান্ডারীর সাথে রাহুল ও রবার্ট বঢরার সরাসরি যুক্ত থাকার কথা উল্লেখ করেন তিনি। উল্লেখ্য, প্রতিরক্ষা চুক্তি সংক্রান্ত বিষয়ে সঞ্জয় ভান্ডারী গোয়েন্দাদের নজরে রয়েছেন, যার বিরুদ্ধে ইউপিএ আমলেও অস্ত্র ব্যবসায় দুর্নীতির অভিযোগ রয়েছে।

আরও পড়ুনঃ সমস্ত তর্জন গর্জন সার, তৃণমূলের বাতিল সাংসদকে দলে নিয়ে মুখ রক্ষা মুকুলের

স্মৃতি ইরানী আরও বলেন, অস্ত্র ব্যবসায়ী সঞ্জয় ভান্ডারীর সাথে গান্ধী পরিবারের সম্পর্ক শুধুমাত্র রাজনৈতিক কারনে নয়, বরং এর সাথে গান্ধী পরিবারের সকল সদস্যদের অর্থনৈতিক এবং তাদের ব্যক্তিগত স্বার্থও জড়িত।

সম্প্রতি রাফাল নিয়ে বিতর্কে জড়িয়েছে কেন্দ্র সরকার। রাহুল গান্ধী এখনও তার সকল জনসভায় রাফাল নিয়ে নরেন্দ্র মোদীর বিরুদ্ধে বাকযুদ্ধ জারি রেখেছেন। রাফাল ইস্যুতে রাহুলকে এক হাত নিয়ে বলেন, সঞ্জয় ভান্ডারীর সংস্থা রাফাল সংক্রান্ত চুক্তিতে সুবিধা করতে পারেনি। তাই রাহুল চেষ্টা করছেন, রাফাল চুক্তিকে যেনতেন প্রকারেন ভেস্তে দেওয়া।

আরও পড়ুনঃ প্রচুর চমক, রাজ্যের ৪২টি আসনে তৃণমূল কংগ্রেসের ৪২জন প্রার্থী কে কে

সঞ্জয় ভান্ডারীর সাথে সিসি থাম্পি ও পহওয়ার সাথেও রাহুলের জমি সংক্রান্ত বেআইনী লেনদেনের অভিযোগ তোলেন তিনি। অভিযোগে জানানো হয়েছে, রাহুল গান্ধী পহওয়ার কাছ থেকে একটি জমি কিনেছেন। পহওয়া, রবার্ট বঢরার কাছেও মহেশনগরে একটি জমি বিক্রি করেন। প্রিয়াঙ্কা গান্ধীও এই জমি ক্রয়ের সাথে সরাসরি যুক্ত এবং অভিযোগ যে, প্রিয়াঙ্কা একই জমি পহওয়ার কাছে বেশি দামে বিক্রি করেন।

আরও পড়ুনঃ মিছিল মিটিং করতে মমতার পুলিশ প্রশাসন আর আটকাতে পারবে না বিজেপিকে

স্মৃতি অভিযোগ করেন, ইতিমধ্যেই প্রমানিত হয়েছে এই ইস্যুতে পহওয়া ও সিসি থাম্পির কাছ থেকে বিপুল পরিমানে অর্থ নিয়েছেন। সিসি থাম্পিও সঞ্জয় ভান্ডারীর সাথে বঢরার চুক্তি সংক্রান্ত তদন্তে অনেকদিন ধরেই গোয়েন্দাদের নজরদারিতে রয়েছেন।

যদিও স্মৃতি ইরানীর সব অভিযোগ মিথ্যা বলে উড়িয়ে দিয়েছে কংগ্রেস। ভোটের মুখে দল ও গান্ধী পরিবারকে বদনাম করতেই এটা বিজেপির চক্রান্ত বলে জানান হয়েছে কংগ্রেসের তরফ থেকে।

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

]]>
অনেকে লুট করে দেশ ছাড়লেও আমি দেশেই আছি সাফাই রবার্ট বঢরার https://thenewsbangla.com/robert-vadra-husband-of-congress-leader-priyanka-gandhi-said-will-not-leave-country/ Thu, 07 Mar 2019 06:23:23 +0000 https://www.thenewsbangla.com/?p=7738 জমি কেলেঙ্কারির সঙ্গে শুরু করে আর্থিক দুর্নীতিতে অভিযুক্ত প্রিয়াঙ্কা গান্ধী তথা পূর্ব উত্তরপ্রদেশের কংগ্রেসের সভানেত্রীর স্বামী রবার্ট বঢরা। আর্থিক তছরুপের অভিযোগে তার বিরুদ্ধে তদন্ত চালাচ্ছে ইডি বা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।

আরও পড়ুনঃ মতুয়াদের বড়মার মৃত্যু রহস্যজনক, চাঞ্চল্যকর অভিযোগ

ইতিমধ্যেই আর্থিক দুর্নীতিতে নাম জড়িয়েছে বিজয় মাল্য, নীরব মোদী, মেহুল চোকসির নাম। উল্লেখ্য, এরা সকলেই দেশের নজর এড়িয়ে বিদেশে নিজেদের রক্ষা করতে বিদেশে পালিয়েছেন।

আরও পড়ুনঃ কংগ্রেস নেতা দিগ্বিজয় সিং এর রাস্তায় হাঁটলেন বিজেপি নেতা

আর এখানেই বিজয় মাল্য, নীরব মোদীদের সাথে নিজের তুলনা টানলেন রবার্ট বঢরা। অন্যরা দেশের সম্পদ লুটপাট করে বিদেশে পাড়ি দিয়েছেন, কিন্তু বঢরা দেশ ছাড়েননি বলে সাফাই দিলেন তিনি নিজেই। তার বক্তব্য, তিনি এখনও দেশেই আছেন এবং ভবিষ্যতেও দেশ থেকে পলায়ন করবেন না।

আরও পড়ুনঃ দেশদ্রোহী আখ্যা পেয়েও নিজের বক্তব্যে অনড় কংগ্রেস নেতা

প্রিয়াঙ্কা গান্ধী কংগ্রেসের সাধারণ সম্পাদক হিসেবে পূর্ব উত্তরপ্রদেশের দায়িত্ব নেবার পরেই রবার্ট বঢরা ইস্যুতে সুর চড়িয়েছে বিজেপি। সক্রিয় রাজনীতিতে আসার পরে তাই প্রিয়াঙ্কা গান্ধীকে বেশ কয়েকবার কটাক্ষও শুনতে হয়েছে।

আরও পড়ুনঃ পাকিস্তানে বিমানহানার প্রমাণ সরকারের হাতে, বাকি সব গুজব

৬ই মার্চ বুধবার এএনআইকে দেওয়া এক সাক্ষাতকারে রবার্ট বঢরা বলেন যে, তিনি এখনও এই দেশেই আছেন, কিন্তু দেশের টাকা লুট করে যারা বিদেশে পালিয়েছেন, তাদের কি হবে? ভারত থেকে পালানো বা সক্রিয় রাজনীতিতে অংশগ্রহনের কোনো সম্ভাবনাও তার নেই, সেই ব্যাপারে তিনি আশ্বস্ত করেন।

আরও পড়ুনঃ ভোটের বাজার মাত করতে আসরে নামছে পিসি

রবার্ট বঢরার নাম আবারও উঠে এলো, যখন ৯০০০ কোটি টাকার আর্থিক দুর্নীতিতে জড়িত বিজয় মাল্যকে লন্ডন থেকে প্রত্যার্পনের চেষ্টা চালাচ্ছে সরকার। নীরব মোদী ও মেহুল চোসকিও পিএনবি জালিয়াতি কেসে ১৩০০০ কোটি টাকার আর্থিক দুর্নীতিতে অভিযুক্ত।

আরও পড়ুনঃ বুলডোজার দিয়ে উর্দু গেট উড়িয়ে দিল যোগী সরকার

রবার্ট বঢরার বিরুদ্ধে লন্ডনের ব্র‍্যানস্টনে ১.৯ মিলিয়ন পাউন্ড মূল্যের সম্পত্তি ক্র‍য় নিয়ে আর্থিক হিসেব অনিয়মের অভিযোগ রয়েছে, যা নিয়ে মামলা চলছে। দিল্লি হাইকোর্ট ১৯শে অবধি তার অভ্যন্তরীণ জামিন মঞ্জুর করেছে।

কিছুদিন আগে রবার্ট বঢরার করা একটি ট্যুইট ঘিরে তার সক্রিয় রাজনীতিতে যোগদানের সম্ভাবনা দৃঢ় হয়। যদিও সেই সম্ভাবনা একেবারেই নেই বলে তিনি গতকাল জানিয়ে দিয়েছেন।

আরও পড়ুনঃ পরের সার্জিক্যাল স্ট্রাইকে বিমানে বেঁধে নিয়ে যাওয়া হবে বিরোধীদের

রবার্ট বঢরার এই মন্তব্যের পরেই বিজেপির তরফ থেকে প্রশ্ন তোলা হয়েছে, তাহলে কি নিজের দুর্নীতি স্বীকার করে নিলেন তিনি? কারণ বিজয় মাল্য, নীরব মোদী, মেহুল চোকসি প্রত্যেকেই দুর্নীতি করে পালিয়েছে। বউ ভগ্নীপতি কংগ্রেসের মাথা বলেই কি রাজনীতিকে আঁকরে ভারত ছেড়ে পালালেন না রবার্ট বঢরা? তবে কংগ্রেসের তরফ থেকে এটাকে বিজেপির ষড়যন্ত্র বলেই অনেকদিন আগেই জানিয়েছে কংগ্রেস।

]]>
সিবিআই ইডি তদন্ত থেকে বাঁচাতেই কি স্বামীকে রাজনীতিতে আনছেন প্রিয়াঙ্কা https://thenewsbangla.com/priyanka-gandhi-has-brought-her-husband-robert-to-politics-to-save-from-cbi-ed/ Mon, 25 Feb 2019 05:31:54 +0000 https://www.thenewsbangla.com/?p=7147 প্রিয়াঙ্কার স্বামী রবার্ট আসছেন রাজনীতিতে। কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধীর স্বামী রবার্ট ভদ্র রাজনীতিতে আসছেন। রবিবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া রবার্ট ভদ্রর এক পোস্ট তাঁর রাজনীতিতে নামার ইঙ্গিত দিচ্ছে। সেখানে তিনি মানুষের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেছেন।

সম্প্রতি প্রিয়াঙ্কা গান্ধী কংগ্রেস সাধারণ সম্পাদক হিসেবে উত্তরপ্রদেশের পূর্বাংশে ৪০ টি বিধানসভা এলাকার দায়িত্ব গ্রহণ করেছেন। তার পরেই এমন ইঙ্গিত দিয়েছিলেন রবার্ট ভদ্র। এবার ফেসবুকে পোস্ট দিয়ে সেটাই যেন স্বীকার করে নিলেন। রবার্ট ভদ্রের বিরুদ্ধে অর্থ পাচারের মামলার তদন্ত চলছে। ইডির জেরার মুখে পরেছেন তিনি।

আরও পড়ুনঃ পাক সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে মোদীকেই যোগ্য বলছেন দেশের মানুষ

রবার্ট ভদ্র ফেসবুকে লিখেছেন, ‘রাজনীতিতে থেকে আমি মানুষের জন্য কাজ করতে চাইনি। কিন্তু যদি রাজনীতিতে যোগ দিয়ে তাদের জন্য বড় কিছু করা যায়, তাহলে কেন যোগ দেব না? তবে আমি রাজনীতিতে যোগ দেব কি না, তা জনগণই সিদ্ধান্ত নেবে’। আর এই লেখার পরই রাজনৈতিক মহলের ধারণা, এবার প্রিয়াঙ্কার মতই সরাসরি রাজনীতিতে যোগ দিচ্ছেন প্রিয়াঙ্কার স্বামীও।

এর আগে প্রিয়াঙ্কার স্বামী রবার্ট ফেসবুকে লিখেছিলেন, ‘দেশের বিভিন্ন অঞ্চলে বিশেষ করে উত্তরপ্রদেশে অনেক বছর ধরে আমি প্রচারের কাজ করছি। কাজ করার সময় আমার মনে হয়েছে মানুষের জন্য আমি আরও বেশি কিছু করতে পারি, কিছু পরিবর্তন আনতে পারি। ওই সময় মানুষের কাছ থেকে আমি অনেক ভালোবাসা, শ্রদ্ধা পেয়েছি’।

আরও পড়ুনঃ বিশ্ব জুড়ে প্রভাব ফেলে শান্তি পুরস্কার পেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

নিজের ওপর আরোপিত অভিযোগ প্রসঙ্গে রবার্ট লিখেছেন, ‘এক যুগেরও বেশি সময় ধরে বিভিন্ন সরকার আমার পেছনে লেগে আছে। তারা আমার নাম ব্যবহার করে দেশের প্রধান ইস্যু ভিন্ন দিকে ঘোরানোর চেষ্টা করছে’। তিনি আরও লিখেছেন, ‘দেশের মানুষ ধীরে ধীরে বুঝতে পারছে আমার ওপর আরোপিত অভিযোগের কোনো সত্যতা নেই। অনেক মানুষের ভালোবাসা ও শ্রদ্ধা আমি পেয়েছি। অনেকেই আমাকে সুন্দর ভবিষ্যতের জন্য শুভকামনা জানিয়েছেন’।

আরও পড়ুনঃ ভারতের নদী থেকে একফোঁটাও জল দেওয়া হবে না পাকিস্তানকে

রাজনৈতিক মহল মনে করছে, কংগ্রেসের হয়ে লোকসভা ভোটে দাঁড়াতেও পারেন প্রিয়াঙ্কার স্বামীও। সেক্ষেত্রে তাঁর বিরুদ্ধে যে অর্থ পাচারের মামলার তদন্ত চলছে সেটাও রাজনৈতিক ভাবে মোকাবিলা করা যাবে। পুরোটাই সরাসরি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলেই দেখান যাবে মানুষকে। চাপা দেওয়া যাবে অর্থ পাচারের মামলার তদন্ত। অনেক বেশি করে রাজনৈতিক উদ্দেশ্যটা দেখান যাবে।

আরও পড়ুনঃ চিরশত্রুকে শিক্ষা দিতে ভারত পাক যুদ্ধ চান বাবা রামদেব

তবে আইন আইনের পথে চলবে বলেই জানিয়েছেন ইডি আধিকারিকরা। তবে বিজেপিকে সরিয়ে কংগ্রেস কেন্দ্রে ক্ষমতায় এলে যে এসবের কোন কিছুরই প্রয়োজন হবে না, তা বলাই যায়। তবে মামলার তদন্ত থেকে বাঁচাতেই স্বামীকে রাজনীতিতে আনছেন প্রিয়াঙ্কা, বিজেপির এই অভিযোগ উড়িয়ে দিয়েছে কংগ্রেস।

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

]]>
পাক সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে মোদীকেই যোগ্য বলছেন দেশের মানুষ https://thenewsbangla.com/people-of-india-thinks-narendra-modi-is-eligible-to-counter-pak-terrorism/ Mon, 25 Feb 2019 03:58:59 +0000 https://www.thenewsbangla.com/?p=7142 ভারত-পাক যুদ্ধ চায় ভারতের ৩৬% মানুষ। জম্মু-কাশ্মীরের পুলওয়ামায় জঙ্গি হামলার পর ভারতে চালান এক সমীক্ষায় দেখা গেছে, পাকিস্তানের সঙ্গে সরাসরি যুদ্ধ চায় ভারতের ৩৬ শতাংশ মানুষ। এই জঙ্গি হামলার বদলা হিসেবে ভারতের কি কি পদক্ষেপ নেওয়া উচিত, সেই প্রশ্নের উত্তরে সম্প্রতি এক সমীক্ষায় দেখা গেছে, সন্ত্রাসবাদ দমনে পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধই একমাত্র সমাধানের পথ বলে রায় দিয়েছেন অনেকেই।

ইন্ডিয়া টুডে ও এক্সিক মাই ইন্ডিয়ার যৌথ সমীক্ষায় উঠে এসেছে এমন চাঞ্চল্যকর তথ্য। ওই সমীক্ষায় দেখা যায়, ভারতের শতকরা ৩৬ শতাংশ মানুষই চাইছেন, পাকিস্তানের বিরুদ্ধে পুরোদমে যুদ্ধ করা হোক। ২৩ শতাংশ মানুষ যুদ্ধের বদলে চাইছেন সার্জিক্যাল স্ট্রাইক, অর্থাৎ সীমান্ত পেরিয়ে পাকিস্তানের জঙ্গিঘাঁটি ধ্বংস করা হোক।

সিবিআই ইডি তদন্ত থেকে বাঁচাতেই কি স্বামীকে রাজনীতিতে আনছেন প্রিয়াঙ্কা

১৮ শতাংশ মানুষ মনে করেন, ২০১১ সালে পাকিস্তানের অ্যাবোটাবাদে গোপনে অপারেশন চালিয়ে ওসামা বিন লাদেনকে যেভাবে আমেরিকা হত্যা করেছিল, ঠিক সেভাবেই জইশ-ই-মহম্মদের প্রধান মাসুদ আজহারকেও নিকেশ করা হোক। আর ১৫ শতাংশ মানুষ বলেছেন, পাকিস্তানকে কূটনৈতিক ও অর্থনৈতিকভাবে বিচ্ছিন্ন করা হোক।

গত ১৪ ফেব্রুয়ারি জম্মু-কাশ্মীরের পুলওয়ামায় জঙ্গি হামলায় ৪৯ জন সিআরপিএফ জওয়ানের মৃত্যুর পরই ভারতের ২৯টি রাজ্যে এই সমীক্ষা চালানো হয়। ওই সমীক্ষায় উত্তরদাতাদের শতকরা ৪৯ শতাংশ মানুষ দৃঢ়ভাবে বিশ্বাস করেন যে, সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের নেতৃত্ব দেওয়ার যোগ্যতম ব্যক্তি হলেন নরেন্দ্র মোদী। সে ক্ষেত্রে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর চেয়ে অনেকটাই পেছনে রয়েছেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী।

আরও পড়ুনঃ ভারতের নদী থেকে একফোঁটাও জল দেওয়া হবে না পাকিস্তানকে

ওই সমীক্ষায় ১৫ শতাংশ মানুষ মনে করেন, সন্ত্রাসবাদ দমনে রাহুল গান্ধীই যোগ্য নেতা। অন্যদিকে ৩ শতাংশ মানুষ ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংকে সন্ত্রাসবাদ দমনে যোগ্য নেতা বলেই মনে করেছেন। এ ক্ষেত্রে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী, বহুজন সমাজবাদী পার্টির নেত্রী মায়াবতী ও সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদব প্রত্যেকেই মাত্র এক শতাংশ ভোট পেয়েছেন।

আরও পড়ুনঃ চিরশত্রুকে শিক্ষা দিতে ভারত পাক যুদ্ধ চান বাবা রামদেব

পুলওয়ামায় জঙ্গি হামলার পরই দেশজুড়ে ওই ঘটনার বদলার দাবি উঠেছে। হামলার পরই পাকিস্তানকে কোণঠাসা করার প্রক্রিয়া শুরু করে দিয়েছে ভারত। এরই মধ্যে পাকিস্তানকে দেওয়া মোস্ট ফেভারড নেশন (এমএফএন) বা সবচেয়ে সুবিধাপ্রাপ্ত দেশের তকমা প্রত্যাহার করে নিয়েছে ভারত।

এরপর পাকিস্তান থেকে সমস্ত পণ্যের ওপরই আমদানি শুল্ক ২০০ শতাংশ করে দেওয়া হয়েছে। পরবর্তী পদক্ষেপ হিসেবে পাকিস্তানকে নদীর জল সরবরাহ বন্ধ করার সিদ্ধান্তও নিয়েছে ভারত। সমীক্ষায় আরও দেখা গেছে, শতকরা ৪৭ শতাংশ মানুষ মনে করেন, পাকিস্তান ও কাশ্মীর ইস্যুতে নরেন্দ্র মোদী সরকারের নীতি বিগত কংগ্রেস নেতৃত্বাধীন সংযুক্ত প্রগতিশীল জোট, ইউপিএ (২২ শতাংশ) এবং অটল বিহারি বাজপেয়ি প্রশাসনের (১২ শতাংশ) চেয়ে অনেক ভালো।

আরও পড়ুনঃ বিশ্ব জুড়ে প্রভাব ফেলে শান্তি পুরস্কার পেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

পুলওয়ামা জঙ্গি হামলায় এত সংখ্যক ভারতীয় জওয়ানের প্রাণ চলে যাওয়ার পেছনে পাকিস্তানের সেনাবাহিনী ও সে দেশের গুপ্তচর সংস্থা আইএসআইকেই প্রধান দায়ী হিসেবে মনে করেন ৩০ শতাংশ মানুষ। ১৯ শতাংশ মানুষের অভিমত, পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানই এর জন্য দায়ী। ১৩ শতাংশ মানুষ দায়ী করেছেন, জইশ-ই-মহম্মদকে।

এত বড় হামলা কিভাবে সংগঠিত হলো? এই প্রশ্নের উত্তরে ১৩ শতাংশ মানুষ গোয়েন্দা ব্যর্থতাকেই দায়ী করেছেন। ১৭ শতাংশ মানুষ মনে করেন, সন্ত্রাস দমনে কেন্দ্রীয় সরকারের দুর্বল নীতিই এর জন্য দায়ী। আর ৭ শতাংশ মানুষ মনে করেন, নিরাপত্তা সংস্থাগুলোর মধ্যে সমন্বয়ের অভাবের কারণে এই হামলা হয়েছে।

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

]]>