prime minister – The News বাংলা https://thenewsbangla.com Bengali News Portal Sun, 21 Apr 2019 05:52:27 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.2 https://thenewsbangla.com/wp-content/uploads/2018/09/cropped-cdacf4af-1517-4a2e-9115-8796fbc7217f-32x32.jpeg prime minister – The News বাংলা https://thenewsbangla.com 32 32 রাহুল গান্ধী প্রধানমন্ত্রী হলে উপদেষ্টা এবং অভিভাবক হিসেবে কাজ করবেন দেবগৌড়া https://thenewsbangla.com/deve-gowda-do-as-well-adviser-if-rahul-gandhi-becomes-prime-minister/ Sun, 21 Apr 2019 05:52:27 +0000 https://www.thenewsbangla.com/?p=11332 রাহুল গান্ধী প্রধানমন্ত্রী হলে রাহুলের উপদেষ্টা এবং অভিভাবক হিসেবে কাজ করবেন দেবগৌড়া, শনিবার একটি নির্বাচনী সভায় এমনটাই জানালেন কর্নাটকের মুখ্যমন্ত্রী কুমারস্বামী।

আরও পড়ুনঃ জইশ ই মহম্মদের মতোই বিজেপিকেও নিষিদ্ধ করা হোক, দাবি ফিরহাদ হাকিমের

এদিন পাকিস্তানের বালাকোটে ভারতের এয়ার স্ট্রাইক নিয়ে শনিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কটাক্ষ করলেন কুমারস্বামী। বালাকোটে এয়ার স্ট্রাইক নিয়ে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে রাজনীতি করার অভিযোগে সরব হয়ে তিনি বলেন, মৃত সন্ত্রাসবাদীদের সঠিক পরিসংখ্যান দিতে না পেরে নরেন্দ্র মোদী জনগনকে বিভ্রান্ত করছেন। সন্ত্রাসবাদী নিধন না করে সীমান্তের কয়েকটি গাছ ফেলে এসেছে সেনাবাহিনী, বলেও মন্তব্য করেন তিনি।

আরও পড়ুনঃ বাংলা থেকে লোকসভা ভোটে প্রার্থী হচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

কুমারস্বামী বলেন, প্রধানমন্ত্রী তাঁর বক্তব্য রাখতেই পারেন, কিন্তু তিনি জনসাধারণকে সঠিক তথ্য প্রদান করছেন না। এর আগেও বিভিন্ন সময়ে ভারত পাকিস্তান সম্পর্কে টানাপোড়েন হয়েছে, কিন্তু সেগুলোর কোনও ইস্যুকেই কোনও প্রাক্তন প্রধানমন্ত্রী তাঁদের রাজনৈতিক স্বার্থে ব্যবহার করেননি।

আরও পড়ুনঃ মমতার সভা ছেড়ে চলে গেল মানুষ, মাঝপথে ভাষণ বন্ধ করে বসে পড়লেন মমতা

এদিন নরেন্দ্র মোদীর ৫ বছরের সাথে কুমারস্বামী তার বাবা দেবগৌড়ার প্রধানমন্ত্রীত্বের তুলনা টেনে আনেন। দেবগৌড়া ১৯৯৬ সালের জুন থেকে ১৯৯৭ সালের এপ্রিল মাস অবধি মাত্র ১০ মাসের জন্য জোট সরকারের প্রধানমন্ত্রী হয়েছিলেন।

আরও পড়ুনঃ মমতাকে বুঝতে আমারও ভুল হয়েছিল, মানুষের তো হবেই, বললেন মোদী

কুমারস্বামী বলেন, তার বাবা প্রধানমন্ত্রী থাকাকালীন সারা দেশে শান্তি বিরাজ করতো। ওই ১৯ মাসে সারা ভারতে কোথাও সন্ত্রাসবাদী হানা হয়নি এমনকী কাশ্মীর সীমান্তেও কোনও গন্ডগোল হয়নি বলে তিনি দাবি করেন।

আরও পড়ুনঃ মমতার সভা আলো করে বসে দাগী সমাজবিরোধী, নির্বাচন কমিশনে গেল বিরোধীরা

চলতি লোকসভা নির্বাচন শেষ হলে তার বাবার ভূমিকা নিয়ে এদিন বক্তব্য রাখেন কুমারস্বামী। তিনি বলেন, কেন্দ্রে আর বিজেপি সরকারের প্রত্যাবর্তন করা সম্ভব নয়। বিভিন্ন আঞ্চলিক দল মিলেই কেন্দ্রে সরকার গড়বে বলে তার দাবি। জোটের মধ্যে থেকেই তার বাবা দেবগৌড়া উপদেষ্টার ভূমিকায় অবতীর্ণ হবেন বলে দাবি করেন কুমারস্বামী। ইতিমধ্যেই প্রধানমন্ত্রী হিসেবে রাহুল গান্ধীকে সমর্থন করেছে জেডিইউ দলের নেতা তথা কর্নাটকের মুখ্যমন্ত্রী কুমারস্বামী।

আরও পড়ুনঃ অর্জুন সিংহের হাত ধরে বিজেপিতে যোগ চার কাউন্সিলর সহ কয়েক হাজার তৃণমূল কর্মীর
অর্ণব উধাও রহস্যে আরও পড়ুনঃ নোডাল অফিসার স্বামীর উধাও হওয়া নিয়ে নির্বাচন কমিশনকে তোপ দাগলেন স্ত্রী অনিশা

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

]]>
জম্মু কাশ্মীরের জন্য আলাদা রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী চাইলেন ওমর আবদুল্লা https://thenewsbangla.com/omar-abdullah-wants-separate-president-prime-minister-for-jammu-and-kashmir/ Mon, 01 Apr 2019 14:39:35 +0000 https://www.thenewsbangla.com/?p=9672 জম্মু কাশ্মীরের জন্য আলাদা রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী চাইলেন ওমর আবদুল্লা। ভারতের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী নয়, এবার জম্মু কাশ্মীরের জন্য আলাদা রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী চাইলেন ওমর আবদুল্লা। ন্যাশন্যাল কনফারেন্সের নেতা ওমর আবদুল্লা পরিস্কার জানিয়ে দেন, জম্মু কাশ্মীরের জন্য আলাদা সুযোগ সুবিধা তুলে দিলে জম্মু কাশ্মীরের জন্য আলাদা রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী চাই। আর এই ঘোষণার পরেই জোটসঙ্গী ন্যাশন্যাল কনফারেন্সের জন্য দেশ জুড়ে সমালোচনার মধ্যে পরেছে কংগ্রেস।

জম্মু কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও ন্যাশন্যাল কনফারেন্সের নেতা ওমর আবদুল্লা এবার জম্মু কাশ্মীরের জন্য আলাদা রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী চাইলেন। ভারতের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী নয়, জম্মু কাশ্মীরের জন্য একেবারে আলাদা রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী চাইলেন ওমর আবদুল্লা। যদি সংবিধানের ৩৭০ আর্টিকেল ও ৩৫এ ধারা তুলে দেওয়া হয়, তাহলে জম্মু কাশ্মীরের জন্য আলাদা রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী চাই বলেই দাবি করে বসলেন ওমর আবদুল্লা।

আর এই নিয়েই গোটা দেশ জুড়ে শুরু হয়েছে জোর বিতর্ক। এই ইস্যুতে জোটসঙ্গী ন্যাশন্যাল কনফারেন্সের জন্য চরম সমস্যায় পরে গেছে কংগ্রেস। ভোটের মুখে এই নিয়ে কংগ্রেস ও রাহুলকে একহাত নিয়েছেন নরেন্দ্র মোদী। মহাজোটের সব শরিককেই তুলধোনা করেছেন মোদী। মহাজোটের সব নেতাদের উদ্দ্যেশ্যেই প্রশ্ন ছুঁড়ে দিয়েছেন মোদী।

ঠিক কি বলেছেন জম্মু কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও ন্যাশন্যাল কনফারেন্সের নেতা ওমর আবদুল্লা? তিনি বলেছেন, যদি সংবিধানের ৩৭০ আর্টিকেল ও ৩৫এ ধারা তুলে দেওয়া হয়, তাহলে জম্মু কাশ্মীরের জন্য আলাদা রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী চাই। তিনি প্রকাশ্যে বলেছেন, সংবিধানের ৩৭০ আর্টিকেল ও ৩৫এ ধারা তুলে দেওয়া হলে, জম্মু কাশ্মীরের জন্য আলাদা প্রধানমন্ত্রী চাই।

আর এই বক্তব্যের পরেই দেশ জুড়ে হইচই পরে গেছে। তুমুল সমালোচনা শুরু হয়েছে দেশ জুড়ে। তবে এই নিয়ে এখনও মুখ খলে নি কংগ্রেস। মহাজোটের অন্যান্য নেতারাও এই নিয়ে এখনও কোন মুখ খোলেন নি। ভোটের মুখে জম্মু কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও ন্যাশন্যাল কনফারেন্সের নেতা ওমর আবদুল্লার এই মন্তব্য কংগ্রেসকে যে বিপদের মধ্যে ফেলল এমনটাই মনে করছে রাজনৈতিক মহল।

]]>
‘পর্যটক প্রধানমন্ত্রী’ নরেন্দ্র মোদীকে স্বাগত জানালেন পর্যটনমন্ত্রী গৌতম দেব https://thenewsbangla.com/tourism-minister-gautam-dev-welcomed-the-tourists-prime-minister-narendra-modi/ Thu, 06 Dec 2018 14:59:02 +0000 https://www.thenewsbangla.com/?p=3627 The News বাংলা, শিলিগুড়িঃ বিজেপির গনতন্ত্র বাঁচাও যাত্রার মধ্যেই ১৬ ডিসেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উত্তরবঙ্গ সফরকে কটাক্ষ পর্যটন মন্ত্রী গৌতম দেবের। প্রধানমন্ত্রীর সফরসূচী এখনও নিশ্চিত নয়। তবে, প্রধানমন্ত্রী এলে শিলিগুড়িতে তাঁকে পর্যটক হিসেবে স্বাগত জানাবেন গৌতম দেব।

আদালতের রায়ে বিজেপির ‘গনতন্ত্র বাঁচাও যাত্রা’ এখন অনিশ্চিত। প্রধানমন্ত্রীর সফরসূচী এখনও নিশ্চিত নয়। বৃহস্পতিবার তিনি কটাক্ষ করে বলেন,’এখন শিলিগুড়ির আবওহাওয়া খুব ভাল। উনি আসছেন খুব ভাল কথা। পর্যটক হিসেবে ওনাকে স্বাগত আমাদের’। প্রধানমন্ত্রী পর্যটনে আসছেন বলে কটাক্ষ গৌতম দেবের।

আরও পড়ুন: রথ যাত্রার আগেই দিলীপ ঘোষের গাড়িতে তৃণমূলের হামলা

তবে প্রধানমন্ত্রী সহ কেন্দ্রীয় মন্ত্রীদের উত্তরবঙ্গ সফরে আসাকে রাজনীতির চোখে দেখলেও মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের মাসে একবার উত্তরবঙ্গ সফরে আসাকে তিনি মানুষে সাথে সমন্বয় রক্ষার জন্য আসেন বলে মনে করেন তিনি। তিনি বলেন, প্রধানমন্ত্রী পাঁচ বছরে দু একবার উত্তরবঙ্গে আসেন। একটা সভা করেন, চলে যান। কিন্তু মমতা বন্দোপাধ্যায় প্রতিমাসে একবার করে উত্তরবঙ্গ সফরে আসেন।

'পর্যটক প্রধানমন্ত্রী' নরেন্দ্র মোদীকে স্বাগত জানালেন পর্যটনমন্ত্রী গৌতম দেব/The News বাংলা
‘পর্যটক প্রধানমন্ত্রী’ নরেন্দ্র মোদীকে স্বাগত জানালেন পর্যটনমন্ত্রী গৌতম দেব/The News বাংলা

আমরা ৩৬৫দিন মানুষের সাথে থাকি। বৃহস্পতিবার শিলিগুড়ির বাঘাযতীন পার্কে তৃণমূল যুব কংগ্রেসের ডাকা সংহতি যাত্রায় অংশগ্রহন করতে এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শিলিগুড়ি সফর নিয়ে এভাবে নিজের মত ব্যক্ত করেন পর্যটন মন্ত্রী গৌতম দেব।

বৃহস্পতিবার বিজেপির ডাকা গনতন্ত্র বাঁচাও যাত্রার বিরুদ্ধে জনমত গঠন করতে ঠিক তার আগের দিন তৃনমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে রাজ্য ব্যাপি সর্বধর্ম সমন্বয়ে সংহতি যাত্রার আয়োজন করা হয়। শিলিগুড়িতেও এদিন সমস্ত ধর্মের মানুষদের একসঙ্গে নিয়ে বাঘাযতীন পার্ক থেকে এয়ারভিউ মোড় পর্যন্ত ‘সংহতি যাত্রা’ নামে মিছিল করে তৃণমূল কংগ্রেস।

আরও পড়ুন: কলকাতা হাইকোর্টে জিতে মোদীর ‘রথ যাত্রা’ আটকালেন মমতা

এই মিছলে নেতৃত্ব দেন পর্যটনমন্ত্রী গৌতম দেব। তিনি বলেন, ভারতবর্ষের সাংবিধানিক কাঠামোতে সমস্ত ধর্মের মানুষদের প্রতি সহিষ্ণুতার কথা রয়েছে। বৈচিত্র্যের মাঝে মৈত্রী ও মিলনের বার্তা নিয়েই বিভিন্ন স্তরের মানুষদের নিয়ে তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে এদিন রাজ্যব্যাপি সর্বধর্ম সমন্বয়ে সংহতি যাত্রা করা হয়।

আরও পড়ুন: ‘জগন্নাথের রথযাত্রা নয়, বিজেপির ফূর্তি করার রথযাত্রা’ শুভেন্দু অধিকারী

তবে এদিনের মিছিল বিজেপির রথযাত্রার পাল্টা যাত্রা নয় বলে জানান গৌতম দেব। তাঁর বক্তব্য ১৯ তারিখ তৃণমূলের ব্রিগেড সমাবেশ। তার আগে দেড় মাস ধরে আমরা বিভিন্ন ভাবে রাস্তায় নামছি, এদিনও রাস্তায় নামা হয়। বিজেপিকে সাম্প্রদায়িক বলে কটাক্ষ করে ‘রথ যাত্রা’ নামটিকে ব্যঙ্গ করে ‘মাসির বাড়ি পিসির বাড়ি যাত্রা’ নামে অভিহিত করেন তিনি।

]]>
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে হত্যার হুমকি চিঠি https://thenewsbangla.com/threat-e-mail-to-kill-prime-minister-narendra-modi/ Sun, 14 Oct 2018 12:53:30 +0000 https://www.thenewsbangla.com/?p=1176 নিজস্ব সংবাদদাতা: হত্যা করা হবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। এক লাইনের এই হুমকি ইমেল পেলেন দিল্লির পুলিশ কমিশনার অমূল্য পট্টনায়েক। তাঁর সরকারি ইমেল আইডিতেই এই হুমকি চিঠি পাঠানো হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে।

২০১৯ এর শুরুর দিকেই লোকসভা নির্বাচন। সেই হিসাবে নির্বাচনের ছ’মাসও আর বাকি নেই। এমন সময়ে প্রাণনাশের হুমকি প্রধানমন্ত্রী মোদীকে। সরাসরি হুমকি পেয়েছেন দিল্লির পুলিশ কমিশনার অমূল্য পট্টনায়েক। তাঁকে পাঠানো ই-মেলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। একলাইনের হুমকিতে ২০১৯-এর একটি তারিখের উল্লেখ করা রয়েছে বলে জানা গেছে। অন্য একটা সূত্রে আবার, নভেম্বরেই নাকি হত্যার হুমকি দেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে।

হুমকি চিঠি পাওয়ার পরই সর্বোচ্চ স্থরে সতর্কতা জারি করা হয়েছে। প্রধানমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে থাকা নিরাপত্তারক্ষী ও নিরাপত্তা কর্মীদের বিশেষ ভাবে সতর্ক করা হয়েছে। বছরের শেষেই পাঁচ রাজ্যে বিধানসভা নির্বাচন। তাই নভেম্বরে দেশজুড়ে একাধিক জনসভা ও মিছিল করার কথা প্রধানমন্ত্রীর। সেই কারণেই নভেম্বর মাসটিকে টার্গেট করছে জঙ্গিরা, হুমকি চিঠি পাবার পর এমনটাই অনুমান গোয়েন্দাদের।

ইমেল পাওয়ার পরই দেশজুড়ে সক্রিয় গোয়েন্দাদের নেটওয়ার্ক। কারা মোদীকে খুন করার ষড়যন্ত্র করছে, তা এখনও জানা যায়নি। যদিও হুমকি ইমেলটি যে সার্ভার থেকে পাঠানো হয়েছে, সেই সার্ভারটি উত্তর-পূর্ব ভারতের অসমে অবস্থিত বলে প্রাথমিক তদন্তে জানতে পেরেছেন গোয়েন্দারা।

প্রধানমন্ত্রীকে খুনের হুমকি অবশ্য এই প্রথম নয়। এই বছরের জুনেই একটি গোপন চিঠি উদ্ধার করার কথা জানিয়েছিল পুণে পুলিশ। সেই চিঠিতে মোদীকে খুন করার কথা লেখা ছিল, এমনটাই জানানো হয়েছিল পুলিশের তরফে। সেক্ষেত্রে অবশ্য সন্দেহের তীর ছিল মাওবাদীদের দিকেই।

জানা গিয়েছিল, রাজীব গান্ধীকে যে ভাবে মারা হয়েছিল সেভাবেই মোদীকে হত্যার ষড়যন্ত্র করা হচ্ছে। মহারাষ্ট্রে ভিমা-কোরেগাঁও দাঙ্গার তদন্ত করতে গিয়েই এই চিঠিটি হাতে এসেছিল গোয়েন্দাদের। ১৮ এপ্রিল, ২০১৭ সালে লেখা এই চিঠিটি পাওয়া গিয়েছিল রোনা উইলসন নামের এক সমাজকর্মীর দিল্লির বাড়ি থেকে। অন্তত পুণে পুলিশের দাবি এরকমই ছিল।

ভিমা কোরেগাঁও কাণ্ডে রোনা উইলসন-সহ আরও পাঁচ সমাজকর্মীকে জুনেই গ্রেফতার করা হয়েছিল। তখনই মোদীকে হত্যার ষড়যন্ত্রের কথা প্রথম সামনে আসে। সেই চিঠিটি লিখেছিল ‘আর’ নামের এক ব্যক্তি। তা লেখা হয়েছিল কমরেড প্রকাশ নামের কোনও একজনকে।

চিঠিতে রোড-শো চলাকালীন নরেন্দ্র মোদীকে রাজীব গান্ধী স্টাইলে হত্যা করার কথা বলা হয়েছিল। পুণে পুলিশ এই দাবি করলেও অনেকেই অবশ্য এই দাবীর সত্যতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন। ভিমা কোরেগাঁও কাণ্ড থেকে মুখ ঘুরিয়ে দিতেই প্রধানমন্ত্রীকে হত্যার ষড়যন্ত্রের গল্প সামনে আনছে পুণে পুলিশ, এই অভিযোগও করেন বিরোধীরা।

আগেও, ভারতের প্রধানমন্ত্রী হলেই মোদীকে খুন করা হবে বলে হুমকি দিয়েছিলেন মৌলবাদী জঙ্গি গোষ্ঠী জইশ-ঈ-মহম্মদ বা জেইএম। জেইম-এর পাকিস্তানের প্রতিষ্ঠাতা মৌলনা মাসুদ আজহার অন লাইন সাপ্তাহিক ম্যাগাজিন আল-কালাম-এ মোদীর নামে ফতোয়া ঘোষণা করেছিলেন।

তদন্তকারী সংস্থাগুলির অনুসন্ধান অনুযায়ী, ইমেলটি উত্তর-পূর্বাঞ্চলের রাজ্য অসম থেকে এসেছে বলেই সন্দেহ। যদিও এক্ষেত্রে প্রেরকের পরিচয় জানা যায়নি। ইমেল প্রেরককে শনাক্তকরণের চেষ্টা করছে দিল্লি পুলিশ। ওই হুমকি ইমেল আসার পর প্রধানমন্ত্রীর নিরাপত্তা নিয়ে হাই অ্যালার্ট জারি করা হয়েছে। কারণ, আগামী মাসগুলিতে মোদী বেশ কয়েকটি সমাবেশে যোগ দেবেন। দেশ জুড়ে উৎসবপর্ব মিটলেই, বিধানসভা ভোট হতে চলা রাজ্যগুলোতে মোদীর জনসভা করার কথা।

তবে এই বছরের নভেম্বরে না ২০১৯ সালের একটি নির্দিষ্ট দিনে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে খুনের চক্রান্ত করা হয়েছে, সেই নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছে। তবে, লোকসভা ভোটের আগেই খুনের চক্রান্ত করা হয়েছে বলেই জানিয়েছে দিল্লী পুলিশ।

যার ফলে চাঞ্চল্য ছড়িয়েছে প্রশাসনিক মহলে। জারি করা হয়েছে সর্বোচ্চ পর্যায়ের সতর্কতা। এর আগেও বেশ কয়েকবার নানা গোষ্ঠী মোদীকে খুনের হুমকি দিয়েছে। তবে, প্রধানমন্ত্রীর নিরাপত্তা নিয়ে কোনো ঝুঁকি নিতে রাজি নয় পুলিশ ও গোয়েন্দারা।

তবে, এটিকে স্রেফ ‘গিমিক’ বলে উড়িয়ে দিয়েছে বিরোধী দলগুলি। কংগ্রেসের তরফ থেকে এটিকে ৫ রাজ্যে বিধানসভা ভোটের স্টান্ট বলে অভিহিত করা হয়েছে। ‘দেশের প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি চিঠি দেওয়া হচ্ছে, আর তাতেও রাজনীতি আনছে কংগ্রেস’, সমালোচনা বিজেপির। তবে, রাজনৈতিক বিতর্ক যাই হোক, প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি চিঠিতে তোলপাড় গোটা দেশ।

]]>
নিজের লেখা কবিতার গানে নবরাত্রির নাচ দেখে মুগ্ধ মোদী https://thenewsbangla.com/prime-minister-narendra-modi-was-amazed-by-the-dance-of-navratri-which-is-based-on-his-own-poem/ Sat, 13 Oct 2018 12:05:13 +0000 https://www.thenewsbangla.com/?p=1168 নিউ দিল্লি: নিজের লেখা কবিতা কখন যেন গান হয়ে গেছে আর সেই গানের তালে তালে নবরাত্রির নাচ দেখে মুগ্ধ স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নেটেই এই নাচ দেখলেন মোদী। নাচ দেখে চোখে জল চিকচিক করল তাঁর। আবেগ গোপন না করেই টুইট করলেন তিনি।

সমগ্র ভারত তথা উত্তর ভারত জুড়েই চলছে নবরাত্রির প্রস্তুতি। গোটা দেশ মেতে উঠেছে উৎসবের মেজাজে। নিজস্ব রীতি অনুযায়ী পোশাক আর নাচ ছাড়া নবরাত্রির উৎসব সম্পূর্ণ হয় না।

উৎসবে নাচার জন্য ডান্ডিয়া ও গারবা নাচের প্রস্তুতি চলছে। কোথাও ফাল্গুনী পাঠকের, কোথাও আবার অমিত ত্রিবেদীর গানের সুরে পা মেলাচ্ছেন নাচিয়েরা। সেই সময় একটি গানে নাচলেন বেশ কয়েকজন দৃষ্টিহীন মেয়ে। গানটি লিখেছেন আর কেউ নয়, স্বয়ং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

গুজরাতি ভাষায় লেখা মোদীর কবিতায় সুর দিয়েছেন সুরকাররা। গেয়েছেন ঐশ্বর্য্য মজুমদার ও অমি পারিখ। গুজরাতি ভাষায় কবিতার নাম ‘ঘুমে এনো গারবো’, লেখক নরেন্দ্র মোদী।

গুজরাতের আহমেদাবাদের ‘অন্ধ কন্যা প্রকাশ গ্রূহ’ নামে একটি দৃষ্টিশক্তিহীন মহিলাদের সংস্থা এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর লেখা কবিতার গানেই নবরাত্রির নাচ করবেন বলে ঠিক করেছেন। ট্রাডিশনাল গানের বদলে একটু স্বাদ পরিবর্তন। গারবা নাচই নাচলেন মেয়েরা, তবে মোদীর কবিতায় সুর করে।

ইতিমিধেই ইন্টারনেটে এই নাচ ভাইরাল। নরেন্দ্র মোদীর লেখা জানার পর আরও ভাইরাল এই নাচের ভিডিও। প্রধানমন্ত্রী নিজেও এই নাচ দেখে একেবারে মুগ্ধ। টুইট করে নিজের সেই আবেগ জানালেন দেশবাসীকে।

জানালেন, তাঁর লেখা কবিতায় সুর দিয়ে এই দৃষ্টিহীন মেয়েদের গারবা নাচ তাঁকে মুগ্ধ করেছে। বেশ অবাকই হয়েছেন মোদিজী। ওই টুইটেই নবরাত্রির জন্য ভারতবাসীকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী।

একসময় গুজরাতি ভাষায় কবিতা লিখতেন ভারতের প্রধানমন্ত্রী। এতদিন পর সেই কবিতা আবার এবারের নবরাত্রির উৎসবে প্রকাশ্যে এল গুজরাতের আহমেদাবাদের ‘অন্ধ কন্যা প্রকাশ গ্রূহ’ নামে ওই দৃষ্টিশক্তিহীন মহিলাদের সংস্থার হাত ধরে।

]]>
দূর্নীতি স্বজনপোষণ নেই- মনেও নেই https://thenewsbangla.com/laal-bahadur-shastri-was-not-in-nepotism-and-corruption-so-we-does-not-even-remember-him/ Tue, 02 Oct 2018 16:47:23 +0000 https://www.thenewsbangla.com/?p=741 বিশেষ সংবাদদাতা : ২ রা অক্টোবর বললে মুহূর্তেই মহাত্মা গান্ধীর জন্মের কথা মনে পরে। জাতির জনকের জন্মদিনে জাতীয় ছুটিও দেওয়া হয়। অথচ মনেই পরে না ভারতের দ্বিতীয় প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রীর কথা। আজ তাঁরও জন্মদিন।

১৮৬৯ সালের ২ রা অক্টোবর জন্মগ্রহণ করেন মোহনদাস করমচাঁদ গান্ধী আর ১৯০৪ সালের ২ রা অক্টোবর জন্মগ্রহণ করেন লাল বাহাদুর শাস্ত্রী। অথচ, সারাজীবন মানুষের জন্য রাজনীতি করা সহজ সরল লাল বাহাদুর শাস্ত্রীর জন্মদিনে আমজনতার কোন পোস্ট বা প্রচার দেখা যায় না।

তাঁর আমলেই ভারতে শুরু হয় White Revolution ও Green Revolution। তৈরি হয় AMUL। তৈরি হয় National Dairy Development Board। তাঁর আমলেই চালু হয় The Food Corporation of India এবং The National Agricultural Products Board Act.

দেশে খাদ্য সংকটের সময় তাঁর একবেলা উপোস করে খাদ্যদান করার আবেদন সাড়া ফেলে দেয় গোটা ভারতবর্ষে। এখনও সেই স্মরণে দেশের অনেক জায়গায় ‘শাস্ত্রী ব্রত’ পালন করা হয়।

চীন ও পাকিস্তানের দিকে লক্ষ্য রেখে প্রতিরক্ষা খাতে ব্যয়বরাদ্দ বাড়ানো তাঁর আমল থেকেই শুরু হয়। এতটাই দূরদর্শী ছিলেন তিনি।

শ্রীলঙ্কায় থাকা ভারতীয় তামিলদের জন্য শ্রীলঙ্কান প্রধানমন্ত্রী সিরিমাভো বন্দরনায়েকের সঙ্গে তাঁর চুক্তি আজও সিরিমা-শাস্ত্রী চুক্তি বলেই পরিচিত।

১৯৬৫ র ভারত-পাক যুদ্ধে নেতৃত্ব দিয়েছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রী। ‘জয় জওয়ান, জয় কিষান’ (Hail the Soldier, Hail the Farmer) তিনিই প্রথম ঘোষণা করেন। যা আজও ভারতের ইতিহাসে চিরস্মরনীয় হয়ে আছে।

১৯৬৬, ১০ জানুয়ারী রাশিয়ার তাসখন্দে চুক্তির মাধ্যমে শেষ হয় ভারত-পাক যুদ্ধ। পরের দিন অদ্ভুত এক পরিস্থিতির মধ্যে মারা যান লাল বাহাদুর শাস্ত্রী। মৃত্যুর কারণ ‘Heart Attack’ হলেও এই মৃত্যু নিয়ে আজও সন্দেহের গন্ধ আছে। ভারতের দ্বিতীয় প্রধানমন্ত্রীর পোস্টমর্টেমও করা হয় নি। অনেকেই আজও আঙুল তোলেন ইন্দিরা গান্ধীর দিকে।

মৃত্যুর পরে পুরো কংগ্রেস আমলে লাল বাহাদুর শাস্ত্রীকে প্রচারের আলোয় আনা হয় নি। সেই ট্র্যাডিশন আজও চলছে। তাই মহাত্মা গান্ধী নিয়ে যে পরিমান পোস্ট, যা প্রচার আজ হল, তার ছিটেফোঁটাও দেখা গেল না লাল বাহাদুর শাস্ত্রীকে নিয়ে।

ভারতের সবচেয়ে সহজ সরল রাজনীতিবিদ ও সফল প্রধানমন্ত্রীকে মনে রাখার প্রয়োজন বোধ করি নি আমরা। কোন দূর্নীতিতে নাম জড়ায় নি যে !! স্বজনপোষণ করেন নি কখনও। প্রধানমন্ত্রী থাকাকালিন নিজের পরিবারকে কোনরকম সুযোগ-সুবিধা নিতে দেন নি তিনি, কেন মনে রাখব তাঁকে ??!!

আমজনতার চৈতন্য হোক।
আমাদের জন্য আজীবন কাজ করে যাওয়া লাল বাহাদুর শাস্ত্রীকে জন্মদিনে প্রণাম, শ্রদ্ধা।
শুভ জন্মদিন, ‘বোকা’ জনগণের আরও ‘বোকা’ জননেতা………..

]]>