Priyanka Chopra – The News বাংলা https://thenewsbangla.com Bengali News Portal Mon, 04 Mar 2019 06:28:45 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.2 https://thenewsbangla.com/wp-content/uploads/2018/09/cropped-cdacf4af-1517-4a2e-9115-8796fbc7217f-32x32.jpeg Priyanka Chopra – The News বাংলা https://thenewsbangla.com 32 32 পাকিস্তানের কোপে এবার প্রিয়াঙ্কা চোপড়া https://thenewsbangla.com/pakistan-filed-petition-seeking-priyanka-chopras-removal-as-unicef-ambassador/ Mon, 04 Mar 2019 06:23:42 +0000 https://www.thenewsbangla.com/?p=7421 গোটা বিশ্বের পুরুষদের হার্টথ্রব তিনি। কিন্তু সেই প্রিয়াঙ্কা চোপড়া এবার পাকিস্তানের কোপে। প্রিয়াঙ্কা চোপড়ার উপর ক্ষুব্ধ পাক জনতা। ইউনিসেফের শুভেচ্ছাদূত থেকে প্রিয়াংকাকে বহিষ্কার চেয়ে পাকিস্তানে পিটিশন। পিটিশনে সই করছে পাক রাজনিতিবিদ থেকে শুরু করে সাধারণ মানুষ। কিন্তু পাকিস্তানের হঠাৎ প্রিয়াঙ্কার উপর খেপে যাওয়ার কারণ কি?

আরও পড়ুনঃ Exclusive পাকিস্তান থেকে পালানোর জন্য তৈরি থাকুন জঙ্গিদের জানাল জইশ

জানা যাচ্ছে, কাশ্মীর ইস্যুতে পাকিস্তানে ভারতের বিমান হামলার প্রশংসা করে টুইট করায় ইউনিসেফের শুভেচ্ছা দূতের পদ থেকে প্রিয়াঙ্কা চোপড়ার বহিষ্কার চেয়েছে পাকিস্তানিরা। সম্প্রতি অনলাইনে একটি পিটিশন দায়ের করার মাধ্যমে তারা তাঁর বহিষ্কার চেয়েছে।

আরও পড়ুনঃ সার্জিক্যাল স্ট্রাইকে মাসুদ আজহারকেও কি উড়িয়ে দিয়েছে ভারতীয় বায়ুসেনা

জানা গেছে, বলিউডের অন্যান্য তারকাদের মত সমালোচনা করতে গিয়ে গত ২৬ ফেব্রুয়ারি প্রিয়াঙ্কা তাঁর টুইটার অ্যাকাউন্ট থেকে এক টুইটে বিমান হামলার সাথে একাত্মতা প্রকাশ করে বলেন, ‘জয় হিন্দ, হ্যাশট্যাগ ভারতীয় সশস্ত্র বাহিনী’। আর তাঁর এই কথাতেই চটে যান পাকিস্তানের সমর্থকরা। ফলশ্রুতিতে তার শুভেচ্ছা দূতের পদে বহাল থাকার বিরুদ্ধে পিটিশন দায়ের করা হয়েছে।

আরও পড়ুনঃ ভারতের সার্জিক্যাল স্ট্রাইকে খতম জইশ জঙ্গি ও ডেরা স্বীকার মাসুদ ভাইয়ের

প্রিয়াঙ্কা চোপড়া ২০১০ সাল থেকে ইউনিসেফের শুভেচ্ছা রাষ্ট্রদূত হিসেবে কাজ করছেন। ঘুরেছেন বিশ্বের অনেক দেশেই। গোটা বিশ্বের শিশুদের নিয়ে কাজ করেছেন প্রিয়াঙ্কা।

আরও পড়ুনঃ ইমরান খানকে ভারতের পরমাণু অস্ত্র হুমকি দিলেন আসাদউদ্দিন ওয়েসি

পাকিস্তানি লেখক ও কবি আতিফ তৌকির তাঁর টুইটে প্রিয়াঙ্কা চোপড়ার ইউনিসেফের শুভেচ্ছাদূত পদ নিয়ে সন্দেহ প্রকাশ করে নিন্দার সাথে জানিয়েছেন, “সে কি সত্যিই ইউনিসেফের শুভেচ্ছা রাষ্ট্রদূত?”। আতিফ তৌকির আরও লেখেন যে, “আমি কোনভাবেই বুঝতে পারছি না একজন অভিনেতা এবং একই সাথে ইউনিসেফের শুভেচ্ছা রাষ্ট্রদূত হিসেবে নিয়োজিত থাকা অবস্থায় কীভাবে যুদ্ধকে প্রশংসা করতে পারেন তিনি। এই পৃথিবী কখনই শান্তির পথে ধাবিত হতে পারে না যখন শান্তি চুক্তিকারীরাই যুদ্ধকে ভালোবাসে”।

আরও পড়ুনঃ স্টাইল থেকে ফ্যাশন সবেতেই এখন অভিনন্দনের ছোঁয়া

এর আগে গত ১৪ ফেব্রুয়ারি ভারতের সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের উপর করা জইশ-ই-মহম্মদ জঙ্গি বাহিনীর হামলার পর পাকিস্তানি সীমান্তে ঢুকে বিমান হামলা চালায় ভারতীয় বাহিনী। ১৯৭১ সালের পর প্রথমবার ভারত সীমান্ত পেরিয়ে পাকিস্তানে হামলা চালাল।

আরও পড়ুনঃ কাশ্মীরে লড়ছে মরছে সেনা আর তাঁদের নিয়ে চলছে মুনাফার মারপিট

আর জঙ্গি ঘাঁটি ধ্বংস করার জন্য ভারতীয় বিমান বাহিনীর এই প্রচেষ্টাকেই সমর্থন করেন প্রিয়াঙ্কা চোপড়া। আর এরপরেই গোটা পাকিস্তান জুড়ে প্রিয়াঙ্কার বিরুদ্ধে সমালোচনার ঝড় ওঠে। যদিও পাকিস্তানের অভিনেতা অভিনেত্রীরা এখনও এই প্রিয়াঙ্কা ইস্যু নিয়ে মুখ খোলেননি। তবে কিছু পাক জনতা ইন্টারনেটে এই পিটিশন লিখে তাতে মানুষের সই সংগ্রহ করছেন। প্রিয়াঙ্কা চোপড়া অবশ্য এই ইস্যু নিয়ে মুখ খুলতে চাননি।

আরও পড়ুনঃ ম্যাডাম খুব তাড়াতাড়ি যুদ্ধ বিমানে বসতে চাই, নির্মলাকে অভিনন্দন
আরও পড়ুনঃ পাকিস্তান ছাড়ার আগে অভিনন্দন বর্তমানের পাশে ভদ্রমহিলা কে
আরও পড়ুনঃ জওয়ানদের হত্যার ভয়ঙ্কর ষড়যন্ত্র পাক আইএসআইয়ের
আরও পড়ুনঃ ভারতীয় বায়ুসেনা অভিনন্দনের স্ত্রী সাজিয়ে নোংরা রাজনীতি মোদী বিরোধীদের
আরও পড়ুনঃ ভারতকে হেয় করতে পাকিস্তানের মিথ্যা দাবিতে বেঘোরে প্রাণ গেল পাক পাইলটের

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

]]>
Exclusive: ভারতবাসীকে ‘জ্ঞান’ দেওয়া প্রিয়াঙ্কা নিজে কি করলেন https://thenewsbangla.com/what-did-priyanka-chopra-do-in-her-marriage-after-giving-dialouge-to-the-indians/ Sun, 02 Dec 2018 08:48:31 +0000 https://www.thenewsbangla.com/?p=3447 The News বাংলা, মুম্বাই: কথায় আছে ‘নিজের বেলা আটিশুঁটি, পরের বেলায় দাঁত কপাটি’। তার জ্বলন্ত উদাহরণ বলিউড হার্টথ্রব প্রিয়াঙ্কা চোপড়া। ভারতবাসীকে জ্ঞান দেওয়া প্রিয়াঙ্কা নিজের বেলায় সব জ্ঞান ভুলে গেলেন।

শনিবারই ধূমধাম করে বিয়ে হল নিক প্রিয়াঙ্কার। বিয়ে সম্পন্ন হওয়ার পর টানা ২ ঘন্টা ধরে আতশবাজি ফাটানো হয়। কয়েক কোটি টাকার ফটকা, বাজিও ফাটানো হয়েছে। জানা গেছে, এই বাজি বিদেশ থেকে আনা হয়েছিল, যার মূল্য কয়েক কোটি টাকা। লাগাতার ২ ঘন্টা ধরে আতশবাজি পোড়ান হয়, বাজি ফাটানও হয়।

Double Standrad Priyanka Chopra/The News বাংলা
Double Standrad Priyanka Chopra/The News বাংলা

স্মরণ করিয়ে দি, ইনি সেই প্রিয়াঙ্কা চোপড়া যিনি কিছুদিন আগেই বাজি মুক্ত, দূষণ মুক্ত দীপাবলি পালনের জন্য ভারতবাসীদের জ্ঞান দিয়েছিলেন। মাত্র কয়েক সপ্তাহ আগেই প্রিয়াঙ্কা চোপড়া টিভি মাধ্যম ও সোশ্যাল মিডিয়ায় এসে আতশবাজি মুক্ত, বায়ুদূষণ মুক্ত দীপাবলি পালনের জন্য সবাইকে জ্ঞান দিয়েছিলেন।

সংবাদসংস্থা এএনআই একটি ভিডিও প্রকাশ করেছে। তাতেই পুরো ঘটনা প্রকাশ্যে এসেছে। দীপাবলীতে কি জ্ঞান দিয়েছিলেন প্রিয়াঙ্কা? আবার একবার শুনে নিন প্রিয়াঙ্কার সেই জ্ঞান।

দেখে নিন প্রিয়াঙ্কা চোপড়ার দ্বিমুখী রুপঃ

এখন সেই প্রিয়াঙ্কা নিজের বিয়েতে টানা ২ ঘন্টা ধরে বাজি ফাটিয়ে বায়ুদূষণ করে তার আসল রূপ দেখিয়ে দিলেন। প্রিয়াঙ্কার কাছে উৎসবে আতশবাজি ফাটান পরিবেশ বিরোধী কাজ কিন্তু নিজের বিয়েতে আতশবাজি পোড়ানো উচিত কাজ।

দু ঘন্টার বেশি সময় ধরে কয়েক কোটি টাকা খরচা করে কি হল সেটাও দেখে নিন একবার। কোথায় গেল পশু-পাখিদের জন্য এত চিন্তা?
কোথায় গেল এত সচেতনতা? কোথায় গেল এত জ্ঞান? নিজের বিয়েতে সব ভুলে গেলেন এই জ্ঞানী?

দেখুন টানা দু ঘণ্টা ধরে কি হল প্রিয়াঙ্কার বিয়েতেঃ

প্রিয়াঙ্কার হিপোক্রেসি নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন ওঠে গেছে। মুখে এক, কাজে এক, প্রিয়াঙ্কা চোপড়ার এই দুরকম রূপে অবাক বলিউড দুনিয়াও। জ্ঞান দেবার সময় কেন মনে থাকে না, নিজে সেটা মনে রাখতে পারবে তো ?

এরপর যারা এই ধরনের প্রচার করেন তাঁরা দুবার ভাববেন এই ধরনের কোন ফিল্ম নায়ক নায়িকাদের নিয়ে এই ধরণের সচেতনতা মূলক প্রোগাম করবেন কিনা। যারা নিজেরাই নিজের বেলায় নিয়মকানুন মানে না, তারা কি করে ভারতবাসীকে জ্ঞান দিতে আসে। প্রশ্ন উঠেছে।

সত্য সেলুকাস, কি বিচিত্র এই দেশ। বাংলা প্রবাদটাই একেবারে ঠিক। ‘নিজের বেলা আটিশুঁটি, পরের বেলায় দাঁত কপাটি’।

Double Standrad Priyanka Chopra/The News বাংলা
Double Standrad Priyanka Chopra/The News বাংলা
]]>
নিক প্রিয়াঙ্কার নতুন বিলাসবহুল বাড়ির অন্দরমহলে https://thenewsbangla.com/nick-priyankars-new-luxurious-house/ Wed, 24 Oct 2018 11:29:45 +0000 https://www.thenewsbangla.com/?p=1417 মুম্বাই: মার্কিন গায়ক নিক জোনাস কিনেছেন বিলাসবহুল একটি নতুন বাড়ি। আর সেখানেই শুরু হবে প্রিয়াঙ্কা চোপড়ার সঙ্গে তাঁর নতুন সংসার। বিলাসবহুল এই বাড়িটি এখন মানুষের আগ্রহের বিষয়।

চলতি বছরের ডিসেম্বরে মার্কিন গায়ক নিক জোনাসের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসছেন বলিউড-হলিউড তারকা প্রিয়াঙ্কা চোপড়া। বিয়ের অনুষ্ঠানে কী কী থাকছে, কেমন পোশাক পরবেন প্রিয়াঙ্কা, কারা অতিথি হচ্ছেন, বিয়ের খুঁটিনাটি সব জানতে আগ্রহী ভক্তরা। এই যুগলের আন্তঃমহাদেশীয় রোমান্স মন জয় করেছে অগণিত ভক্তকে।

কিন্তু হবু বউ প্রিয়াঙ্কার জন্য মার্কিন গায়ক যে বাড়িটি কিনেছেন, কেমন সে বাড়িটি, কিনতে খরচই বা কত পড়েছে, তা কি জানেন?

খবর বলছে, নিক জোনাস তাঁর প্রিয়তমা হবু বউয়ের জন্য যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে একটি বিলাসবহুল বাড়ি কিনেছেন, যার মূল্য সাড়ে ছয় মিলিয়ন মার্কিন ডলার। টাকার অঙ্কে যার পরিমাণ দাঁড়ায় ৪৭ কোটি ৫৯ লাখ টাকা(এক ডলার সমান ৭৩.১৮টাকা হিসাবে)। নতুন উষ্ণ জীবনে প্রবেশের আগে একটি দামি ‘শীতল বাড়ির’ প্রয়োজন তো ছিলই।

নিক জোনাস নিজেই বলেছেন, ‘হবু বউয়ের জন্য আমি একটি শীতল বাড়ি কিনেছি!’ মার্কিন যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যমগুলির প্রতিবেদন অনুযায়ী, প্রিয়াঙ্কাকে বিয়ের প্রস্তাব দেওয়ার আগেই বাড়িটি কিনেছেন নিক জোনাস। রোমান্স শুরুর আগেই পাঁচ বেডরুমের বিলাসবহুল বাড়িটি কেনেন তিনি।

বাড়িটি ক্যালিফোর্নিয়ার বেভারলি হিলস শহর সংলগ্ন। ৪ হাজার ১২৯ স্কোয়ার ফুটের এ বাড়িটিতে রয়েছে ৫ টি সুবিশাল শয়নকক্ষ ও ৪ টি বিশাল বাথরুম ও সুইমিংপুল। এ ছাড়া প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত বাড়িটিতে রয়েছে অতিথিশালা ও খোলা চত্বর।

ভারতের সংবাদমাধ্যম ডিসেম্বরে বিয়ের কথা বললেও, ইকনমিক টাইমসের একটি সূত্র বলছে, ‘এই যুগল (প্রিয়াঙ্কা ও নিক) আগামী বছর বিয়ে করার পরিকল্পনা করছেন। দুজনই খুব ব্যস্ত, কিন্তু তাঁরা সম্পর্ক উপভোগ করতে সময় কাটাচ্ছেন।’

চলতি বছরের ডিসেম্বরে প্রিয়াঙ্কা ও নিকের বিয়ের গুঞ্জন চললেও ওই সূত্র বলছে, ‘এই যুগল তাঁদের বন্ধুদের বলেছেন, আগামী বছরের শুরুতে বিয়ের পিঁড়িতে বসবেন তাঁরা।’ সূত্রটির মতে, ‘প্রিয়াঙ্কা এর মধ্যেই পরিকল্পনা করেছেন, কয়েক মাসের মধ্যেই বিয়ে করবেন এবং নিককে স্বামী হিসেবে পাওয়ার জন্য তিনি উত্তেজিত।’

সূত্রটি আরো বলেছে, বিয়ের ব্যাপারে প্রিয়াঙ্কা ও নিক দুজনের ভাবনা একই। খুব তাড়াতাড়ি বিয়ে করতে চান তাঁরা। এবং বন্ধুদের বলেছেন, বিয়ে সম্ভবত আগামী বছর হচ্ছে।

গত ১৮ আগস্ট মুম্বাইয়ে সনাতন রীতি মেনে প্রিয়াঙ্কা চোপড়া ও নিক জোনাসের বাগদান হয়। ভক্তরা এ যুগলের বিয়ের সাড়ম্বর আয়োজন দেখার জন্য মুখিয়ে আছেন।

তবে বিয়ের আগ্রহের মধ্যেই, নিক-প্রিয়াঙ্কার বাড়ি নিয়েই এখন যাবতীয় জল্পনা কল্পনা। প্রিয়াঙ্কার নতুন বাড়ির গল্প ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।

]]>