PrimaryTeachersRecruited – The News বাংলা https://thenewsbangla.com Bengali News Portal Sat, 03 Sep 2022 10:49:57 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.2 https://thenewsbangla.com/wp-content/uploads/2018/09/cropped-cdacf4af-1517-4a2e-9115-8796fbc7217f-32x32.jpeg PrimaryTeachersRecruited – The News বাংলা https://thenewsbangla.com 32 32 রাজ্যের ৬১ জন শিক্ষককে, শিক্ষারত্ন সম্মান দিচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার https://thenewsbangla.com/shiksha-ratna-award-mamata-banerjee-govt-honoring-61-teachers-of-west-bengal/ Sat, 03 Sep 2022 10:49:00 +0000 https://thenewsbangla.com/?p=16631 রাজ্যের ৬১ জন শিক্ষককে, ‘শিক্ষারত্ন সম্মান’ দিচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার। সেই সঙ্গে ১১৪১ জন কৃতী ছাত্র-ছাত্রীকেও, সংবর্ধনা দেবে রাজ্য সরকার। আগামী ৫ সেপ্টেম্বর শিক্ষক দিবসে, রাজ্যের ৬১জন শিক্ষককে ‘শিক্ষারত্ন’ সম্মানে ভূষিত করতে চলেছে শিক্ষা দফতর। রাজ্য শিক্ষা দফতরের তরফে, নির্বাচিতদের চিঠি পাঠানোও প্রায় শেষ। এবছর সব জেলার তুলনায় কলকাতায়, শিক্ষারত্ন পুরস্কার-প্রাপক শিক্ষকের সংখ্যা অনেক বেশি।

মোট সাতজন এবার কলকাতা থেকে, শিক্ষারত্ন পুরষ্কার পাচ্ছেন। শহর কলকাতার এই সম্মান প্রাপকদের মধ্যে রয়েছেন, একজন স্কুল শিক্ষক, কলকাতা বিশ্ববিদ্যালয়ের দু’জন অধ্যাপক, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের দু’জন অধ্যাপক এবং কলকাতা বিশ্ববিদ্যালয় অধীনস্থ একটি কলেজের অধ্যক্ষ। কলকাতার পরেই রয়েছে নদিয়া, সেখানকার পাঁচজন শিক্ষক পাচ্ছেন শিক্ষারত্ন। এছাড়া, আলিপুরদুয়ার, দক্ষিণ দিনাজপুর ও কালিম্পংয়ের একজন করে শিক্ষক এই পুরস্কার পাচ্ছেন।

বাঁকুড়া, বীরভূম, কোচবিহার, হুগলি, হাওড়া, জলপাইগুড়ি, ঝাড়গ্রাম, মালদা, মুর্শিদাবাদ, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, পূর্ব মেদিনীপুর ও শিলিগুড়ির দু’জন করে শিক্ষককে, এই সম্মানে ভূষিত করা হচ্ছে। শিক্ষারত্ন পাচ্ছেন দার্জিলিং, পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা ও উত্তর দিনাজপুরের তিনজন করে, উত্তর ২৪ পরগনা ও পুরুলিয়ার চারজন করে শিক্ষক।

মোট ৬১ জনের মধ্যে ১০ জন শিক্ষক ও অধ্যাপকের হাতে আগামী ৫ সেপ্টেম্বর, মিলনমেলায় রাজ্যের তরফে আয়োজিত শিক্ষক দিবসের অনুষ্ঠানের মঞ্চ থেকে পুরস্কার তুলে দেওয়া হবে। বাকিদের জেলাস্তরে পুরস্কৃত করা হবে। ওই দিনই চলতি বছরের মোট ১১৪১ জন কৃতী পড়ুয়াকে, সংবর্ধনা দেবে রাজ্য সরকার।

]]>
খেলা হচ্ছে হাইকোর্টে, তৃণমূল আমলের সব প্রাথমিক শিক্ষক নিয়োগের তথ্য তলব https://thenewsbangla.com/ed-asks-for-all-primary-teachers-information-recruited-in-tmc-era-from-2011/ Tue, 30 Aug 2022 16:54:01 +0000 https://thenewsbangla.com/?p=16533 খেলা হচ্ছে হাইকোর্টে, তৃণমূল আমলের সব প্রাথমিক শিক্ষক নিয়োগের তথ্য তলব। প্রাথমিক শিক্ষক নিয়োগে বেনিয়ম নিয়ে; আরও কড়া ইডি বা এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট। এবার ২০১১ সাল থেকে এখনও পর্যন্ত; নিয়োগ হওয়া সকল প্রাথমিক শিক্ষকের সম্পর্কে তথ্য তলব ইডির। প্রয়োজনীয় তথ্য দিতে হবে; রাজ্যের প্রাথমিক শিক্ষা পর্ষদকে। জরুরিভিত্তিতে সেই তথ্য সংগ্রহ করতে, সব জেলার প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যানকে; এদিন চিঠি পাঠাল প্রাথমিক শিক্ষা পর্ষদ।

প্রাথমিক শিক্ষা পর্ষদের সচিবের স্বাক্ষর করা, সেই চিঠিতে বলা হয়েছে; ১ সেপ্টেম্বরের মধ্যে নির্ধারিত এক্সেল ফরম্যাটে তথ্য পাঠাতে হবে। প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যানদের পাঠানো চিঠিতে; উল্লেখ করা হয়েছে ইডি-র তথ্য তলবের কথা। চিঠিতে আরও বলা হয়েছে, আদালতের নির্দেশে গোটা নিয়োগ প্রক্রিয়া নিয়ে তদন্ত করছে; ইডির জয়েন্ট ডিরেক্টরের অফিস। সেই অনুযায়ী, ইডি-র ডেপুটি ডিরেক্টর জরুরিভিত্তিতে দু-দিনের মধ্যে; ২০১১ সাল থেকে এখনও পর্যন্ত প্রাথমিক স্কুলের শিক্ষক হিসাবে, নিয়োগ হওয়াদের সম্পর্কে তথ্য চেয়ে পাঠিয়েছেন।

আরও পড়ুনঃ রাজ্য বিধানসভায় ঘুরে বেড়াচ্ছেন, সিবিআই-য়ের চোখে ফেরার তৃণমূল নেতা মানিক ভট্টাচার্য

১ সেপ্টেম্বরের মধ্যে ই-মেল করে, তৃণমূল আমলে নিয়োগ হওয়া প্রাথমিক শিক্ষকদের তালিকা ও নির্ধারিত ফরম্যাটে; তাদের সম্পর্কে সব তথ্য পাঠাতে বলা হয়েছে। ফরম্যাট অনুসারে নিয়োগ পাওয়া প্রার্থীর নাম, টেট পরীক্ষার রোল নম্বর, বাবার নাম, ক্যাটাগরি, প্রার্থীর ঠিকানা, মোবাইল নম্বর, ই-মেল আইডি, যে স্কুলে নিয়োগ পেয়েছিলেন এবং যে বছর নিয়োগ পেয়েছিলেন; সব তথ্য জানাতে হবে।

]]>