Priyanka Gandhi Vadra – The News বাংলা https://thenewsbangla.com Bengali News Portal Sun, 21 Apr 2019 06:51:16 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.2 https://thenewsbangla.com/wp-content/uploads/2018/09/cropped-cdacf4af-1517-4a2e-9115-8796fbc7217f-32x32.jpeg Priyanka Gandhi Vadra – The News বাংলা https://thenewsbangla.com 32 32 রাহুলের গুনের প্রশস্তি গেয়ে ওয়ানাডে ভোট প্রার্থনা করলেন প্রিয়াঙ্কা বঢরা https://thenewsbangla.com/priyanka-gandhi-vadra-praise-rahul-at-wornarde-asked-for-the-vote/ Sun, 21 Apr 2019 06:51:16 +0000 https://www.thenewsbangla.com/?p=11343 রাহুলের গুনের প্রশস্তি গেয়ে ওয়ানাডে ভোট প্রার্থনা করলেন প্রিয়াঙ্কা বঢরা। শনিবার রাহুল গান্ধীর দ্বিতীয় নির্বাচনী কেন্দ্র কেরালার ওয়ানাডে দাদার জন্য প্রচারে সামিল হন প্রিয়াঙ্কা বঢরা। এদিন প্রথম থেকেই পারিবারিক ইতিহাস তুলে ধরে এবং রাহুলের বহুমুখী প্রতিভার খতিয়ান তুলে ধরে জনসাধারণের সমর্থন আদায়ের চেষ্টা করেন তিনি।

আরও পড়ুনঃ শ্রীলঙ্কার ৩টি গির্জা ও ৩টি হোটেলে বিস্ফোরণে মৃত অসংখ্য মানুষ

প্রিয়াঙ্কা বলেন, খুব ছোটবেলায় তার ঠাকুমা আততায়ীর হাতে নিহত হন, সাত বছর বাদে রাহুল প্রিয়াঙ্কা পিতৃহারা হন। তখন দুজনেই খুব ছোট হওয়ায় খুব দুঃখের মধ্যে তাদের জীবন কেটেছে। রাজনীতিতে পা দেওয়ার পরে তার ভাই রাহুলকে অনেক কটাক্ষ ও অপমান সহ্য করে কষ্টের মধ্যে কাটাতে হয়েছে বলে তিনি মন্তব্য করেন।

আরও পড়ুনঃ রাহুল গান্ধী প্রধানমন্ত্রী হলে উপদেষ্টা এবং অভিভাবক হিসেবে কাজ করবেন দেবগৌড়া

কোনও ব্যক্তিবিশেষের প্রতি প্রিয়াঙ্কা বা রাহুলের হিংসা, ঘৃণা বা ক্ষোভ নেই বলে জানান তিনি। সংসদ ভবনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আন্তরিকতার সাথে রাহুক জড়িয়ে ধরেছিলেন, কিন্তু মোদী তার যথাযথ মূল্যায়ন না করে উল্টে তাদের পরিবার এবং মা বাবার সম্পর্কে নেতিবাচক প্রচার চালিয়েছে বলে মন্তব্য করেন তিনি।

আরও পড়ুনঃ জইশ ই মহম্মদের মতোই বিজেপিকেও নিষিদ্ধ করা হোক, দাবি ফিরহাদ হাকিমের

এদিন ভাই রাহুলের বহুমুখী প্রতিভার পরিচয় তুলে ধরেন প্রিয়াঙ্কা। পর্বতারোহন থেকে শুরু করে প্লেন চালনা, গাড়ীর ড্রাইভিং এর ক্ষেত্রেও রাহুল সিদ্ধহস্ত বলে জানান প্রিয়াঙ্কা। হিন্দু ধর্মীয় বিভিন্ন কাব্য শাস্ত্রেও রাহুলের অগাথ জ্ঞান রয়েছে বলে জানান তিনি। হিন্দুত্বের রক্ষকদের রাহুলের সমান জ্ঞান আছে কিনা, সেই বিষয়ে প্রশ্ন তোলেন তিনি। গুনী ভাইয়ের হাতে ভারতের এবং ভারতবাসীর ভবিষ্যৎ নিরাপদ বলে জনসভায় উপস্থিত জনসাধারণকে আশ্বস্ত করেন তিনি।

আরও পড়ুনঃ বাংলা থেকে লোকসভা ভোটে প্রার্থী হচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

উল্লেখ্য, আমেঠীর পাশাপাশি কেরালার ওয়ানাড থেকে প্রার্থী হয়েছেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। লোকসভা নির্বাচনের কথা মাথায় রেখে কংগ্রেস জোট করেছে ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লিগ (IUML), স্যোসাল ডেমোক্রেটিক পার্টি অফ ইন্ডিয়ার (SDPI) সঙ্গে। কংগ্রেসের লড়াই এখানে মূলত লেফট ডেমোক্রেটিক ফ্রন্টের বিরুদ্ধে৷

আরও পড়ুনঃ মমতার সভা ছেড়ে চলে গেল মানুষ, মাঝপথে ভাষণ বন্ধ করে বসে পড়লেন মমতা
আরও পড়ুনঃ মমতাকে বুঝতে আমারও ভুল হয়েছিল, মানুষের তো হবেই, বললেন মোদী

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

]]>
সিবিআই ইডি তদন্ত থেকে বাঁচাতেই কি স্বামীকে রাজনীতিতে আনছেন প্রিয়াঙ্কা https://thenewsbangla.com/priyanka-gandhi-has-brought-her-husband-robert-to-politics-to-save-from-cbi-ed/ Mon, 25 Feb 2019 05:31:54 +0000 https://www.thenewsbangla.com/?p=7147 প্রিয়াঙ্কার স্বামী রবার্ট আসছেন রাজনীতিতে। কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধীর স্বামী রবার্ট ভদ্র রাজনীতিতে আসছেন। রবিবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া রবার্ট ভদ্রর এক পোস্ট তাঁর রাজনীতিতে নামার ইঙ্গিত দিচ্ছে। সেখানে তিনি মানুষের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেছেন।

সম্প্রতি প্রিয়াঙ্কা গান্ধী কংগ্রেস সাধারণ সম্পাদক হিসেবে উত্তরপ্রদেশের পূর্বাংশে ৪০ টি বিধানসভা এলাকার দায়িত্ব গ্রহণ করেছেন। তার পরেই এমন ইঙ্গিত দিয়েছিলেন রবার্ট ভদ্র। এবার ফেসবুকে পোস্ট দিয়ে সেটাই যেন স্বীকার করে নিলেন। রবার্ট ভদ্রের বিরুদ্ধে অর্থ পাচারের মামলার তদন্ত চলছে। ইডির জেরার মুখে পরেছেন তিনি।

আরও পড়ুনঃ পাক সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে মোদীকেই যোগ্য বলছেন দেশের মানুষ

রবার্ট ভদ্র ফেসবুকে লিখেছেন, ‘রাজনীতিতে থেকে আমি মানুষের জন্য কাজ করতে চাইনি। কিন্তু যদি রাজনীতিতে যোগ দিয়ে তাদের জন্য বড় কিছু করা যায়, তাহলে কেন যোগ দেব না? তবে আমি রাজনীতিতে যোগ দেব কি না, তা জনগণই সিদ্ধান্ত নেবে’। আর এই লেখার পরই রাজনৈতিক মহলের ধারণা, এবার প্রিয়াঙ্কার মতই সরাসরি রাজনীতিতে যোগ দিচ্ছেন প্রিয়াঙ্কার স্বামীও।

এর আগে প্রিয়াঙ্কার স্বামী রবার্ট ফেসবুকে লিখেছিলেন, ‘দেশের বিভিন্ন অঞ্চলে বিশেষ করে উত্তরপ্রদেশে অনেক বছর ধরে আমি প্রচারের কাজ করছি। কাজ করার সময় আমার মনে হয়েছে মানুষের জন্য আমি আরও বেশি কিছু করতে পারি, কিছু পরিবর্তন আনতে পারি। ওই সময় মানুষের কাছ থেকে আমি অনেক ভালোবাসা, শ্রদ্ধা পেয়েছি’।

আরও পড়ুনঃ বিশ্ব জুড়ে প্রভাব ফেলে শান্তি পুরস্কার পেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

নিজের ওপর আরোপিত অভিযোগ প্রসঙ্গে রবার্ট লিখেছেন, ‘এক যুগেরও বেশি সময় ধরে বিভিন্ন সরকার আমার পেছনে লেগে আছে। তারা আমার নাম ব্যবহার করে দেশের প্রধান ইস্যু ভিন্ন দিকে ঘোরানোর চেষ্টা করছে’। তিনি আরও লিখেছেন, ‘দেশের মানুষ ধীরে ধীরে বুঝতে পারছে আমার ওপর আরোপিত অভিযোগের কোনো সত্যতা নেই। অনেক মানুষের ভালোবাসা ও শ্রদ্ধা আমি পেয়েছি। অনেকেই আমাকে সুন্দর ভবিষ্যতের জন্য শুভকামনা জানিয়েছেন’।

আরও পড়ুনঃ ভারতের নদী থেকে একফোঁটাও জল দেওয়া হবে না পাকিস্তানকে

রাজনৈতিক মহল মনে করছে, কংগ্রেসের হয়ে লোকসভা ভোটে দাঁড়াতেও পারেন প্রিয়াঙ্কার স্বামীও। সেক্ষেত্রে তাঁর বিরুদ্ধে যে অর্থ পাচারের মামলার তদন্ত চলছে সেটাও রাজনৈতিক ভাবে মোকাবিলা করা যাবে। পুরোটাই সরাসরি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলেই দেখান যাবে মানুষকে। চাপা দেওয়া যাবে অর্থ পাচারের মামলার তদন্ত। অনেক বেশি করে রাজনৈতিক উদ্দেশ্যটা দেখান যাবে।

আরও পড়ুনঃ চিরশত্রুকে শিক্ষা দিতে ভারত পাক যুদ্ধ চান বাবা রামদেব

তবে আইন আইনের পথে চলবে বলেই জানিয়েছেন ইডি আধিকারিকরা। তবে বিজেপিকে সরিয়ে কংগ্রেস কেন্দ্রে ক্ষমতায় এলে যে এসবের কোন কিছুরই প্রয়োজন হবে না, তা বলাই যায়। তবে মামলার তদন্ত থেকে বাঁচাতেই স্বামীকে রাজনীতিতে আনছেন প্রিয়াঙ্কা, বিজেপির এই অভিযোগ উড়িয়ে দিয়েছে কংগ্রেস।

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

]]>