Political Controversy – The News বাংলা https://thenewsbangla.com Bengali News Portal Thu, 27 Jun 2019 06:40:30 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.2 https://thenewsbangla.com/wp-content/uploads/2018/09/cropped-cdacf4af-1517-4a2e-9115-8796fbc7217f-32x32.jpeg Political Controversy – The News বাংলা https://thenewsbangla.com 32 32 ভারতের রঙ কমলা, পরিবর্তনের পিছনেও মোদীর হাত দেখছে বিরোধীরা https://thenewsbangla.com/indian-jersey-colour-changed-political-controversy-opposition-party/ Thu, 27 Jun 2019 06:18:03 +0000 https://www.thenewsbangla.com/?p=14518 বিশ্বকাপে ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতের ম্যাচে; ভারত নতুন জার্সি পড়তে চলেছে। এই জার্সির রঙ কমলা হওয়ায়; ইতিমধ্যে শুরু হয়েছে বিরোধী দলগুলির বিতর্ক ও অভিযোগ। নিস্তার পেলনা ক্রিকেটও; রাজনীতির ফাঁদ থেকে; অভিযোগ বিরোধীদের। উড়িয়ে দিয়েছে বিজেপি।

আইসিসি-র নতুন নিয়ম অনুসারে; কমলা জার্সি পরে খেলতে নামছে টিম ইন্ডিয়া। নীল থেকে কমলায় জার্সি বদলে; মোদীর ‘ষড়যন্ত্র’ দেখছে কংগ্রেস ও সমাজবাদী পার্টি। তাদের অভিযোগ, শিক্ষা, সংস্কৃতির মতো ক্রিকেটেও; গৈরিকীকরণের পথে হাঁটছে বিজেপি।

আরও পড়ুনঃ ভাগাড় পচা মাংস কাণ্ডে মুখ পুড়ল সিআইডির, বেকসুর খালাস আসল অভিযুক্তরা

মহারাষ্ট্রের সমাজবাদীপার্টির বিধায়ক; আবু অসীম আজমির দাবি জানিয়ে বলেন; জার্সি বদলের সিদ্ধান্তের নেপথ্যে রয়েছে ভারত সরকার। বিস্তারে জানিয়েছেন, “গোটা দেশকে গৈরিকীকরণ করতে চান মোদী। ভারতের তেরঙার ডিজাইন করেছিলেন; এক মুসলিম। তেরঙায় অন্যান্য রংও আছে। শুধুমাত্র গেরুয়া কেন? তেরঙা দিয়ে জার্সি হলে বেশ ভাল হয়”।

সমাজবাদী পার্টির বিধায়কের সুরেই; প্রাক্তন মন্ত্রী তথা কংগ্রেস বিধায়ক নসীম খান বলেন, “ক্ষমতায় আসার পর থেকে; গৈরিকীকরণের রাজনীতি করছেন মোদী। তেরঙাকে সম্মান জানানো উচিত। দেশের সম্প্রীতিকে তুলে ধরে তেরঙা। সব কিছুই গৈরিকীকরণ করছে সরকার”।

আরও পড়ুনঃ শান্তি ফেরাতে বৃহস্পতিবার ভাটপাড়া যাচ্ছেন বাঙলার বুদ্ধিজীবিরা

এনডিএ শরিক তথা; কেন্দ্রীয় রামদাস আটাওয়ালের বক্তব্য, গেরুয়া রং সাহস ও জয়ের বার্তা বহন। কারও কোনও সমস্যা থাকার কথা নয়। আগামী ৩০ জুন ম্যাচে; ইংল্যান্ডের বিরুদ্ধে কমলা জার্সি পরে মাঠে নামবে ভারত। কেন এই নীল জার্সি বদল? এর পিছনে রয়েছে আইসিসির নয়া নিয়ম।

নতুন নিয়ম অনুযায়ী; ফুটবলের মতো একই রঙের জার্সিধারী দল মাঠে নামতে পারবে না। সেক্ষেত্রে হোম টিমের জার্সি থাকবে অপরিবর্তিত। ইংল্যান্ডের এবারের জার্সির রং আকাশি নীল। আকাশি নীল আবার ভারতীয় জার্সিরও রং। সে কারণে ইংল্যান্ড হোম টিম হওয়ায়; ভারত নামবে কমলা জার্সিতে।

আরও পড়ুনঃ কাটমানি দুর্নীতি কান্ডে চাঞ্চল্যকর মোড়, তৃণমূল কর্মীর রহস্যমৃত্যু

আইসিসি রং চয়নের বিকল্প দিয়েছিল বিসিসিআই-কে। ভারতীয় ক্রিকেট বোর্ডই; কমলা রঙ বেছে নিয়েছে। এর আগেও ভারতীয় জার্সিতে; কমলা রঙের নানা ডিজাইন; লক্ষ্য করা গেছিল। কিন্তু এখন এই ক্রিকেটীয় বিষয়ে; রাজনীতির রঙ লাগায়; ক্রিকেটও ছাড় পাচ্ছে না; সমালোচনার হাত থেকে।

]]>