Prayagraj – The News বাংলা https://thenewsbangla.com Bengali News Portal Thu, 31 Jan 2019 03:28:53 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.2 https://thenewsbangla.com/wp-content/uploads/2018/09/cropped-cdacf4af-1517-4a2e-9115-8796fbc7217f-32x32.jpeg Prayagraj – The News বাংলা https://thenewsbangla.com 32 32 ঐতিহাসিক কুম্ভমেলা সম্পর্কে একনজরে সব কিছু জেনে নিন https://thenewsbangla.com/kumbh-mela-is-going-to-be-start-known-all-about-the-prayagraj-ardh-kumbh-mela/ Wed, 09 Jan 2019 10:48:26 +0000 https://www.thenewsbangla.com/?p=5359 The News বাংলা: আগামী ১৫ জানুয়ারি থেকে শুরু হতে চলেছে কুম্ভ মেলা। শুরু হবে অর্ধকুম্ভের পুণ্য স্নান ও মেলা। সেজে উঠেছে গোটা এলাহাবাদ বা এখন প্রয়াগরাজ। জেনে নিন কুম্ভমেলা কি ও কখন কখন হয়।

আরও পড়ুন কুম্ভমেলায় বিশ্বরেকর্ড গড়ল যোগীর রাজ্য, তৈরি হল আস্ত একটা শহর

কুম্ভমেলা একটি হিন্দু উৎসব। এই উপলক্ষে ধর্মপ্রাণ হিন্দুরা তীর্থস্নান করতে আসেন। বিশ্বের বৃহত্তম শান্তিপূর্ণ সমাবেশ হিসাবে এলাহাবাদ(এখন প্রয়াগরাজ) পূর্ণকুম্ভে ২০১৩ সালে ১০ কোটিরও বেশি মানুষ এসেছিলেন। প্রতি ছয় বছর অন্তর হরিদ্বার ও এলাহাবাদে(এখন প্রয়াগরাজ) অর্ধকুম্ভ মেলা বসে।

ঐতিহাসিক কুম্ভমেলা সম্পর্কে একনজরে সব কিছু জেনে নিন/The News বাংলা
ঐতিহাসিক কুম্ভমেলা সম্পর্কে একনজরে সব কিছু জেনে নিন/The News বাংলা

প্রতি বারো বছর অন্তর প্রয়াগ, হরিদ্বার, উজ্জ্বয়িনী ও নাসিকে পূর্ণকুম্ভ আয়োজিত হয়। হিসাব করলে দেখা যায় প্রতি তিন বছর অন্তর চার জায়গার কোথাও না কোথাও কুম্ভমেলা বসছে, তা সে পূর্ণই হোক বা অর্ধ। বারোটি পূর্ণকুম্ভ অর্থাৎ প্রতি ১৪৪ বছর অন্তর প্রয়াগে আয়োজিত হয় মহাকুম্ভ।

আরও পড়ুনঃ লোকসভা ভোটের আগেই মমতার ঘর ভাঙছেন মুকুল, সৌমিত্রকে দিয়ে শুরু
আরও পড়ুনঃ সোনিয়া রাহুলকে ১০০ কোটি টাকা আয়কর ফাঁকি দেওয়ার নোটিশ

কুম্ভমেলা চারটি ভিন্ন ভিন্ন স্থানে আয়োজিত হয়। এই চারটি স্থান নির্বাচিত হয় বৃহস্পতি ও সূর্যের অবস্থান অনুসারে। বৃহস্পতি ও সূর্য সিংহ রাশিতে অবস্থান করলে নাসিকের ত্র্যম্বকেশ্বরে। সূর্য মেষ রাশিতে অবস্থান করলে হরিদ্বারে। বৃহস্পতি বৃষ রাশিতে এবং সূর্য কুম্ভ রাশিতে অবস্থান করলে প্রয়াগে। এবং সূর্য বৃশ্চিক রাশিতে অবস্থান করলে উজ্জয়িনীতে মেলা আয়োজিত হয়।

ঐতিহাসিক কুম্ভমেলা সম্পর্কে একনজরে সব কিছু জেনে নিন/The News বাংলা
ঐতিহাসিক কুম্ভমেলা সম্পর্কে একনজরে সব কিছু জেনে নিন/The News বাংলা

সূর্য, চন্দ্র ও বৃহস্পতির রাশিগত অবস্থান অনুযায়ী মেলা আয়োজনের তিথি(তারিখ) নির্ধারিত হয়। কুম্ভমেলা নদীকেন্দ্রিক। প্রতি মেলাস্থলের সঙ্গে এক বা একাধিক নদী জড়িয়ে আছে। কারণ বিশেষ বিশেষ তিথিতে পুণ্যস্নানই হল কুম্ভমেলার প্রধান অঙ্গ।

এলাহাবাদে মেলা বসে গঙ্গা-যমুনা ও অন্তঃসলিলা সরস্বতীর সঙ্গমে। আর হরিদ্বারে বইছে গঙ্গা, উজ্জয়িনীতে শিপ্রা এবং নাসিকে গোদাবরী। গোদাবরী তীরে নাসিকে পুণ্যস্নান দু জায়গায় হয়। বৈষ্ণবরা স্নান করেন নাসিকের রামকুণ্ডতে আর শৈবরা স্নান করেন নাসিক থেকে ৩০ কিলোমিটার দূরে ত্র্যম্বকেশ্বরে।

ঐতিহাসিক কুম্ভমেলা সম্পর্কে একনজরে সব কিছু জেনে নিন/The News বাংলা
ঐতিহাসিক কুম্ভমেলা সম্পর্কে একনজরে সব কিছু জেনে নিন/The News বাংলা

১৮৩৮ সালে দুই সম্প্রদায়ের মধ্যে ব্যাপক হিংসার ফলে এই সিদ্ধান্ত নেওয়া হয়। হিন্দু পুরাণে বলা আছে, সমুদ্র মন্থন করে অমৃত কুম্ভের হাঁড়ি পাওয়ার পর দেবতারা যখন সেই হাঁড়ি নিয়ে পালাচ্ছিলেন, তখন হাঁড়ি থেকে কয়েক ফোঁটা অমৃত পড়েছিল যে চার জায়গায়, সেখানেই বসে কুম্ভমেলা।

আরও পড়ুনঃ উচ্চবর্ণের গরীব হিন্দুদের জন্য সংরক্ষণ মোদীর, দেশ জুড়ে বিতর্ক

আরও পড়ুনঃ ফের গরু চোর সন্দেহে খুন, এবার ‘গোরক্ষকের’ নাম মুসলিম মিঁয়া

সেই কুম্ভমেলাকে কেন্দ্র করেই পর্যটনে জোর দিয়েছে যোগী সরকার। ৪ হাজার ৩০০ কোটি টাকা পরিকাঠামো খাতে বরাদ্দ করেছে যোগীর উত্তরপ্রদেশ সরকার। আর তাতেই অস্থায়ী শহর হিসাবে প্রয়াগরাজের নাম উঠে গেল বিশ্বরেকর্ড-এর তালিকায়।

কুম্ভের নজিরবিহীন প্রস্তুতি। আগামী ১৫ জানুয়ারি থেকে শুরু হবে অর্ধকুম্ভের পুণ্য স্নান ও মেলা। এই উপলক্ষে এই বছর যে প্রস্তুতি নিয়েছে যোগীর রাজ্য প্রশাসন তা এককথায় নজিরবিহীন। সম্প্রতি নাম পরিবর্তন হওয়া প্রয়াগরাজের গা ঘেঁষে তৈরি হয়েছে স্বল্প সময়ের জন্য আস্ত একটা শহর। যা একটা বিশ্বরেকর্ড। অস্থায়ী শহর হিসাবে যার নাম উঠে গেল বিশ্বরেকর্ড-এর তালিকায়।

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

]]>
কুম্ভমেলায় বিশ্বরেকর্ড গড়ল যোগীর রাজ্য, তৈরি হল আস্ত একটা শহর https://thenewsbangla.com/kumbh-mela-2019-prayagraj-to-have-worlds-largest-temporary-city/ Wed, 09 Jan 2019 08:44:42 +0000 https://www.thenewsbangla.com/?p=5358 The News বাংলা: কুম্ভের নজিরবিহীন প্রস্তুতি। আগামী ১৫ জানুয়ারি থেকে শুরু হবে অর্ধকুম্ভের পুণ্য স্নান ও মেলা। এই উপলক্ষে এই বছর যে প্রস্তুতি নিয়েছে যোগীর রাজ্য প্রশাসন তা এককথায় নজিরবিহীন। সম্প্রতি নাম পরিবর্তন হওয়া প্রয়াগরাজের গা ঘেঁষে তৈরি হয়েছে স্বল্প সময়ের জন্য আস্ত একটা শহর। যা একটা বিশ্বরেকর্ড।

কুম্ভমেলায় বিশ্বরেকর্ড গড়ল যোগীর রাজ্য, তৈরি হল আস্ত একটা শহর/The News বাংলা
কুম্ভমেলায় বিশ্বরেকর্ড গড়ল যোগীর রাজ্য, তৈরি হল আস্ত একটা শহর/The News বাংলা

অস্থায়ী শহর হিসাবে যার নাম উঠে গেল বিশ্বরেকর্ড-এর তালিকায়। এবছর কি এমন হলো যে দুনিয়াকে তাক লাগিয়ে কুম্ভমেলার তাঁবু হয়ে উঠল বিশ্ব রেকর্ডের বিষয়? আগের মতো আর কুম্ভমেলার তাঁবুর ঢিবি নেই। নোংরার মধ্যে হাজার হাজার তাঁবু, সেই জিনিস আর নেই। যোগী আদিত্যানাথ সরকারের তরফে একটি গোটা শহর গড়ে তোলা হয়েছে কুম্ভমেলার পুণ্যার্থীদের জন্য।

কুম্ভমেলায় বিশ্বরেকর্ড গড়ল যোগীর রাজ্য, তৈরি হল আস্ত একটা শহর/The News বাংলা
কুম্ভমেলায় বিশ্বরেকর্ড গড়ল যোগীর রাজ্য, তৈরি হল আস্ত একটা শহর/The News বাংলা

দেখে নেব অবাক করা কিছু ছবিঃ

কুম্ভমেলায় বিশ্বরেকর্ড গড়ল যোগীর রাজ্য, তৈরি হল আস্ত একটা শহর/The News বাংলা
কুম্ভমেলায় বিশ্বরেকর্ড গড়ল যোগীর রাজ্য, তৈরি হল আস্ত একটা শহর/The News বাংলা

গড়ে উঠেছে স্বল্প সময়ের জন্য আস্ত একটা শহর।

কুম্ভমেলায় বিশ্বরেকর্ড গড়ল যোগীর রাজ্য, তৈরি হল আস্ত একটা শহর/The News বাংলা
কুম্ভমেলায় বিশ্বরেকর্ড গড়ল যোগীর রাজ্য, তৈরি হল আস্ত একটা শহর/The News বাংলা

গড়ে উঠেছে স্বল্প সময়ের জন্য আস্ত একটা শহর।

কুম্ভমেলায় বিশ্বরেকর্ড গড়ল যোগীর রাজ্য, তৈরি হল আস্ত একটা শহর/The News বাংলা
কুম্ভমেলায় বিশ্বরেকর্ড গড়ল যোগীর রাজ্য, তৈরি হল আস্ত একটা শহর/The News বাংলা

আগামী ১৫ জানুয়ারি থেকে শুরু হতে চলেছে কুম্ভ মেলা। ৪ হাজার ৩০০ কোটি টাকা পরিকাঠামো খাতে বরাদ্দ করেছে যোগীর উত্তরপ্রদেশ সরকার। এমনটাই জানিয়েছেন রাজ্যের শুল্ক দফতরের প্রতিমন্ত্রী জয় প্রতাপ সিং।

কুম্ভমেলায় বিশ্বরেকর্ড গড়ল যোগীর রাজ্য, তৈরি হল আস্ত একটা শহর/The News বাংলা
কুম্ভমেলায় বিশ্বরেকর্ড গড়ল যোগীর রাজ্য, তৈরি হল আস্ত একটা শহর/The News বাংলা

এমনিতেই প্রয়াগরাজ হল ইউনেস্কো স্বীকৃত ‘কালাচারাল হেরিটেজ সাইট’। বিভিন্ন বিষয়ে চরম সমালোচনার মধ্যে থাকা যোগী সরকার, আধ্যত্মিক ট্যুরিজমকেই তুলে ধরার চেষ্টা চালাচ্ছে জোরকদমে। প্রায় ২০ লাখ ভক্তের সমাগম হয় এই সময়। তাই কুম্ভমেলার মাধ্যেম বিশ্বের দরবারে ভারতীয় জীবন দর্শন তুলে ধরার চেষ্টা চালানো হচ্ছে।

কুম্ভমেলায় বিশ্বরেকর্ড গড়ল যোগীর রাজ্য, তৈরি হল আস্ত একটা শহর/The News বাংলা
কুম্ভমেলায় বিশ্বরেকর্ড গড়ল যোগীর রাজ্য, তৈরি হল আস্ত একটা শহর/The News বাংলা

গড়ে উঠেছে স্বল্প সময়ের জন্য আস্ত একটা শহর।

কুম্ভমেলায় বিশ্বরেকর্ড গড়ল যোগীর রাজ্য, তৈরি হল আস্ত একটা শহর/The News বাংলা
কুম্ভমেলায় বিশ্বরেকর্ড গড়ল যোগীর রাজ্য, তৈরি হল আস্ত একটা শহর/The News বাংলা

দেখে নেব অবাক করা আরও কিছু ছবিঃ

কুম্ভমেলায় বিশ্বরেকর্ড গড়ল যোগীর রাজ্য, তৈরি হল আস্ত একটা শহর/The News বাংলা
কুম্ভমেলায় বিশ্বরেকর্ড গড়ল যোগীর রাজ্য, তৈরি হল আস্ত একটা শহর/The News বাংলা

গড়ে উঠেছে স্বল্প সময়ের জন্য আস্ত একটা শহর।

কুম্ভমেলায় বিশ্বরেকর্ড গড়ল যোগীর রাজ্য, তৈরি হল আস্ত একটা শহর/The News বাংলা
কুম্ভমেলায় বিশ্বরেকর্ড গড়ল যোগীর রাজ্য, তৈরি হল আস্ত একটা শহর/The News বাংলা

গড়ে উঠেছে স্বল্প সময়ের জন্য আস্ত একটা শহর।

কুম্ভমেলায় বিশ্বরেকর্ড গড়ল যোগীর রাজ্য, তৈরি হল আস্ত একটা শহর/The News বাংলা
কুম্ভমেলায় বিশ্বরেকর্ড গড়ল যোগীর রাজ্য, তৈরি হল আস্ত একটা শহর/The News বাংলা

কুম্ভমেলা একটি হিন্দু উৎসব। এই উপলক্ষে ধর্মপ্রাণ হিন্দুরা তীর্থস্নান করতে আসেন। বিশ্বের বৃহত্তম শান্তিপূর্ণ সমাবেশ হিসাবে এলাহাবাদ পূর্ণকুম্ভে ২০১৩ সালে ১০ কোটিরও বেশি মানুষ এসেছিলেন। প্রতি ছয় বছর অন্তর হরিদ্বার ও এলাহাবাদে অর্ধকুম্ভ মেলা বসে।

ভক্তদের মেলায় আগমণের জন্য যোগাযোগ ব্যবস্থাকেও ঢেলে সাজানো হয়েছে। প্রায় ৪০ হাজারেরও বেশি এলইডি আলোর ব্যবস্থা করা হয়েছে মেলা প্রাঙ্গনে। শহরের মধ্যে আর একটা শহর গড়ে তাক লাগিয়ে দিয়েছে যোগী সরকার। স্বল্প সময়ের জন্য আস্ত একটা শহর গড়ে বিশ্বরেকর্ড।

আরও পড়ুনঃ

সোনিয়া রাহুলকে ১০০ কোটি টাকা আয়কর ফাঁকি দেওয়ার নোটিশ

গুরুবারে শুরু অযোধ্যায় রাম মন্দির বাবরি মসজিদ শেষ লড়াই

বাংলায় রাস্তায় বিজেপির রথ চলবে কিনা ঠিক হবে আগামী মঙ্গলবার

হিন্দুত্ববাদীদের নিশানা করতে মসজিদে পাথর ছুঁড়ে অশান্তি সৃষ্টির চেষ্টা, ধৃত সিপিএম নেতা

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

]]>
‘তিন মাস বিয়ে বন্ধ’ তুঘলকি নির্দেশে বিতর্কে যোগী সরকার https://thenewsbangla.com/ban-marriages-for-three-months-state-government-is-in-controversy-over-tughlaki-order/ Sun, 02 Dec 2018 07:16:28 +0000 https://www.thenewsbangla.com/?p=3439 The News বাংলা, প্রয়াগরাজ: এবার তিন মাস বিয়েই বন্ধ করে দিল উত্তরপ্রদেশের যোগী সরকার। আগামী বছর জানুয়ারি থেকে মার্চ মাস পর্যন্ত বন্ধ রাখতে হবে সব বিয়ের অনুষ্ঠান। এমনই নির্দেশ জারি করল যোগী আদিত্যনাথের সরকার।

বছর ঘুরলেই কুম্ভমেলা শুরু হবে এলাহাবাদে (এখন প্রয়াগরাজ)। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ তাই সেখানে বিয়ের অনুষ্ঠান বাতিলের নির্দেশ জারি করেছেন। আর তারই জেরে শুরু হয়েছে বিতর্ক।

আরও পড়ুনঃ ধর্মান্তরিত না হলে খুনের হুমকি, মিশনারী স্কুলের প্রিন্সিপালের বিরুদ্ধে অভিযোগ

আগামী ১৫ জানুয়ারি থেকে অর্ধকুম্ভের আসর শুরু হচ্ছে প্রয়াগরাজে। চলবে ৪ মার্চ পর্যন্ত। উত্তরপ্রদেশ সরকারের নির্দেশ, মেলার শুরু থেকে শেষ পর্যন্ত সেখানে কোনও বিয়ের অনুষ্ঠান করা চলবে না। এই নির্দেশের জেরে বিপাকে পড়েছে কয়েকলক্ষ পরিবার।

সমস্যায় স্থানীয় গেস্টহাউস, হোটেল কর্তৃপক্ষ এবং কেটারিং সংস্থাগুলি। ইতিমধ্যেই হোটেল এবং গেস্টহাউসগুলির কাছে বিয়ের বুকিং বাতিল করে অগ্রিম ফেরতের নির্দেশও পাঠিয়ে দিয়েছে জেলা প্রশাসন।

আরও পড়ুনঃ কৃষক র‍্যালিকে ঢাল করেই মোদী বিরোধী মঞ্চ গঠনের মরিয়া চেষ্টা বিরোধীদের

নির্দেশিকায় বলা হয়েছে, কুম্ভস্নানের দিন, আগে ও পরে প্রয়াগরাজে কোনো বিয়ে হবে না। জেলা প্রশাসনকে এই নির্দেশের কপিও ইতিমধ্যেই পাঠিয়ে দেওয়া হয়েছে। এমনকী বিভিন্ন হোটেল, বিয়েবাড়িগুলিতেও কড়া নির্দেশ গিয়েছে। কোনো বুকিং থাকলে তা বাতিল করতে বলা হয়েছে।

সরকারের এই ঘোষণায় বিয়ে ঠিক করা পরিবারগুলি সমস্যায় পড়েছে। সমস্যায় পড়েছেন হোটেল বা বিয়েবাড়ির মালিকরাও। কেউ কেউ আইনি পথ নিতে চাইছেন।

তিন মাস বিয়ে বন্ধ করে বিতর্কে যোগী/The News বাংলা
তিন মাস বিয়ে বন্ধ করে বিতর্কে যোগী/The News বাংলা

কুম্ভস্নানের সময় সবমিলিয়ে মোট ছটি গুরুত্বপূর্ণ দিন থাকে। জানুয়ারিতে মকর সংক্রান্তি ও পৌষ পূর্ণিমা স্নান, ফেব্রুয়ারিতে মৌনি অমাবস্যা, বসন্ত পঞ্চমী ও মাঘী পূর্ণিমা স্নান এবং মার্চে মহা শিবরাত্রিতে স্নান করে পূণ্য অর্জনের প্রার্থনা করা হয়। এই সময়ে লক্ষ লক্ষ মানুষ প্রয়াগে ভিড় করেন। তাঁদের থাকার জন্যই এই নির্দেশ বলে জানান হয়েছে।

প্রতি বছরই সেখানে পুণ্যস্নানে অংশ নিতে যান লক্ষ লক্ষ মানুষ। এ বছরও তার অন্যথা হবে না। সেই সময় বিয়েবাড়ি থাকলে যানজটও বাড়বে বই কমবে না। ভিড় সামলাতে না পারলে যে কোনও অঘটন ঘটে যেতে পারে। ভোটের বছর বলে তাই আগেভাগেই ব্যবস্থা নিতে উদ্যোগী হয়েছে যোগী সরকার।

আরও পড়ুনঃ রামমন্দির নয়, হিন্দু ক্ষোভ থামাতে অযোধ্যায় রামমূর্তির ঘোষণা যোগীর

নতুন বছরের গোড়ায় অনেকগুলি বিয়ের তারিখ ছিল। তার জন্য আগেভাগে প্রয়াগরাজের হোটেল-গেস্টহাউস বুকও করে ফেলেছিল হবু বর-কনের পরিবার। সরকারি নির্দেশের জেরে সবাই বিপদে। এক গেস্ট হাউসের মালিক বলেছেন, ‘আমার পুরো সিজনের বুকিং হয়ে গিয়েছিল। আর্থিক ক্ষতি তো হবেই। তা ছাড়া, একটি পরিবার তো চুক্তি খেলাপের অভিযোগে আদালতে মামলা করারও হুমকি দিয়েছে। কিন্তু সরকারি নির্দেশের জেরে আমরা নিরুপায়’।

তিন মাস বিয়ে বন্ধ করে বিতর্কে যোগী/The News বাংলা
তিন মাস বিয়ে বন্ধ করে বিতর্কে যোগী/The News বাংলা

শুধু বিয়েই নয়, কুম্ভ-খাঁড়া নেমে এসেছে কানপুরের চর্মশিল্পের উপরেও! আগামী ১৫ ডিসেম্বর থেকে ১৫ মার্চ পর্যন্ত উত্তরপ্রদেশের শিল্পশহরের ট্যানারিগুলি বন্ধের নির্দেশিকা জারি করেছে সরকার। ফলে, রুজি রোজগারের চিন্তায় পড়ে গিয়েছেন বহু মানুষ।

এদিকে, প্রয়াগরাজে তিন মাসে কয়েক লাখ বিয়ে পাকা হয়ে গিয়েছে। ভাড়া করা হয়ে গিয়েছে বিয়েবাড়িও। নতুন বছরের শুরুতেই সাতপাকে বাঁধা পড়ার কথা ছিল অনেকের। কিন্তু যোগীর নির্দেশের ফলে বিয়েটা আপাতত সেরে নেওয়া যাচ্ছে না বলে খুব চিন্তায় পড়ে গিয়েছেন প্রয়াগরাজের হবু বর-কনেরা। কারণ তাঁদের বিয়েতে বাধ সেধেছে যোগী সরকার।

আরও পড়ুনঃ আন্দামান নর্থ সেন্টিনেলে ‘জাড়োয়া’দের তীরের মুখে ভারতীয় কমান্ড্যান্ট

তাই, সিদ্ধান্ত একেবারেই মনঃপুত হয়নি প্রয়াগরাজের সাধারণ মানুষের। যাঁদের সামর্থ্য রয়েছে, তাঁরা প্রয়াগরাজের আশপাশের জেলাগুলিতে বিয়েবাড়ি সরিয়ে নিয়ে যাওয়ার কথা ভাবছেন। কিন্তু কষ্টের টাকা জমিয়ে যাঁরা বিয়ে বাড়ি ভাড়া নিয়েছিলেন, আগাম টাকা দিয়েছিলেন কেটারিং সার্ভিসকে, বিপাকে পড়েছেন তাঁরা।

এত কম সময়ের মধ্যে বিকল্প বন্দোবস্ত করা সম্ভব নয় তাঁদের পক্ষে। আবার বিয়ের মরসুমের উপর নির্ভর করেই যাঁদের সংসার চলে, আচমকা সরকারের এমন ঘোষণায় সমস্যায় পড়েছেন সেই সব ব্যবসায়ীরাও। আগেভাগে জানালে তবু কিছু একটা করা যেত। কিন্তু এখন বুকিংয়ের টাকা ফিরিয়ে দেওয়া ছাড়া উপায় নেই বলে আফশোস করেছেন তাঁরা। সবমিলিয়ে তুঘলকি ফরমানে ক্ষুব্ধ যোগীর রাজ্যের সাধারণ মানুষ।

]]>