Police – The News বাংলা https://thenewsbangla.com Bengali News Portal Thu, 02 May 2019 18:07:24 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.2 https://thenewsbangla.com/wp-content/uploads/2018/09/cropped-cdacf4af-1517-4a2e-9115-8796fbc7217f-32x32.jpeg Police – The News বাংলা https://thenewsbangla.com 32 32 একের পর এক মিথ্যা বলে গোটা বাংলাকে আশঙ্কায় রাখার শাস্তি কি পাবেন অর্ণব অনিশা https://thenewsbangla.com/arnab-anisha-will-get-the-punishment-to-say-lie-to-police-media-eci/ Sat, 27 Apr 2019 10:30:38 +0000 https://www.thenewsbangla.com/?p=11770 কি অভিনয়টাই না করতে পারেন ডব্লিউবিসিএস অফিসার অনিশা যশ। জেলাশাসক থেকে শুরু করে সাংবাদিকদের সামনে তাঁর কুমিরের কান্না দেখেছে গোটা বাংলা। স্বামী অফিসার অর্ণব রায়ের উধাও রহস্য পরিকল্পনা করে; সব জেনেও তাঁর অসাধারণ অভিনয়ে মুগ্ধ গোটা রাজ্য। একের পর এক মিথ্যা বলে গোটা বাংলাকে আশঙ্কায় রাখার শাস্তি কি পাবেন অর্ণব-অনিশা?

সাত দিন নিখোঁজ থাকার পর; গত বৃহস্পতিবার খোঁজ মেলে নদিয়ার নোডাল অফিসার অর্ণব রায়ের। ফোনের নেটওয়ার্কের সূত্র ধরে অর্ণব রায়কে উদ্ধারের দাবি করেছিল সিআইডি। কিন্তু তাঁর অন্তর্ধান নিয়ে রহস্য আরও দানা বেঁধেছে। অর্ণববাবুর হাওড়ার শ্বশুরবাড়ির সিসিটিভির যে ফুটেজ মিলেছে; তার জেরে এই অন্তর্ধান নিয়ে দেখা দিয়েছে ধন্দ।

সিআইডি জানিয়েছিল; হাওড়া স্টেশন থেকে উদ্ধার করা হয়েছে তাঁকে। কিন্তু তাঁর শ্বশুরবাড়ি হাওড়ার শিবপুর পুলিশ আবাসনের সিসি ক্যামেরার যে ছবি ধরা পড়েছে; তাতে দেখা যাচ্ছে সেখানকার ফ্ল্যাটে এসেছিলেন অর্ণব। সব ধরা পরে গেছে সিসিটিভিতে।

বৃহস্পতিবার সকাল ৮টা ৪৫ নাগাদ তিনি আসেন শিবপুরের ওই ফ্ল্যাটে। সেখানে তাঁর স্ত্রী অনিশা যশও ছিলেন আগে থেকে। শ্বশুর দক্ষিণ ২৪ পরগনার ডিএসপি (ট্র্যাফিক) নির্মল যশও ছিলেন সেই ফ্ল্যাটে। সে দিন জামাই আসার পর নির্মল তাঁকে নিয়ে বের হন ৯টা নাগাদ। ফিরে আসেন ৯টা ২৩ মিনিটে। সঙ্গে ছিলেন আরও দুজন।

তারা কারা সে সম্পর্কে জানা যায় নি। এরপর থেকে শ্বশুরবাড়িতেই ছিলেন অর্নব রায়। সিসিটিভি-তে আরও দেখা গেছে যে ফিরে আসার আগের দিন একটি ব্যাগ নিয়ে বাবার সাথে বেরিয়েছিলেন অর্নবের স্ত্রী।

পরের দিন সেই ব্যাগ নিয়েই ফিরে আসেন অর্ণব। তাই পুলিশের ধারণা; অর্ণব সম্পর্কে সব কিছু জানা ছিল তাঁর স্ত্রীর। শুধুমাত্র বিভ্রান্তি তৈরি করার জন্য উদ্দেশ্যপ্রণোদিত ভাবে সংবাদ মাধ্যমে বিভিন্ন বিবৃতি দিচ্ছিলেন তিনি। ফেসবুকে মিথ্যা পোস্টও দেন অনিশা।

সিআইডি বলেছিল; কাজের চাপে পালিয়ে এসে টানা সাত দিন হাওড়া স্টেশনেই পড়ে ছিলেন নদিয়ার কৃষ্ণনগর থেকে নিখোঁজ অফিসার অর্ণব রায়। মোবাইল ফোনের সূত্রে খবর পেয়ে গোয়েন্দারা গিয়ে তাঁকে উদ্ধার করেন।

সব মিলিয়ে রহস্য দানা বাঁধছে। সিসিটিভি ফুটেজ যদি সত্যি হয়; তাহলে সিআইডির দাবি নিয়েও প্রশ্ন উঠবে। সব মিলিয়ে অর্ণব ফিরে আসার পর তাঁর নিখোঁজ রহস্য; আরও জটিল থেকে জটিলতর হয়ে উঠছে।

গত ১৮ এপ্রিল কৃষ্ণনগরে নিজের কর্মস্থল থেকেই নিখোঁজ হয়ে গিয়েছিলেন ডব্লিউবিসিএস অফিসার অর্ণব। দুদিন পরে তাঁর স্ত্রী তথা সহকর্মী অনিশা যশ পুলিশের কাছে অভিযোগ করেন। তাঁর যুক্তি ছিল; কাজের চাপে পালিয়ে যাওয়ার লোক অর্ণব নন। এর আগেও তিনি একাধিক ভোটের দায়িত্ব সামলেছেন। সিআইডি তদন্তের দাবিও তুলেছিলেন তিনি। কি অসাধারণ অভিনয়!

তবে সব জেনেও যেভাবে সাংবাদিকদের সামনে স্বামীর নিখোঁজ থাকার সময় কান্নাকাটি করতেন; তাতে অনিশা যশ যে দারুণ অভিনেত্রী তা নিয়ে এখন আর কোন সন্দেহ নেই সাংবাদিক ও বাংলার আমজনতার মনে। কিন্তু; একের পর এক মিথ্যা বলে গোটা বাংলাকে আশঙ্কায় রাখার শাস্তি কি পাবেন অর্ণব অনিশা? প্রশ্ন কিন্তু উঠছে।

]]>
বিরোধীদের সব অভিযোগ উড়িয়ে মমতার পুলিশ দিয়েই ভোট হবে রাজ্যে https://thenewsbangla.com/election-commission-cancel-complaints-from-opppsition-use-state-police-in-booths/ Sat, 06 Apr 2019 07:16:11 +0000 https://www.thenewsbangla.com/?p=10150 শুধু কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করানোর বিরোধীদের দাবি উড়িয়ে দিল নির্বাচন কমিশন। কেন্দ্রীয় বাহিনীর পাশাপাশি রাজ্য পুলিশও থাকবে বুথে। যেখানে কেন্দ্রীয় বাহিনী থাকবে না, সেখানে শুধুই রাজ্য সশস্ত্র পুলিশ থাকবে। পরিস্কার জানিয়ে দিল রাজ্য মুখ্য নির্বাচনী অফিসার দফতর। আর তাই দেখেই বিভিন্ন জল্পনা শুরু রাজনৈতিক মহলে।

আরও পড়ুনঃ ঘাসফুলে ভোট দিলে শান্তি পাবে মায়ের আত্মা, সুচিত্রার নাম করে ভোট প্রার্থনা মুনমুনের

তৈরী হয়ে গিয়েছিল পরিকল্পনা। সেই পরিকল্পনা নির্দেশিকার আকারে চলে গিয়েছিল জেলায়। কিন্তু প্রথম দফার ভোটের সেই পরিকল্পনা নিয়ে আপত্তি আছে নির্বাচন কমিশনের। সূত্রের খবর তেমনটাই। নতুন করে পরিকল্পনা তৈরির জন্য কোচবিহারের তাই আনা হলো নতুন পুলিশ অবজারভার।

আরও পড়ুনঃ কলকাতার পুলিশ কমিশনার বদল, মমতা ঘনিষ্ঠ অফিসারদের ভোট থেকে দূরে রাখা হল

দুজন পুলিশ অবজারভার এখন জেলায়। প্রথম দেখার ভোটের নিরাপত্তা পরিকল্পনায় তিনি বেশ কিছু পরামর্শ দেবেন বলে সূত্রের খবর। শুক্রবারই নতুন পুলিশ অবজারভার শুরু করে দিয়েছেন কাজ। কিন্তু বুথে থাকবে রাজ্য পুলিশও, এই ঘোষণায় ‘মোদী মমতা চুক্তি’ নিয়ে সরগরম বাম ও কংগ্রেস।

আরও পড়ুনঃ ঘাসফুলে ভোট দিলে শান্তি পাবে মায়ের আত্মা, সুচিত্রার নাম করে ভোট প্রার্থনা মুনমুনের

লোকসভা নির্বাচনে বেশিরভাগ বুথেই থাকছে না কেন্দ্রীয় বাহিনী। শুধুমাত্র স্পর্শকাতর বুথগুলোতেই থাকবে কেন্দ্রীয় বাহিনীর সদস্যরা। বাকি সব বুথে থাকতে চলেছে রাজ্য পুলিশের অস্ত্রধারী কনস্টেবলরা। ইতিমধ্যেই ADG আইন শৃঙ্খলা সিদ্ধিনাথ গুপ্তা আলিপুরদুয়ার, কোচবিহার সহ বেশ কিছু জেলার পুলিশ সুপারের কাছে পাঠিয়ে দিয়েছেন ভোটের সুরক্ষা ব্যবস্থার প্ল্যান।

আরও পড়ুনঃ মমতার দাবি না মেনে জঙ্গলমহল থেকে ৩০ কোম্পানি বাহিনী তুলছে নির্বাচন কমিশন

সেই চিঠি বলছে, এবার লোকসভা ভোটে সুরক্ষার প্রশ্নে প্রাধান্য পাবে রাজ্য পুলিশ। আর এক কিম্বা দুই বুথ থাকা ভোট প্রেমিসেসে শুধুমাত্র থাকবে কেন্দ্রীয় বাহিনী। তিন চার কিংবা পাঁচ বুথ বিশিষ্ট পোলিং প্রেমিসেসে থাকবে শুধুই রাজ্য পুলিশ। আর এই ঘোষণার পরেই তৃণমূল- বিজেপি ঘোঁট নিয়ে মুখ খুলেছে বামেরা।

আরও পড়ুনঃ মমতার দাবি না মেনে জঙ্গলমহল থেকে ৩০ কোম্পানি বাহিনী তুলছে নির্বাচন কমিশন

ADG আইন-শৃঙ্খলা প্রথম দুই দফা ভোটের জন্য যে বিন্যাস পাঠিয়েছেন, তা বলছে জলপাইগুড়ির যে অংশে প্রথম দফায় ভোট হবে তার ২৪৪ টা প্রেমিসেসের ৩০৫ টি বুথে থাকবে মাত্র ১ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। তার মধ্যে বুথে মোতায়েন থাকবে মোট ৬ সেকশন অর্থাৎ ৪৮ জন কেন্দ্রীয় বাহিনীর সদস্য।

আরও পড়ুনঃ মোদী সরকারের উদ্যোগে ইউনেস্কোর কালচারাল হেরিটেজ সম্মান মনোনয়নে বাংলার দুর্গাপূজা

কুইক রেসপন্স টিমে থাকবে ৪ সেকশন কেন্দ্রীয় বাহিনীর সদস্য। বুথে মোতায়েন থাকা কেন্দ্রীয় বাহিনীর সদস্যদের সঙ্গে থাকবে ১৫ জন লাঠিধারী হোমগার্ড। কোচবিহারে ১৬৬৮ টি পোলিং প্রেমিসেসে থাকা ২২৬২ টি বুথে থাকবে ৬ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। তার মধ্যে বুথে মোতায়েন করা হচ্ছে ৪১ সেকশন বাহিনী।

আরও পড়ুনঃ সামাজিক ন্যায় প্রতিষ্ঠায় উচ্চবর্ণের জন্য অতিরিক্ত ২% কর চাপাচ্ছে সমাজবাদী পার্টি

কুইক রেসপন্স টিমে থাকবে ১০ সেকশন কেন্দ্রীয় বাহিনী। আর স্ট্রংরুম পাহারার দায়িত্বে থাকবে তিন সেকশন। আলিপুরদুয়ারে মোতায়েন হচ্ছে ৩ কোম্পানি বাহিনী। তার মধ্যে বুথে থাকবে ১৭ সেকশন, কুইক রেসপন্স টিমে ৮ সেকশন, স্ট্রং রুম পাহারার দায়িত্বে তিন সেকসন কেন্দ্রীয় বাহিনী। রাজ্য পুলিশের তরফে ৬৯ জন ইন্সপেক্টর কাজ করবেন ভোট সুরক্ষার। তবে সব বুথেই থাকছে সশস্ত্র পুলিশ। কেন্দ্রীয় বাহিনী ছাড়া যে বুথ গুলিতে ভোট হবে তাতে থাকতেন সশস্ত্র কনস্টেবলরাই।

আরও পড়ুনঃ কলকাতার পুলিশ কমিশনার বদল, মমতা ঘনিষ্ঠ অফিসারদের ভোট থেকে দূরে রাখা হল

সিদ্ধিনাথ গুপ্তার পাঠান নির্দেশিকা পুনর্বিবেচনা করা হচ্ছে বলে মুখ্য নির্বাচন আধিকারিকের দপ্তর সূত্রে খবর। সূত্র জানাচ্ছে, সেই কারণেই তড়িঘড়ি অলক কুমার রায়কে শুধুমাত্র কোচবিহার লোকসভার জন্য পুলিশ অবজারভার করে পাঠানোর সিদ্ধান্ত নিল কমিশন। আগে আলিপুরদুয়ার এবং কোচবিহার এর জন্য একজন পুলিশ অবজারভার নিয়োগ করা হয়েছিল। তিনি বিনোদ কুমার।

আরও পড়ুনঃ কংগ্রেসের সভায় মুসলিম লীগের পতাকা, ভাইরাস বলে কটাক্ষ যোগীর

ঠিক হয়েছে বিনোদ শুধুই আলিপুরদুয়ারের পুলিশ অবজারভারের দায়িত্ব পালন করবেন। এদিকে সংশ্লিষ্ট সব মহলের সঙ্গে কথা বলে স্পেশাল পুলিশ অবজারভার বিবেক দুবে দিল্লিতে রিপোর্ট পাঠিয়ে দিয়েছেন। সেই রিপোর্টের ভিত্তিতে শনিবার দিল্লির নির্বাচন সদনে একটি বৈঠক করা হতে পারে বলে সূত্রের খবর।

আরও পড়ুনঃ হেলিকপ্টার দুর্নীতিতে আহমেদ প্যাটেলের নাম, সনিয়া রাহুলকে তুলধোনা নরেন্দ্র মোদীর

বিবেক দুবে প্রথম দফার ভোট সহ গোটা রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রাথমিক রিপোর্ট পাঠিয়েছেন বলে খবর। সূত্র জানাচ্ছে, প্রথম দফার নিরাপত্তার বিষয়টিতে তার মতামত গুরুত্ব পাবে কমিশনের কাছে। তবে লাঠিধারী পুলিশ ও রাজ্য পুলিশের সশস্ত্র বাহিনী নিয়ে বুথে থাকা নিয়ে আপত্তি তুলেছে বাম ও কংগ্রেস। বিজেপি কেন এটা নিয়ে প্রশ্ন তুলছে না, প্রশ্ন তাঁদের। তাহলে কি দিদি- মোদী ঘোঁট হয়েছে? প্রশ্ন বাম ও কংগ্রেসের।

আরও পড়ুনঃ চিত্র পরিচালক, লেখক ও বিজ্ঞানীদের পর এবার ৬০০ নাট্যকর্মী ঘৃণার রাজনীতির বিরুদ্ধে

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

]]>
শহর কলকাতায় ১০০০ কেজি বিস্ফোরক উদ্ধার https://thenewsbangla.com/kolkata-police-recoverd-1000-kilogram-explosive-in-north-kolkata/ Sat, 09 Mar 2019 07:07:04 +0000 https://www.thenewsbangla.com/?p=7892 পাকিস্তানে বিমান হামলায় জঙ্গি ক্যাম্পগুলিতে ১০০০ কেজি বিস্ফোরক ফেলেছিল ভারত। সেনা সূত্রে এমনটাই ছিল খবর। আর এবার খাস কলকাতায় ১০০০ কেজি বিস্ফোরক উদ্ধার। চাঞ্চল্য কলকাতা জুড়ে।

উত্তর কলকাতার টালা ব্রিজ চত্বর থেকে প্রায় ১০০০ কেজি বিস্ফোরক উদ্ধার করল পুলিশ। জানা গেছে সবটাই পটাশিয়াম নাইট্রেট উদ্ধার করেছে কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ) যা বোমা তৈরির কাজে লাগে।

পুলিশ সূত্রে জানা গেছে, ওড়িশা থেকে একটি ম্যাটাডোর করে এই বিস্ফোরক পাঠানো হচ্ছিল উত্তর ২৪ পরগনায়। গোপন সূত্রে খবর পেয়ে কলকাতা পুলিশের স্পেশ্যাল টাস্ক ফোর্স বা এসটিএফ এর গোয়েন্দারা শুক্রবার রাত ১টা নাগাদ চিৎপুর থানা এলাকার বিটি রোডে টালা ব্রিজের কাছে ওই ম্যাটাডোরকে আটক করে।

তল্লাশি চালিয়ে গাড়িটি থেকে প্রায় ১ হাজার কিলোগ্রাম পটাশিয়াম নাইট্রেট উদ্ধার করা হয়। ২৭টি বস্তায় এই বিস্ফোরক ভরা ছিল। এত বিস্ফোরক দেখে হতবাক হয়ে যায় পুলিশ কর্মীরাও।

ইন্দ্রজিৎ ভুঁই এবং পদ্মলোচন দে নামে ম্যাটাডোরের চালক ও খালাসিকে পুলিশ গ্রেফতার করেছে। দুজনেরই বাড়ি ওড়িশায়। লোকসভা নির্বাচনের আগে এই বিপুল পরিমাণ বিস্ফোরক তারা কোথায় নিয়ে যাচ্ছিল, কী কাজে তা ব্যবহার করা হোত সবই খতিয়ে দেখছেন গোয়েন্দারা।

রাজ্যে ভোটের আগে বা ভোটের সময় নাশকতা চালানোর জন্যই কি এই বিপুল পরিমাণ বিস্ফোরক নিয়ে যাওয়া হচ্ছিল? না, জঙ্গিদের কোন স্লিপার সেলের জন্য এই বিস্ফোরক নিয়ে যাওয়া হচ্ছিল, সেটাই তদন্ত করে দেখছে কলকাতা পুলিশের গোয়েন্দারা।

তবে এত বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার হওয়ায় নড়েচড়ে বসেছে রাজ্য প্রশাসনের কর্তারা। দুষ্কৃতি না জঙ্গি? কাদের জন্য যাচ্ছিল এই বিপুল বিস্ফোরক, তদন্ত করে দেখছে গোয়েন্দারা।

]]>
রক্ষকই ভক্ষক, পুলিশকর্মীদের হাতেই গণধর্ষিত মা ও মেয়ে https://thenewsbangla.com/mother-and-daughter-gangraped-by-policemen-in-hariyana/ Fri, 05 Oct 2018 09:36:27 +0000 https://www.thenewsbangla.com/?p=802 নিজস্ব প্রতিবেদন : ‘বেটি বাঁচাও’, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্লোগান যেন দিন দিন গলার কাঁটা হয়ে উঠছে কেন্দ্রীয় সরকারের। ফের প্রকাশ্যে এল নারকীয় গণধর্ষণের ঘটনা। এবার হরিয়ানার কইথলে।

হরিয়ানায় নারকীয় নির্যাতনের শিকার হল মা ও মেয়ে। বাড়িতে ঢুকে ১৮ জন মিলে গণধর্ষণ করল মা ও মেয়েকে। অভিযুক্তদের মধ্যে ৭ জনই আবার পুলিশকর্মী। ঘটনা এখানেই শেষ নয়। অভিযোগ, এই জঘন্য ঘটনা বসে বসে দেখেছে গ্রামের মোড়লরা। জঘন্য, ঘৃণ্য এই ঘটনাটি ঘটেছে হরিয়ানায়। এই খবর সামনে আসতেই তোলপাড় শুরু হয়ে গেছে দেশজুড়ে।

রক্ষকই এখানে ভক্ষক। গণধর্ষণে নাম জড়িয়ে গেল খোদ পুলিশকর্মীদেরই। মূল অভিযুক্ত অ্যাসিস্ট্যান্ট সাব ইনস্পেকটর পদমর্যাদার একজন অফিসার। গণধর্ষণের ঘটনায় তদন্তে নেমে মাথা হেঁট হয়ে গেছে হরিয়ানা পুলিশেরই।

খবরে প্রকাশ, গত সেপ্টেম্বর মাসে গণধর্ষণের এই ঘটনাটি ঘটে। বাড়িতে ঢুকে মা ও নাবালিকা মেয়েকে গণধর্ষণ করে ১৮ জন। নির্যাতনের পরই মেয়েকে নিয়ে পুলিশের দ্বারস্থ হন মা। তদন্তে নামে হরিয়ানা পুলিশ।

ঘটনার তদন্তে নেমে উঠে আসে একের পর এক অভিযুক্তের নাম। দেখা যায়, অভিযুক্ত ১৮ জনের মধ্যে ৭ জনই পুলিশকর্মী। মূল অভিযুক্ত একজন অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর অফিসার ছাড়াও অভিযুক্তদের মধ্যে রয়েছেন কনস্টেবল, হেড কনস্টেবল সহ পুলিশকর্মীরা। নির্যাতিতাদের অভিযোগের ভিত্তিতে সকল অভিযুক্তকেই গ্রেফতার করেছে পুলিশ। সাসপেন্ড করা হয়েছে অভিযুক্ত পুলিশকর্মীদের।

বাকি অভিযুক্তদের মধ্যে রয়েছেন গ্রামের প্রাক্তন ও বর্তমান মোড়ল ও অন্যান্যরা। তাদের বিরুদ্ধেও রয়েছে মারাত্মক অভিযোগ। ঘটনার সময় তাঁরা নাকি সবাই ঘরের দরজায় দাঁড়িয়ে ‘মজা’ দেখছিল। এমনকি আরও নির্যাতন করার জন্য উৎসাহও দিচ্ছিল।

এই ঘটনার তদন্তে নেমে স্পেশাল ইনভেস্টিগেশন টিম বা সিট তৈরি করেছে হরিয়ানা পুলিশ। সিটের নেতৃত্বে রয়েছেন একজন ডিএসপি পদমর্যাদার অফিসার।

অভিযুক্তদের বিরুদ্ধে Protection of Children from Sexual Offences Act (POCSO) বা পকসো আইনেও মামলা করা হবে বলে জানিয়েছেন হরিয়ানার কইথল এর পুলিশ সুপার আস্থা মোদী।

পুলিশ সুপার আরও জানিয়েছেন যে, ঘটনার ৩ মাস আগেই নাবালিকা মেয়েটি তার বাবার নামেই শ্লীলতাহানির অভিযোগ করেছিল। যদিও সেই অভিযোগ পরে প্রত্যাহার করে নেয় মেয়েটি। সেই ঘটনার সঙ্গে এই ঘটনার কোন যোগ আছে কিনা, তা খতিয়ে দেখছে পুলিশ।

ঘটনা প্রকাশ্যে আসার পরই বিরোধীদের তোপের মুখে পড়েছে হরিয়ানার মনোহরলাল খট্টর সরকার ও কেন্দ্রে মোদী সরকার। হরিয়ানায় আসন্ন লোকসভা ভোটে এই ধর্ষণের ঘটনা যে প্রভাব ফেলতে পারে তাই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।

]]>