President Speech Indicate – The News বাংলা https://thenewsbangla.com Bengali News Portal Thu, 20 Jun 2019 07:17:45 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.2 https://thenewsbangla.com/wp-content/uploads/2018/09/cropped-cdacf4af-1517-4a2e-9115-8796fbc7217f-32x32.jpeg President Speech Indicate – The News বাংলা https://thenewsbangla.com 32 32 ৫ লক্ষ টাকা পর্যন্ত আয়কর ছাড় দিতে চলেছে মোদী সরকার, রাষ্ট্রপতির ভাষণে ইঙ্গিত https://thenewsbangla.com/modi-government-tax-relief-up-to-rs-5-lakhs-president-speech-indicate/ Thu, 20 Jun 2019 07:17:45 +0000 https://www.thenewsbangla.com/?p=14150 সপ্তদশ লোকসভার আনুষ্ঠানিক সূচনা হল। রাষ্টপতি রাম নাথ কোবিন্দ; প্রধানমন্ত্রী সহ নবনির্বাচিত সকল সাংসদদের অভিনন্দন জানালেন। সংসদের যৌথ অধিবেশনে; রাষ্ট্রপতির ভাষণে উপস্থিত ছিলেন সকল সাংসদ। রাষ্ট্রপতি তাঁর ভাষণে জানালেন বিভিন্ন প্রস্তাব। ৫ লক্ষ টাকা পর্যন্ত আয়কর ছাড় দিতে চলেছে মোদী সরকার; রাষ্ট্রপতির ভাষণে ইঙ্গিত।

রাষ্টপতি রাম নাথ কোবিন্দ এদিন সংসদে বললেন, দেশের অগ্রগতির পক্ষেই; ভোট দিয়েছেন ভোটাররা। নতুন ভারত নির্মাণের জন্য; সরকার কাজ করছে। দেশের অগ্রগতির পক্ষে; এবারের ভোটে স্পষ্ট মতামত দিয়েছেন ভোটাররা। ৫ লক্ষ টাকা পর্যন্ত আয়কর ছাড় দেবার জন্য; সরকারকে এদিন প্রস্তাব দিলেন রাষ্ট্রপতি।

আরও পড়ুনঃ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে, খলিল জিব্রান বানালেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান

সরকারের লক্ষ্য ‘সবকা সাথ, সবকা বিকাশ’। দেশবাসীকে বন্ধনমুক্ত রাখতে চায় সরকার। সম্বৃদ্ধ ভারত গড়াই; সরকারের লক্ষ্য। তিনি জানান, সমাজের সব স্তরের মানুষ; সংসদে নির্বাচিত। জাতপাত নয়, সৌভ্রাতৃত্ব চাই। সম্প্রীতি রক্ষা করাই সরকারের দায়িত্ব। বৈষম্যহীন দেশ গড়তে কাজ করবে সরকার।

ছোট দোকানদারদের জন্য; পেনশন যোজনা থাকবে। দেশের সব কৃষকের জন্য; কিষাণ সম্মান দেওয়া হবে। কৃষির উৎপাদন বৃদ্ধিতে ২৫ লক্ষ কোটি টাকা থাকবে। জল সংরক্ষণেও; বিশেষ জোর দিচ্ছে সরকার। সেই জন্যই তৈরি হয়েছে; জলশক্তি মন্ত্রক। রাজ্য সরকারগুলিকে সঙ্গে নিয়ে; কাজ করবে কেন্দ্রীয় সরকার। এবং যুক্তরাষ্ট্রীয় কাঠামোকে দৃঢ় করতে সচেষ্ট থাকবে।

আরও পড়ুনঃ ধর্ষণের অভিযোগে সিপিআইএম নেতার ছেলের বিরুদ্ধে এফআইআর

দেশের ১১২টি পিছিয়ে থাকা জেলাকে; বিশেষ গুরুত্ব দেওয়া হবে। দেশের প্রত্যন্ত অঞ্চলে; ডাকবিভাগকে কাজে লাগিয়ে; ব্যাঙ্কিং পরিষেবা চালু করা হবে। গ্রামের উন্নোতিতে বিশেষ গুরুত্ব দেওয়া হবে। নারীশক্তিকে সম্মান জানিয়ে; মহিলাদের স্বনির্ভরতার লক্ষ্যে; কাজ করবে সরকার।

আরও জানিয়েছেন, ২০২৪ এর মধ্যে উচ্চশিক্ষার স্থান বৃদ্ধি করা হবে। ২০২২ এর মধ্যে চাষীদের আয় দ্বিগুণ হবে। টেকনলজির উন্নতির বিষয়ে নজর দেবে সরকার। ভারতীয় স্পেস সিপ হবে আরও বেশি উন্নত।

জরুরি ব্যবস্থাপণায় জানিয়েছেন, তিন তালাক প্রথার অবসান ও কর ব্যবস্থা সংস্কার এর প্রয়োজনকে। ৫ লক্ষ টাকা পর্যন্ত আয়কর ছাড় প্রস্তাব দিয়েছেন রাষ্ট্রপতি। সবদিক মাথায় রেখে; সকল প্রস্তাবে সম্পূর্ণতা পেতে উৎসুক সমগ্র দেশ। সিদ্ধান্ত মানুষের; তাই এবার পালা চাহিদা পূরণের।

]]>