Prime Minister Narendra Modi – The News বাংলা https://thenewsbangla.com Bengali News Portal Wed, 19 Jun 2019 08:56:58 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.2 https://thenewsbangla.com/wp-content/uploads/2018/09/cropped-cdacf4af-1517-4a2e-9115-8796fbc7217f-32x32.jpeg Prime Minister Narendra Modi – The News বাংলা https://thenewsbangla.com 32 32 ওমের হাতেই লোকসভার দায়িত্ব, অভিনন্দন মোদীর https://thenewsbangla.com/prime-minister-narendra-modi-congratulate-om-birla-as-a-new-loksabha-speaker/ Wed, 19 Jun 2019 08:25:51 +0000 https://www.thenewsbangla.com/?p=14089 বিজেপির সিনিয়র সংসদ সদস্য ওম বিড়লা; বুধবার সর্বদলীয়ভাবে ১৭ তম লোকসভার নতুন স্পিকার নির্বাচিত হন। আনুষ্ঠানিকতা শেষ হওয়ার পর; প্রধানমন্ত্রী নিজে ওম বিড়লাকে স্পিকারের চেয়ারে নিয়ে যান।

স্পিকার হিসাবে তাঁর প্রস্তাব দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজে। বিরোধী দলগুলি কোন প্রার্থীর মনোনয়ন জমা করেনি। তাই নির্বাচন কেবলমাত্র আনুষ্ঠানিকতা ছিল। সোমবার শুরু হয় সপ্তদশ লোকসভার প্রথম অধিবেশন। প্রথম দু’দিন শপথ নেন সাংসদরা। মঙ্গলবার স্পিকার পদে মনোনয়ন জমা দেন কোটা-বুন্দি সাংসদ ওম বিড়লা।

আরও পড়ুনঃ থানার সামনেই হেনস্থা; নিষ্ক্রিয় পুলিসের উপরে ভরসা নেই মিস ইন্ডিয়ার

রাজস্থানের কোটা থেকে তিনবার সাংসদ হিসাবে নির্বাচিত হন ওম বিড়লা। ছাত্রনেতা হিসাবে শুরু করেন রাজনৈতিক কেরিয়ার। ছয় বছর ধরে বিজেপির কেন্দ্রীয় ইউনিটের সভাপতি ছিলেন বিড়লা। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ঘনিষ্ঠ তিনি।

আরও পড়ুনঃ শিল্পাঞ্চলের ৫ টি পুরসভাই তৃণমূলের হাত থেকে কেড়ে নিল বিজেপি

সাংসদের প্রশংসায় প্রধানমন্ত্রী বলেন; “আপনি যা কাজ করেছেন তা অত্যন্ত প্রশংসনীয়। জনগণের সুবিধার জন্য; সাংসদ হিসাবে আপনি নিজেকে যেভাবে উৎসর্গ করেছেন তা প্রশংসনীয়”।

আরও পড়ুনঃ আগামী তিন বছরে কৃষক আয় দ্বিগুণ করার প্রতিশ্রুতি দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

২০১৯ সালের লোকসভা নির্বাচনে; বিজেপির ওম বিড়লা কংগ্রেসের রামনারায়ণ মিনাকে; কোটা-বুন্দি লোকসভা আসনে ২.৫ লাখ ভোটের বিশাল ব্যবধানে পরাজিত করে। ওম বিড়লা সংসদে জ্বালানি সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য; এছাড়াও পিটিশন কমিটির এবং সামাজিক বিচার ও ক্ষমতায়ন মন্ত্রণালয়ের পরামর্শদাতা কমিটির সদস্য তিনি।

আরও পড়ুন হাসপাতালের বিভাগীয় প্রধানের বর্ণবিদ্বেষের শিকার হয়ে প্রতিভাবান ডাক্তারের আত্মহত্যা

ওইদিন কংগ্রেস সদস্য অধীর রঞ্জন চৌধুরী ধর্মনিরপেক্ষতার উপর বিশেষভাবে জোড় দেন। তিনি এই লোকসভায় নবনির্বাচিত দলনেতা। তিনি বলেন; “আমরা আলোচনা, মতপার্থক্য এবং সিদ্ধান্তে বিশ্বাস করি”। তিনি কক্ষের তত্ত্বাবধায়ক হিসাবে তাঁর কর্তব্য ও দায়িত্ব নিয়ে নিরপেক্ষতা বজায় রাখতে বলেন।

]]>
আগামী তিন বছরে কৃষক আয় দ্বিগুণ করার প্রতিশ্রুতি দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী https://thenewsbangla.com/prime-minister-narendra-modi-promised-to-double-the-farmer-income-in-the-next-three-years/ Wed, 19 Jun 2019 06:16:22 +0000 https://www.thenewsbangla.com/?p=14077 আগামী তিন বছরের মধ্যে কৃষকদের আয় দ্বিগুণ করার প্রতিশ্রুতি দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যদিও এই ঘোষণা কীসের ভিত্তিতে দেয়া হয়েছে তা এখনও স্পষ্ট নয়। ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের বৈঠকে ইউরোপীয় ইউনিয়ন-সহ কয়েকটি দেশ এর ব্যাখ্যা চেয়েছে। একই সঙ্গে সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত কৃষি নীতি নিয়েও জানতে চেয়েছে ডব্লিউটিও’র সদস্যরা।

২০১৬ সালে মোদি সরকার; প্রথমবার কৃষকদের আয় দ্বিগুণ করার কথা তোলেন। সম্প্রতি লোকসভা নির্বাচনে; কৃষক সমস্যাই ছিল অন্যতম প্রধান ইস্যু। একপ্রকার চাপে পড়েই এমপি-কিষান প্রকল্প ঘোষণা করে কেন্দ্রীয় সরকার। যার অধীনে প্রায় সাড়ে ১৪ কোটি কৃষককে; ৬ হাজার ‍টাকা করে অনুদান দেয়ার কথা ঠিক হয়।

আরও পড়ুনঃ শিল্পাঞ্চলের ৫ টি পুরসভাই তৃণমূলের হাত থেকে কেড়ে নিল বিজেপি

যদিও মোদী সরকার কৃষিঋণ মাফ করার বিরোধিতা করে আসছিল। এর পরিবর্তে প্রধানমন্ত্রীর ফসলবিমা পরিকল্পনা; সংস্কারের উপর মনোযোগী ছিল বিজেপি সরকার। প্রশ্ন উঠছে কেন্দ্রীয় বাজেটে কৃষি ও গ্রামোন্নয়ন খাতের ২৫ লাখ কোটি টাকা নিয়ে। জানতে চাওয়া হয়েছে পাঁচ বছরে ওই খাতে; কীভাবে বরাদ্দ করা যাবে ১০০ লাখ কোটি টাকা।

বর্তমানে ভারতের অর্থনীতি মোটেই মজবুত নয়। তবু কৃষিনির্ভর অর্থনীতির দেশে কৃষকদের রোজগার; আগামী তিন বছরে দ্বিগুণ করার ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী মোদী। সেটা কীভাবে সম্ভব হবে; ডব্লিউটিও-র বৈঠকে তা নিয়ে প্রশ্ন তুলেছেন ইউরোপীয় ইউনিয়ন-সহ কয়েকটি দেশ।

আরও পড়ুনঃ পাকিস্তানি নারীরা বিয়েতে বিক্রি হচ্ছে চীনে, সহ্য করছে ধর্ষণ

শুধু ভারত নয়; খতিয়ে দেখা হচ্ছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কৃষি নীতিও। বৈঠকে ইইউ-র তরফে প্রশ্ন তোলা হয়েছে; “বাড়তি কৃষি উৎপাদন কমাতে গোটা বিশ্বে বেঁধে দেওয়া হয়েছে ফসল উৎপাদনের সর্বোচ্চ মাত্রা; বিশ্বব্যপী বাজার মূল্যও নির্দিষ্ট; তাহলে এই নীতি কীভাবে প্রয়োগ সম্ভব?”

বৈঠকে আমেরিকার কৃষি নীতি নিয়ে যেমন প্রশ্ন তুলেছে ভারত; অস্ট্রেলিয়া; কানাডা; চীন; ইউরোপীয় ইউনিয়ন; নিউজিল্যান্ড ও ইউক্রেন। তেমনই বাসমতী ছাড়া অন্য চাল রপ্তানিকে উৎসাহ দিতে ভারত যে ৫ শতাংশ ভর্তুকি দিচ্ছে; তা নিয়ে আমেরিকা ও অস্ট্রেলিয়া প্রশ্ন তুলেছে ডব্লিউটিও-র বৈঠকে।

]]>
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মুখোমুখি হবেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় https://thenewsbangla.com/chief-minister-mamata-banerjee-the-meeting-prime-minister-narendra-modi/ Tue, 18 Jun 2019 12:28:06 +0000 https://www.thenewsbangla.com/?p=14058 প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ডাকা; সর্বদলীয় বৈঠকে যোগ দিচ্ছেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী ১৯শে জুলাই দেশের প্রতিটি দলের; নেতা নেত্রীদের সঙ্গে বৈঠক করতে চেয়েছেন প্রধানমন্ত্রী।

তৃনমূল-কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও আমন্ত্রণ জানান তিনি। কিন্তু মমতা মঙ্গলবার জানিয়ে দিলেন তিনি ওই বৈঠকে যাচ্ছেন না। সংসদ বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ যোশীকে চিঠি দিয়ে একথা জানিয়েছেন তৃণমূল নেত্রী নিজেই।

আরও পড়ুন: পাকিস্তানি নারীরা বিয়েতে বিক্রি হচ্ছে চীনে, সহ্য করছে ধর্ষণ

মমতা জানিয়েছেন; বৈঠকের আলোচ্যসূচি খতিয়ে দেখার পরই তাঁর এই সিদ্ধান্ত। ‘এক দেশ এক নির্বাচন’ নিয়ে এত অল্প সময়ের মধ্যে মতামত দেওয়া সম্ভব না; বলে জানিয়েছেন মাননীয়া। বিষয়টি নিয়ে সংবিধান ও নির্বাচন বিশেষজ্ঞ ও সর্বোপরি; দলীয় কর্মীদের সঙ্গে আলোচনা করা দরকার। তিনি প্রধানমন্ত্রীকে শ্বেতপত্র প্রকাশের আবেদন করেন। তাতে মতামত দেওয়ার জন্য; সব দলকে যথেষ্ট সময় দেওয়ার কথাও বলেন তিনি।

আরও পড়ুন: মানুষের ক্ষতি করে, হাসপাতালে ডাক্তারদের নিরাপত্তা নয় জানাল সুপ্রিম কোর্ট

কেন্দ্রীয় সরকার সূত্রে জানা গিয়েছে; প্রধানমন্ত্রী ওইদিন যে যে বিষয়গুলি নিয়ে আলোচনা করতে চান; তার মধ্যে অন্যতম ‘এক দেশ এক নির্বাচন’। মোদী তাঁর প্রধানমন্ত্রিত্বের প্রথম থেকেই; একসঙ্গে সমস্ত রাজ্যের বিধানসভা ও লোকসভার নির্বাচন করতে আগ্রহী। এতে সময় ও খরচ দুইই বাঁচে। আবার উন্নয়নের কাজও কম বাধাপ্রাপ্ত হয়।

আরও পড়ুন: কাশ্মীরে ফের সন্ত্রাসবাদী হামলা, ভারতীয় সেনার হাতে নিকেশ তিন জঙ্গি

বিরোধী দলগুলোর মতামতের জন্য; এই বৈঠক ডেকেছেন মোদী। এছাড়াও সরকার আগামী দিনে কী বিল আনতে চলেছে; কোন বিলে কার আপত্তি; তা প্রধানমন্ত্রী আগে থেকে জেনে নিতে চাইছেন। কয়েকদিন আগে মুখ্যমন্ত্রীকে ডাকা হয়; নীতি আয়োগ বৈঠকেও। সেখানেও যাননি তিনি। বলেছিলেন, “নীতি আয়োগ কোনও কাজের কাজ করে না। যোজনা কমিশন তবু কিছু কাজ করত”।

আরও পড়ুন: পুলওয়ামা কান্ডে জঙ্গিদের ব্যবহৃত গাড়ির মালিককে খতম করল ভারতীয় সেনা

রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে; তৃণমূল কংগ্রেস কেন্দ্রকে কোনরকম সাহায্য করবে না বলেই এই সিদ্ধান্ত। অবশ্য বিজেপি নেতা সায়ন্তন বসু বলেছেন; দিল্লি যাওয়ার মুখ নেই মমতার। মোদীকে ‘এক্সপায়ারি প্রধানমন্ত্রী’ বলেছিলেন তিনি। তাই তাঁর ডাকা মিটিং-এ এখন; যেতে হয়ত লজ্জা পাচ্ছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

]]>
রাষ্ট্রপতির কাছে পদত্যাগ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী https://thenewsbangla.com/prime-minister-narendra-modi-resigns-to-the-president-ram-nath-kovind/ Fri, 24 May 2019 15:15:58 +0000 https://www.thenewsbangla.com/?p=13263 রাষ্ট্রপতির কাছে পদত্যাগ করলেন; প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুক্রবার রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের সঙ্গে; দেখা করলেন মোদী। তারপরেই সরকার ভাঙার লিখিত পদত্যাগপত্র; রাষ্ট্রপতির হাতে তুলে দিলেন তিনি। পদত্যাগ করলেন মোদী সরকারের সব মন্ত্রীই। নতুন সরকার গঠন না হওয়া পর্যন্ত; কাজ চালিয়ে যেতে নরেন্দ্র মোদীকে অনুরোধ করেন রাষ্ট্রপতি।

একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে; লোকসভা ভোট জিতে এসেছেন নরেন্দ্র মোদী ও বিজেপি। নিয়ম অনুযায়ী ফল প্রকাশের পরেই প্রধানমন্ত্রী ও তাঁর সরকারের মন্ত্রীরা পদত্যাগ করেন। সেই নিয়ম মেনেই শুক্রবার; রাষ্ট্রপতির কাছে গিয়ে পদত্যাগ করেন প্রধানমন্ত্রী ও অন্যান্য মন্ত্রীরা। রাষ্ট্রপতির অনুরোধে; নতুন সরকার গঠন করা অব্দি; এই পুরনো সরকারই কাজ চালিয়ে যাবে।

আরও পড়ুনঃ ডিএ, পে কমিশন না পাওয়ায় ভোটে জবাব দিলেন বাংলার সরকারি কর্মীরা

দ্বিতীয়বার প্রধানমন্ত্রী হিসেবে; আগামী ৩০ মে শপথ নিতে চলেছেন নরেন্দ্র মোদী। বিকেল চারটে থেকে পাঁচটার মধ্যে হবে শপথগ্রহন অনুষ্ঠান। তার আগে শুক্রবার রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের সঙ্গে দেখা করে; সরকার গঠনের দাবি জানালেন তিনি।

তবে তিরিশ তারিখে মোদীর সঙ্গে তাঁর মন্ত্রিসভাও শপথ নেবে কি না; তা এখনও স্পষ্ট নয়। সম্ভবত ওই দিন রাষ্ট্রপতি ভবনে; একাই শপথ নেবেন প্রধানমন্ত্রী। বিকেল চারটে থেকে পাঁচটার মধ্যে শপথ নেওয়ার কথা প্রধানমন্ত্রীর। তার আগে শুক্রবার; বিদায়ী মন্ত্রিসভার শেষ বৈঠক হল দিল্লিতে।

আরও পড়ুনঃ তৃণমূলের হারের প্রথম বলি, দল থেকে বহিষ্কার মুকুল রায়ের ছেলে শুভ্রাংশু রায়

৩০ তারিখ শপথ নেওয়ার আগে; অবশ্য বেশ কিছু কর্মসূচি রয়েছে প্রধানমন্ত্রীর। ২৮ তারিখ মানুষকে ধন্যবাদ দিতে; বারাণসীতে যাবেন তিনি। সেখানে পুজো দেওয়ার পাশাপাশি রোডশোও করবেন তিনি। এছাড়াও মা হীরাবেনের আশীর্বাদ নিতে; গুজরাটেও যাবেন নরেন্দ্র মোদী। তবে কবে তিনি গুজরাতে যাবেন; তা এখনও নিশ্চিতভাবে জানা যায়নি।

প্রথমবার প্রধানমন্ত্রীর শপথগ্রহণে চাঁদের হাট বসেছিল। বিশ্বের বিভিন্ন দেশ থেকে রাষ্ট্রনেতাদের; আমন্ত্রণও জানানো হয়েছিল। তবে দ্বিতীয়বারের শপথ গ্রহণে; সম্ভবত খুব বেশি সংখ্যক রাষ্ট্রনেতাদের ডাকা হচ্ছে না।

তবে বিজেপি-র পক্ষ থেকে; অতিথিদের তালিকা তৈরি করা হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভোটের ফল প্রকাশের আগেই জানিয়েছিলেন; ভোটে জেতার পরে দ্রুত কাজ শুরু করতে চায় তাঁর নতুন সরকার।

]]>
বাংলা থেকে লোকসভা ভোটে প্রার্থী হচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী https://thenewsbangla.com/prime-minister-narendra-modi-is-a-candidate-in-bengal-lok-sabha-seat/ Sat, 20 Apr 2019 07:00:28 +0000 https://www.thenewsbangla.com/?p=11287 পশ্চিমবঙ্গ থেকে ভোটে দাঁড়াচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বাংলা থেকে লোকসভা ভোটে প্রার্থী হচ্ছেন নরেন্দ্র মোদী। এমনটাই জানালেন বিজেপি নেতা মুকুল রায়। শনিবার দক্ষিণ দিনাজপুরের বুনিয়াদপুরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনসভা ছিল। সেখানেই মোদীকে বাংলা থেকে ভোটে দাঁড়াবার অনুরোধ করেন মুকুল রায়ের নেতৃত্বে বঙ্গ বিজেপির নেতারা। প্রধানমন্ত্রী অনুরোধ শুনে হেসেছেন। না বা হ্যাঁ কিছুই বলেন নি। আর সেটা দেখেই বাংলা বিজেপির নেতাদের মনে হয়েছে, বাংলায় ভোটে দাঁড়ানো নিয়ে ভাবনা চিন্তা করছেন মোদী।

আরও পড়ুনঃ অভিষেকের পদযাত্রায় গরহাজির মুকুল পুত্র শুভ্রাংশু, রাজনৈতিক জল্পনা তুঙ্গে

শনিবার দক্ষিণ দিনাজপুরের বুনিয়াদপুরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনসভাতেই মোদীকে বাংলার যে কোন একটি আসন থেকে দাঁড়ানোর প্রস্তাব দেন মুকুল রায়ের নেতৃত্বে বঙ্গ বিজেপির নেতারা। পরে মুকুল রায় বলেন, নরেন্দ্র মোদী হেসেছেন তাঁদের কথা শুনে। মুকুল রায় জানিয়েছেন, প্রধানমন্ত্রী তাঁদের কথা ভাবছেন।

অর্ণব উধাও রহস্যে আরও পড়ুনঃ নোডাল অফিসার স্বামীর উধাও হওয়া নিয়ে নির্বাচন কমিশনকে তোপ দাগলেন স্ত্রী অনিশা

মুকুল রায়ের বক্তব্যের পরেই রাজ্য জুড়ে প্রশ্ন উঠে গেছে, তাহলে কি পশ্চিমবঙ্গ থেকে প্রার্থী হচ্ছেন নরেন্দ্র মোদী? দক্ষিণ দিনাজপুরের বুনিয়াদপুরে প্রধানমন্ত্রী মোদীর সভা শেষ হতেই মুকুল রায়ের মন্তব্যে জল্পনা তুঙ্গে। সূত্রের খবর, রাজ্যের বাকি আসনগুলির মধ্যে কোনও একটিতে প্রার্থী হওয়ার জন্য নরেন্দ্র মোদীর কাছে আবেদন জানিয়েছে বঙ্গ বিজেপি।

আরও পড়ুনঃ মমতার সভা আলো করে বসে দাগী সমাজবিরোধী, নির্বাচন কমিশনে গেল বিরোধীরা

পশ্চিমবঙ্গে নিজেদের আসন বাড়াতে মরিয়া গেরুয়া শিবির চাইছে, মোদীকেই মুখ করে এগোতে। ঠিক যেমন কেরালায় রাহুল গান্ধীকে দাঁড় করিয়ে নিজেদের আসন বাড়াতে চাইছে কংগ্রেস। ঠিক সেই ভাবেই প্রধানমন্ত্রীকেই বাংলায় ভোটে দাঁড় করিয়ে রাজ্যে ভোট বৈতরণী পার করতে চাইছে বঙ্গ বিজেপি।

আরও পড়ুনঃ অর্জুন সিংহের হাত ধরে বিজেপিতে যোগ চার কাউন্সিলর সহ কয়েক হাজার তৃণমূল কর্মীর

প্রসঙ্গত, রাজ্যে এখনও পর্যন্ত দু দফায় ভোট হয়েছে। সাত দফার দেশের ভোটে বাংলাতেও সাত দফায় ভোট হবে। শেষের দুদফার জন্য এখনও নমিনেশন দিতে পারেন যে কেউই। শেষ দু দফার ভোটে বাংলায় কোনও আসনে প্রার্থী হওয়ার জন্য মোদীকে অনুরোধ করেছে মুকুল রায়ের নেতৃত্বে বিজেপি নেতৃত্ব। ষষ্ঠ দফায় নমিনেশন পেশ করার শেষ তারিখ আগামী ২৩ শে এপ্রিল ও সপ্তম দফায় নমিনেশন পেশ করার শেষ তারিখ আগামী ২৯ শে এপ্রিল। ফলে ওই দুই দফায় এখনও নমিনেশন পেশ করতেই পারেন নরেন্দ্র মোদী।

আরও পড়ুনঃ দুদফায় ভোট থেকে শিক্ষা নিয়ে বাংলায় তৃতীয় দফায় সব বুথেই কেন্দ্রীয় বাহিনী

শনিবার বুনিয়াদপুরে সভা শেষ করে জনতার উদ্দেশে হাত নাড়তে নাড়তে মোদী যখন মুকুল রায়ের কাছে এগিয়ে আসেন, তখনই তাঁকে পশ্চিমবঙ্গ থেকে লোকসভায় প্রার্থী হওয়ার জন্য অনুরোধ করা হয় বলে জানান মুকুল রায় নিজেই। মুকুল রায়ের সঙ্গেই ছিলেন রাজ্যে বিজেপি পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয়। তাঁরা সরাসরি নরেন্দ্র মোদীকে প্রস্তাব দেন বাংলা থেকে লড়ার জন্য।

আরও পড়ুনঃ পুরুলিয়ায় আবার বিজেপি কর্মীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার

মোদীকে বলা হয়, প্রথম দু-দফার ভোটের পরই পরিস্থিতিটা অনেকখানি পরিষ্কার। এই পরিস্থিতি তিনি যদি বাংলা থেকে লড়েন, তাহলে বাংলায় আরও বেশি আসন পাবার সম্ভাবনা অনেকটাই বেড়ে যাবে। এরপরেই মোদী হেসে ফেলেন বলেই জানা যায়। আর এতেই আশায় বুক বেঁধেছেন বাংলার বিজেপি নেতারা। সেই আশার কথা সাংবাদিকদের বলেছেন মুকুল রায়ও। এখন দেখার এটাই যে বারাণসীর পাশাপাশি বাংলা থেকেও কোন আসনে সত্যি দাঁড়ান কিনা নরেন্দ্র মোদী।

আরও পড়ুনঃ দার্জিলিংয়ে আবার ভোট ঘোষণা করল নির্বাচন কমিশন, ১৯ মে পাহাড়ে ফের ভোট

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

]]>
মহাকাশে শত্রুর স্যাটেলাইট ধ্বংসে ভারতের হাতে অ্যান্টি স্যাটেলাইট অস্ত্র, বললেন মোদী https://thenewsbangla.com/mission-shakti-india-successfully-tests-anti-satellite-weapon-said-pm-modi/ Wed, 27 Mar 2019 07:23:29 +0000 https://www.thenewsbangla.com/?p=9318 মহাকাশে শত্রুর স্যাটেলাইট ধ্বংসে ভারতের হাতে এল অ্যান্টি স্যাটেলাইট অস্ত্র, বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। LEO বা লোক আর্থ অরবিট এ একটি অব্যবহৃত স্যাটেলাইট ধ্বংসের মিশনে সফল ভারত। মহাকাশে ‘মিশন শক্তি’, জাতির উদ্দেশ্যে ভাষণে বললেন প্রধানমন্ত্রী মোদী। অ্যান্টি স্যাটেলাইট অস্ত্রে ধ্বংস করা হয়েছে একটি কৃত্রিম উপগ্রহকে।

এ স্যাট বা অ্যান্টি স্যাটেলাইট অস্ত্র ক্ষমতা ছিল বিশ্বের মাত্র তিনটি দেশের। আমেরিকা, রাশিয়া ও চিনের। এবার ভারত হল বিশ্বের চতুর্থ দেশ। মহাকাশে অ্যান্টি স্যাটেলাইট অস্ত্র থাকা মানে শত্রুর যে কোন নজরদারি স্যাটেলাইট বা উপগ্রহকেও ধ্বংস করতে পারবে ভারত। জাতির উদ্দ্যেশ্যে ভাষণে বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

আরও পড়ুনঃ আরও ১০, বাংলায় ৪২ আসনের মধ্যে ৪০টি আসনে প্রার্থী ঠিক করল বিজেপি

কি এই অ্যান্টি স্যাটেলাইট অস্ত্র? বিশ্বের কোন দেশ যদি ভারতের উপর তাদের নজরদারি স্যাটেলাইট বা উপগ্রহকে কাজে লাগায় তাহলে ভারতের হাতেও রয়েছে অ্যান্টি স্যাটেলাইট অস্ত্র। যা দিয়ে যে কোন নজরদারি স্যাটেলাইট বা উপগ্রহকে ধ্বংস করে দেওয়া যাবে। সেটাই বুধবার পরীক্ষামূলক ভাবে টেস্ট করল ভারত।

বুধবার মহাকাশে একটি অব্যবহৃত স্যাটেলাইট বা উপগ্রহকে ধ্বংস করে দেওয়া হয় এই অ্যান্টি স্যাটেলাইট অস্ত্র দিয়ে। মাত্র তিন মিনিটে এই গোটা অপারেশন শেষ হয়। এই অ্যান্টি স্যাটেলাইট অস্ত্র ভারতের বিজ্ঞনিরাই তৈরি করেছেন। জাতীর উদ্দ্যেশ্যে ভাষণে এমনটাই বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

আরও পড়ুনঃ পায়ে নয় বুকে গুলি চালান, বিতর্কিত বিজেপির সায়ন্তন

বুধবার বেলা বারোটা নাগাদ জাতীর উদ্দ্যেশ্যে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, এমনটাই ঘোষণা করা হয়। গোটা দেশে হইচই পরে যায় যে ভোটের মুখে ভারতের মানুষকে কি জানাবেন প্রধানমন্ত্রী। তারপরেই সবাইকে চমকে দিয়ে অ্যান্টি স্যাটেলাইট অস্ত্র এ মহাকাশে একটি অব্যবহৃত স্যাটেলাইট বা উপগ্রহকে ধ্বংস করে দেওয়ার ঘোষণা করেন প্রধানমন্ত্রী মোদী।

তবে ভোটের মুখে এই ঘোষণা নিয়েও সরগরম ভারতের রাজনীতি। ভোটে জিততেই ভোটের মুখে এইসব চাল চালছেন মোদী, পরিস্কার জানিয়েছে কংগ্রেস। তবে কংগ্রেসের তরফে এই মিশনে জড়িয়ে থাকা সবাইকেই অভিনন্দন জানান হয়েছে। মোদীর সমালোচনা করা হয়েছে তৃণমূলের তরফ থেকেও।

আরও পড়ুনঃ তৃণমূল ছেড়ে বিজেপিতে ১০০ বিধায়ক, অর্জুনের মন্তব্যে জল্পনা চরমে

মন্ত্রী ফিরহাদ হাকিম বলেছেন, “এটাকে নিয়ে ভোটের মুখে দেশকে নিয়ে রাজনীতি করছেন মোদী”। তবে তাতে ভোটে কোন লাভ হবে না বলেই জানিয়ে দেন তিনি। তবে বিজেপির তরফ থেকে এইসব উড়িয়ে দেওয়া হয়েছে। বিজেপির তরফে বলা হয়েছে, এটা জাতীর স্বার্থে ও ভারতের মানুষের স্বার্থে বড় ঘটনা। এর সঙ্গে রাজনীতির কোন সম্পর্ক নেই।

এদিকে বুধবারের পর আমেরিকা, রাশিয়া ও চিনের সঙ্গে মহাকাশে একসঙ্গে বসল ভারত। যেটা ভারতের ভবিষ্যতের পক্ষে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর ফলে মহাকাশে বিশ্বের চতুর্থ শক্তি হিসাবে উঠে এল ভারত। ভারতীয় মহাকাশ গবেষণার এক যুগান্তকারি ঘটনা হিসাবে আজকের এই দিনটাকে স্মরণ করে রাখা হবে।

আরও পড়ুনঃ নির্বাচন কমিশনের নতুন অ্যাপ সি ভিজিল, জনতার অভিযোগে ১০০ মিনিটের মধ্যে ব্যবস্থা

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

]]>
বিশ্ব জুড়ে প্রভাব ফেলে শান্তি পুরস্কার পেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী https://thenewsbangla.com/narendra-modi-awarded-seoul-peace-prize-for-economics-global-peace/ Fri, 22 Feb 2019 06:42:27 +0000 https://www.thenewsbangla.com/?p=7130 আন্তর্জাতিক সহযোগিতায় অবদান, বিশ্বব্যাপী আর্থিক বৃদ্ধি জোরদার করায় ও বিশ্ব শান্তির জন্য তাঁর প্রচেষ্টার কারণে ২০১৮-র সিওল শান্তি পুরস্কার দেওয়া হল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। কোরিয়া প্রজাতন্ত্রের সঙ্গে ভারতের গভীর হতে চলা সম্পর্কের প্রেক্ষাপটে কৃতজ্ঞতা প্রকাশ করে শুক্রবার সিওলে এই সম্মান গ্রহণ করলেন প্রধানমন্ত্রী। পুরস্কারের কোটি টাকার বেশি অর্থ দান করেছেন গঙ্গা নদীর উন্নয়ন খাতে।

আরও পড়ুনঃ কাশ্মীরের সোপরে চলছে গুলির লড়াই, নিকেশ এক পাক জঙ্গি

মোদীর মুকুটে নয়া পালক। ২০১৮ সালের সিওল শান্তি পুরস্কার পেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভারতের উচ্চ আর্থিক বৃদ্ধির জন্য এবং বিশ্বে ‘মোদীনোমিকস’-এর মাধ্যমে তাঁর অবদানের কথা মাথায় রেখেই এই পুরস্কার দেওয়া হল মোদীকে। আন্তর্জাতিক সম্পর্কে উন্নতি, বিশ্ব অর্থনীতির উন্নতিতে অবদান, ভারতীয়দের মানব সম্পদ উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন, দুর্নীতি বিরোধিতার মাধ্যমে গণতন্ত্রের উন্নতি-সহ বিভিন্ন কারণে মোদীকে এই পুরস্কার দেওয়া হল দক্ষিণ কোরিয়ার সিওল থেকে। শুক্রবার সিওলে এই সম্মান গ্রহণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

আরও পড়ুনঃ দুদিনের মধ্যে কাশ্মীরে আরও বড় হামলার ছক পাক জঙ্গিদের

মোদীনমিকস-এর মাধ্যমে ভারত ও বিশ্বে উচ্চ আর্থিক বৃদ্ধি, বিশ্ব শান্তিতে অবদান, মানব সূচকে উন্নতি ও ভারতে গণতন্ত্র প্রসারিত করায় ২০১৮-র সিওল শান্তি পুরস্কার পেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিশ্বের ১৪তম ব্যক্তি হিসেবে এই পুরস্কার পেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই শান্তি পুরস্কার গ্রহণ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁর কৃতজ্ঞতা জানিয়েছেন পুরস্কার কমিটির প্রতি। দক্ষিণ কোরিয়ার সঙ্গে ভারতের সম্পর্ক এতে আরও গভীর হবে বলে আশা প্রকাশ করেছেন তিনি।

আরও পড়ুনঃ ভারতের নদী থেকে একফোঁটাও জল দেওয়া হবে না পাকিস্তানকে

শান্তি পুরস্কার গ্রহণ করার পর সেই পুরস্কার সব ভারতীয়কে উৎসর্গ করেন তিনি। বলেন, গোটা মানবজাতির মঙ্গল, সমৃদ্ধি. উন্নয়ন ও শান্তির জন্য দেশবাসীর অবদানের স্বীকৃতি এটা। শান্তি কমিটির তরফে দুর্নীতি বিরোধী পদক্ষেপ এবং নোটবাতিলের মাধ্যমে মোদী সরকারকে দেশকে পরিচ্ছন্ন রাখার প্রচেষ্টার তারিফ করা হয়েছে। আঞ্চলিক এবং বিশ্ব শান্তিতে মোদীর পদক্ষেপেরও তারিফ করা হয়েছে পুরস্কার কমিটির তরফে।

আরও পড়ুনঃ ফের জঙ্গি কার্যকলাপ, কাশ্মীরের সোপিয়ানে শুরু গুলির লড়াই

১৯৯০-এ সিওলে হওয়া ২৪-তম ওলিম্পিক গেমসের সাফল্য উদযাপনে চালু হয়েছিল এই পুরস্কার। কোরিয়ার মানুষের তাঁদের নিজেদের দেশ ও বাকি বিশ্বে শান্তির বাসনাকে তুলে ধরা হয় এর মাধ্যমে। বিশ্বে শান্তি স্থাপন, অর্থনৈতিক বৈষম্য দূর, একতার বার্তা বহনকারী বিশিষ্টরা সিওল শান্তি পুরস্কারে সম্মানিত হয়েছেন।

আরও পড়ুনঃ কেন্দ্রীয় সরকারের তিন তালাক অর্ডিন্যান্সে সই রাষ্ট্রপতির

মোদীর আগে এই পুরস্কার পেয়েছেন রাষ্ট্রপুঞ্জের প্রাক্তন সেক্রেটারি জেনারেল কোফি আন্নান, বান কি মুন, জার্মান চ্যান্সেলর অ্যাঞ্জেলা মর্কেল, অক্সফ্যাম, মহম্মদ ইউনিস, ডক্টরস উইদাউট বর্ডার্স সহ অন্যান্য বিশিষ্টরা। এবার সেই তালিকায় যুক্ত হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভারত থেকে নরেন্দ্র মোদীই প্রথম এই শান্তি পুরস্কার পেলেন।

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

আরও পড়ুনঃ প্রভিডেন্ট ফান্ডে সুদ বাড়িয়ে চাকুরিজীবীদের মুখে হাসি ফোটালেন মোদী
আরও পড়ুনঃ পাকিস্তান চিনকে ভয় পাইয়ে ভারতীয় বায়ুসেনায় যুক্ত হল তেজস
আরও পড়ুনঃ চিরশত্রুকে শিক্ষা দিতে ভারত পাক যুদ্ধ চান বাবা রামদেব

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

]]>
নরেন্দ্র মোদী সরকারের ইচ্ছে বহাল, ফের অপসারিত সিবিআই প্রধান https://thenewsbangla.com/narendra-modi-led-select-committee-removes-alok-verma-as-cbi-director/ Thu, 10 Jan 2019 15:51:56 +0000 https://www.thenewsbangla.com/?p=5437 The News বাংলা: নরেন্দ্র মোদী সরকারের ইচ্ছেই বহাল থাকল। দুদিনের মধ্যেই ফের অপসারিত সিবিআই প্রধান অলোক বর্মা। প্রধানমন্ত্রীর বাসভবনে প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন তিন সদস্যের সিলেক্ট কমিটির বৈঠকে ফের সিবিআই প্রধানকে অপসারনের সিদ্ধান্ত নেওয়া হয়। বৃহস্পতিবার আড়াই ঘণ্টা ধরে চলা সিলেক্ট কমিটির বৈঠকের সিদ্ধান্তেই ফের অপসারন করা হয় অলোক বর্মাকে। মোদীর ইচ্ছে মতই ফের অন্তর্বর্তী সিবিআই প্রধান নাগেশ্বর রাও।

আরও পড়ুনঃ ভোটের আগে সিবিআই মামলায় সুপ্রিম কোর্টে জোর ধাক্কা খেল মোদী সরকার

প্রধানমন্ত্রী, প্রধান বিরোধী দলের নেতা ও সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এই সিলেক্ট কমিটিতে থাকার কথা। যদিও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ছাড়া কেউই বৃহস্পতিবার এর বৈঠকে ছিলেন না। প্রত্যেকেই নিজের নিজের প্রতিনিধি পাঠিয়েছিলেন। আইআরসিটিসি- দুর্নীতি মামলায় অলোক বর্মার বিরুদ্ধে আসা ভিজিল্যান্স কমিশনের রিপোর্টের ভিত্তিতেই এই অপসারনের সিদ্ধান্ত নেওয়া হয়। কংগ্রেসের তরফে থাকা মল্লিকার্জুন খাড়গে একমাত্র সিবিআই প্রধান এর পক্ষে ভোট দেন। প্রধান বিচারপতির প্রতিনিধি ও প্রধানমন্ত্রী নিজে অপসারণের পক্ষে ভোট দেন।

নরেন্দ্র মোদী সরকারের ইচ্ছে বহাল, ফের অপসারিত সিবিআই প্রধান/The News বাংলা
নরেন্দ্র মোদী সরকারের ইচ্ছে বহাল, ফের অপসারিত সিবিআই প্রধান/The News বাংলা

জানুয়ারির ৮ তারিখেই সিবিআই প্রধান আলোক বর্মা বনাম কেন্দ্র মামলায় হার হয়েছিল মোদী সরকারের। সুপ্রিম কোর্ট রায় দিয়েছিল, ‘অলোক বর্মার অপসারণ সম্পূর্ণ বেআইনি। গত মঙ্গলবার থেকেই কাজে যোগ দিতে পারবেন সিবিআই প্রধান অলোক বর্মা’। তবে তিনি কোন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত একা নিতে পারবেন না বলেই নির্দেশ দেয় দেশের সর্বোচ্চ আদালত। সিবিআই প্রধান অলোক বর্মাকে ছুটিতে পাঠিয়ে কেন্দ্রের জারি করা ২৩শে অক্টোবরের নির্দেশ খারিজ করে দেয় সুপ্রিম কোর্ট।

আরও পড়ুনঃ

অশ্লীল গালাগাল দেবার জন্যই যুবককে নিজেদের ব্যক্তিগত গ্রুপে যোগ করেন নন্দিনী

প্রকাশ্যে গ্রুপ চ্যাট রেকর্ডিং, জেলাশাসকের স্ত্রীর ভাষাও সমান অশ্লীল

একদিনে বহিষ্কৃত দুই তৃণমূল সাংসদ, দিদিকে ছেড়ে মোদীর দলে আর কে কে

মমতার বাছাইয়ে কারা হবেন বাংলার ৪২টি লোকসভা আসনের তৃণমূল প্রার্থী

গত ২৩ অক্টোবর মধ্যরাতে নজিরবিহীনভাবে সিবিআইয়ের এই শীর্ষকর্তাকে অনির্দিষ্টকালের জন্য ছুটিতে পাঠিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় কেন্দ্র। সেই সিদ্ধান্তের বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হন সিবিআই ডাইরেক্টর অলোক বর্মা। কেন্দ্রের সিদ্ধান্ত বেআইনি ঘোষণা করে, তাঁর সেই আবেদন মঞ্জুর করে দেশের সর্বোচ্চ আদালত।

মঙ্গলবার সুপ্রিম কোর্টের রায়ে একাধিক ইস্যুতে স্বস্তি পান সিবিআই ডাইরেক্টর। অলোক বর্মাকে তাঁর পদে পুনর্বহালের নির্দেশ দেয় দেশের সর্বোচ্চ আদালত। সেই সঙ্গে জানানো হয়, সিবিআইয়ের কাজে কেন্দ্র কোনওভাবেই হস্তক্ষেপ করতে পারবে না। প্রধান বিচারপতি রঞ্জন গগৈ, বিচারপতি এস কে কল ও কে এম জোসেফের ডিভিশন বেঞ্চ এই মামলার রায় দেয়।

আদালতের এই রায়কে স্বাগত জানায় কংগ্রেস-সহ অন্য বিরোধীরা। কংগ্রেস, তৃণমূল, বাম সহ বিজেপি বিরোধী দলগুলি এই রায়ের পর প্রধানমন্ত্রীর পদত্যাগ দাবি করেছিলেন। যদিও বিজেপির তরফ থেকে এটাকে কেন্দ্রের হার মানতে রাজি হননি নেতারা। কিন্তু লোকসভা ভোটের আগে এটা যে বিজেপির পক্ষে বড় ধাক্কা তা বলেছিলেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।

নরেন্দ্র মোদী সরকারের ইচ্ছে বহাল, ফের অপসারিত সিবিআই প্রধান/The News বাংলা
নরেন্দ্র মোদী সরকারের ইচ্ছে বহাল, ফের অপসারিত সিবিআই প্রধান/The News বাংলা

কিন্তু দুদিনের মধ্যেই আবার বিষয়টা উল্টে গেল। ফের সিবিআই প্রধানকে অপসারনের সিদ্ধান্ত নেওয়া হয়। তবে এবার শুধু কেন্দ্র নয়। তিন সদস্যের সিলেক্ট কমিটি এই সিদ্ধান্ত নিল। এই বৈঠকে ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ছিলেন প্রধান বিচারপতির প্রতিনিধি বিচারপতি এ কে সিকরি। বৈঠকে রাহুল গান্ধীর তরফে ছিলেন মল্লিকার্জুন খাড়গে। অলোক বর্মার বিরুদ্ধে ভিজিল্যান্স কমিশনের রিপোর্টের ভিত্তিতেই অপসারনের সিদ্ধান্ত নেওয়া হয় ২-১ ভোটে। মল্লিকার্জুন খাড়গে একমাত্র সিবিআই প্রধান এর পক্ষে ভোট দেন।

আরও পড়ুনঃ

ঐতিহাসিক কুম্ভমেলা সম্পর্কে একনজরে সব কিছু জেনে নিন

কুম্ভমেলায় বিশ্বরেকর্ড গড়ল যোগীর রাজ্য, তৈরি হল আস্ত একটা শহর

সোনিয়া রাহুলকে ১০০ কোটি টাকা আয়কর ফাঁকি দেওয়ার নোটিশ

মন্দির মনোরঞ্জনের জায়গা নয়, স্বর্ণমন্দিরে নিষিদ্ধ সেলফি ছবি ভিডিও

পদে ফেরার ৪৮ ঘণ্টার মধ্যে ৫ অফিসারকে বদলি করার নির্দেশ দেন অলোক বর্মা। পাশাপাশি, ১০ অফিসারের বদলির নির্দেশ রদ করেন তিনি। যেসব অফিসারদের বদলি করার নির্দেশ বর্মা দিয়েছেন তাঁদের মধ্যে রয়েছেন, জেডি অজয় ভাটনগর, ডিআইজি এমকে সিনহা, ডিআইডি তরুণ গৌবা, জেডি মুরুগেশন, এডি একে শর্মা। এনিয়ে সরকারের মধ্যে তীব্র অসন্তোষ তৈরি হয়েছে বলে গুঞ্জন। সেই সব সিদ্ধান্তই আবার বাতিল করে দেবে মোদী সরকার। নরেন্দ্র মোদীর ইচ্ছে মতই ফের অন্তর্বর্তী সিবিআই প্রধান নাগেশ্বর রাও।

এদিকে অলোক বর্মাকে অপসারণের পরই সমালোচনা শুরু হয়েছে বিভিন্ন মহল থেকে। বিশিষ্ট আইনজীবী প্রশান্তভূষণ বলেন, অলোক বর্মাকে আত্মপক্ষ সমর্থন করার সুযোগ না দিয়ে কীভাবে তাঁকে সরিয়ে দেওয়া যায়? অলোক বর্মাকে সরানো নিয়ে মোদীকে ফের নিশানা করেছে কংগ্রেসও। দলের পক্ষ থেকে এক টুইটে বলা হয়েছে, অলোক বর্মাকে আত্মপক্ষ সমর্থন করতে দেওয়া হয়নি। প্রধানমন্ত্রী ফের মনে করিয়ে দিলেন তিনি সিবিআই বা যৌথ সংসদীয় কমিটির দ্বারা রাফায়েল তদন্তে ভয় পান।

আরও পড়ুনঃ

বাংলায় রাস্তায় বিজেপির রথ চলবে কিনা ঠিক হবে আগামী মঙ্গলবার

গুরুবারে শুরু অযোধ্যায় রাম মন্দির বাবরি মসজিদ শেষ লড়াই

ভোটের হাতিয়ার, লোকসভার পর রাজ্যসভাতেও পাস হিন্দু সংরক্ষণ বিল

উচ্চবর্ণের গরীব হিন্দুদের জন্য সংরক্ষণ মোদীর, দেশ জুড়ে বিতর্ক

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

]]>