President Election – The News বাংলা https://thenewsbangla.com Bengali News Portal Wed, 22 Jun 2022 08:07:07 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.2 https://thenewsbangla.com/wp-content/uploads/2018/09/cropped-cdacf4af-1517-4a2e-9115-8796fbc7217f-32x32.jpeg President Election – The News বাংলা https://thenewsbangla.com 32 32 জেনে নিন কিভাবে ‘অনায়াসে’ জিতে, দেশের প্রথম আদিবাসী মহিলা রাষ্ট্রপতি হবেন দ্রৌপদী মূর্মু https://thenewsbangla.com/draupadi-murmu-youngest-india-president-first-adivasi-woman-winning-effortlessly/ Wed, 22 Jun 2022 08:03:08 +0000 https://www.thenewsbangla.com/?p=15644 জেনে নিন কিভাবে ‘অনায়াসে’ জিতে; দেশের প্রথম আদিবাসী মহিলা রাষ্ট্রপতি হবেন দ্রৌপদী মূর্মু। ভারতবর্ষের পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচনে; বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোটের প্রার্থী শ্রীমতী দ্রৌপদী মূর্মু। অন্যদিকে বিরোধী জোটের প্রার্থী; যশোবন্ত সিনহা। তবে এখনও পর্যন্ত ভোটের যা হিসাব; তাতে খুব সহজেই ভোটে জিতে ভারতের পরবর্তী রাষ্ট্রপতি হবেন দ্রৌপদী মূর্মু। একনজরে দেখে নিন, ঠিক কিভাবে ভোটে জিতবেন তিনি।

মোট ভোট মূল্যঃ ১০,৯৮,৯০৩ টি
১) সকল রাজ্যের বিধায়কের ভোট মূল্য; ৫,৪৯,৪৯৫ টি
২) লোকসভা + রাজ্যসভা সাংসদদের ভোটমূল্য; ৫,৪৯,৪০৮ টি

জম্মু-কাশ্মীর বিধানসভা নেই এবং রাজ্যসভার নির্বাচন হয় নাই। সুতরাং মোট ভোট মূল্য থেকে জম্মু কাশ্মীরের বাদ দিলে মোট ভোট মূল্য দাঁড়াবে।
৬৭ জন বিধায়ক এবং ৪ জন রাজ্যসভা সদস্যের ভোট মূল্য; ৬২৬৮ + ২৮৩২ = ৯০৯৬ টি। সতরাং চুড়ান্ত ভোট মূল্য; ১০,৯৮,৯০৩ – ৯,০৯৬ = ১০,৮৯,৮০৭ টি।

এবার ভোটে জিততে হলে পেতে হবে; এর অর্ধেকের চেয়ে একটি বেশি ভোট। অর্থাৎ ১০,৮৯,৮০৭ ÷ ২ + ১ = ৫,৪৪,৯০৪ টি। শ্রীমতী মূর্মু-কে জিততে হলে, পেতে হবে; পাঁচ লক্ষ চুয়াল্লিশ হাজার নয় শত চারটি ভোট।

এবার দেখা যাক কাদের ভোট শ্রীমতী মূর্মু পাবেন।
১। বিজেপি-র নিজস্ব ভোট মূল্যঃ
বিধানসভার ১,৩৭৯ জন বিধায়কের ভোট মূল্য; ১,৮৪,৫৭৩ টি।
লোকসভার ২৮৯ জন সদস্যের ভোট মূল্য; ২,০৪,৬১২টি।
রাজ্যসভার ১০০ জন সদস্যের ভোট মূল্য; ৭০,৮০০ টি।
বিজেপির মোট ভোট মূল্য; ১,৮৪,৫৭৩ + ২,০৪,৬১২ + ৭০,৮০০ = ৪,৫৯,৯৮৫ টি।

২। বিজেপি জোট শরিকদের ভোট মূল্য;
বিধানসভার ৩০৭ জন বিধায়কের ভোট মূল্য; ২৬,০৫৫ টি।
লোকসভার ১৬ জন সদস্যের ভোট মূল্য; ১১,৩২৮ টি।
রাজ্যসভার ১২ জন সদস্যের ভোট মূল্য; ৮,৪৯৬ টি।
মোট ভোট মূল্যঃ ২৬,০৫৫ + ১১,৩২৮ + ৮,৪৯৬ = ৪৫,৮৭৯ টি।

৩। BJD দলের ভোট মূল্য;
বিধানসভার ১১৪ জন বিধায়কের ভোট মূল্য; ১৬,৯৮৬ টি।
লোকসভার ১২ জন সদস্যের ভোট মূল্য; ৮,৪৯৬ টি।
রাজ্যসভার ৯ জন সদস্যের ভোট মূল্য; ৬,৩৭২ টি।
মোট ভোট মূল্য; ১৬,৯৮৬ + ৮,৪৯৬ + ৬,৩৭২ = ৩১,৮৫৪ টি।

৪। JDU দলের ভোট মূল্য;
বিধানসভার ৪৫ জন বিধায়কের ভোট মূল্য; ৭,৭৮৫ টি।
লোকসভার ১৬ জন সদস্যের ভোট মূল্য; ১১,৩২৮ টি।
রাজ্যসভার ৫ জন সদস্যের ভোট মূল্য; ৩,৫৪০ টি।
মোট ভোট মূল্যঃ ৭,৭৮৫ + ১১,৩২৮ + ৩,৫৪০ = ২২,৬৫৩ টি

আরও পড়ুনঃ দেশের পরবর্তী রাষ্ট্রপতি আদিবাসী নেত্রী দ্রৌপদী, রাষ্ট্রপতি নির্বাচনে এনডিএ জোটের প্রার্থী ঘোষণা

সুতরাং, বিজেপি + শরিক দল + নবীন পট্টনায়ক + নীতিশ কুমার এর মিলিত মোট ভোট মূল্য;
৪,৫৯,৯৮৫ + ৪৫,৮৭৯ + ৩১,৮৫৪ + ২২,৬৫৩ = ৫,৬০,৩৭১ টি ভোট।

রাষ্ট্রপতি পদে জিততে মোট ভোট প্রয়োজন; ৫,৪৪,৯০৪ টি। এই হিসাবেই দ্রৌপদী মূর্মু জেতার সীমা থেকে অতিরিক্ত ১৫, ৪৬৭ টি ভোট বেশী পাবেন। অর্থাৎ তাঁর জেতা এখন শুধুই সময়ের আপেক্ষা।

এছাড়াও এখন মহারাষ্ট্রে ৪৫ জন বিধায়কের; ভোট পাওয়ার সম্ভবন আছে। যাদের ভোট মূল্য; ৭,৮৭৫ টি। অন্ধপ্রদেশের জগমোহন রেড্ডীর দল YSRCP দলের ভোটও; শ্রীমতী মূর্মু-র পক্ষে আসতে পারে। যাহার ভোট মূল্য; ৪৫,৭৯৮ টি। এই দুই দলের ভোট যুক্ত হলে শ্রীমতী দ্রৌপদী মূর্মু জিতবেন; ৬৮,১৪০ ভোটে। ভারতবর্ষের স্বাধীনতার ৭৫ বছর পূর্তির তিন সপ্তাহ পূর্বে; আদিবাসী পরিবারের একজন সুশিক্ষিতা, মার্জিত ব্যবহারের মহিলাকে; আমাদের দেশের প্রথম নাগরিক হিসাবে পেয়ে ভারতবাসী গৌরবান্নিত হবেন বলেই আশা রাখি।

]]>
শরদ, ফারুখ, গোপাল, মমতার অনুরোধেও কেউ রাজি নন, ভরসা এখন তৃণমূল নেতা যশবন্ত https://thenewsbangla.com/sharad-pawar-farooq-abdullah-gopalkrishna-gandhi-none-agree-mamata-banerjee-proposed-as-presidential-candidate/ Tue, 21 Jun 2022 04:18:28 +0000 https://www.thenewsbangla.com/?p=15577 শরদ, ফারুখ, গোপাল, মমতার অনুরোধেও কেউ রাজি নন; ভরসা এখন তৃণমূল নেতা যশবন্ত। শরদ পাওয়ার, গোপালকৃষ্ণ গান্ধী, ফারুখ আবদুল্লা। না, কেউই রাজি হচ্ছেন না রাষ্ট্রপতি পদে লড়তে। রাষ্ট্রপতি নির্বাচনে কারা প্রার্থী হবেন; তা নিয়ে রাজধানীতে উত্তাপ ক্রমশই বাড়ছে। আগামী ১৮ জুলাই দেশের ১৪তম রাষ্ট্রপতি নির্বাচন; কিন্তু এখনও পর্যন্ত কোনপক্ষই তাদের প্রার্থীর নাম ঘোষণা করেনি। এরমধ্যেই রাষ্ট্রপতি নির্বাচনে বিরোধী শিবিরের প্রার্থী হওয়ার নিয়ে, অনিচ্ছা প্রকাশ করে সরে দাঁড়ালেন; পশ্চিমবঙ্গের প্রাক্তন রাজ্যপাল গোপালকৃষ্ণ গান্ধী। তার আগে বিরোধী শিবিরের এই প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন; এনসিপি প্রধান শরদ পাওয়ার এবং জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আব্দুল্লাহ। এবার সেই তালিকায় যুক্ত হল; গোপালকৃষ্ণ গান্ধীর নাম।

গত মঙ্গলবার রাষ্ট্রপতি নির্বাচনে নিজেদের প্রার্থী ঠিক করতে দিল্লিতে, দেশের ২২টি বিরোধী দলের শীর্ষ নেতৃত্বকে নিয়ে; বৈঠকে বসেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার মধ্যে অবিজেপি রাজ্যের ৮জন মুখ্যমন্ত্রী ছিলেন। সেই বৈঠকে সর্বসম্মতিক্রমে শরদ পাওয়ারের নাম; বিরোধী শিবিরের রাষ্ট্রপতি পদপ্রার্থী হিসেবে প্রস্তাব করা হয়। কিন্তু বৈঠক শেষে মমতা নিজেই জানান, শরদ পাওয়ার সেই প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন; তিনি প্রার্থী হতে ইচ্ছুক নন।

আরও পড়ুনঃ “অগ্নিবীরদের নিয়োগ করব আমার কোম্পানিতে”, দেশজোড়া বিতর্কের মধ্যেই ঘোষণা শিল্পপতির

তারপরই তৃণমূল সূত্রে জানা যায়, পাওয়ার রাজি না হওয়ায়; রাষ্ট্রপতি পদপ্রার্থী হিসেবে ফারুক আব্দুল্লাহ এবং গোপালকৃষ্ণ গান্ধীর নাম প্রস্তাব করেন মমতা। গত শনিবার ফারুখ আবদুল্লাও; নিজের নাম সরিয়ে নেন। তারপরে সবার নজর ছিল মহাত্মা গান্ধীর প্রপৌত্রের উপরেই। কিন্তু এবার তিনিও নিজের নাম সরিয়ে নেওয়ায়; অকূল পাথারে বিরোধীরা।

রাষ্ট্রপতি পদে প্রার্থী খুঁজতে; গা উজাড় হওয়ার জোগাড়। কে হবেন বিরোধী দলের রাষ্ট্রপতি নির্বাচনের প্রার্থী? দিল্লিতে মঙ্গলবার বৈঠকে বসছে; কংগ্রেস, বাম, আপ, তৃণমূল সহ একাধিক দলের। ওই বৈঠকেই রাষ্ট্রপতি নির্বাচনে জন্য; বিরোধী দলের পদপ্রার্থীর নামে শিলমোহর পড়ার কথা। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় প্রস্তাবিত সকলেই; একে একে সরে দাঁড়ানোয় সমস্যায় বিরোধী শিবির।

সূত্রের খবর, মঙ্গলবার বৈঠকে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা বর্তমানে তৃণমূল নেতা যশবন্ত সিনহার নাম; প্রস্তাব করতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু মমতার এই প্রার্থীকে রাষ্ট্রপতি পদে লড়াইয়ে; বিজেপি বিরোধী সবদল মেনে নেয় কিনা, সেটাই এখন দেখার।

]]>
রাষ্ট্রপতি পদে গান্ধীর পাশাপাশি আবদুল্লার নাম প্রস্তাব মমতার https://thenewsbangla.com/mamata-banerjee-proposed-gopalkrishna-gandhi-farooq-abdullah-name-for-president-election/ Wed, 15 Jun 2022 15:44:51 +0000 https://www.thenewsbangla.com/?p=15479 সবাইকে চমকে দিয়ে, রাষ্ট্রপতি পদে গোপালকৃষ্ণ গান্ধীর পাশাপাশি; ফারুখ আবদুল্লার নাম প্রস্তাব বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। বুধবার দিল্লির কনস্টিটিউশন হলে বিরোধীদের বৈঠক শেষে, আরএসপি-র এনকে প্রেমচন্দ্রন জানান; “রাষ্ট্রপতি পদপ্রার্থী হিসেবে গোপালকৃষ্ণ গাঁধী ও ফারুখ আবদুল্লার নাম প্রস্তাব করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়”। তবে ভারতের রাষ্ট্রপতি পদে, ফারুখ আবদুল্লার নাম প্রস্তাব করায় অবাক বিজেপি।

সূত্রের খবর, এবার রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী হওয়ার জন্য; গোপালকৃষ্ণের সঙ্গে বিরোধী শিবিরের কয়েকজন নেতা ফোনে কথা বলেছেন। বিরোধীদের রাষ্ট্রপতি পদপ্রার্থী হওয়ার জন্য; তাঁকে অনুরোধ করা হয়েছে। বিরোধী নেতাদের একাংশের অনুরোধে, প্রাথমিক ভাবে; গাঁধী-পৌত্র ‘ইতিবাচক’ সাড়া দিয়েছেন বলে জানা গিয়েছে। বিরোধী শিবিরের একাংশে দাবি, রাষ্ট্রপতি পদপ্রার্থী হতে ‘সম্মত’ হলে; গোপালকৃষ্ণকেই সর্বসম্মতিক্রমে রাষ্ট্রপতি পদপ্রার্থী করা হবে।

গোপালকৃষ্ণ গান্ধী রাজি না হলে; ফারুখ আব্দুল্লাকেই বিকল্প হিসাবে বেছে নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তবে এই ব্যপারে, অনেকেই রাজি নন; কারণ কাশ্মীরে সংখ্যা’লঘু হি’ন্দুদের উপর অ’ত্যাচা’রে ফারুখ আবদুল্লার বড় হাত ছিল বলে মনে করেন অনেকেই। বর্ষীয়ান নেতা তথা এনসিপি সুপ্রিমো শরদ পওয়ার, রাজি না হওয়ায়; রাষ্ট্রপতি পদে বিরোধী শিবিরের প্রার্থী হিসেবে দুজনের নাম প্রস্তাব করেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুনঃ মোদীর ‘আচ্ছে দিন’ কি আসছে, ভারত ঢুকছে ৫ লক্ষ কোটি ডলারের অর্থনীতিতে

ওই দুইজন হলেন, জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুখ আবদুল্লা; ও পশ্চিমবঙ্গের প্রাক্তন রাজ্যপাল গোপালকৃষ্ণ গান্ধী। এই দুজনের সঙ্গে কথা বলে; শিগগিরই চূড়ান্ত নাম ঘোষণা করা হবে। বিরোধী শিবিরের পরবর্তী বৈঠক থেকেই; আনুষ্ঠানিকভাবে রাষ্ট্রপতি পদপ্রার্থীর নাম ঘোষণা করা হবে। রাষ্ট্রপতি নির্বাচনের রণকৌশল চূড়ান্ত করতে; বুধবার দিল্লির কনস্টিটিউশন ক্লাবে বৈঠকে বসেছিলেন দেশের প্রধান বিরোধী দলগুলির শীর্ষ নেতারা।

বৈঠকের উদ্যোক্তা ছিলেন; তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। দেড় ঘন্টার বেশি সময় ধরে; চলে এই বৈঠক। সূত্রের খবর, বৈঠকে রাষ্ট্রপতি পদে শরদ পওয়ারের নাম; প্রস্তাব করেন তৃণমূল সুপ্রিমো। যদিও সক্রিয় রাজনীতিতেই তিনি থাকতে চান বলে জানিয়ে; ওই প্রস্তাব ফেরান শরদ পওয়ার। তারপরেই বিকল্প প্রার্থী হিসেবে; গোপালকৃষ্ণ গান্ধী ও ফারুখ আবদুল্লার নাম প্রস্তাব করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তবে ফারুখ আবদুল্লাহর নাম মমতা প্রস্তাব করলেও; অনেকেই এই নিয়ে কোন মন্তব্য করতে রাজি হয়নি।

]]>
নারাজ পাওয়ার, রাষ্ট্রপতি নির্বাচনে বিজেপির বিরুদ্ধে মমতার বাজি গোপালকৃষ্ণ https://thenewsbangla.com/sharad-pawar-not-agree-mamata-banerjee-wants-gopalkrishna-gandhi-as-presidential-candidate/ Wed, 15 Jun 2022 05:24:44 +0000 https://www.thenewsbangla.com/?p=15454 নারাজ পাওয়ার, রাষ্ট্রপতি নির্বাচনে বিজেপির বিরুদ্ধে মমতার বাজি গোপালকৃষ্ণ। রাষ্ট্রপতি নির্বাচনে বিরোধী জোটের; প্রার্থী হচ্ছেন না শরদ পাওয়ার। রাষ্ট্রপতি পদে প্রার্থী হওয়ার দৌড় থেকে; নিজেকে সরিয়ে নিয়েছেন এনসিপি সুপ্রিমো। সোমবার মহারাষ্ট্রের মন্ত্রীদের বৈঠকে পাওয়ার জানিয়েছেন; তিনি বিরোধী জোটের রাষ্ট্রপতি পদপ্রার্থী হচ্ছেন না। রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে, বুধবার দিল্লিতে বৈঠকে বসছে বিরোধী দলগুলি। তার আগেই পওয়ারের এই ঘোষণা; বিরোধী শিবিরের জন্য কিছুটা হলেও ধাক্কা। তারপরেই বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে; চেষ্টা চলছে বাংলার প্রাক্তন রাজ্যপাল গোপালকৃষ্ণ গান্ধীকে রাজি করানোর।

এই প্রস্তাবে না বলেননি গোপালকৃষ্ণ গান্ধী। এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী, বিরোধীদের প্রস্তাব ভাবনা-চিন্তা করে দেখতে; সময় চেয়েছেন গোপালকৃষ্ণ। বুধবারই নিজের সিদ্ধান্ত জানিয়ে দেবেন; বলে জানিয়েছেন তিনি। রাজি হলে, সর্বসম্মতিতে বিরোধীদের রাষ্ট্রপতি পদপ্রার্থী হবেন গোপালকৃষ্ণ; কারণ এর আগেই উপরাষ্ট্রপতি পদে; সর্বসম্মতি পেয়েছিলেন তিনি।

আরও পড়ুনঃ “চলুন বাংলায় বুলডোজার সরকার গড়ি, ডান্ডা মেরে আবর্জনা সরাবে”

শরদ পওয়ার এই মুহূর্তে বিরোধী শিবিরের; সবচেয়ে বর্ষীয়ান নেতা। প্রায় সব প্রথমসারির বিরোধী নেতার সঙ্গেই; সুসম্পর্ক রয়েছে এনসিপি সুপ্রিমোর। তিনি প্রার্থী হলে সব বিরোধী দলকে; একছাতার তলায় আনার কাজটা অনেকটাই সহজ হত। কংগ্রেসের তরফেও পওয়ারকে; প্রার্থী হওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও; পওয়ার প্রার্থী হলে আপত্তি করতেন না। পওয়ারের নামে আপত্তি ছিল না; তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কেসিআরেরও। তাতেই পওয়ারের রাষ্ট্রপতি পদপ্রার্থী হওয়ার সম্ভাবনা; জোরাল হচ্ছিল। কিন্তু এনসিপি প্রধান নিজেই নিজেকে সরিয়ে নিলেন।

পাওয়ার না করে দেবার পর, মমতার উদ্যোগেই; গোপালকৃষ্ণ গান্ধীর নাম উঠে আসে। ২০০৪ থেকে ২০০৯ সাল পর্যন্ত; বাংলার রাজ্যপাল ছিলেন ৭৭ বছরের গোপালকৃষ্ণ। দীর্ঘদিন আমলাও ছিলেন তিনি। দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কার মতো দেশে; ভারতের হাইকমিশনারও নিযুক্ত ছিলেন। এখন তিনি রাজি হন কিনা; সেটাই এখন দেখার।

আগামী ১৮ জুলাই রাষ্ট্রপতি নির্বাচন; ভোটগণনা ২১ জুলাই। বর্তমান রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের মেয়াদ; শেষ হচ্ছে ২৪ জুলাই। তার আগেই গোটা প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। এখনও পর্যন্ত শাসক দল বিজেপিও; প্রার্থী হিসেবে কারও নাম চূড়ান্ত করতে পারেনি। কোন দুই ব্যক্তির মধ্যে দেশের রাষ্ট্রপতি পদের জন্য লড়াই হয়; সেটা দেখার অপেক্ষাতেই গোটা দেশ।

]]>
জেল হতে পারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের https://thenewsbangla.com/usa-president-donald-trump-may-be-in-jail-after-his-president-term/ Tue, 11 Dec 2018 15:02:37 +0000 https://www.thenewsbangla.com/?p=4049 The News বাংলাঃ ক্যালিফোর্নিয়া থেকে নির্বাচিত মার্কিন কংগ্রেসের প্রতিনিধি পরিষদের সদস্য অ্যাডাম শিপ বলেছেন, ক্ষমতা হারানোর পর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জেলে যাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনে প্রচারের সময় অবৈধভাবে অর্থ পরিশোধের নির্দেশ দেয়ার জন্য ট্রাম্পের জেল হওয়ার সম্ভাবনা আছে বলে তিনি মনে করেন।

বিরোধী ডেমোক্র্যাটিক দলের সিনিয়ার কংগ্রেসম্যান অ্যাডাম শিপ বলেন, ‘গত সপ্তাহে প্রসিকিউটররা যে ইঙ্গিত দিয়েছেন তা থেকে এমন ধারণাই করা হচ্ছে’। মার্কিন প্রতিনিধি পরিষদের ইন্টেলিজেন্স কমিটির পরবর্তী চেয়ারম্যান নির্বাচিত হতে পারেন তিনি।

জেল হতে পারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের/The News বাংলা
জেল হতে পারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের/Image Source: Google

অ্যাডাম শিপ বলেন, ‘ডোনাল্ড ট্রাম্প যেদিন ক্ষমতা ছাড়বেন সেদিন তার জেলে যাওয়ার বাস্তব সম্ভাবনা রয়েছে। বিচার বিভাগ তাকে জেলে পুড়তেই পারে এবং ট্রাম্প হতে পারেন প্রথম প্রেসিডেন্ট যিনি জেলে যাবেন’।

আরও পড়ুনঃ ‘পেলেই ছিঁড়ে খাবে’, কঠিন লড়াই করে বেঁচে ইরাকের নারীরা

দুই পর্ন তারকার সঙ্গে ট্রাম্পের অবৈধ যৌন সম্পর্ক ছিল-এমন কথা গোপন রাখার জন্য ২০১৬ সালের নির্বাচনের সময় অর্থের বিনিময়ে ওই দুই নারীর মুখ বন্ধ করার চেষ্টা করেন ট্রাম্প। ট্রাম্পের হয়ে দুই নারীকে অর্থ পরিশোধ করেছিলেন তারই ব্যক্তিগত আইনজীবী মাইকেল কোহেন। কোহেনকে আগেই বরখাস্ত করেছেন ট্রাম্প।

আরও পড়ুনঃ খিদের জ্বালায় কান্না ভুলেছে ৫০ লাখ শিশু

নিউইয়র্ক থেকে নির্বাচিত প্রতিনিধি পরিষদের সদস্য জেরল্ড ন্যাডলার বলেন, ‘ট্রাম্পের বিরুদ্ধে নির্বাচনী প্রচারে কয়েকজন নারীকে ঘুষ দেওয়ার অভিযোগ রয়েছে। আর তিনি এটা করেছিলেন ওই নারীদের মুখ বন্ধ রাখতে। এটা প্রমাণিত হলে এটা শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য হবে’।

জেল হতে পারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের/The News বাংলা
জেল হতে পারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের/Image Source: Google

‘দ্য হাউস জুডিশিয়ারি কমিটি’র হবু চেয়ারম্যান ন্যাডলার বলেন, ‘যদিও কাজগুলো তিনি প্রেসিডেন্ট হওয়ার আগে করেছেন। কিন্তু তিনি এগুলো করেছেন জালিয়াতি করে প্রেসিডেন্ট হওয়ার উদ্দেশ্যেই। তিনি আমেরিকার জনগণের সঙ্গে প্রতারণা করেছেন’। তিনি আরও বলেন, ‘রিপাবলিকান কংগ্রেস এর আগে এসব অভিযোগ থেকে প্রেসিডেন্টকে রক্ষা করেছেন। তবে নবগঠিত কংগ্রেস এবার আর তাকে রক্ষা করবে না’।

আরও পড়ুনঃ যৌনতা কেন্দ্রিক বিনোদনের জন্য বিশ্বের সেরা ২০ টি ঠিকানা

ইতিমধ্যেই ট্রাম্পের প্রাক্তন আইনজীবী কোহেনের এ ধরনের কর্মকাণ্ডে জড়িত থাকার বিষয়টি প্রমাণিত হয়েছে। নিউইয়র্কের আইনজীবীরাও কোহেনের শাস্তির বিষয়ে একমত হয়েছেন। আগামীকাল বুধবার এই সাজা ঘোষণা করা হতে পারে। নির্বাচনী প্রচারে আর্থিক আইন, কর ফাঁকি
ও কংগ্রেসকে মিথ্যা তথ্য দেওয়ার কারণে তার কারাদণ্ড পাওয়া উচিত বলে মনে করেন আইনজীবীরা।

জেল হতে পারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের/The News বাংলা
জেল হতে পারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের/Image Source: Google

ট্রাম্প দায়িত্ব নেওয়ার দুমাসের মাথায় ২০১৭ সালের মার্চে মার্কিন নির্বাচনে রুশ হস্তক্ষেপের বিষয়ে তদন্ত শুরু করে দেশটির কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এফবিআই। এ নিয়ে ট্রাম্প প্রকাশ্যে বারবার তাঁর আইন কর্মকর্তাদের সমালোচনা করে আসছিলেন। হঠাৎ বরখাস্ত করেন প্রাক্তন এফবিআই প্রধান জেমস কমিকে।

আরও পড়ুনঃ পৃথিবী এগোলেও তান্ত্রিকের কালো জাদু টোনায় ডুবে আছে আফ্রিকা

এরপর ট্রাম্পের নির্বাচনী প্রচার শিবির ও মস্কোর মধ্যে সম্ভাব্য যোগাযোগের বিষয়ে অনুসন্ধান শুরু করেন বিশেষ তদন্তকারী রবার্ট মুলার। আইন মন্ত্রণালয়ের তদারকিতে এই তদন্তে ট্রাম্পের কয়েকজন ঘনিষ্ঠ সহযোগীর বিরুদ্ধে অপরাধের অভিযোগ আনা হয়। একে একে প্রাপ্ত সব তথ্য-প্রমাণ প্রকাশ করছেন মুলার। ট্রাম্পের ১৮ মাসের প্রচার এবং প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেয়ার সময়েও তার অন্তত ১৪ সহযোগীর সঙ্গে যোগাযোগ করেছিল রুশ কর্মকর্তারা, বলেই তদন্তে প্রকাশ।

]]>