Primary Teacher Dismissed – The News বাংলা https://thenewsbangla.com Bengali News Portal Wed, 15 Jun 2022 14:00:28 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.2 https://thenewsbangla.com/wp-content/uploads/2018/09/cropped-cdacf4af-1517-4a2e-9115-8796fbc7217f-32x32.jpeg Primary Teacher Dismissed – The News বাংলা https://thenewsbangla.com 32 32 চাকরি ছাঁটাইয়ের পর এবার গ’ণপি’টুনি, বাংলার প্রাথমিক শিক্ষকদের একি হাল https://thenewsbangla.com/bankura-primary-teacher-incident-bengal-shocked-by-this-school-incident/ Wed, 15 Jun 2022 13:59:25 +0000 https://www.thenewsbangla.com/?p=15473 চাকরি ছাঁটাইয়ের পর এবার গ’ণপি’টুনি; বাংলার প্রাথমিক শিক্ষকদের একি হাল। এবার প্রাইমারি ছাত্রীকে ধরে টানাটানি; জামাকাপড় ছিঁড়ে কু’প্রস্তাব; প্রাথমিক শিক্ষককে গ’ণধো’লাই। দুদিন আগেই নিয়োগ দুর্নীতি মামলায়; চাকরি গেছে ২৬৯ জন প্রাথমিক শিক্ষকের। লজ্জায় মুখ ঢাকছে বাংলা। এবার আরও ভ’য়াবহ ঘটনা। প্রাথমিক শিক্ষকের কাছেও; তবে কি সুরক্ষিত নয় ছাত্রী? নতুন করে প্রশ্ন উঠছে বাঁকুড়া জেলার ঘটনায়।

প্রাথমিকে যেন প্রতিদিন নতুন নতুন লজ্জা; উপহার দিচ্ছেন শিক্ষকরা। এবার তৃতীয় শ্রেণির এক ছাত্রীকে শ্লী’লতাহা’নি করার অভিযোগে; এক প্রাথমিক স্কুল শিক্ষককে গ’ণপি’টুনি দিলেন অভিভাবকরা। বাঁকুড়ার রঘুনাথপুর প্রাথমিক বিদ্যালয়ের ঘটনা; চমকে দিয়েছে গোটা রাজ্যকে। অভিভাবকদের প্রশ্ন তবে কি শিক্ষকদের কাছেও; সুরক্ষিত নয় ছোট্ট ছাত্রীরা? ইতিমধ্যেই পুলিশ ওই অভিযুক্ত শিক্ষককে; আটক করে তদন্ত শুরু করেছে।

আরও পড়ুন; ‘হাইকোর্টে বিপ্লব’, আজ আবার যুগান্তকারী রায় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের

স্থানীয় সূত্রে খবর, ওই না’বালিকার বাড়ি; কোতুলপুরের ডিঙ্গেররন এলাকায়। বাঁকুড়ার রঘুনাথপুর এলাকায়, একটি প্রাথমিক বিদ্য়ালয়ে; তৃতীয় শ্রেণিতে পড়ে ৮ বছরের ওই ছাত্রী। মঙ্গলবার মিড-ডে মিলের সামগ্রী নিতে; সে স্কুলে গিয়েছিল। অভিযোগ তখনই মুরারি মোহন মণ্ডল নামে ওই শিক্ষক ছাত্রীটিকে দেখে; ফাঁকা স্কুলে নানান ইঙ্গিত করেন বলে। অভিযোগ, তাকে কু’প্র’স্তাব দিয়ে একটু পাশে ডেকে নিয়ে যাওয়ার চেষ্টা করে; ও গায়ে হাত দিয়ে শ্লী’লতাহা’নি করে। তার জামা-কাপড়ও টেনে ছিঁড়ে দেওয়ার; চেষ্টা করা হয় ওই শিক্ষকের তরফ থেকে।

আরও পড়ুন; ২০১৪ সালে পোলিও মুক্ত দেশের স্বীকৃতি পায় ভারত, বাংলার মেটিয়াবুরুজে পোলিও হানা

এরপরই বাড়িতে এসে কান্নায় ভেঙে পড়ে; ওই না’বালিকা ছাত্রী। এনিয়ে পরিবারের লোকজন তাকে জিজ্ঞাসা করতেই; সে গোটা ব্যাপারটি খুলে বলে। স্কুল ফাঁকা থাকার সুযোগে, তৃতীয় শ্রেণির ওই ছাত্রীর উপরেই লা’লসা মেটাতে চেয়েছিল ওই শিক্ষক; অভিযোগ এমনটাই। বুধবার এনিয়ে স্কুলে গিয়ে প্রতিবাদ জানান অভিভাবকরা; এরপরই শুরু হয় গ’ণপি’টুনি। বেধ’ড়ক মা’রে অসুস্থ হয়ে পড়ে ওই শিক্ষক।

আপাতত স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে ওই শিক্ষককে; পুলিশ এনিয়ে খোঁজখবর শুরু করেছে। ছাত্রীর অভিভাবকরা, ওই শিক্ষকের বিরুদ্ধে; থানায় অভিযোগ করেছে। কি হচ্ছে বাংলার প্রাথমিক শিক্ষায়; মান কি এতই নেমে গেছে? এই ঘটনায় চমকে গেছে; গোটা বাংলার মানুষ।

]]>
প্রাথমিকে বরখাস্তের তালিকায়, পঞ্চায়েত সমিতির তৃণমূল সভাপতির দুই মেয়ে https://thenewsbangla.com/primary-teacher-dismissed-tmc-leader-daughters-lost-job-justice-avijit-ganguly-order-on-primary-tet-scam/ Tue, 14 Jun 2022 14:34:28 +0000 https://www.thenewsbangla.com/?p=15441 চাকরি পেয়েও, কাজে যোগ দিয়ে, পাঁচ বছর চাকরি করেও যে চাকরি যেতে পারে; তা ভাবতেই পারছেন না আরামবাগ পঞ্চায়েত সমিতির সভাপতি তৃণমূল নেতা গুণধর খাঁড়ার দুই মেয়ে সীমা খাঁড়া ও শিবানী খাঁড়া। প্রাথমিকে বরখাস্তের তালিকায়; পঞ্চায়েত সমিতির তৃণমূল সভাপতির ২ মেয়েই। এসএসসি নিয়োগে দুর্নীতির পর, প্রাথমিক শিক্ষক-শিক্ষিকা নিয়োগেও; দুর্নীতির অভিযোগ উঠেছে। এই দুর্নীতির অভিযোগে আদালতে গড়ানোর পর; সোমবার কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ২৬৯ জন শিক্ষক-শিক্ষিকাকে চাকরি থেকে বরখাস্ত করেন; তাদের পুরো মাইনে ফেরত দেবার নির্দেশ দেন।

শিক্ষক-শিক্ষিকাদের বরখাস্ত হওয়ার এই তালিকা, আদালতের নির্দেশের পর; জেলায় জেলায় পৌঁছাতে শুরু করেছে। জেলায় জেলায় সেই তালিকা পৌঁছানোর পর; বরখাস্ত হওয়া শিক্ষক-শিক্ষিকাদের মধ্যে হাহাকার লক্ষ্য করা যাচ্ছে। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হল, বরখাস্ত হওয়া এই তালিকায়; একাধিক নাম রয়েছে তারা শাসকদল তৃণমূলের নেতা-নেত্রী, আত্মীয়স্বজন এবং সন্তানদের। তবে এই বিষয়ে এখনও পর্যন্ত; প্রকাশ্যে কেউ মুখ খোলেননি।

আরও পড়ুনঃ মাদ্রাসা সার্ভিস কমিশন তুলে দেওয়া নিয়েও বড় সিদ্ধান্ত বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের

আদালতের নির্দেশে হুগলি জেলায় ৬৮ জনকে; চাকরি থেকে বরখাস্ত করার নির্দেশ দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে আরামবাগ পঞ্চায়েত সমিতির সভাপতি; গুণধর খাঁড়ার ২ মেয়ের নাম। এলাকায় তৃণমূলের দীর্ঘদিনের কর্মী বলে পরিচিত গুণধরবাবু। পঞ্চায়েত সমিতির সভাপতি হবার পর; তাঁর দাপট আরও বেড়েছে। ২০১৭ সালে তার দুই মেয়ে সীমা ও শিবানী; প্রাথমিক শিক্ষক হিসাবে চাকরিতে যোগ দেয়। মঙ্গলবার সকালে জেলায় যে তালিকা পৌঁছেছে, তাতে ৫ নম্বরে নাম রয়েছে শিবানী খাঁড়ার; আর ৮ নম্বরে নাম সীমা খাঁড়া প্রামাণিকের।

আরও পড়ুনঃ বাংলায় ‘হাত জড়ো’, রাস্তায় নামা বিক্ষো’ভকারীদের দেশে ফেরত পাঠাচ্ছে কুয়েত

২০১৪ সালের প্রাথমিক টেটে দুর্নীতির মামলা করে, আবেদনকারীরা আদালতকে জানিয়েছিলেন; এই নিয়োগ-প্রক্রিয়ায় ২০১৭ সালে বেআইনি-ভাবে দ্বিতীয় একটি মেধাতালিকা তৈরি করা হয়। এই নিয়ে সংসদের আইনজীবীর দাবি ছিল; ২০১৪ সালের টেটে একটি প্রশ্ন ভুল ছিল; সেই প্রশ্নে অতিরিক্ত ১ নম্বর দেওয়া হয়েছে। আদালত পালটা প্রশ্ন করে; বাকি ২৩ লক্ষ পরীক্ষার্থী কী দোষ করল? কোনও জবাব ছিল না সংসদের আইনজীবীর কাছে; এরপরই ২৬৯ জনকে বরখাস্ত করার নির্দেশ দেন; বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।

]]>