Primary TET – The News বাংলা https://thenewsbangla.com Bengali News Portal Thu, 16 Jun 2022 08:50:44 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.2 https://thenewsbangla.com/wp-content/uploads/2018/09/cropped-cdacf4af-1517-4a2e-9115-8796fbc7217f-32x32.jpeg Primary TET – The News বাংলা https://thenewsbangla.com 32 32 পরেশ, গুণধর, বীরেন্দ্র, দুর্নীতি করে নেতার মেয়েদের চাকরি হয়েছে, কাঁদছে ‘বাংলার মেয়েরা’ https://thenewsbangla.com/paresh-gunadhar-birendra-leaders-daughters-got-govt-jobs-due-to-corruption-bengali-girls-crying/ Thu, 16 Jun 2022 08:46:32 +0000 https://www.thenewsbangla.com/?p=15499 পরেশ, গুণধর, বীরেন্দ্র, দুর্নীতি করে নেতার মেয়েদের চাকরি হয়েছে, কাঁদছে ‘বাংলার মেয়েরা’। ২০২১ এর বিধানসভা নির্বাচনে, মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি দিয়ে তৃণমূলের রাজনৈতিক স্লোগান ছিল; ‘বাংলা নিজের মেয়েকেই চায়’। সেই স্লোগানে মুগ্ধ হয়ে, মমতাকেই তৃতীয়বারের জন্য; বাংলার মুখ্যমন্ত্রী করেছিলেন রাজ্যের ভোটাররা। কিন্তু কলকাতা হাইকোর্টে একের পর এক নিয়োগ দুর্নীতির মামলায়, এটা একেবারে পরিস্কার; বাংলা নিজের মেয়েকে চাইলেও; সেই মেয়ের সরকার বাংলার মেয়েদের চাইছে না; শুধুই নেতাদের মেয়েদের চাইছে।

রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারী, আরামবাগ পঞ্চায়েত সমিতির সভাপতি গুণধর খাঁড়া, কালনা পুরসভার দুবারের প্রাক্তন সিপিএম কাউন্সিলর বীরেন্দ্র বসু মল্লিক; মাত্র কয়েকটি নাম উঠে এসেছে, যাদের দুর্নীতি ইতিমধ্যেই কলকাতা হাইকোর্টে প্রমাণিত। প্রত্যেকেই দুর্নীতি করে, নিজের মেয়েকে; ঢুকিয়ে দিয়েছিলেন প্রাথমিক স্কুলের শিক্ষকের চাকরিতে। কলকাতা হাইকোর্টের নির্দেশে; এই তিন নেতারই মেয়েদের চাকরি গেছে। বাংলা নিজের মেয়েকেই চেয়েছে; কিন্তু রাজ্য সরকার চেয়েছে শুধুই নেতাদের মেয়েকে।

আরও পড়ুন; ‘তৃণমূল-বাম সেটিং’, প্রাথমিক টেট দুর্নীতি, চাকরি গেল সিপিএম নেতার মেয়েরও

কম নম্বর পেয়েও তালিকায় নাম না থাকলেও, ইন্টারভিউ না দিয়েও, সবাইকে সরিয়ে হাইস্কুলের শিক্ষক নিয়োগ তালিকায় একেবারে উপরে উঠে এসে; বাড়ির কাছে হাইস্কুলে চাকরি পান; রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীর মেয়ে অঙ্কিতা অধিকারী। কলকাতা হাইকোর্টের নির্দেশে, দুর্নীতির প্রমাণ মেলায়; তার চাকরি যায় বেতন ফেরত দেবার নির্দেশ দেয় আদালত।

এবার ২৬৯ জন শিক্ষকের চাকরি বাতিল করার পাশাপাশি, ২০১৪র প্রাথমিক টেট দুর্নীতি মামলায়; সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিত্‍ গঙ্গোপাধ্যায়। পাশাপাশি, ২৬৯ জনকে প্রাথমিক শিক্ষকের পদ থেকে বরখাস্ত, বেতন বন্ধ ও বেতন ফেরতের নির্দেশ দেন বিচারপতি গঙ্গোপাধ্যায়।

আরও পড়ুন; প্রাথমিকে বরখাস্তের তালিকায়, পঞ্চায়েত সমিতির তৃণমূল সভাপতির দুই মেয়ে

আদালতের নির্দেশে হুগলি জেলায় ৬৮ জনকে; প্রাইমারি শিক্ষকের চাকরি থেকে বরখাস্ত করার নির্দেশ দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে আরামবাগ পঞ্চায়েত সমিতির সভাপতি; গুণধর খাঁড়ার ২ মেয়ের নাম। তৃণমূল নেতার দুই মেয়ে সীমা ও শিবানী; প্রাথমিক শিক্ষক হিসাবে চাকরিতে যোগ দেয়। মঙ্গলবার সকালে জেলায় বরখাস্তের যে তালিকা পৌঁছেছে; তাতে ৫ নম্বরে নাম রয়েছে শিবানী খাঁড়ার; আর ৮ নম্বরে নাম সীমা খাঁড়া প্রামাণিকের।

২৬৯ জনের তালিকায় রয়েছে পূর্ব বর্ধমানের ১৭ জনের নাম; তার মধ্যে ২ নম্বরে নাম রয়েছে কালনার ‘দাপুটে’ সিপিএম নেতা ও কালনা পুরসভার দুবারের প্রাক্তন সিপিএম কাউন্সিলর; বীরেন্দ্র বসু মল্লিকের মেয়ে বৈশাখী বসু মল্লিকের নামও। কেঁচো খুঁড়তে একে একে বেরোচ্ছে বড় বড় কেউটে। তৃণমূলের পাশাপাশি দুর্নীতি করে চাকরি পেয়েছে; সিপিএম নেতার মেয়েও। প্রমাণ হয়ে গেছে, বাংলা নিজের মেয়েকে চাইলেও; সেই মেয়ের সরকার বাংলার মেয়েদের চাইছে না; শুধুই নেতাদের মেয়েদের চাইছে।

]]>
‘তৃণমূল-বাম সেটিং’, প্রাথমিক টেট দুর্নীতি, চাকরি গেল সিপিএম নেতার মেয়েরও https://thenewsbangla.com/tmc-left-setting-primary-tet-scam-cpm-leader-daughter-dismissed-from-primary-teacher-job/ Thu, 16 Jun 2022 07:10:13 +0000 https://www.thenewsbangla.com/?p=15491 ‘তৃণমূল-বাম সেটিং’, প্রাথমিক টেট দুর্নীতিতে চাকরি গেল; ‘দাপুটে’ সিপিএম নেতার মেয়েরও। দুর্নীতির বাজারে, ক্ষমতা চলে গেলেও কি; বাগিয়ে নিয়েছে সিপিএম? উঠে গেল প্রশ্ন। ২০১৪র প্রাথমিক টেট দুর্নীতি মামলায়, কলকাতা হাইকোর্টের নির্দেশে; ২৬৯ জন প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিল করেছে কলকাতা হাইকোর্ট। আর সেই তালিকায় অদ্ভুত-ভাবে রয়েছে, পূর্ব বর্ধমানের একসময়ের দাপুটে সিপিএম নেতার মেয়ের নাম। কীভাবে চাকরি? তুঙ্গে উঠেছে রাজনৈতিক বিতর্ক। প্রকাশ্যে তৃণমূলের দুর্নীতির বিরুদ্ধে আন্দলন; আর তলায় তলায় নিজেরাও সেই দুর্নীতিতে যুক্ত; অভিযোগ এমনটাই।

২৬৯ জন শিক্ষকের চাকরি বাতিল করার পাশাপাশি, ২০১৪র প্রাথমিক টেট দুর্নীতি মামলায়; সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিত্‍ গঙ্গোপাধ্যায়। পাশাপাশি, ২৬৯ জনকে প্রাথমিক শিক্ষকের পদ থেকে বরখাস্ত, বেতন বন্ধ ও বেতন ফেরতের নির্দেশ দেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। বরখাস্তের সেই তালিকায় রয়েছে, কালনার ‘দাপুটে’ সিপিএম নেতা ও কালনা পুরসভার দুবারের প্রাক্তন সিপিএম কাউন্সিলর; বীরেন্দ্র বসু মল্লিকের মেয়ে বৈশাখী বসু মল্লিকের নামও। আর সিপিএম নেতার মেয়ের নাম নিয়েই; শুরু হয়েছে চরম রাজনৈতিক চাপানউতোর। সূত্রের খবর, ২৬৯ জনের তালিকায় রয়েছে পূর্ব বর্ধমানের ১৭ জনের নাম; সেই তালিকার ২ নম্বরে নাম রয়েছে বীরেন্দ্র বসু মল্লিকের মেয়ে বৈশাখী বসু মল্লিকের নামও।

আরও পড়ুনঃ পিএসসি-তে নিয়োগ কয়েকহাজার, প্রকাশিত নামের তালিকা, ‘মামলার আ’শঙ্কা’

একসময়, বামপন্থী সংগঠন All Bengal Primary Teachers Association-র পূর্ব বর্ধমানের পদাধিকারীও ছিলেন; সিপিএম নেতা বীরেন্দ্র বসু মল্লিক। তাঁর স্ত্রীও; একসময় গণতান্ত্রিক মহিলা সমিতির দাপুটে নেত্রী ছিলেন। এদিকে বৈশাখীর স্বামীও আবার প্রাইমারি শিক্ষক; যিনি আবার ২০১৫ সালে সিপিএমের হয়ে পুরভোটেও লড়েন। তাহলে কি তৃণমূল জমানায় দুর্নীতিতে; যোগ রয়েছে সিপিএমেরও? উঠেছে প্রশ্ন। বৈশাখী বসু মল্লিকের স্বামী শুভাশিস সরকার বলেন; “এটা কোর্টের বিষয় আমি কিছু বলতে পারব না; আমার স্ত্রী এখন বাইরে আছে”।

২০১৮ সালের জানুয়ারি মাসে, কালনার ধাপাসপাড়া প্রাথমিক বিদ্যালয়ের; শিক্ষিকা পদে যোগ দিয়েছিলেন বৈশাখী বসু মল্লিকে। আদালতের নির্দেশে তাঁরও চাকরি গেছে, বিষয়টি জানাজানি হতেই যথেষ্ট শোরগোল ছড়িয়েছে কালনা শহর জুড়ে। সিপিএম নেতার মেয়ের চাকরি পাওয়া এবং বরখাস্ত হওয়ার ঘটনাকে; অ’স্ত্র করেছে তৃণমূলও। কালনার তৃণমূল বিধায়ক দেবপ্রসাদ বাগ বলেন; “শুধু তৃণমূলের লোকেরা চাকরি পেয়েছে বলে বিরোধীরা যে দাবি তোলে; তা যে ঠিক নয়, এই ঘটনাই তার প্রমাণ”।

“সিপিএম নেতারা দুর্নীতির বিরুদ্ধে বাজার কাঁপাচ্ছে; অন্যদিকে দুর্নীতি করে নিজের ছেলেমেয়েদের চাকরিতে ঢুকিয়ে দিচ্ছে, তৃণমূল নেতাদের সঙ্গে হাত মিলিয়ে”; দাবি কাটোয়া সাংগঠনিক জেলার বিজেপি সভাপতি গোপাল চট্টোপাধ্যায়ের। এই ঘটনার দায় নিতে নারাজ; পূর্ব বর্ধমান জেলার সিপিএম নেতৃত্ব থেকে এবিপিটিএ কর্তৃপক্ষ। কালনা শহরের এরিয়া কমিটির সম্পাদক স্বপন বন্দ্যোপাধ্যায় বলেন; “পার্টিতে যেই থাকুক না কেন; দুর্নীতির সঙ্গে যুক্ত হলে সেটা তার ব্যক্তিগত বিষয়। সে যে দুর্নীতি করত না; সেটাও প্রমাণ করার দায়িত্ব তাঁর”।

]]>
‘হাইকোর্টে বিপ্লব’, আজ আবার যুগান্তকারী রায় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের https://thenewsbangla.com/landmark-verdict-of-justice-abhijit-gangopadhyay-cbi-sit-investigate-primary-tet-scam-under-calcutta-high-court-observation/ Wed, 15 Jun 2022 13:12:32 +0000 https://www.thenewsbangla.com/?p=15470 ‘হাইকোর্টে বিপ্লব’, আজ আবার যুগান্তকারী রায়; বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। প্রাথমিক নিয়োগ দুর্নীতির তদন্তে; সিবিআইকে বিশেষ টিম বা সিট গঠন করার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার তদন্ত হবে; কলকাতা হাইকোর্টের বিশেষ নজরদারিতে। সিবিআইকে সিট বা স্পেশাল ইনভেস্টেগেটিং টিম গঠনের নির্দেশ দিল আদালত। সেই বিশেষ তদন্তকারী দলের দায়িত্বে থাকবেন; কলকাতা সিবিআই-য়ের এক যুগ্ম অধিকর্তা। হাইকোর্টের নজরদারিতে নিয়োগ দুর্নীতির তদন্ত চালাবে তারা।

বুধবার এমনই নির্দেশ দিলেন, কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। শুধু তাই নয়, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত; সিবিআই এর এই টিমের; বা সিটের আধিকারিকদের বদলি করতে পারবে না সিবিআই। প্রাথমিক শিক্ষক নিয়োগে, সিবিআই তদন্তের গতি নিয়ে অসন্তুষ্ট ছিলেন; বিচারপতি গঙ্গোপাধ্যায়। এদিন শুনানি চলাকালীন; সেই ক্ষোভ প্রকাশ করেন তিনি। একইসঙ্গে তদন্তে গতি আনতে; নয়া নির্দেশও দেন এদিন।

আরও পড়ুনঃ ২০১৪ সালে পোলিও মুক্ত দেশের স্বীকৃতি পায় ভারত, বাংলার মেটিয়াবুরুজে পোলিও হানা

সিবিআইয়ের সিটে বা সেই স্পেশাল টাইম কারা কারা থাকবেন; আধিকারিকদের নামের সেই তালিকা শুক্রবার আদালতে পেশ করবে সিবিআই। এদিন শুনানি চলাকালীন বিচারপতি গঙ্গোপাধ্যায় বলেন; “আমি আশা করব সিবিআই তদন্তে; এবার লক্ষণীয় অগ্রগতি হবে। যাতে আমাকে আর আশাহত হতে না হয়”। একইসঙ্গে তিনি আরও একবার মনে করিয়ে দেন; ‘অন্যান্য মামলাগুলিতে আজ পর্যন্ত সিবিআইয়ের কর্মকাণ্ডে আদালত খুব একটা সন্তুষ্ট নয়’।

আরও পড়ুনঃ করোনা নেই, বাধ্যতামূলক কোভিড টেস্টের নামে মানুষকে লুটছে বেসরকারি হাসপাতাল

এদিন প্রাথমিক টেটের দুটি মামলার; প্রাথমিক রিপোর্ট পেশ করে সিবিআই। রিপোর্ট পেশ করে প্রাথমিক শিক্ষা পর্ষদও। আদালতে সিবিআই জানায়, “আমরা অত্যন্ত গুরত্ব দিয়ে এই মামলা-গুলি দেখছি; দিল্লি থেকে নতুন যুগ্ম অধিকর্তা এসেছেন, যিনি শুধুমাত্র এই মামলাগুলোই দেখছেন। আগামী কয়েকসপ্তাহ ঘটনাবহুল হতে চলেছে”।

স্কুল সার্ভিস কমিশনের মত; ২০১৪ সালের প্রাইমারি টেট নিয়োগ নিয়েও দুর্নীতির অভিযোগ প্রমাণ হয়ে গেছে। ২৬৯ জনের নিয়োগে দুর্নীতির অভিযোগ উঠেছে; যাদের সবার চাকরি বাতিল করে দিয়েছেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। এই মামলায় আগেই সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল; কলকাতা হাইকোর্ট। আদালতের নির্দেশে চাকরি খুইয়েছিলেন ২৬৯ জন শিক্ষক; এবার সেই মামলার তদন্ত করবে সিবিআইয়ের সিট, কলকাতা হাইকোর্টের নজরদারিতে।

]]>